Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st August ২০১৬

তথ্যবিবরণী ৩১ আগস্ট ২০১৬

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৮০৮

সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাতের মায়ের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
    
ঢাকা, ১৬ই ভাদ্র (৩১শে আগস্ট):
    সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. হাবিবে মিল্লাতের মা মল্লিকা জানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
    মন্ত্রী আজ শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
    আগামীকাল সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মসজিদে মরহুমার প্রথম জানাজা এবং সিরাজগঞ্জের বিএ কলেজ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
#
আকরাম/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৮০৭
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১৬ই ভাদ্র (৩১শে আগস্ট):
    জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক আজ কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, মুহিবুর রহমান মানিক, মো. তাজুল ইসলাম, সামশুল হক চৌধুরী এবং নিলুফার জাফর উল্লাহ বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে এসপিসিপিডি প্রকল্পের যুব উন্নয়ন সাবকমিটির আহ্বায়ক বেগম সানজিদা খানম, সদস্য ফকরুল ইমাম এবং ফরহাদ হোসেন যোগদান করেন। ফকরুল ইমাম সাবকমিটির (বিএপিপিডি) কার্যক্রম কমিটিতে বিস্তারিতভাবে উপস্থাপন করেন।
    বিএপিপিডি’র পত্রের প্রেক্ষিতে যথাযথ পরিকল্পনা গ্রহণের জন্য উক্ত কমিটির সাথে যুব উন্নয়ন বিষয়ক আলোচনা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে পরিকল্পনা মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ ও বাস্তবায়ন চ্যালেন্সসমূহের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
    বৈঠকে জানানো হয়, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১৬-২০২০) অর্থবছরের মেয়াদে বাস্তবায়নে প্রণয়ন করেছে যা গত ২০ অক্টোবর ২০১৫ এ জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) অনুমোদিত হয়। প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, সর্বোচ্চ কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য নিরসনের সাথে প্রত্যেক নাগরিকের ক্ষমতায়নের লক্ষ্যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কর্মকৌশল, নীতি এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
    সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যকে সার্বিক বিষয়ে অবগতির জন্য আইএমইডি কর্তৃক নিযুক্ত একজন কর্মকর্তা উপজেলার নির্বাহী কর্মকর্তার অধীনে পদায়ন করার সুপারিশ করা হয়। তথ্যের আলোকে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
    পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, আইএমইডির সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যগণ, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব, এসপিসিপিডির প্রকল্প পরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

এমাদুল হক/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/২০০৭ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৮০৬

গ্রামকে জঙ্গিমুক্ত রাখবে কৃষিশ্রমিকেরা
                            -- তথ্যমন্ত্রী
    
ঢাকা, ১৬ই ভাদ্র (৩১শে আগস্ট):
    দেশের অন্যতম প্রধান চালিকাশক্তি কৃষির শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় তাদের নিবন্ধন, তালিকা তৈরি ও কৃষিশ্রমিক বিধিমালা প্রণয়নকে একান্ত প্রয়োজন বলে বর্ণনা করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। একইসাথে নিজ গ্রামকে জঙ্গিমুক্ত রাখার জন্য কৃষিশ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জঙ্গিরা মানুষের অধিকার কেড়ে নেয়, তারা কৃষিশ্রমিকদের শত্রু, নারীর শত্রু, উন্নয়নের শত্রু। তাই কৃষিশ্রমিকেরা গ্রামকে জঙ্গিমুক্ত রাখবে, শান্তিতে কৃষিকাজ করবে।
    আজ রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে কৃষিশ্রমিক অধিকার মঞ্চ, কর্মজীবী নারী ও পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সমন্বিত উদ্যোগে আয়োজিত কৃষিশ্রমিকদের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী একথা বলেন।
    মন্ত্রী বলেন, সরকার প্রবর্তিত সামাজিক নিরাপত্তাজালের মাধ্যমে প্রচলিত বিধবাভাতা, বয়স্কভাতা দেয়ার পাশাপাশি সরকার পল্লি রেশন প্রদানের কথাও ভাবছে। এছাড়াও রয়েছে ভূমিহীনদের মাঝে খাসজমি বিলি-বণ্টনের উদ্যোগ। এসব উদ্যোগে যেন কৃষিশ্রমিকেরা অগ্রাধিকার পায়, সেজন্য তাদের তালিকা এবং নিবন্ধন জরুরি। আর তাদের টেকসই উন্নয়ন, বছরে অন্তত ২০০ দিনের কাজের অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে প্রয়োজন কৃষিশ্রমিক বিধিমালা।
    তথ্যমন্ত্রী এসময় উপস্থিত কৃষিশ্রমিকদের আঠারো বছরের আগে বিয়ে নয়, বিশ বছরের আগে সন্তানধারণ নয়, গর্ভবতী ও প্রসূতি মায়ের পুষ্টি, ছয়মাস বয়সী শিশুর টিকা দেয়া, খাওয়ার আগে হাতধোয়া এবং যৌতুক-তামাক-মাদককে ‘না’ বলার ওপর গুরুত্বারোপ করেন।
    কৃষিশ্রমিক অধিকার মঞ্চ ও পিকেএসএফ সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে কৃষিশ্রমিকদের সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম, পেশাজীবী নারী সমাজ সভাপতি অধ্যাপক মাহফুজা খানম এবং কর্মজীবী নারী সভাপতি ড. প্রতিমা পাল মজুমদার। কর্মজীবী নারী’র নির্বাহী পরিচালক রোকেয়া রফিক স্বাগত বক্তব্য রাখেন। ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক সুবল সরকার মূল ধারণাপত্র উপস্থাপন করেন।
    সভায় মানিকগঞ্জের কাটিগ্রামের ধানসিঁড়ি শিল্পীগোষ্ঠী উদ্বোধনী সংগীত পরিবেশন করে।  
#
আকরাম/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৪৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৮০৫
আইসিভিজিডির ক্যাশ ট্রান্সফার কার্যক্রম উদ্বোধন
ঢাকা, ১৬ই ভাদ্র (৩১শে আগস্ট):
    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি আজ গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে হতদরিদ্র নারীদের জন্য  এককালীন ক্যাশ ট্রান্সফার কার্যক্রম ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট অভ্ দ্য ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি) উদ্বোধন করেছেন।
    এসময় প্রতিমন্ত্রী বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সারা দেশের হতদরিদ্র ৭ লাখ ৫০ হাজার নারীকে সহায়তার লক্ষ্যে ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) কার্যক্রমের মাধ্যমে প্রতিমাসে ৩০ কেজি চাল সরবরাহ করে। পাশাপাশি তাদেরকে জীবন দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান করে। দেখা গেছে তাদের মধ্যে অপেক্ষাকৃত বেশি দরিদ্র নারীরা ভিজিডির ২৪ মাসের চক্র শেষ হলে আবার দরিদ্রতায় নিমজ্জিত হয়। এই সকল হতদরিদ্র নারীদের জন্যে মন্ত্রণালয় আইসিভিজিডি গ্রহণ করেছে। এই কার্যক্রমের অংশ হিসেবে প্রত্যেক নারী ৩০ কেজি চালের পাশাপাশি এককালীন ১৫ হাজার টাকা পাবে। এই টাকা দিয়ে তারা তাদের দক্ষতা অনুযায়ী কোনো একটি আয়বর্ধক পণ্য কিনবে যা দিয়ে আয় করতে পারবে। যাতে তারা আবার বিপদগ্রস্ত না হয়। এই সমস্ত নারী ঐ টাকা দিয়ে কী পণ্য কিনল এবং তা দিয়ে তারা জীবিকা নির্বাহ করতে পারছে কিনা তা মনিটর করবে মন্ত্রণালয়। ব্যাংক এশিয়ার মাধ্যমে ১৫ হাজার টাকা প্রত্যেক নারীর একাউন্টে সরাসরি চলে যাবে।
    প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে আইসিভিজিডি’র কার্যক্রম সারা দেশে চালু করবে সরকার। প্রাথমিকভাবে ছয়টি উপজেলায় আইসিভিজিডি কার্যক্রম চালূ করা হয়েছে। উপজেলাসমূহ হলো: গাজীপুরের কালীগঞ্জ, বাগেরহাটের শরনখোলা, সিলেটের গোয়াইনঘাট, গোপালগঞ্জের টুঙ্গীপাড়া, ভোলা সদর এবং কুড়িগ্রামের ভুরুঙ্গামারী।
    গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণলয়ের সচিব নাছিমা বেগম, ব্যাংক এশিয়ার ম্যানেজিং ডাইরেক্টর মো. আরফান আলী, আইসিভিজিডি প্রকল্প পরিচালক মাহমুদা শারমীন বেনু, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরী, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, বিশ্ব খাদ্য প্রোগ্রামের প্রতিনিধি ক্রীস্টা রডা (ঈযৎরংঃধ জধফবৎ) এবং গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ।
#

খায়ের/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৯৪০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৮০৪

প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার অন্তর্ভুক্ত করতে হবে
                                            -- তারানা হালিম

ঢাকা, ১৬ই ভাদ্র (৩১শে আগস্ট):
    ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, মোবাইল ব্যাংকিং কার্যক্রম নিরাপদ এবং কার্যকর করতে কেন্দ্রীয় ব্যাংক ও বিটিআরসি’র যৌথ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা প্রয়োজন। তিনি বলেন, ব্যাংক এবং মোবাইল অপারেটররা যৌথ অংশীদারিত্বের মাধ্যমে সেবা দিলে মোবাইল ব্যাংকিংসহ ডিজিটাল অর্থনৈতিক কার্যক্রম থেকে আরো বেশি সুফল আসবে।
প্রতিমন্ত্রী গতকাল ঢাকার স্থানীয় একটি হোটেলে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ  (টিআরএনবি) আয়োজিত ‘ফিন্যান্সসিয়াল ইনক্লুশন ইন বাংলাদেশ: অপারচুনিটিজ, চ্যালেনেঞ্জ এন্ড ওয়ে ফরওয়ার্ড থে্রুা ডিজিটাল ফিন্যান্সশিয়াল সার্ভিস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন টিআরএনবি’র সাধারণ সম্পাদক শামীম আহমেদ।
প্রতিমন্ত্রী বলেন, প্রান্তিক ও দুর্গম অঞ্চলের জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার অন্তর্ভুক্ত করতে হবে। এজন্য বিকাশের পাশাপাশি মোবাইল সার্ভিসগুলোর এতে যুক্ত হওয়া প্রয়োজন।
টিআরএনবি’র সভাপতি রাশেদ মেহেদীর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে মোবাইল অপারেটর সংগঠন এমটবের মহাসচিব টিআইএম নুরুল কবির, বিকাশের উপদেষ্টা অসীম দাসগুপ্ত, পুলিশের অতিরিক্ত ডিআইজি শাহআলম, অর্থনীতিবিদ মামুনুর রশীদ, গ্রামীণ ফোনের চিফ কর্পোরেট এফেয়ার্স অফিসার মাহমুদ হোসাইন, বিটিআরসি’র পরিচালক লে. কর্নেল মো. জুলফিকর এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক প্রজ্ঞা পারমিত্র বক্তৃতা করেন।  
#
এনায়েত/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৫০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ২৮০৩

ঢাকা কলেজের শিক্ষকের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক
    ঢাকা, ১৬ই ভাদ্র (৩১শে আগস্ট):
    শিক্ষমন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল গফুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
    মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
    অধ্যাপক আব্দুল গফুর আজ ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে---- রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। আজ ভোরে বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে অধ্যাপক আব্দুল গফুর মৃত্যুবরণ করেন। আজ সকালে ঢাকা কলেজ ক্যাম্পাসে তাঁর জানাজায় সর্বস্তরের ছাত্র শিক্ষক কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
#
সাইফুল্লাহ/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৫৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ২৮০২

শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবিলার কৌশল রপ্ত করতে হবে
                                                -- শিক্ষামন্ত্রী

ঢাকা, ১৬ই ভাদ্র (৩১শে আগস্ট):
    ভূমিকম্প, ঘুর্ণিঝড়, বন্যা ও অগ্নিকা-ের মতো দুর্যোগ মোকাবিলায় শিক্ষার্থীদের যথাযথভাবে প্রস্তুত করার জন্য শিক্ষক অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
    মন্ত্রী আজ ঢাকায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে ‘বিদ্যালয়ে দুর্যোগ সাড়া প্রদান সহায়িকা’ চূড়ান্তকরণে দু’দিনব্যাপী জাতীয় কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান।
    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামনের সভাপতিত্বে অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক প্রফেসর শামছুল হুদা এবং সেভ দ্য চিল্ড্রেন-এর প্রোগ্রাম কোয়ালিটির প্রধান স্যারন হেইজারও বক্তৃতা করেন।
    মন্ত্রী বলেন, পরিবেশদূষণ রোধ করে প্রাকৃতিক দুযোগ হ্রাস করা সম্ভব। তবে সব প্রাকৃতিক দুর্যোগ রোধ করা সম্ভব নয়। আর তাই নতুন প্রজন্মকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার কৌশল রপ্ত করতে হবে।
    তিনি বলেন, বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তকে পরিবেশ দূষণ রোধ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার কৌশল সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষকদের দুর্যোগ মোকাবিলার কৌশলের ওপর প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে। বিদ্যালয়ে দুর্যোগ সাড়া প্রদান সহায়িকা দুর্যোগ মোকাবিলার কৌশল শিক্ষার্থীদের হাতেকলমে শেখাতে ভূমিকা রাখবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
#
সাইফুল্লাহ/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৮০১
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে পাটের বাজার সম্প্রসারণের আগ্রহ পাটমন্ত্রীর
নিউইয়র্ক, ৩১শে আগস্ট:
    নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে ২৬শে আগস্ট বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিকের উপস্থিতিতে একটি মতবিনিময়সভার আয়োজন করা হয়। কনস্যুলেট ভবনে আয়োজিত সভায় উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি-আমেরিকান ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শাহাদত বরণকারী তাঁর পরিবারের সদস্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। 
    মন্ত্রী পাটের ঐতিহাসিক গুরুত্ব ও অর্থনীতিতে পাটের অবদান সম্পর্কে আলোকপাত করেন। সরকার পাটের বাজার সম্প্রসারণকে অগ্রাধিকার দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। ইমাজ উদ্দিন ব্যবসায়ীদের কাছে যুক্তরাষ্ট্রে পাটজাত দ্রব্যের বাজার অন্বেষণের আহ্বান জানান। বাংলাদেশের পাটজাত দ্রব্য আন্তর্জাতিকমানের উল্লেখ করে তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছে পাটজাত দ্রব্যের বিপণনের জন্য ব্যাপক প্রচার অভিযান পরিচালনারও আহ্বান জানান। তিনি বলেন, পরিবেশ দূষণ হ্রাসে পাটজাত পণ্যের কার্যকারিতা তুলে ধরতে পারলে যুক্তরাষ্ট্রে পাটজাত দ্রব্যের বাজার সৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে।  
    অনুষ্ঠান শেষে তিনি পাটের তৈরি বিভিন্ন পণ্য উপস্থিত ব্যবসায়ীদের মাঝে বিতরণ করেন। 
    সভায় প্রাক্তন সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব মতিউর রহমান, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর শেখ আকতার হোসেন ছাড়াও মিশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কনসাল জেনারেল শামীম আহসান সভা পরিচালনা করেন। 
    উল্লেখ্য, বস্ত্র ও পাট মন্ত্রী যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে পাট ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে ৬ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। 
#

সৈকত/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭৪১ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৮০০

রসায়ন বিষয়ক ফোরামে যোগ দিতে ভারত গেলেন শিল্পমন্ত্রী 

ঢাকা, ১৬ই ভাদ্র (৩১শে আগস্ট):
কেমিক্যাল ও পেট্রোকেমিক্যাল বিষয়ক বৈশ্বিক নির্বাহী ফোরামে (৯ঃয ওহফরধ ২০১৬ এষড়নধষ ঈঊঙং ঋড়ৎঁস) অংশ নিতে ভারত গেলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ তিনি ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মেলনের অংশ হিসেবে এ ফোরাম আয়োজন করা হয়েছে। ১ থেকে ৩ সেপ্টেম্বর মুম্বাইয়ের বোম্বে এক্সিবিশন সেন্টারে এটি অনুষ্ঠিত হবে। 
ভারতের কেমিক্যাল ও ফার্টিলাইজার মন্ত্রী অনন্ত কুমারের (অহধহঃয কঁসধৎ) আমন্ত্রণে শিল্পমন্ত্রী এ ফোরামে যোগ দিচ্ছেন। তিনি পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল ও পরিচালক মো. আলী আক্কাছ এবং শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মাহবুব-উল-আলম প্রতিনিধিদলে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। 
ভারতের কেমিক্যাল ও ফার্টিলাইজার বিষয়ক মন্ত্রণালয়ের অধীন কেমিক্যাল ও পেট্রোকেমিক্যাল বিভাগ এবং ফেডারেশন অভ্ ইন্ডিয়ান চেম্বার অভ্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ঋওঈঈও) যৌথভাবে এ ফোরামের আয়োজন করেছে। এতে বিভিন্ন দেশের মন্ত্রী, বিনিয়োগকারী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী, কেমিক্যাল ও পেট্রোকেমিক্যাল শিল্প উদ্যোক্তা এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।   
শিল্পমন্ত্রী ৩ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
#
জলিল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৭৯৯
পৃথিবীতে তৈরিপোশাক শিল্পে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়
                                                    -শিল্প মন্ত্রী
ঢাকা, ১৬ই ভাদ্র (৩১শে আগস্ট):
আন্তর্জাতিক ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলাদেশের তৈরিপোশাক শিল্পখাত টেকসই প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনে দুর্ঘটনার পর থেকে বাংলাদেশের তৈরি পোশাকখাতের বিরুদ্ধে প্রতিযোগিরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছে। সরকারের নীতি সহায়তা, উদ্যোক্তাদের সাহস এবং দক্ষ শ্রমিকদের প্রচেষ্টায় এসব ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তৈরি পোশাকখাতে ৫০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে।  
শিল্পমন্ত্রী আজ যুক্তরাষ্ট্রভিত্তিক কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড  আয়োজিত তৈরিপোশাক শিল্পখাতের অত্যাধুনিক প্রযুক্তি বিষয়ক ‘১৭তম টেক্সটেক বাংলাদেশ ২০১৬’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনকালে এ কথা বলেন। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এতে বিশেষ অতিথি ছিলেন। 
 কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডের প্রেসিডেন্ট মেহেরুন এন. ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার উৎ. অফধৎংয ঝধিরশধ, এফবিসিসিআই’র প্রথম সহসভাপতি মো. শফিউল ইসলাম, বিজিএমইএ’র সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও বিকেএমইএ’র প্রথম সহসভাপতি এ এইচ আসলাম সানি বক্তব্য রাখেন। 
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের জিএসপি সুবিধা ফিরে পেতে সরকারি-বেসরকারি উদ্যোগে তৈরি পোশাকশিল্প কারখানার কর্মপরিবেশ উন্নয়ন, শ্রম নিরাপত্তা জোরদার, পেশাগত ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলা, ন্যূনতম মজুরি নির্ধারণ, কারখানা পরিদর্শনসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে বাংলাদেশে তৈরিপোশাক শিল্প দক্ষিণ-পূর্ব এশিয়া প্রথম এবং গোটা পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। বর্তমানে এ শিল্পখাত থেকে ২৮ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রপ্তানি হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে তৈরিপোশাক শিল্পখাতের রপ্তানির পরিমাণ দ্বিগুণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
উল্লেখ্য, চার দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনী আজ থেকে শুরু হয়ে ৩রা সেপ্টেম্বর শেষ হবে। এতে বিশ্বের ২৩টি দেশের ১ হাজার ৫০টি কোম্পানি অংশ নিচ্ছে। এসব কোম্পানি তৈরিপোশাক শিল্পখাতে উদ্ভাবিত সর্বশেষ প্রযুক্তি, ফেব্রিক্স, ডাইং ও কেমিক্যাল প্রদর্শন করছে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ১২ বছর বয়সোর্ধ্ব সকলের জন্য উন্মুক্ত থাকবে। এর ফলে বাংলাদেশে তৈরিপোশাক শিল্পখাতে আধুনিক প্রযুক্তি স্থানান্তরের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।  
#
জলিল/নুসরাত/আলী/রফিকুল/শামীম/২০১৬/১৫২৫ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৭৯৮

আগামী ২রা সেপ্টেম্বর জাতীয় চাঁদ দেখা কমিটির সভা 

ঢাকা, ১৬ই ভাদ্র (৩১শে আগস্ট):
    ১৪৩৭ হিজরি সনের পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষে আগামী ২রা সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬.৪৫ টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। 
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
    বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭     ও ৯৫৫৮৩৩৭।        
ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

#

নিজাম/নুসরাত/আলী/রফিকুল/শামীম/২০১৬/১৪৫২  ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৭৯৭

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১৬ই ভাদ্র (৩১শে আগস্ট):
    জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠক আজ কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, ওয়ারেসাত হোসেন বেলাল, মো. ছানোয়ার হোসেন, মো. মনজুরুল ইসলাম লিটন এবং লায়লা আরজুমান বানু বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে বিগত ১৬তম বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি, ২০১৬-১৭ অর্থবছরের জন্য নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে গৃহীত পরিকল্পনা/কৌশল, দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাণিজ্য বৃদ্ধির পরিকল্পনা এবং ২০১৬-১৭ অর্থবছরের বাণিজ্য মেলা সংক্রান্ত ক্যালেন্ডার চূড়ান্তকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। 
    বৈঠকে জানানো হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পর্যাপ্ত মজুত আছে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয়।
    কমিটি বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে মন্ত্রণালয়ের এই ধারাবাহিকতা বজায় রাখা এবং লবণের মূল্য স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়কে কঠোরভাবে মনিটরিং করার সুপারিশ করে।
    বৈঠকের শুরুতে ১৫ই আগস্ট ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের এবং ২০০৪ সালের ২১শে আগস্ট নিহতদের স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

নীলুফার/নুসরাত/আলী/রফিকুল/শামীম/২০১৬/১৪৫৫ ঘণ্টা   
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৭৯৬

নদী দূষণরোধে স্টিয়ারিং কমিটি কাজ করবে

ঢাকা, ১৬ই ভাদ্র (৩১শে আগস্ট):
    দ্রুততম সময়ের মধ্যে ঢাকা শহরের চারদিকের নদী দূষণরোধ, নাব্যতা বৃদ্ধি এবং অবৈধ দখলমুক্ত রাখতে ‘স্টিয়ারিং কমিটি’ কাজ করবে। স্টিয়ারিং কমিটির নেতৃত্ব দিবেন নৌবাহিনী প্রধান। এক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে।
    আজ নৌপরিবহণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত নদীর নাব্যতা রক্ষার্থে গঠিত ‘টাস্কফোর্স’ এর এক বিশেষ সভায় এসব তথ্য জানানো হয়। 
    নৌপরিবহণ মন্ত্রী ও টাস্কফোর্স এর সভাপতি শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন। 
    এসময় অন্যান্যের মধ্যে খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সংসদ সদস্য সানজিদা খানম, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  
    বিশেষ সভায় ঢাকার নদীসমূহের দখল ও দূষণরোধে পরিকল্পনা বাস্তবায়নের কৌশলপত্র ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। উল্লেখ্য, গত ২৪ জুলাই বাংলাদেশ নৌবাহিনী এ সংক্রান্ত একটি কৌশলপত্র পেশ করে এবং সেটির আলোকে আজ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। 
    বৈঠকে জানানো হয়, বুড়িগঙ্গা নদীতে প্রতিদিন গড়ে প্রায় ঢাকা শহরের ৪৫০০ টন আবর্জনা এবং ২২ হাজার লিটার বিষাক্ত ট্যানারি বর্জ্য নিষ্কাশিত হচ্ছে। তুরাগ নদীতে  প্রতিদিন গড়ে ৭১৫৯ কেজি শিল্প বর্জ্য নিষ্কাশিত হচ্ছে। ঢাকা শহরের চারপাশের নদীসমূহের দূষণের প্রধান কারণ শতকরা ৬০ ভাগ শিল্পবর্জ্য।
    সভায় কর্মপরিকল্পনার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি রূপরেখা উপস্থাপন করা হয়। 
#
জাহাঙ্গীর/নুসরাত/আলী/আসমা/২০১৬/১৫৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                       নম্বর : ২৭৯৫ 
এসিডি’র পর্যটন বিষযক তৃতীয় মিনিস্ট্রিয়াল মিটিং বাংলাদেশে

ঢাকা, ১৬ই ভাদ্র (৩১শে আগস্ট):
    এশিয় কো-অপারেশন ডায়ালগ (এসিডি) এর তৃতীয় পর্যটন বিষয়ক মিনিস্ট্রিয়াল মিটিং ২০১৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ২৯-৩০ আগস্ট ইরানের তিবরিজে অনুষ্ঠিত প্রথম এসিডি মিনিস্ট্রিয়াল মিটিংয়ে সর্বসম্মিতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে কম্বোডিয়ায়।  
    সম্মেলনে তিন সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এ সম্মেলনে এশিয়ার দেশসমূহের মন্ত্রী, সচিব, উচ্চ পর্যায়ের কর্মকর্তা, স্টেকহোল্ডারগণ অংশ নিচ্ছেন। 
    রাশেদ খান মেনন বলেন, পর্যটন এখন আর নিছক দেশ দেখা বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। পর্যটনের মাধ্যমে এশিয়ার দেশসমূহ পারস্পরিক সম্পর্কের উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটাতে এবং বিনিয়োগ ও বাণিজ্যের নতুন সম্ভাবনার ক্ষেত্র সৃষ্টি করতে পারে। তাই দেশে দেশে হেলথ ট্যুরিজম, এডুকেশন ট্যুরিজম, কালচারাল ট্যুরিজম, আর্কিওলজিক্যাল ট্যুরিজম, এডভেঞ্চার ট্যুরিজম, স্পোর্টস ট্যুরিজম ও রিলিজিয়ন ট্যুরিজমসহ পর্যটন এক ভিন্ন মাত্রা পেয়েছে। বাংলাদেশ পর্যটকদের অনুপম আতিথেয়তায় বরণ করতে নিজেকে নূতনভাবে সাজাচ্ছে এবং ঘোষণা করেছে ‘খরভব ঐধঢ়ঢ়বহপব ঐবৎব’। তিনি বাংলার রূপ দেখতে সবাইকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। 
    সম্মেলনের পাশাপাশি সাইড লাইনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃবৃন্দ ইরানের ভাইস প্রেসিডেন্ট, আজারবাইজানের গভর্নর, তিবরিজের মেয়রসহ বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের সাথে বৈঠক করেন। 
    এর আগে ২০১৭ সালের ওআইসি’র পর্যটন বিষয়ক সম্মেলন এবং আগামী বছর জাতিসংঘের পর্যটন বিষয়ক সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। 
    প্রতিনিধিদল আগামীকাল ঢাকা ফেরার কথা রয়েছে। 
#
তুহিন/নুসরাত/আলী/রফিকুল/কামাল/২০১৬/১৩২০ ঘণ্টা

Todays handout (7).doc Todays handout (7).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon