Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd ডিসেম্বর ২০১৬

তথ্যবিবরণী-৩ ডিসেম্বর 2016

তথ্যবিবরণী                                                    নম্বর : ৩৭১৮

বাংলাদেশি খাদ্য উৎসব আয়োজনের মাধ্যমে পাকিসত্মানে বিজয়ের মাস উদ্‌্‌যাপন শুরম্ন

ইসলামাবাদ (পাকিসত্মান), ৩ ডিসেম্বর : 

বাংলাদেশের  সমৃদ্ধি সাংস্কৃতিক  ভাবমূর্তি  এবং  ঐতিহ্যবাহী  রন্ধনশিল্পকে  স'ানীয়  সুূধিমহলে  তুলে ধরার  প্রয়াসে  পাকিসত্মানের  রাজধানী  ইসলামাবাদে  বাংলাদেশি  খাদ্য  উৎসব (বাংলাদেশ  ফুড ফেস্টিভাল) অনুষ্ঠিত হয়। 

ইসলামাবাদস' বাংলাদেশ  হাইকমিশন  মহান  বিজয়ের  ৪৫তম  বার্ষিকী  উদ্‌্‌যাপনের অংশ  হিসেবে আজ স'ানীয়  একটি হোটেলে এ উৎসবের  আয়োজন  করে। 

খাদ্য  উৎসবে  ভাত, পোলাও, খিচুরি, গরম্ন, খাসি ও মুরগির গোসত্ম, রম্নই, আইড়, শোল এবং চিংড়ি মাছের তরকারিসহ হরেক পদের সুস্বাদু খাবার এবং রসগোলস্না, পায়েসসহ বিভিন্ন  ধরনের  মিস্টান্ন  পরিবেশন  করা  হয়। 

উৎসবে  অতিথিদের স্বাগত জানিয়ে  বাংলাদেশের হাইকমিশনার  তারিক  আহসান  বলেন, শস্য শ্যামল ও নদীমাতৃক বাংলাদেশের  ঐতিহ্যবাহী খাবারে চাল, সবজি ও মাছের প্রাধান্য লড়্গ্য করা যায়। তবে অন্যান্য অঞ্চলের কিছু বৈশিষ্ট আত্মীকরণের মাধ্যমে বর্তমান বাংলাদেশের খাবার অনেক সমৃদ্ধ। তিনি উলেস্নখ করেন যে, বাংলাদেশি খাবার এখন দেশের গ-ি পেরিয়ে বিদেশেও  সমান জনপ্রিয়। অনুষ্ঠানে পাকিসত্মানের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী  নওয়াবজাদা  মালিক আহমদ খানও বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানস'লে বাংলাদেশের  ঐতিহ্যবাহী  হসত্মশিল্পসহ  বিভিন্ন ধরনের  সামগ্রী প্রদর্শন  করা  হয়। অতিথিবৃন্দ  গভীর  আগ্রহের  সাথে সামগ্রীগুলো পরিদর্শন  করেন। 

বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক এবং পাকিসত্মানের প্রায় ৩শ’ গণমান্য ব্যক্তি ও প্রবাসী বাংলাদেশিগণ খাদ্য উৎসবে যোগদান  করেন এবং বাংলাদেশি  খাবার ও এই ধরনের  উদ্যোগের  ভূয়সী  প্রশংসা  করেন।

#

ইকবাল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/২০০০ ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                    নম্বর : ৩৭১৭

প্রতিবন্ধীদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর 
                                                   -- ডেপুটি স্পিকার

ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর) : 

    ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য মূলধারার সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এজন্য সরকার টেকসই উন্নয়নের লড়্গ্যে প্রতিবন্ধী বিষয়ক লড়্গ্যগুলো বাসত্মবায়নে এগিয়ে যাচ্ছে। 

    ডেপুটি স্পিকার আজ রাজধানীর রবীন্দ্র সরোবরে প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদ (পিএনএসপি) কর্তৃক আনত্মর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস ২০১৬ উদযাপন উপলড়্গে  আয়োজিত ‘টেকসই ভবিষ্যৎ গড়ি, সত্যের লড়্গ্য অর্জন করি’ শীর্ষক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    ডেপুটি স্পিকার বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নে যেসব কার্যক্রম গ্রহণ করা হয়েছিল বর্তমানে তা বাসত্মবায়ন করা হচ্ছে। তিনি বলেন, সারা দেশের প্রতিবন্ধী মানুষদের জন্য পরিচয় পত্র (ওউ ঈধৎফ) দেয়ার ব্যবস'া করেছে সরকার। এর ফলে তারা সরকারি সকল সুযোগ-সুবিধা পাবে। 


    প্রতিবন্ধী শিল্পীদের সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে তাদের মূলধারায় অংশগ্রহণের পথ আরো প্রশসত্ম করার ওপর গুরম্নত্বারোপ করেন ডেপুটি স্পিকার। প্রতিবন্ধীরা যেন দৃষ্টিভঙ্গি ও অবকাঠামোগত বাধার সম্মুখীন না হয় সেদিকেও  সকলকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি। 


#

স্বপন/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৯৪৫ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                    নম্বর : ৩৭১৬
মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীতে ইউপি সমন্বয় করবে
ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর) :
তৃণমূল মানুষকে সম্পৃক্ত করতে ২০২১ সালে মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করতে দেশের প্রাচীন স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ সমূহকে (ইউ পি) সমন্বয়কের দায়িত্ব দিয়েছে বর্তমান সরকার। রূপকল্প-২০২১ বাস্তবায়নে স্থানীয় সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদের স্ব স্ব এলাকায় আলোকবর্তিকা হিসেবে কাজ করতে হবে। এভাবে ২০৪১ সালের পূর্বেই উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া সম্ভব।

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড ও প্রত্যাশা ২০২১ ফোরাম আয়োজিত এক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউপি ফোরামের সভাপতি মাহবুবুর রহমান টুটুলের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন-চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন, আয়োজকদের পক্ষে আজাদ হোসেন, আতাউর রহমান মিটন, আতাউর রহমান বুলবুল, রূহী দাস প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন- বাংলাদেশ উন্নত স্যানিটেশন ও সুপেয় পানি সরবরাহ ব্যবস্থায় বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত। এ সফলতায় স্থানীয় সরকার জনপ্রতিনিধিগণ গর্বিত অংশীদার। তিনি বলেন-স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালীকরণ ও স্বনির্ভর হতে সরকারের মুখাপেক্ষী না থেকে রাজস্ব আয় বাড়াতে হবে। তিনি বলেন- ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সম্মানি ভাতা বৃদ্ধি, কম্পিউটার অপারেটর নিয়োগ দানসহ বিরাজমান সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হয়েছে। তিনি স্থানীয় প্রতিনিধিদের জনসেবার মান উন্নয়নে আরো ত্যাগ, সততা ও আন্তরিকতার মাধ্যমে কাজ করার পরামর্শ দেন।
#
আহসান/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৬/১৮৩১ ঘণ্টা
 

তথ্যবিবরণী                                                    নম্বর : ৩৭১৫
আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন দক্ষ মানবসম্পদ
                ---বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সিলেট, ১৯ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর) :
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন দক্ষ মানবসম্পদ। আমাদের সম্পদ সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করা গেলে উন্নত বাংলাদেশ গড়া সময়ের ব্যাপার মাত্র। সময়ের চাহিদা অনুযায়ী মানবসম্পদ গড়তে পারলে অনেক কাজই সহজ হবে।

    প্রতিমন্ত্রী আজ সিলেটে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ’ এর ১২ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাথে অংশীদার ভিত্তিতে কাজ করতে পারে। কয়লা খনি বা গ্রানাইট খনিতে অনেক মাইনিং ইঞ্জিনিয়ার প্রয়োজন। এসব জায়গায় জিওলজিস্ট দিয়ে কাজ করানো হচ্ছে।

    শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দিন বিশ্বাস এবং পেট্রোলিয়াম ও মাইনিং বিভাগের ডিন প্রফেসর ড. মোহাম্মদ শহিদুল রহমান বক্তব্য রাখেন।
#
আসলাম/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৬/১৮৩০ ঘণ্টা

 

Todays handout (1).docx Todays handout (1).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon