তথ্যবিবরণী নম্বর : ২৩৭৩
ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ঢাকা, ১২ ভাদ্র (২৭ আগস্ট) :
ঢাকা মহানগরীসহ দেশের ট্রাফিক ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সকল কার্যক্রম বাস্তবায়ন পরিবীক্ষণের লক্ষ্যে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রথম সভা আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান বৈঠকে সভাপতিত্ব করেন।
সভায় ঈদুল আজহার পূর্বে ও পরে ঢাকাসহ সারাদেশের সড়ক দুর্ঘটনা এবং সার্বিক পরিবহন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এ সময় সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়।
এছাড়া ঢাকাসহ সারাদেশে নিরাপদ সড়ক নিশ্চিত করতে চলমান কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
রুট পারমিটবিহীন যানবাহন যাতে রাস্তায় চলাচল করতে না পারে এবং ট্রাফিক আইন সঠিকভাবে পরিপালন করা হয় তার জন্য মোবাইল কোর্ট পরিচালনা জোরদার করার নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সহায়তায় সারা দেশের সড়ক, মহাসড়কগুলোকে সিসিটিভি ক্যামেরার নেটওয়ার্কের আওতায় আনার জন্য প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার আহ্বান জানানো হয়।
এছাড়া সভায় ট্রাফিক আইন মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করতে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
#
ইমরুল/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৮/২১২৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৭২
জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে তথ্যমন্ত্রী
আমার সন্তান যেন পায় জঙ্গি-রাজাকারের রাহুমুক্ত দেশ
ঢাকা, ১২ ভাদ্র (২৭ আগস্ট) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘আমার সন্তান যেন জঙ্গি-আগুনসন্ত্রাসী-রাজাকারের রাহুমুক্ত দেশ পায়, সে জন্যই কাজী নজরুলের পথে হাঁটতে হবে, দূর করতে হবে ধর্মান্ধতা-উগ্র নিপীড়নের সব অন্ধকার।’
‘জঙ্গিবাদী হায়েনাদের মোকাবিলায় নজরুল আমাদের প্রাণশক্তি’ উল্লেখ করে ইনু বলেন, ‘নজরুলের অসাম্প্রদায়িক চেতনা বক্ষে ধারণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ।’
আজ সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয জাদুঘরে বেগম সুফিয়া কামাল মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল ইনস্টিটিউট আয়োজিত নজরুল পুরস্কার ২০১৭ প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
অনুষ্ঠানে নজরুল সংগীত শিল্পী খায়রুল আনাম শাকিল ও গবেষক অধ্যাপক ড. রশিদুন নবীর হাতে ‘নজরুল পুরস্কার ২০১৭’ তুলে দেন তথ্যমন্ত্রী। এসময় নজরুল ইন্সটিটিউট প্রকাশিত ১৭ খ-ে নজরুল সমগ্রের মোড়কও উন্মোচন করেন তিনি।
‘আজ একুশ শতকেও অসম বিশ্বায়ন, দারিদ্র্য, বৈষম্য আর আণবিকায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নজরুল এখনো প্রাসঙ্গিক, এখনো তাকে বড় প্রয়োজন’, বলেন তথ্যমন্ত্রী।
‘কুসংস্কার, সাম্প্রদায়িকতা, কূপম-ূকতা থেকে দেশকে মুক্ত করে এগুনোর পথে যে জঙ্গি হায়েনারা পিছন থেকে ছোবল হানে, নজরুলের অমিত শক্তিমান পঙ্ক্তিমালায় উজ্জীবিত হয়ে তাদের দমন করার শপথ নেবার দিন আজ’, বলেন হাসানুল হক ইনু।
নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের
উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া কবি নজরুল পৌত্রী খিলখিল কাজী শুভেচ্ছা বক্তব্য রাখেন।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৮/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৭১
¬
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত
ঢাকা, ১২ ভাদ্র (২৭ আগস্ট) :
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)’ আয়োজনের জন্য গঠিত জাতীয় কমিটির এক সভা আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাহ উদ্দিন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ হারুনুর রশীদ, বাদল রায় ও শেখ আসলাম সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে অনূর্ধ্ব-১৭ বছরের
কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা এবং ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ, মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকা- হতে বিরত রাখার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
টুর্নামেন্টে ৪টি পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে উপজেলা/থানা, দ্বিতীয় পর্যায়ে জেলা/সিটি কর্পোরেশন, তৃতীয় পর্যায়ে বিভাগ এবং ৪র্থ পর্যায়ে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে।
সভায় আরো জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) আয়োজন উপলক্ষে আগামী ২৯ আগস্ট দুপুর ১টায় জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হবে। এছাড়া আগামী ১ সেপ্টেম্বর নেত্রকোনায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
#
শফিকুল/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৮৩৫ ঘণ্টা