Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ জুন ২০১৫

তথ্যবিবরণী 04/06/2015

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৬২৫

প্যারিসে বাণিজ্যমন্ত্রী

এলডিসিভুক্ত দেশসমূহের ইস্যুগুলোকে অগ্রাধিকার দিতে হবে

 

প্যারিস (ফ্রান্স), ৪ জুন :

 

        প্যারিস সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ডব্লিউটিওতে স্বল্পোন্নত দেশের কোঅর্ডিনেটর হিসেবে আগামী ১৫-১৮ ডিসেম্বর কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠেয় ডব্লিউটিও’র ১০ম মিনিস্টেরিয়াল সম্মেলনে স্বল্পোন্নত দেশসমূহের জন্য গৃহীত দোহা উন্নয়ন এজেন্ডার অবশিষ্ট ইস্যুসমূহ বাস্তবায়নের লক্ষ্যে প্রণীতব্য “পোস্ট বালি ওয়ার্ক প্রোগ্রাম” এ সেগুলো অন্তর্ভুক্তির দাবি জানান।

 

        বাণিজ্যমন্ত্রী উত্থাপিত ইস্যুসমূহের মধ্যে রয়েছে, বালি সিদ্ধান্তের বাস্তবায়ন, বালিতে গৃহীত “নন বাইন্ডিং” সিদ্ধান্তসমূহকে “বাইন্ডিং” সিদ্ধান্ত হিসেবে রূপান্তর, স্বল্পোন্নত দেশসমূহের জন্য বিদ্যমান বিশেষ ও অগ্রাধিকারমূলক ব্যবস্থাসমূহ বহাল রাখা, স্বল্পোন্নত দেশসমূহকে শুল্কমুক্ত ও কোটামুক্ত পণ্যরপ্তানির সুবিধা প্রদান,  সেবামূলকখাতে স্বল্পোন্নত দেশসমূহের জন্য ওয়েভার প্রথা চালুকরণ,  স্বল্পোন্নত দেশের শিল্পজাত পণ্যের জন্য শুল্ককর্তন ব্যবস্থা রহিতকরণ, অগ্রাধিকারমূলকভাবে কটন ইস্যুর সমাধান, কৃষিবিষয়ক আলোচনার আওতায় খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ, অনানুপাতিকভাবে ক্ষতিগ্রস্ত দেশসমূহকে সুবিধাপ্রদান, কাস্টমস ইউনিয়নভুক্ত স্বল্পোন্নত দেশসমূহের শুল্কহ্রাস, স্বল্পোন্নত দেশসমূহ কর্তৃক অত্যাবশ্যকীয়  পণ্যের আমদানির ক্ষেত্রে বিধি নিষেধ রহিতকরণ এবং অশুল্ক বাধাসমূহ সমাধানের কৌশল নির্ধারণ। মন্ত্রী এলডিসিভুক্ত দেশসমূহের উল্লিখিত ইস্যুগুলোকে বিশেষ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানান।

 

        মন্ত্রী আজ ফ্রান্সের প্যারিসে বিগত বালি মিনিস্টেরিয়াল সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন এবং দোহা ডেভেলপমেন্ট এজেন্ডার অনিষ্পন্নবিষয়ে নেগোশিয়েশনের বিষয়গুলো নিয়ে ডব্লিউটিও’র সদস্যভুক্ত দেশসমূহের বাণিজ্যমন্ত্রীপর্যায়ের সভায় একথা বলেন। অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী এবং কেনিয়ার বাণিজ্যমন্ত্রী যৌথভাবে এ সভায় সভাপতিত্ব করেন। এ সময় জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি এম শামীম আহসান উপস্থিত ছিলেন।

 

        বাণিজ্যমন্ত্রী ফার্মাসিউটিক্যাল পণ্যের জন্য স্বল্পোন্নত দেশসমূহের অনুকূলে ঞজওচঝ এর কতিপয় শর্তাবলি রহিতকরণের সময়সীমা বর্ধিতকরণ ইস্যুর ওপর জোর দেন। তিনি ডিসেম্বরের আগেই ওয়ার্ক প্রোগ্রাম  চূড়ান্ত করার তাগিদ দেন।

 

        কনফারেন্সে যোগদানকারী অন্যান্য দেশের মধ্যে কানাডা, চীন, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, ইন্দোনেশিয়া, নরওয়ে, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে বাণিজ্যমন্ত্রী মতবিনিময় করেন।

 

        এছাড়া, মন্ত্রী ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়সভায় যোগদান করেন।      

#

 

বকসী/মিজান/নবী/আলম/রফিকুল/সেলিম/২০১৫/২১৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৬২৪

 

ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান

 বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে

 

ঢাকা, ২১ জ্যৈষ্ঠ (৪ জুন) :

 

          ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর উপলক্ষে তাঁর সম্মানে ৭ জুন  বেলা একটায় বঙ্গভবনের দরবারহলে আয়োজিত অনুষ্ঠান এবং একইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ভারতীয় হাইকমিশন আয়োজিত জনসাধারণের প্রশ্নোত্তর অনুষ্ঠান বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।

 

          অনুষ্ঠান দু’টি বাংলাদেশ  বেতার ঢাকা- ক ৬৯৩ কিলোহার্জে, ক্ষুদ্র তরঙ্গ ৪৭৫০ কিলোহার্জে, এফএম ১০৩.২ ও ১০৬.০  মেগাহার্জে বিটিসিএল লাইনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশ  বেতারের অন্যান্য আঞ্চলিক কেন্দ্রসমূহের মধ্যমতরঙ্গ  ও মধ্যমতরঙ্গ  সংশ্লিষ্ট এফএম ব্যান্ড ঢাকা থেকেও একযোগে রিলে করা হবে।

 

#

 

ইরফান/মিজান/নবী/আলম/সঞ্জীব/সেলিম/২০১৫/২০৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১৬২৩

সংসদ সদস্য  মেঃ জেঃ এ টি এম আবদুল ওয়াহহাব (অবঃ) এর শপথ অনুষ্ঠিত

ঢাকা, ২১ জ্যৈষ্ঠ (৪ জুন) :
জাতীয় সংসদের মাগুরা-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মেঃ জেঃ এ টি এম আবদুল ওয়াহহাব (অবঃ) এর শপথগ্রহণ অনুষ্ঠান আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদভবনে তাঁর কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের শপথবাক্য পাঠ করান।
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, হুইপ মাহবুব আরা গিনি, ইকবালুর রহিম ও শাহাব উদ্দিন শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 জাতীয় সংসদের সিনিয়র সচিব মোঃ আশরাফুল মকবুল শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
 সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
#


শিবলী/মিজান/নবী/আলম/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০১৫/২০৩০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                              নম্বর : ১৬২২

শ্রমিক-কর্মচারীরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি
                                                 -- নৌপরিবহণ মন্ত্রী  

ঢাকা, ২১ জ্যৈষ্ঠ (৪ জুন) :

     নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, শ্রমিক-কর্মচারীরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। নতুন পেস্কেলে চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীদের টাইমস্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তির বিষয়ে আলোচনা করা হবে বলে তিনি আশ্বাস দেন।

    মন্ত্রী আজ ঢাকায় গণপূর্ত ভবনে নবগঠিত সেগুনবাগিচাস্থ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির আঞ্চলিক কমিটির পরিচিতিসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।

সমিতির আঞ্চলিক কমিটির আহ্বায়ক মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহাম্মদ রতন, বাংলাদেশ গণপূর্ত অধিদফতর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ হানিফ ভূঁইয়া,  বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আব্দুল খালেক এবং বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ নিজামুল ইসলাম ভূঁইয়া মিলন বক্তব্য রাখেন।

নৌপরিবহণ মন্ত্রী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় অর্থনীতির চাকা সচল রাখা হবে। কোনোক্রমেই দেশে ধ্বংসাত্মক ও নাশকতামূলক কর্মকা- চালাতে দেয়া হবে না। যারা দেশকে পিছিয়ে দেয়ার লক্ষ্যে গণতান্ত্রিক আন্দোলনের নামে অপরাজনীতির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ২০২১ সালের আগেই বাংলাদেশকে একটি মধ্যমআয়ের দেশে পরিণত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

#
জাহাঙ্গীর/মিজান/আলম/সঞ্জীব/সেলিম/২০১৫/২০২০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                                                       নম্বর : ১৬২০
রমজান উপলক্ষে বাংলাদেশকে সৌদি সরকারের ২শ’ মেট্রিক টন খেজুর উপহার
ঢাকা, ২১ জ্যৈষ্ঠ (৪ জুন) :  
    পবিত্র রমজান উপলক্ষে সৌদি সরকার বাংলাদেশকে ২শ’ মেট্রিক টন খেজুর উপহার পাঠিয়েছে। আজ সৌদি দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স খালিদ সুলতান আল ওতবাইবি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মোঃ শাহ কামালের কাছে তাঁর কার্যালয়ে এ উপহার হস্তান্তর করেন। দূতাবাস ও মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
    এ সময়ে সৌদি চার্জ দ্য এফেয়ার্স বলেন, বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক সবসময়ই আন্তরিক। সকল সময়েই সৌদি সরকার ভাইয়ের মতো বাংলাদেশের পাশে থেকেছে। সৌদি সরকার সবসময়ই বাংলাদেশের মুসলিম জনগণের কল্যাণ কামনা করে। ত্রাণসচিব বাংলাদেশের পক্ষ থেকে সৌদি সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
    দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ইতোমধ্যে এ খেজুর গ্রহণ করেছে। রমজানের পূর্বেই তা মাঠ প্রশাসনের মাধ্যমে দুস্থ ও গরিবদের মাঝে বিতরণ করা হবে।
#
তথ্যবিবরণী                                                                                                                        নম্বর : ১৬২১

দুর্যোগ মোকাবিলায় ন্যাশনাল ইমারজেন্সি অপারেশন সেন্টার
নির্মাণে জাপানের সহযোগিতা কামনা
ঢাকা, ২১ জ্যৈষ্ঠ (৪ জুন) :  
    প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় শীর্ষপর্যায়ের কমান্ড ও অপারেশন পরিচালনার জন্য সরকার “ন্যাশনাল ইমারজেন্সি অপারেশন সেন্টার” করার পরিকল্পনা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় দুর্যোগ মোকাবিলা কাউন্সিলের বিগত সভায় এ পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় উল্লেখ করা হয়, জাতীয় পর্যায়ে ব্যাপক আকারের প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হলে শীর্ষপর্যায় থেকে একক কমান্ড ও অপারেশন পরিচালনার জন্য এ ধরণের সেন্টার বাংলাদেশের জন্য অত্যাবশ্যক হয়ে পড়েছে। এটি গঠন করা হলে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিকমানে উন্নীত হবে।
    প্রাকৃতিক দুর্যোগ বিশেষত: ভূমিকম্পে বাংলাদেশ জাপানের কাছে সহযোগিতার ধরণ ও ক্ষেত্র সম্পর্কে অবহিত হতে জাইকার একটি প্রতিনিধিদল আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মোঃ শাহ কামালের সাথে মন্ত্রণালয়ের সভাকক্ষে মতবিনিময় করেন। জাইকার স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সম্পর্ক বিষয়ক প্রতিনিধি কেনজি তানাকার নেতৃত্বে প্রতিনিধিদলে জাপানের কয়েকটি সহযোগী সংস্থার প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন।
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব এসময় জাপানের আদলে বাংলাদেশে “ন্যাশনাল ইমারজেন্সি অপারেশন সেন্টার” করার বিষয়ে জাপানের সহযোগিতা চান। এ ছাড়াও ভূমিকম্প মোকাবিলায় জাপানের অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণে সহযোগিতার জন্য জাপানের সহযোগিতা চাওয়া হয়।
    ভূমিকম্পে বাংলাদেশকে সহযোগিতার ধরণ ও ক্ষেত্র শনাক্ত করতে জাপান জরিপ করছে বলে জাইকা প্রতিনিধিদল সচিবকে অবহিত করেন। বিশেষত ভূমিকম্পে জরুরি সাড়াদানের জন্য অবকাঠামোগত এবং উদ্ধার ও অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ে সহযোগিতা করতে জাপান আগ্রহী বলে প্রতিনিধিদল সচিবকে অবহিত করেন। এছাড়াও ভূমিকম্প মোকাবিলায় সক্ষমতা অর্জনের জন্য প্রশিক্ষণে সহযোগিতা করতেও তাঁরা আগ্রহী বলে জানান।
    জাপানকে বাংলাদেশের প্রধান উন্নয়নসহযোগী উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব  ভূমিকম্প মোকাবিলায় জাপানকে বিশ্বে পথপ্রদর্শক বলে উল্লেখ করেন। এ দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ জাপানের সহযোগিতা আন্তরিকভাবে কামনা করে বলে তিনি জাইকা প্রতিনিধিদলকে অবহিত করেন।
#
ওমর ফারুক/মিজান/নবী/সঞ্জীব/রফিকুল/আব্বাস/২০১৫/১৯৪২ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ১৬১৯


সীমান্তচুক্তির সাফল্যের ধাপে দাঁড়িয়ে তিস্তাসহ অভিন্ন নদ-নদীর পানি সমাধান কাম্য
                                                                              -- তথ্যমন্ত্রী

ঢাকা, ২১ জ্যৈষ্ঠ (৪ জুন) :
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ভারত-বাংলাদেশের মধ্যে সীমান্তচুক্তির সাফল্যের ধাপে দাঁড়িয়ে এখন তিস্তাসহ অভিন্ন নদ-নদীর পানি সমাধান কাম্য। দু’দেশের অভিন্ন চ্যালেঞ্জ-সাম্প্রদায়িকতা ও দারিদ্র্যের বোমাকে নিষ্ক্রিয় করে আস্থার সোনার দরজা উন্মুক্ত করার চাবিকাঠি হিসেবে কাজ করবে পানি সমাধান বলে তিনি উল্লেখ করেন।
    আজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ আয়োজিত ‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের আকাক্সক্ষা এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক : অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’  শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।
    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র আগমনকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, একাত্তরের মহাযুদ্ধে ভারত-বাংলাদেশের মধ্যে রচিত রক্তের বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাবেন দু’দেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশে অনির্বাচিত সরকার ও বিএনপি সরকারের আমলে দু’দেশের সম্পর্কে যে ভাটা পড়েছিল, শেখ হাসিনার সরকার তা পুনরুদ্ধারে সমর্থ হয়েছে।
    মন্ত্রী বলেন, তথাকথিত ভারতবিরোধীদের উদ্দেশ্যে হাসানুল হক ইনু বলেন, পাকিস্তান বা অন্যদেশের নয়, বাংলাদেশের চোখ দিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ককে দেখতে হবে। রক্তক্ষয়ী মহাযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কভার্ড ভ্যানের ভেতর দিয়ে সে স্বাধীনতা পাচার হতে পারে না অথবা স্বাধীনতা কোনো কাঁচপাত্র নয়, যে সামান্য ঠোকাঠুকিতে তা ভেঙে যাবে।
    জঙ্গিবাদ ও সন্ত্রাসকে দু’দেশের মধ্যে অবিশ্বাসের বীজবপনকারী শত্রু বলে উল্লে¬খ করে এদের মোকাবিলায় শেখ হাসিনা-নরেন্দ্র মোদি’র বলিষ্ঠ উদ্যোগের ওপর ব্যাপক গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী।
    সমস্যা ঝুলে থাকলে উভয়দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে এবং চক্রান্তকারীরা ‘উত্তেজনার বেলুন’ ওড়াবে বলে সতর্কবাণী উচ্চারণ করে তিনি বলেন, প্রতিবেশীর সঙ্গে শত্রু-শত্রু খেলা নয়, আলোচনার মাধ্যমে এক এক করে সমস্যার সমাধান করতে হবে। বড়-ছোট নয়, সমস্যার সমাধান হবে সম্মান, সমমর্যাদা ও সমতার ভিত্তিতে এবং ঝুলেথাকা সমস্যা সমাধানে হাত দিলে চক্রান্তকারীরা নিষ্ক্রিয় হবে।
    মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সভাপতি এডভোকেট হাবিবুর রহমান শওকতের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে মঈনুদ্দিন খাঁন বাদল এমপি, শিরিন আকতার এমপি, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, জাতীয় যুব জোট সভাপতি রোকনুজ্জামান রোকন, নৌ কমান্ডো বাহিনীর চেয়ারম্যান মোঃ শাহজাহান কবীর বীরপ্রতীক এবং মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন বীরবিক্রম বক্তব্য রাখেন।
#


আকরাম/মিজান/নবী/আলম/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৯০০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৬১৮

আর্মি ক্লাব বলবয়েজ টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঢাকা, ২১ জ্যৈষ্ঠ (৪ জুন) :  
বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশনের উদ্যোগে আর্মি স্কোয়াশ কোর্ট-এ ‘আর্মি ক্লাব বলবয়েজ টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হয়। ফেডারেশনের উদ্যোগে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে বাছাইকৃত ১০(দশ) জন খেলোয়াড়কে নিয়ে চূড়ান্ত পর্বের আয়োজন করা হয়।
  অনুর্ধ্ব-১১ গ্রুপে রুবেল হোসেন চ্যাম্পিয়ন ও শরিফুল ইসলাম রানার্স আপ এবং অনুর্ধ্ব-১৩ গ্রুপে এমদাদুল ইসলাম ও সঞ্জয় পাল যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়।
বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ফারুক খান, এমপি উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে ফেডারেশনের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হামিদ (সোহেল), কমোডর এ ডাব্লিউ চৌধুরী বীর উত্তম, মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী (উপসচিব), হেদায়েত উল্লাহ তুর্কি প্রমুখ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
#

শফিকুল/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৬১৭


বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন

ঢাকা, ২১ জ্যৈষ্ঠ (৪ জুন) :
    অনিবার্য কারণবশত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণির (সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাশ সরকার, অফিস সহায়ক) শুন্য পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা আগামী  ১২ জুন ২০১৫ শুক্রবার সকাল ১০.৩০ এর পরিবর্তে দুপুর ২.৩০ টায় ঢাকার ধানমন্ডিস্থ বিসিএসআইআর (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।        
#

এনায়েত/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৪৪০ ঘণ্টা
 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৬১৬
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
 
ঢাকা, ২১ জ্যৈষ্ঠ (৪ জুন) :

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

    “জাতিসংঘের অন্যান্য সদস্য দেশের ন্যায় বাংলাদেশেও ৫ জুন ২০১৫ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত।

    পৃথিবীতে এখন সাত শ’ কোটি মানুষের বাস। সীমিত সম্পদ ব্যবহার করেই পৃথিবীবাসী তাদের প্রয়োজনে কৃষি ও শিল্পের উন্নয়ন করে যাচ্ছে। নতুন নতুন প্রযুক্তি ও কলাকৌশল উদ্ভাবন করছে। জনসংখ্যার আধিক্য, প্রকৃতি ও প্রযুক্তির সংঘাতে ঝুঁকিসংকুল হয়ে উঠছে পরিবেশ ও প্রতিবেশ। মানুষের অপরিণামদর্শী ক্রিয়াকলাপের ফলে বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক উষ্ণতা, পৃথিবীর জলভাগের উচ্চতা, বদলে যাচ্ছে জলবায়ুর গতিপ্রকৃতি। ব্যাহত হচ্ছে টেকসই উন্নয়নের অভিলক্ষ্য। তাই বিশ্ব পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য 'ঝবাবহ ইরষষরড়হ উৎবধসং : ঙহব চষধহবঃ, ঈড়হংঁসব রিঃয ঈধৎব.' অর্থাৎ ‘শত কোটিজনের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করি না নিঃস্ব’ যা অত্যন্ত সময়োপযোগী হয়েছে।

    বাংলাদেশ উন্নয়নের এক অনন্য পরিক্রমা অনুসরণ করছে। রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা নতুন প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে পরিবেশ অনুকূল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছি। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে সুষম উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আমরা 'ইধহমষধফবংয ঈষরসধঃব ঈযধহমব জবংরষরবহপব ঋঁহফ' গঠন করেছি। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের বিপন্নতার কথা তুলে ধরেছি। নৈসর্গিক পরিবর্তন রোধ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে আমরা জাতিসংঘসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার সাথে একযোগে কাজ করে যাচ্ছি।

    আমি আশা করি, বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বৃদ্ধি পাবে। সরকারের পাশাপাশি আমি প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বিশ্বসম্প্রদায়সহ সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাই।

    আমি বিশ্ব পরিবেশ দিবস ২০১৫ উদ্যাপন উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।

                    জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
                           বাংলাদেশ চিরজীবী  হোক।”
#
নুরএলাহি/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/লাভলী/২০১৫/১১০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৬১৫
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী  
ঢাকা, ২১ জ্যৈষ্ঠ (৪ জুন) :

    রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :  
    “আমি জেনে অত্যন্ত আনন্দিত যে, পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব পরিবেশ দিবস ২০১৫’ পালিত হচ্ছে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি কর্তৃক নির্ধারিত এ বছরের পরিবেশ দিবসের প্রতিপাদ্য: ‘ঝবাবহ ইরষষরড়হ উৎবধসং: ঙহব চষধহবঃ. ঈড়হংঁসব রিঃয ঈধৎব,’ এ প্রতিপাদ্যের ভাবার্থ: ‘শত কোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করি না নিঃস্ব।’ অগণিত মানুষের অনেক স্বপ্ন পূরণের জন্য রয়েছে একটি মাত্র পৃথিবী। তাই এ পৃথিবীকে লালন করতে হবে অনেক যতেœ। নির্বিচারে প্রকৃতির ভা-ার নিঃশেষ করে ফেলা যাবে না।
    প্রাকৃতিক সম্পদ ও সহনক্ষমতার সীমাবদ্ধতার প্রেক্ষাপটে পৃথিবীতে বসবাসরত সাত শত কোটি জনের অন্ন, বস্ত্র ও বাসস্থানের চাহিদা পূরণ এবং বহুমাত্রিক উন্নয়ন আকাক্সক্ষার রূপায়ন পৃথিবীর অস্তিত্বের জন্য এক কঠিন চ্যালেঞ্জস্বরূপ। পৃথিবীর প্রতিবেশ ব্যবস্থা এখন সংকটের মুখোমুখি। প্রকৃতির উপর কৃত্রিম উপকরণ ও অনুপযোগী প্রযুক্তির অত্যধিক প্রয়োগ, বিজ্ঞানের অপব্যবহার, অপরিণামদর্শী উন্নয়ন কর্মকা- এবং যথেচ্ছ প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে পৃথিবী ক্রমশ নিঃস্ব হয়ে পড়ছে। এখন সময় এসেছে লাগাম টেনে ধরার।
    পরিবেশবান্ধব উন্নয়নে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর। সরকার প্রাকৃতিক সম্পদের ব্যবহার হ্রাস, পুনঃব্যবহার ও পুনঃচক্রায়ণের জন্য অগ্রসর কর্মকৌশল অনুসরণ করছে। সরকারের সকল কর্মপ্রয়াসে সাশ্রয়ের নীতি প্রতিফলিত হচ্ছে। সম্পদের ভোগ ও উপভোগ যাতে পৃথিবীর প্রাণশক্তিকে ক্ষতিগ্রস্ত না করে এবং প্রকৃতিকে বিরূপ করে না তুলে সে জন্য পৃথিবীর সচেতন জনগোষ্ঠী ও সরকারসমূহ যে যূথবদ্ধ প্রয়াস গ্রহণ করেছে বাংলাদেশ সে উদ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করেছে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ হিসাবে এ পরিবর্তনের অভিঘাত পরিহার, অভিযোজন ও প্রশমনের জন্য বাংলাদেশ পালন করেছে অগ্রণী ভূমিকা।
    পরিবেশবান্ধব উন্নয়নের অগ্রযাত্রায় দেশের সাধারণ মানুষের সম্পৃক্ততা অপরিহার্য। এজন্য জনমানুষের মধ্যে সচেতনতা বোধ যেমন জাগিয়ে তুলতে হবে, তেমনি আইনের পরিপালনও নিশ্চিত করতে হবে।
    পরিবেশ ও প্রতিবেশ রক্ষার অসামান্য প্রচেষ্টায় যাঁরা সমবেত, আমি তাঁদের সানন্দ অভিনন্দন  জানাই। আমি ‘বিশ্ব পরিবেশ দিবস ২০১৫’ এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/লাভলী/২০১৫/১১০০ ঘণ্টা   
         

Todays handout (6).doc Todays handout (6).doc