Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ মে ২০১৬

তথ্যবিবরণী 08.05.2016

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১৫৫৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে নেপালের কাউন্সিল ফর ওয়ার্ল্ড এফেয়ার্সের প্রতিনিধিদলের সাক্ষাৎ
                                        
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে):
    নেপালের কাউন্সিল ফর ওয়ার্ল্ড এফেয়ার্সের একটি প্রতিনিধিদল আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মো. শাহ্রিয়ার আলমের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে সাক্ষাৎ করেন।
কাউন্সিলের সভাপতি ড. রাজেন্দ্র বাহাদুর শ্রেষ্ঠার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলটি তিন দিনের সফরে ঢাকা এসেছেন। ন্যাশনাল কাউন্সিল ফর ওয়ার্ল্ড এ্যাফেয়ার্স আজ বাংলাদেশ ইন্সটিটিউট অভ্ স্ট্র্যাটেজিক স্টাডিজ এর সাথে বাংলাদেশ ও নেপালের মধ্যে একাডেমিক ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে চার বছরের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের সরকারসমূহের উদ্যোগে সে সমস্ত দেশের জনগণের আশা-আকাক্সক্ষা ও প্রত্যাশার প্রতিফলনের জন্য দেশসমূহের জনগণের সাথে জনগণের এবং থিংক ট্যাংক ও সিভিল সোসাইটিসমূহের মধ্যে যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
প্রতিনিধিদলের নেতা ড. রাজেন্দ্র বলেন, বাংলাদেশ ও নেপালের যৌথভাবে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। দু’দেশের জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক সে সুযোগসমূহকে পূর্ণভাবে কাজে লাগিয়ে তাদের কল্যাণ বৃদ্ধি করতে পারে।
বৈঠকে বাংলাদেশ ও নেপালের মধ্যে যোগাযোগ, রোড নেটওয়ার্ক ছাড়াও সহযোগিতার অন্যান্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক তারেক মো. আরিফুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
 ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত নেপালের কাউন্সিল ফর ওয়ার্ল্ড এফেয়ার্স নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি থিংক ট্যাংক হিসেবে ভূমিকা পালন করে। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিয়ে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে কাজ করে।

#

খালেদা/আফরাজ/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৬/২০৩২ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৫৫৫

গুলশানে বিজেএমসির ১০ বিঘা জমি ক্রয়ের নির্দেশনা

ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
    গুলশানে বাংলাদেশ জুট মিল করর্পোরেশন (বিজেএমসি)’র নিয়ন্ত্রণাধীন ১০ দশমিক ৩৩ বিঘা (২০৬ দশমিক ৭০৫ কাঠা) জমি খেলাধুলার জন্য ব্যবহারের নিমিত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রয়ের নির্দেশনা প্রদান করেছেন।
    বাংলাদেশ সচিবালয়ে আজ সাংবাদিকদের সাথে এক আলোচনায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম একথা বলেন।
    প্রতিমন্ত্রী  বলেন, রাজধানী ঢাকার বুকে খেলার মাঠ তো দূরে থাক, ফাঁকা জায়গাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু আজকে যারা শিশু-কিশোর তাদের সুষ্ঠুভাবে বেড়ে উঠতে প্রয়োজন খেলার মাঠ, মুক্তভাবে মুক্ত আকাশের নিচে নির্বিঘেœ ছোটাছুটির সুযোগ। সে কথা বিবেচনায় রেখেই প্রধানমন্ত্রীর নিজস্ব উদ্যোগ ও নির্দেশনায় কেনা হচ্ছে এ খেলার মাঠ।
    প্রতিমন্ত্রী আরো বলেন, সোনালি আঁশ পাটের উৎপাদন ও বহুমুখী ব্যবহার উৎসাহিত এবং জনপ্রিয় করতে পাট চাষিদের সোনালি স্বপ্নপূরণে জোরদার পদক্ষেপ নিচ্ছে সরকার। এজন্যে পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি ও ভাতা পরিশোধ, পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, পাটকলগুলোকে উৎপাদনমুখী করতে ও যথাসময়ে পাট ক্রয়ের জন্য বিজেএমসিকে এক হাজার কোটি টাকা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে পাটখাতে দীর্ঘদিনের যে অচলাবস্থা ছিল তা দূর হবে।
    তিনি  বলেন, আবারো ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহণে প্লাস্টিকের বস্তার ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এসব পণ্যের ক্ষেত্রে সঠিকভাবে পালন হচ্ছে কিনা তা মনিটরিংয়ের জন্য আবারো ঢাকাসহ সারা দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। এজন্য সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণকে এ আইন বাস্তবায়ন মনিটরিংয়ের জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে।
#
হালদার/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৫৫৪

মায়ের ভালবাসায় কোন দেশ কাল নেই
              --স্পিকার
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মায়ের ভালবাসার কোন দেশ কাল নেই। শিশুর বিকাশে মায়ের অবদান সবচেয়ে বেশি। একজন সন্তানের জন্য মায়ের যে অবদান তা হিসাব করে মূল্যায়ন করা সম্ভব নয়।
স্পিকার আজ ঢাকায় বিশ্ব মা দিবস উপলক্ষে ‘আজাদ প্রোডাক্টস অ্যাওয়ার্ড রতœগর্ভা মা- ২০১৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
স্পিকার বলেন, মায়েরা কর্মক্ষেত্রে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের পরও সংসারের সার্বিক দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদন করে থাকেন। এমনকি তাঁরা তাদের অর্জিত অর্থও পরিবার ও সন্তানের কল্যাণে ব্যয় করে থাকেন।
তিনি আরো বলেন, একজন সন্তানের জন্য মায়ের ভালবাসা অনন্য। মা না থাকলে তার অভাবটা অনুধাবণ করা যায় এবং কোন কিছু দিয়েও এ অভাব পূরণ করা যায় না। এসময় তিনি কবিগুরু বরীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার কিছু অংশ আবৃত্তি করে বলেন, নারীরা এখন আর ঘরের চার দেয়ালে বন্দি নয়, তারা  সমাজের কল্যাণে পুরুষের পাশাপাশি সমানভাবে কাজ করে যাচ্ছে।
‘আজাদ প্রোডাক্টস রতœগর্ভা মা অ্যাওয়ার্ড’ ২০০৩ সাল থেকে নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে। এবছর সাধারণ ক্যাটাগরিতে ২৫ জন মাকে, বিশেষ ক্যাটাগরিতে ৭ জন মাকে এবং মাই ড্যাড ওয়ান্ডারফুল হিসেবে একজন বাবাকে এই সম্মাননা প্রদান করা হয়।
    আজাদ প্রোডাক্টস (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে ড. ইনামুল হক, ঢাকা ক্লাবের সভাপতি সৈয়দ সাহেদ রেজা, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতিআরা সাফিয়ারা চৌধুরী, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান এবং নাট্যব্যক্তিত্ব লাকী ইনাম উপস্থিত ছিলেন।
#
ইনামুল/আফরাজ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৬/১৯৩০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৫৫৩

নিবন্ধন পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীত করা হবে                                                                                                                           --আইনমন্ত্রী
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নিবন্ধন পরিদপ্তরের সকল স্তরের কর্মকর্তাগণকে প্রশিক্ষণের আওতায় এনে একটি দক্ষ, কার্যকর, গতিশীল, গণমুখী ও আধুনিক ডিপার্টমেন্ট গড়ে তোলা হবে। যার মাধ্যমে স্বল্পতম সময়ে জনগণকে উন্নততর সেবা প্রদান  এবং জনভোগান্তি লাঘব করা সম্ভব হবে। তিনি বলেন, মর্যাদা বাড়াতে নিবন্ধন পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীত এবং জেলা রেজিস্ট্রারদের  জন্য গাড়ির ব্যবস্থা করা হবে। সাব-রেজিস্ট্রারদের  পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়া জুন ও ডিসেম্বর মাস ছাড়া অন্য কোন মাসে সাব-রেজিস্ট্রারদের  বদলি করা হবে না বলেও তিনি জানান।  
আজ ঢাকায়  বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে  নিবন্ধন পরিদপ্তর আয়োজিত সাব-রেজিস্ট্রারদের ৭ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। প্রশিক্ষণে ৬১ জন সাব-রেজিস্ট্রার অংশগ্রহণ করেন।
মন্ত্রী বলেন, মানুষের আত্মবিকাশের অন্যতম মাধ্যম হচ্ছে প্রশিক্ষণ। কারণ জ্ঞান, দক্ষতা আর দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে মূল্যবোধ আর নৈতিকতার বিকাশ ঘটায় প্রশিক্ষণ। প্রশিক্ষণ ব্যতীত আধুনিক প্রশাসন ও দক্ষ জনবল গঠন অসম্ভব। আর দক্ষ ও প্রশিক্ষিত জনবল ছাড়া সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা অসম্ভব। একটি বিভাগের কর্মদক্ষতা, গতিশীলতা, দায়বদ্ধতা এমনকি জনসচেতনতাও নির্ভর করে প্রশিক্ষিত জনবলের ওপর।
তিনি সাব-রেজিস্ট্রারদের আশ্বস্ত করে বলেন, এ প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে এবং আগামীতে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আরো  গুণগত মানসম্পন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
নিবন্ধন পরিদপ্তরের  মহাপরিদর্শক খান মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক এবং রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।    
#
রেজাউল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৫৫২

নারীকে সম্মান করা মানে মাকে সম্মান করা
                -- মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, প্রতিটি নারী একজন মা। আমরা যদি মাকে সম্মান করতে চাই আমাদের উচিত প্রতিটি নারীকে সম্মান করা। তিনি পুরুষদের উদ্দেশ্যে বলেন, আপনাদের স্ত্রীরাও কারো না কারো মা। আপনারা যদি আপনাদের মাকে শ্রদ্ধা করেন তাহলে আপনাদের উচিত আপনাদের স্ত্রীকেও শ্রদ্ধা করা।
    প্রতিমন্ত্রী আজ রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলনকক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত বিশ্ব মা দিবস উপলক্ষে স্বপ্নজয়ী মায়েদেরকে সম্মাননা ও পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগম ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শাহনেওয়াজ দিলরুবা বক্তব্য রাখেন।
    প্রতিমন্ত্রী আরো বলেন, সন্তান জন্ম দিতে গিয়ে দেশে আর একটি মাও যেন মারা না যায় সে লক্ষ্যে কাজ করছে সরকার। তিনি মায়েদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের সন্তানদের প্রতি গভীর মনোযোগ রাখবেন। সকল সন্তানের পক্ষে পরীক্ষায় প্রথম হওয়া বড় কথা নয়, ভাল মানুষ হয়ে বেড়ে উঠাই বড় কথা। এ লক্ষ্যে মায়েদের আরো বেশি যতœশীল হতে হবে।
    মহিলা বিষয়ক অধিদপ্তর আজ সফল ১৫জন মাকে সম্মাননা প্রদান করেছে এবং এই মায়েদের সন্তানরা বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠিত। স্বপ্নজয়ী মায়েরা হলেন: রাঙ্গামাটির বালা চাকমা, মানিকগঞ্জের হাজেরা খাতুন ও সালেহা আক্তার, যশোরের রাবেয়া খাতুন, ঝিনাইদহের আফরোজা বুলবুল, রাবেয়া বেগম, মৌক্কারা খাতুন, রেবেকা খানম ও রিজিয়া খাতুন, নওগাঁর ড. ফাল্গুনী রানী চক্রবর্তী, ময়মনসিংহের প্রভা দেবী ও অরুণা দে, পঞ্চগড়ের রওশন আরা বেগম, ঠাকুরগাঁয়ের সাহেরা বেগম এবং মাগুরার মমতা মজুমদার।
#
খায়ের/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯১৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৫৫১

মিল্কভিটার আদলে ভেজাল দুধ বিপণন হচ্ছে
সঠিক লোগো দেখে ক্রয়ের পরামর্শ সমবায় প্রতিমন্ত্রীর

ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন মিল্কভিটার তরল দুধের প্যাকেটের আকার-আকৃতি, রং ও লোগো নকল করে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল দুধ উৎপাদন ও বিপণন করছে। জনগণকে বিভ্রান্ত না হয়ে মিল্কভিটার সঠিক লোগো দেখে দুধ ও দুগ্ধজাত পণ্যসামগ্রী ক্রয়ের পরামর্শ দেয়া হয়েছে।
আজ বাংলাদেশ সচিবালয়ে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা মিল্কভিটা আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন।
এসময় মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুসহ পরিচালনা পর্ষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় বাজার থেকে সংগ্রহকৃত রিয়াল মিল্ক, ফ্রেশ মিল্ক, পিউরা মিল্ক, ডেইরি ফ্রেশ, আলট্রা মিল্ক, আফতাব ফ্রেশ ও ঢাকা প্রাইম নামে প্যাকেটকৃত তরল দুধ উপস্থাপন করা হয়। এসব প্যাকেট মিল্কভিটার প্যাকেটের অনুরূপ, যা গর্হিত ও বেআইনি কাজ।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে প্রতিষ্ঠিত দুগ্ধ সমবায়ীদের প্রতিষ্ঠান মিল্কভিটা। এর উৎপাদিত দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যসামগ্রীর গুণগতমান, ব্যাপক চাহিদা ও জনপ্রিয়তায় ঈর্ষানি¦ত হয়ে কতিপয় অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান অপতৎপরতা চালাচ্ছে। এসব প্রতিষ্ঠানের নিজস্ব কোন দুগ্ধ সংগ্রহ, সংরক্ষণ ও শীতলীকরণ কারখানসহ অন্যান্য সুযোগ-সুবিধা নেই। ইতোমধ্যে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী, পেটেন্ট ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তর এবং বাংলাদেশ স্টান্ডার্স এন্ড টেস্টিং ইনস্টিটিউশনকে অবহিত করা হয়েছে।
    প্রতিমন্ত্রী বলেন, মিল্কভিটাই একমাত্র প্রিজারভেটিভ ব্যবহার না করে ব্যাকটেরিয়ামুক্ত দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যসামগ্রী উৎপাদন ও বাজারজাত করে। প্রতিষ্ঠানটি কোন ব্যবসায়ী মনোভাব পোষণ না করে সেবাধর্মী কর্মকান্ডের মাধ্যমে দেশে দুগ্ধ চাহিদা মেটাতে নিরন্তর কাজ করছে। এ ব্যাপারে তিনি গণমাধ্যমকে সহায়ক ভূমিকা রাখার আহ্বান জানান।
#
আহসান/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৫৫০

সিলেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

সিলেট, ২৫ বৈশাখ (৮ মে) :
    সিলেট মহানগরীতে অনুষ্ঠিত হলো সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। এতে অংশগ্রহণ করেন সিলেট মহানগরীসহ সিলেট বিভাগের সব জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানরা।
    এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী এদেশকে পুরোপুরি আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়ে তোলার জন্য দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
    তিনি বলেন, এ ধরনের আয়োজন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরো দৃঢ় করবে। ফলে তারা সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আরো বেশি ভূমিকা রাখতে পারবে। এছাড়া এই প্রতিযোগিতার মাধ্যমে উদীয়মান অনেক ক্রীড়াবিদ বেরিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
    উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক, সিলেট বিভাগীয় কমিশনার এবং পুলিশ কমিশনারসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী।
#
তৌহিদুল/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১৫৪৯
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
                                        
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে):
    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র সাথে আজ তাঁর অফিসকক্ষে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত উৎ. ঝধববফ ইরহ ঐধলধৎ অষ-ঝযবযর সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে কর্মী প্রেরণের বিষয়ে সার্বিক আলোচনা হয়।

    এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশি কর্মীদের পছন্দের তালিকায় প্রথমেই রয়েছে সংযুক্ত আরব আমিরাত। বর্তমানে বাংলাদেশি প্রবাসী কর্মীদের একটি বৃহৎ অংশ সংযুক্ত আরব আমিরাতে কর্মরত রয়েছে। বাংলাদেশি কর্মীরা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে একদিকে যেমন সুনাম অর্জন করছে অন্যদিকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে অবদান রাখছে। সাক্ষাৎকালে মন্ত্রী বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান। এছাড়া শিক্ষক, আইটি প্রফেশনাল, ইঞ্জিনিয়ার, ডাক্তার ও নার্স নেওয়ার জন্যও রাষ্ট্রদূতের মাধ্যমে সেদেশের সরকারকে অনুরোধ জানান।

    উল্লেখ্য, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১৫ লাখ বাংলাদেশী কর্মী রয়েছে।

    সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেয়ার বিষয়ে তাঁর সরকারের সহায়তার আশ্বাস প্রদান করেন। তিনি সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি কর্মীদের কাজের প্রশংসা করেন।

    সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার, অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবদুর রউফ, যুগ্মসচিব মো. বদরুল আরেফিন এবং মন্ত্রীর একান্ত সচিব মু. মোহসিন চৌধুরী উপস্থিত ছিলেন।

#

জাহাঙ্গীর/আফরাজ/সেলিম/মাহ্ফুজ/রেজাউল/২০১৬/১৮২২ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১৫৪৮
গুণিজনদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে
                               -- নৌপরিবহণমন্ত্রী
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে):
    গুণিজনদের জীবন ও আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করে নির্ভীক সৈনিকের মতো এগিয়ে যেতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে হবে।

নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান আজ ঢাকায় সেগুনবাগিচায় এক সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে একথা বলেন। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করে।

২০১৬ সালে নৌপরিবহণমন্ত্রীর পিতা মৌলভী আচমত আলী খান স্বাধীনতা পদক (মরণোত্তর) এবং মন্ত্রীর শ্বশুর সৈয়দ গোলাম কিবরিয়া  একুশে পদক (মরণোত্তর) লাভ করায় সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নৌপরিবহণমন্ত্রী এবং তাঁর স্ত্রী সৈয়দা রোকেয়া বেগমকে সংবর্ধনা প্রদান করা হয়।

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি এডভোকেট মো. আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উপদেষ্টা ও নৌপরিবহণমন্ত্রীর স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম, সাধারণ সম্পাদক মুন্সী এবাদুল ইসলাম, সংবর্ধনা কমিটির আহ্বায়ক মো. মেজবাহউদ্দিন শফি এবং সদস্য সচিব হাজী মো. শরীফ আহমেদ।

শাজাহান খান বলেন, দেশের উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্ত করতে দেশি-বিদেশি চক্র ষড়যন্ত্র করছে। তাদের সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবেন। অর্থনৈতিক ও রাজনৈতিক সমৃদ্ধি ঘটাতে সকলকে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য মন্ত্রী আহ্বান জানান।

#

জাহাঙ্গীর/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৮১৮ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৫৪৭

আইসিটি হবে বৈদেশিক আয়ের গুরুত্বপূর্ণ খাত
                                -- পরিকল্পনামন্ত্রী

ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
    পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, অধিকতর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জনে আইসিটি হচ্ছে অন্যতম প্রধান খাত। আমাদের জনগোষ্ঠী খুবই বুদ্ধিমান এবং কঠোর পরিশ্রমী। দেশের শতকরা ৭০ ভাগ ছেলেমেয়ে কর্মক্ষম। এ বিশাল সম্পদকে কাজে লাগাতে আইসিটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। মন্ত্রী আইসিটি শিক্ষা সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, আইসিটি হবে আগামীদিনের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ খাত।
    মন্ত্রী আজ ঢাকায় আইসিটি বিভাগ আয়োজিত তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নাগরিকদের ক্ষমতায়ন করে প্রবৃদ্ধি গতিশীলকরণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং আইসিটি বিভাগের সচিব অনুষ্ঠানে বক্তৃতা করেন ।
    পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের ছয় কোটি মানুষ ইন্টারনেট এবং শতকরা প্রায় নব্বইভাগ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। এটা অভাবনীয় সাফল্য। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত কর্মসূচি বাস্তবায়নের যে যাত্রা শুরু হয়েছে এর সুফল মানুষ আজ পেতে শুরু করেছে।
    তিনি বলেন, দেশ আজ এগিয়ে যাচ্ছে অভাবনীয় গতিতে। দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ বিনিয়োগের জন্য থ্রাস্ট সেক্টরে পরিণত হয়েছে। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে আইসিটি খাতের অগ্রগতিতে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির উল্লেখ করেন।
#
শেফায়েত/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৫৪৬

সিনিয়র তথ্য অফিসার চয়নিকা সাহার মৃত্যুতে তথ্যমন্ত্রী ও সচিবের শোক

ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
    বিসিএস তথ্য সাধারণ ক্যাডারের সদস্য সিনিয়র তথ্য অফিসার চয়নিকা সাহার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্য সচিব মরতুজা আহমদ।
    আজ পৃথক শোকবার্তায় তথ্যমন্ত্রী এবং তথ্য সচিব বলেন, চয়নিকা সাহার অকাল মৃত্যুতে দেশ একজন মেধাবী কর্মকর্তাকে হারালো। তিনি ২৪তম বিসিএস এর মাধ্যমে ২০০৫ সালে তথ্য-সাধারণ ক্যাডারে যোগদান করেন। কর্মজীবনে হবিগঞ্জ জেলা তথ্য অফিসার, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং তথ্য অধিদফতরে একজন দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে সুনামের সাথে তিনি দায়িত্ব পালন করেন।
    তথ্যমন্ত্রী ও সচিব মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবোদনা জানান।
    উল্লেখ্য, শনিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় লন্ডনে তিনি মৃত্যুবরণ করেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব মো. মনিরুল ইসলাম কবীরের স্ত্রী চয়নিকা সাহা উচ্চশিক্ষার্থে সপরিবারে সেখানে অবস্থান করছিলেন। চয়নিকা সাহা স্বামী, দুই কন্যাশিশু ও অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।
#
আকরাম/আফরাজ/মোশারফ/মাহফুজ/জয়নুল/২০১৬/১৭৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৫৪৫

বেগম পত্রিকার সম্পাদক নূরজাহানের শয্যাপাশে তথ্যমন্ত্রী

ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
    বাংলাদেশে নারী বিষয়ক প্রথম সচিত্র সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’ এর সম্পাদক নূরজাহান বেগমকে আজ রাজধানীর স্কয়ার হাসপাতালে দেখতে যান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শ্বাসকষ্টের চিকিৎসায় ভর্তি ৯১ বছর বয়সী এই নারী সাংবাদিকের পাশে কিছু সময় অবস্থান করেন মন্ত্রী।
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এরপর দায়িত্বপালনরত চিকিৎসক ডা. জাহাঙ্গীর আলম, হাসপাতালের চিকিৎসাসেবা বিভাগের পরিচালক ডা. মীর্জা নাজিম উদ্দিন, সম্পাদক নূরজাহানের কন্যা ইয়াসমিন শাঁখীর কাছে রোগীর খোঁজখবর নেন।
    উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, নূরজাহান বেগম এ উপমহাদেশে নারী সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ। ছোটবেলায় মায়েদেরকে ‘বেগম’ পত্রিকা পড়তে দেখেছি, নিজেরাও পড়েছি। তাঁর এ পত্রিকা দেশে নারী জাগরণে যে ভূমিকা রেখেছে, তা চিরস্মরণীয়। আমরা সকলে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।
    ১৯৪৭ সালে কলকাতায় ও ১৯৫০ সাল থেকে ঢাকায় ‘বেগম’ পত্রিকা প্রকাশিত হয়ে আসছে। ‘সওগাত’ পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের কন্যা নূরজাহান বেগম ১৯২৫ সালে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। কেন্দ্রীয় কচিকাঁচার মেলার প্রতিষ্ঠাতা রোকনুজ্জামান খান দাদা ভাইয়ের সহধর্মিনী নূরজাহান ছোটবেলা থেকেই বেগম রোকেয়া, কবি কাজী নজরুল ইসলাম, কবি সুফিয়া কামালসহ বরেণ্য ব্যক্তিত্বদের সাহচর্যে বড় হয়েছেন।
#
আকরাম/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৪৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৫৪৪

ভিসা সহজ করতে আরব আমিরাতের প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান

ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
    আরব আমিরাতে প্রবেশের জন্য বাংলাদেশিদের ভিসা সহজতর করতে সে দেশের রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
    বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সাঈদ বিন হাজার আল-শেহি (উৎ. ঝধববফ ইরহ ঐধলধৎ অষ-ঝযবযর ) আজ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে তাঁর সচিবালয় কার্যালয়ে সাক্ষাতে মিলিত হলে মন্ত্রী এ আহ্বান জানান।
    তথ্যমন্ত্রী বলেন, আরব আমিরাতের নাগরিকদের জন্য বাংলাদেশ ‘ভিসা অন এরাইভাল’ পদ্ধতি চালু করেছে। ব্যবসাবাণিজ্য ও দাপ্তরিক প্রয়োজনসহ বিভিন্ন কাজে বাংলাদেশিদের আরব আমিরাতে প্রবেশের জন্য ভিসা পদ্ধতি সহজ হবে বলে বাংলাদেশ আশা করে।
    হাসানুল হক ইনু এ সময় দু’দেশের মধ্যে তথ্য ও সংবাদ আদান-প্রদান বৃদ্ধির মাধ্যমে দু’দেশের জনগণের সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। আরব আমিরাতকে ঘনিষ্ঠ উন্নয়ন সহযোগী বলে অভিহিত করে মন্ত্রী চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে সে দেশের আল নাহিয়ান ফাউন্ডেশনের আওতায় প্রস্তাবিত হাসপাতাল কমপ্লেক্স এবং বাংলাদেশের আল নাহিয়ান ট্রাস্টের কাজের অগ্রগতির বিষয়েও রাষ্ট্রদূত সাঈদের সাথে আলোচনা করেন।
    রাষ্ট্রদূত ড. সাঈদ গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তিসহ আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশের দ্রুত উন্নয়নের প্রশংসা করেন এবং উন্নয়ন ও সন্ত্রাসদমনে দু’দেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা সহযোগিতা ও দ-প্রাপ্ত আসামি প্রত্যাবর্তন চুক্তির পাশাপাশি সে দেশের দূতাবাসের জন্য ঢাকায় জায়গা বরাদ্দের বিষয়টিও স্মরণ করেন রাষ্ট্রদূত।
#
আকরাম/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৭৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ১৫৪৩

কারিগরি শিক্ষায় ভর্তির হার শতকরা ৬০ ভাগে উন্নীত করা হবে
                                                       - শিক্ষামন্ত্রী
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে):
    শিক্ষা সরকারের অগ্রাধিকার খাত। কারিগরি শিক্ষা এর মধ্যে সর্বোচ্চ অগ্রাধিকার খাত। সরকার কারিগরি শিক্ষায় অর্ন্তভুক্তি লক্ষ্যমাত্রা ২০২০ সালে শতকরা ২০ শতাংশ নির্ধারণ করেছে। তবে তা ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ এবং চূড়ান্ত লক্ষ্যমাত্রা শতকরা ৬০ শতাংশে উন্নীত করা হবে।
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ স্থানীয় একটি হোটেলে ‘স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)’ এর মাধ্যমে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণে বিশ্ব ব্যাংক-এর নতুন করে ১০০ মিলিয়ন ডলার প্রদান উপলক্ষে দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আমাদের শিক্ষার মূল লক্ষ্য হলো নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা। গতানুগতিক সাধারণ শিক্ষা দিয়ে এ লক্ষ্য অর্জন সম্ভব নয়, প্রয়োজন প্রযুক্তিনির্ভর কারিগরি শিক্ষা। সরকার কারিগরি শিক্ষাকে ঢেলে সাজিয়েছে। কারিগরি কোর্স কারিকুলাম যুগোপযোগী করা হয়েছে। সরকারি পলিটেকনিকসমূহে ডাবল শিফট চালু করা হয়েছে। ২০০৮ সালে যেখানে এসব প্রতিষ্ঠানে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১২ হাজার ৩৭৫, এবছর তা বেড়ে দাঁড়াবে ৫৬ হাজার ৭৫০ জনে। তাছাড়া দেশে বর্তমানে সাত হাজারের-এর উপরে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তিনি বলেন শীঘ্রই দেশে এ

Todays handout (6).doc Todays handout (6).doc