Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ ফেব্রুয়ারি ২০১৯

তথ্যবিবরণী 16/2/2019

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৬৬৪
 
নেত্রকোণায় গ্রন্থমেলার উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং মৎস্য প্রতিমন্ত্রী
 
 
নেত্রকোণা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :
 
আজ নেত্রকোণার কালেক্টরেট মাঠে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং মৎস্য প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু ১৫ দিনব্যাপী গ্রন্থমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
 
ফেব্রুয়ারি মাস উপলক্ষে এই গ্রন্থমেলায় ৫০টির মতো স্টল স্থাপন করা হয়েছে। নেত্রকোণায় প্রতি বছর এই সংক্ষিপ্ত বইমেলার আয়োজন করা হয়। মন্ত্রী এবং প্রতিমন্ত্রী গ্রন্থমেলার উদ্বোধন শেষে স্টলগুলো ঘুরে দেখেন। উদ্বোধন অনুষ্ঠানে তাঁরা আধুনিক ডিজিটাল মাধ্যমের কারণে বইপড়ার অভ্যাস কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে নতুন প্রজন্মকে বইমুখী করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
 
এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং মৎস্য প্রতিমন্ত্রী জেলার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের  তিন শহিদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন করেন। এই বিদ্যালয়ের তিন জন ছাত্র ড. ফজলুর রহমান, দবির উদ্দিন আহম্মেদ ও আনোয়ারুল আলম খান চৌধুরী ৭১ সালে শহিদ হন। তাঁদের স্মৃতি রক্ষার্থে এই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়। 
 
বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন অনুষ্ঠানেও তাঁরা বক্তৃতা করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে বিএনপি-জামাতের মতো স্বাধীনতার বিপক্ষ শক্তির সহাবস্থান স্বাভাবিক নয় বলে উল্লেখ করেন। মৎস্য প্রতিমন্ত্রী শহিদের স্মৃতিবিজড়িত মোহনগঞ্জে একটি মৎস্য গবেষণাগার স্থাপনের ঘোষণা দিয়ে বলেন, অবহেলিত নেত্রকোণার উন্নয়নে এলাকার মন্ত্রী, এমপিসহ সরকারের সাথে জড়িতদের সম্মিলিতভাবে কাজ  করতে হবে। 
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অসীম কুমার উকিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত প্রমুখ।   
 
মৎস্য প্রতিমন্ত্রী এর আগে নেত্রকোণা আধুনিক হাসপাতালের উন্নয়ন ব্যবস্থাপনা কমিটির সভায়ও সভাপতিত্ব করেন এবং হাসপাতালের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
 
#
 
শাহ আলম/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৯/২১৩৭ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৬৬৩

জাতিসংঘ সামাজিক উন্নয়ন কমিশনের ৫৭তম অধিবেশন
বৈষম্যহীন সমাজ গড়ায় কাজ করে যাচ্ছে সরকার 
                      -- জাতিসংঘে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন

নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র), ১৬ ফেব্রুয়ারি :  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বৈষম্য দূর করার মাধ্যমে একটি একীভূত, ন্যায়সঙ্গত ও পক্ষপাতমুক্ত সমাজ গড়ায় কাজ করে যাচ্ছে সরকার। আর সরকারের বৈষম্য দূর করার এই পদক্ষেপসমূহের অন্যতম হলো - দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা সহজলভ্য করা এবং সকলের অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা।  

আজ জাতিসংঘ সামাজিক উন্নয়ন কমিশনের ৫৭তম অধিবেশনের ‘সাধারণ আলোচনা’ পর্বের বক্তৃতায় এসব কথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

স্থায়ী প্রতিনিধি তাঁর বক্তব্যে বৈষম্য দূরীকরণে শেখ হাসিনা সরকার গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের কথা সংশ্লিষ্ট বিভিন্ন সূচক ও পরিসংখ্যান উল্লেখ করে উপস্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো : ‘সমগ্র সমাজ দৃষ্টিভঙ্গি’ গ্রহণ যাতে কেউ পিছনে পড়ে না থাকে; নারীর অংশগ্রহণকে উৎসাহিত করা; প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে লিঙ্গ সমতা অর্জন; বয়স্ক, বিধবা ও নির্ভরশীল পিতামাতাদেরকে সম-পরিচর্যা সুবিধা প্রদান; জাতীয়ভাবে পরিবারকেন্দ্রিক নীতি ও কর্মসূচি প্রণয়ন ও শক্তিশালী করা; জ্ঞান ও কর্মদক্ষতাকে রূপকল্প-২০২১ এর মূল চালিকাশক্তি নির্ধারণ; ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সকলের, বিশেষ করে নারীদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত; নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং সকল ক্ষেত্রে লিঙ্গ সমতা আনতে নারী ও পুরুষের কাজে সমমর্যাদা ও সমমজুরি নিশ্চিত করা। 

রাষ্ট্রদূত মাসুদ বলেন, ইতিমধ্যে মানবিক উন্নয়ন সূচকে টেকসই ক্রমোন্নতিসহ আর্থসামাজিক উন্নয়নের সকল ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। তিনি আরো বলেন, আয়-প্রবৃদ্ধি সমুন্নত রাখতে আমরা সম্প্রতি তৈরি পোশাক খাতের সর্বনি¤œ মজুরি পর পর দু’বার রিভিউ করেছি। এ খাত দেশের সর্বাপেক্ষা বৃহৎ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত যেখানে ৮০ শতাংশ নারী কাজ করেন যার সংখ্যা প্রায় ৪ দশমিক ৫ মিলিয়ন। 

জাতিসংঘের ৫৭তম সামাজিক উন্নয়ন কমিশনের এবারের প্রতিপাদ্য -‘আর্থিক, মজুরি ও সামাজিক সুরক্ষা নীতির মাধ্যমে সামাজিক অন্তর্ভুক্তির অসমতা ও চ্যালেঞ্জসমূহ মোকাবিলা’। ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ অধিবেশন ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 

#

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন/নাইচ/পারভেজ/সেলিম/২০১৯/১৯২০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৬৬২
গার্মেন্টস পরিস্থিতি পর্যবেক্ষণ কমিটিকে দ্রুত রিপোর্ট প্রদানের নির্দেশ শ্রম প্রতিমন্ত্রীর
 
খুলনা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :
 
গার্মেন্টস শিল্প খাতে ঝুঁকিপূর্ণ এলাকার শ্রম পরিস্থিতি পর্যবেক্ষণে গঠিত ২৯টি কমিটিকে দ্রুত রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। 
 
প্রতিমন্ত্রী আজ খুলনায় বয়রা এলাকায় বিভাগীয় শ্রম ভবন প্রাঙ্গণে শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আয়োজিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে শ্রমিকদের সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ নির্দেশনা দেন।
 
শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের ভাগ্যের উন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। তিনি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 
 
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শ্রমিক এবং তাদের স¦জনদের হাতে ৪৯ লাখ ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। 
 
অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. এ এম এম আনিসুল আওয়ালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জিয়াউর রহমান এবং পুলিশ সুপার এ এস এম শফিউল্লাহ এবং জাতীয় শ্রমিক লীগের খুলনা জেলা সভাপতি মোঃ বিএম জাফর বক্তৃতা করেন। 
#
আকতারুল/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৯/২০২৪ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৬৬১
 
ডিজিটাল দুর্নীতি কমাতে সবাইকে সজাগ থাকার আহ্বান পরিকল্পনা মন্ত্রীর
 
ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :  
 
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান দারিদ্র্য নিরসন এবং বৈষম্য কমাতে আর্থিক অন্তর্ভুক্তির ওপর জোর দেন। তিনি আজ ঢাকায় স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সামিট ২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
দেশের আর্থিক অন্তর্ভুক্তির নানা উদ্যোগের কথা জানিয়ে মন্ত্রী বলেন, জনগণকে অর্থনৈতিক কর্মকা-ে যুক্ত করতে সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা মোবাইল ব্যাংকিং বা ডিজিটাল ফান্ড ট্রান্সফারের মাধ্যমে করছে।
 
ডিজিটাল দুর্নীতি কমাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রযুক্তির বিষয়ে আমরা যেমন স্মার্ট, যারা  ডিজিটাল দুর্নীতি করে তারাও স্মার্ট। আমাদের দেশে নয়, অন্য দেশেও ডিজিটাল  দুর্নীতি হয়। ডিজিটাল দুর্নীতি কমাতে তিনি  নতুন নতুন উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে বলেন।
 
#
 
শাহেদ/নাইচ/পারভেজ/সেলিম/২০১৯/১৯২০ ঘণ্টা 
 
 
 
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৬৬০
 
টেলিটককে এক নম্বর অপারেটর হিসেবে প্রতিষ্ঠা করা হবে
                                           -- মোস্তাফা জব্বার
 
ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :  
 
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সরকারের চলতি মেয়াদের মধ্যেই টেলিটককে দেশের এক নম্বর মোবাইল ফোন অপারেটর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। তথ্যপ্রযুক্তি দুনিয়ার বিস্ময়কর আবিষ্কার ফাইভ জি প্রযুক্তি টেলিটকের মাধ্যমেই শুরু হবে।
 
মন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল খেলার মাঠে টেলিটক বাংলাদেশ লিমিটেড আয়োজিত টেলিটক আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মোস্তাফা জব্বার ক্যাম্পাসের স্মৃতি রোমন্থন করেন। তিনি পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং মানসিক ও শারীরিক উৎকর্ষতা বৃদ্ধিতে খেলাধুলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, কম্পিউটারে সামাজিক যোগাযোগ মাধ্যমে পারস্পরিক পরিচয় হয়, কিন্ত ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে একে অন্যের কাছে আসার সুযোগ সৃষ্টি করে, যা মানসিক ও শারীরিক সুস্থতার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। 
 
সপ্তম বারের মতো অনুষ্ঠিত আন্তঃবিভাগ টুর্নামেন্টে  টেলিটকের সেলস এন্ড ডিস্ট্রিবিউশন ডিভিশন মার্কেটিং ও প্রজেক্ট বিভাগকে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে।
 
মন্ত্রী বলেন, প্রযুক্তি ও বিনিয়োগসহ টেলিটককে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বিপ্লবে বাংলাদেশকে বৈশ্বিক নেতৃত্বের জায়গায়  পৌঁছে দিয়েছেন। তারই নেতৃত্বে আমরা টেলিটকের বিদ্যমান প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবো। সরকারি প্রতিষ্ঠান হিসেবে টেলিটককে মানুষের প্রত্যাশার জায়গায় নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।
 
মন্ত্রী টেলিটকের গ্রাহক সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান। তিনি সমন্বয়ের মাধ্যমে টেলিটকের চলমান উন্নয়নে কাজ দ্রুততার সাথে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
 
অনুষ্ঠানে টেলিটক ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাহাবুদ্দীন এবং জগন্নাথ হলের প্রভোস্ট প্রফেসর 
ড. ওয়াসিম সরকার বক্তৃতা করেন।
 
মন্ত্রী পরে বিজয়ী দলের খেলোয়াড়দেরকে পুরস্কারের ট্রফি তুলে দেন।
 
#
 
শেফায়েত/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/১৯০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৬৫৯
 
কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
৩৫ লাখ মেট্রিক টন উদ্বৃত্ত আলু রপ্তানির ব্যবস্থা করা হবে
 
ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :  
 
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে এখন প্রয়োজনের অতিরিক্ত ৩৫ লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হচ্ছে। এ আলু কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হলেও তার উপযুক্ত মূল্য পাচ্ছে না কৃষক। দেশে আলুর ব্যবহার সীমিত। ভাতের পরিবর্তে আলুর ব্যবহার বৃদ্ধি করা গেলে দেশ উপকৃত হতো। বিশ্বের অনেক দেশে বাংলাদেশে উৎপাদিত আলুর চাহিদা আছে। চাহিদার অতিরিক্ত উৎপাদিত আলু বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
 
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ ঢাকায় স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের ৪৬তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
টিপু মুনশি বলেন, বাংলাদেশে উৎপাদিত আলু বিশ^বাজারে গ্রহণযোগ্য করে উৎপাদনের জন্য গবেষণা করা হবে। উৎপাদিত আলুর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে। উৎপাদিত আলু যাতে নষ্ট না হয় এবং কৃষকরা উপযুক্ত মূল্য পান সে বিষয় মাথায় রেখেই সরকার কাজ করবে।
 
বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের প্রেসিডেন্ট মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মোঃ শফিউল ইসলাম মহিউদ্দিন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রথম সহসভাপতি ড. কামরুল হোসেন চৌধুরী ও নির্বাহী কমিটির পরিচালক মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
 
#
 
বকসী/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৯/১৮৩০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৬৫৮ 
জানুয়ারি মাসে মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম গৃহীত
ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে গত জানুয়ারি মাসে মাদকবিরোধী অভিযান, প্রচার কার্যক্রম ও মাঠ পর্যায়ে প্রচারিত ফিলারগুলোর তথ্য নি¤œরূপ :
ঢাকা বিভাগে মাদকবিরোধী সভা ৯৩টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক মাদকবিরোধী আলোচনা সভা ১২৬টি ও মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৪টি; ময়মনসিংহে মাদকবিরোধী সভা ৫৬টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ১৮টি ও মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৭টি; চট্টগ্রামে মাদকবিরোধী সভা ৫৫টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ১০২টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৬টি; রাজশাহীতে মাদকবিরোধী সভা ৬২টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৯৩টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ২৭টি; রংপুরে মাদকবিরোধী সভা ৫৬টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ২৬টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৬টি; খুলনায় মাদকবিরোধী সভা ২৬টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৫০টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ২টি; বরিশালে মাদকবিরোধী সভা ১৯টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৩৮টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৪৯টি এবং সিলেটে মাদকবিরোধী সভা ২৮টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ২৬টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৭টি।
জানুয়ারি মাসে আটটি বিভাগে মাদকবিরোধী সভা হয়েছে ৩৯৫টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা হয়েছে ৪শ’ ৭৯টি, ফিলার প্রচার হয়েছে ১০৮টি এবং মাদকবিরোধী অভিযান হয়েছে ৪ হাজার ৭২০টি। অভিযানকালে ইয়াবা ট্যাবলেট ও গুড়া, গাজা, ফেনসিডিল, হেরোইন, দেশি-বিদেশি মদ, বিয়ার, জাওয়া, ওয়াশ, নগদ অর্থ, যানবাহন ও মোবাইল সেট জব্দ করা হয়।
#
মামুন/মাহমুদ/পারভেজ/আব্বাস/২০১৯/১৯১০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                 নম্বর : ৬৫৭
 
বাংলাদেশি উদ্যোক্তারদেরকে সাহায্য করবে মার্কেট এক্সেস সেন্টার
 
ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :
 
বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের (ংঃধৎঃঁঢ়) কে সাহায্য কাজ করবে যুক্তরাষ্ট্রের মেন্টরিং প্রতিষ্ঠান মার্কেট এক্সেস সেন্টার (টঝ গঅঈ)। বাংলাদেশের স্টার্টআপদের সাহায্য করতে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও যুক্তরাষ্ট্রের মার্কেট এক্সেস সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 
 
ক্যালিফোর্নিয়ার সানফ্রানসিসকোতে গতকাল শুক্রবার এ সমঝোতা স্মারক স¦াক্ষরিত হয়। বাংলাদেশের স্টার্টআপদের সঙ্গে মার্কেট এক্সেস সেন্টারের সুদূরপ্রসারী সম্পর্ক সৃষ্টি করা এ সমঝোতার অন্যতম লক্ষ্য। 
 
মার্কেট এক্সেস সেন্টার বিশ্বব্যাপী স্টার্টআপদের মেন্টরিং করে। এ ছাড়া তারা স্টার্টআপগুলোকে আন্তর্জাতিক পরিম-লে তহবিল পেতেও সাহায্য করে। প্রতিষ্ঠানটি অনলাইনে কিংবা সরাসরি এসব সাহায্য করে থাকে। 
 
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম ও মার্কেট এক্সেস সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 
 
এছাড়া প্রতিমন্ত্রী ক্যালিফোর্নিয়াতে এড়ড়মষব এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। 
#
 
শহীদুল/মাহমুদ/মাহবুব/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                 নম্বর : ৬৫৬
 
তথ্য আপা প্রকল্পের মাধ্যমে নারীদেরকে ক্ষমতায়িত করা হবে
            ---মহিলা ও শিশু বিষয়ক সচিব
 
ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :
 
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার বলেছেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ইনফো লেডি বা তথ্য আপা প্রকল্পের মাধ্যমে দেশের এক কোটি নারীকে ক্ষমতায়িত করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে ডিজিটাল বাংলাদেশ ও নারীর ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য আপা প্রকল্প প্রধানমন্ত্রীর এ উদ্যোগসমূহকে ত্বরাণি¦ত করবে। এ প্রকল্প বাস্তবায়নে সবাইকে তাই সচেষ্ট থাকতে হবে। তিনি আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার ইনস্টিটিউটে তথ্য আপা প্রকল্পের নবনিযুক্ত উপজেলা তথ্য সেবা কর্মকর্তাদের ১৫ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক মোঃ গোলাম ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা পারভীন, প্রকল্প পরিচালক মীনা পারভীন প্রমুখ।        
#
 
খায়ের/মাহমুদ/মাহবুব/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৯০৭ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                 নম্বর : ৬৫৫  
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে
    ---ভূমিমন্ত্রী
চট্টগ্রাম, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) : 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে। তাঁর অবদানের কারণে গত নির্বাচনে বাংলার জনগণ প্রমাণ করেছে শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ। আজ শনিবার দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপশহরখ্যাত দোহাজারী পৌরসভার পাঠানীপুল এলাকায় আসহাব সিরাজ স্কুল এন্ড কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ কথা বলেন।
 
অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার। তিনি দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দিয়েছেন। 
 
ভূমিমন্ত্রী হাজী আসহাব মিয়া ফাউন্ডেশনের বিভিন্ন সমাজসেবামূলক কাজের প্রশংসা করেন। আসহাব সিরাজ স্কুল এন্ড কলেজ শিক্ষা ক্ষেত্রে অবদান রাখবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী এবং হাজী আসহাব মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সিরাজুল ইসলাম তাঁর মরহুম পিতার স্মরণে এবং এলাকার শিক্ষা প্রসারের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ার উদ্যোগ গ্রহণ করেছেন।
  
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরী, চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী, আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী,  চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবু আহম্মেদ চৌধুরী জুনু, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আলীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান চৌধুরী। 
 
#
 
নাহিয়ান/নাইচ/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৭৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                 নম্বর : ৬৫৪ 
 
উন্নত বাংলাদেশের যোগ্য নাগরিক হতে হবে
      ---কৃষিমন্ত্রী
 
টাঙ্গাইল, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :
 
মেধা, শ্রম ও অধ্যবসায় দ্বারা নিজেদের ২০৪১ সালের যোগ্য নাগরিক হিসেবে গড়তে হবে। আগামীর উন্নত বাংলাদেশের তোমরাই নির্মাতা, তোমাদের চিন্তা চেতনা, কর্ম ও স্বপ্ন হতে হবে উন্নত বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকের মতো।
 
আজ কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলা অডিটোরিয়ামে শাইয়ান ফাউন্ডেশন আয়োজিত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।
 
কৃষিমন্ত্রী আরো বলেন, আজ যারা বৃত্তি পেয়েছো তাদের শপথ নিতে হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। তোমাদের মাঝে লুকিয়ে আছে অমিত সম্ভাবনার দেশের ভবিষ্যৎ। এখন থেকেই নিজেদেরকে নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, আমাদের শিক্ষাক্ষেত্রে গবেষণা দরকার। শিক্ষার গুণগত মান বাড়াতে হবে শিক্ষক-অভিভাবক সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে। আর যারা শিক্ষা নিয়ে বাণিজ্য করে নৈরাজ্য করে তাদের কোনো ক্ষমা নয়। তারা জাতির শত্রু, দেশের ভবিষ্যৎ নাগরিকের শত্রু। এদের প্রতিহত করতে হবে এখনই।
 
মন্ত্রী অবিভাবকদের উদ্দেশে বলেন, আজ আপনার সন্তান অনেকের মাঝে বৃত্তি পেয়ে নিজেকে যোগ্য প্রমাণ করেছে। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে এদেরকে যথাযথ নৈতিক শিক্ষায় শিক্ষিত করে দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলা।
#
 
গিয়াস/নাইচ/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৭১৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                 নম্বর : ৬৫৩  
সরকারের লক্ষ্য সব খাতের উন্নয়ন
---পরিকল্পনা মন্ত্রী
ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :
 
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, উন্নয়ন অগ্রযাত্রায় টেকসই গণতন্ত্র অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য জরুরি। তিনি বলেন, সরকারের লক্ষ্য সব খাতের উন্নয়ন। আমাদের সবচেয়ে বড় অন্তর্ভুক্তিমূলক কৌশল হলো গণতন্ত্র। আমরা যদি টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, তাহলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্জন করতে পারব।
মন্ত্রী আজ ঢাকায় ব্র্যাক সেন্টারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম (ঝড়ঁঃয অংরধহ ঘবঃড়িৎশ ড়হ ঊপড়হড়সরপ গড়ফবষরহম-ঝঅঘঊগ) আয়োজিত দু’দিনব্যাপী চতুর্থ বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘সুশাসনের নতুন চ্যালেঞ্জ : অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, বাণিজ্য ও অর্থব্যবস্থা’। 
গ্রামে পরিবর্তনের ছোঁয়া লেগেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নানা কারণেই গ্রাম এখন পরিবর্তিত হয়েছে। দারিদ্র্য কমছে, সাক্ষরতার হার বাড়ছে, মানুষের আকাক্সক্ষা বাড়ছে ও উৎপাদনও প্রান্তিকভাবে বেড়েছে। ‘আমরা এখন পারব’ এই বিশ্বাস মানুষের মধ্যে আমরা স্থাপন করতে পেরেছি। এখন অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে আমরা কাজ করছি। 
মন্ত্রী বলেন, আমরা যখন শুরু করেছিলাম তখন প্রতি পাঁচ জনে দু’জনের বেশি ছিল দরিদ্র, এখন প্রতি পাঁচ জনে একজন।
সানেমের চেয়ারম্যান বজলুল হক খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান, এসকাপ-এসএসডব্লিউ’র পরিচালক ড. নাগেশ কুমার ও বিআইডিএস গবেষণা পরিচালক ড. বিনায়েক সেন।
#
 
শাহেদ/নাইচ/পারভেজ/আব্বাস/২০১৯/১৭১৪ ঘণ্টা
Todays handout (8).docx Todays handout (8).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon