Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ মার্চ ২০১৯

তথ্যবিবরণী 06/03/2019

 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৮৯৮
 
৬১টি পাসপোর্ট, ভুয়া চুক্তিপত্র ও বিপুল পরিমাণ টাকা গ্রহণের রশিদসহ আটক
 
ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ) :
 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালিত  মোবাইল কোট ভাটারা-বারিধারায় পাসপোর্ট, বিদেশে চাকরি দেওয়ার ভুয়া লিফলেট, নিয়োগপত্র ও প্রলোভনের দায়ে একজনকে আড়াই লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেলসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
 
  আজ রাজধানীর ভাটারা-বারিধারা এলাকায় র‌্যাব-৩ এর সহায়তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. মাসুমা পারভীনের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
 
  বারিধারার উত্তর সোসাইটির এগার নম্বর রোডের ১/১১ নম্বর বাসায় ট্রাস্ট ইমিগ্রেশন অফিসে ড. মাসুমা পারভীনের নেতৃত্বে অভিযান চালিয়ে ঐ অফিসের ম্যানেজার সৈয়দ রবিউল করিমকে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ এর ৩২ ও ৩৩ ধারায় যথাক্রমে চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ ও ভুয়া ডিমান্ড লেটার, ভিসা ক্রয়-বিক্রয়ের নামে অবৈধ অফিস খুলে ব্যবসা করার দাঁয়ে অভিযুক্ত করা হয়েছে। ইউনিকর্ন (আর এল ৩০৩) নামক অনিয়মিত একটা রিক্রুটিং এজেন্সির নামে তারা ভিসা প্রসেসিং করছিল। ৬১টি পাসপোর্টসহ  নরসিংদীর শংকর চন্দ্র দাসকে কানাডা পাঠানোর ভুয়া চুক্তিপত্র, জরুরিভিত্তিতে কম্বোডিয়ায় লোক নিয়োগ সংক্রান্ত লিফলেট, বিদেশে চাকরির দশটি ভুয়া চাহিদাপত্র এবং বিপুল পরিমাণ টাকা পয়সা লেনদেনের ডকুমেন্টসহ আটক করা হয়। ম্যানেজার সৈয়দ রবিউল করিমকে আটক করে কোর্টে চালান দেওয়া হয় ও আড়াই লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাস করে ৬ মাসের জেল দেওয়াসহ মালামালগুলো জব্দ করা হয়।
 
  অফিস মালিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
 
#
 
রাশেদ/এনায়েত/পারভেজ/সেলিম/২০১৯/২২২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৮৯৭
 
সৌদি আরবের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের বাংলাদেশ সফর
 
ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ) :
 
সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল ৬-৭ মার্চ ২০১৯ তারিখে বাংলাদেশ সফর করছেন। সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (চওঋ) এবং সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (ঝঋউ)সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ছাড়াও সৌদি আরবের শীর্ষ স্থানীয় বেশ কয়েকটি কোম্পানির প্রতিনিধিসহ প্রায় পঁয়ত্রিশ জনের একটি প্রতিনিধিদল এ সফরে অন্তর্ভুক্ত আছে।
 
সৌদি প্রতিনিধিদল আগামীকাল সকালে অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের সাথে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে করবেন। বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী,  শিল্পমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা,  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অন্তর্ভুক্ত থাকবেন। এ বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন অগ্রাধিকার খাতসমূহে সৌদি বিনিয়োগের বিষয়ে উপস্থাপন করা হবে। সৌদি প্রতিনিধিদল বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ এবং অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদেয় বিভিন্ন সুবিধা ও প্রণোদনা, বিনিয়োগের ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জসমূহ ও এর প্রতিকার ইত্যাদি বিষয়ে মতবিনিময় করবেন।  
 
সৌদি প্রতিনিধিদল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা যাচ্ছে। এ সফরকালে বাংলাদেশে সৌদি বিনিয়োগ সংক্রান্ত একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। সৌদি প্রতিনিধিদল ৬ মার্চ রাতে বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছায় এবং দিনভর কর্মসূচি শেষে ৭ মার্চ রাতে ঢাকা ত্যাগ করবেন।
#
 
মারজুক/এনায়েত/পারভেজ/সেলিম/২০১৯/২২২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ৮৯৬
 
যারা নারী উন্নয়ন সমর্থন করে তারা সন্ত্রাসবাদের সাথে আপোস করতে পারে না
                                                                        -- শিক্ষামন্ত্রী
 
ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ) :
 
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অনেক সময় আমরা দেখি কিছু মানুষ নিজেকে নারীবাদী বলে দাবি করে, নারী উন্নয়নের কথা বলে কিন্তু তারা আবার জঙ্গি, সন্ত্রাস এবং মৌলবাদী সংগঠনের সাথে ঐক্য করে। যারা নারী উন্নয়ন সমর্থন করে তারা মৌলবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে আপোস করতে পারে না। 
 
মন্ত্রী আজ ঢাকা বিশ^বিদ্যালয়ের ডিপার্টমেন্ট অভ্ উইমেন এন্ড জেন্ডার স্টাডিজের আয়োজনে ডিডাব্লিউজিএস’র জেন্ডার ফিস্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
 
উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারপার্সন ড. সানজিদা আক্তারের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রভিসি (একাডেমিক) প্রফেসর ড. নাসরিন আহমেদ, ইউ এস এইড বাংলাদেশের অ্যাক্টিং ডেপুটি মিশন ডাইরেক্টর (কধঃযষুহ ফৎুধহঃ) কাথলিন ড্রায়ান্ট, মানুষের জন্য ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর শাহিন আনাম। মূল বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও সাবেক তথ্য কমিশনার প্রফেসর ড. সাদেকা হালিম।
 
মন্ত্রী বলেন, ‘শত প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছে। সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন সূচকে বাংলাদেশ প্রতিবেশী দেশসমূহ থেকে এগিয়ে আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তথ্য ও প্রযুক্তিতে বাংলাদেশে যে বিপ্লব ঘটেছে তার সুফল পাচ্ছে বাংলাদেশের নারীরা। তারা ঘরে বসে আজ আয় করতে পারছে। এটাও নারীর ক্ষমতায়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’
 
#
 
খায়ের/এনায়েত/পারভেজ/সেলিম/২০১৯/২২০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৮৯৫
 
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নতুন ধাপে উন্নীত হবে
                                                     -- বিডার নির্বাহী চেয়ারম্যান
 
ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ) :
 
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম বলেছেন, বাংলাদেশের দৃঢ় অর্থনৈতিক সম্ভাবনা ও সৌদি আরবের শক্তিশালী অর্থনীতিকে কাজে লাগিয়ে দু’দেশের সম্পর্ক নতুন ধাপে উন্নীত হবে।
 
আজ ঢাকায় বিডার কার্যালয়ে আগামীকাল অনুষ্ঠিতব্য ‘উরধষড়মঁব ড়হ ঝধঁফর অৎধনরধ- ইধহমষধফবংয ঞৎধফব ধহফ ওহাবংঃসবহঃ ঈড়ড়ঢ়বৎধঃরড়হ’ শীর্ষক অনুষ্ঠান উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। প্রেস ব্রিফিংয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসীহ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক আরো এগিয়ে নিতে এবং দু’দেশের বিনিয়োগ ও বাণিজ্যের সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ৩৪ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী মাজেদ বিন আব্দুল্লাহ আল কাসাবি এবং অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী মোহাম্মেদ বিন আলতোয়াজরি। যুবরাজ মোহাম্মেদ বিন সালমানের নেতৃত্বে প্রতিনিধিদলটির সাথে আছে দেশটির ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের’ প্রতিনিধিরা। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে মন্ত্রী পর্যায়ে সফর ও সংলাপ এটাই প্রথম। 
 
এ সময় সৌদি প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ সরকার ও রাষ্ট্রীয় মালিকানাধীন কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সংলাপ এবং চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।
 
#
 
শরীফা/এনায়েত/পারভেজ/সেলিম/২০১৯/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৮৯৪
¬
মার্কিন কংগ্রেসের প্রস্তাবনায় তথ্যমন্ত্রীর আশাবাদ
জামায়াতের সাথে সম্পর্ক ছিন্ন ঘোষণা দিয়ে জাতি এবং বিশ্বের কাছে ক্ষমা চাইবে বিএনপি
ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ) :
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মার্কিন কংগ্রেসে গতকাল উত্থাপিত প্রস্তাবনায় জামায়াতে ইসলামী এবং এর সাথে যুক্ত সংগঠনগুলোর সাথে দেশের রাজনৈতিক দলগুলোকে সম্পর্ক ছিন্ন করতে এবং একই সাথে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে। আশা করি, মার্কিন কংগ্রেসের এই প্রস্তাবের পর বিএনপি অতি শীঘ্র জামায়াতের সাথে তাদের সকল সম্পর্ক ছিন্ন করেছে বলে ঘোষণা দেবে এবং তাদের সাথে জোট করে সরকার গঠন করেছে সে জন্য জাতি এবং বিশ্ব স¤প্রদায়ের কাছে ক্ষমা চাইবে।’ 
আজ রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনে ‘অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য আইনের ব্যবহার’ শীর্ষক কর্মশালা উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, তথ্যসচিব আবদুল মালেক, তথ্য কমিশনার সুরাইয়া বেগম ও নেপাল চন্দ্র সরকার এ সময় উপস্থিত ছিলেন। 
তথ্যমন্ত্রী এ সময় প্রস্তাবনার মূল অংশ থেকে উদ্ধৃত করে বলেন, ‘মার্কিন কংগ্রেসের প্রস্তাবনায় বিএনপিকেও জামায়াতের সাথে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়েছে।’ 
ড. হাছান মাহমুদ বলেন, ‘আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে এতো দিন যে আহ্বান জানিয়ে আসছিলাম, সেটিই মার্কিন কংগ্রেসের প্রস্তাবনায় প্রতিধ্বনিত হয়েছে। জামায়াতে ইসলামীর আশ্রয়-প্রশ্রয় দাতা হচ্ছে বিএনপি। জামায়াতে ইসলামীর সাথে জোট গঠন করে তারা নির্বাচন করেছে, সরকার গঠন করেছে, এখনো ২২ দলীয় জোটের মধ্যে জামায়াতে ইসলামী আছে।’ 
‘সরকারের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর বিষয় ব্যবস্থা নেয়া হয়েছে, যুদ্ধপরাধীদের বিচার করা হয়েছে এবং জামায়াত নিষিদ্ধের বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন রয়েছে, এবং তাদের সাথে যুক্ত জঙ্গি তৎপরতায় লিপ্ত সংস্থাগুলোর বিরুদ্ধেও ইতিমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে’ উলে¬খ করে মন্ত্রী আক্ষেপ করে বলেন, ‘কিন্তু দেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপি যখন জামায়াতের আশ্রয়-প্রশ্রয়দাতা হয়, তাদের জোটের মধ্যে যখন জামায়াত থাকে, তখন তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়।’ 
‘আমি আশা করবো, মার্কিন কংগ্রেসের এই প্রস্তাবের পর বিএনপি অতি শীঘ্র জামায়াতের সাথে তাদের সকল সম্পর্ক ছিন্ন করেছে বলে ঘোষণা দেবে এবং তাদের সাথে জোট করে সরকার গঠন করেছে সে জন্য জাতি এবং বিশ্ব স¤প্রদায়ের কাছে ক্ষমা চাইবে’, বলেন ড. হাছান। 
বেগম জিয়ার জন্য বিএসএমএমইউ’র বিশ্বমানের চিকিৎসা
  তথ্য কমিশনে বিএনপি নেত্রীর চিকিৎসা সংক্রান্ত সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা ছিলেন এবং দেশের একটি বড় রাজনৈতিক দলের চেয়ারপারসন। উপমহাদেশের সকল রীতিনীতি ভঙ্গ করে আদালতের বিশেষ বিবেচনায় কারাগারে সর্বোচ্চ বিশেষ সুবিধা তাকে দেয়া হয়েছে। এমনকি গৃহপরিচারিকার সুবিধাও দেয়া হয়েছে যা ব্রিটিশ, পাকিস্তান বা বাংলাদেশের কোনো আমলে হয়নি।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘বেগম জিয়া রাজবন্দি নন, সাজাপ্রাপ্ত আসামি, তারপরও রাজবন্দিদের বেলাতেও যা হয় না, তার বেলায় সেই সুবিধাগুলো দেয়া হচ্ছে। সার্বক্ষণিক ডাক্তার, নার্স, ফিজিওথেরাপিস্ট সবই রয়েছে তার জন্যে।’ 
তারপরও বিএনপি নেতারা ক’দিন পরপরই বেগম জিয়ার অসুস্থতার কথা বলেন, কিন্তু তার এ অসুস্থতা নতুন নয়’ উলে¬খ করে তথ্যমন্ত্রী বলেন, ‘অসুস্থতা নিয়েই তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, এই অসুস্থতা নিয়েই বেগম খালেদা জিয়া বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন, এই অসুস্থতা নিয়েই বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন।’ ‘এরপরও তার জেল-কোড অনুযায়ী যাতে সর্বোচ্চ চিকিৎসা তিনি পান, সে জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন, আমাদের দলের সাধারণ সম্পাদক অসুস্থ হওয়ার পর বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা দেয়া হয়েছে। এখানকার চিকিৎসা যে বিশ্বমানের ছিল, সেটি ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ  এবং সিঙ্গাপুর থেকে যারা এসেছিলেন তারাও বলে গেছেন।’ 
চলমান পাতা-২
 
-২-
 অনুসন্ধানী সাংবাদিকতা মডিউল প্রণয়ন ও তথ্য অধিকার আইন বিষয়ক অনলাইন ট্রাকিং সিস্টেম উদ্বোধন
এর আগে প্রধান অতিথি হিসেবে দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিক, প্রধান প্রতিবেদক এবং সম্পাদকগণের অংশগ্রহণে ‘অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য অধিকার আইনের ব্যবহার’ শীর্ষক কর্মশালা ও তথ্য অধিকার আইন বিষয়ক অনলাইন ট্রাকিং সিস্টেম উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। অনলাইন ট্রাকিং সিস্টেম চালু হওয়ায় দেশের জনগণ এখন থেকে অনলাইনে তথ্য প্রাপ্তির আবেদন, আপিল এবং তথ্য কমিশনে অভিযোগ দায়ের করতে পারবেন। প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক। 
দিনব্যাপী কর্মশালায় তথ্য অধিকার আইন ব্যবহার করে সাংবাদিকতা চর্চা, বিশেষত এই আইন ব্যবহারের মাধ্যমে অধিকতর ও গভীরতর অনুসন্ধানী সাংবাদিকতা চর্চায় সাংবাদিকদের উৎসাহিত করার জন্য একটি কর্মপরিকল্পনা ও প্রশিক্ষণ মডিউল চূড়ান্ত করা হয়। 
কর্মশালা উদ্বোধনকালে মন্ত্রী বলেন, জনগণের ক্ষমতায়নে ২০০৯ সালে সরকার প্রথম অধিবেশনে তথ্য কমিশন গঠন করতে তথ্য অধিকার আইন পাস করে। এরই ধারাবাহিকতায় তথ্য কমিশন অনেক শক্তিশালী হয়েছে। তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন সর্বক্ষেত্রে ডিজিটালাইজেশন করতে অনলাইন ট্রাকিং সিস্টেম একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এ জন্য তিনি তথ্য কমিশনকে ধন্যবাদ জানান। 
প্রধান তথ্য কমিশনার বলেন, তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণ তথ্য অধিকার আইনের লক্ষ্য। তথ্য অধিকার আইন জনগণের ক্ষমতায়নের অন্যতম হাতিয়ার। তিনি বলেন, এই আইনের চর্চা বৃদ্ধির জন্য জনগণকে ব্যাপকভাবে সচেতন করা, অনুপ্রাণিত করা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। 
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মোঃ গোলাম রহমান, খসড়া প্রশিক্ষণ মডিউল ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার এবং তথ্য অধিকার আইন বিষয়ক অনলাইন ট্রাকিং সিস্টেম উপস্থাপন করেন তথ্য কমিশনার সুরাইয়া বেগম। কর্মশালা সঞ্চালনা করেন জিটিভি ও সারাবাংলা ডটনেটের প্রধান সম্পাদক সৈয়দ ইসতিয়াক রেজা।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল বারিক, তথ্য কমিশনের সচিব মোঃ তৌফিকুল আলম, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল আহসান পিন্টু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান নিউজ এডিটর আশীষ সৈকত, দৈনিক সমকালের সহযোগী সম্পাদক অজয় দাশ গুপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইফুল আলম চৌধুরী, এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, বিএনএনআরসি’র সিইও এ এইচ এম বজলুর রহমান প্রমুখ কর্মশালায় অংশগ্রহণ করেন।
চ্যানেল নাইনের বিষয়ে তথ্যমন্ত্রী
চ্যানেল নাইনে বার্তা বিভাগ বন্ধ হওয়া সংক্রান্ত সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি চাই টেলিভিশনগুলোতে যারা কাজ করে সেই সাংবাদিকদের সুরক্ষা বজায় থাকুক। লক্ষ্য করছি,  অনেক টেলিভিশন তাদের আয় এবং ব্যয়ের মধ্যে বিরাট ফারাক। তাদের আয় যাতে বৃদ্ধি পায়, আমাদের দেশের বিজ্ঞাপনগুলো বিদেশে চলে না যায়, সে নিয়ে কাজ করছি। ধীরে ধীরে এক্ষেত্রে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। হঠাৎ করে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া সমীচীন নয়। এক্ষেত্রে যথেষ্ট সময় দেওয়া প্রয়োজন, সেখানে যারা কাজ করে তাদের সংসার আছে, তাদের রুজির ব্যাপার আছে। কোনো কারণে যদি বন্ধ করতে হয় নিয়ম অনুযায়ী তাদেরকে কয়েক মাসের বেতন দিতে হয়।’ 
#
আকরাম/মমিনুল/ফারহানা/সঞ্জীব/পারভেজ/রফিকুল/সেলিম/২০১৯/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৮৯৩
 
জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণের তারিখকে 
ইধহমষধফবংয ওসসরমৎধঃরড়হ উধু  হিসেবে ঘোষণার সনদ জাতীয় জাদুঘরে হস্তান্তর
 
 
ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ) :
১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া বাংলায় ভাষণের তারিখকে ‘ইধহমষধফবংয ওসসরমৎধঃরড়হ উধু’ হিসেবে ঘোষণা করেছে ঘবি ণড়ৎশ ঝঃধঃব ঝবহধঃব। এ ঘোষণার সনদ তথা ঘোষণাপত্র আজ বিকালে বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংগ্রহ ও প্রদর্শনের জন্য হস্তান্তর করা হয়।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্সে অনুষ্ঠিত এ হস্তান্তর অনুষ্ঠানে ঘোষণাপত্রটি প্রদান করেন নিউইয়র্ক মুক্তধারা ফাউ-েশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা। বাংলাদেশ জাতীয় জাদুঘরের পক্ষে ঘোষণাপত্রটি গ্রহণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।
হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহম্মদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব মোঃ আবদুল মজিদ।
অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন যা অর্থমূল্য দিয়ে নিরূপণ করা যাবে না। বিষয়টি প্রদর্শনী ও ব্যাপক প্রচারণার মাধ্যমে সাধারণ জনগণকে অবহিত করা হবে।
উল্লেখ্য, ঘোষণাপত্রটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান লবিতে দর্শকদের জন্য প্রদর্শন করা হবে বলে জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে।
#
ফয়সল/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/২০২০ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ৮৯২
 
সরকারের ওয়েবসাইটে  থাকা তথ্যগুলো সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা হয়েছে
                                                                                    --- আইসিটি প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ) :
         তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তথ্যপ্রযুক্তির আধুনিক বিষয়গুলোকে সহজ করতে বর্তমানে মাধ্যমিক পর্যায় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তথ্যপ্রযুক্তি বিষয় যুক্ত করা হয়েছে। তথ্যপ্রযুক্তি শিক্ষা সম্প্রসারণের জন্য দেশের স্কুল কলেজসমূহে নয় হাজারের অধিক শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও শেখ রাসেল ডিজিটাল ক্লাসরুম স্থাপন করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা অনেক আগে থেকেই এ বিষয়ে যেমন জানতে পারছে তেমনি আধুনিক প্রযুক্তি নিয়েও তাদের আগ্রহ বাড়ছে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় বিএসআরসি মিলনায়তনে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের উদ্যোগে দুই দিনব্যাপী ‘এশিয়া ওপেন একসেস ঢাকা-২০১৯’ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার নানা ধরনের উদ্যোগ নিয়ে কাজ করছে। বিশেষ করে সরকার ইতোমধ্যে ওপেন গভর্নমেন্ট পোর্টাল করেছে। বিশ্বের সবচেয়ে বড় ওয়েবসাইটের মালিকও এখন বাংলাদেশে। সরকারের ওয়েবসাইটে থাকা তথ্যগুলো সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য প্রাথমিক ভাবে চারটি বিষয় নিয়ে এগিয়ে যাচ্ছে তবে সরকার রোবটিক্স ইন্টারনেট অভ্ থিংকস, ব্লক চেইন, ওপেন ডেটা, বিগ ডেটার মতো বিষয়গুলো নিয়ে বিভিন্ন পর্যায়ে কাজ শুরু করছে। সেসব উদ্যোগ থেকে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা মাধ্যমে তথ্যপ্রযুক্তি কাজে লাগানো যায়, দারুণ কিছু করা যায় সেগুলোও নিয়ে কাজ চলছে।
জুনাইদ আহমেদ বলেন, আজ থেকে ১০ বছর আগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ৫৫ লাখ। আর এখন সাড়ে ৯ কোটির বেশি। সরকারের কোনও দফতরে ডিজিটাল সার্ভিস ছিল না। এখন ৫ শতাধিক সেক্টরে অটোমেটিক সার্ভিস চালু করা হয়েছে। আইটি সেক্টরে কোনো কর্মসংস্থান ছিল না। এখন এ সেক্টরে প্রায় ১০ লাখ মানুষ কাজ করছে। ইনফরমেশন কমিউনিকেশন নেটওয়ার্ক গ্রাম পর্যায়ে চলে গেছে। প্রায় ৩৮শ’ ইউনিয়নে ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে হাইস্পিড ইন্টারনেট ব্রডব্যান্ড পৌঁছে দেওয়া হয়েছে। ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি এলাকা ডিজিটাল হাইস্পিড ইন্টারনেটের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ওয়ায়েস কবির, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাস ও বিআরসির পরিচালক মোঃ আজিজ জিলানী চৌধুরী বক্তৃতা করেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক ভাবে প্রতিবছরই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এবার এ আয়োজনটি হচ্ছে বাংলাদেশে। এশিয়ার মধ্যে ওপেন একসেস, ওপেন সায়েন্স, ওপেন এডুকেশনের সামগ্রিক অবস্থার বিস্তারিত নানা বিষয়গুলো সম্মেলনে উপস্থাপন করা হয়। 
#
শহিদুল/মমিনুল/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                            নম্বর :  ৮৯১
¬
প্রশাসনিক ট্রাইব্যুনালের স্থায়ী স্থাপনা নির্মাণ করা হবে 
  -- আইনমন্ত্রী
 
ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ) :
 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রশাসনিক ট্রাইব্যুনাল এবং প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল বাংলাদেশের সংবিধান দ্বারা স্থাপিত প্রতিষ্ঠান। দীর্ঘ দিন যাবৎ এর কোনো স্থায়ী স্থাপনা নেই। তাই একটি স্থায়ী স্থাপনা প্রয়োজন। 
 
আজ ঢাকায় নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণে প্রশাসনিক ট্রাইব্যুনাল আইনজীবী সমিতির বার্ষিক ভোজ সভায় বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
 
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সভায় প্রধান অতিথি ছিলেন।
 
মন্ত্রী বলেন, এ ট্রাইব্যুনাল ৩৫ বছর যাবৎ অস্থায়ী স্থাপনায় আছে। এ ট্রাইব্যুনালের বর্তমান জায়গা নিয়ে কিছু সমস্যা আছে। এ সমস্যা নিরসন করে এর একটি স্থায়ী স্থাপনা নির্মাণ করা হবে। 
 
সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বি মিয়া, প্রশাসনিক ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি (অব.) একেএম ফজলুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।
 
#
 
রেজাউল/ফারহানা/পারভেজ/সেলিম/২০১৯/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৮৯০
 
কৃষি উন্নয়নে গবেষণা অপরিহার্য
                      ---কৃষিমন্ত্রী
ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ) :
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা প্রদানের প্রধান এবং অন্যতম উৎস হচ্ছে কৃষি। সরকার কৃষি উন্নয়নে যুগোপযোগী নীতিমালা প্রণয়ন হালনাগাদ করেছে। ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। আমাদের কৃষির টেকসই উন্নয়নের জন্য কৃষি রূপান্তর, কৃষি বহুমুখীকরণের, বাজারজাতকরণ এবং ভ্যালু অ্যাড ও ভ্যালু চেইন অপরিহার্য। এমতাবস্থায় জৈব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৈচিত্র্যপূর্ণ খাদ্যের উৎপাদন জরুরি। 
আজ রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই) আয়োজিত ‘অমৎরপঁষঃঁৎধষ ঞৎধহংভড়ৎসধঃরড়হ রহ ইধহমষধফবংয : ঊারফবহপব ড়হ ইরড়ঃবপযহড়ষড়মু ধহফ ঘঁঃৎরঃরড়হ-ঝবহংরঃরাব অমৎরপঁষঃঁৎব’ শীর্ষক পলিসি ওয়ার্কশপে মন্ত্রী এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, আধুনিক জৈব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য প্রাপ্যতা নিশ্চিত করতে সরকার জিএমওসহ কৃষি রূপান্তর, হাইব্রিড জাত নিয়ে এসেছে। কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে কিন্তু কৃষকরা উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাচ্ছে না। অন্যদিকে পুষ্টিকর খাদ্য বাজারে থেকে ক্রয়ের সামর্থ্য নেই, এ জন্য কৃষিজ পণ্যের বাজারজাত অপরিহার্য।  
মন্ত্রী বলেন, আমাদের দেশে উদ্ভাবিত বিটি বেগুন কৃষক ভোক্তা সবাই গ্রহণ করেছে উৎপাদন ভালো এবং বেশ লাভজনক। কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান আমাদের কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত নতুন নতুন জাত নিয়ে বিরোধিতা করছে। আমাদের কৃষকরা এসব উন্নত জাতের সত্ত্ব হারাবে যে কথা বলা হচ্ছে তাও ঠিক নয়। এ ক্রমবর্ধমান জনসংখ্যা খাদ্য চাহিদা মিটানো ও ভবিষ্যৎ খাদ্য ঘাটতি মোকাবিলায় নতুন নতুন উন্নত জাত উদ্ভাবন করতে হবে। নতুন জাত যেন পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর না হয় সেই দিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। 
খাদ্যে ভেজাল রোধে আরো কঠোর হওয়া উচিত বলে মন্ত্রী জানান। খাদ্যে ভেজাল রোধে আর কোনো ছাড় দেয়া হবে না। ভেজাল রোধে ঢাকায় কেন্দ্রীয়ভাবে একটি ল্যাব ও বিভাগীয় শহরের একটি করে ল্যাব স্থাপন করা হবে যাতে করে দ্রুততার সাথে ভেজার শনাক্ত করা যায়।  
  অতিরিক্ত সচিব ড. মোঃ আব্দুর রৌফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব মোঃ নাসিরুজ্জামান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আযাদ।
#
গিয়াস/মমিনুল/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৯৪৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                            নম্বর :  ৮৮৯
¬
টেশিসকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে
                                       -- মোস্তাফা জব্বার
টঙ্গী (গাজীপুর), ২২ ফাল্গুন (৬ মার্চ) :
ডাক,  টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী  মোস্তাফা জব্বার বলেছেন, টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) কে যে কোনো মূল্যে শক্তিশালী একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, জনগণের স্বার্থ রক্ষা করতে হবে সবার আগে। তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, টেশিসকে সবল করতে যে কোন ব্যর্থতা মেনে নেয়া হবে না। তিনি এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
মন্ত্রী আজ টঙ্গীতে টেশিস স্থাপনা পরিদর্শনকালে টেশিস কর্মকর্তাদের সাথে এক বৈঠকে এই নির্দেশ দেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ^াস এ সময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী টেশিসকে শক্তিশালী করতে বিভিন্ন পরামর্শ তুলে ধরে বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠানটিকে স্বাধীন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে হবে। কারো কাছে জিম্মি হয়ে লক্ষ্য অর্জন সম্ভব নয়। সঠিক কর্মপরিকল্পনা নিয়ে এগুতে পারলে টেশিসকে শক্তিশালী করা কঠিন হবে না  -  শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র। 
মন্ত্রী আরো বলেন, মার্কেট সার্ভে না করে কোন ডিজিটাল পণ্য উৎপাদন ও বাজারজাতে সুফল আসে না। এতকাল বাজার ও উৎপাদন বিষয়ে কোন গবেষণা ও কর্মপরিকল্পনা না থাকায় মন্ত্রী বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, টেশিস একটি প্রযুক্তি প্রতিষ্ঠান, এখানকার মানুষকে মেধা দিয়ে কাজ করতে হবে, প্রযুক্তিগত বিষয়ে আরো যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে হবে।  টেশিস এর বিদ্যমান বিভিন্ন প্লান্টে নতুন প্রযুক্তির সমন্বয় করে কাজ করতে হবে। 
তুলনামূলক সাশ্রয়ী মূল্যে গুণগত মানের  দোয়েল ল্যাপটপ তৈরি ও তা ক্রয়ে ক্রেতাদের আগ্রহী করে তোলার প্রয়োজনীয়তা ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, পাইরেসি সফটওয়্যার ব্যবহারের সংস্কৃতি যেন দোয়েলকে স্পর্শ করতে না পারে, এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। চাহিদাভিত্তিক গুণগতমানের ডিভাইস উৎপাদন ও বাজারজাত করার মাধ্যমে জনগণের হাতে পণ্য পৌঁছে দিতে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের কাছে পৌঁছতে না পারলে টিকে থাকা যায় না।
মোস্তাফা জব্বার জিজিটাল প্রযুক্তি উৎপাদন ও রপ্তানি খাতে বাংলাদেশের সফলতা বর্ণনা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ অগ্রগতিতে সারা বিশে^র বিস্ময়। গত কয়েক মাসে দেশে ৬টি মোবাইল সেট উৎপাদন কারখানা চালু হয়েছে। এই মাসেই আরো একটি কারখানা উদ্বোধন করা হবে। 
মন্ত্রী এ সময় উৎপাদনের জন্য প্রস্তুতকৃত ওকে মোবাইল প্লান্ট, টেলিফোন ও পিএবিএক্স এবং ডিজিটাল মিটার প্লান্ট পরিদর্শন করেন।
#
শেফায়েত/মমিনুল/ফারহানা/সঞ্জীব/সেলিম/২০১৯/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮৮৮
 
বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ কার্যক্রম চলমান
ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ) :
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আজ ঢাকায় মোহম্মদপুরের বসিলায়  নদীর তীরে স্থাপিত আমিন-মমিন হাউজিং প্রকল্পের ২০ হাজার ঘনমিটার মাটি অপসারণ করেছে। বিআইডব্লিউটিএ’র দু’টি এবং বেসরকারি কোম্পানির দু’টি এক্সাভেটর দিয়ে  উক্ত মাটি অপসারণ করা হয়েছে। মাটি অপসারণ কাজ চলমান থাকবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিএ দখলদারদের বিতাড়িত করার পরিকল্পনা নিয়ে নদীর তীর উদ্ধারে উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে।  আগাম
Todays handout (6).docx Todays handout (6).docx