Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ জুন ২০১৭

তথ্যবিবরণী 9 June 2017

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৫৮৯

আবেগ নয়, বিজ্ঞান হয় যুক্তি দিয়ে
        ---এলজিআরডি মন্ত্রী

ফরিদপুর, ২৬ জ্যৈষ্ঠ (৯ জুন) :
    স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আবেগ নয় বিজ্ঞান হয় যুক্তি দিয়ে । মন্ত্রী বলেন,  প্রযুক্তি ও বিজ্ঞান ছাড়া দুনিয়ার কোনো কিছুই সম্ভব না। যতই কাব্য রচনা করি আর যতই গীত রচনা করি না কেন বিজ্ঞানকে বাদ দিয়ে পৃথিবীর কোন কিছুই সম্ভব নয়। এলজিআরডি মন্ত্রী বলেন, যে জাতি যত বেশি বিজ্ঞানমনস্ক সে জাতি তত উন্নত। বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নিত্য-নতুন আবিষ্কারের আকাক্সক্ষা জাগবে।
    আজ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৭ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুবল চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরাদুল হক প্রমুখ ।
    পরে মন্ত্রী ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৭ এর  উদ্বোধন করেন।
#

জাকির/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/২১৫৮ ঘণ্টা

 

Todays handout (1).docx