Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ অক্টোবর ২০১৫

তথ্যবিবরণী ০৪/১০/২০১৫

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৮৭২   

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
 
ঢাকা, ১৯ আশ্বিন (৪ অক্টোবর):
    জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, গোলাম ফারুক খন্দঃ প্রিন্স, নাহিম রাজ্জাক, এ এম নাঈমুর রহমান এবং মো. নূরুল ইসলাম তালুকদার অংশগ্রহণ করেন।
     গত বৈঠকের গৃহীত সুপারিশসমূহের বাস্তবায়ন অগ্রগতি, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম, শূন্যপদে জনবল নিয়োগ, জাতীয় ক্রীড়া পরিষদের শূন্যপদে জনবল নিয়োগ সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। 
    যুগোপযোগী যুবনীতি প্রণয়নের জন্য বিওয়াইএলসি এবং সিআরআই এর সাথে সমন্বয় করে তাদের পরামর্শ গ্রহণ করার সুপারিশ করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদের শূন্যপদে জনবল নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান মামলা দ্রুত নিষ্পত্তি করে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করার পরামর্শ দেয়া হয়। মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজের খেলার মাঠ ও সুইমিংপুল ভাড়া প্রদানের অনিয়ম সম্পর্কে আগামী বৈঠকে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করার পরামর্শ দেয়া হয়।
    সম্প্রতি প্রধানমন্ত্রীকে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়নস্ অভ্ দ্য আর্থ এবং আইসিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট পুরস্কারে ভূষিত করায় কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়।
    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক এবং মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
মিজানুর/আফরাজ/জসীম/জয়নুল/২০১৫/১৯০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৮৭১  
তথ্য অধিকার প্রশাসনের স¦চ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সক্ষম  
                                         ---তথ্যমন্ত্রী
ঢাকা, ১৯ আশ্বিন (৪ অক্টোবর) :  
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তথ্য অধিকার আইনের প্রয়োগ প্রশাসনের অন্দরমহলকে আলোকিত করে, যার মাধ্যমে রাষ্ট্রের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। 
    রোববার দুপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার সপ্তাহ উপলক্ষে তথ্য কমিশন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 
    রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রধান তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য সচিব মরতুজা আহমদ, মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব মোঃ নজরুল ইসলাম, সাবেক প্রধান তথ্য কমিশনার ড. মোহাম্মদ জমির, অধ্যাপক ড. সাদেকা হালিম এবং তথ্য অধিকার ফোরামের সভাপতি শাহিন আনাম।
    তথ্যমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র হচ্ছে আইনের শাসন, সুশাসন ও স্বশাসন। আর তা নিশ্চিত করতে হলে অবাধ তথ্য প্রবাহের বিকল্প নেই। কারণ তথ্য মানুষকে আলোকিত করে, আর আলোকিত মানুষ গণতন্ত্র নিশ্চিত করে। তথ্য অধিকার আইনের প্রয়োগ যেমন আমাদের টেকসই উন্নয়নের ধারায় এগিয়ে নেয়, তেমনি জঙ্গিবাদ, পরিবেশের অভিঘাত ও সাইবার অপরাধ দমনেও সক্ষমতা বাড়ায়।’
    তথ্য অধিকার আইন প্রণয়নের উদ্দেশ্য তুলে ধরে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার অতীতের সামরিক-সাম্প্রদায়িক সরকার থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া তথ্য ধামাচাপা, খ-িত তথ্য ও তথ্য বিকৃতির অপসংস্কৃতিকে ছুঁড়ে ফেলে  তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যেই এ আইন প্রণয়ন করেছে।’
    সরকার প্রণীত তথ্য অধিকার আইন মানুষের সামনে তথ্য ভা-ারের সদর দরজাটি খুলে দেয়, যা প্রশাসনের অন্দরমহলেও আলো পৌঁছে দেয় উল্লে¬খ করে হাসানুল হক ইনু বলেন, তথ্য অধিকার আইনের প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রে জনগণের কর্তৃত্ব অর্জন সম্ভব।
    তথ্যসচিব মরতুজা আহমদ বলেন, সরকারের তথ্য অধিকার আইন অনুযায়ী গোপনীয়তার সংস্কৃতি থেকে উত্তরণের জন্য আমাদের আচরণ ও ধারণাগত পরিবর্তন প্রয়োজন। 
    তথ্য কমিশন এবং তথ্য অধিকার নিয়ে কর্মরত সংস্থাসমূহের প্রতিনিধিদের উপস্থিতিতে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য কমিশনার প্রফেসর ড. খুরশীদা বেগম সাঈদ এবং স্বাগত বক্তব্য দেন তথ্য কমিশনের সচিব সদর উদ্দিন আহমেদ।
    এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আন্তর্জাতিক তথ্য অধিকার সপ্তাহ উপলক্ষে তথ্য কমিশন আয়োজিত র‌্যালি উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।  
#
আকরাম/আফরাজ/মোশাররফ/জসীম/মোশারফ/আব্বাস/২০১৫/১৮৫১ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৮৭০  

৩৫তম বিসিএস পরীক্ষার কতিপয় প্রার্থীর প্রয়োজনীয়
কাগজপত্র ২২ অক্টোবরের মধ্যে জমাদানের নির্দেশ
 
ঢাকা, ১৯ আশ্বিন (৪ অক্টোবর): 
    ৩৫তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ এবং লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের মধ্যে কতিপয় প্রার্থীর আবেদনপত্রের (ইচঝঈ ঋড়ৎস-২) সাথে প্রয়োজনীয় সনদপত্র/কাগজপত্র/ডকুমেন্টস্ না থাকায় তাদেরকে ২২ অক্টোবর এর মধ্যে সংশ্লিষ্ট কাগজপত্র জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র জমাদান সংক্রান্ত বিষয়ে ৩ অক্টোবর বাংলাদেশ সরকারি কর্মকমিশন-এর িি.িনঢ়ংপ.মড়া.নফ ওয়েবসাইটে ৮০.২০০.০৫১.০০.০০.০২২.০২০১৫-৪৩৮ নং প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 
    উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বরের পাশে উল্লিখিত কাগজপত্র/ডকুমেন্টস্ আগামী ২২ অক্টোবর অফিস চলাকালীন সময়ের মধ্যে কমিশনের আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় প্রধান কার্যালয়ে পরিচালক, বিসিএস পরীক্ষা এর দফতরে জমা দিতে হবে।
    কমিশন কর্তৃক নির্ধারিত তারিখের মধ্যে কাগজপত্র জমাদান এবং তথ্য বিভ্রাট সম্পর্কে প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট  প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে। 
#
নেছার/আফরাজ/মোশাররফ/জসীম/জয়নুল/২০১৫/১৯০৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৮৬৯
  
বিসিএস (তথ্য) প্রবেশক পাঠ্যধারা উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব
প্রশিক্ষণের মাধ্যমে দেশসেবায় প্রস্তুত হতে হবে
    
ঢাকা, ১৯ আশ্বিন (৪ অক্টোবর) :  

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ বিসিএস (তথ্য) কর্মকর্তাদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দেশসেবার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন।
    তিনি আজ ঢাকায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ৩৩তম বিসিএস (তথ্য) প্রবেশক পাঠ্যধারা উদ্বোধনকালে এ আহ্বান জানান। তিনি মানুষের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে এ প্রশিক্ষণটি বিসিএস (তথ্য) কর্মকর্তাদের সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
    তথ্যসচিব মরতুজা আহমদ বলেন, বিসিএস (তথ্য) প্রবেশক পাঠ্যধারা কোর্সটি বিসিএস (তথ্য) ক্যাডারের কর্মকর্তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রশিক্ষণ তথ্য জগতে দক্ষতার সাথে কাজ করার জন্য একটি বুনিয়াদ গড়ে তুলবে। প্রশিক্ষণার্থীরা গুরুত্বের সাথে এ প্রশিক্ষণের সর্বোচ্চ সদ্ব্যবহার করবেন বলে তিনি আশা করেন।
    জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক একেএম শামীম চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
    এবারের পাঠ্যধারায় তথ্য অধিদফতর, গণযোগাযোগ অধিদপ্তর এবং বাংলাদেশ বেতারের অনুষ্ঠান, বার্তা ও প্রকৌশল শাখার ২০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

#
আফরাজ/জসীম/আব্বাস/২০১৫/১৮৩০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৮৬৮   

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে জনপ্রতিনিধিদের কাজ করতে হবে
                                                                      -- স¦াস্থ্যমন্ত্রী
ঢাকা, ১৯ আশ্বিন (৪ অক্টোবর): 
স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ডেঙ্গু প্রতিরোধে জনপ্রতিনিধিদেরকে নিজ নিজ এলাকায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন।
 তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলরগণকে পাড়া, মহল্লায় সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে। জনগণকে সম্পৃক্ত করে নিজ নিজ এলাকায় এডিস মশার বিস্তাররোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এগিয়ে আসতে হবে। একটি পরিচ্ছন্ন নগরী পারে ডেঙ্গু থেকে জনগণকে দূরে রাখতে। 
মন্ত্রী আজ নগরভবনের সামনে ঢাকা সিটি করপোরেশন দক্ষিণ আয়োজিত এক নাগরিক শোভাযাত্রার উদ্বোধনকালে এ আহ্বান জানান। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
তিনি বলেন, সরকার সুস্থ জাতি গড়তে কাজ করছে। ইতোমধ্যে স্বাস্থ্যখাতের অর্জন সারা বিশ্বে প্রশংসা অর্জন করেছে। বাংলাদেশ পোলিওসহ অনেক রোগ যেমন নির্মূল করেছে তেমনি অচিরেই ডেঙ্গু রোগকেও পরাজিত করবে।
ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হবার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাড়ির ভেতর, ছাদ এবং আনাচে কানাচে পড়ে থাকা অপ্রয়োজনীয় পাত্রসমূহ ডাস্টবিনে ফেলে দিন। বাড়ির আশপাশের ঝোপঝাড় এবং আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। ব্যবহারযোগ্য পাত্রে পানি কোনোভাইে যাতে একনাগাড়ে ৫ দিনের বেশি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বর্ষাকালে এ বিষয়ে বেশি সচেতন থাকা জরুরি।
নয়াবাজারে মেয়র মোহাম্মদ হানিফ মহিলা মেডিকেল কলেজ চালুর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, পুরাতন ঢাকায় মহানগর জেনারেল হাসপাতালে মহিলা কলেজ নির্মাণে সিটি করপোরেশনের প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে বাস্তবায়িত করা হবে। 
    পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগর ভবনের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
#
পরীক্ষিৎ/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৮২০ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২৮৬৭

২৭-২৮ অক্টোবর ঢাকায় ইঁফফযরংঃ ঐবৎরঃধমব ধহফ 
চরষমৎরসধমব শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স

ঢাকা, ১৯ আশ্বিন (৪ অক্টোবর) :
    আগামী ২৭-২৮ অক্টোবর বিশ্ব পর্যটন সংস্থা (টঘডঞঙ) এর সহায়তায় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় ‘ওহঃবৎহধঃরড়হধষ ঈড়হভবৎবহপব ড়হ উবাবষড়ঢ়রহম ঝঁংঃধরহধনষব ধহফ ওহপষঁংরাব ইঁফফযরংঃ ঐবৎরঃধমব ধহফ চরষমৎরসধমব ঈরৎপঁরঃং রহ ঝড়ঁঃয অংরধ'ং ইঁফফযরংঃ ঐবধৎঃষধহফ’ শীর্ষক এক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ কনফারেন্সে দেশবিদেশের পর্যটন সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলন উদ্বোধনকালে ‘পর্যটন বর্ষ-২০১৬’ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। 
    কনফারেন্সে অংশগ্রহণের জন্য এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৩টি দেশের পর্যটন মন্ত্রী এবং সংশ্লিষ্টদের ইতোমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে। কনফারেন্সে অংশগ্রহণের পাশাপাশি টঘডঞঙ এর সেক্রেটারি জেনারেল ও মন্ত্রীদের জন্য ২৮-২৯ অক্টোবর ২ দিনব্যাপী (ঢাকা-বান্দরবান-কক্সবাজার-সুন্দরবন-ঢাকা) একটি টেকনিক্যাল ট্যুরের আয়োজন করা হয়েছে। টেকনিক্যাল ট্যুরটিতে আগত মন্ত্রী এবং বাংলাদেশে অবস্থিত সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূতগণও অংশগ্রহণ করবেন।
    দেশের সম্ভাবনাময় বুদ্ধিস্ট হেরিটেজগুলোকে বিশ্ববাসীর সামনে উপস্থাপনসহ বাংলাদেশের পর্যটনের সার্বিক সম্ভাবনা তুলে ধরার উদ্দেশে এ কনফারেন্স আয়োজন করা হয়েছে।

#

আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৫/১৮০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৮৬৬

জাপানে প্রতিমন্ত্রী রাঙ্গার নেতৃত্বে প্রতিনিধিদল
দু’দেশের মধ্যে অংশীদারিদত্বমূলক প্রকল্প, প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম গ্রহণের গুরুত্বারোপ

জাপান, ১৯ আশ্বিন (৪ অক্টোবর) :
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গার নেতৃত্বে পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের ৬ সদস্যের প্রতিনিধিদল বর্তমানে জাপান সফর করছে। তারা জাপানের হিরোশিমা, কোবে, কিয়োটো ও ওসাকার বিভিন্ন পল্লিউন্নয়ন, সমবায়ী প্রতিষ্ঠান ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন। 
উক্ত প্রতিষ্ঠানসমূহের কর্তৃপক্ষের সাথে মতবিনিময়কালে এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও বিশেষ উন্নয়ন অংশীদার। তিনি জাপানের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দু’দেশের মধ্যে আরো অংশীদারিদত্বমূলক প্রকল্প, প্রশিক্ষণ ও গবেষণাধর্মী কার্যক্রম গ্রহণের অনুরোধ জানান। 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সুশাসন, উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধে আস্থা রেখে জাপানের জাইকা বাংলাদেশের দারিদ্র্যবিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ যোগাযোগ, পল্লিউন্নয়ন ও প্রযুক্তিগত উন্নয়ন প্রকল্পে কারিগরি ও আর্থিক সহায়তা দিয়ে এক নবদিগন্তের পথ উন্মোচন করেছে। এতে করে বাংলাদেশ আজ বিশ্বে মধ্যমআয়ের দেশে রূপান্তরে সহায়ক হচ্ছে।
পয়লা অক্টোবর হতে সফররত প্রতিনিধিদলটি টোকিও এবং এর আশপাশের বিভিন্ন স্থানীয় সরকার ও সমবায়ী প্রতিষ্ঠান পরিদর্শন শেষে ৯ অক্টোবর ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।
#

আহসান/আফরাজ/রফিকুল/রেজাউল/২০১৫/১৭৪২ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৮৬৫  

      অর্থ ব্যয়ই প্রকল্পের সফলতার নির্ধারক নয়
                ---শিক্ষামন্ত্রী
ঢাকা, ১৯ আশ্বিন (৪ অক্টোবর) :  

    অর্থ ব্যয় করাই প্রকল্পের সফলতার নির্ধারক হতে পারে না। প্রজেক্ট প্ল্যান অনুযায়ী প্রকৃত কাজ সম্পাদন করতে হবে।  

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকদের সাথে মাসিক বৈঠকে এ নির্দেশ দেন।

    মন্ত্রী বলেন, অর্থের অপচয় রোধে বেধে দেয়া সময়সীমার মধ্যে প্রকল্প গ্রহণ, অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে। অঙ্গীকার নিয়ে নিবেদিতপ্রাণে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

    মন্ত্রী আরো বলেন, অর্থের সীমাবদ্ধতা থাকলেও শিক্ষাখাতের অগ্রগতি ধরে রাখতে অত্যাবশ্যক প্রকল্পের জন্য অর্থের অভাব হবে না। প্রয়োজনে থোক বরাদ্দ থেকে অর্থ বরাদ্দ দেয়া যাবে। তিনি বলেন, কোনো অবস্থাতেই অর্থের অপচয় করা যাবে না। অর্থ অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

    কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কাজ ফেলে রাখা যাবে না, আজকের কাজ আজকেই করতে হবে। আগামীকালের কাজের পরিকল্পনাও আজ করতে হবে।

    বৈঠকে বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব ও উন্নয়নখাত মিলে বর্তমানে শতাধিক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

    মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাস, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, যুগ্মপ্রধান, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় উপাচার্য ও প্রকল্প পরিচালকগণ সভায় অংশ নেন।

#
সাইফুল্লাহ/আফরাজ/রফিকুল/আব্বাস/২০১৫/১৭১২ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর: ২৮৬৪ 

সরকার বাঘ রক্ষায় কাজ করে যাচ্ছে
                 ---আনোয়ার হোসেন
ঢাকা, ১৯ আশ্বিন (৪ অক্টোবর) :  
    পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন বলেছেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বন বিভাগ বাঘ রক্ষায় কাজ করে যাচ্ছে। সুন্দরবনের আশপাশে থাকা সামাজিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের আস্থায় এনে বাঘ রক্ষা করতে হবে। এটি না হলে বন বিভাগের কর্মকর্তাদের পক্ষে সেখানে কাজ করা কঠিন।  
    মন্ত্রী আজ ঢাকায় আগারগাঁও বন ভবনের সম্মেলন কক্ষে বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগ আয়োজিত ‘সুন্দরবনের বাঘ রক্ষা, শিকারী প্রাণী ও আবাসস্থল পরিবীক্ষণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।    
    আনোয়ার হোসেন বলেন, সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ কাজে বন বিভাগকে সহায়তা করছে। কিন্তু সেখানে লক্ষ্য নির্ধারণ করে কাজ শুরু করতে হবে। তিনি বলেন, অনেক আগে থেকে বাঘ রক্ষার কাজ চলছে। নানা উদ্যোগও আছে এ কাজে। কিন্তু সামাজিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের কারণে অনেক সময় সেখানে কাজ করা যায় না। এজন্য তাদেরকে আস্থায় আনতে হবে। পরিবেশ রক্ষায় দাতাদের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশীয় সম্পদের পাশাপাশি দাতাদের অর্থ দিয়ে বন্যপ্রাণী এবং পরিবেশ রক্ষায় কাজ করা হচ্ছে। 
    মন্ত্রী বলেন, বন্যপ্রাণী রক্ষার বিষয়টি বৈশ্বিক সমস্যা। কোনো দেশ বা সংস্থার পক্ষে এককভাবে এ কাজটি করা সম্ভব নয়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ কাজ করতে হবে। তিনি বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে বন্যপ্রাণী নানা সমস্যায় রয়েছে। এ বিষয়টিও বিবেচনায় আনতে তিনি গুরুত্বারোপ করেন। 
    অনুষ্ঠানে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহ্মেদ বলেন, বাঘ কেন কমে যাচ্ছে এর কারণ খুঁজে বের করতে হবে। বাঘ রক্ষায় তিনি স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করার তাগিদ দেন।
    আইইউসিএন এর কান্ট্রি ডিরেক্টর ইশতিয়াক উদ্দিন আহমেদ বলেন, সংখ্যায় কমে গেলেও একক ঘনত্বের দিক থেকে সুন্দরবনে বাঘের সংখ্যা অনেক বেশি। এটি রক্ষায় আমাদের সুনির্দিষ্ট উদ্যোগ নিতে হবে। আমাদের মনে রাখতে হবে, বর্তমানে যে পরিমাণ বাঘ রয়েছে তা যেন আর না কমে যায়।

     প্রধান বন সংরক্ষক  মোঃ ইউনুছ আলী, উপপ্রধান বন সংরক্ষক আকবর হোসেন, ইউএসএইড বাংলাদেশের উপপ্রধান ক্যাথি ডি ওয়াসেলা এবং বন সংরক্ষক ড. তপন কুমার দে অনুষ্ঠানে বক্তব্য রাখেন । 
    অনুষ্ঠানের এক পর্যায়ে পরিবেশ ও বন মন্ত্রী বাঘ শুমারি রিপোর্টের মোড়ক উন্মোচন করেন। 

#
পাশা/আফরাজ/রফিকুল/আব্বাস/২০১৫/১৭১০ ঘণ্টা      

 
তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ২৮৬৩
নদী দূষণরোধে সমন্বিতভাবে কাজ করতে হবে
                             -- নৌপরিবহণমন্ত্রী
ঢাকা, ১৯ আশ্বিন (৪ অক্টোবর) :
নদী দূষণ ও দখলরোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করতে হবে। ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধে ‘ইকোলজিক্যাল রেস্টোরেশন অভ্ ফোর রিভার’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে। নদীগুলো সম্পূর্ণভাবে দূষণমুক্ত করা না গেলেও যাতে আর দূষিত না হয় সে লক্ষ্যে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান আজ নৌপরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকার চারদিকে বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু ও তুরাগ নদীর তীরে গড়ে উঠা শিল্প কারখানার বর্জ্য, গৃহস্থালি, ট্যানারি, হাসপাতাল ও ডাইং কারখানার বর্জ্য থেকে নদীকে দূষণমুক্ত করা সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এসব কথা বলেন। 
    মন্ত্রী বলেন, দূষণরোধে পরিবেশ সংরক্ষণ আইনটি কঠোরভাবে পালন, জরিমানার ব্যবস্থা ও শীঘ্রই মোবাইলকোর্ট পরিচালনা করা হবে। তিনি বলেন, দূষণরোধে স্বল্পমেয়াদি কি কি পদক্ষেপ নেয়া যায় সে লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো আগামী দু’মাসের মধ্যে পরিকল্পনা তৈরি করবে। পরিকল্পনাগুলো সমন্বিতভাবে নদী সংক্রান্ত টাস্কফোর্সের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। 
মন্ত্রী বলেন, নদীর পাড়ে দখল ঠেকানোর পদক্ষেপ হিসেবে ২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে, আরো ৫০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে। একনেক অনুমোদন দিলে এ কাজ শুরু হবে। ওয়াকওয়ের পাশাপাশি বনায়ন করা হচ্ছে, যা খুবই দৃষ্টিনন্দন। 
শাজাহান খান বলেন, কর্ণফুলী নদীকে দূষণমুক্ত করতে একইভাবে পরিকল্পনা নেয়া হবে। এছাড়া মেঘনা নদী থেকে ঢাকায় পানি আনা হচ্ছে ট্রিটমেন্টের জন্য, এ নদীর পানি যেন দূষিত না হতে পারে সে বিষয়ে অগ্রিম উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 
মন্ত্রী জানান, গতকাল থেকে ১২ ফুট ড্রাফটের নৌযান পূর্ণ জোয়ারের সুবিধা নিয়ে চলাচলের জন্য মংলা-ঘষিয়াখালী চ্যানেলটি খুলে দেয়া হয়েছে। 
অন্যান্যের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান, নৌপরিবহণ সচিব শফিক আলম মেহেদী, রাজউক এর চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূইয়া, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম খান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রইছউল আলম ম-ল ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক বৈঠকে উপস্থিত ছিলেন। 
#

জাহাঙ্গীর/আফরাজ/রফিকুল/রেজাউল/২০১৫/১৬৪৫ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৮৬২   

বিমানবন্দরে যাত্রীদের লাগেজ বিড়ম্বনা দ্রুত নিরসনে বিমান মন্ত্রীর নির্দেশ

ঢাকা, ১৯ আশ্বিন (৪ অক্টোবর): 

    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ বিড়ম্বনা দ্রুত নিরসনের জন্য সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যাত্রীদের কোন বিড়ম্বনা বরদাস্ত করা হবে না। মন্ত্রী লাগেজ এর জন্য অবস্থানকালীন সময় পর্যন্ত যাত্রীদের থাকা খাওয়ার সুব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্স গুলোকে নির্দেশ প্রদান করেন। এছাড়া মন্ত্রী ফ্লাইট সিডিউল বিপর্যয়ের কারণ জানতে চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
    মন্ত্রী আজ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করে উপস্থিত যাত্রীদের সাথে তাদের সমস্যার কথা শুনেন। মন্ত্রী যাত্রীদের সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে বিদ্যমান সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করে বলেন, যাত্রী হয়রানি কিংবা লাগেজ বিড়ম্বনার সাথে যদি সংশ্লিষ্ট কারো অবহেলা কিংবা যে কোন ধরণের সংশ্লিষ্টতার প্রমান পাওয়া যায় তাহলে তাকে কঠোর শাস্তি পেতে হবে।
    পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, বেসামরিক বিমানচলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল সানাউল হক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এএম মোসাদ্দেক আহমেদসহ সউদি এয়ার লাইন্স -এর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী যাত্রীদের  লাগেজ বিলম্বে প্রাপ্তির কারন জানতে চাইলে সংশ্লিষ্টরা জানান , আরবে নিরাপত্তার কারনে চেকিং বিলম্বিত হওয়াসহ বিভিন্ন কারণে লাগেজ বিলম্বে পৌছচ্ছে বলে মন্ত্রীকে অবহিত করেন। ফ্লাইট বিপর্যয়ের বিষয়টি সহসাই সমাধান হবে বলে মন্ত্রীকে জানানো হয় ।
#

শেফায়েত/অনসূয়া/শুকলা/মিজান/আসমা/২০১৫/১৬০০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৮৬১   

অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে 
                                                            - ওবায়দুল কাদের                                                                       

ঢাকা, ১৯ আশ্বিন (৪ অক্টোবর):
    অতিরিক্ত ভাড়া আদায়, ভাড়ার তালিকা বাসে সংরক্ষণ না করা, অবৈধ ও মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স এবং ফিটনেসবিহীন গাড়ি চালানোর অভিযোগে আজ ঢাকা মহানগরীতে বিআরটিএ’র তিনটি ভ্রাম্যমান আদালত বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৫৪টি মামলাসহ ৬৪ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করে।
    সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউ-তে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএ’র মনিটরিং টিম ও ভ্রাম্যমান আদালতের কার্যক্রম এবং সড়ক নিরাপত্তা বিষয়ক বিশেষ ক্যাম্পেইন পরিদর্শন করেন।
    পরিদর্শনকালে মন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী প্রতিটি বাস-মিনিবাসে ভাড়ার তালিকা দৃশ্যমানভাবে ঝুলিয়ে রাখতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
    তিনি বলেন, পুনঃনির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া কোনভাবেই আদায় করা যাবে না। তিনি এ বিষয়ে পরিবহণ মালিকদের সহযোগিতাও কামনা করেন।
    উল্লেখ্য, সম্প্রতি গ্যাসের দাম বৃদ্ধিতে সিএনজি চালিত বাস-মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ করে বিআরটিএ। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস-মিনিবাসের ভাড়া প্রতি যাত্রী প্রতি কিলোমিটারে নির্ধারণ করা হয় যথাক্রমে ১ টাকা ৭০ পয়সা এবং ১ টাকা ৬০ পয়সা। এছাড়া সর্বনি¤œ ভাড়া ৭ টাকা ও ৫ টাকা অপরিবর্তিত রাখা হয়।
    বাস-মিনিবাসের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ভাড়ার তালিকা গাড়িতে সংরক্ষণসহ ফিটনেসবিহীন, অবৈধ ও মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য বিষয়ে বিআরটিএ’র নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ ৩টি ভ্রাম্যমান আদালত ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় কার্যক্রম পরিচালনা করে। 
#

নাছের/অনসূয়া/শুকলা/মিজান/আসমা/২০১৫/১৬০০ ঘণ্টা


 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৮৬০   


মাস্টার্স শেষ পর্ব ও ১ম বর্ষ অনার্র্স (বিশেষ) পরীক্ষার সংশোধিত সময়সূচি 

ঢাকা, ১৯ আশ্বিন (৪ অক্টোবর) :

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্র্র্স ১ম বর্ষ (বিশেষ) ও ২০১২ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা আগামী ৬ অক্টোবর থেকে পূর্বনির্ধারিত বেলা ২ টার পরিবর্তে দুপুর ১ টা থেকে আরম্ভ হবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ) এবং (িি.িহঁনফ.রহভড়) থেকে জানা যাবে। 
#

ফয়জুল/অনসূয়া/শুকলা/মিজান/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৮৫৯


বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক-কর্মচারীদের
  সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার চেক ব্যাংকে হস্তান্তর

ঢাকা, ১৯ আশ্বিন (৪ অক্টোবর) :   

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের চলতি বছরের সেপ্টেম্বর  মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের ১২টি চেক অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড এর স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
    আগামী ৮ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে শিক্ষক-কর্মচারীগণ তাদের স¦ স¦ ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে সেপ্টেম্বর  মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
    উল্লেখ্য, আগস্ট মাসের বেতন-ভাতার এমপিও কপি বা ভাউচার সংশ্লিষ্ট ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছানোর কারণে অথবা অন্য কোনো কারণে যে সকল প্রতিষ্ঠান বেতন-ভাতাদি উত্তোলন করতে পারেনি সে সকল প্রতিষ্ঠান বর্তমান মাসের নির্ধারিত সময়ের মধ্যে তা উত্তোলন করতে পারবে।
#

শফিকুল/অনসূয়া/শুকলা/মিজান/আসমা/২০১৫/১২০০ ঘণ্টা    
 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৮৫৮ 
বিশ্ব বসতি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ১৯ আশ্বিন (৪ অক্টোবর) : 
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব বসতি দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন।
    “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিশ্ব বসতি দিবস উদ্যাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘চঁনষরপ ঝঢ়ধপবং ভড়ৎ ধষষ’ যা অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি। 
    সুপরিকল্পিত গৃহায়ন ও নগরায়নের মাধ্যমে জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়ন করা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। বিগত প্রায় সাতবছরে বর্তমান সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি ভূমির পরিকল্পিত ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করেছে। হাতির ঝিল এলাকায় সমন্বিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে রাজধানী ঢাকার সৌন্দর্য্য বৃদ্ধির পাশাপাশি জলাবদ্ধতা নিরসন, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং সংশ্লিষ্ট এলাকার যোগাযোগের ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ছাড়াও বিভিন্ন অঞ্চলভিত্তিক উন্নয়ন কর্তৃপক্ষ পর্যাপ্ত উন্মুক্ত স্থান নিশ্চিত করে সকলের ব্যবহারযোগ্য আবাসন ও নগরায়নসংক্রান্ত কাজ করে যাচ্ছে। বেসরকারি আ

Todays handout (2).doc Todays handout (2).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon