তথ্যবিবরণী নম্বর: ২১৫৯
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান, জরিমানা আদায়
ঢাকা, ৯ পৌষ (২৪ ডিসেম্বর):
তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে আজ মিরপুর, টঙ্গী ও আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে।
মেঢাবিবি-৪ তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি এর আওতাধীন মিরপুর জোনের কালশী, ইস্টার্ন হাউজিং এলাকায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ডেনিমিক্স ওয়াশিং, কালশি, সেকশন-১২; আলহামদুলিল্লাহ ওয়াশিং, ব্লক-কে, রোড-এন/২, ইর্স্টার্ন হাউজিং এবং নাম বিহীন ওয়াশিং কারখানায় অভিযান পরিচালনা করে অবৈধ লাইনসমূহ কিলিং করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ২০৮ ফুট জি আই পাইপ, ১২০ ফুট হোস পাইপ, ১টি রেগুলেটর ও ১টি ভালব্ জব্দ করা হয়।
এছাড়া ডেনিমিক্স ওয়াশিং এর ম্যানেজার আবদুল্লাহ আল মামুনকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। অপর এক অভিযানে টঙ্গীর বড়দেওড়া এলাকায় আল্ট্রাভায়োলেট ওয়াশিং নামে ১টি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় প্রায় ১০০ ফুট লাইন উচ্ছেদ করে উৎস পয়েন্ট হতে প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ কিলিং করা হয়। এসময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটিকে মোবাইল কোর্ট পরিচালনা করে নগদ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানের অংশ হিসেবে জোবিঅ-আশুলিয়ার আওতাধীন বাগবাড়ি, কাশিমপুর, গাজীপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদের জন্য অপর একটি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৪টি অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়েছে যার দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার। এসময় আরো ৫শ’টি অবৈধ আবাসিক গ্যাস বার্নার বিচ্ছিন্ন করা হয় এবং প্রায় ৪শ’ মিটার পাইপ অপসারণ করা হয়।
#
শফিউল্লাহ/পবন/রফিকুল/সেলিম/২০২৪/২২৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২১৫৮
পাকিস্তানের রাষ্ট্রপতির কাছে নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ
পাকিস্তান, ৯ পৌষ (২৪ ডিসেম্বর):
পাকিস্তানে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ ইকবাল হোসেন খান আজ পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারীর কাছে ইসলামাবাদে রাষ্ট্রপতির বাসভবনে তাঁর পরিচয়পত্র পেশ করেন।
হাইকমিশনার মোঃ ইকবাল হোসেন খানকে প্রেসিডেন্সিতে অভিবাদন মঞ্চে গার্ড অভ্ অনার প্রদান করা হয়। পরে হাইকমিশনার আইওয়ান-ই-সদরের দরবার হলে রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন। এ সময় রাষ্ট্রপতির সাথে একান্ত আলাপচারিতায় তিনি ভ্রাতৃপ্রতিম মুসলিম দুই দেশের জণগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং তিনি রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
ফেডারেল সরকারের পররাষ্ট্র সচিব, রাষ্ট্রপতির সামরিক সচিব, চিফ অভ্ প্রটোকল-সহ পদস্থ কর্মকর্তা এবং হাইকমিশনারের সহধর্মিণী ও দুই কন্যা এ সময় উপস্থিত ছিলেন।
#
তৈয়ব/পবন/রফিকুল/জয়নুল/২০২৪/২২২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২১৫৭
দিনাজপুরে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন স্থানীয় সরকার উপদেষ্টা
ঢাকা, ৯ পৌষ (২৪ ডিসেম্বর):
আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- দিনাজপুর জেলার কাহারোল উপজেলা পরিষদ কমপ্লেক্সে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, বিগত ফ্যাসিবাদের শাসনামলে উত্তরবঙ্গকে বঞ্চিত করা হয়েছে, এখন থেকে কোনোভাবেই উত্তরবঙ্গ আর অবহেলিত থাকবে না।
কাহারোল উপজেলায় শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা শেষে জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে তিনি বলেন, জনগণের আকাক্সক্ষা বাস্তবায়নই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য। জনগণ চায় প্রকৃত সংস্কার শেষে জাতীয় নির্বাচন। জনগণের ইচ্ছাকে দ্রুত বাস্তবায়ন করতে সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। পরে কাহারোল উপজেলার ঢেপা নদীর উপর প্রস্তাবিত 'পরমেশপুর ২৮০ মিটার ব্রিজ' এলাকা সরেজমিনে পরিদর্শন করেন উপদেষ্টা। ব্রিজটি রামচন্দ্রপুর ও সুন্দরপুর ইউনিয়ন দুইটিকে সংযুক্ত করবে।
মধ্যাহ্ন বিরতি শেষে দিনাজপুরের খানসামা উপজেলায় প্রস্তাবিত ‘১নং আলোকঝাড়ী ইউনিয়নের মরিয়মবাজার হতে পূর্ব বাসুলী রাস্তায় ১৭৫ মিটার চেইনেজে ৫০ মিটার দীর্ঘ ব্রিজ' এলাকা পরিদর্শন করেন উপদেষ্টা।
এ সময় উপজেলায় পাঠাগার তৈরিতে ৫০ লাখ টাকা এবং উপজেলার উন্নয়ন কার্যক্রমের জন্য আরো ৫০ লাখ টাকা-সহ মোট ১ কোটি টাকা জেলা পরিষদ থেকে বিশেষ বরাদ্দের ঘোষণা করেন উপদেষ্টা।
পরবর্তীতে উপজেলার পাকের হাট গ্রোয়ার্স মাঠ প্রাঙ্গণে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে উপদেষ্টা বলেন, বৈষম্য দূর করতে ও স্থানীয় উন্নয়নের জন্য উত্তরবঙ্গে বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করা হবে। এছাড়াও বাংলার মাটিতে ফ্যাসিবাদীদের বিচার করা হবে বলে জানান তিনি। ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা এবং সর্বদা অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন ও সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানান উপদেষ্টা।
#
সালাউদ্দিন/পবন/মোশারফ/জয়নুল/২০২৪/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২১৫৬
জলবায়ু প্রশমনে নতুন এনডিসিতে ভূমি, বন এবং জলাভূমিকে অন্তর্ভুক্ত করা হবে
--- পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ৯ পৌষ (২৪ ডিসেম্বর):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তন প্রশমনের লক্ষ্যে নতুন জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) তে ভূমি, বন এবং জলাভূমিকে অন্তর্ভুক্ত করা হবে। তবে এনডিসির লক্ষ্য অর্জনে বন উজাড়, ভূমির অবক্ষয়-সহ নানা জটিল চ্যালেঞ্জ রয়েছে। তিনি বলেন, এই বাধাগুলো অতিক্রম করতে পরিবেশবান্ধব এবং টেকসই পদ্ধতি গ্রহণ করতে হবে।
আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশে এনডিসি (ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশান) এর আলোকে কৃষি, বন ও অন্যান্য ভূমি থেকে কার্বন নিঃসরণ হ্রাসের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নে চ্যালেঞ্জ ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, সকল প্রতিরোধ উপেক্ষা করে বন উদ্ধার অভিযান অব্যাহত রাখা হবে। প্রশাসন একাডেমির জন্য বরাদ্দকৃত ৭০০ একর, বাফুফের জন্য বরাদ্দকৃত ২০ একর বনভূমির বন্দোবস্ত বাতিল করা হয়েছে। এছাড়া, সাবেক এক মন্ত্রিপরিষদ সচিবের ভাইয়ের নামের প্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত ১৫৬ একর বনভূমির বরাদ্দ বাতিল করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন রোধে ব্যক্তি পর্যায়েও জ্বালানি সাশ্রয়ী হতে হবে।
সেমিনারে সভাপতিত্ব করেন খুশী কবির, চেয়ারপারসন, এএলআরডি এবং সমন্বয়ক, নিজেরা করি ও বাংলাদেশ লিড, স্ট্যান্ড ফর হার ল্যান্ড ক্যাম্পেইন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. দ্বিজেন মল্লিক, ফেলো, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ। প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান; বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. নাজিম উদ্দিন; সেন্টার ফর নলেজের গবেষক গাজী মোহাম্মদ সোহরাওয়ার্দী; ইউএনডিপি বাংলাদেশের লজিক প্রকল্পের কো-অর্ডিনেটর একেএম আজাদ রহমান এবং বিসিএস’র সিনিয়র ফেলো খন্দকার মাঈনউদ্দীন প্রমুখ।
#
দীপংকর/পবন/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/১৯৫৫ঘণ্টা
Handout Number: 2155
Land, Forests and Wetlands to Be
Included in the New NDC to Address Climate Mitigation
--- Environment Advisor
Dhaka, 24 December 2024:
Advisor to the Ministry of Environment, Forest and Climate Change, Syeda Rizwana Hasan, has announced that the new Nationally Determined Contributions (NDC) will include land, forests and wetlands to strengthen climate mitigation efforts. However, she highlighted several complex challenges, such as deforestation and land degradation, in achieving the NDC goals. She emphasized the need to adopt environmentally sustainable and inclusive practices to overcome these hurdles.
The Advisor made these remarks as the Chief Guest at a seminar titled “Challenges in Planning and Implementing Carbon Emission Reductions from Agriculture, Forestry, and Other Land Use under Bangladesh’s NDC,” held at the CIRDAP Auditorium in Dhaka on Today.
She also stated that forest recovery operations will continue despite resistance. Allocations of 700 acres of forest land to the Public Administration Academy and 20 acres to the Bangladesh Football Federation have already been revoked. Additionally, the cancellation of a 156-acre forest land allocation to an organization linked to the brother of a former Cabinet Secretary is in its final stages. She urged individuals to adopt energy-efficient practices to combat climate change.
The seminar was chaired by Khushi Kabir, Chairperson of ALRD and Coordinator of Nijera Kori and Bangladesh Lead for the Stand for Her Land Campaign. The keynote was presented by Dr. Dwijen Mallick, Fellow at the Bangladesh Centre for Advanced Studies. Panelists included Dr. Mohammad Moniruzzaman Khan, Associate Professor at the University of Dhaka; Dr. Nazim Uddin, Senior Scientific Officer at the Bangladesh Rice Research Institute; Gazi Mohammad Sohrab Hossain, Researcher at the Centre for Knowledge; A.K.M. Azad Rahman, Coordinator of the UNDP Bangladesh LoGIC Project; and Khandaker Mainuddin, Senior Fellow at BCAS.
#
Dipankar/Paban/Mosharaf/Joynul/2024/2010 hour
তথ্যবিবরণী নম্বর: ২১৫৪
বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ
--- তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
ঢাকা, ৯ পৌষ (২৪ ডিসেম্বর):
বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জনগণের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য পৌঁছানোর ক্ষেত্রে সরকার সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে।
আজ বাংলাদেশ সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম এসব কথা বলেন।
গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, সংবাদ প্রচারের পূর্বে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করতে হবে। তথ্যপ্রযুক্তির এই যুগে গুজব ও অপপ্রচার প্রতিরোধ করা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সাব-এডিটরদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি সংবাদ সম্পাদনার ক্ষেত্রে তাঁদের আরো বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যমকে শক্তিশালী করতে সরকার ইতোমধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে। তিনি গণমাধ্যম সংস্কার কমিশনে সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব প্রদানের জন্য সাব-এডিটরদের প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় তিনি আরো জানান, ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
সভায় ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নেতৃবৃন্দ বলেন, সাব-এডিটরদের পদোন্নতির ক্ষেত্রে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। এর পাশাপাশি তাঁদের দক্ষতা উন্নয়নে যুগোপযোগী প্রশিক্ষণ প্রয়োজন। কাউন্সিলের নেতৃবৃন্দ ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
মতবিনিময় সভায় সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান-সহ কাউন্সিলের সদস্যগণ উপস্থিত ছিলেন।
#
মামুন/পবন/মোশারফ/জয়নুল/২০২৪/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২১৫৩
বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টান ধর্মীয় প্রতিষ্ঠানে ২ কোটি ৫০ লাখ টাকা অনুদান
ঢাকা, ৯ পৌষ (২৪ ডিসেম্বর):
খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টান ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ২ কোটি ৫০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
এবছর দেশের ৭৪৬টি খ্রিষ্টান ধর্মীয় উপাসনালয় কিংবা প্রতিষ্ঠানকে ২ কোটি টাকা বিতরণ করা হচ্ছে। এসকল প্রতিষ্ঠানকে সাতটি ভাগে ভাগ করে অনুদানের পরিমাণ নির্ধারণ করা হবে। অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চার্চ, গির্জা ও তীর্থস্থান। খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এ অনুদান বিতরণ করা হবে।
উল্লেখ্য ‘ক’ ক্যাটেগরি ৫টি চার্চ বা গির্জাকে ৮০ হাজার টাকা, ‘খ’ ক্যাটেগরির ৫৬টি চার্চকে ৫০ হাজার টাকা, ‘গ’ ক্যাটেগরির ৮০টি গির্জা বা চার্চকে ৩৫ হাজার টাকা, ‘ঘ’ ক্যাটেগরির ১৩৫টিকে ৩০ হাজার টাকা, ‘ঙ’ ক্যাটেগরির ১৫২টি চার্চকে ২৫ হাজার টাকা, ‘চ’ ক্যাটেগরির ২১৩টি চার্চকে ২০ হাজার এবং ‘ছ’ ক্যাটেগরির ১০৫ টি চার্চকে ১৮ হাজার টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশিষ্ট ৫০ লাখ টাকা পরে বিতরণ করা হবে।
#
আবুবকর/পবন/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২১৫২
৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ
ঢাকা, ৯ পৌষ (২৪ ডিসেম্বর):
৪৪তম বিসিএস-এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ এবং কারিগরি ও পেশাগত উভয় ক্যাডারের পদসমূহের ১৮৯০ জন প্রার্থীর পরীক্ষার তারিখ ও সময়সূচির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অবশিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে [www.bpsc.gov.bd] অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে [http://bpsc.teletalk.com.bd] পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসঙ্গত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
বাংলাদেশ সরকারী কর্মকমিশন সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
#
দিলাওয়েজ/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২১৫১
বাণিজ্য উপদেষ্টার সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ৯ পৌষ (২৪ ডিসেম্বর) :
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে সাক্ষাৎ করেছেন।
আজ ঢাকায় বাণিজ্য উপদেষ্টার সচিবালয়স্থ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্ভাবনা ও জানুয়ারি মাসে তুরস্কের বাণিজ্য মন্ত্রীর সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, তুরস্কের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর। অর্থনৈতিক এনগেজমেন্ট বৃদ্ধি ও দু’দেশের ব্যবসায়ীদের মাঝে বাণিজ্যিক সম্পর্কোন্নয়ন উভয় দেশের জন্যই সুফল বয়ে আনবে।
রাষ্ট্রদূত বলেন, তুরস্কের বাণিজ্য মন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফর মূলত অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের জনগণের প্রতি তুরস্কের সংহতি প্রকাশের দৃষ্টান্ত হয়ে থাকবে। পাশাপাশি এ সফর হবে দু’দেশের বাণিজ্যিক সম্ভাবনা অন্বেষণের জোর পদক্ষেপ।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার এ সময় উপস্থিত ছিলেন।
#
কামাল/রানা/মোশারফ/সেলিম/২০২৪/১৭৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২১৫০
ঢাকা থেকে কাশিয়ানী জংশন হয়ে খুলনা ও বেনাপোল রুটে নতুন দুই জোড়া ট্রেন উদ্বোধন
ঢাকা, ৯ পৌষ (২৪ ডিসেম্বর) :
ঢাকা থেকে কাশিয়ানী জংশন হয়ে খুলনা ও বেনাপোল রুটে নতুন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল উদ্বোধন করা হয়েছে।
আজ রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রাজধানীর কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে খুলনা-ঢাকা-খুলনা রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং ‘বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ট্রেন দু’টির চলাচল উদ্বোধন করেন। সপ্তাহে একদিন (সোমবার) বিরতি রেখে ট্রেন দু’টি নিয়মিত রুটে চলাচল করবে। নতুন চালুকৃত এ ট্রেনযোগে মাত্র পৌনে চার ঘন্টায় ঢাকা থেকে খুলনা/বেনাপোল পৌঁছানো যাবে।
আজ খুলনা থেকে ছেড়ে আসা জাহানাবাদ এক্সপ্রেস (৮২৫) কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে স্বাগত জানানোর মধ্য দিয়ে রেলপথ উপদেষ্টা এ দুই জোড়া ট্রেনের আনুষ্ঠানিক চলাচল উদ্বোধন করেন। এসময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম এবং রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পূর্বে ট্রেনযোগে ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী হয়ে খুলনা যেতে সময় লাগতো ৯ ঘন্টা ৩০ মিনিট এবং রাজবাড়ী হয়ে বেনাপোল যেতে ৭ ঘন্টা ৩৫ মিনিট অর্থাৎ নতুন চালুকৃত ট্রেনযোগে ঢাকা-খুলনা/বেনাপোল যাতায়াতে সময় সাশ্রয় হবে যথাক্রমে ৫ ঘন্টা ৩৫ মিনিট ও প্রায় ৪ ঘন্টা। ঢাকা-খুলনা ঢাকা রুটে একজন যাত্রীকে একক যাত্রায় ভাড়া দিতে হতো শোভন চেয়ারে ৬৩০ টাকা ও স্নিগ্ধা শ্রেণিতে ১২০৮ টাকা। বর্তমানে ঐ একই গন্তব্যে যেতে একজন যাত্রীকে ভাড়া দিতে হবে শোভন চেয়ারে ৪৪৫ টাকা ও স্নিগ্ধা শ্রেণিতে ৮৫১ টাকা অর্থাৎ শ্রেণিভেদে একই গন্তব্যে ভাড়া কমছে যথাক্রমে ১৮৫ ও ৩৫৭ টাকা। অন্যান্য ক্যাটাগরির আসনেও অনুরুপভাবে খরচ সাশ্রয় হয়েছে।
#
রেজাউল/ফাতেমা/রবি/সাঈদা/আসমা/২০২৪/১৬৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২১৪৯
হয়রানি ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা সহজীকরণে সফটওয়্যার চালু করা হয়েছে
ঢাকা, ৯ পৌষ (২৪ ডিসেম্বর) :
জনবান্ধব ভূমিসেবা বাস্তবায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হয়রানি ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা সহজীকরণের জন্য ইতোমধ্যে ভূমি উপদেষ্টা ১টি নতুন সফটওয়্যার ও ৪টি সফটওয়্যারের ২য় সংস্করণ পরীক্ষামূলকভাবে উদ্বোধন করেছেন।
জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে নাগরিকবান্ধব এ সফটওয়্যারগুলো প্রস্তুত করা হয়েছে। নতুন সংস্করণে অনলাইনের মাধ্যমে শতভাগ ভূমি উন্নয়ন কর, নামজারি, মৌজা ম্যাপ ও পর্চা (খতিয়ান) প্রাপ্তির জন্য নাগরিককে প্রথমেই land.gov.bd ঠিকানায় এলএসজি (Land Service Gateway) এর মাধ্যমে প্রোফাইল তৈরি করে নিবন্ধন করতে হয়। এটি এই নতুন সিস্টেম ব্যবহারের প্রথম ধাপ। এরপর ধাপে ধাপে মোবাইল নম্বর ও জাতীয় পরিচয় পত্র নম্বরের তথ্য প্রদানের পর স্বংয়ক্রিয় পদ্ধতিতে প্রোফাইল ভেরিফাইড হয়ে যায় এবং নাগরিক তার প্রোফাইলের বিপরীতে প্রস্তুতকৃত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রত্যাশিত সেবা গ্রহণ বা সেবা গ্রহণের জন্য আবেদন করতে পারেন।
বর্তমানে সফটওয়্যারগুলোর কার্যক্রম আগের তুলনায় বেশ গতিসম্পন্ন হয়েছে। নাগরিক বা নামজারি, ভূমি উন্নয়ন কর এবং খতিয়ান সেবা গ্রহণ করতে পারছেন। সেবা প্রাপ্তিতে এ গতি শীঘ্রই আরো বৃদ্ধি পাবে। ইতিমধ্যে ভূমিসেবা প্রদানকারী মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ যাতে নাগরিকদের ধৈর্যসহকারে, আন্তরিকতার সাথে কাঙ্ক্ষিত সেবা প্রদান করেন সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান পূর্বক ইউজার ম্যানুয়াল সরবরাহ করা হয়েছে। নাগরিকগণ land.gov.bd/manual পোর্টালে প্রবেশ করে তার সেবা সংক্রান্ত সিস্টেম ব্যবহার বিধিমালা ও land.gov.bd/faq পোর্টালে প্রবেশ করে সাধারণ জিজ্ঞাসিত প্রশ্নাবলী (এফএকিউ উত্তরসহ) পড়তে বা সংগ্রহ করতে পারবেন।
#
আহসান/ফাতেমা/রবি/সাঈদা/আসমা/২০২৪/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১৪৮
সৌদি আরব টন প্রতি ২ ডলার কমে ডিএপি সার সরবরাহ করবে
ঢাকা, ৯ পৌষ (২৪ ডিসেম্বর) :
সৌদি আরবের মালিকানাধীন সার সরবরাহ কোম্পানি ‘মা এদেন (Ma' aden)’ টন প্রতি ২ ডলার কমে ডিএপি সার সরবরাহ করবে। কোম্পানিটির সাথে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) এ সংক্রান্ত একটি চুক্তি সম্প্রতি সৌদি আরবের রিয়াদে মা'দেন কোম্পানির প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়। সৌদি আরবের মালিকানাধীন কোম্পানির প্রতিনিধি ও বিএডিসির চেয়ারম্যান মোঃ রুহুল আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এ সময় উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী সৌদি আরবের মালিকানাধীন কোম্পানিটি বিএডিসির অনুকূলে বছরে চার লাখ মে. টন ডিএপি সার সরবরাহ করবে। চুক্তির মেয়াদকাল দুই বছর।
এ সময় কোম্পানিটি সারের কার্যকর ব্যবহারে বাংলাদেশের কৃষকদের সরাসরি প্রশিক্ষণ প্রদান ও দেশে তাদের অর্থায়নে একটি গুদাম তৈরি করে দেয়ার আগ্রহের কথা জানান।
#
জাকির/ফাতেমা/রবি/সাঈদা/মানসুরা/২০২৪/১৪৩০ ঘণ্টা
আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ
তথ্যবিবরণী নম্বর : ২১৪৭
বড়দিন উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী
ঢাকা, ৯ পৌষ (২৪ ডিসেম্বর) :
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল ‘বড়দিন’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:
“খ্রিষ্টান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষ্যে আমি এ সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
খ্রিষ্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিষ্ট এই দিনে বেথেলহেমে জন্মগ্রহণ করেন। পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করার মাধ্যমে শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রবর্তন ছিল যীশু খ্রিষ্টের অন্যতম ব্রত। মহামতি যীশু বিপন্ন ও অনাহারক্লিষ্ট মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেন। তাঁর জীবনাচরণ ও দৃঢ় চারিত্রিক গুণাবলির জন্য তিনি মানব ইতিহাসে অমর হয়ে আছেন।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছর ধরে এদেশে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করছে। এখানে রয়েছে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিজস্ব ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা। বড়দিন দেশের খ্রিষ্টান ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যকার বিরাজমান সৌহার্দ ও সম্প্রীতিকে আরো সুদৃঢ় করবে বলে আমি আশা করি।
ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। খ্রিষ্টান সম্প্রদায়সহ সকলকে মানবতার মহান ব্রতে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাই।
আমি খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সকলের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।”
#
আশরোফা/ফাতেমা/রবি/সাঈদা/মানসুরা/২০২৪/১০৩০ ঘণ্টা
আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ
আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ
তথ্যবিবরণী নম্বর: ২১৪৬
বড়দিন উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ৯ পৌষ (২৪ ডিসেম্বর) :
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামীকাল বড়দিন উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“শুভ ‘বড়দিন’ উপলক্ষ্যে আমি দেশের খ্রিষ্ট ধর্মাবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মহামতি যীশুখ্রিষ্টের জন্মদিনকে বিশ্বব্যাপী খ্রিষ্ট ধর্মাবলম্বীগণ যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ‘বড়দিন’ হিসেবে উদ্যাপন করে থাকেন। খ্রিষ্ট ধর্মানুসারীদের মতে যীশুখ্রিষ্ট ছিলেন সত্যান্বেষী, মানবজাতির মুক্তির দূত এবং আলোর দিশারি। স্রষ্টা ও সৃষ্টির মধ্যে যোগাযোগ স্থাপনের পাশাপাশি পৃথিবীকে শান্তির আবাসভূমিতে পরিণত করতে তিনি সৃষ্টিকর্তার মহিমা ও শান্তির বাণী প্রচার করেন। পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান জানাতে গিয়ে তাঁকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। তবুও তিনি মানুষের মধ্যে ভালোবাসা, সেবা, ক্ষমা, মমত্ববোধ, সহানুভূতি ও ন্যায় প্রতিষ্ঠাসহ শান্তিপূর্ণ অবস্থানের শিক্ষা প্রচার করে গেছেন। বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপনসহ বর্তমান যুদ্ধ-বিগ্রহপূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশুখ্রিষ্টের শিক্ষা ও আদর্শ ইতিবাচক অবদান রাখতে পারে বলে আমি মনে করি।
সকল ধর্মের মূল কথাই হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এদেশে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার-অনুষ্ঠানাদি স্বাধীনভাবে পালন করে আসছে। একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরো মজবুত করতে হবে। আমি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একটি আধুনিক, উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় সামিল হওয়ার আহ্বান জানাই।
শুভ ‘বড়দিন’ খ্রিষ্ট ধর্মাবলম্বীসহ সকলের জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ ও কল্যাণ, সবার জীবন ভরে উঠুক সুখ ও সমৃদ্ধিতে-এ কামনা করি।
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
রাহাত/ফাতেমা/রবি/সাঈদা/আসমা/২০২৪/১০৩০ ঘণ্টা
আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ