Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ August ২০১৭

তথ্যবিবরণী ৯ আগস্ট ২০১৭

Handout                                                                                                          Number : 2060

 

New Nepali Ambassador calls on Shahriar Alam

 

Dhaka, August 9:

 

            The State Minister for Foreign Affairs of Bangladesh Md. Shahriar Alam received today the newly appointed Ambassador of  Nepal to Bangladesh Dr. Chop Lal Bhushal at his office in Ministry of Foreign Affairs. Welcoming the Ambassador, he assured him of all possible cooperation in discharging his duties.

            Highlighting the historically warm and friendly ties with Nepal, the State Minister expressed hope that the existing bilateral relations between Bangladesh and Nepal would be further strengthened in the coming days. During the meeting, they discussed on various aspects of bilateral relations including trade and investment, connectivity, power sector cooperation, people-to-people contacts etc.

            In reply, Ambassador of Nepal expressed his deep gratitude to the Government of Bangladesh for accepting his appointment. He also hoped that the two countries would be able to harness the existing synergies to take the bilateral relations to the next level.

            Dr. Chop Lal Bhushal presented his credentials to the  President of Bangladesh on 18 July 2017.

#

Maruf/Mahmud/Sanjib/Salimuzzaman/2017/1930 Hrs

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২০৫৯

বঙ্গবন্ধু স্মরণে সপ্তাহব্যাপী কর্মসূচি উদ্বোধন করলেন তথ্যসচিব
                                
ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট):

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে সপ্তাহব্যাপী প্রামাণ্যচিত্র, প্রকাশনা ও আলাকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেছেন তথ্যসচিব মরতুজা আহমদ। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)’র মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান তথ্য অফিসার কামরুন নাহার এবং ফিল্ম আর্কাইভের মহাপরিচালক শচীন্দ্র নাথ হালদার উপস্থিত ছিলেন।

    আজ ডিএফপি প্রাঙ্গণে ডিজিটাল পর্দায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর  নির্মিত প্রামাণ্যচিত্র উদ্বোধনকালে তথ্যসচিব বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের মানচিত্র পেয়েছি, পেয়েছি নিজস্ব পতাকা। ত্রিশ লাখ শহিদের রক্তে অর্জিত এ দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রূপে গড়ার দায়িত্ব দেশের সকলের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নের মাধ্যমেই তা করা সম্ভব।’

    মরতুজা আহমদ এ সময় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ  সাহসিকতার সঙ্গে ধারণ ও সংরক্ষণের জন্য চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রশংসা করেন।

    আজ থেকে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পর্যন্ত বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক প্রামাণ্যচিত্র, মাসিক সচিত্র বাংলাদেশ ও কিশোর পত্রিকা নবারুণের বিশেষ সংখ্যা এবং তথ্য অধিদফতরের সহায়তায় দুর্লভ আলোকচিত্রসমূহের প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

    অনুষ্ঠান শেষে তথ্যসচিব ডিএফপি’র সহকারী চিত্রপ্রযোজক মোঃ আব্দুল্লাহ আল হারুন এবং উচ্চমান সহকারী মোঃ মঈন উদ্দিনের হাতে ২০১৬-২০১৭ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার তুলে দেন। এ সময় ডিএফপি নির্মিত জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রামাণ্যচিত্রসমূহের কলাকুশলীদের হাতেও অভিনন্দনপত্র তুলে দেন তিনি।
    
#

আকরাম/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ২০৫৮

এইডস নির্মূলে বাংলাদেশ কাজ করে যাবে
                -- স¦াস্থ্যমন্ত্রী

ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট):

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে এইডস নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে একযোগে কাজ করে যাবে। এই অঞ্চলের জনগণের স্বাস্থ্যমানের উন্নয়নে দেশগুলো পারস্পরিক সহায়তা জোরদার করে ইতোমধ্যে সাফল্য পেয়েছে। ভবিষ্যতেও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সব দেশের সহযোগিতা চায়।

তিনি আজ সচিবালয়ে দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে এইচআইভি ও এইডস এবং তৃতীয় লিঙ্গের জন্য প্রয়োজনীয় কর্মসূচি পর্যবেক্ষণের লক্ষ্যে বাংলাদেশ সফররত শ্রীলঙ্কা ও ভূটানের প্রতিনিধিদলের সাথে মতবিনিমিয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

দশ সদস্যের প্রতিনিধিদলে শ্রীলঙ্কার শহর পরিকল্পনা ও পানি সরবরাহ প্রতিমন্ত্রী সুদর্শনি ফার্নান্দোপুলে (ঝঁফধৎংযধহর ঋধৎহধহফড়ঢ়ঁষষব) ও ভূটানের সংসদ সদস্য সাংগাই খান্ডুসহ (ঝধহমধু কযধহফঁ) দুই দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এইডস রোগীর হার এক শতাংশের নিচে হলেও একে নির্মূলের লক্ষ্যে জনসচেতনতা কর্মসূচি জোরদার করা হয়েছে। এজন্য স্কুল-কলেজের পাঠ্যসূচিতে এ সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করাসহ কিশোর ও যুব সমাজের মধ্যে সচেতনতামূলক কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ ২০১৩ সালে হিজড়া জনগোষ্ঠীকে তৃতীয়  লিঙ্গের মর্যাদা দিয়ে তাদের কর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্র ও মধ্যম বিনিয়োগের ব্যাংক ঋণ সহজলভ্য করাসহ নানাবিধ সামাজিক কর্মসূচি গতিশীল করেছে।
এ ছাড়া তাদের আইনগত সহায়তা প্রদানের জন্যে জেলা পর্যায়ে আইনজীবীদের নিয়ে প্যানেল কমিটি গঠন করেছে সরকার।

সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয়, অধিদপ্তর এবং সংশ্লিষ্ট বিভিন্ন বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।   

#

পরীক্ষিৎ/মাহমুদ/শেফায়েত/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২০৫৭

বিপিএল ও অস্ট্র্রেলিয়া ক্রিকেট দলের 
সফর উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :
বাংলাদেশ প্রিমিয়ার লীগ টি-২০ এবং অস্ট্র্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর উপলক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভা আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, বাংলাদেশ প্রিমিয়ার লীগ টি-২০ আগামী ০২ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত ঢাকা, সিলেট ও চট্টগ্রামে এবং আগামী ১৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত অস্ট্র্রেলিয়া জাতীয় ক্রিকেট দল ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মধ্যে  ২টি টেস্ট ম্যাচ এবং ১টি প্রস্তুতিমূলক ম্যাচ ঢাকা শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
   খেলাগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও দফতরের প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আসাদুল ইসলাম। সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
সভায় দেশি ও বিদেশি খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের সার্বিক নিরাপত্তা এবং খেলার মাঠে আইনশৃংখলা রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক)কে আহ্বায়ক করে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়।
#
শফিকুল/মাহমুদ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৪৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২০৫৬
 
 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন
 
ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :
 
৯ আগস্ট সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরাতন ভবনের সার্ভার রুমে বৈদ্যুতিক শট সার্কিটের কারণে আগুন লাগে। ফায়ার এলার্ম বেজে উঠলে তৎক্ষণাৎ মহাপরিচালক (প্রশাসন) সেখানে আসেন এবং করিডোরে থাকা অগ্নিনির্বাপক ফোম (ঋরৎব ঊীঃরহমঁরংযবৎ ঋড়ধস) দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়।
  পরে ফায়ার ব্রিগেড এসে সার্ভার রুমে সৃষ্ট ধোঁয়া বের করে দেয়। আগুনে ইন্টারনেট কানেকশনের কিছু তার পুড়ে যায়। এছাড়া আর কোন ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনায় মহাপরিচালক (প্রশাসন)-কে সভাপতি করে ৩ (তিন) সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 
#
নাজমুল/অনসূয়া/গিয়াস/আসমা/২০১৭/১৫৩২ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২০৫৫
 
৬৮টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা
 
ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট ) :                                                                                              
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয় দেশের বিভিন্ন এলাকায় আজ বাজার তদারকি করে। এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, ওজনে কারচুপি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে ঢাকা মহানগরীতে ৬ টি প্রতিষ্ঠানকে ৬৪ হাজার টাকা। কিশোরগঞ্জ ফরিদপুর, শেরপুর ও নারায়ণগঞ্জ জেলা সদর ও বিভিন্ন উপজেলায় ১২টি প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা । পটুয়াখালী, সিলেট, চট্রগ্রাম, রাজশাহী, খুলনা, মাগুরা, যশোর, কুষ্টিয়া, ঝালকাঠি, বরিশাল এবং রংপুর জেলায় ৩৫টি  প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৫ হাজার ৮ শত টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া প্রধান কার্যালয়সহ ঢাকা, রাজশাহী, হবিগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল ও কুমিল্লায় ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অভিযোগ শুনানির মাধ্যমে ১৫টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং ১৭ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ১১  হাজার ২৫০ টাকা প্রদান করা হয়। 
সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, বাজার কর্মকর্তা, স্যানেটারী ইন্সপেক্টর এবং ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করেন। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে।
 
#
রিনা/অনসূয়া/গিয়াস/শহিদ/শামীম/২০১৭/১৫৩০  ঘণ্টা 
   
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০৫৪ 
 
বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে যারা ছিল তাদেরও বিচার হবে
                                - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার সাথে যারা সরাসরি জড়িত ছিল তাদের বিচার হলেও নেপথ্যে থেকে যারা হত্যার মূল পরিকল্পনা করেছিল তাদের বিচার আজও হয়নি। বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের লোকদেরও বিচার হবে। প্রয়োজনে মরণোত্তর বিচার করা হবে। তবেই বঙ্গবন্ধু হত্যার বিচার পূর্ণাঙ্গ হবে।
আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আয়োজিত জাতীয় শোক দিবসের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, খুনিরা শুধু বঙ্গবন্ধুকেই  হত্যা করেনি, তাঁর পরিবারের সদস্যদের এবং পরে জাতীয় চার নেতাকেও হত্যা করে। বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিরা ভেবেছিল বঙ্গবন্ধুর আদর্শকেও তারা হত্যা করতে পেরেছে। কিন্তু প্রকৃতপক্ষে তা হয়নি। বঙ্গবন্ধুর আদর্শ আজ আরো শক্তিশালী।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. দেবপ্রিয় পালের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া প্রমূখ। 
#
আব্দুল্লাহিল/অনসূয়া/জসীম/আসমা/২০১৭/১৪৩০ ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০৫৩ 
 
নাগাসাকিতে এশিয়ার নেতৃত্বে বাংলাদেশ
টোকিও, ৯ আগস্ট :
 
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা আজ নাগাসাকি শহরের পিস পার্কে ১৯৪৫ সালে পারমাণবিক বোমায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তিনি এশিয়ান দেশগুলোর নেতৃত্ব প্রদান করেন। 
জাপান এবছর ১৯৪৫ সালে হিরোশিমা-নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের ৭২ বছর পূর্তি পালন করছে।  
নাগাসাকি শহরের মেয়র টমিহিশা টাইউ এর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো, স্পিকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের উচ্চপদস্থ নেতৃবৃন্দ ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
৬ আগস্ট হিরোশিমা দিবসে হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে বোমা হামলায় আক্রান্তদের পরিবার পরিজনসহ প্রায় ৫০ হাজার মানুষ হতাহতদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সমবেত হয়। 
#
শিপলু/অনসূয়া/শহিদ/জসীম/আসমা/২০১৭/১২০০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০৫৩ 
নাগাসাকিতে এশিয়ার নেতৃত্বে বাংলাদেশ
টোকিও, ৯ আগস্ট :
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা আজ নাগাসাকি শহরের পিস পার্কে ১৯৪৫ সালে পারমাণবিক বোমায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তিনি এশিয়ান দেশগুলোর নেতৃত্ব প্রদান করেন। 
জাপান এবছর ১৯৪৫ সালে হিরোশিমা-নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের ৭২ বছর পূর্তি পালন করছে।  
নাগাসাকি শহরের মেয়র টমিহিশা টাইউ এর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো, স্পিকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের উচ্চপদস্থ নেতৃবৃন্দ ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
৬ আগস্ট হিরোশিমা দিবসে হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে বোমা হামলায় আক্রান্তদের পরিবার পরিজনসহ প্রায় ৫০ হাজার মানুষ হতাহতদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সমবেত হয়। 
#
শিপলু/অনসূয়া/শহিদ/জসীম/আসমা/২০১৭/১২০০ ঘণ্টা   
Todays handout (4).docx Todays handout (4).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon