Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ এপ্রিল ২০১৬

তথ্যবিবরণী ১৪/৪/২০১৬

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ১২৪৮

কলকাতায় বাংলা নববর্ষ উদ্‌যাপন

কলকাতা (ভারত), (১ বৈশাখ), ১৪ এপ্রিল:

     কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন আজ বাংলা নববর্ষ ১৪২৩ উদ্‌যাপন করেছে। এ উপলড়্গে  উপহাইকমিশন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। উপহাইকমিশন প্রাঙ্গণে বাঙালির চিরায়ত ঐতিহ্য ও আবহকে ধারণ করে  মেলা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    উপহাইকমিশনার জকি আহাদ বলেন,  মুঘল সম্রাট আকবর বাংলা সন চালু করেন যা কালের বিবর্তনে বাঙালির ঐতিহ্যগত উৎসবে পরিণত হয়। এ ঐতিহ্যকে আমাদের ধারণ করতে হবে অপসংস্কৃতিকে এড়িয়ে যাওয়ার জন্যই। তিনি বলেন, পয়লা বৈশাখে আবহমান বাঙালির চিরায়ত সংস্কৃতিকে লালন করে জাতীয়তাবোধ ও  চেতনাকে আরো শাণিত করা যায়, যা বাঙালির প্রকৃত সত্তাকে বিকশিত করে।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল বিচারপতি শ্যামল সেন, প্রখ্যাত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় ও মিডিয়া ব্যক্তিত্ব লীনা গঙ্গোপাধ্যায় উপসি'ত ছিলেন।

    পশ্চিমবঙ্গের বিভিন্ন শিড়্গা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিড়্গার্থীগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। 
     
#

মোফাকখারম্নল/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৬/২১০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ১২৪৭

পয়লা বৈশাখ আবহমান বাঙালির উৎসব
                        -- মৎস্য প্রতিমন্ত্রী

খুলনা, (১ বৈশাখ), ১৪ এপ্রিল:

    মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ১৪২৩ বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে  বলেছেন, পয়লা বৈশাখ আবহমান বাঙালি সংস্কৃতির এক উৎসব এবং অনন্য দিন। নববর্ষ মানেই নতুন আশায় উদ্দীপ্ত হওয়ার দিন। পয়লা  বৈশাখ পুরাতনকে পেছনে ফেলে সামনে এগিয়ে চলার অফুরনত্ম প্রেরণা যোগায়।

     প্রতিমন্ত্রী আজ খুলনা প্রেসক্লাব মিলনায়তনে পয়লা বৈশাখ-১৪২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    নারায়ণ চন্দ্র চন্দ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসামপ্রদায়িক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে ঐতিহ্যবাহী এ বর্ষবরণ অনুষ্ঠান গোটা জাতিকে অনুপ্রাণিত করে। পয়লা বৈশাখে সংস্কৃতি চর্চা আমাদের জাতিসত্তাকে আরো বিকশিত করবে। তিনি বলেন, দেশ ও জাতির উন্নয়নে অতীতের ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে। প্রতিমন্ত্রী আগামী দিনগুলোকে সুন্দর, সৌহার্দ্যপূর্ণ ও সমপ্রীতির মাধ্যমে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান।
    
    খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরম্নল ইসলাম এবং সাধারণ সম্পাদক মামুন রেজাসহ  সাংবাদিকগণ এসময় উপসি'ত ছিলেন। প্রতিমন্ত্রী বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ৪ জন সাংবাদিককে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
    
    পরে তিনি খুলনা জেলা প্রশাসকের বাংলোয় বর্ষবরণ আনুষ্ঠানে যোগ দেন।

    প্রতিমন্ত্রী ডুমুরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত বাংলা নববর্ষ-১৪২৩ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রায়ও নেতৃত্ব দেন।

#

সুলতান/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৬/১৮৪০ ঘণ্টা
  
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১২৪৬ 

আনোয়ারায় ৩০ হাজার পিস ইয়াবা আটক

ঢাকা, (১ বৈশাখ), ১৪ এপ্রিল:
     
    আজ বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোন গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন গহীরা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট আটক করে। 

    আটককৃত ইয়াবার মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

#

মারম্নফ/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ১২৪৫

মুম্বাইয়ে বাংলা বর্ষবরণ উদ্‌যাপন

মুম্বাই (ভারত), (১ বৈশাখ), ১৪ এপ্রিল:

     মুম্বাইয়ে বাংলাদেশ উপহাইকমিশনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৩ উৎসাহউদ্দীপনার মধ্যদিয়ে উদ্‌যাপন করা হয়। বাংলা নববর্ষ উপলড়্গে আজ উপহাইকমিশনের চ্যান্সারি ভবনে এক প্রীতি সম্মিলনী, বাংলাদেশি ঐতিহ্যবাহী হসত্মশিল্প ও জামদানি শাড়ি প্রদর্শন এবং বাঙালি ঐতিহ্যবাহী খাবারসহ সাংস্কৃতিক আয়োজনে বর্ষবরণ উৎসব পালন করা হয়।

    বাংলাদেশের নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন। উলেস্নখ্য, নৌপরিবহণ মন্ত্রী মুম্বাইয়ে অনুষ্ঠানরত ‘মেরিটাইম ইন্ডিয়া সামিট-২০১৬’ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে মুম্বাই সফর করছেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপড়্গের  চেয়ারম্যানসহ বাংলাদেশ সরকারের উচ্চপদস' কর্মকর্তা, মহারাষ্ট্র সরকারের উচ্চপদস' কর্মকর্তাবৃন্দ, ভারতীয় নৌবাহিনীর সাবেক প্রধান, ওয়েস্টার্ন  নেভাল কমান্ডের উচ্চপদস' কর্মকর্তাগণ, মুম্বাইয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশিগণ এবং স'ানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দসহ গণমান্য ব্যক্তিবর্গ উপসি'ত ছিলেন।

    নৌপরিবহণ মন্ত্রী এ অনুষ্ঠান আয়োজনের জন্য বাংলাদেশ উপহাইকমিশনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলা নববর্ষ উদ্‌যাপনের এ অনুষ্ঠান  কেবল এক সম্মিলনীই নয়; বরং তা বাংলা শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের  যে সমৃদ্ধ ভা-ার রয়েছে বিদেশের মাটিতে তার প্রসারে গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরে মন্ত্রী বর্ষবরণ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

    অনুষ্ঠানের শুরম্নতে উপহাইকমিশনার আমন্ত্রিত অতিথিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বাংলা নববর্ষ উদ্‌যাপনকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের একত্রিত হওয়ার এক সার্বজনীন ও অসাম্প্রদায়িক উৎসব হিসেবে অভিহিত করেন।
    
    অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার যেমন- ইলিশ মাছ, ভুনা খিচুড়ি, নানা রকম ভর্তা, পিঠা-পায়েশ ও মিষ্টান্ন সহযোগে মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়।
     
#

রাশেদুজ্জামান/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১২৪৪

আল্‌পনা বাঙালি সংস্কৃতির সাথে মিশে আছে
                                   -- স্পিকার 

ঢাকা, (১ বৈশাখ), ১৪ এপ্রিল:

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউয়ে আল্‌পনা অঙ্কনের মাধ্যমে বাঙালির প্রাণের উৎসব রঙে রঙে রঙিন বৈশাখ-১৪২৩ এর উদ্বোধন করেছেন। 

এশিয়াটিক ইএক্সপি আয়োজিত অনুষ্ঠানে স্পিকার প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আলী যাকের, চিত্রশিল্পী মনিরম্নজ্জামান এবং মহসীন হাবীব চৌধুরী বক্তৃতা করেন। 

স্পিকার বলেন, আল্‌পনা অঙ্কন একটি অভিনব ও ভিন্নধর্মী আয়োজন। আল্‌পনা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির সাথে মিশে আছে। এর মাধ্যমে বাঙালি সংস্কৃতির গুরম্নত্বপূর্ণ দিক প্রতিফলিত হয় এবং বাঙালিত্বকে তুলে ধরে। তিনি বলেন, শিড়্গা, সংস্কৃতি, অর্থনীতি সর্বড়্গেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই আসুন  নববর্ষে  আমরা নতুন উদ্যমে, নতুন প্রত্যয়ে  দেশ গড়ায় অংশগ্রহণ করি।
 
#

হুদা/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা 

Todays handout (1).doc Todays handout (1).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon