Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ মে ২০১৫

তথ্যবিবরণী 9/5/2015

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ১৩৩৮
                                                                        
শিক্ষার্থীদের মেধা বিকাশে বিতর্ক প্রতিযোগিতা একটি উপযোগী মাধ্যম
                                                      -- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহী, ২৬ বৈশাখ (৯ মে) :   

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম বলেছেন, তরুণ শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে বিতর্ক প্রতিযোগিতা একটি উপযোগী মাধ্যম হিসেবে কাজ করতে পারে। এতে নৈতিক মূল্যবোধ ও সহনশীলতা অর্জিত হয়। একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদেরকে বিজ্ঞানমনস্ক হতে হবে বলে তিনি উল্লেখ করেন।   

    প্রতিমন্ত্রী আজ রাজশাহী কলেজ মিলনায়তনে দৈনিক সমকাল আয়োজিত তৃতীয় জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা-২০১৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের আটটি জেলার  ৩২ জন বিতার্কিক অংশ নিয়েছে।

    প্রতিমন্ত্রী বলেন, দেশে উৎপাদন বৃদ্ধি, দুর্যোগ সহনীয় জাতের পণ্য  ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনে দেশি  বিজ্ঞানীদের ভূমিকা  প্রশংসনীয়। তিনি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞানবিজ্ঞান চর্চা করে জাতির বৃহত্তর কল্যাণ ও  উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

    প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া এ কলেজেরই প্রাক্তন মেধাবী  ছাত্র, যিনি তাঁর কর্মময় জীবনে আন্তর্জাতিক পরিম-লে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।  তিনি তাঁর  বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

    রাজশাহী  দৈনিক সমকাল পত্রিকার ব্যুরো প্রধান সৌরব হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহী কলেজের উপাধ্যক্ষ  আল ফারুক চৌধুরী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং সুহৃদ সমাবেশ  রাজশাহীর সদস্যসচিব কামরুল্লাহ সরকার বক্তৃতা করেন।

    প্রতিমন্ত্রী পরে রাজশাহী জেলার বাঘা উপজেলায় রাজশাহী-বাঘা, চারঘাট-বানেশ্বর রুটে বিআরটিসি চলাচল  কার্যক্রমের উদ্বোধন করেন।

#

মিজান/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২১৩০ ঘণ্টা    
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ১৩৩৭
                                                                        
আনসার ও ভিডিপি দেশের আর্থসামাজিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি
                                -- হাসানুল হক ইনু

কুষ্টিয়া, ২৬ বৈশাখ (৯ মে) :   

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আর্থসামাজিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। এ বাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

মন্ত্রী আজ কুষ্টিয়ায় জেলা আনসার ভিডিপি কার্যালয় চত্বরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশ গঠনে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যরা নিবেদিতপ্রাণ। জাতীয় ও স্থানীয় পর্যায়ে শান্তিশৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা বিধানে এ বাহিনী অগ্রণী ভূমিকা পালন করছে। সন্ত্রাস ও নাশকতা নির্মূলে তাদের আরো বেশি যুগোপযোগী ও গতিশীল হতে হবে। তিনি আরো বলেন, পেশাগত দক্ষতা অর্জনে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণলব্ধ জ্ঞান  কাজে লাগিয়ে নিজ নিজ পরিবারের উন্নয়নের পাশাপাশি একটি সুখী ও সমৃদ্ধ  দেশগঠনে এ বাহিনীর সদস্যদের ভূমিকা পালনের জন্য তিনি আহ্বান জানান।

কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে  আনসার-ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নাজিম উদ্দীন, কুষ্টিয়া জেলা পরিষদ প্রশাসক জাহিদ হাসান জাফর, কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, আনসার-ভিডিপি’র খুলনা রেঞ্জ পরিচালক মোহাঃ আকবর আলী এবং কুষ্টিয়া জেলা কমান্ড্যান্ট ফেরদৌস আহাম্মদ বক্তৃতা করেন।
    
মন্ত্রী ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে রঙিন টেলিভিশন, সেলাই মেশিন, ছাতাসহ বিভিন্ন প্রকার পুরস্কার বিতরণ করেন।

#

জিনাত/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২০৩০ ঘণ্টা    

 

তথ্যবিবরণী                                          নম্বর : ১৩৩৬
মাদরাসার শিক্ষার্থীরাও আধুনিক জ্ঞানবিজ্ঞান প্রযুক্তিতে দক্ষ হচ্ছে
                                                          --শিক্ষামন্ত্রী
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে):
    সরকার মাদরাসা শিক্ষাকে যুগোপযোগীকরণ করছে। এখন মাদরাসা শিক্ষায় পাস করা শিক্ষার্থীরাও আধুনিক জ্ঞানবিজ্ঞান প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে পারছে। তারা ইসলামের আদর্শ ও মর্মবাণী অনুধাবনের পাশাপাশি উন্নত জীবনধারণ তথা জাতীয় উন্নয়নে সরাসরি অধিকতর ভূমিকা রাখতে পারবে।
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ ঢাকায় গাউসুল আজম মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে জমিয়াতুল মোদার্রেছীন আয়োজিত ‘মাদরাসা শিক্ষাধারার শিক্ষাক্রম ও পাঠ্যসূচির উন্নয়ন এবং জাতীয় প্রত্যাশা পূরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দীনের সভাপতিত্বে সেমিনারে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাওলানা ড. মোহাম্মদ আহম্মদ উল্লাহ, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক বিল্লাল হোসেন, এনসিটিবি’র চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র পাল এবং জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব মাওলানা সাব্বির আহম্মেদ মোমতাজী বক্তৃতা করেন।
    শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জাতীয় শিক্ষানীতিতে মাদরাসা শিক্ষাকে অধিক গুরুত্ব প্রদান করেছে। শিক্ষানীতি, সমকালীন জীবনচাহিদা, পরিবর্তিত বিশ্বপরিস্থিতির আলোকে ইবতেদায়ি, দাখিল ও আলিম স্তরের প্রচলিত শিক্ষাক্রম ও পাঠ্যসূচি পরিমার্জন ও উন্নয়ন করা হয়েছে। তিনি বলেন, ইসলামের চিরাচরিত জীবনধারা, নীতি-আদর্শ, ইতিহাস-ঐতিহ্য, ভাষা ও সাহিত্য সম্পর্কিত জ্ঞান অর্জনের লক্ষ্যে কুরআন মজিদ, আকাইদ ও ফিকাহ, হাদিস শরিফসহ আরবি সকল বিষয় বাধ্যতামূলক করা আছে। সাধারণ শিক্ষার্থীদের ন্যায় গুণাবলি ও দক্ষতা অর্জনে মাদরাসা শিক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয় যুক্ত করা হয়েছে। তাছাড়া, ধর্মীয় বিষয়াদির আলোচনায় যৌক্তিকভাবে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে সহায়ক প্রসঙ্গ অন্তর্ভুক্ত করা হয়েছে।
    শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, সাধারণ শিক্ষার প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের মতো মাদরাসা সুপারদের বেতনসমতা নিশ্চিত করা হয়েছে। দেশের এক হাজারটি মাদরাসায় একাডেমিক ভবন নির্মাণ, ৩১টি সিনিয়র মাদরাসায় অনার্স কোর্স চালু করা, ৩৫টি মডেল মাদরাসা উন্নয়ন করা, ১০০টি মাদরাসায় ভোকেশনাল কোর্স চালু করার কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের মতো এর আগে আর কোনো সরকার মাদরাসা শিক্ষার জন্য এতো উন্নয়ন সাধন করেনি। আলেম-ওলামাগণের ৯৯ বছরের স্বপ্ন পূরণ হয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় চালু করার মাধ্যমে। চালু করা হয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। তিনি সরকারের সকল উন্নয়নকাজে সবার সহযোগিতা কামনা করেন।
#
সুবোধ/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯২২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ১৩৩৫
                                                                        
তথ্যপ্রযুক্তির ব্যবহার ছাড়া  দেশের কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব নয়
                            -- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

বান্দরবান, ২৬ বৈশাখ (৯ মে) :   

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বিশ্বায়নের এ যুগে তথ্যপ্রযুক্তির সার্বিক ব্যবহার ছাড়া দেশের কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব নয়। তাই দেশের প্রত্যন্ত এলাকার শিক্ষক ও শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

    প্রতিমন্ত্রী গতকাল বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    বীর বাহাদুর উশৈসিং বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে  একটি উন্নত ও সমৃদ্ধিশালী জাতি গঠনে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তরুণ সমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে জনসম্পদে পরিণত করার জন্য কারিগরি শিক্ষাব্যবস্থাকে আরো যুগোপযোগী ও কার্যকরী করা হয়েছে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় প্রাথমিক বিদ্যালয় স্থাপনকালে প্রচলিত বিধানের কয়েকটি শর্ত শিথিল করা হয়েছে।

    বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ আমিন, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, অতিরিক্ত জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা নুরুল আফছার এবং জেলা পরিষদ সদস্য কাজী মজিবুর রহমান উপস্থিত ছিলেন।

    প্রতিমন্ত্রী বান্দরবান সদর, লামা, রোয়াংছড়ি ও রুমা উপজেলার ২১টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাঝে  ল্যাপটপ এবং ৩৫ জন গরিব ও অসহায় মানুষের মাঝে  ৪ লাখ ৩৯ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন।

#

জুলফিকার/মিজান/নবী/জসীম/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা    

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর :  ১৩৩৪

সুস্থ ও নিরোগ মানুষই সুখী সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল জাতি গঠনে সহায়ক
                                                   -- এলজিআরডি প্রতিমন্ত্রী

রংপুর, ২৬ বৈশাখ (৯ মে) :   
 
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, সুস্থ ও নিরোগ মানুষই হতে পারে একটি সুখী, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল জাতি গঠনের সহায়ক শক্তি।

প্রতিমন্ত্রী আজ রংপুরের টাউন হল মিলনায়তনে রংপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল আয়োজিত হোমিওপ্যাথির জনক স্মরণে ‘হ্যানিম্যান ডে’ ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

এ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডাঃ সৈয়দা শাহানা সুলতানা সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী বলেন, নবীন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমী, অধ্যবসায়ী, সৎ ও মানবিক গুণাবলীর অধিকারী হয়ে ভবিষ্যতে জাতির সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বর্তমান সরকারের স্বাস্থ্যখাতের উন্নয়নচিত্র তুলে ধরে বলেন, এ অগ্রযাত্রাকে এগিয়ে নিতে শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলকে স্ব স্ব দায়িত্ব পালনে সচেতন থাকতে হবে। তিনি রংপুর জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোখাতে বিশেষ প্রকল্প গ্রহণের আশ্বাস দেন।
 
পরে প্রতিমন্ত্রী শ্বাশ্বত বাংলা জাদুঘর হলরুমে রংপুর বিভাগীয় কিন্ডারগার্টেন ফাউন্ডেশন আয়োজিত আলোচনাসভা ও কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে যোগ দেন।

#

আহসান/মিজান/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৭৩৮ ঘণ্টা

 

Todays handout (3).doc Todays handout (3).doc