Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯

তথ্যবিবরণী 25-2-2019

                                 
 
তথ্যববিরণী              নম্বর : ৭৭৮
জাতরি পতিার ‘বঙ্গবন্ধু’ উপাধরি র্অধশতাব্দীর সগৌরব উদযাপন
ঢাকা, ১৩ ফাল্গুন (২৫ ফব্রেুয়ার)ি:
জাতরি পতিার ‘বঙ্গবন্ধু’ উপাধরি র্অধশতাব্দী  উদযাপনে প্রধানমন্ত্রীর রাজনতৈকি উপদষ্টো এইচ টি ইমাম, সাবকে বাণজ্যিমন্ত্রী ও বঙ্গবন্ধুর  একান্ত  সহচর তোফায়লে আহমদে, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগরে প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, শল্পিকলা একাডমেরি মহাপরচিালক লয়িাকত আলী লাকীসহ আওয়ামী লীগ নতেৃবৃন্দ, বশিষ্টি লখেক আলী ইমাম প্রমুখ ইতহিাস, র্বতমান ও ভবষ্যিতরে রূপরখোয় জাতরি পতিা শখে মুজবিুর রহমানরে ‘বঙ্গবন্ধু’ উপাধি ও সমগ্র জীবনরে প্রক্ষোপট তুলে ধরছেনে। 
আজ সন্ধ্যায় আওয়ামী লীগরে প্রচার ও প্রকাশনা উপকমটিরি আয়োজনে রাজধানীর শল্পিকলা একাডমেরি চত্রিশালায় দু’দনিব্যাপী আলোচনা ও সাংস্কৃতকি অনুষ্ঠানরে উদ্বোধনী র্পবে এইচ টি ইমামরে সভাপতত্বিে প্রধান আলোচক হসিবেে বক্তব্য রাখনে তোফায়লে আহমদে।
সাবকে বাণজ্যিমন্ত্রী ও বঙ্গবন্ধুর  একান্ত  সহচর তোফায়লে আহমদে বলনে, ‘প্রতি বছর ২৩ ফব্রেুয়ারি যখন ফরিে আস,ে স্মৃতরি পাতায় অনকে কথা ভসেে ওঠ।ে আমার জীবনরে শ্রষ্ঠে এই দনিটকিে গভীরভাবে স্মরণ কর।ি ১৯৬৯-এর ২৩ ফব্রেুয়াররি পর থকেে বঙ্গবন্ধুর একান্ত সান্নধ্যি পয়েছে।ি এবারে ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রদানরে ৫০ বছর। দখেতে দখেতে র্অধশত বছর পরেয়িে গলে। প্রয়ি নতো তাঁর যৌবনরে ১৩টি মূল্যবান বছর পাকস্তিানরে কারাগারে কাটয়িছেনে। কারাগাররে অন্ধকার প্রকোষ্ঠে বসে যে নতো প্রয়ি মাতৃভূমি বাংলার ছবি হৃদয় দয়িে এঁকছেনে, ফাঁসরি মঞ্চে দাঁড়য়িে হাসমিুখে মৃত্যুকে আলঙ্গিন করছেনে, সইে নতোকে সদেনি জাতরি পক্ষ থকেে কৃতজ্ঞচত্তিে ‘বঙ্গবন্ধু’ উপাধতিে ভূষতি করা হয়। তনিি শুধু বাঙালি জাতরিই মহান নতো ছলিনে না, সারা বশ্বিরে নপিীড়তি মানুষরে অন্যতম শ্রষ্ঠে নতো ছলিনে।’
তোফায়লে আহমদে বলনে, ‘১৯৬৯ সালরে ২৩ ফব্রেুয়ারি শুধু আমার জীবনে নয়, সমগ্র বাঙালি জাতরি জীবনে এক ঐতহিাসকি দনি। কারণ এই দনিটতিে আমাদরে প্রয়ি নতোকে আমরা কৃতজ্ঞচিত্তে বাঙালি জাতরি পক্ষ থকেে কৃতজ্ঞচত্তিে ‘বঙ্গবন্ধু’ উপাধি দয়িছেলিাম। সইে সংর্বধনা সভায় সভাপতত্বি করার র্দুলভ সৌভাগ্যরে অধকিারী আম।ি আজকরে সোহরাওর্য়াদী উদ্যান সদেনি ১০ লক্ষাধকি মানুষরে উপস্থতিতিে কানায় কানায় র্র্পূণ। সইে জনসমুদ্ররে মানুষকে যখন জজ্ঞিাসা করছেলিাম, যে নতো জীবনরে যৌবন কাটয়িছেনে পাকস্তিানরে কারাগার,ে ফাঁসরি মঞ্চে দাঁড়য়িে মৃত্যুকে আলঙ্গিন করছেনে, সইে প্রয়ি নতোকে কৃতজ্ঞ বাঙালি জাতরি পক্ষ থকেে কৃতজ্ঞচত্তিে একটি উপাধি দতিে চাই। ১০ লাখ মানুষ যখন ২০ লাখ হাত উত্তোলন করছেলি সে এক অভূতর্পূব দৃশ্য। তখনই প্রয়ি নতোকে ‘বঙ্গবন্ধু’ উপাধতিে ভূষতি করা হয়।’ ‘বঙ্গবন্ধু চলে গছেনে। কন্তিু আমাদরে জন্য রখেে গছেনে তাঁর গৌরবময় অমর র্কীত’ি, বলনে তনি।ি 
প্রধানমন্ত্রীর রাজনতৈকি উপদষ্টো এইচ টি ইমাম বলনে, ‘বাঙালি জাতসিত্তার পরচিয়রে রূপকারই জাতরি পতিা র্সবকালরে শ্রষ্ঠে বাঙালি বঙ্গবন্ধু শখে মুজবিুর রহমান। তনিি অমর।’ এ সময় তনিি এ সফল আয়োজনরে প্রচার উপকমটিকিে ধন্যবাদ জানান।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তার বক্তৃতায় বলনে, ‘বঙ্গবন্ধু’র কাছে বাঙালি জাতরি ঋণ শোধ হবার নয়। বঙ্গবন্ধু না হলে স্বাধীনতা র্অজতি হতো না। ১৯৬৬ সালরে আওয়ামী লীগ সম্মলেনে তনিি ‘আমার সোনার বাংলা’ গানটরি সূচনা করনে, যা আজ আমাদরে জাতীয় সংগীত। স্বাধীনতা র্অজনরে বহু আগে থকেে তনিি স্বাধীনতার স্বপ্ন দখেছেনে।’ ‘অসীম দূরদৃষ্টসিম্পন্ন বঙ্গবন্ধু’র সুব্যবস্থাপনার কারণইে আজ আমরা সমুদ্ররে নচিে আরকে বাংলাদশে জয় করছে,ি  ছটিমহলরে সবচয়েে সুন্দর সমাধান পয়েছে’ি, বলনে তনি।ি 
ঢাকা দক্ষণি আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ প্রচার উপকমটিরি যুগ্ম সম্পাদক আমনি উদ্দনি আমনি প্রমুখ সভায় বক্তব্য রাখনে।
এর পর দু‘দনিব্যাপী বঙ্গবন্ধু’র ওপর ৬০০ আলোকচত্রি প্রর্দশনী ও সাংস্কৃতকি আয়োজন উদ্বোধন করনে অতথিবিৃন্দ।
সরকার উৎখাতরে লক্ষ্যইে বডিআির বদ্রিোহ ঘটানো হয়ছেলি
                                                          -- তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ২০০৯ সালরে এদনিে রাজধানীর পলিখানায় তৎকালীন বডিআির সদর দপ্তররে বদেনাময় স্মৃতরি কথা উল্লখে করে এ সময় বলনে, ‘সরকার উৎখাতরে লক্ষ্যইে বডিআির বদ্রিোহ ঘটানো হয়ছেলি। ‘সইেসাথ,ে র্মাকনি রাষ্ট্রদূতরে সাথে বএিনপ’ির সাক্ষাতরে বষিয়ে তনিি বলনে, ‘ক্ষমতার মালকি জনগণ, বদিশেদিরে কাছে র্ধণা দয়িে লাভ নইে।’
#
আকরাম/মাহমুদ/মোশারফ/রজোউল/২০১৯/২১৪৪ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৭৭৭
 
পরিকল্পনা বাস্তবায়নে সঠিক তথ্য প্রয়োজন
       ---পরিকল্পনা মন্ত্রী
 
 
ঢাকা, ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) : 
 
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকারের লক্ষ্য ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা করে উন্নত জাতি গড়া। এজন্য সঠিক তথ্য অপরিহার্য।
 
মন্ত্রী আজ ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন অভ্ বাংলাদেশে ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন ডাটা : প্রেশাস রিসোর্স ২১ সেঞ্চুরি’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, যেকোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন সঠিক তথ্য। সপ্তম-পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান যাই বলুন না কেন, বাস্তবায়নের জন্য সঠিক তথ্যের কোনো বিকল্প নেই। উন্নয়নে গ্রহণযোগ্য তথ্য সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত বলে মনে করে মন্ত্রী বলেন, তথ্য যতো বেশি সমৃদ্ধ হবে পরিকল্পনা বা নীতি তৈরি ততো সহজ হবে।
 
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, আইসিটি বিভাগের সচিব এনএম জিয়াউল আলম, স্বাস্থ্য বিভাগের সচিব আশাদুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি-এর আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি।
 
#
শাহেদ/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৯/২১১৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৭৭৬
 
সরকার স¦াস্থ্যখাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দিচ্ছে
     ---স¦াস্থ্যমন্ত্রী
 
ঢাকা, ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার সব নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যখাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, ‘ডিজিটাল স্বাস্থ্যসেবা স্থাপনে বিশাল বিনিয়োগ করা হয়েছে, কারণ আমাদের প্রধান অগ্রাধিকার স্বাস্থ্যখাতে এসডিজি অর্জন, প্রাতিষ্ঠানিক বিতরণ এবং শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাস নিশ্চিত করা’।
 
আজ সোমবার দিল্লীর একটি হোটেলে চতুর্থ গ্লোবাল ডিজিটাল হেল্থ পার্টনারশিপ (জিডিএইচপি) সম্মেলনে একটি প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন। 
 
স্বাগতিক ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, সৌদি আরবসহ ফোরামের সদস্য ২৩ দেশের মন্ত্রী, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ এই সম্মেলনে অংশ নিচ্ছেন।
এর আগে ভারতের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাদ্দার দুই দিনের শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন যার মধ্যে ২৩ সদস্য রাষ্ট্র ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রতিনিধিরা তাদের দেশব্যাপী বক্তৃতা উপস্থাপন করে।
বাংলাদেশের স্বাস্থ্যখাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ প্রদান করে জাহিদ মালেক বলেন, দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবা সুবিধার উন্নতির জন্য এই ধরনের প্রযুক্তি তৃতীয় স্তরের স্বাস্থ্যসেবায় ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশে ডিজিটাল স্বাস্থ্য হস্তক্ষেপ নিশ্চিত করার জন্য নীতি বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকার দেশের ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ৩২টিরও বেশি ঔষধ সরবরাহ করছে, স্বাস্থ্যসেবা প্রদানকারীদের পরিসেবা রেকর্ডিংয়ের জন্য ট্যাব দেওয়া হয়েছে এবং টিকা ও ঔষধ গ্রহণের জন্য বার্তা দেওয়া হয়েছে মা এবং শিশুদের জন্য। তিনি আরো বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সকল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার জন্য ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপন করা হয়েছে যাতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় এবং সকল হাসপাতাল ও ক্লিনিকে ইন্টারনেট সংযোগ সরবরাহ করা হয়।
 
#
পরীক্ষিৎ/মাহমুদ/রফিকুল/আব্বাস/২০১৯/২১০০ ঘণ্টা 
নম্বর : ৭৭৫
 
টেলিভিশনে স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
 
 
ঢাকা, ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
 
“২০১৯ সালে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধন চলছে। নির্ধারিত সময়ে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। যথাসময়ে নিবন্ধন সম্পন্ন করা না হলে এ বছর হজ পালনে আগ্রহী নন মর্মে বিবেচিত হতে পারেন।”
উক্ত বার্তাটি স্ক্রল আকারে সকল সরকারি ও বেসরকারি টিভি চ্যানেলে প্রচারের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। 
#
 
মাহমুদ/রেজাউল/২০১৯/২০৫৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৭৭৪
 
চিকিৎসকদের যথাযথ দায়িত্ব পালনের আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
 
গাজীপুর, ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেছেন। তিনি আজ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশনা প্রদান করেন। সভার শুরুতে তিনি পুরান ঢাকার চকবাজারে মর্মান্তিক অগ্নিকা-ে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন।
 
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসা সেবা প্রাপ্তি মানুষের একটি মৌলিক অধিকার। তাই রোগীদের সঠিক সেবা নিশ্চিতকল্পে চিকিৎসক ও নার্সদের যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালকে আধুনিক ও উন্নত সুযোগ সুবিধা সংবলিত একটি পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নীত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এর পর প্রতিমন্ত্রী ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন করেন। তিনি অচিরেই হাসপাতালে সিসিইউ ও আইসিইউ চালু করা হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
 
হাসপাতালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত জনবল নিয়োগের বিষয়ে প্রতিমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।
 
সভায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ আমির হোসেন রাহাত, হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ আব্দুল কাদির সহ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 
#
আরিফ/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৯/২০৩০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৭৭৩
 
চকবাজারের অগ্নি দুর্ঘটনা 
নিহতদের ২৫ জন শ্রমিক বলে নিশ্চিত করেছে তালিকা প্রণয়ন কমিটি
 
ঢাকা, ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
চকবাজারের ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় নিহত-আহতদের মধ্যে ৩৫ জন বিভিন্ন পেশায় কর্মরত শ্রমিক ছিলেন বলে নিশ্চিত করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে অগ্নি দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের জন্য গঠিত চার সদস্যের কমিটি। কমিটির তথ্যমতে, মর্মান্তিক এ অগ্নি দুর্ঘটনায় বিভিন্ন পেশায় নিয়োজিত ২৫ জন শ্রমিক নিহত এবং ১০ জন শ্রমিক আহত হন। 
 
দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করে নিহত শ্রমিকদের এক লাখ এবং আহত শ্রমিকদের পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেন। 
 
শ্রমঘন এলাকায় অগ্নি দুর্ঘটনা সংঘটিত হওয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশে ২২ ফেব্রুয়ারি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক জাকির হোসেনকে আহ্বায়ক করে ৪ সদস্যের কমিটি গঠন করে মন্ত্রণালয়। কমিটির সদস্যগণ ঢাকা মেডিকেলের সাথে সমন্বিতভাবে কাজ করে শ্রমিকদের পরিচিতি নিশ্চিত হয়ে মন্ত্রণালয়ে তালিকা প্রেরণ করেন। সে মোতাবেক গতকাল সন্ধ্যায় শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খানকে সাথে নিয়ে আহত শ্রমিকদের দেখতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে যান। প্রতিমন্ত্রী চিকিৎসাধীন শ্রমিকদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৭ জন শ্রমিকের স্বজনদের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে চিকিৎসা সহায়তা হিসেবে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট সাড়ে তিন লাখ টাকার চেক প্রদান করেন। অন্য মেডিকেলে চিকিৎসাধীন ৩ জন আহত শ্রমিকের আর্থিক সহায়তার চেক দুই/এক দিনের মধ্যে প্রদান করা হবে। 
 
        নিহত ২৫ জন শ্রমিকের ২২ জনই বিভিন্ন কারখানা, প্রতিষ্ঠান ও দোকান কর্মচারী, ২ জন রিকশা-ভ্যান চালক এবং ১ জন হকার। নিহত ২৫ জন শ্রমিকের আর্থিক সহায়তার চেক দ্রুতই প্রদান করা হবে বলে শ্রম প্রতিমন্ত্রী জানান। 
 
#
আকতারুল/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৯/১৯৩২ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                  নম্বর :৭৭২
 
বই শক্তি ও সাহসের উৎস
     ---সংস্কৃতি প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
 
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বই শক্তি ও সাহসের উৎস। এটি মানুষের চিন্তা-চেতনার উৎকর্ষ সাধন করে। কিছু সৃজনশীল লেখক-সাহিত্যিকদের ফেসবুকভিত্তিক সংগঠন পেনসিল প্রথমবারের মতো প্রকাশনার উদ্যোগ নিয়েছে যাদের সদস্য সংখ্যা লক্ষাধিক। পেনসিল দেশব্যাপী জনপ্রিয় ও সাড়া জাগানো বই “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী” নিয়ে দেশের ১৩জন প্রথিতযশা লেখকের পাঠ-প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত “অসমাপ্ত আত্মজীবনী - নানান আলোয় নানান স্বরে” শীর্ষক সংকলন গ্রন্থ প্রকাশ করেছে। এজন্য সংগঠনটি সাধুবাদ পাওয়ার যোগ্য।
 
প্রতিমন্ত্রী আজ বিকালে অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এর মোড়ক উন্মোচন মঞ্চে পেনসিল পাবলিকেশন্স এন্ড ফাউন্ডেশন কর্তৃক প্রকাশনা সংস্থাটির ৫২তম প্রকাশনা “অসমাপ্ত আত্মজীবনী- নানান আলোয় নানান স্বরে” শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
কে এম খালিদ বলেন, আমরা সাধারণত বিভিন্ন ভাবনা ভাবি, কিন্তু সেটাকে বাস্তবে প্রতিফলিত করি না। কিন্তু বঙ্গবন্ধু এক্ষেত্রে ব্যতিক্রম। তিনি মা, মাটি ও মানুষ তথা দেশ সম্পর্কে ভাবতেন। তিনি যেটা ভাবতেন সেটা কার্যে পরিণত করতেন। তাঁর সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ছিল অসাধারণ। শুধু স্বাধীনতা যুদ্ধে নয়, বরং বায়ান্নর ভাষা আন্দোলনেও যে বঙ্গবন্ধুর বিরাট ভূমিকা ছিল, তা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি পাঠ না করলে সঠিকভাবে বোঝা যাবে না। 
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলা একাডেমির সচিব আনোয়ার হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শফিক জামান এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহসভাপতি খান মাহবুব। স্বাগত বক্তৃতা করেন পেনসিল পাবলিকেশন্স এন্ড ফাউন্ডেশন এর সভাপতি অপূর্ব শিকদার।
 
#
ফয়সল/মাহমুদ/রফিক/আব্বাস/২০১৯/১৯২০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৭৭১
 
পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণমূলক পরিদর্শন কার্যক্রম বিষয়ক কর্মশালা শুরু
 
ঢাকা, ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
 
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বাপশনিক) এর যৌথ উদ্যোগে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণমূলক পরিদর্শন কার্যক্রম বিষয়ক চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান ঢাকায় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথির বক্তৃতা করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রফেসর ড. নঈম চৌধুরী এবং রিসোর্চ পার্সন হিসেবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।  
 
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যেতে হবে। সেই ধারাবাহিকতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় প্রতিষ্ঠানগুলোকে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য তিনি আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সরকার বাস্তবায়নাধীন বিভিন্ন কাজের মাধ্যমে দেশের উন্নয়নে বদ্ধপরিকর। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সকল নিরাপত্তা মানদ- ও গাইডলাইন এবং বাংলাদেশের বিদ্যমান আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করেছে। পরমাণু শক্তি সংস্থাসহ আন্তর্জাতিক, স্থানীয় ও নিজস্ব জনবলের মাধ্যমে সকল কারিগরি মূল্যায়ন ও পর্যালোচনা করে বিশেষজ্ঞ মতামতও গ্রহণ করা হয়েছে। আর সে অনুযায়ী প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সুষ্ঠুভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা প্রদান করেন মন্ত্রী। 
 
কর্মশালায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্সধারী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের 
২৫ জন বিজ্ঞানী ও প্রকৌশলী অংশগ্রহণ করেন এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ পর্যায়ের বিভিন্ন নিয়ন্ত্রণমূলক পরিদর্শন কার্যক্রম নিয়ে বিজ্ঞানী ও প্রকৌশলীবৃন্দ প্রশিক্ষণ নিচ্ছেন। 
 
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর, রোসাটমের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মন্ত্রণালয়াধীন সংস্থার প্রধানগণ এবং প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।
 
#
বিবেকানন্দ/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৮৫১ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                  নম্বর :৭৭০
 
চকবাজারের কেমিকেল গোডাউনগুলো ঢাকার অদূরে স্থানান্তর করা হবে
                 ---শিল্পমন্ত্রী
ঢাকা, ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
 
পুরান ঢাকার চকবাজারে অবস্থিত কেমিকেল গোডাউনগুলোর জন্য ঢাকার নিকটবর্তী কোনো জায়গায় আগামী ৬ মাসের মধ্যে স্থানের  ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে এ কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে। 
 
২০ ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা পরবর্তী আশু করণীয় নির্ধারণ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্বকালে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আজ একথা বলেন। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আবদুল হালিম এ সময় উপস্থিত ছিলেন।  
 
মন্ত্রী বলেন, নতুন স্থানে যাতে ঘন জনবসতি গড়ে না ওঠে সেজন্য লোকালয় ও জনপথ থেকে কিছুটা দূরবর্তী কোনো জায়গায় চকবাজারের কেমিকেল গোডাউনগুলোর জন্য স্থান নির্ধারণ করা হবে।  
 
সভায় শিল্প প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়সহ সংশ্লিষ্ট সকলে পূর্ব থেকে সচেতন হলে এই দুর্ঘটনা এড়ানো যেতো। এখন সকলকে দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি বলেন, পুরান ঢাকার রাস্তাঘাট প্রসারিত করা অত্যন্ত জরুরি। একাজে রাজউককে দ্রুত এগিয়ে আসতে হবে।
 
শিল্প মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরসমূহ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজউক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জাতীয় রাজস্ব বোর্ড, পরিবেশ অধিদপ্তর, ঢাকা ওয়াসা ও বাংলাদেশ ব্যাংকের  প্রতিনিধি এবং এফবিসিসিআইসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। 
 
#
মাসুম/মাহমুদ/রফিকুল/আব্বাস/২০১৯/১৮৪৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৭৬৯
 
বিডা নির্বাহী চেয়ারম্যানের সাথে সুইস ব্যবসায়ী নেতৃবৃন্দের সাক্ষাৎ
 
ঢাকা, ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলামের সাথে ঢাকায় তাঁর কার্যালয়ে সুইজারল্যান্ডের ঝরিংং খঊউ অএ. তঁম- এর প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা অংশীদার গধঁৎড় উধ জড়ষফ, অপর অংশীদার উৎ. ঋৎধহশ জরবংনবপশ এবং বার্লিন বিশ্ববিদ্যালয়ের ড. মোঃ জিল্লুর রাহমান সাক্ষাৎ করেন।
 
কাজী আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশের বর্তমান অর্থনীতি খুবই সম্ভাবনাময়। বর্তমানে বিনিয়োগ পরিবেশ উন্নত করার জন্য সরকার বিনিয়োগ নীতির সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। বিনিয়োগকারীরা অনেক ঝুঁকি ও শঙ্কা মাথায় নিয়ে একটি দেশে বিনিয়োগ করতে আসে। বিডার কাজ বিনিয়োগকারীদের ঝুঁকি ও শঙ্কা দূর করা। তিনি বলেন, বিনিয়োগের ক্ষেত্রে কম সময়ে সর্বোচ্চ সেবা দিতে বিডা সবসময় প্রস্তুত। 
 
উৎ. ঋৎধহশ জরবংনবপশ জানান, বাংলাদেশে তারা অফ-গ্রিড যেমন- সোলার, বায়ু, বায়োগ্যাস প্রভৃতি প্রজেক্টে বিনিয়োগ করতে আগ্রহী। এছাড়া, কৃষি উন্নয়নেও তাদের আগ্রহ রয়েছে। 
 
গধঁৎড় উধ জড়ষফ বলেন, বাংলাদেশের অর্থনীতি দিন দিন শক্তিশালী হচ্ছে। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে তিনি বিডা চেয়ারম্যানের সহায়তা ও সহযোগিতা চান। এছাড়াও তিনি বাংলাদেশে বিনিয়োগে সুযোগ-সুবিধা ও ঝুঁকি নিয়ে আলোচনা করেন।
 
#
শরীফা/মাহমুদ/রফিকুল/আব্বাস/২০১৯/১৮১৬ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৭৬৮
 
নদী তীর দখলরোধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে
----নৌপরিবহন প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
নদী তীর দখলরোধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে জিরো টলারেন্স বজায় থাকবে। অবৈধ দখলদার উচ্ছেদে কোর্টের নির্দেশনার আলোকে অভিযান চলবে। 
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে শিপিং রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ (এস আর এফ বি) এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। 
সভার শুরুতে প্রতিমন্ত্রী সম্প্রতি রাজধানীর চকবাজারে অগ্নিকা-ে নিহতের ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রতিমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি আরো বলেন, গতকাল বিমান ছিনতাইয়ের বিষয়টি সরকার সফলতার সাথে মোকাবিলা করেছে।  
খালিদ মাহ্মুদ চৌধুরী বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের উন্নয়ন এবং এর স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধির জন্য শিপিং রিপোর্টার্স ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সাংবাদিকদের গঠনমূলক লেখনীকে তিনি সাধুবাদ জানাবেন। তিনি জানান, মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার তথ্য জানতে বিভিন্ন সোর্স থাকলেও সাংবাদিকদের ওপর অনেক ক্ষেত্রে নির্ভর হতে হয়। তিনি আশা করে বলেন, এসব ক্ষেত্রে শিপিং রিপোর্টার্স ফোরাম আরো বেশি গঠনমূলক ভূমিকা পালন করবে।
প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের উন্নয়নের জন্য ভবিষ্যতে করণীয় দিকগুলো তুলে ধরতে শিপিং রিপোর্টার্স ফোরামের সদস্যদের প্রতি আহ্বান জানান। 
শিপিং রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ মন্ত্রণালয় গৃহীত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম, সমস্যা ও সমাধানের বিষয়গুলো তুলে ধরেন। বিশেষ করে বিআইডব্লিউটিসির স্টিমার ও ফেরি সার্ভিসের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং ওয়াটার বাস চালু, বিআইডব্লিউটিএ’র ড্রেজিং, সদরঘাটের ইজারা প্রথা ও লেবার হ্যান্ডলিং, স্পিডবোট চলাচল, নৌপরিবহন অধিদপ্তরের জাহাজের নকশা অনুমোদন, সার্ভে ও বিভিন্ন পরীক্ষার অনিয়ম, গভীর সমুদ্র বন্দর, চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরকে আরো গতিশীল করার বিষয়গুলো আলোচনায় স্থান পায়। 
এস আর এফ বি’র সভাপতি রাশেদ আলী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সাধারণ সম্পাদক কাজী জেবেল অনুষ্ঠানটি সঞ্চালন করেন। কার্যকরী সদস্য আশীষ সেন, শফিকুল ইসলাম, এইচ আর সাগর, কিশোর সরকার,  ফারুক খান, মাহমুদ আকাশ, রতন বালো, তোফাজ্জল হোসেন, তরিকুল ইসলাম সুমন, কামাল হোসেন তালুকদার, তাসনীম মহসীন, গাজী শাহনেওয়াজ, মাহফুজুর রহমান শুভ, শফিকুল ইসলাম ও রানা মাসুদ এ সময় উপস্থিত ছিলেন। 
#
জাহাঙ্গীর/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৮১৩ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৭৬৭
মেট্রোরেল নির্মাণে স্টিল স্ক্রু পাইল ড্রাইভিং কাজের উদ্বোধন করলেন ওবায়দুল কাদের
ঢাকা, ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
মেট্রোরেল রুট-৬ এর নির্মাণকাজে যুক্ত হলো নতুন মাত্রা। দেশে প্রথমবারের মতো কোনো স্থাপনা নির্মাণে অত্যাধুনিক প্রযুক্তির অংশ হিসেবে স্টিল স্ক্রু পাইল ড্রাইভিং-এর ব্যবহার শুরু হলো।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বিকেলে রাজধানীর খামারবাড়িতে মেট্রোরেল রুট-৬ এর ৫নং প্যাকেজের স্টিল স্ক্রু পাইল ড্রাইভিং কাজের উদ্বোধন করেন।
মেট্রোরেল রুট-৬ নির্মাণে প্যাকেজ-৫ এর আওতায় আগারগাঁও থেকে কাওরান বাজার পর্যন্ত তিন কিলোমিটারের বেশি মেট্রো লাইন নির্মিত হবে। প্যাকেজ-৫ বাস্তবায়নে যৌথভাবে দেশীয় প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের সাথে জাপানের চঊককঊঘ-অইঊঘওককঙ কোম্পানি কাজ করছে।
মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক, প্রকল্প পরিচালক আফতাব উদ্দিন তালুকদার, আব্দুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন মোনেম ও পরিচালক আনিছ হাবিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
#
ওয়ালিদ/মাহমুদ/রফিকুল/আব্বাস/২০১৯/১৭৫৯ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৭৬৬
কৃষির উন্নয়নে প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা
                                        -কৃষিমন্ত্রী
ঢাকা, ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাকের সাথে আজ সচিবালয় তার অফিসকক্ষে আন্তর্জাতিক আলু কেন্দ্র (রহঃবৎহধঃরড়হধষ ঢ়ড়ঃধঃড় পবহঃবৎ, ঈওচ) এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সমন্বয়কারী ও কান্ট্রি ম্যানেজার উৎ.ট.ঝ ঝরহম  সাক্ষাৎ করেন। এসময় কৃষি সচিব মো: নাসিরুজ্জামান উপস্থিত ছিলেন। 
কৃষিমন্ত্রী বলেন, দেশে কৃষি উৎপাদনের দিক থেকে ধান, গম ও ভুট্টার পরেই চতুর্থ স্থানে আছে আলু। অনুকূল আবহাওয়া ও মাটির কারণে কিছু জেলায় প্রায় ৩০টি জাতের আলুর চাষ ব্যাপকভাবে হয়ে থাকে। বিগত বছরে আলুর উৎপাদন আমাদের চাহিদার চেয়ে প্রায় ৩০ লাখ মে:টন বেশি হয়েছে। লেইট ব্লাইট (খধঃব নষরমযঃ) রোগের নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাজারে বর্তমানে আমরা প্রবেশ করতে পারছিনা । যদিও বাংলাদেশ থেকে অনেক কৃষিজাত পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে।
মন্ত্রী আরো বলেন, কৃষিখাতের জন্য টাকার কোন সমস্যা নেই। আলু প্রক্রিয়াজাত করে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করাতে আমরা আপনাদের সহযোগিতা চাই। প্রতিনিধিদলের নেতৃবৃন্দ এখাতে বাংলাদেশকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশ ও সিআইপি সমন্বয় করে যৌথভাবে সমস্যার সমাধান করে এখাতের আরো উন্নয়ন করতে চায়। সিআইপি’র দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সমন্বয়কারী এবং কান্ট্রি ম্যানেজারের সাথে আবারো বৈঠকে বসে এখাতের উন্নয়নে করণীয় সম্পর্কে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করতে চান মন্ত্রী।
কৃষি সচিব বলেন,আমাদের বিজের চাহিদা ৬ লাখ মে:টন এর মধ্যে বিএডিসি টিস্যু উৎপাদন করে ১লাখ মে:টন। বাকি বিজ আমাদের দেশের কৃষকরা উৎপাদন করে। যদিও আমাদের আলুর জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)তে ল্যাব রয়েছে। এছাড়াও বিএডিসি’র টিস্যু কালচার ল্যাবে বিজ উৎপন্ন করে থাকে। এছাড়া আমাদের দেশে কৃষক’রা লাভবান ফসল উৎপাদনে বরাবরই আগ্রহী যেমন হানি মেলন বিদেশি ছিল এখন যশোরের কিছু এলাকায়  চাষ হচ্ছে।
প্রতিনিধিদলে আরো ছিলেন উৎ.ঝধসৎবহফঁ গড়যধহঃু, উ
Todays handout (15).docx Todays handout (15).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon