Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ August ২০১৫

তথ্যবিবরণী 11/8/2015

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২২৩৯

বাঙালির শেকড় অস্ত্রে কাটা সম্ভব নয় 
                        -- তথ্যমন্ত্রী   

ঢাকা, ২৭ শ্রাবণ (১১ আগস্ট):

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, হাজার বছরের ইতিহাসের গভীরে প্রোথিত বাঙালির শেকড় কোনো অস্ত্রে কাটা সম্ভব নয়। 

    মন্ত্রী আজ রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘জে বি মিডিয়া’ আয়োজিত দু’টি নাটকের প্রিমিয়ার শো’তে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 

    অনুষ্ঠানে তথ্যমন্ত্রী সম্প্রতি নিলয় হত্যাসহ সকল জঙ্গিবাদী আক্রমণের তীব্র প্রতিবাদ জানান।

    ‘জে বি মিডিয়া’র চেয়ারম্যান সি আর প্ল্যাসিডের (C R Placid) সভাপতিত্বে বাংলাদেশ ও জাপানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘গোলমাল’ ও ‘রাইফেল মফিজ’ নাটকের  উদ্বোধন প্রদর্শনীতে জে বি মিডিয়া’র প্রধান নির্বাহী হরি ইকে নাওয়া (Hari Iche Nawa), আরটিভি’র প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান এবং টেলিভিশন অনুষ্ঠান প্রযোজক সমিতির সিনিয়র সহসভাপতি মনোয়ার হোসেন পাঠান বক্তৃতা করেন।     

    আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছাতে যতœবান। আমরা তথ্য অধিকার আইন করেছি। কারণ সঠিক তথ্যই হচ্ছে শক্তি। জনগণ যত সঠিক তথ্যে সমৃদ্ধ হবে, ততই কূপম-ুকতা, মিথ্যাচার থেকে মুক্ত থাকবে।

    তথ্যমন্ত্রী বলেন, নাটক-সিনেমা মানুষকে অসত্য থেকে দুরে রাখে, সুন্দর সমাজের স্বপ্ন দেখতে শেখায়। তাই শিল্পীরা কখনো সাম্প্রদায়িক হতে পারেনা। শিল্পকে বাঁচাতে ধর্মান্ধদের প্রতিরোধ অনিবার্য। 

    তিনি বাংলাদেশি নাটকের জাপানি ভাষায় ডাবিং এবং জাপানি নাটকের বাংলাভাষায় ডাবিং এর মাধ্যমে উভয় দেশের জনগণকে দু’দেশের নাটক উপভোগের সুযোগ করে দেয়ার জন্যও আয়োজকদের আহ্বান জানান।
    
#

আকরাম/আফরাজ/মিজান/নবী/জসীম/সেলিম/২০১৫/২১৩০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২২৩৮

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে জাপানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ২৭ শ্রাবণ (১১ আগস্ট) :
    স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাথে আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে (গধংধঃড় ডধঃধহধনব) সাক্ষাৎ করেন। 
    তাঁরা দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশেষ করে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা (ঔওঈঅ) এর অর্থায়নে পরিচালিত বিভিন্ন কর্মসূচির সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। জাপানের রাষ্ট্রদূত এসব কর্মসূচির বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন। স্থানীয় সরকার মন্ত্রী অতীতের ন্যায় ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়নে জাপানের সহায়তা কামনা করেন। 
    এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, জাইকা বাংলাদেশের রাস্তা, পানি সরবরাহ, পানি ব্যবস্থাপনা, ড্রেনেজ সুবিধা ও জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করছে। 
    জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা’র অর্থায়নে স্থানীয় সরকারের অধীন দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, নর্দার্ন বাংলাদেশ ইন্ট্রিগ্রেটেড প্রজেক্ট, হাওড় অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্প, বৃহত্তর ময়মনসিংহ, বৃহত্তর সিলেট, ফরিদপুর এলাকার ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্প, খুলনা পানি সরবরাহ প্রকল্প এবং কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পসহ মোট ৭টি প্রকল্প বাস্তবায়নাধীন। 
#

শহিদুল/আফরাজ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/২২০০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২২৩৭

 

দু’টি  তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড  

 

ঢাকা, ২৭ শ্রাবণ (১১ আগস্ট):

 

          আজ বাংলাদেশ কোষ্টগার্ড পশ্চিম জোন মংলার একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মংলা ইপিজেড সংলগ্ন এলাকা থেকে ১টি তক্ষক (Tokay Gecko) এবং দাকোপ থানার লাউডোব এলাকা থেকে আরো ১টি তক্ষক উদ্ধার করে।

 

          উদ্ধারকৃত তক্ষক দু’টি চোরাচালানকারীদের কাছে ৮ থেকে ১০ কোটি টাকায় বিক্রয়ের প্রক্রিয়া চলছিল।

 

          উদ্ধারকৃত তক্ষক দু’টির আনুমানিক মূল্য ২ কোটি ৬০ লাখ টাকা। তক্ষক দু’টি কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার, অপারেশন্স কর্মকর্তা,  করমজল ফরেষ্ট অফিসের কর্মকর্তা এবং মিডিয়া সদস্যদের উপস্থিতিতে সুন্দরবনের করমজল এলাকায় অবমুক্ত করা হয়।

 

#

 

আফরাজ/মিজান/রফিকুল/সেলিম/২০১৫/২০৪০ ঘণ্টা     তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ২২৩৬

টেকসই সমতাভিত্তিক উন্নয়নে সিপিএভুক্ত দেশগুলোকে একযোগে কাজ করতে হবে

                                                                                 -- স্পিকার

 

নাইরোবি (কেনিয়া), ১১ আগস্ট:

 

স্পিকার সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন . শিরীন শারমিন চৌধুরী  বলেছেন, সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক শাসনআইনের শাসন, টেকসই, অন্তর্ভুক্তিমূলক সমতাভিত্তিক উন্নয়নে সিপিএভুক্ত দেশগুলোকে একযোগে কাজ করতে হবে

 

স্পিকার আজ কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত Commonwealth Parliamentary Association Gi 46th African Regional Conference এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে একথা বলেন

 

স্পিকার বলেন, তরুণ সংসদ সদস্যসহ তরুণ প্রজন্মকে একই প্ল্যাটফর্মে বিভিন্ন ইস্যুতে কাজ করতে হবে তরুণ সংসদ সদস্যদের বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিতকরনে সিপিএ কাজ করে যাচ্ছে জনগণের কল্যাণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালীকরণ, সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে কমনওয়েলথভুক্ত দেশগুলিতে সিপিএ কাজ করে যাচ্ছে

 

স্পিকার আরো বলেন, বাজেট প্রণয়ন থেকে শুরু করে বাজেট বাস্তবায়নে সংসদ কেন্দ্রীয় ভূমিকা পালন করে তাই সরকারি হিসাবকে জবাবদিহিতার মধ্যে এনে সিপিএভুক্ত দেশসমূহের সংসদের ক্ষমতা নজরদারি নিশ্চিত করতে হবে বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংসদ সদস্যদের কাজের গতি বাড়াতে আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদ সদস্যদের মাঝে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে তিনি বলেন, আমরা সহ¯্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দিকে অগ্রসর হচ্ছি তাই এই প্রক্রিয়ায় প্রতিফলিত জনগণের আশা আকাঙ্খা বাস্তবায়নে  কমনওয়েলথভুক্ত দেশসমূহের সংসদ সদস্যদের একযোগে কাজ করতে হবে 

 

স্পিকার জলবায়ু পরিবর্তন এর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সিপিএসহ সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, জেন্ডার সমতা, দারিদ্র্যবিমোচন, স্বাস্থ্য, নিরাপদ পানি স্যানিটেশন, জ্বালানি নিরাপত্তা, শান্তি নিরাপত্তাসহ সকল ইস্যুতে সিপিএভুক্ত দেশসমূহকে একযোগে কাজ করার আহ্বান জানান

 

উক্ত সম্মেলনে আফ্রিকা অঞ্চলের সিপিএভুক্ত ১৮টি সদস্যরাষ্ট্রের স্পিকার, ডেপুটি স্পিকারসহ সংসদ সদস্যগণ অংশগ্রহণ করেন

#

 

মঞ্জুর/আফরাজ/মিজান/রফিকুল/সেলিম/২০১৫/১৮৪০ ঘণ্টা    

 

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২২৩৫

 

বাজার তদারকি

২৬ প্রতিষ্ঠানকে লাখ ৭৪ হাজার টাকা জরিমানা

 

ঢাকা, ২৭ শ্রাবণ (১১ আগস্ট):

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় জেলা কার্যালয় ময়মনসিংহ, নরসিংদী, টাঙ্গাইল, চট্টগ্রাম, রাজশাহী, যশোর রংপুরে আজ বাজার তদারকি করা হয়

 

পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে চট্টগ্রামের খুলশী চকবাজার এলাকায় ৪টি প্রতিষ্ঠানকে ৪২ হাজার ৫শ টাকা, ময়মনসিংহ সদরে ২টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা, রাজশাহীর রাজপাড়া থানার বিভিন্ন এলাকায় ২টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকানরসিংদী সদরে ৩টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা, যশোর সদরে ৬টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৫শ টাকা, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে

১৩ হাজার টাকা এবং রংপুর সদরে ৩টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়

    

#

 

আফরাজ/মিজান/নবী/রফিকুল/সেলিম/২০১৫/১৯৪০ ঘণ্টা     

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২২৩৪
বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীর অনুষ্ঠান সম্প্রচার মাধ্যমে 
যথাযোগ্য মর্যাদায় পালনে তথ্য মন্ত্রণালয়ের আহ্বান

ঢাকা, ২৭ শ্রাবণ (১১ আগস্ট) :
    ঢাকার ধানম-ির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স¥ৃিত জাদুঘর এবং গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজার হতে ১৫ আগস্ট স¦াধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার এবং জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি সকল টেলিভিশন চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠান প্রচারের জন্য আহ্বান জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।  সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ অনুরোধ জানানো হয়। 
    সভায় সিন্ধান্ত হয়, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার শাহাদতবার্ষিকীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। বেসরকারি রেডিও এবং টিভি চ্যানেলসমূহ বিটিভি ও বেতারের মাধ্যমে অনুষ্ঠানসমূহ সরাসরি সম্প্রচার করবে।
    জাতীয় শোক দিবস উপলক্ষে বিটিভি ও বেতার আলোচনা অনুষ্ঠানসহ নতুন অনুষ্ঠান নির্মাণপূর্বক প্রচারের ব্যবস্থা গ্রহণ করবে। 
    ১৫ আগস্ট সকালে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, স¦ায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সভায় এ সংক্রান্ত খবর সকল টেলিভিশন চ্যানেলে স্ক্রলে প্রচারের ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানানো হয়েছে।
#
আফরাজ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/২০২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২২৩২

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৭ শ্রাবণ (১১ আগস্ট):

    দশম জাতীয় সংসদের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোঃ একাব্বর হোসেন এতে সভাপতিত্ব করেন।

    কমিটির সদস্য ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), নুরুজ্জামান আহমেদ, ফয়জুর রহমান, নাজমুল হক প্রধান এবং মোঃ মনিরুল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনারোধে মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থা কর্তৃক গৃহীত পদক্ষেপ, বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা  করা হয়।

বৈঠকে জানানো হয়, যানজট ও সড়ক দুর্ঘটনারোধে ২২টি মহাসড়কে তিনচাকা ও অযান্ত্রিক যানবাহন তথা সিএনজি, নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার ফলে দুর্ঘটনা কিছুটা কমে এসেছে।

এছাড়া ঢাকাসহ সারাদেশে যানজট নিরসন ও দুর্ঘটনা হ্রাসকল্পে জাল অথবা ভুয়া লাইসেন্সধারী গাড়িচালক এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বিআরটিএ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। বর্ষা মোৗসুমে পদ্মা সেতু এলাকায় পদ্মা নদীর ভাঙনরোধে ২৫০ কেজি ওজনের বালু এবড় ইধম -এ ভর্তি করে নদী তীর এবং নদীতে উঁসঢ় করে নদী তীর প্রতিরক্ষার কাজ চলমান রয়েছে।

বৈঠকে সারা দেশে রেজিস্ট্রেশনবিহীন মটর সাইকেল রেজিস্ট্রেশনের ফি কমিয়ে তাদেরকে আইনের আওতায় আনা এবং যে সমস্ত রাস্তা ক্রটিপূর্ণ মেরামতের কারণে প্রতিবছর মেরামত করতে হয় সে সমস্ত রাস্তার ঠিকাদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।

সড়ক দুর্ঘটনারোধে লাইসেন্সবিহীন বা ভুয়া লাইসেন্সধারীদের বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করে লাইসেন্স গ্রহণের ব্যবস্থা করার সুপারিশ করা হয়।

    সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

মিজানুর/আফরাজ/মিজান/রফিকুল/সেলিম/২০১৫/১৮২০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ২২৩১
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ২৭ শ্রাবণ (১১ আগস্ট) :
জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠক আজ কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মোয়াজ্জম হোসেন রতন, শেখ আফিল উদ্দিন, কাজী ফিরোজ রশীদ এবং হোসনে আরা লুৎফা ডালিয়া বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এবং বিটিসিএল’র টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ডেভেলপমেন্ট (লট-বি) এর কার্যক্রম সম্পর্কে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ গঠিত তদন্তকমিটির রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।    
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে আইসিটি বিভাগের বিভিন্ন প্রকল্প ও কার্যক্রমের সফলতা এবং আইসিটি বিভাগ প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরে বাস্তবায়নযোগ্য এডিপি’র নতুন প্রকল্পের তালিকা ও বর্তমান অবস্থা বৈঠকে তুলে ধরা হয়। একইসাথে আইসিটি বিভাগে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ উপস্থাপন করা হয়।
কমিটি বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে অগ্রাধিকারভিত্তিতে প্রজেক্ট নির্ধারণ এবং সেগুলোর অগ্রগতি সম্পর্কে প্রতি সপ্তাহে রিপোর্ট প্রদানের সুপারিশ করে।
বৈঠকে জাইকা কর্তৃক ‘‘টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’’ শীর্ষক প্রকল্পের লট-বি অংশের ঋণ প্রত্যাহার সংক্রান্ত তদন্তকমিটির প্রতিবেদন অধিকতর পর্যালোচনার জন্য কমিটির সদস্য কাজী ফিরোজ রশীদকে আহ্বায়ক করে একটি সাবকমিটি গঠন করা হয়। 
    ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এবং বিটিআরসি’র চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
সাব্বির/আফরাজ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৮২০ঘণ্টা   
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২২৩০
আগামীকাল আন্তর্জাতিক যুব দিবস 

ঢাকা, ২৭ শ্রাবণ (১১ আগস্ট) :
    আগামীকাল আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। প্রতিবছর ১২ আগস্ট  জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক যুবদিবস পালিত হয়ে থাকে। এবছর আন্তর্জাতিক যুব দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে "ণড়ঁঃয ঈরারপ ঊহমধমবসবহঃ" অর্থাৎ “যুবদের নাগরিক সম্পৃক্ততা”। 
দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে উদ্যাপনের লক্ষ্যে আগামীকাল ঢাকায় যুব উন্নয়ন অধিদফতরের সম্মেলনকক্ষে দিবসের প্রতিপাদ্যের ওপর এক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল ও যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ অংশ নেবেন। 
#
শফিকুল/আফরাজ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৮১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২২২৯

 

পররাষ্ট্রমন্ত্রীর সাথে স্লোভেনিয়ার বিদায়ি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ২৭ শ্রাবণ (১১ আগস্ট):

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে স্লোভেনিয়ার অনাবাসী বিদায়ি রাষ্ট্রদূত  Darja Bavdaẑ Kuret সাক্ষাৎ করেন।    

          সাক্ষাৎকালে উভয়ে বাংলাদেশ ও স্লোভেনিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে দু’দেশের ব্যবসায় চেম্বারসমূহের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

          কূটনৈতিক ক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্যের কথা বিশেষ করে ভারতের সাথে সীমান্তচুক্তি বাস্তবায়নের উল্লেখ করে রাষ্ট্রদূত কুরেট বর্তমান সরকারকে অভিনন্দন জানান।

          বাংলাদেশে দায়িত্বপালনকালে সকল প্রকার  সহযোগিতার জন্য স্লোভেনিয়ার বিদায়ি রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ও তাঁর মন্ত্রণালয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মন্ত্রী রাষ্ট্রদূতের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।

          #

খালেদা/আফরাজ/মিজান/রফিকুল/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর : ২২২৮

বাংলাদেশ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক এভিয়েশন পুরস্কারে ভূষিত

ঢাকা, ২৭ শ্রাবণ (১১ আগস্ট) : 
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কর্মসূচি বিষয়ক-(সিএএসপি-এপি) প্রশিক্ষণ প্রদানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন-(আইকাও ) পুরস্কার পেয়েছে। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এর হাতে আজ মন্ত্রণালয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক  আইকাও প্রদত্ত  পুরস্কার হস্তান্তর করেন ।

সম্প্রতি লাও (খঅঙ)-এ  অনুষ্ঠিত সিএএসপি-এপি এর স্টিয়ারিং কমিটির বৈঠকে আইকাও কর্তৃক বাংলাদেশকে আন্তর্জাতিক এ সম্মাানিত পুরস্কারে ভূষিত করা হয় এবং সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধির হাতে পুরস্কার হস্তান্তর করা হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিকিউরিটি সেল ও আইকাও এর যৌথ উদ্যোগে  এভিয়েশন সিকিউরিটি কোয়ালিটি কন্ট্রোল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ বিমানবাহিনীসহ বিভিন্ন স্টেকহোল্ডার ও সিএএসপি-এপি সদস্য ২৮টি রাষ্ট্রের প্রতিনিধি প্রশিক্ষণে অংশ নেয়। ন্যাশনাল সিভিল এভিয়েশন সিকিউরিটি কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রামের অধীন ২০১৪ সালের জুন মাসে বাংলাদেশে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের এভিয়েশন প্রশিক্ষকদের দক্ষতা লাউস সম্মেলনে প্রশংসিত হয় এবং স্বীকৃতিস্বরূপ বাংলাদেশকে  এভিয়েশন সেক্টরের মর্যাদাপূর্ণ এ আইকাও পুরস্কারে ভূষিত করা হয়।

#

শেফায়েত/অনসূয়া/শাহআলম/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৫৪০ ঘণ্টা                                                                                                                                                                       
তথ্যবিবরণী                                                                                                                    নম্বর : ২২২৬

বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করতে
                                           - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ঢাকা, ২৭ শ্রাবণ (১১ আগস্ট) : 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করতে । এজন্য খুনীরা শুধু বঙ্গবন্ধুকেই নয় তাঁর পরিবারের সদস্যদের এবং বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা জাতীয় চার নেতাকেও হত্যা করেছিল।
আজ জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুই বিশ্বের একমাত্র নেতা যিনি স্বাধীনতার স্বপ্ন নিজে দেখেছেন, জাতিকে স্বপ্ন দেখিয়েছেন এবং স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করেছেন। তিনি বেঁেচ থাকলে অনেক আগেই আমরা অর্থনৈতিক মুক্তি অর্জন করতাম।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা এখনও দেশ-বিদেশে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যার ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। 
১৫ আগস্ট জাতির জন্য একটি কলঙ্কময় শোকের দিন। এ শোককে শক্তিতে রূপান্তর করে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিয়ে যেতে হবে তবেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মনিরুল হকের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম, মেজর (অব) জিয়াউদ্দিন। 

#

মারুফ/অনসূয়া/শাহআলম/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৩২৫ ঘণ্টা                                                                                                                                                                       
তথ্যবিবরণী                                                                                                                নম্বর : ২২২৭

২০২৩ সালের মধ্যে ‘পায়রা’ পূর্ণাঙ্গ বন্দর হবে  
                                        - নৌমন্ত্রী 

 ঢাকা, ২৭ শ্রাবণ (১১ আগস্ট) : 
নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নি¤œ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। তিনি 
১০ আগস্ট সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওস্থ নভো টাওয়ারে তার সম্মানে বরিশাল বিভাগ সমিতি আয়োজিত এক অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠানে এ কথা বলেন। 
বরিশাল বিভাগ সমিতির আহ্বায়ক সিরাজউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য নাসিমা ফেরদৌস, সাবেক সচিব আব্দুস সোবহান সিকদার, সাবেক সচিব মো. ইসমাইল, সচিব ইউনুসুর রহমান, ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালেক, হাবিবুর রহমান খান, সাংবাদিক অজয় দাস গুপ্ত, আলী আহমদ ও মোস্তাফিজুর রহমান দিনু। 
শাজাহান খান বলেন, আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের মাধ্যমে বরিশাল নদীবন্দর টার্মিনাল ভবনের আধুনিকায়ন, মেরিন একাডেমি স্থাপন, ডেক এন্ড ইঞ্জিন পার্সোনেল ট্রেনিং সেন্টার (ডিইপিটিসি) স্থাপন, পটুয়াখালি নদীবন্দর ও টার্মিনাল ভবন সংস্কার, পায়রা সমুদ্রবন্দর, আমতলী টার্মিনাল ভবন নির্মাণ, ভোলা লঞ্চ ও ফেরিঘাট উন্নয়ন করা হয়েছে। তিনি বলেন, ২০২৩ সালের মধ্যে পায়রা বন্দর পূর্ণাঙ্গ বন্দরে পরিণত হবে। 
মন্ত্রী আরও বলেন, দক্ষিণাঞ্চলবাসীর যাতায়াতের সুবিধার্থে ও যাত্রী হয়রানি বন্ধে ঢাকা সদরঘাটকে ইজারাদারমুক্ত করা হয়েছে।  তিনি বলেন, বরিশালের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে ব্যাপক উন্নয়ন হয়েছে, ভবিষ্যতেও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। দক্ষিণাঞ্চলবাসীর স্বাচ্ছন্দে চলাচলের জন্য দু’টি উপকূলীয় জাহাজ ও আরো দু’টি স্টিমার নির্মাণ করা হবে। তিনি বলেন, ৭০ বছর পর ঢাকা-বরিশাল নৌরুটে চলাচলের জন্য দু’টি জাহাজ ‘বাঙ্গালি’ ও ‘মধুমতি’ নির্মাণ করা হয়েছে। চারটি সি-ট্রাক নির্মাণ করা হয়েছে।
মন্ত্রী বলেন, নৌপথ খননের জন্য সরকারের গত মেয়াদে ১৪টি ড্রেজার নির্মাণ করা হয়েছে। চলতি মেয়াদে ২০টি ড্রেজার নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, নৌপথে সহজে যানবাহন পারাপারের লক্ষ্যে গত মেয়াদে ১৭টি ফেরি নির্মাণ করা হয়েছে, এ মেয়াদে আরো ১৭টি ফেরি নির্মাণ করা হবে। 

#

জাহাঙ্গীর/অনসূয়া/শাহআলম/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৪২৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর : ২২২৫

কংগ্রেসওম্যান ক্যারোলিনের সাথে রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের সাক্ষাৎ

ওয়াশিংটন, ২৭ শ্রাবণ (১১ আগস্ট) : 

যুক্তরাষ্টের কংগ্রেসওম্যান ক্যারোলিন বি. ম্যালোনি আমেরিকার বাজারে বাংলাদেশী পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশের দীর্ঘদিনের দাবির যথার্থতা সমর্থন করেছেন। তিনি উগ্র-ধর্মীয় কর্মকা-ের বিরুদ্ধে বর্তমা

Todays handout (7).doc Todays handout (7).doc