Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী ২১ নভেম্বর ২০১৬

Handout                                                                                                          Number: 3581

Newly appointed Danish Ambassador calls on

Foreign Minister and State Minister for Foreign Affairs

Dhaka, November 21 :

            The newly appointed Ambassador of Denmark to Bangladesh Mikael Hemniti Winther called on Foreign Minister Abul Hassan Mahmood Ali and State Minister for Foreign affairs Md. Shahriar Alam at the Ministry of Foreign Affairs today.

            During the call on, the Foreign Minister recalled his visit to Copenhagen and the fruitful meeting with the Danish Foreign Minister in early September this year. He Stressed that regular exchange of high-level visits from both sides would further enhance the existing friendly relations between the two countries.

            Through the ambassador, the Foreign Minister requested the Danish government for technical assistance and technology transfer for promoting Green Growth in Bangladesh. In that context, he express deep satisfaction at the ongoing consultations between the Danish Embassy and the Ministry about a Green Growth Conference to be jointly organized in March 2017 in Dhaka.

            Mahmood Ali also informed the ambassador that Bangladesh offers a very competitive location for investment and doing business in terms of costs, inputs, human resources, market access, business friendly environment and so on. He invited more Danish investment in power, energy (renewable energy), ship building, industrial waste management, telecommunications, ICT and food processing industries.

            During the meeting the Ambassador Mikael Hemniti Winther lauded the faster pace of socio- economic development in Bangladesh.

            During the call on with the State Minister for Foreign affairs Md. Shahriar Alam, they discussed various issues regarding expanding trade and business between the two countries; latest condition of the readymade garments industry; production and use of different sources of renewable energy in Bangladesh including biogas, wind and solar energy. The Danish Ambassador appreciated the efforts of the government of Bangladesh for curbing terrorism. He mentioned that these measures have improved the situation.

            Congratulating the new Ambassador on his appointment to Bangladesh both the Ministers welcomed him at the Ministry of Foreign Affairs and assured to extend all support from the Ministry so that he can disburse his duties smoothly.

#

Khaleda/Mahmud/Sanjib/Rezaul/2016/2142 hours

Handout                                                                                                               Number : 3580

Newly appointed Norwegian Ambassador calls on

Foreign Minister and State Minister for Foreign Affairs
 

Dhaka, November 21:

 

            The newly appointed Ambassador of Norway to Bangladesh Sidsel Bleken called on Foreign Minister Abul Hassan Mahmood Ali and State Minister for Foreign affairs Md. Shahriar Alam at the Ministry of Foreign Affairs today.

            During the call on the Foreign Minister recalled his visit to Norway in early September this year to have bilateral talks with his Norwegian counterpart. He expressed confidence that Norwegian Foreign Minister would visit Bangladesh in February 2017, as was agreed in Oslo. The Minister stated that there is ample scope of expanding the volume of trade between the two countries.  He mentioned that Bangladesh offers significant investment incentives which the Norwegian business people might take and invest more in Bangladesh in the field of IT, Power Generation, oil, gas and mineral exploration, tourism, private EPZ, telecommunications, roads & highways, agro industries, leather and leather goods, frozen foods, textile, electronics, fashion industries, ship building industries and so on.

             During the call on with the State Minister for Foreign Affairs, the State Minister sought Norwegian support of technology transfer from Norway to identify and quantify our marine resources. He also mentioned that there is opportunity for Norwegian investors to finance large scale infrastructural projects in Bangladesh.

            He further appreciated Norwegian assistance in improving environmental standards in the ship recycling industry. He also encouraged Norwegian investment in renewable energy. It may be noted that Norwegian company 'Scatec Solar' made $800 million investment proposal to generate 500 MW solar power in different parts of Bangladesh, to Foreign Minister Ali during his visit to Norway.

            Congratulating the new Ambassador on her appointment to Bangladesh both the Ministers welcomed her at the Ministry of Foreign Affairs and Wish her all the success while serving in Bangladesh. 

#

Khaleda/Mahmud/Mosharaf/Joynul/2016/2140Hours

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৫৭৯

স্বাধীনতার পতাকাকে সমুন্নত রাখতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
                                                                    -- ভূমিমন্ত্রী

সিলেট,৭ অগ্রহায়ণ (২১ নভেম্বর):
    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী পেশাগত দায়িত্বের পাশাপাশি জাতীয় যে কোন দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো নির্মাণ, আর্তমানবতার সেবা, পার্বত্য সন্ত্রাস দমন এবং জঙ্গি ও সন্ত্রাস দমনে সরকারের প্রশাসনকে সহায়তাসহ বিভিন্ন জাতি গঠনমূলক কাজে অংশ নিচ্ছে। এভাবে স্বাধীনতার পতাকাকে সমুন্নত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
    সশস্ত্র বাহিনী দিবস-২০১৬ উপলক্ষে আজ সিলেটের ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট অঞ্চলের সিলেট সেনানিবাস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
    ভূমিমন্ত্রী আরো বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে এ দেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় দামাল সদস্যরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরদর্পে ঝাঁপিয়ে পড়ে এদেশের বিজয় ছিনিয়ে এনেছিল। বঙ্গবন্ধু একটি আধুনিক চৌকস সেনাবাহিনী গড়ে তুলতে চেয়েছিলেন। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সশস্ত্র বাহিনীর সদস্যগণ বঙ্গবন্ধুর সে স¦প্ন বাস্তবায়নের পাশাপাশি আন্তর্জাতিক পরিম-লে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক সমাজ তথা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে প্রতিটি সেনাসদস্যকে দেশপ্রেম, পেশাদারিত্ব এবং উন্নত নৈতিকতার আদর্শে স্ব স্ব দায়িত্ব পালন করার আহ্বান জানান।
    মন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে আগত সদস্যদের সাথে মতবিনিময় করেন। পরে কেক কেটে এর উদ্বোধন ঘোষণা করেন। সেনাবাহিনীর জিওসি, পদস্থ সেনা কর্মকর্তা ও তাদের পরিবার পরিজনসহ গণ্যমান্য ব্যক্তিগণ এসময় উপস্থিত ছিলেন।
#

রেজুয়ান/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৫৭৮

বাঙালি সংস্কৃতির চর্চা নতুন প্রজন্মকে অসাম্প্রদায়িক করে গড়ে তুলবে
                 -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা,৭ অগ্রহায়ণ (২১ নভেম্বর):
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাঙালি সংস্কৃতির প্রতিনিয়ত চর্চা নতুন প্রজন্মকে অসাম্প্রদায়িক করে গড়ে তুলবে। সংস্কৃতি আমাদের নতুন নতুন জগৎ সৃজনের মাধ্যমে চিন্তা ও মননের ক্ষেত্র বিকশিত করে। বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক পরিবর্তনের মাঝে সমন্বয় রাখার প্রচেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন।
    প্রতিমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একুশে পদকপ্রাপ্ত প্রয়াত আব্দুর রহমান বয়াতির ৮০ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বয়াতিরা আমাদের দেশীয় সংগীতের ধারাকে সমৃদ্ধ করেছে। ধর্ম যার যার, সংস্কৃতি ও আনন্দ সকলের। জীবনের সুখ-দুঃখ, বঞ্চনা-প্রাপ্তি, হাসি-কান্না এবং জীবন সৃজনের মহত্ত্ব ও রহস্য নিয়ে বয়াতি শিল্পীরা সংগীত পরিবেশন করে যুগ যুগ ধরে আমাদের সংস্কৃতির ধারাকে সজীব রেখেছেন। তিনি এ সময় আব্দুর রহমান বয়াতির সৃষ্টি শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, তাঁর জন্য একটি ফাউন্ডেশন করা হলে প্রয়োজনীয় সহায়তা করা হবে।
    সাংবাদিক ও গীতিকার আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে গীতিকবি শহীদুল্লা ফরায়েজী ও কেরাণীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহীন আহমেদ বক্তব্য রাখেন।
#
আসলাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০২৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৩৫৭৭
প্রধানমন্ত্রীকে বিশ্ব স¦াস্থ্য সংস্থার মহাপরিচালকের অভিনন্দন                                             


সাংহাই (চীন), ২১ নভেম্বর:
    তৃণমূল জনগণের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার সাফল্যের জন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ^ স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান।
    আজ চীনের সাংহাই-এ ‘হেলথ প্রমোশন ইন দ্য এসডিজিস’ বিষয়ক নবম বৈশি^ক সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সম্মানে বিশ^ স্বাস্থ্য সংস্থা আয়োজিত মধ্যাহ্ন ভোজ সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে একান্ত আলাপকালে তিনি এই অভিনন্দন জানান।
    বাংলাদেশের স্বাস্থ্যখাতের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের  ভূয়সী প্রশংসা করে চ্যান বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের স্বাস্থ্যখাতের অর্জন বিশে^র অনেক দেশের জন্য অনুকরণীয়। তিনি এসময় ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সাফল্যের আশাবাদ ব্যক্ত করেন।
    এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের জনগণের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বড় বড় শহরে বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা ছাড়াও প্রধানমন্ত্রীর স্বপ্নের ফসল গ্রাম পর্যায়ে ১৩ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক চালু করে তৃণমূল পর্যায়ে মৌলিক চিকিৎসা সম্প্রসারণের ব্যবস্থা করেছে সরকার। স্বাস্থ্যসেবার সকল পর্যায়ে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি একটি ডিজিটাল স্বাস্থ্যসেবা গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি এসময় বাংলাদেশের জনগণের স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিতকরণে বিশ^ স্বাস্থ্য সংস্থার ভূমিকায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগামীতে সহায়তা বাড়ানোর জন্য মার্গারেট চ্যানের প্রতি অনুরোধ জানান।
    পরে চীনের স্বাস্থ্যমন্ত্রী লি বিন (খর ইরহ) এর সাথে একান্ত আলাপকালে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে চীনের সহযোগিতা কামনা করেন মোহাম্মদ নাসিম। চীনকে বাংলাদেশের আর্থসামাজিক খাতের উন্নয়নের এক বিশ^স্ত সহযোগী হিসাবে উল্লেখ করে মন্ত্রী বলেন, চীনের রাষ্ট্রপতির ঢাকা সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। বাংলাদেশ তার স্বাস্থ্যখাতকে আরো আধুনিক ও জনবান্ধব হিসাবে গড়ে তোলার প্রচেষ্টায় চীনের কাছ থেকে সহযোগিতা কামনা করে।
    মা ও শিশু স্বাস্থ্যসহ এই খাতের কয়েকটি পর্যায়ে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে চীনের স্বাস্থ্যমন্ত্রী আগামীতে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, তথ্য প্রযুক্তি, জ¦ালানীসহ কয়েকটিখাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আশ^াস প্রদান করেন।
    এদিকে আজ সকালে সাংহাই-এ এই সম্মেলনের উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী লি কেচিয়াং (খর কবয়রধহম)।  জাতিসংঘের মহাসচিব বান কি মুন,  বিশ^ স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান বিশেষ অতিথি হিসাবে উদ্বোধন অধিবেশনে বক্তৃতা করেন। বিশে^র প্রায় ২০০ দেশের মন্ত্রী, সরকারের নীতি নির্ধারণী কর্মকর্তাগণ, বেসরকারি সংস্থার উন্নয়ন কর্মীসহ এক হাজারের বেশি প্রতিনিধি চারদিন ব্যাপী এই সম্মেলনে অংশ নিচ্ছেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বিশে^র ৭ দশমিক ৪ বিলিয়ন মানুষের জীবনমানের অগ্রগতির কৌশল নির্ধারণে বিশ^ স্বাস্থ্য সংস্থা ও চীনের সরকার যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে।
    স্বাস্থ্যমন্ত্রী সম্মেলনে যোগদানের জন্যে ১৯ নভেম্বর রাতে ঢাকা ত্যাগ করেন। আগামী ২৫ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। তিনি বাংলাদেশের পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
#
পরীক্ষিৎ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৩৫৭৬

তথ্য অধিকার আইন বিষয়ে নারী সাংবাদিকদের প্রশিক্ষণ

ঢাকা, ৭ অগ্রহায়ণ (২১ নভেম্বর) :
    তথ্য কমিশনের সম্মেলন কক্ষে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সাংবাদিক সদস্যদের তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে আজ এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ফ্রেড্রিক ন্যুম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম (এফএনএফ) এর সহযোগিতায় তথ্য কমিশন এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হকসহ ১৯ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
    প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. মো. গোলাম রহমান প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। তিনি বলেন, তথ্য অধিকার আইন ২০০৯ ব্যবহার করে সাংবাদিকরা আরো যতœবান হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ ও প্রতিবেদন তৈরি করতে পারে। তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধান তথ্য কমিশনার।
    তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার তথ্য অধিকার আইন ব্যবহারে সাংবাদিকদের ভূমিকা বিশদভাবে আলোচনা করেন। তথ্য কমিশনার প্রফেসর ড. খুরশীদা বেগম সাঈদ নারীর অধিকার বাস্তবায়নে তথ্য অধিকার আইন ২০০৯ এর গুরুত্ব তুলে ধরেন। তথ্য কমিশনের সচিব মো. রফিকুজ্জামান তথ্য অধিকার আইনের ক্রমবিকাশ এবং আইনের গুরুত্বপূর্ণ ধারাসমূহ বর্ণনা করেন। 
    প্রশিক্ষণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের পরিচালক মুহিবুল হোসেন, উপপরিচালক ড. আব্দুল হাকিম ও নুরুন নাহার।
#

লিটন/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৯২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৩৫৭৫

সংসদ ভবনে পরিবেশ সাংবাদিকদের আয়োজনে জলবায়ু বিষয়ক কনভেনশন

ঢাকা,৭ অগ্রহায়ণ (২১ নভেম্বর):
    ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়ন করেন- দৃশ্যমান পদ্মাসেতু তার বাস্তব উদাহরণ। আজ সংসদ ভবনে মিডিয়া সেন্টারে পরিবেশ ইস্যুতে কর্মরত সাংবাদিকদের সংগঠন সার্ক এনভায়রনমেন্ট জার্নালিস্ট ফোরাম আয়োজিত ‘প্যারিস থেকে মারাকাস বিশ্ব জলবায়ু সম্মেলন : আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক কনভেনশনে তিনি এ কথা বলেন।
     ডেপুটি স্পিকার বলেন, শুধু আমাদের দেশেই নয়, বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের যে বিপর্যয় হচ্ছে তার জন্য দায়ী সমাজের সুবিধাভোগী কিছু মানুষ, ব্যক্তিস্বার্থ সিদ্ধির জন্য তারা জনজীবনকে হুমকির মুখে ফেলছে। এ সময় জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ক্ষতিকর হুমকি মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টি করতে তিনি দেশের সকল সাংবাদিক ও সুধী সমাজের প্রতি আহ্বান জানান। পরিবেশ রক্ষায় সরকারের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অত্যন্ত সচেতন। তাঁর সময়োপযোগী উদ্যোগ ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত  গ্রহণের জন্য বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত অনেক দুর্যোগের হাত থেকে রক্ষা পাচ্ছে। ইতিমধ্যে জলবায়ু সমস্যা সঠিকভাবে মোকাবিলা ও পরিবেশের ভারসম্য রক্ষায় তাঁর গৃহীত পদক্ষেপের জন্য তিনি জাতিসংঘের জলবায়ু বিষয়ক পুরস্কারও পেয়েছেন।
    মরোক্কোর মারাকাসে সদ্য সমাপ্ত জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রশংসা করে ডেপুটি স্পিকার বলেন, মারাকাস সম্মেলনে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাবের ফলে তৃতীয় বিশ্বের দেশগুলোতে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে তার সপক্ষে যে জোরালো বক্তব্য তুলে ধরেছেন তা উন্নয়নশীল দেশগুলোর কাছে উদাহরণ হয়ে থাকবে।
     দৈনিক কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক নিখিল ভদ্রের সভাপতিত্বে এবং বিশিষ্ট সাংবাদিক রাহুল রাহার সঞ্চালনায় কনভেনশনে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য এড. মোস্তফা লুৎফুল্লা, ফখরুল ইমাম, বাংলাদেশ আওয়ামী লীগের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহ আলমগীর, সিপিআরডি’র মহাপরিচালক মো. শামসুদ্দোহা, ঢাকা রিপোর্টাস ইউনিটের সাবেক সভাপতি মোস্তাক অহমেদ প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কো-অর্ডিনেটর (এনসিসিবি) মিজানুর রহমান বিজয়।
    উল্লেখ্য, দীর্ঘ ১৩ বছর ধরে বাংলাদেশের পরিবেশ সুরক্ষায় এ সংগঠনটি কাজ করছে। এক্ষেত্রে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি দেশে ঝুঁকিমুক্ত সুন্দর ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার স্বার্থে নীতি প্রণয়নেও ভূমিকা রাখছে এই সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে দেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় করণীয় নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
#

স¦পন/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৫৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৩৫৭৪
জঙ্গিমুক্ত দেশ ও বিশ্ব গড়তে টেলিভিশন ভূমিকা রাখে
                                             -- তথ্যমন্ত্রী

ঢাকা,৭ অগ্রহায়ণ (২১ নভেম্বর):
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিমুক্ত শান্তির বাংলাদেশ ও বিশ্ব গড়তে টেলিভিশন অপরিমেয় ভূমিকা রাখতে সক্ষম; টেলিভিশনের একটি ছবি অনেক সময়েই দীর্ঘ বক্তৃতার চেয়ে মূল্যবান।
    ২১ নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস ২০১৬ উপলক্ষে আজ রাজধানীর সেগুন বাগিচায় একটি হোটেলে মিডিয়া মিউজিয়াম অভ্ বাংলাদেশ আয়োজিত ‘সম্প্রচার সাংবাদিকতার উন্নয়ন অগ্রগতি : প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
    গণতন্ত্র ও গণমাধ্যমকে হাতের এপিঠ ওপিঠ বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে   গণতন্ত্র ও গণমাধ্যমের প্রাতিষ্ঠানিকীকরণ চলছে। গণতন্ত্রের অর্থ আইনের শাসন। তাই গণতন্ত্র ও গণমাধ্যমের নিরাপত্তা বিধানে আইন-কানুন আবশ্যক। সরকার সম্প্রচার নীতিমালা করেছে, আশাকরি ২০১৭ সালের প্রথম দিকেই সম্প্রচার আইন, আধাবিচারিক কমিশন এবং ইলেক্ট্রনিক মিডিয়া অন্তর্ভুক্ত করে ওয়েজবোর্ড প্রণীত হবে।
    বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে টেলিভিশনসহ সকল গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা জানিয়ে এ সময় হাসানুল হক ইনু বলেন, টেলিভিশন গণতন্ত্রকে গতিশীল করার একটি অনন্য মাধ্যম। এর তাৎক্ষণিক সংবাদ ও তথ্য জনগণের বহু জরুরি চাহিদা পূরণে ভূমিকা রাখে।
    সংবাদ ও তথ্য বাছাই ও সম্প্রচারে উৎকর্ষ সাধনের জন্য তথ্যমন্ত্রী টেলিভিশন মাধ্যমে কর্মরতদের ক্রমাগত প্রশিক্ষণ এবং দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের আইন ও বিধিবিধান জানার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
    লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫-এ২, বাংলাদেশ এর গভর্নর লায়ন এমকে বাশারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, জাতিসংঘের বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, বিজিএমইএ সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, বাংলাদেশ পুস্তক ও প্রকাশক সমিতির সহসভাপতি শরিফুল আলম, গাজী টেলিভিশনের ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও চিফ রিপোর্টারের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, উত্তরা সেক্টর কল্যাণ সমিতির নিরাপত্তা সম্পাদক মো. নজরুল ইসলাম ভূইয়া, উইকলি সপ্তাহজুড়ের সম্পাদক সিকদার নজরুল ইসলাম এবং নদী ও নিরাপত্তার সংগঠন-নোঙর এর চেয়ারম্যান সুমন শামস আলোচনায় অংশ নেন।
    মূল প্রবন্ধ পাঠ করেন মিডিয়া মিউজিয়াম অভ্ বাংলাদেশের প্রধান নির্বাহী এম এম বাদশাহ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক সংস্থার পরিচালক রিদওয়ান করীম তুহিন।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৫৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৩৫৭৩
বেগম জিয়ার ১৩ দফা অযৌক্তিক, অবাস্তব, অসাংবিধানিক
                                                  -- তথ্যমন্ত্রী

ঢাকা,৭ অগ্রহায়ণ (২১ নভেম্বর):
    বেগম জিয়ার ১৩ দফা প্রস্তাবকে সকল বিবেচনায় অযৌক্তিক, অবাস্তব, অসাংবিধানিক ও অস্বাভাবিক বলে প্রত্যাখ্যান করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
    আজ সচিবালয়ে তথ্য অধিদফতরে বিএনপিনেত্রী খালেদা জিয়ার গত ১৮ নভেম্বর উত্থাপিত ‘নতুন নির্বাচন কমিশন গঠন ও এর কাঠামো’ সম্পর্কে ১৩ দফা প্রস্তাবনার প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী সুস্পষ্টভাবে বলেন, বেগম জিয়া তার প্রস্তাবে ‘সকল রাজনৈতিক দল’ শব্দটির আড়ালে জামাতসহ স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী এবং বঙ্গবন্ধুর খুনিদের দল ফ্রীডম পার্টিকে হালাল করতে চান। ‘সর্বসম্মতিক্রমে’ ও ‘ঐকমত্যের’ ভিত্তিতে নির্বাচন কমিশনের জন্য ‘অভিন্ন নাম’ খুঁজে বের করতে ‘বারবার আলোচনার’ নামে নির্বাচন কমিশন গঠনকেই তিনি অনির্দিষ্টকালের অনিশ্চয়তায় ঠেলে দিতে চান। এতে নির্বাচনের নির্ধারিত সময় পার করে খালেদা জিয়া দেশে সাংবিধানিক শূন্যতা তৈরির চক্রান্তে লিপ্ত।
    আর সেকারণেই অসৎ উদ্দেশ্যে বেগম জিয়ার এই চক্রান্তের  প্রস্তাব কোনো আলোচনারই সূত্র বা ভিত্তি হতে পারে না, বলেন তথ্যমন্ত্রী।
    তথ্যমন্ত্রী স্মরণ করিয়ে দেন, আমরা বারবার বলেছি, বেগম জিয়ার আসল এজেন্ডা নির্বাচন না। তিনি দেশে অনিশ্চয়তা ও সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করে দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়ে অস্বাভাবিক অসাংবিধানিক সরকার আনার অপপ্রয়াসেই লিপ্ত আছেন। তার আসল উদ্দেশ্য যুদ্ধাপরাধী ও জঙ্গিদের রক্ষা করা এবং নিজের ও পুত্রের বিরুদ্ধে চলমান বিচার কার্যক্রম বন্ধ করা।
    বিএনপিনেত্রী তার প্রস্তাবে জঙ্গিবাদ মোকাবিলার বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গেছেন উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, দেশের ১৬ কোটি মানুষ জঙ্গিবাদকে দেশের এই মুহূর্তের সবচেয়ে বড় বিপদ হিসেবে চিহ্নিত করলেও তিনি তার প্রস্তাবনায় জঙ্গিবাদের বিষয় সম্পূর্ণ এড়িয়ে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ বিরোধী অভিযানকে যখন বিজয়ের দিকে নিয়ে যাচ্ছে তখন বেগম জিয়া এই প্রস্তাবনা জঙ্গিবাদীদের রক্ষার এক নতুন কৌশল ছাড়া আর কিছুই নয়।
    এ সময় বেগম জিয়ার জনপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সাথে প্রতিরক্ষা বাহিনীকে যুক্ত করা এবং প্রতিরক্ষা বাহিনীর হাতে বিচারিক ক্ষমতা প্রদান করার প্রস্তাব মূলত প্রতিরক্ষাবাহিনীকে বিতর্কিত করার অপপ্রয়াস বলে বর্ণনা করেন মন্ত্রী। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে আইনপ্রয়োগকারী সংস্থার সাহায্যের জন্য প্রতিরক্ষা বাহিনীর প্রয়োজন হলে নির্বাচন কমিশন প্রতিরক্ষা বাহিনীকে তলব করতে পারে। কিন্তু প্রতিরক্ষা বাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থার অন্তর্ভুক্ত করা এবং প্রতিরক্ষা বাহিনীর হাতে মেজিস্ট্র্রেসি ক্ষমতা প্রদানের’ দাবি তোলা প্রতিরক্ষাবাহিনীকে বিতর্কিত করার অপপ্রয়াস ছাড়া আর কিছুই নয়।
    তথ্যমন্ত্রী নির্বাচন নিয়ে যেকোন চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান।
    সংবাদ সম্মেলনে বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৫৭২

টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষণার্থীদের সাথে শিক্ষামন্ত্রীর ভিডিও কনফারেন্স

ঢাকা,৭ অগ্রহায়ণ (২১ নভেম্বর):
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ ঢাকায় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)  মিলনায়তন  থেকে দেশের ৬টি টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষণার্থীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন। নায়েম পরিচালিত পঞ্চম ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং (ইএলটি) কোর্সে অংশগ্রহণকারী মাধ্যমিক পর্যায়ের ইংরেজি বিষয়ের শিক্ষকগণ এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। ঢাকা, খুলনা, চট্টগ্রাম, পাবনা, ফেনী ও বরিশাল টিচার্স ট্রেনিং কলেজ  থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকগণ  ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষামন্ত্রীর সাথে উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং তাদের মতামত ব্যক্ত করেন।
    প্রশিক্ষণ শিক্ষকদের দক্ষতা উন্নয়নের অন্যতম চাবিকাঠি উল্লেখ করে এ সময় মন্ত্রী বলেন, শিক্ষকদের প্রশিক্ষিত করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, শিক্ষার মূল কাজ হলো ভবিষ্যৎ গড়ে তোলা, শিক্ষকরা এর নিয়ামক শক্তি। তারা নিবেদিতপ্রাণ হয়ে শিক্ষার্থীদের গড়ে তুলবেন, প্রস্তুত করবেন, এটাই জাতির প্রত্যাশা।
    তিনি বলেন, প্রশিক্ষণ ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করা হয়েছে। সব শিক্ষকদের পর্যায়ক্রমে প্রশিক্ষণের আওতায় আনা হবে।
    মন্ত্রী বলেন, বাংলা ভাষার জন্য আন্দোলন আজ বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। প্রথমে মাতৃভাষা বাংলা ভালভাবে আয়ত্ত করতে হবে। বাংলার পাশাপাশি আমাদেরকে অন্তত অন্য একটি ভাষা ভালভাবে শিখতে হবে। জ্ঞান ও প্রযুক্তিকে আয়ত্ত ও ব্যবহার করার জন্য আমাদের ইংরেজি শিখতে হবে। ইংরেজি বিষয়ের শিক্ষকরা যাতে ভাল ইংরেজি শিখতে পারেন এবং শিক্ষার্থীদের শেখাতে পারেন, সেজন্য এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
    নায়েমের মহাপরিচালক প্রফেসর মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কোর্সের পরিচালক এস এম রবিউল ইসলাম এবং বিভিন্ন টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষগণ বক্তব্য রাখেন।
    পরে মন্ত্রী নায়েম মিলনায়তনে ২২তম এডভান্সড কোর্স অন এডুকেশন এন্ড ম্যানেজমেন্ট (এসিইএম) উদ্বোধন করেন।
#

আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৬২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৫৭১

পর্যটন মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকা,৭ অগ্রহায়ণ (২১ নভেম্বর) : 
    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধণ শ্রিংলার মধ্যে আজ সচিবালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকা-দিল্লী, ঢাকা-ব্যাঙ্গালোর ও ঢাকা-গৌহাটি ফ্লাইট দ্রুত চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।    
    বৈঠকে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ ও বিকাশে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, নিরাপত্তা, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ গুরুত্বপূর্ণ বলে তারা অভিমত প্রকাশ করেন।   
    প্রতি বছর ১ মিলিয়নেরও বেশি মানুষ শিক্ষা, চিকিৎসা, বাণিজ্য বিনিয়োগ ও পর্যটনে দুই প্রতিবেশী দেশে যাতায়াত করে থাকেন। এ যাতায়াত আরও সহজ, স্বাচ্ছন্দ্য এবং সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করতে ভারত ও বাংলাদেশের মাঝে বিমান যোগাযোগ আরও বেশি সম্প্রসারিত হওয়া উচিত বলে ভারতীয় হাইকমিশনার ও বাংলাদেশের পর্যটনমন্ত্রী অভিমত প্রকাশ করেন। 
     হাইকমিশনার বলেন, লন্ডনগামী শিলং এর যাত্রীরা সিলেট বিমানবন্দর ব্যবহারের সুযোগ পেলে স্বাচ্ছন্দ্যের সাথে ভ্রমণ করতে পারবে। এছাড়া সিলেট থেকে সরাসরি কক্সবাজার পর্যটন নগরীতেও যেতে পারবে। 
    বৈঠকে মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, ও মন্ত্রীর একান্তসচিব এটিএম নাসির মিয়া উপস্থিত ছিলেন। 
#

মাহবুবুর/অনসূয়া/নুসরাত/গিয়াস/রফিকুল/আসমা/২০১৬/১৫৪৫ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                    নম্বর : ৩৫৭০

স্পিকারের রুলিং সংকলনের পা-ুলিপি পরীক্ষাকরণ কমিটির  বৈঠক 

ঢাকা, ৭ অগ্রহায়ণ (২১ নভেম্বর) : 
জাতীয় সংসদের স্পিকারের রুলিং ১৯৭৩-২০১৩ সংকলনের পা-ুলিপি অধিকতর পরীক্ষাকরণ সংক্রান্ত কমিটির ৫ম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি শওকত আলী’র সভাপতিত্বে কমিটির সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, মো. শহীদুজ্জামান সরকার ও ফজিলাতুন নেসা বাপ্পি বৈঠকে অংশগ্রহণ করেন। 
বৈঠকে ৩য় জাতীয় সংসদের রুলিং এর সংকলিত পা-ুলিপিতে সর্বমোট ৫টি রুলিং যথা জোটের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট প্রদান করায় সংসদ-সদস্যদের আসন শূন্য হওয়া, রাষ্ট্রপতির নির্বাচন নিয়ে বিরূপ মন্তব্য ও কটাক্ষ সম্পর্কে, রাষ্ট্রপতির নির্বাচন নিয়ে পূর্ববর্তী রুলিং এর ওপর আলোচনার প্রেক্ষিতে রুলিং, শিল্প ব্যাংক বিল, সংসদে একজন সদস্যের বিষয়ে অসত্য তথ্য পরিবেশনের ফলে ব্যক্তিগত কৈফিয়ত প্রদান পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষানিরীক্ষা করা হয়। 
এছাড়া ৪র্থ জাতীয় সংসদের রুলিং এর সংকলিত পা-ুলিপিতে ১টি রুলিং যথা হাইকোর্ট বিভাগে বিচারাধীন কোনো অধ্যাদেশ সংসদে বিল আকারে উত্থাপন, ৫ম জাতীয় সংসদের রুলিং এর সংকলিত পা-ুলিপিতে ৩টি রুলিং যথা বেসরকারি সংসদ-সদস্য কর্তৃক সংবিধান সংশোধন বিলের বাংলা পাঠের সাথে ইংরেজি পাঠ প্রদান, মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কর্তৃক সংসদে বিল উত্থাপন, মন্ত্রীর পক্ষে বিল উত্থাপনের পূর্ববর্তী রুলিং এর ওপর পুনরায় আলোচনা ও রুলিং এবং ৭ম জাতীয় সংসদের ২৩টি রুলিং প্রদান পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষানিরীক্ষা করা হয়।  
    বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্ম

Todays handout (11).docx Todays handout (11).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon