Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জানুয়ারি ২০১৮

তথ্যবিবরণী 20.01.2018

তথ্যবিবরণী                                                                            নম্বর : ২৩৬  
 
মঞ্চনাটকের সুযোগসুবিধা অনেক বেড়েছে 
-- আসাদুজ্জামান নূর
 
ঢাকা, ৭ মাঘ (২০ জানুয়ারি) : 
 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, মঞ্চনাটকের সুযোগসুবিধা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। আগে শুধু মহিলা সমিতির ছোট একটি হলে নাটক মঞ্চায়িত হতো এবং আলোক প্রক্ষেপণের সুবিধাও ছিল সেকেলে। বর্তমানে শুধু শিল্পকলা একাডেমিতেই নাটক মঞ্চায়নের ৩টি হল রয়েছে। বর্তমানে মহিলা সমিতি মিলনায়তনের ভাড়া প্রায় ১২ হাজার টাকা, যার মধ্যে ৫ হাজার টাকা ভাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিশোধের ব্যবস্থা রয়েছে। 
 
মন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে পদাতিক নাট্যদলের ৪০ বছরপূর্তি উদ্যাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও কচি স্মৃতি সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পদাতিকের সাবেক সাধারণ সম্পাদক বিচারপতি এবাদুল হক, আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সহসভাপতি অধ্যাপক আবদুস সেলিম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিম-লীর সদস্য ঝুনা চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ এবং বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস।
 
মন্ত্রী বলেন, ঢাকার উত্তরায় সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য জমি চিহ্নিতকরণপূর্বক নকশা প্রণয়নের কাজ শেষ হয়েছে। একইভাবে ঢাকার মিরপুরেও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে। সারাদেশের প্রতিটি জেলায় শিল্পকলা একাডেমির নির্মাণ কাজ প্রায় শেষ করে ফেলেছি। পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় মুক্তমঞ্চ, মিলনায়তন ও গ্রন্থাগার নির্মাণে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক ও বদ্ধপরিকর।
 
#
 
ফয়সল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                            নম্বর : ২৩৫ 
 
মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের অন্যতম যুগ¯্রষ্টা 
                          -- এলজিআরডি মন্ত্রী
 
কেশবপুর (যশোর), ৭ মাঘ (২০ জানুয়ারি) : 
 
মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের অন্যতম যুগ¯্রষ্টা। কবি হলেও বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় ছিল তাঁর স্বাচ্ছন্দ্য পদচারণা। অসাধারণ সাহিত্যকর্মের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। 
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আজ যশোরের সাগরদাঁড়িতে মধুমেলা ২০১৮ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন। আরও বক্তৃতা করেন সংসদ সদস্য মনিরুল ইসলাম। যশোরের জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
 
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি দেশে ও দেশের বাইরে সুপরিচিত। সাগরদাঁড়ির এই ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরতে সরকার কাজ করছে। ২০০১ সালে কবির স্মৃতিকে ধারণ করে রাখতে মধুপল্লী স্থাপন করা হয়। এর ধারাবাহিকতায় সাগরদাঁড়িকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়তে আরো উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে।
 
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে দেশের সর্বত্র ব্যাপক উন্নয়নের ফলে মানুষের জীবনযাত্রা ইতিবাচকভাবে দ্রুত বদলে যাচ্ছে। দেশের মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে সেজন্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করছে।
 
#
 
মাসুম/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                            নম্বর : ২৩৪  
 
মেধাবী তরুণরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে 
-- স্পিকার
 
ঢাকা, ৭ মাঘ (২০ জানুয়ারি) : 
 
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মেধাবী তরুণরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। আন্তর্জাতিক পরিম-লে বাংলাদেশের শিক্ষার্থীরা নিজ নিজ মেধার স্বাক্ষর রাখছে- জাতি হিসেবে এটা আমাদের গর্ব। উৎসাহ ও অনুপ্রেরণার পাশাপাশি সুযোগ তৈরি করে দিলে তরুণ প্রজন্ম ভবিষ্যতে সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। তিনি আজ ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ কর্তৃক আয়োজিত “ঙঁঃংঃধহফরহম ঈধসনৎরফমব খবধৎহবৎ অধিৎফং” শীর্ষক সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। 
 
স্পিকার পুরস্কারপ্রাপ্তদের ও তাদের অভিভাবক, শিক্ষক এবং প্রতিষ্ঠানের প্রশংসা করে বলেন, এ পুরস্কার অর্জন বাংলাদেশের জন্য এক অনন্য মাইলফলক। শিক্ষার্থীদের এ সাফল্য প্রমাণ করে বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, এ সাফল্য একটি সিঁড়ি যা বাংলাদেশকে পৌঁছে দেবে জ্ঞাননির্ভর বিশ্বে। 
 
অনুষ্ঠানে অর্থনীতি, গণিত, পদার্থ, ইংরেজিসহ বিভিন্ন বিষয়ের ওপর সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ৫৮ জন শিক্ষার্থীকে  ‘টপ ইন ওয়ার্ল্ড’ ও ‘টপ ইন কান্ট্রি’ পুরস্কারে ভূষিত করা হয়।
 
#
 
তারিক/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/১৯৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২৩৩
 
স্কুল কলেজ সরকারিকরণের ফলে লেখাপড়ার সুযোগ বৃদ্ধি পেয়েছে
                                                       -মায়া চৌধুরী
 
মতলব উত্তর (চাঁদপুর), ৭ মাঘ (২০ জানুয়ারি) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, প্রত্যেক উপজেলায় একটি করে স্কুল ও কলেজ সরকারিকরণ এবং নতুন একটি সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় স্থাপনের ফলে গ্রামের ছেলেমেয়েদের লেখাপড়ার সুযোগ বৃদ্ধি পেয়েছে। এতে গ্রামের ছেলেমেয়েরা অল্পখরচে উন্নত শিক্ষার সুযোগ লাভ করবে।
মন্ত্রী আজ মতলব উত্তর উপজেলার সদ্য সরকারিকরণকৃত ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ, নবীনবরণ ও আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
কলেজের গভর্নিং বডির সভাপতি সাজেদুল হোসেন চৌধুরী দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, কলেজের অধ্যক্ষ এসএম আবুল বাসার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
#
 
ওমর ফারুক/সেলিম/মোশারফ/শামীম/২০১৮/২০০৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                            নম্বর :  ২৩২
 
চলচ্চিত্র বিশ্বকে পরিবর্তন করতে পারে 
              -- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
 
ঢাকা, ৭ মাঘ (২০ জানুয়ারি) : 
 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, চলচ্চিত্রের নিজস্ব ভাষা রয়েছে। এটি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে কাছে টানতে পারে, ঐক্যবদ্ধ করতে পারে। ধর্মের নামে, রাজনীতির নামে আজ সারাবিশ্বে চলছে হত্যাযজ্ঞ, হিংসা-বিদ্বেষ, হানাহানি আর রাহাজানি। আমরা নিজেদের দাবি করছি আমরা সভ্য। আসলে আমরা সভ্য নই, চলচ্চিত্র এক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে। চলচ্চিত্র পারে বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনতে।
 
মন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত ষোড়শ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৮ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
 
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৮ এর আহ্বায়ক অধ্যাপিকা কিশোয়ার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যসচিব নাসির উদ্দিন আহমেদ এবং ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্ট ভিভেনসিও তেজামো বেন্দিলো (ঠরপবহঃব ঠরাবহপরড় ঞ. ইধহফরষষড়)।
 
মন্ত্রী বলেন, রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরোপুরি সফল হয়েছে। দিন দিন এ উৎসবের কলেবর বৃদ্ধি পাচ্ছে। আশা করছি, আগামীতে এ উৎসব  এ অঞ্চলের সবচেয়ে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিণত হবে।
 
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি ২০১৮ শুরু হওয়া এ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ পর্দা নামছে।
 
#
 
ফয়সল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২৩১
 
সংস্কৃতি বিষয়ক কর্মকা-ের জন্য পৃথক ক্যাডার গঠনের চেষ্টা হচ্ছে
                                                -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
ঢাকা, ৭ মাঘ (২০ জানুয়ারি) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, প্রতœতত্ত্ব অধিদপ্তর, জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমিসহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বেশিরভাগ প্রতিষ্ঠান বিশেষায়িত ধরনের। সাধারণ বা প্রশাসন ক্যাডারের কর্মকর্তাগণ এ ধরনের বিশেষায়িত প্রতিষ্ঠানসমূহকে যুগোপযোগী ও দক্ষতার সাথে পরিচালনা করতে সক্ষম নন। প্রতিষ্ঠানসমূহকে আরো জনবান্ধব, বেগবান ও গতিশীল করার লক্ষ্যে এবং দেশে সুষ্ঠু সংস্কৃতিচর্চা  বিকাশে সংস্কৃতি বিষয়ক কর্মকা-ের জন্য পৃথক ক্যাডার গঠনের চেষ্টা করা হচ্ছে।
মন্ত্রী আজ সকালে রাজধানীর আগারগাঁওস্থ ন্যাশনাল লাইব্রেরি মিলনায়তনে বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেদ্রে আয়োজিত ২য় গ্রন্থ প্রদান অনুষ্ঠান ও ‘বঙ্গীয় শিল্পকলা চর্চায় গবেষণা গ্রন্থ সংকট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ভারতীয় হাইকমিশনের কাউন্সিলর ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক শ্রীমতী জয়শ্রী কুন্ডু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. বুলবুল আহমেদ।
মন্ত্রী বলেন, ড. এনামুল হকের নেতৃত্বে বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রের এ উদ্যোগকে আমি স্বাগত ও সাধুবাদ জানাই। এটিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন পৃথক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিতে আমাদের কোনো সমস্যা নেই। তবে প্রতিষ্ঠানটির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় জাদুঘর ও পাবলিক লাইব্রেরি কেন্দ্রিক সাংস্কৃতিক বলয়ের মধ্যে জমি পাওয়া যাচ্ছে না। তবে পাবলিক লাইব্রেরির বহুতল ভবন নির্মাণ ও জাতীয় জাদুঘরের সম্প্রসারণ এলাকার মধ্যে আইসিএসবিএ প্রতিষ্ঠানটিকে কিভাবে জায়গা দেয়া যায়, সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে মন্ত্রণালয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্র (আইসিএসবিএ) এর সিনিয়র রিসার্চ ফেলো ও সাবেক রাষ্ট্রদূত মাহবুব আলম। স্বাগত বক্তৃতা করেন আইসিএসবিএ‘র চেয়ারম্যান প্রফেসর ড. এনামুল হক।
 
#
ফয়সাল/সেলিম/মোশারফ/শামীম/২০১৮/১৯৩৬ ঘণ্টা 
 
 
 
তথ্যবিবরণী                                                                            নম্বর :  ২৩০
 
প্রকল্প বাস্তবায়নে জনপ্রতিনিধিদের সহায়তা নিতে হবে
                           -- মেহের আফরোজ চুমকি
 
কক্সবাজার, ৭ মাঘ (২০ জানুয়ারি) : 
 
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, প্রকল্পের কাজ যথাযথ এবং স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করার লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা নিতে হবে। তাহলে সুবিধাভোগী নির্বাচনে স্থানীয় প্রতিনিধিরা সহায়তা করতে পারবেন। প্রকল্প সুবিধা কোন ধরনের মহিলারা প্রাপ্য সেইটা স্থানীয় প্রতিনিধিরা ভাল বুঝবেন এবং প্রকল্পের কার্যক্রম সঠিকভাবে সম্পাদন করা হচ্ছে কিনা তা স্থানীয় প্রতিনিধিরা মূল্যায়ন করতে পারবেন। 
 
প্রতিমন্ত্রী আজ কক্সবাজার সার্কিট হাউসের সম্মেলনকক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় মহিলা সংস্থার উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি ও পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
 
কক্সবাজার জেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান কানিজ ফাতেমা আহমেদের সভাপতিত্বে পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা বেগম, জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের পরিচালক আনোয়ারা বেগম, তথ্য আপা প্রকল্পের পরিচালক মীনা পারভীন, নগরভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের পরিচালক নুরুন্নাহার হেনা, কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন এবং জেলাভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের পরিচালক জি এম নজমুল হোসেন খান। 
 
#
 
খায়ের/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                            নম্বর :  ২২৯
 
‘টেকসই উন্নয়নে পারমাণবিক বিদু্যুৎ : বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক ওয়ার্কশপ
 
ঢাকা, ৭ মাঘ (২০ জানুয়ারি) : 
 
‘টেকসই উন্নয়নে পারমাণবিক বিদ্যুৎ : বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ এই প্রতিপাদ্য নিয়ে দু’দিনব্যাপী “সেক্টর লিডারস ওয়ার্কশপ” আজ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের সেমিনার হলে শুরু হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং অধীনস্থ সংস্থা ও প্রতিষ্ঠানের কার্যক্রম, সফলতা, অর্জন এবং বর্তমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ওপর এ ওয়ার্কশপের আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান আজ সকালে এ ওয়ার্কশপের উদ্বোধন করেন। 
 
প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প-২০২১ বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে চলেছে। মন্ত্রী আরো বলেন, আয়তনে ক্ষুদ্র এ দেশের বিশাল জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান উন্নতকরণে বর্তমান সরকার বিজ্ঞান গবেষণা ও উন্নয়নের ওপর অত্যন্ত জোর দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি এ সময় বিজ্ঞানী ও গবেষকদেরকে সাধারণ মানুষের কল্যাণে গবেষণা কর্মে এগিয়ে আসার আহ্বান জানান। 
 
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মোঃ নজিবুর রহমান, মুখ্য সমন্বয়ক (এসডিজি) মোঃ আবুল কালাম আজাদ এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান। স্বাগত বক্তব্য প্রদান করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নূরুল করিম।
 
#
 
কামরুল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/১৮৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                            নম্বর : ২২৮ 
 
নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সাথে দ্রুতসম্পন্ন করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
 
ঢাকা, ৭ মাঘ (২০ জানুয়ারি) : 
 
সারাদেশে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে বেগবান করতে শূন্যপদে  সাড়ে চার হাজার জনবল নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সাথে দ্রুতসম্পন্ন করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি আজ ঢাকায় সচিবালয়ে পরিবার পরিকল্পনা কার্যক্রম শক্তিশালীকরণ সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এ নির্দেশ দেন।
 
তৃণমূল পর্যায়ে পরিবার কল্যাণ কর্মসূচিকে আরো কার্যকর ও শক্তিশালী করতে বিদ্যমান সমস্যাগুলো নিয়ে সভায় আলোচনা হয়। গ্রামে গ্রামে এবং শহরাঞ্চলের বস্তি এলাকায় জনসংখ্যা নিয়ন্ত্রণে মাঠকর্মীদেরকে আরো তৎপর হওয়ার জন্য মন্ত্রী এসময় তাগিদ দেন। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাংলাদেশকে লম্বাপথ পাড়ি দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং এমডিজি অর্জন বিশ্ব নেতৃবৃন্দের প্রশংসা কুড়িয়েছে। সেই ধারাবাহিকতায় এসডিজি অর্জনের ক্ষেত্রেও বাংলাদেশ টার্গেট পূরণ করবে। তিনি দেশের মাতৃমৃত্যুহার কমানোর লক্ষ্যমাত্রা অর্জনের জন্য মাঠ পর্যায়ের জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে  মন্ত্রলায়ের উদ্যোগে গৃহীত  স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে গ্রামভিত্তিক উদ্বুদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। পরিবার পরিকল্পনা কার্যক্রমে গতি বাড়াতে কর্মকর্তাদের পদোন্নতির জটিলতা ও মামলাগুলোর দ্রুতনিরসনে চিকিৎসা শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিবকে দ্রুতকার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী।
 
এসময় চিকিৎসা শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব ফয়েজ আহম্মেদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তাফা সারওয়ারসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
পরে মন্ত্রী রাজধানীর ধানমন্ডিতে ল্যাব এইডে চিকিৎসাধীন নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভীকে দেখতে যান। এসময় তিনি চিকিৎসকদের কাছে আইভীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ল্যাব এইড হাসপাতালের সিইও আল এমরান চৌধুরী,  হাসপাতালের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তী উপস্থিত ছিলেন।
 
#
 
পরীক্ষিৎ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/১৮৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                            নম্বর : ২২৭ 
 
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানে উন্নীত করতে সরকার কাজ করছে 
-- শিক্ষামন্ত্রী
 
ঢাকা, ৭ মাঘ (২০ জানুয়ারি) : 
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে। এজন্য সরকার গুরুত্ব দিয়ে এ খাতকে তদারকি করছে। বর্তমান সরকার উচ্চশিক্ষার চাহিদা পূরণের লক্ষ্যে অনেকগুলো সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে এবং এগুলোর গুণগতমান ধরে রাখার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছে।
 
শিক্ষামন্ত্রী আজ রাজধানীর বাড্ডায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। 
 
শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষার প্রত্যাশিত মান নিশ্চিত করতে মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ অনুযায়ী কার্যক্রম পরিচালনা করার জন্য বেসরকারি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি অনুকরণীয় বিশ্ববিদ্যালয় হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ এবং গুণগতমান বৃদ্ধির জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এজন্য বিষয় বাছাই, শিক্ষাক্রম উন্নয়ন, শিক্ষাদানের পদ্ধতি অব্যাহতভাবে উন্নত ও যুগোপযোগী করতে হবে। 
 
শিক্ষামন্ত্রী আরো বলেন, আমাদের শিক্ষার মূললক্ষ্য নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে প্রস্তুত করা। প্রচলিত গতানুগতিক শিক্ষায় তা সম্ভব নয়। বর্তমান যুগের সাথে সঙ্গতিপূর্ণ আধুনিক বিশ্বমানের শিক্ষা ও জ্ঞানপ্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ এক পরিপূর্ণ মানুষ তৈরি করা আমাদের প্রধান লক্ষ্য। তারা আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে এবং ভবিষ্যতে নেতৃত্ব দিতে সক্ষম হবে। 
 
সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অভ্ ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মফিজুর রহমান এবং  বোর্ড অভ্ ট্রাস্টিজের সদস্য ফরিদুর রহমান খান বক্তব্য রাখেন। সমাবর্তন বক্তা ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস।
 
সমাবর্তনে ৯৬২ জন শিক্ষার্থীকে ¯œাতক ও ¯œাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। শিক্ষামন্ত্রী ৪ জন কৃতী শিক্ষার্থীর মাঝে স্বর্ণপদক বিতরণ করেন। 
 
#
 
আফরাজ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/১৮৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                            নম্বর : ২২৬
 
বাঙালিয়ানা চর্চা করুন, আলোকিত মানুষ হোন 
-- তথ্যমন্ত্রী 
 
ঢাকা, ৭ মাঘ (২০ জানুয়ারি) : 
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বাঙালিরা বিশ্বের যেখানেই থাকুন, বাঙালিয়ানা চর্চা করুন, নিজস্ব সত্তা ধারণ করে গর্বিত আলোকিত মানুষ হোন।’ আজ রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ইন্টরন্যাশনাল এডুকেশন এক্সপো ২০১৮’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। আয়োজক সংস্থা ক্যাম্ব্রিয়ান ইউনিভার্সিটি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লায়ন এম এ বাশার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।  
 
সমবেত সহ¯্রাধিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের মতো বাংলার সাথে বিদেশি ভাষার অযাচিত মিশ্রণ ‘বাংলিশ’ও বাংলার শত্রু। বিদেশি ভাষা শিখুন, কিন্তু শুদ্ধভাবে বাংলাচর্চায় যতœবান থাকুন।’ ‘চার হাজার বছরের বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য আমাদের গর্বিত বাঙালির পরিচয়। একে ধারণ করে বিশ্বের বুকে মাথা উঁচু করে চলার মধ্যেই জীবন ও শিক্ষার মাহাত্ম্য নিহিত’, বলেন হাসানুল হক ইনু।
 
#
 
আকরাম/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/১৮৪০ ঘণ্টা
Todays handout (6) (9).docx Todays handout (6) (9).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon