Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ নভেম্বর ২০১৭

তথ্যবিবরণী 13.11.2017

তথ্যবিবরণী                                                                    নম্বর : ৩০৬২
মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত
 
উখিয়া (কক্সবাজার), ২৯ কার্তিক (১৩ নভেম্বর) : 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে। 
      উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ১৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৩৪ ট্রাকের মাধ্যমে ৯০ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৯ হাজার ২৫ প্যাকেট শুকনো খাবার, ১ হাজার ৫ শত ৫২ প্যাকেট শিশু খাদ্য, ৮ হাজার ২ শত ৮০ পিস পোশাক, ৬ হাজার ২ শত  পিস গৃহস্থালি সামগ্রী। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  
জেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত কক্সবাজার ৪টি খাদ্য গুদামে প্রাপ্তি ও প্রদানের পর ৯৭৭ মেট্রিক টন চাল, ৭৯ মেট্রিক টন ডাল, ৯৬ হাজার ৬ শত ২৯ লিটার তেল, ৬১ মেট্রিক টন লবণ, ৮৩ মেট্রিক টন চিনি, ৮ হাজার ২ শত ৮ কেজি আটা, ৮০ হাজার ৬ শত ৭০ কেজি গুঁড়ো দুধ, ২৫ কেজি মুড়ি, ১৬ হাজার ১ শত পিস ও ৪৮৯ বান্ডেল কম্বল, ৫১১ টি তাঁবু ও ত্রিপল মজুত রয়েছে।
জেলা প্রশাসক, কক্সবাজার এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকতা কর্তৃক যৌথভাবে পরিচালিত “অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তা” নামক সোনালী ব্যাংক কক্সবাজার শাখার চলতি হিসাব নং- ৩৩০২৪৬২৫ এ আজ পর্যন্ত ৩ কোটি ৫৩ লাখ ২০ হাজার ৭৬ টাকা জমা রয়েছে।
#
সাইফুল/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/১৯৪৭ ঘণ্টা
 
 
 
 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩০৬১
মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে
 
উখিয়া (কক্সবাজার), ২৯ কার্তিক (১৩ নভেম্বর) : 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।
 
আজ কুতুপালং-১ ক্যাম্পে ১ হাজার ১৬ জন পুরুষ, ১ হাজার ১ শত ৯৫ জন নারী মিলে ২ হাজার ২ শত ১১ জন, কুতুপালং-২ ক্যাম্পে ১ হাজার ৩ শত ১৪ জন পুরুষ, ১ হাজার ৪ শত ৪২ জন নারী মিলে ২ হাজার ৭ শত ৫৬ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৪ শত ৯৫ জন পুরুষ, ৬ শত ৮৪ জন নারী মিলে ১ হাজার ১ শত ৭৯ জন, থাইংখালী -১ ক্যাম্পে ৯ শত ৪৬ জন পুরুষ, ১ হাজার ১ শত ৬৭ জন নারী মিলে ২ হাজার ১ শত ১৩ জন, থাইংখালী -২ ক্যাম্পে ৬ শত ৮২ জন পুরুষ, ৬ শত ৬৭ জন নারী মিলে ১ হাজার ৩ শত ৪৯ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ৪ শত ৪২ জন পুরুষ, ১ হাজার ৪ শত ৩৯ জন নারী মিলে ২ হাজার ৮ শত ৮১ জন, শামলাপুর ক্যাম্পে ৫ শত ৪৪ জন পুরুষ, ৮ শত ৯১ জন নারী মিলে ১ হাজার ৪ শত ৩৫ জন এবং পুরোদিনে ৭টি কেন্দ্রে মোট ১৩ হাজার ৯ শত ২৪ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৫ লাখ ১২ হাজার ৫৮ জনের নিবন্ধন করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। 
উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক 
২৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকের সংখ্যা ৬ লাখ ২৭ হাজার
৫ শত জন। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে।
#
সাইফুল/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/১৯৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩০৬০ 
রাষ্ট্রপতির সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ
 
ঢাকা, ২৯ কার্তিক (১৩ নভেম্বর) :
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের নেতৃত্বে 
৮ সদস্যের একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করে।
 
সাক্ষাৎকালে উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। উপাচার্য জানান, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন প্রায় আট হাজার রোগীকে চিকিৎসা দেয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাক্ষেত্রে গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন। উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তনে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। 
 
রাষ্ট্রপতি বলেন, চিকিৎসকদের সামাজিক দায়িত্ব অত্যাধিক। চিকিৎসাক্ষেত্রে আধুনিকায়ন দ্রুতগতিতে হচ্ছে, তাই চিকিৎসকদের সর্বশেষ প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখতে হবে। রাষ্ট্রপতি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় দেশের একটি বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান। তিনি উন্নত চিকিৎসার পাশাপাশি গবেষণা কার্যক্রমে গুরুত্ব দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ দেন। তিনি বিভিন্ন রোগ ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উদ্যোগী হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। 
#
ইমরানুল/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৮৫১ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩০৫৯ 
১০ জানুয়ারি থেকে মেডিকেল ও ডেন্টাল কলেজের নতুন শিক্ষাবর্ষ 

ঢাকা, ২৯ কার্তিক (১৩ নভেম্বর) :
আগামী ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন থেকে এবারও শুরু হবে দেশের সব মেডিকেল ও ডেন্টাল কলেজের নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম। 
আজ সচিবালয়ে এমবিবিএস এবং বিডিএস ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত এক সভায় সভাপতিত্বকালে স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এই ঘোষণা দেন। 
স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে বিগত কয়েক বছর যাবৎ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে উপলক্ষ্য করেই এমবিবিএস ও বিডিএস শিক্ষাবর্ষের ক্লাস শুরু হচ্ছে।
সভায় এবারের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ওভারসাইট কমিটিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এমবিবিএস বা বিডিএস ভর্তি পরীক্ষাকে দেশের যে কোনো ভর্তি বা নিয়োগ পরীক্ষার জন্য উদাহরণ হিসেবে দেখানো হয়। এই পরীক্ষার সাথে সংশ্লিষ্টরা প্রমাণ করেছেন সর্বোচ্চ সতকর্তা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে একটি পাবলিক পরীক্ষা নিখুঁতভাবে সম্পন্ন করা যায়। তিনি বলেন, মেডিকেল শিক্ষার মানকে ঊর্ধ্বে তুলে ধরতে সরকার সব সময় কঠোর অবস্থানে আছে। এজন্য ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ সতর্কতার পাশাপাশি মেডিকেল কলেজ পরিচালনার ক্ষেত্রেও মান বজায় রাখতে সরকার সচেষ্ট রয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব ফয়েজ আহম্মেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, চট্টগ্রাম মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
পরে মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে উন্নয়ন কার্যক্রম যথাসময়ে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী। 
#

পরীক্ষিৎ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩০৫৮ 
বাণিজ্যমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ২৯ কার্তিক (১৩ নভেম্বর) :
বাংলাদেশে সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনার ডেরেক লোহ (উবৎবশ খঙঐ) আজ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সাথে তাঁর সচিবালয়স্থ দপ্তরে সাক্ষাৎ করেন। 
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে বাণিজ্যমন্ত্রী আহ্বান জানান। তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চলে শতভাগ বিদেশি অর্থ বিনিয়োগ বাংলাদেশ সরকার অনুমোদন করে। হাইকমিশনার বিনিয়োগকারীদের ডাবল ট্যাক্সের বিষয়টি নবায়ন করার আহ্বান জানান। মন্ত্রী বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন। 
মন্ত্রী জানান, বাংলাদেশ সিঙ্গাপুর থেকে ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে, বিপরীতে ৩২৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে থাকে। তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বিদ্যমান ৬ শতাংশ শুল্ক শূন্যে নামিয়ে আনতে হাইকমিশনারের প্রতি আহ্বান জানান।
#

জাহাঙ্গীর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৫০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩০৫৭ 
বিশ্ব ডায়াবেটিস দিবসে রাষ্ট্রপতির বাণী  
ঢাকা, ২৯ কার্তিক (১৩ নভেম্বর ) :   
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। বাঙালি জাতির জন্য দিনটি বিশেষভাবে গর্বের এ কারণে যে বাংলাদেশের উদ্যোগের ফলেই দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে।
আমি জানতে পেরেছি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ডায়াবেটিস রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশ্বজুড়েই ডায়াবেটিস এক নীরব মহামারি। এটি রোধ করা না গেলে এ রোগ আমাদের মতো উন্নয়নশীল দেশের টেকসই উন্নয়নের পথে বড় অন্তরায় হয়ে উঠতে পারে। বর্তমানে প্রযুক্তির উন্নয়ন ও নগর সভ্যতার বিস্তৃতি ঘটায় মানুষের জীবনযাপন ও খাদ্যাভ্যাসের ব্যাপক পরিবর্তন এসেছে।  কায়িক শ্রমের প্রয়োজন হ্রাস পেয়েছে, খেলাধুলা বিনোদনের স্থান সঙ্কুচিত হয়েছে, ফাস্টফুডের নামে অস্বাস্থ্যকর খাবারের প্রচলন বেড়েছে। এর ফলে দেখা দিচ্ছে ডায়াবেটিসসহ নানা জটিল রোগ। এ অবস্থায় ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা  জরুরি বলে আমি মনে করি।
বিশেষজ্ঞদের মতে, পরিবর্তিত জীবনযাপনের পাশাপাশি অপরিকল্পিত গর্ভধারণ ডায়াবেটিস বৃদ্ধির অন্যতম কারণ। বিশেষ করে গর্ভাবস্থায় ডায়াবেটিস আক্রান্ত নারীর অর্ধেকেরও বেশি পরবর্তিতে ডায়াবেটিসে আক্রান্ত হন। অপরিকল্পিত গর্ভধারণ মা ও শিশুর জন্য যেমন ঝুঁকিপূর্ণ তেমনি গর্ভাবস্থায় মায়ের ডায়াবেটিস শিশুর পরবর্তী জীবনে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। এ প্রেক্ষিতে বিশ্ব ডায়াবেটিস দিবসে এবারের প্রতিপাদ্য ‘সকল গর্ভধারণ হোক পরিকল্পিত’ যথার্থ হয়েছে বলে আমি মনে করি। আমি ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির জন্য বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি দেশের গণমাধ্যমসহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
আমি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০১৭’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/তৌহিদ/শহিদ/জসীম/রফিকুল/শামীম /২০১৭/১৫১৫ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩০৫৬
স্পেনের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ২৯ কার্তিক (১৩ নভেম্বর ) :  
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য ঝসধৎঃ ঈরঃু ঊীঢ়ড় ধহফ ডড়ৎষফ ঈড়হমৎবংং ২০১৭-এ যোগদানের উদ্দেশে গতরাতে ঢাকা ত্যাগ করেছেন।
আগামী ১৪-১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য এই মেলায় আধুনিক, বসবাস উপযোগী, স্বাস্থ্যকর ও টেকসই নগরীর বিভিন্ন মডেল উপস্থাপিত হবে। প্রতিবছরের ন্যায় এবছরও টেকসই নগর পরিকল্পনার বিভিন্ন চ্যালেঞ্জ ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে এ মেলায় আলোচনা করা হবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক।
#
জাকির/তৌহিদ/শহিদ/রফিকুল/জসীম/শামীম /২০১৭/১৪৩১ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩০৫৫
ডি-৮ শিল্পবিষয়ক সম্মেলনে যোগ দিতে নাইজেরিয়া গেলেন শিল্পমন্ত্রী
ঢাকা, ২৯ কার্তিক (১৩ নভেম্বর ) :  
নাইজেরিয়ার রাজধানী আবুজায় ১৪ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ডি-৮ শিল্পবিষয়ক মন্ত্রীপর্যায়ের ৬ষ্ঠ সম্মেলন’। এতে অংশ নিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আজ নাইজেরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সম্মেলনে তিনি চার সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। 
সম্মেলনে ডি-৮ সদস্যভুক্ত দেশের শিল্পমন্ত্রীরা অংশ নেবেন। এছাড়া ১৪টি খাতভিত্তিক সিনিয়র অফিসিয়ালস্ (ঝবহরড়ৎ ঙভভরপরধষং ্ ঞধংশভড়ৎপব গববঃরহম) ও টাস্কফোর্স সভা অনুষ্ঠিত হবে। এসব সভায় সদস্যভুক্ত দেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বেসরকারি শিল্প ও বাণিজ্য সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশ নেবেন। 
এবারের সম্মেলনে শিল্পমন্ত্রী ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করবেন। তিনি সংস্থাভুক্ত দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে সংস্থার ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম শক্তিশালী করার তাগিদ দেবেন। সংস্থার সচিবালয় সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে তিনি সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরবেন। সম্মেলনে তিনি মিয়ানমারে জাতিগত নিধন বন্ধ এবং দ্রুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিজ দেশে শান্তিপূর্ণ ও নিরাপদ প্রত্যাবর্তনের বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতা ও সমর্থন চাইবেন। 
#
শামসুল/তৌহিদ/শহিদ/রেজ্জাকুল/শামীম /২০১৭/১৪১৭ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩০৫৪ 
বিশ্ব ডায়াবেটিস দিবসে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ২৯ কার্তিক (১৩ নভেম্বর ) :      
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান 
করেছেন :
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সকল গর্ভধারণ হোক পরিকল্পিত’ সময়োচিত হয়েছে বলে আমি মনে করি।
আওয়ামী লীগ সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ন করে বাস্তবায়ন করছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দরিদ্র মানুষকে বিনামূল্যে ৩০ পদের ঔষধ দেওয়া হচ্ছে। সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। বাংলাদেশেই এখন আধুনিক মানের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। সারাদেশে সকল হাসপাতালে শয্যাসংখ্যা বৃদ্ধির পাশাপাশি নতুন নতুন মেডিক্যাল কলেজ, নার্সিং কলেজ ও নার্সিং ইনস্টিটিউট, মেডিক্যাল এসিস্ট্যান্ট ট্রেনিংস্কুল এবং হেলথ টেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা ডায়াবেটিসসহ অন্যান্য রোগ প্রতিরোধে নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছি। 
সারদেশে গর্ভকালীন নারীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও স্বল্পমূল্যে সেবা দিতে ডায়াবেটিক সমিতির সেবাকেন্দ্রগুলো কাজ করছে। এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগের জন্য বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সকলকে আমি সাধুবাদ জানাই। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাই।
আমি বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরুল/তৌহিদ/শহিদ/জসীম/রফিকুল/শামীম /২০১৭/১০৫৫ ঘণ্টা 
 
Todays handout (5).docx Todays handout (5).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon