Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ ডিসেম্বর ২০১৮

তথ্যবিবরণী 04/12/2018

তথ্যবিবরণী             নম্বর : ৩২৩৩
 
প্রযুক্তির ব্যাপক ব্যবহার স্বাচ্ছন্দ্যে কর্মসম্পাদনে কার্যকর অবদান রাখবে
-- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২০ অগ্রহায়ণ (৪ ডিসেম্বর) :
 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রযুক্তির ব্যাপক ব্যবহার স্বাচ্ছন্দ্যে কর্মসম্পাদনে (ঊধংব ড়ভ উড়রহম ইঁংরহবংং) কার্যকর অবদান রাখবে। সেবার জন্য সরাসরি সংশ্লিষ্ট  প্রতিষ্ঠানে যাতে না যেতে হয় তার জন্য অনলাইন ও ইন্টারনেট সুবিধা উন্নত দেশের মতোই বাড়াতে হবে। সংশ্লিষ্ট  সকল প্রতিষ্ঠানের কাছে তথ্য (উধঃধ) সহজলভ্য হতে হবে।   
 
প্রতিমন্ত্রী আজ ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে  ঊধংব ড়ভ উড়রহম ইঁংরহবংং র‌্যাংকিংয়ে উন্নতির লক্ষ্যে গঠিত ঘধঃরড়হধষ ঝঃববৎরহম ঈড়সসরঃঃবব ড়হ ঊধংব ড়ভ উড়রহম ইঁংরহবংং কমিটির সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদান সহজীকরণ করা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রদানে ভূগর্ভস্থ তার ও সাবস্টেশন স্থাপন, ইআরপি (ইন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং), স্কাডা ইত্যাদি স্থাপনের কাজ এগিয়ে চলছে। অনলাইন বিলিং সিস্টেম, স্মার্ট প্রি-পেমেন্ট মিটার দুর্নীতি রোধ করতে বিশেষ অবদান রাখবে। 
 
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান,  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।
 
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম। ব্যবসা শুরু, কন্সট্রাকশন পারমিট, বিদ্যুৎ প্রাপ্তি, সম্পদ রেজিস্ট্রেশন, ঋণ প্রাপ্তি, ক্ষুদ্র বিনিয়োগের নিরাপত্তা, কর প্রদান, সীমানা জুড়ে ব্যবসা, চুক্তি জোরদার, অর্থ শূন্যতার পুনঃসমাধান ইত্যাদি দশটি নির্দেশক নিয়ে ঊধংব ড়ভ উড়রহম ইঁংরহবংং র‌্যাংকিং করা হয়। ২০১৯ সালের জন্য প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ ১৯০টি দেশের মধ্যে ১৭৬তম হয়েছে। তিনি বলেন, আগামী জানুয়ারিতে ঙহব ঝঃড়ঢ় ঝবৎারপব ব্যাপকভাবে চালু হবে। এতে অবস্থার উন্নতি ঘটবে। 
 
#
 
আসলাম/মাহমুদ/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/২১২০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ৩২৩২

 

দেশের প্রতিটি জেলায় ট্রেন যাবে

               -- মুজিবুল হক

 

ঢাকা, ২০ অগ্রহায়ণ (৪ ডিসেম্বর) :

 

           রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। বর্তমান সরকারের  মেয়াদে রেলওয়েতে ইতিমধ্যে ৬৮টি উন্নয়ন প্রকল্প সম্পন্ন করা হয়েছে।

 

          মন্ত্রী আজ ঢাকায় কমলাপুর রেলওয়ে স্টেশনে ‘রেলপথ মন্ত্রণালয়ের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সেবা সপ্তাহ-২০১৮’ উপলক্ষে রেলপথ মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

          মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলপথ মন্ত্রণালয় গঠন করেন। তার পরিকল্পনায় রেলে ব্যাপক উন্নয়ন করা হচ্ছে। ইলেকট্রিক ট্রেন চালুর পাশাপাশি দ্রুতগতির ট্রেন চালুর সমীক্ষা চলছে। পদ্মা সেতু রেল লিংক স্থাপন কাজ দ্রুত চলছে। যমুনা নদীতে রেলব্রিজ নির্মাণকাজ শুরু হচ্ছে। দেশের প্রতিটি জেলায় ট্রেন যাবে। ‘সব জেলায় রেল যাবে, জনগণ সেবা পাবে’ সেøাগানে কাজ করছে সরকার।

 

          রেলপথ সচিব মোঃ মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মোঃ রফিকুল আলম।

 

এর আগে মন্ত্রী এবং রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রেনযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া যাত্রীদের মধ্যে চকোলেট ও সচেতনমূলক প্রচারপত্র বিতরণ করা হয়।

 

#

 

শরিফুল/মাহমুদ/জাহাঙ্গীর/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/২০২০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ৩২৩১

বাজার তদারকি

৯৮টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ১২ হাজার টাকা জরিমানা

ঢাকা, ২০ অগ্রহায়ণ (৪ ডিসেম্বর) :

          বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের নেতৃত্বে ঢাকা মহানগর, রাজশাহী, বাগেরহাট, ফেনী, কুষ্টিয়া, ঝিনাইদহ, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, ভোলা, কুমিল্লা, খুলনা, নেত্রকোণা, বান্দরবান, ফরিদপুর, ঝালকাঠি, বরিশাল, সিলেট, গাইবান্ধা, টাঙ্গাইল, বগুড়া, হবিগঞ্জ, নোয়াখালী, শরীয়তপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নওগাঁ, কুড়িগ্রাম, পটুয়াখালী, কুষ্টিয়া ও মৌলভীবাজারে গতকাল বাজার তদারকি করা হয়।

          বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল দলের সাথে প্রধান কার্যালয়ের  নেতৃত্বে ঢাকা মহানগরীর শাহজাহানপুর এলাকায় পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে মজিবর ফ্রুটকে এক হাজার টাকা ও সিরাজ ফ্রুট স্টোরকে এক হাজার টাকাসহ মোট দুই হাজার টাকা এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের নেতৃত্বে ঢাকা মহানগরীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় বাজার তদারকি পরিচালনা করা হয়। বাজার তদারকিকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে পিজ্জা স্কয়ারকে ৮০ হাজার টাকা ও স্কাই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে চাঁদপুর এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, তুহিন সুপার স্টোরকে ১০ হাজার টাকা, মজিবর স্টোরকে ১০ হাজার টাকা ও হক ব্রেড এন্ড ফুড প্লাজাকে ২০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রির অপরাধে জনতা ফার্মেসীকে ২০ হাজার টাকা ও আমেরিকান বার্গার ক্যাফেকে ২০ হাজার টাকা, ওজনে কারচুপির অপরাধে আল্লাহর দান মিষ্টির দোকানকে আট হাজার টাকা এবং প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে কিং চনপেচতিওনের‌্যকে ২০ হাজার টাকাসহ মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

          এছাড়া দেশব্যাপী ৩২টি জেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয়, ওজন পরিমাপক যন্ত্রের কারচুপি, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, সেবাগ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য, অবহেলা দ্বারা সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ঘটানো, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৮৪টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার ৪শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

          অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে দু’টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং দু’জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে পাঁচ হাজার টাকা প্রদান করা হয়।

          গত ৩ ডিসেম্বর ২০১৮ তারিখে ৩৫টি বাজার তদারকি ও দু’টি অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৯৮টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ১২ হাজার ৪শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আদায়কৃত জরিমানা হতে দু’জন অভিযোগকারীকে  ৫ হাজার টাকা প্রদান করা হয়।

সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, সিভিল সার্জন, মৎস্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, বাজার কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি এবং ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করেন।

#

আফরোজা/মাহমুদ/সঞ্জীব/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৯০৭ ঘণ্টা  তথ্যবিবরণী                                               নম্বর : ৩২৩০

বাংলাদেশের নাগরিকরা চীনে অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবে

ঢাকা, ২০ অগ্রহায়ণ (৪ ডিসেম্বর) :

     এখন থেকে বাংলাদেশের নাগরিকরা চীনে অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবে। বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারী নাগরিকদেরকে Visa on Arrival প্রদানের জন্য বাংলাদে‡ki অনুরোধের প্রেক্ষিতে ঢাকাস্থ চীনা দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত ৩০ নভেম্বর নোট ভার্বাল প্রেরণ করে জানিয়েছে, বাংলাদেশের নাগরিকরা চীনে Port Visa/Visa on Arrival myweav cv‡e। জরুরি মানবিক প্রয়োজনে কারো চীনে গমনের প্রয়োজন হলে, জরুরি কাজে বা ব্যবসার প্রয়োজনে চীনে যাওয়ার জন্য কারো আমন্ত্রণপত্র থাকলে, মেরামত কাজের জন্য অথবা অন্যান্য জরুরি প্রয়োজনে, চাইনিজ ট্রাভেল এজেন্সির মাধ্যমে ট্যুরিস্ট হিসেবে চীনে গমন করলে সংশ্লিষ্ট বিমানবন্দরে  'Port Visa' i জন¨ আবেদন K‡i wfmv jvf Kiv hv‡e। চীনের 'Port Visa' cÖwZevi ভ্রমণের শর্তে ৩০ দিনের মেয়াদে প্রদান করা হq।

          এছাড়া বর্তমানে সকল প্রকারের পাসপোর্টধারীদের জন্য মালদ্বীপের সাথে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে। অফিসিয়াল, ডিপ্লোম্যাটিক উভয় পাসপোর্টধারীদের জন্য সিঙ্গাপুর, ভিয়েতনাম, কোরিয়া, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত ও চীনের সাথে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর আছে। শুধু ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারীদের জন্য জাপান, থাইল্যান্ডের সাথে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। এছাড়া ইন্দোনেশিয়া বাংলাদেশি নাগরিকদেরকে ভিসা ব্যতীত স্বল্পমেয়াদে ভ্রমণের সুবিধা প্রদান করে থাকে।

     স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যাবে। 

#

শরীফ/মাহমুদ/রফিকুল/রেজাউল/২০১৮/১৭৫৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩২২৮  
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ছাত্রীর আত্মহত্যায় তদন্ত কমিটি গঠন
ঢাকা, ২০ অগ্রহায়ণ (৪ ডিসেম্বর) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনায় আজ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর মোহাম্মদ ইউসুফ-এর নেতৃত্বে  ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- মাউশির ঢাকা অঞ্চলের উপ-পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস এবং ঢাকা জেলা শিক্ষা অফিসার বেনজির আহমদ। কমিটিকে  আগামী ৩ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন প্রদান করতে নির্দেশ দেয়া হয়েছে।  
#
আফরাজুর/রিফাত/জসীম/সেলিনা/শামীম/২০১৮/১৪৪০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৩২২৯ 
শিক্ষামন্ত্রীর ভিকারুননিসা নূন স্কুল পরিদর্শন
ঢাকা, ২০ অগ্রহায়ণ (৪ ডিসেম্বর) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ তাৎক্ষণিকভাবে ভিকারুননিসা নূন স্কুল পরিদর্শন করেন। এসময় তিনি অধ্যক্ষ, উপস্থিত শিক্ষক, অভিভাবক ও ছাত্রীদের সাথে কথা বলেন। তিনি শ্রেণিকক্ষ ও পরীক্ষার হল পরিদর্শন করেন। পরে শিক্ষামন্ত্রী কলেজ প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় তিনি মেধাবী ছাত্রী অরিত্রির অনাকাঙ্খিত মৃত্যুকে বেদনাদায়ক ও মর্মান্তিক উল্লেখ করে গভীর শোকপ্রকাশ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার সাথে সাথেই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 
মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীকে মানসিক বা শারীরিকভাবে নির্যাতন করা যাবে না। এটি অপরাধ হিসেবে গণ্য। তিনি বলেন, আজ প্রথিতযশা এ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তাদের নানা ক্ষোভের কথা শুনেছি। তদন্ত কমিটি সববিষয় বিবেচনায় নেবে। তিনি সবাইকে এ প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে সার্বিক সহযোগিতা প্রদান করা এবং ধৈর্য ধারণের আহ্বান জানান।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের রুটিন দায়িত্বে নিয়োজিত সচিব ড. অরুনা বিশ্বাস, অতিরিক্ত সচিব ড. মো. মাহামুদ-উল-হক ও নাজমুল হক খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক  প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 
#
আফরাজুর/রিফাত/জসীম/সেলিনা/শামীম/২০১৮/১৪৪১ ঘণ্টা 
 
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩২২৭
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ২০ অগ্রহায়ণ (৪ ডিসেম্বর) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
উপমহাদেশের মেহনতি মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী আজীবন সংগ্রাম করেছেন। একজন প্রতিভাবান সংগঠক হিসেবে তাঁর দক্ষ পরিচালনায় গণমানুষের সংগঠন আওয়ামী লীগ আরো বিকশিত হয়। তাঁর সুযোগ্য উত্তরসূরি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর অর্জিত হয় আমাদের মহান স্বাধীনতা।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক রাজনীতি বিকাশে সারাজীবন কাজ করেছেন। গণতন্ত্রের অগ্রযাত্রা ও মানুষের কল্যাণে এ মহান নেতার জীবন ও আদর্শ আমাদের প্রেরণা জোগায়।
আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
                                                                                         জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
            বাংলাদেশ চিরজীবী হোক।”
 
#
ইমরুল/রিফাত/জসীম/সেলিনা/শামীম/২০১৮/১০০৬ ঘণ্টা 
 
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩২২৬  
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ২০ অগ্রহায়ণ (৪ ডিসেম্বর) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ৫ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন : 
“হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৫তম মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী উপমহাদেশে রাজনীতি ও গণতন্ত্রের ইতিহাসে এক উজ্জ¦ল নক্ষত্র। তিনি ছিলেন প্রতিভাবান রাজনীতিক, আইনজ্ঞ, বঙ্গীয় ব্যবস্থাপক সভা ও গণপরিষদের সদস্য এবং অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রীসহ তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বর্ণাঢ্য কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে তিনি শ্রমজীবীসহ এতদঞ্চলের অবহেলিত মুসলিম সম্প্রদায়ের স্বার্থরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি স্বল্প সময়ের মধ্যে নাবিক, রেলকর্মচারী, পাটকল ও সুতাকল কর্মচারী, রিকশাচালক, গাড়িচালকসহ নানা শ্রেণিপেশার মেহনতি মানুষের স্বার্থরক্ষায় বিভিন্ন ট্রেড ইউনিয়ন গড়ে তোলেন। 
হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন বিচক্ষণ ও প্রজ্ঞাবান রাজনৈতিক সংগঠক। তিনি ব্রিটিশ ভারতে মুসলমানদের সংগঠিত করতে ১৯২৬ সালে ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি, ১৯৩৭ সালে ইউনাইটেড মুসলিম পার্টি গঠন করেন। ১৯৪৯ সালের ২৩ জুন তৎকালীন আওয়ামী মুসলিম লীগ (পরবর্তীকালে আওয়ামী লীগ) প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৫৪ সালে অনুষ্ঠিত প্রথম প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের কাছে মুসলিম লীগের শোচনীয় পরাজয়ের পেছনেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
সোহরাওয়ার্দী আমৃত্যু আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্রের বিকাশসহ ও এতদঞ্চলের জনগণের আর্থসামাজিক উন্নয়নে যে অবদান রেখে গেছেন জাতি তা শ্রদ্ধার সাথে স্মরণ করে। তাঁর জীবন ও কর্ম আগামী প্রজন্মকে গণতান্ত্রিক চিন্তা-চেতনা ও জনগণের সার্বিক কল্যাণে উদ্বুদ্ধ করবে বলে আমার বিশ্বাস। 
আমি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”     
#
হাসান/রিফাত/জসীম/শামীম/২০১৮/১২৩৬ ঘণ্টা 
 
 
Todays handout (6).docx Todays handout (6).docx