Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st সেপ্টেম্বর ২০২৪

তথ্যবিবরণী ২১ সেপ্টেম্বর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৯৬২

 

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই
                                          --ধর্ম উপদেষ্টা
 

 

ঢাকা, ৬ আশ্বিন (২১ সেপ্টেম্বর):

 

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়ে গেছেন। উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই।

আজ বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ইসলামিক ঐক্য সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন। ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র এ আলোচনা সভার আয়োজন করে।

ধর্ম উপদেষ্টা বলেন, মুসলিম উম্মাহ যদি একত্রিত হতে পারে তাহলে নতুন পৃথিবী উপহার দিতে পারবে। ইসরায়েলের আগ্রাসন থেকে আল-আকসা উদ্ধার করতে সমর্থ হবে। মুসলিম বিশ্বে আমাদের সম্পদের প্রাচুর্য রয়েছে। আমরা এই সমস্ত সম্পদ যদি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করতে পারি তাহলে মুসলিম বিশ্ব নতুন শক্তি নিয়ে জেগে উঠবে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, হযরত মুহাম্মদ (সা.) ছিলেন আল্লাহর রহমতস্বরূপ। তিনি ছিলেন মানবতার ও সমগ্র বিশ্বের নবী।  তিনিই প্রথম মানবাধিকার প্রতিষ্ঠা করেন। সার্বজনীন মানবাধিকার ঘোষণার প্রায় এক হাজার ৪০০ বছর পূর্বেই তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠা করেন। তাঁর আগমনের পূর্বে পৃথিবীতে মানুষের অধিকার বলতে কিছু ছিলো না। মহানবী (সা.) সর্বপ্রথম ঘোষণা করেন, আরবের ওপর অনারবের কিংবা অনারবের ওপর আরবের, সাদার ওপর কালোর কিংবা কালোর ওপর সাদার বিশেষ কোনো মর্যাদা নেই। পৃথিবীর সব মানুষ সমান এবং  আল্লাহ ভীতিই একমাত্র শ্রেষ্ঠত্বের মানদণ্ড।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, মহানবী (সা.) এর আগমনের পূর্বে নারীদের কোনো সম্মান ও মর্যাদা ছিলো না, বরং তাদেরকে সকল অনিষ্টের মূল হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু রাসূল (সা.) ঘোষণা করলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাঁর এ ঘোষণার মধ্য দিয়ে বিশ্বে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হয়। এছাড়া নবী করিম (সা.) পৃথিবীতে প্রথম যুদ্ধনীতি ঘোষণা করে বলেন যুদ্ধের ময়দানে নারী ও শিশুদেরকে হত্যা করা যাবে না এবং মন্দির, গির্জা ও প্যাগোডাতে ধর্মযাজকদের হত্যা করা যাবে না।

উপদেষ্টা বলেন, মহানবী (সা.) যেটা বলেছেন সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন। এর ব্যতিক্রম কখনো ঘটেনি। তিনি সমগ্রজীবনে তত্ত্বকে বাস্তবে রূপায়ন করেছেন। আমরা যদি রাসূল (সা.) এর আদর্শ অনুসরণ করতে পারি তাহলে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন আলোকিত ও মহিমান্বিত হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত মানসূর চাভোশি বলেন, মহান আল্লাহ পাক হযরত মুহাম্মদ (সা.) কে সারাবিশ্বের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছেন। মহানবী (সা.) সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন।

ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সৈয়দ রেজা মীরমোহাম্মাদীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সিদ্দিকুর রহমান, সাবেক জেলা ও দায়রা জজ আলহাজ্ব মোহাম্মদ ইসমাঈল মিয়া, বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি মাওলানা লুৎফর রহমান প্রমুখ বক্তব্য প্রদান করেন।

                                              #

 

আবুবকর/খায়ের/মোশারফ/আব্বাস/২০২৪/২০৪৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর: ৯৬১

 

শহিদ ইসতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করলেন নাহিদ ইসলাম

                       

ফুলগাজী (ফেনী), ৬ আশ্বিন (২১ সেপ্টেম্বর):

 

জুলাই গণঅভ্যুত্থানের শহিদ এবং আহতদের পরিবারের পুনর্বাসনের জন্য জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। ইতোমধ্যে ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে একশ’ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

 

আজ ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর ইউনিয়নে শহিদ ইসতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম। এ সময় তিনি শহিদ শ্রাবণের বাবাকে সান্ত্বনা দেন।

 

উপদেষ্টা বলেন, আহতদের নিয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে আমরা জরুরি আর্থিক সহায়তা তাদের পৌঁছে দিচ্ছি। আমরা আহতদের পরিবারের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের পাশাপাশি যারা চোখ হারিয়েছে এবং প‌ঙ্গুত্ব বরণ করেছে তাদের পরিবারের পুনর্বাসনের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছি। আহত নিহতদের পরিবারের কর্মক্ষম ব্যক্তিদের কাজের ব্যবস্থা করে দেয়া-সহ পুরো আন্দোলনের ইতিহাস, স্মৃতি ধরে রাখার জন্য এই ফাউন্ডেশন কাজ করছে। এর বাইরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বেশকিছু উদ্যোগ নিয়েছে সেগুলো অব্যাহত থাকবে।

 

অনেকেই তালিকায় জায়গা পায়নি সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তালিকা এখনো শেষ হয়নি, স্বাস্থ্য মন্ত্রণালয় ৭০৭ জন শহিদের তালিকা আপলোড করেছে। এর বাইরেও অনেকে গুম হয়েছেন, নিখোঁজ রয়েছেন, সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের তালিকাভুক্ত হওয়ার সুযোগ রয়েছে।

 

উপদেষ্টা আরো বলেন, সকল জেলা প্রশাসক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের কাছে তালিকা চাওয়া হয়েছে। এ সকল তালিকা যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে।

 

উল্লেখ্য, শ্রাবণ গত ৪ আগস্ট ফেনীর মহিপালে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে শহিদ হন।

 

ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

 

#

 

জসীম/খায়ের/সঞ্জীব/সেলিম/২০২৪/২০৩০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর:  ৯৬০

 

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

 

ঢাকা, ৬ আশ্বিন (২১ সেপ্টেম্বর):

 

          সরকারি-বেসরকারি টিভি চ্যানেল-সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :     

 

মূলবার্তা:

রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় বসবাসরত সকল নাগরিককে শান্ত থাকার আহ্বান জানাই। আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না। অপরাধীদের সঠিক তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে’- স্বরাষ্ট্র উপদেষ্টা   

 

#

 

ফয়সল/খায়ের/সঞ্জীব/সেলিম/২০২৪/২০১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৯৫৯

 

মানুষের আচরণে ইতিবাচক পরিবর্তন না হলে কোনো সংস্কারই সফল হবে না

                                                    ---প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা                                      

 

 

ঢাকা, ৬ আশ্বিন (২১ সেপ্টেম্বর):

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংবিধান সংস্কার বা যে কোনো সংস্কার সফল হবে না, যদি না মানুষের আচরণের ইতিবাচক পরিবর্তন না হয়। মানুষের আচরণ ও মানসিকতার পরিবর্তন করতে না পারলে কোনো ফল হবে না। মানুষের সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার হতে পারে।

উপদেষ্টা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অডিটোরিয়ামে সম্মিলিত পাঠাগার আন্দোলন আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে পাঠাগারের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা  বলেন, পাঠাগার মানুষের সংস্কার করতে পারে। পড়াশোনার মাধ্যমে পাঠাভ্যাসের মাধ্যমে এর সংস্কার করতে পারে। সংস্কারের জন্য যা করা হয়, বাস্তবে তা কার্যকর হয় না। সংস্কারগুলো কার্যকর করে মানুষ। আধুনিক বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে পাঠাভ্যাস গড়ে তোলার কোনো বিকল্প নেই। ফেসবুকের কারণে মানুষের মনোযোগের সীমা কমে যাচ্ছে। ব্যক্তির জন্য, সমাজের জন্য ক্ষতিকর হচ্ছে। এর প্রতিকার হচ্ছে বই পাঠ। বই পাঠ চিন্তার বিকাশের, কল্পনার বিকাশের সহায়তা করে। মানুষের প্রতি সহানুভূতি সৃষ্টি করে। মানুষের সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার হতে পারে।

সম্মিলিত পাঠাগার আন্দোলনের সভাপতি আব্দুস ছাত্তার খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, লেখক সফিক ইসলাম, লেখক ও প্রকাশক ফিরোজ আহমেদ, সম্মিলিত পাঠাগার আন্দোলনের সহসভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন।‘    

 

                                                  #

 

জাহাঙ্গীর/খায়ের/মোশারফ/আব্বাস/২০২৪/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর: ৯৫৮

 

পার্বত্য অঞ্চলে ইন্টারনেট সচল রয়েছে

                       

খাগড়াছড়ি, ৬ আশ্বিন (২১ সেপ্টেম্বর):

 

পার্বত্য অঞ্চলে পাহাড়ি ও বাঙালিদের মধ্যকার উত্তেজনার পরিপ্রেক্ষিতে সরকার ইন্টারনেট বন্ধ করেছে বলে যে খবর ছড়িয়েছে তা সত্য নয়। পার্বত্য অঞ্চলের ইন্টারনেট সচল রয়েছে।

 

ইন্টারনেট বন্ধের  সংবাদের প্রেক্ষিতে  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিটিআরসির কাছে ব্যাখ্যা চাইলে  তারা জানায় মোবাইল নেটওয়ার্ক ও ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট  বন্ধের কোনো নির্দেশনা বিটিআরসি দেয়নি। তবে ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি বাঙালি সংঘর্ষে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা হয় এর ফলে অপটিক্যাল ফাইবার ক্ষতিগ্রস্ত হওয়ায় রবির ১৬টি  টাওয়ার নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার মধ্যে ১৪টি সচল করা হয়েছে আর দু’টির মেরামতের কাজ চলছে। এ কারণে মোবাইল ইন্টারনেট সংযোগ কিছুটা ব্যাঘাত ঘটেছে, যা বর্তমানে স্বাভাবিক অবস্থায় আছে।

 

সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকায় মেরামত কাজের বিলম্ব ঘটে পরবর্তীতে টেলিকমিউনিকেশনের সকল কাজ ১৪৪ ধারার আওতামুক্ত ঘোষণা করা হয়।

 

ইন্টারনেট সেবাদানকারী আইএসপিদের কাছে ব্যাখ্যা চাইলে তারা জানায়, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে  ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সচল আছে। তবে কিছু কিছু এলাকায় ইন্টারনেট সংযোগ ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়া এবং কোনো কোনো এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না থাকায় স্বল্পসংখ্যক গ্রাহক ইন্টারনেট সেবা  থেকে বঞ্চিত রয়েছে। তবে উক্ত এলাকায় আইএসপি অপারেটরদের ক্ষতিগ্রস্ত নেটওয়ার্ক পুনঃস্থাপন ও জেনারেটরের মাধ্যমে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সংযোগ প্রদানের কার্যক্রম চলছে। অতি দ্রুত ব্রডব্যান্ড ইন্টারনেট স্বাভাবিক অবস্থায় ফিরবে।

 

এ বিষয়ে পার্বত্য এলাকার জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

 

#

 

জসীম/খায়ের/সঞ্জীব/সেলিম/২০২৪/১৮৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৯৫৭

 

বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণ কাজ ২০২৪ সালের মধ্যে সম্পন্ন করতে হবে

                                                                            ---মুহাম্মদ ফাওজুল কবির খান

 

ঢাকা, ৬ আশ্বিন (২১ সেপ্টেম্বর):

বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণ কাজ ২০২৪ সালের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

 

আজ বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত Marie Masdupuy এঁর সাথে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন শেষে গাজীপুরস্থ বিআরটি ডিপোর কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় উপদেষ্টা এই নির্দেশনা প্রদান করেন।

 

সভায় উপদেষ্টা বলেন, জনগণকে সঠিকভাবে কাঙ্ক্ষিত সেবা দিতে হলে আমাদেরকে কাজে সৃজনশীলতা, দক্ষতা ও গতিশীলতা আনতে হবে। প্রজেক্ট সুষ্ঠুভাবে বাস্তবায়নে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে। জনগণের অর্থ যাতে জনগণের সেবায় সঠিকভাবে নিয়োজিত হয় সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা দিয়ে উপদেষ্টা বলেন, আন্দোলনে বিআরটি প্রজেক্টের ক্ষতিগ্রস্ত সম্পত্তিগুলোর মেরামত ও সংস্কারের দ্রুত ব্যবস্থা নিতে হবে। সবশেষে বিআরটি  প্রজেক্টের নিরাপত্তা বৃদ্ধির ব্যাপারে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন ।

 

এই সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

                                                 #

 

নোবেল/খায়ের/সঞ্জীব/আব্বাস/২০২৪/১৮৩৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                    নম্বর: ৯৫৬

প্রধান উপদেষ্টা ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দিবেন

               -- পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ৬ আশ্বিন (২১ সেপ্টেম্বর):

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশগ্রহণ করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৭ সেপ্টেম্বর তিনি জাতিসংঘে ভাষণ দিবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা। এসময় পররাষ্ট্র সচিব মোঃ জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ২৪ সেপ্টেম্বর হতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের উচ্চ পর্যায়ের বিতর্ক পর্ব শুরু হতে যাচ্ছে। এ অধিবেশনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা ২৩ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্কে পৌঁছাবেন। প্রধান উপদেষ্টা তিন দিন নিউইয়র্কে অবস্থান করবেন এবং ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ প্রদান শেষে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোর মতো এবার বাংলাদেশ থেকে শতাধিক সদস্যের প্রতিনিধিদল চার্টার্ড বিমানে নিউইয়র্ক সফর করবেন না। বরং সংশ্লিষ্টতা ও দায়িত্ব অনুযায়ী যতটা সম্ভব সীমিত আকারে প্রতিনিধিদল গঠন করা হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, এবারের অধিবেশনে নিরাপত্তা ও প্রেস-সহ সব মিলিয়ে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা ৫৭ জন। অন্যদিকে কোভিড পরবর্তী ব্যয় সংকোচন পরিস্থিতির মধ্যে ৭৮তম অধিবেশনে ১৪৬ জন, কোভিড সীমাবদ্ধতার মধ্যে ৭৭তম অধিবেশনে ১৩৮জন এবং কোভিডের আগে ৭৪তম অধিবেশনে ৩৩৫ জন এবং ৭৩তম অধিবেশনে ৩৪৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি অংশগ্রহণ করেছিল।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন। প্রধান উপদেষ্টা  তাঁর বক্তব্যে বিগত দুই মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণঅভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্বদরবারে তুলে ধরবেন। পাশাপাশি, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান, জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, বিশ্বব্যাপী সংঘাত, রোহিঙ্গা সংকট বিষয়ে তিনি বক্তব্য রাখবেন। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর প্রতিকূলতা, উন্নয়নশীল দেশসমূহ হতে সম্পদ পাচার প্রতিরোধ,  নিরাপদ অভিবাসন, অভিবাসীদের মৌলিক পরিষেবা প্রাপ্তির নিশ্চয়তা এবং ফিলিস্তিন সম্পর্কিত বিষয়সমূহ প্রধান উপদেষ্টার বক্তব্যে উঠে আসতে পারে।

এ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে না বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, প্রধান উপদেষ্টা নিউইয়র্কে পৌঁছানোর পূর্বেই ভারতের প্রধানমন্ত্রী নিউইয়র্ক ত্যাগ করবেন বলে জানা গেছে। কাজেই সেখানে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে।

মোঃ তৌহিদ হোসেন জানান, দ্য নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি বৈঠক করবেন। এছাড়া, জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘ মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউএসএইডের প্রশাসকের সাথে প্রধান উপদেষ্টা  দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, এবছরই জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির ৫০ বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ একটি উচ্চ-পর্যায়ের রিসেপশন আয়োজন করবে। এ রিসেপশনে বিভিন্ন দেশের প্রতিনিধিদলের প্রধানগণের পাশাপাশি জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তা, কিছু সরকার বা রাষ্ট্রপ্রধানবৃন্দ, বিভিন্ন সংস্থা প্রধানবৃন্দ অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করছি। উপদেষ্টা জানান, রোহিঙ্গা সংকট বিষয়ে একটি উচ্চ-পর্যায়ের সাইড ইভেন্টও আয়োজন করা হবে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কাজ শুরু করেছে। এ প্রেক্ষাপটে এবারের অধিবেশন নতুন বাংলাদেশের জন্য জাতিসংঘে বা বিশ্ব সভায় নতুন পদচারণা। আমাদের কাছে এবারের অধিবেশন বিশ্বদরবারে এই বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক বাংলাদেশকে উপস্থাপনের একটি বিরাট সুযোগ।

#

কামরুল/খায়ের/সঞ্জীব/রেজাউল/২০২৪/১৯৫৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৯৫৫

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ৬ আশ্বিন (২১ সেপ্টেম্বর):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শতকরা ৫ দশমিক ৮৮ শতাংশ।  

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ১০৬ জন।

                                                  #

 

দাউদ/খায়ের/সঞ্জীব/আব্বাস/২০২৪/১৭৩৭ ঘণ্টা

Handout                                                                                                              Number: 954

 

Celebration of World Rivers Day 2024 and River Award 2024

Strict enforcement of laws to protect rivers

                                                --Syeda Rizwana Hasan

 

Dhaka, 21 September:

 

Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change, and the Ministry of Water Resources, emphasized the need to protect Bangladesh’s rivers and recover those that have been encroached upon. She stated that strict enforcement of laws will be initiated for this purpose, and public cooperation is essential. She also mentioned that cost-effective plans will be developed to clean the rivers, and a campaign against polythene and plastic will be launched.

 

The advisor made these remarks as the chief guest at a special event held on 21 September at Bangladesh Tourism Corporation in Dhaka, on the occasion of World Rivers Day 2024 and the presentation of the River Award 2024.

 

The Advisor highlighted that rivers are not only natural resources but also deeply connected to our culture and livelihoods. To ensure a healthy environment for future generations, it is crucial to make the rivers pollution-free. She also urged everyone to work together to protect and clean the rivers.

 

At the event, three individuals were honored with the Mark Angelo River Award 2024 for their significant contributions to river conservation. This year, in the individual category, Mukit Majumdar Babu, Chairman of Prakriti O Jibon Foundation received the award. In the research category, Mohammad Ejaz, Chairman of the River and Delta Research Center were recognized. In the journalism category, Iftekhar Mahmud, Special Correspondent of Prothom Alo was honored.

 

The event was presided over by Muhammad Monir Hossain, Chairman of the Bangladesh River Foundation. Other speakers included Nayoka Martinez Backström, First Secretary for Environment and Climate Change at the Swedish Embassy, Professor Dr. Abdur Rab Molla, Chairman of Nature Conservation Management, Professor Dr. Md. Manzurul Kibria, Coordinator of Halda River Research Laboratory, Engineer Md. Habibur Rahman, President of Bangladesh Nodi Poribrajak Dal, H.M. Sumon, Chairman of the Environment and River Conservation Development Foundation, Sheikh Didarul Islam Chowdhury, Secretary of Karnafuli Protection Council, and AKM Arif Uddin, Director of BIWTA.

 

A documentary on the rivers of Bangladesh was also screened at the event. Environmentalists, academicians, and civil society representatives from various levels were present.

 

                                                   #

Dipankar/Khair/Sanjib/Abbas/2024/1800 Hours

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ৯৫৩

বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে

ঢাকা, ৬ আশ্বিন (২১ সেপ্টেম্বর):

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

আজ বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে জানানো হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলীপূরণ সাপেক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেয়া হয়েছে।

আদেশে সংশ্লিষ্ট আবেদনকারীদের আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ১২ টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর (উপসচিব, রপ্তানি-২ শাখা,কক্ষ নং ১২৭,ভবন -৩, বাণিজ্য মন্ত্রণালয় ,বাংলাদেশ সচিবালয়,ঢাকা) আবেদন করতে বলা হয়েছে। এ তারিখের পর আবেদন গ্রহণযোগ্য হবেনা। আর যারা আগেই আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

#

কামাল/রবি/সাজ্জাদ/মানসুরা/২০২৪/১৪৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৯৫২  

বিশ্ব নদী দিবস উদ্‌যাপন

নদী রক্ষায় কঠোর আইন প্রয়োগ করা হবে

                          -পানিসম্পদ উপদেষ্টা

ঢাকা, ৬ আশ্বিন (২১ সেপ্টেম্বর):

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশের নদীগুলোকে রক্ষা এবং দখল হওয়া নদী পুনরুদ্ধার করতে হবে। এলক্ষ্যে আইনের কঠোর প্রয়োগ শুরু করা হবে। এ কার্যক্রমে জনগণের সহযোগিতা প্রয়োজন।

উপদেষ্টা আজ ‘বিশ্ব নদী দিবস ২০২৪’ এবং ‘রিভার অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান উপলক্ষ্যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          উপদেষ্টা বলেন, নদীকে দূষণমুক্ত করতে ব্যয় সাশ্রয়ী পরিকল্পনা প্রণয়ন করা হবে। পলিথিন প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান শুরু হবে। নদী শুধু প্রাকৃতিক সম্পদ নয়, আমাদের সংস্কৃতি ও জীবিকার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিতের অংশ হিসেবে নদীকে দূষণমুক্ত করতে হবে। নদী রক্ষা ও দূষণমুক্ত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

          অনুষ্ঠানে নদী নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা তিনজন বিশিষ্ট ব্যক্তিকে ‘মার্ক এঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান করা হয়।  এ বছর ব্যক্তি ক্যাটাগরিতে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড পান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, গবেষণা ক্যাটাগরিতে গবেষণা সংস্থা রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ ও সাংবাদিকতা ক্যাটাগরিতে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ।

          বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুইডেন এম্বেসির পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ফার্স্ট সেক্রেটারি নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রম, আয়োজক প্রতিষ্ঠান নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড.আব্দুর রব মোল্লা, হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়কারী প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি প্রকৌশলী মো. হাবিবুর রহমান, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম সুমন, কর্ণফুলী সুরক্ষা পরিষদের সেক্রেটারি শেখ দিদারুল ইসলাম চৌধুরী ও বিআইডব্ল্উিটিএ-এর পরিচালক একেএম আরিফ উদ্দিন।

অনুষ্ঠানে বাংলাদেশের নদীর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া, বিভিন্ন পর্যায়ের পরিবেশবিদ, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

#

দীপংকর/রবি/আলী/মানসুরা/২০২৪/১৪৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                             নম্বর: ৯৫১

বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজ দ্রুত সম্পন্ন হবে

                                    -- নাহিদ ইসলাম

ছাগলনাইয়া, ৬ আশ্বিন (২১ সেপ্টেম্বর): 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো: নাহিদ ইসলাম বলেছেন, ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী ‍বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজ দ্রুত সম্পন্ন করা হবে।

উপদেষ্টা আজ ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের আধারমানিক গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধগুলো স্থায়ী সংস্কারের আলোচনা চলছে যেন ভবিষ্যতে এ অঞ্চলের জনগণ আরো বন্যায় কষ্ট না পায়। প্রাথমিকভাবে গৃহ নির্মাণ ও শিক্ষা সামগ্রীর ব্যবস্থা করতে হবে। কারণ বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্কুল কলেজ ডুবে যাওয়ায় চেয়ার, টেবিলসহ সকল আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শ্রেণি কার্যক্রম শুরু করতে পারছে না।

সরকার পার্বত্য এলাকায় ইন্টারনেট বন্ধ করেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তথ্যটি সঠিক নয়, সরকার পার্বত্য এলাকায় ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টার

2024-09-21-15-19-0c320539dab3e6f44bf1585438790f35.docx