Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জুলাই ২০১৫

তথ্যবিবরণী 23/07/2015

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২০২৮

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিরন্তর কাজ করাই লক্ষ্য
                                           -- টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী

টাঙ্গাইল, ৮ শ্রাবণ (২৩ জুলাই) :
    ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য লক্ষ্য স্থির করেছেন। লক্ষ্য বাস্তবায়ন করে সরকার একটি ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে চায়। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা এবং জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিতে নিরন্তর কাজ করে যাওয়াটাই তাঁর লক্ষ্য বলে তিনি জানান।
    প্রতিমন্ত্রী আজ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুঃস্থদের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিকল্পনা কমিশনের সদস্য মোঃ হুমায়ুন খালিদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ আতাউল হক ও জেলা প্রশাসক মাহাবুব হোসেন বক্তৃতা করেন।
    প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো ডিজিটাল বাংলাদেশের কনসেপ্ট গ্রহণ করছে, বাংলাদেশকে অনুসরণ করছে এটা আমাদের জন্য অহংকার। তিনি বলেন, বঙ্গবন্ধু দেখিয়েছেন স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আর তাঁর কন্যা দেখিয়েছেন ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে আমরা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবো। শুধু কাজ করে সাফল্য নয় বরং কাজ যেন দুর্নীতির ঊর্ধ্বে থেকে করা যায় সে ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
    টেলিটকের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সুস্থ ও বৈধ প্রতিযোগিতায় আমরা বিশ্বাসী। আমাদের রাজস্ব যাতে দেশে থাকে এবং এ রাজস্ব যাতে জনগণের কল্যাণে ব্যবহার হয় সেভাবে আমাদের সকলকে কাজ করতে হবে।
    প্রতিমন্ত্রী ৯৫জন দুঃস্থদের মাঝে অর্থ বিতরণ করেন।

#

এনায়েত/মিজান/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/২২৪০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ২০২৭

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কার্যক্রম পরিদর্শনে
সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের ঢাকা ত্যাগ

ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই) :    
          দশম জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে আজ রাতে আইভরিকোস্ট এবং কঙ্গোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
সাতদিনের এ সফরে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়ার নেতৃত্বে ৪ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল আইভরিকোস্টে এবং সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ ফারুক খানের নেতৃত্বে ৪ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল ডিআর কঙ্গোতে পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করবেন।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হচ্ছেন : প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ মাহবুবুর রহমান, হোসনে আরা বেগম, মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও মাহমুদ উস সামাদ চৌধুরী।
#

লাবণ্য/মিজান/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৫/২২০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ২০২৬

ডিজিটাল সার্ফিং সিটি হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই) :

    কক্সবাজারকে ডিজিটাল সার্ফিং সিটি হিসেবে গড়ে তুলতে আজ ঢাকার আগারগাঁওয়ে বিসিসিভবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দপ্তরে এয়ারটেল বাংলাদেশ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের  মধ্যে সমঝোতা স্মারক স¦াক্ষরিত হয়। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম এবং এয়ারটেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পি ডি শর্মা এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

    এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, অতিরিক্ত সচিব হারুনুর রশিদ, সুশান্ত কুমার সাহা, এয়ারটেল বাংলাদেশের চিফ কর্পোরেট এফেয়ার্স অফিসার আশরাফুল হক চৌধুরী, চিফ টেকনিক্যাল অফিসার সন্দীপন চক্রবর্তী ও চিফ সার্ভিস অফিসার রুবাবাদৌলা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, এ সমঝোতা স্মারকের আওতায় কক্সবাজার এয়ারপোর্টে ফ্রি ওয়াই-ফাই সংযোগ প্রদান, কক্সবাজার জুড়ে ওয়াই-ফাই হটস্পট স্থাপন, সার্ফিং ইনস্টিটিউট স্থাপন, বিচের সৌন্দর্যবর্ধন, রাস্তার দু’পাশের সৌন্দর্যবর্ধন, আইসিটি ক্লাব স্থাপন এবং টেলিভিশন, রেডিও, পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইটের মাধ্যমে কক্সবাজারকে ব্রান্ডিং করা হবে।

    সমঝোতা স¥ারক স¦াক্ষর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, পর্যটননগরী  কক্সবাজারে সার্ফিংয়ের বিশাল সম্ভাবনা রয়েছে।
এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিশ্বের বুকে কক্সবাজারকে একটি আধুনিক ডিজিটাল নগরী হিসেবে গড়ে তুলতে পারলে সেখানে পর্যটনের সম্ভাবনা আরো বেগবান হবে। সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান ও বৃদ্ধি পাবে অর্থনৈতিক কর্মকা-সহ সার্বিক কর্মচাঞ্চল্য।

    তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে প্রত্যেকটি শহরকে ডিজিটাল শহর হিসেবে গড়ে তোলা একান্ত জরুরি। আমাদের সে যাত্রা পর্যটন শহর কক্সবাজার থেকেই শুরু হলো। যে শহর যেসব ক্ষেত্রে সম্ভাবনাময়, সে সব শহরকে সেভাবে সাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বদ্ধপরিকর। সারাদেশের প্রত্যেকটা শহরকে আমরা আধুনিক শহর হিসেবে গড়ে তুলব। গড়ে তোলা হবে আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ।

#

নাছের/মিজান/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/২১৫৫ঘণ্টা

 

 

 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২০২৫

শিক্ষকদের সাথে বৈঠকে শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত
শাবিপ্রবি উপাচার্য নতুন কোনো নিয়োগ দিতে পারবেন না
ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই) :
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তাঁর বিশ্ববিদ্যালয়ে রুটিন দায়িত্ব পালন ছাড়া নতুন কোনো নিয়োগ, ব্যবস্থা চালুকরণ বা কাউকে কোনো নতুন দায়িত্ব প্রদান না করার জন্য সিদ্ধান্ত দিয়েছেন। শীঘ্রই এ বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য উপাচার্যকে ডাকা হবে বলে তিনি জানান। তিনি আন্দোলনরত শিক্ষকদেরকে আন্দোলনের গতি-প্রকৃতি শোভন করার পাশাপাশি একাডেমিক ও প্রশাসনিক কাজে আত্মনিয়োগ করার পরামর্শ দেন।
    উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সম্পর্কে উত্থাপিত শিক্ষকদের সাথে অসদাচরণ, নিয়োগ দুর্নীতিসহ বিভিন্ন রকম অভিযোগ বিষয়ে শিক্ষকরা গত ৩২ দিন ধরে অব্যাহত আন্দোলন করে আসছেন।
    মন্ত্রী আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ৮ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদলের সাথে বৈঠককালে এ সিদ্ধান্ত প্রদান করেছেন। প্রতিনিধিদলের সদস্যরা হলেন- প্রফেসর
ড. সৈয়দ সামশুল আলম, প্রফেসর ড. ইয়াসমিন হক, প্রফেসর ড. মোঃ ইউনুস, প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম, প্রফেসর ড. মোঃ আব্দুল গণি, প্রফেসর সৈয়দ হাসানুজ্জামান, প্রফেসর ড. দীপেন দেবনাথ ও মোঃ ফারুক উদ্দিন। বৈঠকে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব এ এস মাহমুদ, অতিরিক্ত সচিব হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
    মন্ত্রী বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের একটি অত্যন্ত স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। এটিকে গুণে-মানে, শিক্ষায়-গবেষণায় দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এজন্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদেরকে আরো দক্ষ, যোগ্য, আন্তরিক ও নিষ্ঠাবান হতে হবে। তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হতে হবে আদর্শবান, নীতি-নৈতিকতায় আপোশহীন ও দক্ষ প্রশাসক। সবার আচার-আচরণ হবে অনুকরণীয়। শীঘ্রই এ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকল মহলকে তিনি সহযোগিতার আহ্বান জানান।

#

সুবোধ/মিজান/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০৪৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ২০২৪

জঙ্গি-সন্ত্রাসের ক্যান্সারবাহী নেতা-নেত্রীদের বাদ দেয়ার বিকল্প নেই
                                                       -- তথ্যমন্ত্রী
ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই) :
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের ক্যান্সার বহনকারী নেতা-নেত্রীদের সমাজ থেকে বাদ দেয়ার বিকল্প নেই।
    আজ ‘বিশ্ব হেড-নেক ক্যান্সার দিবস-২০১৫’ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এ বাংলাদেশ সোসাইটি অভ্ হেড-নেক সার্জন্স আয়োজিত সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
    তথ্যমন্ত্রী নিজেকে আগুনসন্ত্রাস ও জঙ্গিবাদ অস্ত্রোপচারে নিয়োজিত ‘সামাজিক সার্জন’ রূপে বর্ণনা করে বলেন, ক্যান্সারের শেষ চিকিৎসা হিসেবে সার্জনরা যেমন অস্ত্রোপচার করেন, তেমনি নিরাপদ সমাজ ও সুস্থ রাজনীতির জন্য জঙ্গি-সন্ত্রাস নির্মূল করা রাজনীতিকদের দায়িত্ব।
    হাসানুল হক ইনু ঘাড়-মাথা-গলার ক্যান্সারের প্রধান কারণ মদ, তামাক ও গুল সেবন এবং ক্ষতিকর খনিজ ও রাসায়নিক দ্রব্য শ্বাসের সাথে গ্রহণের আপদ সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে সরকারের পাশাপাশি গণমাধ্যম এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের প্রতি ধারাবাহিক প্রচারাভিযানের আহ্বান জানান। তিনি বলেন, প্রাথমিক অবস্থায় ক্যান্সার চিহ্নিত হলে যে তা সম্পূর্ণ নিরাময়যোগ্য সে বিষয়ে প্রচার বৃদ্ধি করলে তা বিপুলসংখ্যক মানুষের প্রাণরক্ষায় সাহায্য করবে।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সংবিধান অনুসারে মানুষের স্বাস্থ্যরক্ষার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশব্যাপী ১২ হাজার কমিউনিটি ক্লিনিক চালু করা, জেলা হাসপাতালগুলোর শয্যাসংখ্যা বৃদ্ধি, খিলগাঁওয়ে ৫০০ শয্যার হাসপাতাল স্থাপন ও বিভিন্ন হাসপাতালে ক্যান্সার ইউনিট প্রতিষ্ঠার পাশাপাশি রাজশাহী ও চট্টগ্রামে নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করছে সরকার।
    স্বাস্থ্যখাতে আরো উন্নয়নের জন্য অধিক অর্থ বরাদ্দের পাশাপাশি রাজনৈতিক শান্তি আবশ্যক উল্লেখ করে রাজনৈতিক শান্তির ছাতাতলে গণমুখী স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে জঙ্গি-সন্ত্রাস নির্মূল করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তথ্যমন্ত্রী।
    বাংলাদেশ সোসাইটি অভ্ হেড-নেক সার্জন্স এর সভাপতি অধ্যাপক বেলায়েত হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সিম্পোজিয়ামে বক্তব্য রাখেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক
ডাঃ কামরুল হাসান খান এবং বিএমডিসি’র প্রেসিডেন্ট অধ্যাপক আবু সফি আহমেদ আমিন।     বাংলাদেশ সোসাইটি অভ্ হেড-নেক সার্জন্স এর সাধারণ সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান ‘বিশ্ব হেড-নেক ক্যান্সার দিবস এবং বাংলাদেশের প্রেক্ষাপট’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

#

আকরাম/মিজান/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৯৫৫ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২০২৩

নির্যাতিতা সুখী বেগমের কাছে ৫০ হাজার টাকার
চেক দিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ আজ মন্ত্রণালয়ের পক্ষে নির্যাতিতা সুখী বেগমের কাছে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। প্রতিমন্ত্রী আজ রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর নির্যাতনে চোখ হারানো সুখী বেগমের শারীরিক অবস্থার খোঁজ নিতে গেলে এ চেক প্রদান করেন।
    মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, সুখীর বাবা নূর মোহাম্মদ, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক জালাল আহমেদ এসময় উপস্থিত ছিলেন।
    এসময় প্রতিমন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। সুখী বেগমের পরিবার যেন অসহায় হয়ে না পরে তার জন্য সবকিছুই সরকার করবে। তার দুই সন্তানের ভরণপোষণের ব্যবস্থা করবে। তিনি
বলেন, সুখী বেগমের স্বামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে সরকার আইনজীবী নিয়োগ করবে। যারা এ ধরণের কাজ করতে পারে তারা মানুষ নয় বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ঈদের আগের দিন শুক্রবার সাভারের জিঞ্জিরা এলাকায় ভাড়া বাসায় ইলেকট্রিক টেস্টার দিয়ে গৃহবধূ সুখীর এক চোখ উপড়ে ফেলে তার স্বামী রবিউল ও স্বজনেরা। আরেক চোখেও তীব্রভাবে আঘাত করে। এলাকাবাসী সুখীকে উদ্ধারের পর রবিউলকে তুলে দেয় সাভার থানা পুলিশের হাতে। এলাকাবাসী সুখীকে হাসপাতালে ভর্তি করে। সুখীর পরিবার বাদী হয়ে মেয়ের স্বামীসহ তিনজনকে আসামি করে মামলা করেছে।
#
খায়ের/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৭০০ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২০২২

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই) :
দশম জাতীয় সংসদের ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৯ম বৈঠক আজ কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, নুরুন্নবী চৌধুরী এবং কামরুল লায়লা জলি বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল (জামুকা) এর সার্বিক কার্যক্রম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক গঠিত ১নং সাব-কমিটির পেশকৃত রিপোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটিকে জানানো হয় যে, জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলে প্রয়োজনীয় কর্মকর্তাদের পদায়ন, নিয়োগ-বিধিমালা চূড়ান্ত করা সম্ভব হয়নি, এছাড়া জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলকে অধিদপ্তরে রূপান্তরিত করা হলে জেলা পর্যায়ে শাখা স্থাপন করা সম্ভব হবে।
মিরপুরে মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৩০ একর জমি স্থায়ী বন্দোবস্ত নেয়ার বিষয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে ভূমি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।   
মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির সাথে সাথে খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক আহ্বান এবং এ বিষয়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের সুপারিশ করা হয়। জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল (জামুকা) প্রয়োজনীয় জনবল পদায়ন, নিয়োগ-বিধিমালা তৈরি এবং জামুকাকে অধিদপ্তরে রূপান্তিত করার সুপারিশ করা হয়।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সহায়তাকারী বিদেশি বাংলাদেশের অকৃত্রিম বন্ধুদের অবদানের স্বীকৃতিস্বরূপ ১ ভরি স্বর্ণের কোটিং এর যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে তাতে স্বর্ণের পরিমাণ এবং গুণগতমান সঠিক আছে কি না সে বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন মূল কমিটি কর্তৃক গৃহীত হয়। উক্ত প্রতিবেদনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে প্রেরণের সুপারিশ করা হয়।
          বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
এমাদুল/অনসূয়া/শুকলা/জাহাঙ্গীর/রেজ্জাকুল/লাভলী/২০১৫/১৫৫০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০২১

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই) :

দশম জাতীয় সংসদের ‘বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়’ সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১১তম বৈঠক আজ কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, মো. নজরুল ইসলাম চৌধুরী, মো. আফতাব উদ্দীন সরকার, রওশন আরা মান্নান এবং সাবিহা নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে দেশ ও জাতির স্বার্থে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম তথা রানওয়ে স্ট্রেংথেনিং এবং রানওয়ে এক্সটেনশন এর কার্যক্রম অগ্রাধিকারভিত্তিতে করার সুপারিশ করা হয় এবং আগামী বৈঠকে উন্নয়ন কার্যক্রমের সুনির্দিষ্ট সময় উল্লেখপূর্বক একটি রোডম্যাপ কমিটির সামনে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়।
গত বছরের হজ পরিচালনায় বিভিন্ন হজ এজেন্সির ব্যর্থতা এবং তাদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থাসমূহের ওপর আলোচনা করা হয়। এজেন্সির ব্যর্থতা প্রমানিত হলে তাদের ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল করার সুপারিশ করা হয়।
    বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

মিজানুর/অনসূয়া/শুকলা/জাহাঙ্গীর/রেজ্জাকুল/লাভলী/২০১৫/১৫০০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২০২০

তথ্য অধিদফতরের বিভিন্ন পদে নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি

ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই) :

    তথ্য অধিদফতরের বিভিন্ন পদে নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ১১ আগস্ট ২০১৫ থেকে শুরু হবে। তথ্য সহকারী, আলোকচিত্রগ্রাহক, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, টেলেক্স অপারেটর, লাইব্রেরিয়ান, স্টোর সহকারী পদে মৌখিক পরীক্ষা আগামী ১১ আগস্ট, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে রোল নম্বর ০১ থেকে ২৭২ পর্যন্ত ১২ আগস্ট, ২৮২ থেকে ৭১৯ পর্যন্ত ১৩ আগস্ট, অফিস সহায়ক পদে ০৫ থেকে  ২১২ পর্যন্ত ১৪ আগস্ট, ৪০৫ থেকে ৫৪৩ পর্যন্ত ১৬ আগস্ট, ৫৪৬ থেকে ৭৩২ পর্যন্ত ১৭ আগস্ট, ৭৩৩ থেকে ৯০৬ পর্যন্ত ১৮ আগস্ট, ২১৫ থেকে ৪০৪ পর্যন্ত ১৯ আগস্ট এবং নিরাপত্তা প্রহরী পদে ১৮ আগস্ট ২০১৫ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
#
মাসুদা/অনসূয়া/খাদীজা/শুকলা/জাহাঙ্গীর/লাভলী/২০১৫/১৩৩০ ঘণ্টা

 

Todays handout (2).doc Todays handout (2).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon