Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জুলাই ২০১৬

তথ্যবিবরণী 29 July 2016

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৩৮৮

প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন
                                                     --  আইনমন্ত্রী

ঢাকা, ১৪ই শ্রাবণ (২৯শে জুলাই):

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাই যিনি যে অবস'ায় আছেন তাকে সেই অবস'ান থেকে ঐ চেষ্টায় শরিক হওয়ার আহ্বান জানান তিনি।  

    মন্ত্রী আজ ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে সাংবাদিকদের এ কথা জানান। এ সময় জঙ্গিদের বিচারে বিচার বিভাগকে প্রসিকিউশন ঠিকমত সহায়তা না করলে আইন মন্ত্রণালয়ের সংশিস্নষ্ট সেলে তা জানাতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়ার কথা বলেন আইনমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর ১৯ দফা নির্দেশনা বাসত্মবায়নে জেলা প্রশাসকদের সজাগ থাকতেও বলেন তিনি।

    এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অ্যাটর্নি সার্ভিস বা ক্যারিয়ার সার্ভিস করার পরিকল্পনা সরকারের রয়েছে। তবে একবারে এই সার্ভিস গঠন করা সম্ভব হবে না। এটা পর্যায়ক্রমে করতে হবে। অনত্মত ৩০ শতাংশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ক্যারিয়ার প্রসিকিউশন সার্ভিস করার চিনত্মাভাবনা সরকারের রয়েছে। সেটির সাফল্য ও ত্রম্নটি-বিচ্যুতি দেখে পরবর্তী সময়ে অগ্রসর হতে হবে।

    জেলা প্রশাসক সম্মেলনের মধ্য দিয়ে কিছু সমস্যা ও কিছু সমন্বয়ের বিষয় উঠে এসেছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, যেগুলো তাৎক্ষণিক সমাধান করা যায় সেগুলো তাৎক্ষণিক করি। অন্যগুলো গ্রহণ করে তা সমাধানের উদ্যোগ নেই।

    আদালতে রিট থাকায় ভ্রাম্যমাণ আদালত আইন সংশোধন নিয়ে কোনো মনত্মব্য করেননি মন্ত্রী।

    মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে এ কার্য অধিবেশনে ধর্মমন্ত্রী অধ্যড়্গ মতিউর রহমান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরম্নজ্জামান আহমেদ সহ সংশিস্নষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ উপসি'ত ছিলেন।

#

রেজাউল/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা  


তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৩৮৭

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরম্নদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর 

ঈশ্বরদী, ১৪ই শ্রাবণ (২৯শে জুলাই):

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ, সন্ত্রাস, অস্ত্রবাজ, চাঁদাবাজ এবং এদের মদত ও ইন্ধনদাতা অপশক্তির বিরম্নদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, এদেশের মাটি থেকে এদের উৎখাত করা হবে। 

    মন্ত্রী আজ ঈশ্বরদীর মুলাডুলিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক পথসভায় সমবেত জনতার উদ্দেশে এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী জঙ্গি সন্ত্রাসীদের এদেশে ঠাঁই হবে না। জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার এদেশে হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে হচ্ছে এবং হবে। পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও সরকারি যে সকল বাহিনী জঙ্গিদের উচ্ছেদে অংশ নিয়েছেন, জঙ্গি উচ্ছেদ করতে গিয়ে যারা নিহত হয়েছেন মন্ত্রী তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করেন এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি তিনি সমবেদনা জানান এবং দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের বীরত্বের জন্য ধন্যবাদ জানান। 

মন্ত্রী জঙ্গি ও সন্ত্রাসী কাজে না জড়ানোর জন্য মেধাবী ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন। জঙ্গি ও সন্ত্রাস বিরোধী ঐক্য গড়ে তোলার আহ্বানে ঈশ্বরদীর বিভিন্ন স'ান থেকে আসা হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আজ ঈশ্বরদীতে গণজাগরণের সৃষ্টি হয়েছে। 

#

রেজুয়ান/মাহমুদ/নবী/মোশারফ/সেলিম/২০১৬/১৮৪৫ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৩৮৬

গ্রাহক সেবা কাঙিড়্গত পর্যায়ে আনতে বিপিও কার্যকর অবদান রাখবে
                                                     -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ১৪ই শ্রাবণ (২৯শে জুলাই):

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ বলেছেন, গ্রাহক সেবা কাঙিড়্গত পর্যায়ে আনতে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) কার্যকর অবদান রাখবে। বিপিও সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারী উভয়ের মধ্যে উইন-উইন (ডরহ-ডরহ) পরিসি'তি সৃষ্টি করবে। এতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হ্রাস পাবে।

    প্রতিমন্ত্রী আজ ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে বিপিও সামিট-২০১৬ উপলড়্গে আয়োজিত ‘ওহভৎধংঃৎঁপঃঁৎব ধহফ ঊফঁপধঃরড়হধষ জবধফরহবংং ভড়ৎ ইচঙ রহ ইধহমষধফবংয’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

    তিনি বলেন, সরকার কাগজবিহীন অফিস করার উদ্যোগ নিয়েছে। ফলে বিপিও কার্যক্রমের কলেবর বৃদ্ধি পাবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ঊহঃবৎঢ়ৎরংব জবংড়ঁৎপব চষধহহরহম (ইআরপি), ঝঁঢ়বৎারংড়ৎু ঈড়হঃৎড়ষ অহফ উধঃধ অপয়ঁরংরঃরড়হ  (স্কাডা), গ্রাহক সেবা কেন্দ্র ইত্যাদি ড়্গেত্রে বিপিও’র প্রসার ঘটতে পারে। 

    সেমিনারে মূলপ্রবন্ধ উপস'াপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. রোকনোজ্জামান। 

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব পার্থ প্রতিম দেব, হাইটেক পার্কের মহাপরিচালক হোসনে আরা বেগম, সামিট কমিউনিকেশনের পরিচালক ফাদিয়া খান ও ভারতের আভায়া (অঠঅণঅ ওহপ.) নির্বাহী প্রধান যাদভিন্দার সিং (ণধফারহফবৎ ঝরহময ) বক্তব্য রাখেন।

#

আসলাম/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ২৩৮৫

জেলা প্রশাসকদের উদ্দেশে তথ্যমন্ত্রী
জঙ্গিদমন, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার তিনযুদ্ধে সংবিধানের পক্ষে দৃঢ় থাকুন


ঢাকা, ১৪ই শ্রাবণ (২৯শে জুলাই):
    জঙ্গিদমন, টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার তিনযুদ্ধে জয়ী হতে সংবিধানের পক্ষে দৃঢ় ভূমিকা পালনের জন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সেই সাথে জঙ্গিদমন যুদ্ধের একটি দর্শনগত রূপরেখাও দেন তিনি।
    আজ ঢাকায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে তাদের উদ্দেশে দেয়া বক্তব্যে মন্ত্রী বলেন, দেশ তিন যুদ্ধের ভেতর দিয়ে যাচ্ছে। জঙ্গিদমন, টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার এ যুদ্ধে নিরপেক্ষতার কোনো জায়গা নেই। রাষ্ট্র ও জাতির ওপর জঙ্গিদের চাপিয়ে দেয়া যুদ্ধে জয়ী হতে জাতীয় চার মূলনীতি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাসহ সংবিধান নির্দেশিত পথে জেলা প্রশাসকদের দৃঢ় ভূমিকা পালন করতে হবে।
    বিগত বছরের ‘আগুনযুদ্ধ’ সাহসিকতার সাথে মোকাবিলার জন্য জেলা প্রশাসকদের ধন্যবাদ জানিয়ে এ সময় তাদের সামনে জঙ্গিদমন যুদ্ধের দর্শনগত ধারণা তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘অন্যায়ভাবে জঙ্গিরা যে যুদ্ধ দেশ ও জনগণের ওপর চাপিয়ে দিয়েছে তার এক পক্ষে রয়েছে জনগণ ও সরকার এবং আরেক পক্ষে রয়েছে জঙ্গি ও তাদের দোসররা। পুরো জাতি এ যুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে, শুধু জঙ্গি ও যুদ্ধাপরাধী-রাজাকারদের দোসরদের নাম সে ঐক্যের খাতা থেকে কাটা গেছে। কারণ, জঙ্গিদমন ও জঙ্গি পুনঃউৎপাদন বন্ধে জঙ্গি আর তাদের দোসর উভয়কেই নির্মূল করতে হবে। এ ক্ষেত্রে রাষ্ট্র ও জনগণের প্রতি জেলা প্রশাসনের সাংবিধানিক বাধ্যবাধকতা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র থেকে জঙ্গিবাদ নির্মূল করা হচ্ছে উন্নয়নকে টেকসই করা ও সমাজে সুশাসন ও শান্তি প্রতিষ্ঠার পূর্বশর্ত। এ সময় ‘শেখ হাসিনার দশ উদ্যোগ’ অধ্যয়ন ও বাস্তবায়ন, কেব্ল টিভি সংযোগে চ্যানেল ক্রমিকে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড এবং সংসদ বিটিভি প্রথমে রাখা নিশ্চিত করা, জঙ্গি নিয়ে তাদের দোসরদের বিভ্রান্তিমূলক বক্তব্যের বিষয়ে সতর্কতা অবলম্বন এবং দেশব্যাপী নিñিদ্র নিরাপত্তা জাল বেষ্টনের জন্যও জেলা প্রশাসকদের দিকনির্দেশনা দেন তিনি।
    জেলা প্রশাসক সম্মেলনের আজকের সকালের অধিবেশনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সঞ্চালনায় তথ্যমন্ত্রীর পাশাপাশি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, তথ্যসচিব মরতুজা আহমদ, যুব ও ক্রীড়া সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, সংস্কৃতি সচিব আক্তারী মমতাজও নিজ নিজ দপ্তরের বিষয়ে জেলা প্রশাসকদের সাথে মতবিনিময় করেন।
#
আকরাম/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৬/১৭০৭ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৩৮৪

জাতীয় সংসদের চিফ হুইপ অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন

ঢাকা, ১৪ই শ্রাবণ (২৯শে জুলাই):

    জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে দেখতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া আজ সকালে ইউনাইটেড হাসপাতালে যান। তিনি অসুস্থের পাশে কিছু সময় কাটান এবং কর্তব্যরত চিকিৎসকের কাছে চিফ হুইপের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি  চিফ হুইপের সাথেও কিছুক্ষণ কথা বলে তার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চান। আগের থেকে অনেকটা সুস্থ আছেন বলে জানান চিফ হুইপ। এসময় তিনি দেশবাসীর কাছে দোয়া চান।

    গতকাল দুপুরে জাতীয় সংসদের নিজ অফিসে হঠাৎ শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করলে তাকে জাতীয় হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে  ইউনাইটে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিফ হুইপের শারীরিক অবস্থার অনেকটা  উন্নতি হয়েছে বলে ডেপুটি স্পিকারকে জানান কর্তব্যরত চিকিৎসক। ডেপুটি স্পিকার চিফ হুইপের আশু আরোগ্য কামনা করেন।

    এছাড়াও গতকাল জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, জাতীয় সংসদের হুইপগণ হাসপাতালে চিফ হুইপকে দেখতে যান। তাঁরা চিফ হুইপের আশু আরোগ্য কামনা করেন।           

#
স¦পন/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৬/১৬৫০ ঘণ্টা
                
 

Todays handout (3).doc Todays handout (3).doc