Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ ডিসেম্বর ২০১৯

তথ্যবিবরণী -15/12/2019

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৪৭৬৯

 

গাজিপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় শ্রম প্রতিমন্ত্রীর শোক এবং তাৎক্ষণিক সহায়তার ঘোষণা

 

ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৫ ডিসেম্বর) :

          গাজিপুরের হারিনালে ফ্যান তৈরির কারখানা লাক্সারি ফ্যানের ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক, দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। একই সাথে নিহত শ্রমিকদের দাফন কাফনের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন শ্রম প্রতিমন্ত্রী।

          আজ সন্ধ্যায় গাজিপুরের হারিনালে লাক্সারি ফ্যান কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের দশ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন শ্রমিক।

          শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে যে সকল শ্রমিক নিহত হয়েছেন তাদের পরিবারকে এ সহায়তা প্রদান করা হবে।

#

আকতারুল/সঞ্জীব/জয়নুল/২০১৯/২৩২০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৪৭৬৮

 

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে অদম্য গতিতে

                                                  --- অর্থমন্ত্রী

 

ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৫ ডিসেম্বর) :

          অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বেশ কয়েক বছর ধরে সামাজিক সূচকে সাফল্যের শিখরে থাকা বাংলাদেশ এবার চমক দেখাচ্ছে ব্যবসা-বাণিজ্যের আন্তর্জাতিক সূচকেও। সরকারের নানা উদ্যোগ ও বিনিয়োগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সংস্কারের ফলে বিশ্বব্যাংকের প্রকাশিতব্য ‘ডুয়িং বিজনেস রিপোর্ট ২০২০’এ তালিকায় সবচেয়ে উন্নতি করা ২০ দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। অতি সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের মানব উন্নয়ন সূচকেও (এইচডিআই) এগিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রকাশ করা এ সূচকে চলতি বছর বাংলাদেশের অবস্থান তালিকায় ১৩৫তম। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে অদম্য গতিতে।

          মন্ত্রী আজ কুমিল্লায় পূর্ব জোরকারণ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          মন্ত্রী আরো বলেন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশে এসে উন্নয়নশীল দেশগুলোর সামনে বাংলাদেশের উদাহরণ তুলে ধরে, অর্থনৈতিক উন্নয়ন কীভাবে করতে হয় তা বাংলাদেশ থেকে শিখতে পরামর্শ দেন।

          এর আগে লালমাই উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হƒদরোগ-সহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার সহায়তায় অনুদানের চেক বিতরণ করা হয়। লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব অনুদান বিতরণ করেন।

 

#

গাজী তৌহিদুল/নাইচ/সঞ্জীব/জয়নুল/২০১৯/২১৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৪৭৬৭   

 

তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের

প্রতীকী বিমান অবতরণের মাধ্যমে শুরু হবে জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা

                                        ---ড. কামাল আবদুল নাসের চৌধুরী

 

ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৫ ডিসেম্বর) :

 

          আগামী ১০ জানুয়ারি জাতীয় প্যারেড গ্রাউন্ডে (তেজগাঁও পুরাতন বিমানবন্দর) প্রতীকী বিমান অবতরণের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আবহ সৃষ্টি করে জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হবে।

 

          আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী ক্ষণগণনা কর্মসূচি বর্ণাঢ্যভাবে আয়োজনের নানা বিষয় আলোচনা করতে গিয়ে একথা বলেন।

 

          আজ জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ে  ক্ষণগণনা কর্মসূচি আয়োজনের লক্ষ্যে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনী বিভাগ ও দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তাদের সমন্বয় সভায় কমিটির প্রধান সমন্বয়ক আরো বলেন, আগামী ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার উদ্বোধন করবেন। উদ্বোধনের সাথে সাথেই রাজধানী-সহ সারা দেশে সকল বিভাগ, জেলা ও উপজেলায় স্থাপিত ঘড়িতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হবে। একইসাথে ডিসপ্লেতে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ভিডিও প্রদর্শিত হবে। কিউ আর কোডের মাধ্যমে যে কেউ চাইলেই জন্মশতবার্ষিকীর ওয়েবসাইটের সাথে সংযুক্ত হয়ে বঙ্গবন্ধু সম্পর্কে ও জন্মশতবার্ষিকীর আয়োজনের নানা তথ্য জানতে পারবে, জানাতে পারবে বঙ্গবন্ধু সম্পর্কে অনুভূতি।    

 

          অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক-সহ সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ বাহিনী, সিটি করপোরেশন ও বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

#

নাসরীন/নাইচ/সঞ্জীব/আব্বাস/২০১৯/২১২৩ ঘণ্টা 

 

 

তথ্যবিবরণী                                                                             নম্বর : ৪৭৬৬  

 

বাংলাদেশে জাপানি সহযোগিতা বাড়ানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর                                                                                                                      

 

ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৫ ডিসেম্বর) :

                                                                        

স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বাংলাদেশে জাপানের সাহায্য ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

 

আজ বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ৩টি সিটি কর্পোরেশনের জন্য জাপান কর্তৃক প্রদত্ত বর্জ্যবাহী গাড়ি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ আহ্বান জানান।

 

মন্ত্রী বলেন, ঢাকা শহরে দুই সিটি কর্পোরেশন এলাকায় ২০১৪ সালে যেখানে প্রতিদিন ৫১০০ টন বর্জ্য ‍উৎপাদিত হতো সেখানে ২০১৯ সালে এসে প্রতিদিন ৬ হাজার টন বর্জ্য উৎপাদিত হচ্ছে। চট্টগ্রামে ২০১৪ সালে প্রতিদিন ১৬০০ টন বর্জ্য উৎপাদিত হত যা ২০১৯ সালে ২০০০ টনে দাঁড়িয়েছে। বর্জ্যবাহী নতুন গাড়িগুলো পাওয়ায় ঢাকাতে ৬৫-৮০% এবং চট্টগ্রামে ৭৫-৮৫% বর্জ্য সংগ্রহের সক্ষমতা বৃদ্ধি পাবে।

 

মন্ত্রী জানান, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু জাপান সরকার ৭৭ কোটি টাকা মঞ্জুরি সহায়তার অধীনে তিন সিটি কর্পোরেশকে ১৫০টি বর্জ্যবাহী গাড়ি দিয়েছে। এই গাড়িগুলোর জন্য তিন সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় সক্ষমতা আরো বাড়বে।

 

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নোয়াকি ইতো স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলামের কাছে গাড়ির চাবি হস্তান্তর করেন। পরে  মন্ত্রী চাবিগুলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে ৫৬টি করে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ৩৮টি গাড়ি দেওয়া হয়েছে। 

 

জাপানের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষায় জাপান ২০০৩ সাল থেকে বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। গত ১০ বছরে তারা বর্জ্য পরিবহনের জন্য ১১২টি গাড়ি দিয়েছে।

 

স্থানীয় সরকার সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে জাইকার বাংলাদেশ অফিসের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ ইশোহিরা কাওয়াতি-সহ জাপান দূতাবাস ও স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

 

#

হাসান/নাইচ/রফিকুল/আব্বাস/২০১৯/২১৩০  ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৪৭৬৫

 

বাংলাদেশের স্বর্ণোজ্জ¦ল অধ্যায়ের রচনা শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে

                                                             --- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

 

ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৫ ডিসেম্বর) :

          গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘বাংলাদেশ আজ একটি স্বর্ণালী অধ্যায়ে আছে। এই স্বর্ণোজ্জ¦ল অধ্যায়ের রচনা শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে। তিনি স্বপ্নকে বাস্তবায়ন করার সারথি।’

          আজ রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘শেখ হাসিনা : বাংলাদেশের স্বপ্নসারথি’ শীর্ষক আলোকচিত্র ও শিল্পকর্ম প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

          গণপূর্তমন্ত্রী বলেন, ‘আমি সকলকে আহ্বান জানাচ্ছি, রাজনীতির উর্ধ্বে একবার শেখ হাসিনাকে বিবেচনা করে দেখুন। বাংলাদেশকে অর্থনীতি, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য দূরীকরণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, জিডিপি প্রবৃদ্ধির হার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রভৃতি ক্ষেত্রে শেখ হাসিনা কতটা উঁচুতে নিয়ে গেছেন। তিনি বিশ্ব পরিম-লে শ্রেষ্ঠতম সৎ ও পরিশ্রমী প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হয়েছেন। কতটা যোগ্যতা থাকলে সেখানে পৌঁছানো সম্ভব।’

          বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, এমপি এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যজন ও আইটিআই বিশ্বকেন্দ্রের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিল্পী জামাল আহমেদ।

#

ইফতেখার/নাইচ/মোশারফ/জয়নুল/২০১৯/২০৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৪৭৬৪  

 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে প্রকাশনা ও সাহিত্য-অনুষ্ঠান উপকমিটি’র সভা অনুষ্ঠিত

 

ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৫ ডিসেম্বর) :

 

          জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে প্রকাশনা ও সাহিত্য-অনুষ্ঠান উপকমিটি’র এক সভা আজ বিকালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র কার্যালয়, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।  

 

          কমিটি’র আহবায়ক আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় বাস্তবায়ন কমিটি’র প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। উপকমিটি’র সদস্য সচিব কবি হাবীবুল্লাহ সিরাজী বিগত সভার কার্যবিবরণী তুলে ধরেন।

 

          সভায় উপস্থিত সদস্যবৃন্দ মুজিববর্ষে বিভিন্ন শিরোনামে প্রকাশিতব্য গ্রন্থসমূহের পাণ্ডুলিপি তৈরি ও গ্রন্থাকারে প্রকাশনার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রকাশিতব্য গ্রন্থগুলোর বিষয়বস্তুর মধ্যে রয়েছে, জাতির পিতার ঐতিহাসিক নির্বাচিত ভাষণসমূহের সঠিক ও বিশুদ্ধ পাঠ নির্ণয় এবং টিকা-ভাষ্য রচনা, জাতির পিতাকে নিবেদিত প্রবন্ধ, লোককবিতা, ছড়া, গল্প সংকলন, কিশোর বয়সীদের উপযোগী বঙ্গবন্ধুর প্রামাণ্য জীবনীগ্রন্থ, জাতির পিতার সম্মতি ও অনুমোদনে তাঁর প্রশাসনিক ব্যবস্থাপনার আওতায় ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত প্রণীত আইনসমূহের সংকলন। এছাড়া বঙ্গবন্ধুর  জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি ও উপ-কমিটির আওতায় প্রকাশিতব্য গ্রন্থসমূহের জন্য একটি অভিন্ন কপিরাইট নীতিমালা প্রস্তুতকরণ বিষয়েও সভায় আলোচনা হয়।

 

          সভায় অন্যান্যের মধ্যে র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক শামসুজ্জামান খান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কবি মুহম্মদ নূরুল ‍হুদা, প্রফেসর রফিকউল্লাহ খান, কবি মুহাম্মদ সামাদ, কবি অসীম সাহা, এডভোকেট সাহিদা বেগম এবং প্রকাশক ফরিদ আহমেদ, ওসমান গণি, মাজহারুল ইসলাম, সাহিদুল ইসলাম বিজু ও খোরশেদ বাহার উপস্থিত ছিলেন।

 

#

নাসরিন/নাইচ/মোশারফ/আব্বাস/২০১৯/২০৪৯ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৪৭৬৩

 

জ্বালানি তেল পরিবহনে বাধা দিয়ে জনগণকে জিম্মি করে ব্যবসা করবেন না

                                                                   --- জ্বালানি প্রতিমন্ত্রী

ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৫ ডিসেম্বর) :

          বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি তেল পরিবহনে বাধা দিয়ে জনগণকে জিম্মি করে ব্যবসা করবেন না। সকল সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। জ্বালানি তেলে ভেজাল না করার বিষয়ে সমিতিগুলোর আরো সজাগ থাকা উচিত।

          প্রতিমন্ত্রী আজ বিদ্যুৎ ভবনে বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স এসোসিয়েশন ও বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি, খুলনা এবং বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ, ঢাকা কর্তৃক উত্থাপিত দাবিসমূহের বিষয়ে সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

          তিনি বলেন, জনবান্ধব সরকার সকলকে নিয়েই সামনে এগুতে চায়। হতাশার কিছু নেই, কোনো অসঙ্গতি থাকলে দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হবে। এ সময় তিনি আগামী ৩১ জানুয়ারি ২০২০ তারিখের মধ্যে সকলের সাথে বসে সম্ভাব্য সমাধান করার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) নির্দেশ প্রদান করেন। যে সব বিষয় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন নয় সে বিষয়েও দ্রুত আন্তঃমন্ত্রণালয় সভা করে ৩১ জানুয়ারির মধ্যে একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ প্রদান করেন।

          এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মোঃ রাহমাতুল মুনিম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, বিপিসি‘র চেয়ারম্যান মোঃ শামসুর রহমানসহ বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি, খুলনা এবং বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

#

আসলাম/নাইচ/মোশারফ/জয়নুল/২০১৯/২০৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৪৭৬২

অবৈধ ডিটিএইচ উচ্ছেদ অভিযান পয়লা জানুয়ারি থেকে

ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৫ ডিসেম্বর) :

          পয়লা জানুয়ারি ২০২০ থেকে অবৈধ ডিটিএইচ উচ্ছেদ অভিযানের কথা ঘোষণা করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ।

          রবিবার সচিবালয়ে বিদেশি গণমাধ্যম প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্যদানকালে মন্ত্রী বলেন, ‘এর আগে আমরা ঘোষণা দিয়েছিলাম ১৫ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে যে সমস্ত অবৈধ ডিটিএইচ আছে সেগুলো সরিয়ে নিতে হবে। কারণ অবৈধ ডিটিএইচগুলো কোনোভাবেই অনুমোদিত নয়। এই অবৈধ ডিটিএইচের মাধ্যমে বাংলাদেশে প্রতি বছর ৭০০ থেকে ১০০০ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এজন্যই অবৈধ ডিটিএইচের বিরুদ্ধে আমরা ১৬ ডিসেম্বর থেকে অভিযান শুরু করবো বলেছিলাম।’

          মন্ত্রী আরো বলেন, ‘কিন্তু যেহেতু আগামীকাল বিজয় দিবস এবং আমাদের অন্যান্য কাজের সুবিধার্থে আমরা এটি ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করছি। আগামী পয়লা জানুয়ারি থেকে আমরা অবৈধ ডিটিএইচ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য অভিযান শুরু করবো। অর্থাৎ একইসাথে যারা অবৈধ সংযোগ লাগিয়েছেন এবং যারা ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ১ জানুয়ারি থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা শুরু করবো।’ 

#

আকরাম/নাইচ/মোশারফ/আব্বাস/২০১৯/১৯৪২ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                               নম্বর :  ৪৭৬১

 

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই

                                                                                 --- ধর্ম প্রতিমন্ত্রী

ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৫ ডিসেম্বর) :

          ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ¦ এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই।’

          প্রতিমন্ত্রী আজ কোটালীপাড়ায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগ কোটালীপাড়া উপজেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।  

          প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগকে তৃণমূলপর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে অত্যন্ত স্বচ্ছতার সাথে টুঙ্গিপাড়ার পাঁচ ইউনিয়ন ও কোটালী পাড়ার ১১টি ইউনিয়নের আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন হয়েছে।

          কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশের সুপ্রীম কোর্টের এডভোকেট রাশিদা পারভীন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস প্রমুখ।

          উল্লেখ্য, সভায় কোটালীপাড়া উপজেলার এগারোটি ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

#

আনোয়ার/নাইচ/রফিকুল/জয়নুল/২০১৯/২০৫০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর :  ৪৭৬০

 

গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখা হবে

                                                                --- জ্বালানি প্রতিমন্ত্রী

ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৫ ডিসেম্বর) :

          বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখা হবে। বাপেক্স বা পেট্রোবাংলাকে উদ্যোগী হয়ে এসংক্রান্ত কর্মপরিকল্পনা দ্রুত নিতে হবে। চ্যালেঞ্জ বা বাধা থাকলেও সরকার প্রয়োজনীয় সহযোগিতা করতে বদ্ধপরিকর।

          প্রতিমন্ত্রী আজ বাপেক্স কার্যালয়ে ‘Geological Field Survey for Hydrocarbon Exploration in Bangladesh : Progress & Challenges’এবং ‘Dry Abandoned & Suspended wells of Bangladesh and Re-visit for further Exploration’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

           পেট্রোবাংলার চেয়ারম্যান মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মোঃ রাহমাতুল মুনিম বক্তব্য রাখেন।

#


আসলাম/নাইচ/মোশারফ/জয়নুল/২০১৯/২১০০ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৪৭৫৯

বিদেশি সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী

অদম্য গতিতে আগুয়ান উন্নত বাংলাদেশকে বিশ্ব গণমাধ্যমে তুলে ধরুন

 

ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৫ ডিসেম্বর) :

          ‘অদম্য গতিতে এগিয়ে চলা উন্নত বাংলাদেশকে বিশ্ব গণমাধ্যমে তুলে ধরা’র জন্য সফররত বিদেশি গণমাধ্যম প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

          আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ভিজিট বাংলাদেশ’ আয়োজনের আওতায় বিশ্বের ২০টি দেশ থেকে আগত ৩৬ জন গণমাধ্যম প্রতিনিধির সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। তথ্যসচিব আবদুল মালেক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক সামিয়া হালিমসহ পদস্থ কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

          মন্ত্রী বলেন, বাংলাদেশ গত সাড়ে ১০ বছরে পৃথিবীর সব রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সবার উপরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে, আমাদের স্বাধীনতা সংগ্রামে প্রাণ উৎসর্গকারী মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণের পথে।

          বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ যে অসামান্য অগ্রগতি অর্জন করেছে, উন্নয়নের মহাসড়কে যে অদম্য গতিতে এগিয়ে চলেছে এবং সেই অভিযাত্রায় বাংলাদেশ আজকে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে উল্লেখ করে ড. হাছান বলেন, ‘সেই অভিযাত্রায় বাংলাদেশ আজ উন্নয়ন, মানবিক, অর্থনৈতিকসহ সমস্ত সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে, অনেক সূচকে প্রতিবেশী অনেক দেশকেও অতিক্রম করেছে। এ বিষয়গুলো বিশ্ব গণমাধ্যমে তুলে ধরার জন্য আমি সকল বিদেশি গণমাধ্যম প্রতিনিধিকে আহ্বান জানাই।’

          সফররত গণমাধ্যম প্রতিনিধিদের বাংলাদেশে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘এক কোটি ২০ লাখেরও বেশি বাংলাদেশি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তারা শুধু বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে তা নয়, যে সমস্ত দেশে তারা কাজ করছে, সে সকল দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তাদের সমৃদ্ধিতেও অবদান রাখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আমাদের সংকল্প ২০৪১ সাল নাগাদ দেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র রূপান্তরিত করা। আমাদের এই সংগ্রাম, অভিযাত্রা এবং আজকের বাংলাদেশকে তুলে ধরার জন্য আমি সকলকে অনুরোধ জানাই।’

          মন্ত্রী এ সময় বাংলাদেশকে পৃথিবীর ভ্রমণপিপাসুদের জন্য একটি অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে বর্ণনা করে বলেন, বাংলাদেশ হচ্ছে এমন দেশ যেখানে পৃথিবীর দীর্ঘতম বালুময় সমুদ্র সৈকত আছে, আছে বিরল ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন, যেখানে আছে বিশ্বখ্যাত রয়েল বেঙ্গল টাইগার।

          আলজেরিয়া, ব্রাজিল, চেক প্রজাতন্ত্র, জার্মানি, মিশর, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল, নাইজেরিয়া, ফিলিপাইন, পর্তুগাল, পোল্যান্ড, মালদ্বীপ, উজবেকিস্তান, কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত, এ ২০টি দেশ থেকে আগত ৩৬ জন গণমাধ্যম প্রতিনিধি ১৪ থেকে ২১ ডিসেম্বর ৮ দিনের সফরে  টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর, সুন্দরবনসহ বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করবেন। জাতীয় প্যারেড স্কোয়ারে বিজয় দিবসে প্যারেডও উপভোগ করবেন তারা।

#

আকরাম/নাইচ/মোশারফ/আব্বাস/২০১৯/১৯৪২ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                               নম্বর :  ৪৭৫৮

 

প্রতারণার অভিযোগে দিনাজপুর স্টেশন মাস্টার-সহ চারজন সাময়িক বরখাস্ত

 

ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৫ ডিসেম্বর) :

          রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজনের নির্দেশে বিভিন্ন স্টেশনের টিকিট বিক্রিতে অনিয়মের জন্য পাঠানো কর্মকর্তার গোপনে করা তদন্ত প্রতিবেদনে গত ৩, ৪ এবং ৫ ডিসেম্বর ২০১৯ তারিখে দিনাজপুর স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস ট্রেনের কোনো আসন খালি নাই মর্মে বিজ্ঞপ্তি লাগানো ছিল। রেলওয়ের ঐ কর্মকর্তার মাধ্যমে এবং টিকিট বিক্রি কার্যক্রমের খোঁজ নিয়ে জানা যায় ৩ থেকে ৬ ডিসেম্বর, ২০১৯ তারিখ পর্যন্ত দিনাজপুর স্টেশনে উক্ত তিনটি ট্রেনের ২৯০৮টি টিকিট বরাদ্দের বিপরীতে ১৮২১টি টিকিট বিক্রি হয়েছে এবং ১১০৫টি টিকিট অবিক্রিত রেখে দিয়েছে। অথচ আসন খালি না থাকার বিজ্ঞপ্তি কাউন্টারে লাগানো ছিল। উক্ত তথ্য প্রমাণে দিনাজপুর স্টেশনের অনুকূলে খালি থাকা সত্ত্বেও আসন খালি নেই প্রদত্ত বিজ্ঞপ্তিটি যাত্রী সাধারণের সাথে প্রতারণা এবং বাংলাদেশ রেলওয়ের বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র বলে ধারণা করা হচ্ছে।

          রেলপথ মন্ত্রীর নির্দেশে এই ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অপরাধে দিনাজপুর স্টেশনের স্টেশন মাস্টার শংকর কুমার গাঙ্গুলী, ভারপ্রাপ্ত বুকিং সহকারী মোঃ আব্দুল আল মামুন, বুকিং সহকারী মোঃ রেজওয়ান সিদ্দিক এ ষড়যন্ত্রের সাথে সরাসরি যুক্ত। এছাড়া বুকিং সহকারী মোঃ আব্দুল কুদ্দুসের কাউন্টারে অতিরিক্ত টাকা পাওয়া যাওয়ায় অসৎ উপায় অবলম্বনের দায়ে তাকে-সহ মোট চার জনকে আজ সাময়িক বরখাস্ত করা হয়েছে।

#

শরিফুল/নাইচ/মোশারফ/জয়নুল/২০১৯/১৯৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৪৭৫৭

তদন্তে প্রমাণিত হলে তালিকাভুক্ত রাজাকারদের বিচার হবে

                                                        --- আইনমন্ত্রী

ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৫ ডিসেম্বর) :

          আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, তদন্তে প্রমাণিত হলে তালিকাভুক্ত রাজাকারদের নিশ্চয়ই বিচার হবে। সেক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত সংস্থা তদন্ত করে দেখবে যে কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় বিচারের মুখোমুখি করা উচিত। তারা যদি তদন্ত করে অপরাধ সংঘটনের প্রমাণাদি পায়, তাহলে নিশ্চয়ই তালিকাভুক্ত রাজাকারদের বিচার হবে।

          আজ সচিবালয়ে নিজ দপ্তরে নেপালের উপ-প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রী টঢ়বহফৎধ ণধফধা এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত উৎ. ইধহংযরফযধৎ গরংযৎধ এবং বাংলাদেশের আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।

          দীর্ঘদিন পর রাজাকারদের তালিকা তৈরি হলো, এটিকে কিভাবে দেখছেন? এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ইতিহাসে সবকিছু পরিষ্কার হওয়াই ভলো। তিনি বলেন, এসব রাজাকারের তালিকা এবং আমাদের মুক্তিযুদ্ধের সত্য ইতিহাসগুলো নতুন প্রজন্মকে একটা সুন্দর, শক্তিশালী এবং উন্নত বাংলাদেশ গড়তে সাহায্য করবে।

          বৈঠকে আইন ও বিচার অঙ্গনে উভয় দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধিকরণ, বাংলাদেশ,  ভারত, নেপাল ও ভুটানের মধ্যে সড়ক যোগাযোগ আরো মসৃণকরণের বিষয়ে আলোচনা হয়। বৈ

2019-12-15-23-28-3c3fd402dc6f4744025d8aaa6453fba2.docx 2019-12-15-23-28-3c3fd402dc6f4744025d8aaa6453fba2.docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon