Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ সেপ্টেম্বর ২০১৭

তথ্যবিবরণী ১৯.০৯.২০১৭

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৩৯৩
 
নিজস্ব সংস্কৃতি চর্চাই একটি জাতিকে চিরজাগরুক রাখে
                   -- প্রতিমন্ত্রী রাঙ্গাঁ

ঢাকা, ৪ আশ্বিন (১৯ সেপ্টেম্বর) :

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, একটি জাতির নিজস্ব সংস্কৃতি চর্চার অর্জনসমূহ প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে দিতে পারলে প্রজন্মের পর প্রজন্ম নিজস্ব কৃষ্টি, সভ্যতা ও স্বকীয়তা চিরজাগরুক থাকে। এজন্য সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর সহায়ক ভূমিকা অপরিহার্য।

তিনি আজ ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎস সাংস্কৃতিক পরিষদের যুগপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, গুণিজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার মুখার্জীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সচিব আখতার উদ্দিন আহম্মেদ, বিশিষ্ট নাট্যশিল্পী ঝুনা চৌধুরী, রবীন্দ্রসংগীত শিল্পী তপন মাহমুদ, শিল্পপতি মোঃ আশরাফ আলী খান মঞ্জু ও বি এম সুবীর।

প্রতিমন্ত্রী বলেন, দেশ ও জাতিকে বেশি বেশি আলোকিত সাদামনের মানুষ উপহার দিতে হলে নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞান চর্চায় দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে হবে। তিনি উৎস সাংস্কৃতিক পরিষদকে মুক্তচিন্তা ও স্বাধীনতার সপক্ষের মননশীল ও সৃষ্টিধর্মী সাংস্কৃতিক সংগঠন হিসেবে উল্লেখ করে তাদের কর্মযজ্ঞকে তৃণমুল মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। তিনি সংগঠনটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরে প্রতিমন্ত্রী আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণিজনদের মাঝে সম্মাননা পদক তুলে দেন এবং  সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

#

আহসান/মাহমুদ/আলী/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২১৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৩৯২

সততা ও কর্মনিষ্ঠার যোগফল শুদ্ধাচার
                        --- তথ্যসচিব
ঢাকা, ৪ আশ্বিন (১৯ সেপ্টেম্বর) :
শুদ্ধাচারকে সততা ও কর্মনিষ্ঠার যোগফল বলে বর্ণনা করেছেন তথ্যসচিব মরতুজা আহমদ।
আজ রাজধানীর সচিবালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অধীনে তথ্য অধিদফতর আয়োজিত দু’দিনব্যাপী কর্মশালার প্রথম দিনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সচিব একথা বলেন। প্রধান তথ্য অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে দেশের মন্ত্রণালয়গুলোর জনসংযোগ কর্মকর্তা ও অধিদফতরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। 
শুদ্ধাচারকে সুশাসন প্রতিষ্ঠার অন্যতম শর্ত হিসেবে উল্লেখ করে তথ্যসচিব বলেন, সৎ কিন্তু কর্মহীনতা অথবা কর্মপ্রবণ কিন্তু অসৎ কোনোভাবেই শুদ্ধাচার নয়। বরং সৎ ও কর্মনিষ্ঠ মানুষই প্রকৃত শুদ্ধাচারী এবং রাষ্ট্রের জন্য অতীব প্রয়োজনীয়।
সচিব বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ শুদ্ধাচারের পথে সবচেয়ে বড় নিয়ামক। ই-সেবার মাধ্যমে অসাধু পন্থা লোপ পাচ্ছে এবং মানুষের সেবার গতি বাড়ছে। সকলকে তাই ই-বান্ধব হতে হবে।’
এসময় তথ্যের সঠিকতা যাচাই করে যথাসময়ে তা বিতরণ এবং সরকারের জনমুখী কার্যক্রমকে দ্রুত ও সহজে সবার কাছে পৌঁছে দিয়ে সরকার ও জনগণের মধ্যে নিবিড় সংযোগ তৈরির জন্য সকল জনসংযোগ কর্মকর্তাকে নির্দেশ দেন মরতুজা আহমদ। 
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৩৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৩৯১
 
নিরবচ্ছিন্নভাবে প্রাথমিক জ্বালানি সরবরাহ করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হবে
                    -- জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা, ৪ আশ্বিন (১৯ সেপ্টেম্বর) :

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নিরবচ্ছিন্নভাবে প্রাথমিক জ্বালানি সরবরাহ করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হবে। শিল্প কারখানায় গ্যাসের সাথে এলএনজি মিশ্রিত করে মিশ্রিত গ্যাস সরবরাহ করা হবে। এতে মূল্য কিছুটা বেশি হলেও ব্যবসায়ীদের জন্য লাভজনক হবে।

    প্রতিমন্ত্রী আজ ঢাকায় পেট্রোবাংলায় এলএনজি ক্রয়ে সহযোগিতার বিষয়ে গানভর (এঁহাড়ৎ) ও পেট্রোবাংলার মধ্যে সমঝোতা স্মারক স¦াক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, গ্যাসের সংকট আগামী বছরের এপ্রিল থেকে কমতে শুরু করবে। এলএনজি ক্রয়ের জন্য কাতারের রাশগ্যাস, ওমানের ওমান ট্রেডিং ইন্টারন্যাশনাল, ইন্দোনেশিয়ার পারটোমিনা, সুইজারল্যান্ডের এস্ট্রা ওয়েল ও সিংগাপুরের গানভরের সাথে সমঝোতা স্মারক স¦াক্ষর করা হয়েছে। এছাড়া স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়ে ৪১টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। প্রথম ধাপে আমদানিকৃত এলএনজি এপ্রিল ২০১৮ থেকে চট্টগ্রাম অঞ্চলে ব্যবহৃত হবে। দ্বিতীয় ধাপে অক্টোবর ২০১৮-এ দেশের মধ্যাঞ্চলে সরবরাহ করা সম্ভব হবে।

    সমঝোতা স্মারকে পেট্রোবাংলার পক্ষে সংস্থার সচিব সৈয়দ আশফাকুজ্জামান এবং এঁহাড়ৎ ঝরহমধঢ়ড়ৎব চঞঊ খঃফ-এর পক্ষে  খঁপ ঝঢ়ববষবাবষবফ স্বাক্ষর করেন।

    অনুষ্ঠানে অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ সচিব নাজিমউদ্দিন চৌধুরী ও পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোঃ ফয়জুল্লাহ বক্তব্য রাখেন।

#

আসলাম/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৩৯০ 

গণমাধ্যমের সম্পাদকদের সাথে প্রাতঃরাশ অনুষ্ঠানে বিমান ও পর্যটন মন্ত্রী
উগ্রবাদীদের ভ্রƒকুটি উপেক্ষা করে পর্যটন শিল্প এগিয়ে যাচ্ছে

ঢাকা, ৪ আশ্বিন (১৯ সেপ্টেম্বর) :
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ধর্মান্ধ ও উগ্রবাদীদের ভ্রƒকুটি উপেক্ষা করে পর্যটন শিল্প প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। হলি আর্টিজানের মতো ট্র্যাজেডি পেছনে ফেলে এবং তাবেলা সিজার ও হোসিও কুনি হত্যার ক্ষত মুছে পর্যটন শিল্প একটি মজবুত অবস্থান সৃষ্টি করতে যাচ্ছে। মন্ত্রী আজ তার মিন্টো রোডস্থ সরকারি বাসভবনে বিশ্ব পর্যটন দিবস-২০১৭ উপলক্ষে গণমাধ্যমের সম্পাদক ও সিইওদের সম্মানে আয়োজিত প্রাতঃরাশের সূচনায় এ কথা বলেন।  
মন্ত্রী বলেন, গত ১১-১৬ সেপ্টেম্বর চীনের চেংডুতে অনুষ্ঠিত জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ইউএনডব্লিউটিওর ২২ তম জেনারেল এসেম্বলিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়া বিষয়ক কমিশনের সভাপতি নির্বাচিত হয়েছে। আগামী ১২-১৪ নভেম্বর ওআইসিভুক্ত দেশগুলোর পর্যটন মন্ত্রীদের সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে। এগুলো পর্যটন খাতে বাংলাদেশের এগিয়ে যাবার স্বীকৃতি। তিনি পর্যটন শিল্পকে আরো এগিয়ে নিতে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন। 
এ আয়োজনে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বণিকবার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, বাংলাদেশ বেতারের ডিডিজি (নিউজ) নারায়ণ চন্দ্র শীল, আরটিভির সিইও আশিক রহমান, মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম প্রমুখ যোগদান করেন। 
কর্মসূচিতে বিমান ও পর্যটন সচিব এসএম গোলাম ফারুক, অতিরিক্ত সচিব মো. ইমরান, বাংলাদেশ পর্যটন কর্পোরশেনের চেয়ারম্যান আখতারুজজামান খান কবির, বিটিবি’র সিইও ড. মো. নাসির উদ্দিন, বিমান বাংলাদেশের এমডি মোসাদ্দেক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 
#
তুহিন/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৩৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৩৮৯     

৬৩তম সিপিসি আয়োজনের প্রস্তুতি এগিয়ে চলেছে
                                           - স্পিকার
ঢাকা, ৪ আশ্বিন (১৯ সেপ্টেম্বর) : 
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের আগামী ১-৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় ৬৩তম সম্মেলন আয়োজনের প্রস্তুতি এগিয়ে চলেছে।
স্পিকার  ১৮ সেপ্টেম্বর ঢাকার স্থানীয় একটি হোটেলে আসন্ন ৬৩তম সিপিসি-২০১৭ আয়োজনের প্রস্তুতি  সম্পর্কে বাংলাদেশে অবস্থিত কমনওয়েলথভূক্ত দেশসমূহের হাইকমিশনার ও কনসাল জেনারেলদের অবহিতকরণকালে একথা বলেন। এসময় সিপিএ’র সেক্রেটারি জেনারেল আকবর খান উপস্থিত ছিলেন।
 স্পিকার বলেন, কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) কমনওয়েলথ পার্লামেন্টসমূহের সমন্বয়ে গঠিত একটি ঐতিহ্যবাহী আন্তর্জাতিক সংগঠন। ১৯১১ সালে প্রতিষ্ঠিত এ সংগঠন সংসদীয় গণতন্ত্রকে সুসংহত ও সমুন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
 ড. শিরীন শারমিন চৌধুরী হাইকমিশনার ও কনসাল জেনারেলদের মাধ্যমে সংশ্লিষ্ট দেশসমূহের পার্লামেন্টারিয়ানগণকে সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান। এ সময়ে হাইকমিশনার ও কনসাল জেনারেলদের পক্ষ থেকে আয়োজনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ এবং ৬৩তম সম্মেলনে তাদের দেশের অংশগ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
#
কামাল/অনসূয়া/রফিকুল/আসমা/২০১৭/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৩৮৮     
ওইআর কংগ্রেসের প্যানেল আলোচনায় শিক্ষামন্ত্রী
ঢাকা, ৪ আশ্বিন (১৯ সেপ্টেম্বর) : 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ স্লোভেনিয়ার রাজধানী লুবজানায় অনুষ্ঠিত ‘দ্বিতীয় ওয়ার্ল্ড কংগ্রেস অন ওপেন এডুকেশনাল রিসোর্সেস (ওইআর)’ সম্মেলনে অংশ নেন। ১৮-২০ সেপ্টেম্বর স্লোভেনিয়ায় এ কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনের প্রথম দিনে মন্ত্রী ‘জাতীয় প্রেক্ষাপটে এসডিজি-৪ অর্জনে ওইআর’র গুরুত্ব’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন। স্লোভেনিয়া, কোস্টারিকা, মরিশাস, দক্ষিণ আফ্রিকা, মাল্টা, মেসিডোনিয়া, হাওয়াই ও বুলগেরিয়ার শিক্ষামন্ত্রীগণ এ আলোচনায় অংশ নেন। ইউনেস্কো’র নলেজ সোসাইটিজ ডিভিশনের পরিচালক ইন্দ্রজিত ব্যানার্জি প্যানেল আলোচনা পরিচালনা করেন।
আলোচনায় মন্ত্রীগণ মানসম্পন্ন শিক্ষা ও এসডিজি-৪ অর্জনে ওইআর’র ব্যবহার বিষয়ে নিজ নিজ দেশের ভাল অভিজ্ঞতা, চ্যালেঞ্জ, নীতি-কৌশল এবং পরবর্তী পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। শিক্ষামন্ত্রী বাংলাদেশে উন্মুক্ত শিক্ষা সম্পদ ব্যবহারের বিভিন্ন দিক ও সীমাবদ্ধতা তুলে ধরেন।
উল্লেখ্য, এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘ওইআর ফর ইনক্লুসিভ এন্ড ইকুইটেবল কোয়ালিটি এডুকেশন’। ওপেন এডুকেশনাল রিসোর্সেস কংগ্রেসে ’লুবজানা ওইআর একশন প্ল্যান-২০১৭’ গ্রহণ করা হবে।
নাহিদ আগামী ২১ সেপ্টেম্বর দেশে ফিরার কথা রয়েছে।
#
আফরাজুর/অনসূয়া/রফিকুল/আসমা/২০১৭/১৬০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৩৮৭ 
সার্বজনীনভাবে আনন্দউৎসব পালন করা বাঙালির ঐতিহ্য 
                                              - সংস্কৃতিমন্ত্রী 
ঢাকা, ৪ আশ্বিন (১৯ সেপ্টেম্বর) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সার্বজনীনভাবে আনন্দউৎসব পালন করা বাঙালির ঐতিহ্য। হাজার বছর ধরে বাঙালি জাতি এটি লালন করে আসছে। তবে মাঝে মধ্যে অশুভ সাম্প্রদায়িক শক্তি অসুরের মতো মাথাচাড়া দিয়ে উঠছে। সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। 
মন্ত্রী আজ রাজধানীর স্বামীবাগস্থ লোকনাথ মন্দিরে দুর্গাপূজার শুভ মহালয়া উৎসব-১৪২৪ উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে তিনি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। 
নূর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সংসদ সদস্য পংকজ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ ভৌমিক, সহসভাপতি দেবাশীষ বিশ্বাস, যুগ্মসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোজ রায় এবং  সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত সুর রাজু।
অনুষ্ঠানে চ-ীপাঠ করেন নাসির উদ্দিন ইউসুফের স্ত্রী সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিমুল ইউসুফ।
#
ফয়সল/অনসূয়া/শহিদ/রফিকুল/আসমা/২০১৭/১৩০০ ঘণ্টা  
Todays handout (4).docx Todays handout (4).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon