Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ নভেম্বর ২০২৩

তথ্যবিবরণী ৮ নভেম্বর ২০২৩

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ১৬১৭

পেট্রোবাংলা এবং যুক্তরাষ্ট্রের এক্সেলরেট এনার্জির মধ্যে

দীর্ঘমেয়াদী এলএনজি বিক্রয় -ক্রয়, এমএলএনজি সম্প্রসারণ চুক্তি স্বাক্ষর

ঢাকা, ২৩ কার্তিক (৮ নভেম্বর) :

            আজ ঢাকার একটি হোটেলে পেট্রোবাংলা এবং যুক্তরাষ্ট্রের এক্সেলরেট এনার্জির মধ্যে দীর্ঘমেয়াদী এলএনজি বিক্রয়-ক্রয়, এমএলএনজি সম্প্রসারণ এবং পায়রা টার্ম শিট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিটিতে পেট্রোবাংলার বোর্ড সচিব রুচিরা ইসলাম এবং যুক্তরাষ্ট্রের এক্সেলরেট এনার্জির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট র‌্যামন ওয়াংদি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

            চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম বলেছেন, বিগত ৩ বছরে  বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বাংলাদেশকে শুধু জ্বালানি খাতেই অতিরিক্ত ১৪ বিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হয়েছে। আমাদের অর্জনগুলো সুসংগঠিত করতে পারলে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সময়ের ব্যাপার মাত্র। জ্বালানির বহুমুখীকরণের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। সৌর বিদ্যুৎ হিতে ১১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে জ্বালানির উন্নয়ন ও জ্বালানি সহযোগিতা পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, Small Modular Reactor বাংলাদেশের জন্য কার্যকর হতে পারে।

            অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের যথাযথ বিকাশের জন্য আগামী ১০ বছরে ২০০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। প্রযুক্তিতে ব্যাপক পরিবর্তন আসবে। বিশাল বিনিয়োগের সুযোগ হবে। গভীর সমুদ্রে অনুসন্ধানে কাজেও ব্যাপক বিনিয়োগ আসবে। বিশ্বের নামিদামি কোম্পানিগুলো আগ্রহ ব্যাপক।

            প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৫ বছরে বংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অগ্রগতি লক্ষণীয়। বার্ষিক কর্ম সম্পাদন বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন প্রতিটি ক্ষেত্রেই  বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ ঈর্ষণীয় সাফল্য দেখায়।  ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। এখন সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছানই একটি চ্যালেঞ্জ। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সাথে থেকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সরকার নিবেদিত হয়ে কাজ করছে।

            Excelerate Gas Marketing Limited Partnership (EGMLP) হতে ১৫ বছর মেয়াদে শূন্য দশমিক ৮৫ হতে ১ দশমিক শূন্য এমটিপিএ এলএনজি আমদানির জন্য আজ EGMLP ও পেট্রোবাংলার মধ্যে LNG SPA স্বাক্ষর হলো। চুক্তি অনুযায়ী জানুয়ারি, ২০২৬ হতে EGMLP এলএনজি সরবরাহ করবে। MLNG Terminal এর Expansion এর ফলে ২০২৪ সালের জানুয়ারি হতে MLNG Terminal এর রি-গ্যাসিফিকেশন ক্ষমতা ৫০০ হতে ৬০০ এমএমসিএফডি হবে।

            উল্লেখ্য, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে এলএনজি আমদানি এবং রিগ্যাসিফিকেশনের মাধ্যমে গত ২০১৮ সালের  আগস্ট মাসে সর্বপ্রথম জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করা হয়। দীর্ঘমেয়াদি ভিত্তিতে এলএনজি সরবরাহে আগ্রহী প্রতিষ্ঠান হতে এলএনজি আমদানির লক্ষ্যে একটি Standard SPA প্রস্তুত করা হয়েছে। মহেশখালীতে Excelerate Energy Bangladesh Limited (EEBL) Summit Oil & Shipping Co. Ltd (SOSCL)  কর্তৃক স্থাপিত প্রতিটি ৫০০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ ক্ষমতার ২টি FSRU -এর মাধ্যমে এলএনজি গ্রহণ ও আরএলএনজি সরবরাহের কাজ করা হচ্ছে।

            জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাস্ট্রদূত পিটার ডি হাস ও পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বক্তব্য রাখেন।

#

আসলাম/পাশা/রফিকুল/জয়নুল/২০২৩/২২৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                           নম্বর : ১৬১৬

আওয়ামী লীগের হাতেই বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধির যাত্রা শুরু

                                                                 --- স্থানীয় সরকার মন্ত্রী

লক্ষ্মীপুর, ২৩ কার্তিক (৮ নভেম্বর) :

          স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধির যাত্রা অব্যাহত রাখতে হলে বাংলাদেশ আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। শেখ হাসিনা বাংলাদেশকে পরিবর্তিত করে দিয়েছেন, দারিদ্র্য পীড়িত ঘণবসতিপূর্ণ বাংলাদেশকে আজকে উন্নয়নশীল দেশের কাতারে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন।

          মন্ত্রী আজ লক্ষ্মীপুর জেলার কমলনগর ও রামগতি উপজেলায় উন্নয়ন ও সুধী সমাবেশে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মেজর (অব.) আব্দুল মান্নান, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

          মন্ত্রী বলেন, বিএনপি জামাতের শাসনামলে বাংলাদেশ দুর্নীতি, সন্ত্রাস ও অরাজকতায় পরিপূর্ণ ছিল। সে সময় মানুষ পানি ও বিদ্যুতের জন্য মিছিল করেছে, কৃষক সারের জন্য প্রতিবাদে রাস্তায় নেমেছে এবং পুলিশ নির্বিচারে তাদের উপর গুলি চালিয়েছিল। আওয়ামী লীগের বড় বড় নেতৃবৃন্দকে হত্যা থেকে শুরু করে এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে একুশে আগস্টের গ্রেনেড হামলার মতো বর্বর আক্রমণও বিএনপি চালিয়েছিল।

           মোঃ তাজুল ইসলাম এ সময় বলেন, আজকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ফলে বিভিন্ন পরাশক্তি আমাদের ওপর নানা রকম চাপ প্রয়োগ করতে চাচ্ছে। অথচ মহান স্বাধীনতা যুদ্ধের সময় আমরা তাদের সহযোগিতা পাইনি বরং তারা পাকিস্তানের পক্ষে ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে ’৭৪ সালে বন্যার ফলে সারা দেশে যখন খাদ্যাভাব দেখা দেয় তখন তারা আমাদের কোনো সহযোগিতা করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিনরাত পরিশ্রমের ফলে আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছাতে পেরেছে উল্লেখ করে তিনি বলেন, এখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে।

#

হেমায়েত/পাশা/রফিকুল/জয়নুল/২০২৩/২২১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৬১৫

জাহাজ প্রক্রিয়াজাতকরণ শিল্পে অর্থায়নের আহ্বান শিল্প সচিবের

ঢাকা, ২৩ কার্তিক, (৮ নভেম্বর) :  

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা নরওয়ে, জাপানসহ অন্যান্য উন্নয়ন অংশীদারদের বাংলাদেশে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে অর্থায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের মধ্যে অন্যতম প্রধান জাহাজ পুনঃপ্রক্রিয়াকারী দেশ, বাংলাদেশে ১০৮টি জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ ইয়ার্ড রয়েছে যা চট্টগ্রামস্থ সীতাকুণ্ডে অবস্থিত। উল্লিখিত ইয়ার্ডগুলোর মধ্যে কার্যরত রয়েছে ৫০টির মতো। যাদের বার্ষিক জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ সক্ষমতা ১০ মিলিয়ন মেট্রিক টনেরও অধিক। এদেশের বার্ষিক জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের গড় প্রবৃদ্ধি প্রায় ১৪%। দেশের সামগ্রিক আয়রন চাহিদার ৬০-৭০% আসে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্প হতে। এ খাত থেকে আয় হয় প্রায় ৮০০ মিলিয়ন ডলারেরও অধিক এবং সরকারের রাজস্ব আয় হয় প্রায় ১০০-১২০ মিলিয়ন ডলার। এ শিল্পে প্রত্যক্ষভাবে ৩০,০০০-৫০,০০০ মানুষ, পরোক্ষভাবে প্রায় ১,৫০,০০০ মানুষ নির্ভরশীল। এ শিল্পের ওপর ৩০০টিরও অধিক রি-রোলিং স্টিল মিল নির্ভরশীল। ফলে দেশের সামগ্রিক টেকসই উন্নয়নে এ শিল্প ব্যাপক ভূমিকা রেখে চলেছে।

জাকিয়া সুলতানা আজ রাজধানীর সোনারগাঁও প্যান প্যাসিফিক হোটেলে Inception workshop on IMO-Norway sensrec Project Phase III শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয় ও আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এতে অন্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত Espen Rikter-Svendsen এবং জাপানের রাষ্ট্রদূত IWAMA Kiminori, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর কান্ট্রি ডিরেক্টর Tuomo Poutiainen উপস্থিত ছিলেন। এছাড়া, আন্তর্জাতিক সামদ্রিক সংস্থা (আইএমও) এর অংশীদারিত্ব ও প্রকল্প বিষয়ক ডিরেক্টর Jose Matheickal ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

গত ১২ জুন ২০২৩ তারিখে বাংলাদেশ কর্তৃক হংকং কনভেনশন অনুসমর্থন করা হয়েছে। সে হিসেবে ২০২৫ সালের মধ্যে TSDF  সকল ইয়ার্ডসমূহ HKC Compliant না হলে শীপ রিসাইক্লিং এর জন্য নতুন করে কোনো জাহাজ ভাঙ্গার অনুমোদন শিল্প মন্ত্রণালয় হতে পাওয়া যাবে না। বর্তমানে পরিবেশসম্মতভাবে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের জন্য জাপান সরকারের অর্থায়নে জাইকা Treatment Storage and Disposal Facility (TSDF) স্থাপনের লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে। আলোচ্য SENSREC Phase III উক্ত TSDF পরিচালনার লক্ষ্যে সরকারি কর্মকর্তা/ইয়ার্ড ম্যানেজারসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের প্রশিক্ষণ প্রদানসহ TSDF পরিচালনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত গাইডলাইন বা নীতিমালা প্রণয়নে সার্বিক বিষয়ে কারিগরি সহায়তা প্রদান করবে।

#

মাহমুদুল/পাশা/সঞ্জীব/শামীম/২০২৩/২০৩০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর : ১৬১৪

গার্মেন্টসের ওপর নির্ভরশীল না হয়ে পণ্যের বহুমুখীকরণ করতে হবে

                                                                               --- বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ২৩ কার্তিক (৮ নভেম্বর) :

          বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, শুধু গার্মেন্টস শিল্পের ওপর নির্ভর না করে রপ্তানির জন্য পণ্যের বহুমুখীকরণ করতে হবে। এটি করা সম্ভব হলে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করা সম্ভব হবে।

          আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলতায়নে বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জাতীয় রপ্তানি ট্রফি ২০২০-২১’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

          মন্ত্রী জানান, শুধু রেডিমেড গার্মেন্টস শিল্পের ওপর নির্ভর করা যাবে না। রপ্তানিযোগ্য আরো অনেক পণ্য আছে। যত বেশি পণ্য আমাদের রপ্তানিতে অন্তর্ভুক্ত হবে ততো বেশি দেশে রপ্তানি করা যাবে। এতে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি বলেন, আমাদের রপ্তানি এখনও তৈরি পোশাকের ওপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু নতুন পণ্য ও সেবা আমাদের রপ্তানির ঝুড়িতে সংযোজিত হয়েছে। এসময় ২০৩০ সালের মধ্যে দেশের রপ্তানি আয় একশ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জনে সকল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, বৈশ্বিক সকল প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্ব বাণিজ্যে টিকে থাকার জন্য প্রস্তুতি নিতে হবে।

          টিপু মুনশি বলেন, দেশে স্থানীয় শিল্পের বিকাশের মাধ্যমে রপ্তানি বাণিজ্যের প্রসার এবং দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এসব কর্মসূচি বাস্তবায়িত হলে রপ্তানি আয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি বলেন, শিল্পপতি ও ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও সুষ্ঠু প্রতিযোগিতা সৃষ্টি করাই হচ্ছে এ ট্রফি প্রদানের মূল উদ্দেশ্য। এই ট্রফি বিজয়ীদের আরো উৎসাহিত এবং অন্যদেরকে নতুন উদ্যোগে কাজ করতে অনুপ্রাণিত করবে।

          বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম। স্বাগত বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ভাইস-চেয়ারম্যান এ এইচ এম আহসান।

          উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরের সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠানসহ ২৮টি পণ্য ক্যাটেগরিতে ৭৩টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করা হয়। সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি’ প্রদান করা হয়।

#

হায়দার/পাশা/রফিকুল/জয়নুল/২০২৩/২০১০ঘণ্টা

  

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ১৬১৩

 

টেকসই উন্নয়ন ও পরিবেশগত ভারসাম্য রক্ষার কথা বিবেচনা করেই কাজ করে ভূমি মন্ত্রণালয়

                                                                                                                            - ভূমিমন্ত্রী

 

ঢাকা, ২৩ কার্তিক, (৮ নভেম্বর) :  

পরিবেশ সুরক্ষায় চিংড়ি মহালে অবস্থিত প্রশস্ত ফাঁকা স্থানে সবুজায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ।

আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চিংড়িমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করার সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশ প্রদান করেন ভূমিমন্ত্রী। এই সময় ভূমি সচিব মোঃ খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী সিদ্ধান্ত টেকসই উন্নয়ন ও পরিবেশগত ভারসাম্য রক্ষার ব্যাপার বিবেচনা করেই গ্রহণ করা হয় এবং তা অনুযায়ী কাজ করা হয়। এই ব্যাপারে প্রধানমন্ত্রীর কঠোর অনুশাসন রয়েছে। বাংলাদেশ সরকারের জলবায়ু অভিযোজন ও প্রশমনের ওপর প্রভাব হ্রাসে গৃহীত কার্যক্রমে ভূমি মন্ত্রণালয় অন্যতম সহযোগী মন্ত্রণালয় উল্লেখ করে ভূমিমন্ত্রী আরও বলেন, কৃষি জমি সুরক্ষার লক্ষ্যে প্রক্রিয়াধীন আইন, ল্যান্ড জোনিং প্রকল্প সহ ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প জলবায়ু অভিযোজন ও প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাইফুজ্জামান চৌধুরী এই সময় বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করে লবণাক্ততা প্রবণ উপকূলীয় এলাকা, চিংড়ি চাষ ইত্যাদি বিবেচনা করে চিংড়ি মহালে অবস্থিত প্রশস্ত ফাঁকা স্থানে উপযুক্ত উদ্ভিদ রোপণের জন্য বলেন। এছাড়া পানি নিষ্কাশনের সময় যেন চিংড়ি মহাল নিকটবর্তী বাঁধের ক্ষতিসাধন না হয় সে ব্যাপারেও লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

ভূমি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কক্সবাজার ও সাতক্ষীরা জেলার মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং চিংড়ি চাষ ও ব্যবসায় যুক্ত ব্যক্তিবর্গ সহ বিভিন্ন অংশীজন সভায় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত একইদিন সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৭৪তম সভা অনুষ্ঠিত হয়। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর, সমবায় অধিদপ্তর এবং মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ। হবিগঞ্জ, রাঙ্গামাটি, মৌলভীবাজার এবং নাটোর জেলা প্রশাসকবৃন্দ সভায় নিজনিজ জেলা হতে ভার্চুয়ালি সভায় যোগদান করেন।

#

নাহিয়ান/পাশা/সঞ্জীব/শামীম/২০২৩/১৮৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৬১২

শিক্ষার্থীদের দক্ষতানির্ভর প্রশিক্ষণ দেয়া হবে

                  -- শিক্ষামন্ত্রী

ঢাকা, ২৩ কার্তিক (৮ নভেম্বর) :

 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের পেশাদার প্রশিক্ষকদের কাছে নিয়ে গিয়ে দক্ষতানির্ভর প্রশিক্ষণ দেয়া হবে।

 

মন্ত্রী আজ রাজধানীর আগারগাওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে আন্তর্জাতিক মানের ওয়েল্ডিং প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, প্রতি বছর বিপুল সংখ্যক নতুন জনশক্তি কর্মবাজারে প্রবেশ করছে। নির্মাণ শিল্প, ম্যানুফ্যাকচারিং, হেভি ও লাইট ইঞ্জিনিয়ারিং, জাহাজ নির্মাণ শিল্প, অটোমোবাইলসহ নানা খাতে দেশে-বিদেশে দক্ষ কর্মী হিসেবে নিয়োজিত করতে পারলে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে অন্যদিকে অর্জিত হবে রেমিটেন্স। এছাড়া বর্তমানে সরকারের চলমান মেগা প্রকল্পসমূহ বাস্তবায়ন এবং বেসরকারি খাতে বিপুল নির্মাণ সংশ্লিষ্ট কর্মকান্ড রয়েছে। তাই এই খাতে আন্তর্জাতিক মান বজায় রাখতে আধুনিক ও বিশ্বমানের ওয়েল্ডিং নিশ্চিত করা জরুরি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, দেশ থেকে প্রতি বছর যেসব ওয়েল্ডার বিদেশে কাজ করতে যান তারা অদক্ষ হিসেবে সেখানে যান। ভবিষ্যতে তারা প্রশিক্ষণ এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্য সনদ নিয়ে বিদেশে যেতে পারবেন।

 

উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত অত্যাধুনিক ওয়েল্ডিং প্রশিক্ষণ ল্যাব স্থাপন ও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান লিংকন ইলেক্ট্রনিক্স এর তত্ত্বাবধানে সরকারি টিএসসি এবং পলিটেকনিক এর ৩০০ জন ট্রেনারকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আহমেদ মনিরুছ সালেহীন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন।

 

#

জাহিদ/পাশা/সঞ্জীব/রেজাউল/২০২৩/১৮৫৫ ঘণ্টা

 


তথ্যবিবরণী                                                                                                                      নম্বর : ১৬১১

পাড়ায় মহল্লায় আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলুন

               --তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঢাকা, ২৩ কার্তিক (৮ নভেম্বর) :

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, ‘সরকার তাদেরকেই গ্রেপ্তার করছে যারা আগুন সন্ত্রাসের সাথে যুক্ত, হুমুকদাতা-অর্থদাতা-নির্দেশদাতা আয়োজনকারী। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নাই। একাত্তরে পাকিস্তানি বাহিনী মানুষকে হত্যা করেছে কিন্তু জীবন্ত পোড়ায় নাই, এরা পাকিস্তানি বাহিনীর চেয়েও জঘন্য হয়ে দাঁড়িয়েছে। সুতরাং পাকহানাদারদের বিরুদ্ধে যেমন পাড়ায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল, আজকে এদের বিরুদ্ধে পাড়ায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ 

আজ রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অভ্‌ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’র (আইডিইবি) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক প্রসঙ্গে মন্ত্রী এ সব কথা বলেন। 

‘উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। 

এ সময় আইডিইবি ভবন প্রাঙ্গণে রাখা বিএনপির সমাবেশ-অবরোধে পুড়িয়ে দেওয়া দু’টি বাসের ধ্বংসাবশেষের কথা উল্লেখ করে সম্প্রচার মন্ত্রী বলেন, ‘আগুন সন্ত্রাসীরা আসলে রাষ্ট্রের ওপর হামলা চালাচ্ছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা রাষ্ট্রের তিনটি অঙ্গের একটির প্রধান হচ্ছেন প্রধান বিচারপতি। তার বাড়িতে হামলার অর্থ বিচার বিভাগের ওপর হামলা। জাজেস কমপ্লেক্সে, পুলিশ হাসপাতালে এবং সবাইকে অবাক করে দিয়ে এই আইডিইবি ভবনেও হামলা চালানো হয়েছে। এটি পেশাজীবীদের সংগঠন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আওয়ামী লীগও না, বিএনপিও না। এখানে কেন হামলা চালাল এটি আমার বোধগম্য নয়।’

আমাদের অভ্যন্তরীণ বিষয় আমরা ফয়সালা করবো এ প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী হাছান বলেন, বাংলাদেশ সাড়ে ১৭ কোটি মানুষের দেশ, পৃথিবীর ৩৫তম অর্থনীতির দেশ। বাংলাদেশ এখন ২০২৩ সালের দেশ, শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশ। আমাদের বন্ধুরাষ্ট্ররা পরামর্শ দিতে পারে কিন্তু এমন পরামর্শ না যেটি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হতে পারে বলে প্রতীয়মান হয়। আমাদের সাথে সবার সম্পর্ক ভালো। 

বিএনপির সাথে বিদেশিদের সম্পর্ক নিয়ে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপি মনে করেছিল তাদেরকে যারা একটু বাতাস দিচ্ছিল, তারা বাতাস দিতে দিতে দোলনায় চড়িয়ে শিশুদের মতো ফিডার খাইয়ে ক্ষমতার দোলনায় চড়িয়ে দেবে। কিন্তু যারা সাউন্ড গ্রেনেডের আওয়াজেই পালিয়ে যায় তাদেরকে কেউ আর বাতাস দেবে না।’ 

ড. হাছান মাহ্‌মুদ বলেন, ‘ইসরাইলি বাহিনী যখন পাখি শিকার করার মতো করে মানুষ শিকার করছে, শিশু হত্যা করছে, গতকালও ৬শ’ জনকে হত্যা করেছে, এর বিরুদ্ধে সারা পৃথিবীতে প্রতিবাদ হচ্ছে। শুধু বিএনপি-জামাত একটি শব্দও উচ্চারণ করে নাই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তারেক রহমানের সাথে মির্জা ফখরুল সাহেবের কথোপকথনে ফখরুল সাহেব বলছেন, “গাজায় যেভাবে হত্যাযজ্ঞ হচ্ছে তাতে কিছু বলার দরকার”। আর তারেক রহমান পরামর্শ দিচ্ছে “গাজা অনেক দূরে আমরা আমাদের সমস্যা নিয়ে আছি, এটা নিয়ে বলার দরকার নাই, কারণ কেউ নাখোশ হবে”।’

‘এইভাবে যারা অন্যায়ের সময় নিশ্চুপ থাকে তারা অন্যায়কারীকেই সমর্থন করে’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির এরা শুধু ইসলামের শত্রু নয়, এরা মানবতার শত্রু, দেশের শত্রু। ক্ষমতায় যাওয়ার জন্য এরা বিদেশি বেনিয়াদের হাতে দেশটাকে তুলে দিতে চায়। এবং সে কারণে এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে একটি শব্দও বলে নাই। বরং নিজেদের রাষ্ট্রের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। ক্ষমতায় যাওয়ার জন্য এরা দেশ বিক্রি করতেও দ্বিধা করবে না।’ 

মন্ত্রী গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাফল্য কামনা করেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘আজকে আমাদের সেতু এবং মেগাপ্রকল্পগুলোসহ অবকাঠামোগত যে অভাবনীয় উন্নয়ন হয়েছে, সেখানে যারা মাঠে কাজ করেন তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। প্রধানমন্ত্রী তৃতীয় দফা সরকার গঠনের পর আজ পর্যন্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রধানমন্ত্রী ও সরকারের পাশে থেকেছে। দেশের উন্নয়নে অনন্য ভূমিকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই।’ 

#

 

আকরাম/পাশা/সঞ্জীব/রেজাউল/২০২৩/১৭৪৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৬১০

শিক্ষা জাতির সার্বিক উন্নয়ন সমৃদ্ধির চাবিকাঠি

      --আবুল হাসানাত আবদুল্লাহ্

 

বরিশাল, ২৩ কার্তিক (৮ নভেম্বর) :  

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, শিক্ষা জাতির সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির চাবিকাঠি। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবচেয়ে বড় হাতিয়ার শিক্ষার গুণগত মানোন্নয়ন। এ লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জাতীয় শিক্ষানীতি-২০১০ প্রণয়ন করেছে।

 

আবুল হাসানাত আবদুল্লাহ্ আজ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সেরালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।  

 

আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণ ও দেশকে এগিয়ে নিতে মানসম্মত শিক্ষাদান কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, স্বাধীনতাত্তোর যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেন। ১৯৭২ সালের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে শিক্ষার কথা বলা হয়েছে। বঙ্গবন্ধু ১৯৭২ সালে ড. কুদরত ই-খুদাকে সভাপতি করে বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষা কমিশন গঠন করেন। ১৯৭৩ সালে ভংঙুর অর্থনীতির মধ্যেও বঙ্গবন্ধু দেশের দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানদের জন্য শিক্ষার সমাধিকার নিশ্চিত করেন।

 

আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, শিক্ষক ও কর্মচারীদেরকে সরকারের বিদ্যমান সুযোগ সুবিধা কাজে লাগিয়ে মানসম্মত শিক্ষাদান কার্যক্রম অব্যাহত রাখতে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক সমস্যাবলি সমাধানে সহায়তার আশ্বাস দেন।  

 

#

 

আহসান/পাশা/সঞ্জীব/রেজাউল/২০২৩/১৮১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৬০৯

 

এক শ্রেণির স্বার্থান্বেষী মহলের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসলাম ধর্ম

                                                -নৌপরিবহন প্রতিমন্ত্রী

 

বিরল (দিনাজপুর), ২৩ কার্তিক, (৮ নভেম্বর) :  

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ধর্ম মানুষকে একটি সুশৃঙ্খল জীবন যাপন করতে সহায়তা করে। ধর্ম মানুষের মধ্যে মমত্ববোধ ও ভালোবাসা তৈরি করে। ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম। এ ধর্মে অশান্তির কোনো স্থান নেই। কিন্তু ইসলাম ধর্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে এক শ্রেণির স্বার্থান্বেষী মহলের জন্য। ধর্ম মানুষের মধ্যে মানবিক দৃষ্টিভঙ্গি তৈরি করে।

প্রতিমন্ত্রী আজ দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজইন আলফালাহ মডেল মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সুধী সমাবেশে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ইসলাম ধর্মের বাণী হচ্ছে সত্য সুন্দর এবং কল্যাণের জন্য। ইসলাম ধর্মে বিদ্বেষী ভাবের কোনো স্থান নেই। সারা বিশ্বে মুসলমানরা আজ চরম সংকটে আছে। গাজায় নির্বিচারে মানুষ হত্যা চলছে। আমাদেরকে প্রমাণ করতে হবে, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম।

ধর্মজইন আলফালাহ মডেল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার, বিরল পৌরসভার মেয়র ও বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সবুজার সিদ্দিক সাগর, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, পাবলিক প্রসিকিউটর ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।

প্রতিমন্ত্রী এর আগে বিরল উপজেলাধীন বোর্ডহাট হতে ব্রহ্মপুর ভায়া শিবপুর রাস্তা (১০ নং রানীপুরকুর ইউনিয়ন); বিরল উপজেলাধীন ওয়াইএমসি পাথরঘাটা পুকুর হতে ফতেপুর মাদ্রাসা ভায়া চৌধুরীডাঙ্গা স্কুল পর্যন্ত সড়ক (৮নং ধর্মপুর ইউনিয়ন); ভান্ডারা ইউপি অফিস হতে বহবলদিঘীহাট পর্যন্ত সড়ক (৬নং ভান্ডারা ইউনিয়ন); বিরল উপজেলাধীন বহবলদিঘী হাট হতে কালিয়াগঞ্জ হাট সংযোগ সড়ক ভায়া ছোট চৌপুকুরিয়া পর্যন্ত সড়ক (১০ নং রানীপুরকুর ইউনিয়ন) এবং বিরল উপজেলা হেডকোয়ার্টার হতে শিকদারগঞ্জ জিসি ভায়া কালিয়াগঞ্জহাট ও কামদেবপুরহাট সড়ক (৮নং ধর্মপুর ইউনিয়ন) নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রতিমন্ত্রী পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনকৃত দিনাজপুর জেলার গৌরীপুর নামক স্থানে খরা মৌসুমে সম্পুরক সেচ প্রদানের লক্ষ্যে পুনর্ভবা নদীর উপর সমন্বিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো পরিদর্শন করেন। তিনি বিরল উপজেলাধীন বিজোড়া হাজীপাড়া হতে বৈদ্যনাথপুর মোড় ভায়া পলাশবাড়ী পর্যন্ত সড়ক (৭নং বিজোড়া ইউনিয়ন); সিংগুল হামিদ-হামিদা উচ্চ বিদ্যালয়ের মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘরের সংযোগ সড়ক ; সিংগইল হতে গোবিন্দপুর ভায়া শ্যামপুর সড়ক; বিরল উপজেলাধীন গোবিন্দপুর মোড় হতে লক্ষ্মীরহাট সড়ক; ধামইর ইউপি হেডকোয়ার্টার হতে তাড়গাঁও ইউপি পর্যন্ত সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চৌরঙ্গীহাটের নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করেন।

#

জাহাঙ্গীর/পাশা/সঞ্জীব/শামীম/২০২৩/১৭২০ঘণ্টা

 

তথ্যবি

2023-11-08-16-43-690010e5ddf262341ad0f1175399855c.docx 2023-11-08-16-43-690010e5ddf262341ad0f1175399855c.docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon