Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ August ২০১৮

তথ্যবিবরণী 27/8/2018

তথ্যবিবরণী                                                                                নম্বর : ২৩৭৩ 
         
ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ঢাকা, ১২ ভাদ্র (২৭ আগস্ট) : 
ঢাকা মহানগরীসহ দেশের ট্রাফিক ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সকল কার্যক্রম বাস্তবায়ন পরিবীক্ষণের লক্ষ্যে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রথম সভা আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান বৈঠকে সভাপতিত্ব করেন।

সভায় ঈদুল আজহার পূর্বে ও পরে ঢাকাসহ সারাদেশের সড়ক দুর্ঘটনা এবং সার্বিক পরিবহন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এ সময় সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়।  

এছাড়া ঢাকাসহ সারাদেশে নিরাপদ সড়ক নিশ্চিত করতে চলমান কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। 

রুট পারমিটবিহীন যানবাহন যাতে রাস্তায় চলাচল করতে না পারে এবং ট্রাফিক আইন সঠিকভাবে পরিপালন করা হয় তার জন্য মোবাইল কোর্ট পরিচালনা জোরদার করার নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সহায়তায় সারা দেশের সড়ক, মহাসড়কগুলোকে সিসিটিভি ক্যামেরার নেটওয়ার্কের আওতায় আনার জন্য প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়া সভায় ট্রাফিক আইন মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করতে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

#
ইমরুল/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৮/২১২৩ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৩৭২ 
               
জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে তথ্যমন্ত্রী
আমার সন্তান যেন পায় জঙ্গি-রাজাকারের রাহুমুক্ত দেশ

ঢাকা, ১২ ভাদ্র (২৭ আগস্ট) : 

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘আমার সন্তান যেন জঙ্গি-আগুনসন্ত্রাসী-রাজাকারের রাহুমুক্ত দেশ পায়, সে জন্যই কাজী নজরুলের পথে হাঁটতে হবে, দূর করতে হবে ধর্মান্ধতা-উগ্র নিপীড়নের সব অন্ধকার।’

‘জঙ্গিবাদী হায়েনাদের মোকাবিলায় নজরুল আমাদের প্রাণশক্তি’ উল্লেখ করে ইনু বলেন, ‘নজরুলের অসাম্প্রদায়িক চেতনা বক্ষে ধারণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ।’

আজ সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয জাদুঘরে বেগম সুফিয়া কামাল মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল ইনস্টিটিউট আয়োজিত নজরুল পুরস্কার ২০১৭ প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

অনুষ্ঠানে নজরুল সংগীত শিল্পী খায়রুল আনাম শাকিল ও গবেষক অধ্যাপক ড. রশিদুন নবীর হাতে ‘নজরুল পুরস্কার ২০১৭’ তুলে দেন তথ্যমন্ত্রী। এসময় নজরুল ইন্সটিটিউট প্রকাশিত ১৭ খ-ে নজরুল সমগ্রের মোড়কও উন্মোচন করেন তিনি।

‘আজ একুশ শতকেও অসম বিশ্বায়ন, দারিদ্র্য, বৈষম্য আর আণবিকায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নজরুল এখনো প্রাসঙ্গিক, এখনো তাকে বড় প্রয়োজন’, বলেন তথ্যমন্ত্রী।

‘কুসংস্কার, সাম্প্রদায়িকতা, কূপম-ূকতা থেকে দেশকে মুক্ত করে এগুনোর পথে যে জঙ্গি হায়েনারা পিছন থেকে ছোবল হানে, নজরুলের অমিত শক্তিমান পঙ্ক্তিমালায় উজ্জীবিত হয়ে তাদের দমন করার শপথ নেবার দিন আজ’, বলেন হাসানুল হক ইনু।

নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের 
উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া কবি নজরুল পৌত্রী খিলখিল কাজী শুভেচ্ছা বক্তব্য রাখেন।

#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৮/২০২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                 নম্বর : ২৩৭১ 
¬                 
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

ঢাকা, ১২ ভাদ্র (২৭ আগস্ট) : 
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)’ আয়োজনের জন্য গঠিত জাতীয় কমিটির এক সভা আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাহ উদ্দিন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ হারুনুর রশীদ, বাদল রায় ও শেখ আসলাম সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে অনূর্ধ্ব-১৭ বছরের 
কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা এবং ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ, মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকা- হতে বিরত রাখার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

টুর্নামেন্টে ৪টি পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে উপজেলা/থানা, দ্বিতীয় পর্যায়ে জেলা/সিটি কর্পোরেশন, তৃতীয় পর্যায়ে বিভাগ এবং ৪র্থ পর্যায়ে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে।

সভায় আরো জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) আয়োজন উপলক্ষে আগামী ২৯ আগস্ট দুপুর ১টায় জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হবে। এছাড়া আগামী ১ সেপ্টেম্বর নেত্রকোনায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

#
শফিকুল/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৮৩৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                             নম্বর : ২৩৭০ 
 
দ্বিপক্ষীয় মুক্তবাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়নের জন্য 
শ্রীলংকার প্রধানমন্ত্রীকে পরিকল্পনামন্ত্রীর আহ্বান
 
ঢাকা, ১২ ভাদ্র (২৭ আগস্ট) : 
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ ভিয়েতনামের হ্যানয়ে দু’দিনব্যাপী ভারতীয় মহাসাগর সম্মেলন, ২০১৮-এর প্রাক্কালে শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন। হ্যানয়ের প্যান প্যাসিফিক হ্যানিতো হোটেলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 
শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেন, বাংলাদেশে শ্রীলংকার একটি বড় জনগোষ্ঠী উৎপাদন ও সেবা খাতকে সহায়তা করতে প্রযুক্তি ও পরিচালনা পদে অত্যন্ত বন্ধুসুলভ পরিবেশে কাজ করে চলেছে। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে বিভিন্ন উন্নয়ন সহযোগিতামূলক দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন। পরিকল্পনামন্ত্রী ২০১৭ সালের শ্রীলংকার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনার বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের কথা উল্লেখ করে বলেন, এই সফরের মাধ্যমে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরো গভীর হয়েছে। তিনি সফরকালীন স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক দ্রুত বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করেন। বিশেষ করে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার দ্বিপক্ষীয় মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট) দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মুক্তবাণিজ্য চুক্তি বাংলাদেশ ও শ্রীলংকার বাণিজ্য সম্পর্ককে আরো বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্কে পরিণত করবে। বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে বর্তমানে বাণিজ্য মাত্র ১৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা এফটিএ কার্যকর করার মাধ্যমে আরো কয়েকগুণ বৃদ্ধি করা সম্ভব।
পরিকল্পনামন্ত্রী গত তিন বছর ধরে ঝুলে থাকা উপকূলীয় জাহাজ চলাচল চুক্তির কথাও উল্লেখ করেন। এই উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ কলম্বো হয়ে সহজে পশ্চিমে বাণিজ্য সম্প্রসারণ করে রপ্তানি বৃদ্ধি করতে পারবে, পাশাপাশি শ্রীলংকাও উপকৃত হবে। 
দু’দেশের মধ্যে দ্রব্য ও সেবা বাণিজ্য আরো বৃদ্ধির জন্য দ্বিপক্ষীয় মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট) এবং সামুদ্রিক পরিবহণ সহযোগিতা চুক্তি সহজতর করতে শ্রীলংকান সরকার অত্যন্ত যত্নবান হবে বলে শ্রীলংকার প্রধানমন্ত্রী আশ^স্ত করেন।
 
#
 
তৌহিদুল/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৮/১৮১৩ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৩৬৯                    
                                                                       
শিল্পখাতে গুণগত পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে পেশাদারিত্বের সাথে 
দায়িত্ব পালনের নির্দেশ শিল্প সচিবের
 
ঢাকা, ১২ ভাদ্র (২৭ আগস্ট) : 
বর্তমান সরকারের আমলে শিল্পখাতে সূচিত গুণগত পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত সচিব মো. আবদুল হালিম। তিনি বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এ বিষয়ে আপোশ করার কোনো সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন
শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 
সভায় অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ এনামুল হক, যুগ্ম সচিব জিয়াউর রহমান খান, উপসচিব হুমায়ুন কবির বক্তব্য রাখেন। 
ভারপ্রাপ্ত সচিব বলেন, দেশের অর্থনীতিতে শিল্পখাতের বিরাট অবদান রয়েছে। ইতিমধ্যে জাতীয় আয়ে শিল্পখাতের অবদান ৩৩ শতাংশ ছাড়িয়ে গেছে। ২০২১ সাল নাগাদ এটি ৪০ শতাংশে উন্নীত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্য অর্জনে বেসরকারিখাতে শিল্পায়ন কার্যক্রম জোরদার করতে হবে। এজন্য তিনি  শিল্প মন্ত্রণালয়ের সেবাদান প্রক্রিয়া গতিশীল করার তাগিদ দেন। তিনি শিল্প মন্ত্রণালয় সংশ্লিষ্ট অংশীজনদের দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে প্রকৃত ‘টিম ওয়ার্ক’ এর ভিত্তিতে কাজ করার পরামর্শ দেন। 
#
 
জলিল/অনসূয়া/সেলিনা/জসীম/শামীম/২০১৮/১৬০০ ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৩৬৮                     
¬                                                                         
ক্ষমতা পাকাপোক্ত করতেই ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছিল
                                                                                    - খাদ্যমন্ত্রী
ঢাকা, ১২ ভাদ্র (২৭ আগস্ট) : 
খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ক্ষমতা পাকাপোক্ত করার উদ্দেশ্যেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা করা হয়েছিল। আগস্ট মাস এলেই বিএনপি-জামাত নতুন নতুন ষড়যন্ত্র শুরু করে। আজ সকালে প্রয়াত আওয়ামী লীগ নেত্রী বেগম আইভী রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ আয়োজিত জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বেগম আইভী রহমান ছিলেন নারীদের প্রিয় নেত্রী। ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভী রহমানসহ ২৪ জন নেতাকর্মী শহিদ হন এবং অনেকে আহত হন। আইএসআই এর পৃষ্ঠপোষকতায় এই গ্রেনেড হামলা সংগঠিত হয়েছিল। মন্ত্রী বলেন, এই ঘটনাকে ধামাচাপা দেবার জন্য তৎকালীন সরকার জজমিয়া নাটক মঞ্চস্থ করেছিল। এখন এই মামলার যুক্তিতর্ক চলছে। আশা করছি আগামী সেপ্টেম্বরেই আমরা প্রত্যাশিত রায় পাবো। 
সাম্প্রতিক বেগম খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফকরুল ইসলাম আলমগীরের সাক্ষাতের বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, এই সরকার গণতান্ত্রীকমনা বলেই মির্জা ফকরুল বেগম জিয়ার সঙ্গে একঘণ্টা কথা বলার সুযোগ পেয়েছে।  
অরুন সরকার রানার সঞ্চালনায় এবং চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএফইউজে এর সভাপতি মোল্লা জালাল, ডিইউজে এর সভাপতি আবু জাফর সূর্য্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন । 
 
#
 
মেহেদী/অনসূয়া/জসীম/শামীম/২০১৮/১৪৪৫ ঘণ্টা
 
Todays handout (5).docx Todays handout (5).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon