Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩

তথ্যবিবরণী ২৬ ফেব্রুয়ারি ২০২৩

তথ্যবিবরণী                                                                                                           নম্বর : ৭৮৮

সহায়তা বাড়াতে জেট্রো'র প্রতিনিধিদের প্রতি আইসিটি প্রতিমন্ত্রীর আহ্বান

ঢাকা, ১৩ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :

          তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জাপান আমাদের দীর্ঘ পরীক্ষিত বন্ধু উল্লেখ করে বলেছেন, দেশে টেকসই বিদ্যুৎ সরবরাহ থেকে শুরু করে মেট্রোরেলের মতো নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে দেশটির আর্থিক সহায়তায়। তিনি আগামী দিনগুলোতে এই সহায়তা আরো বাড়াতে ঢাকায় জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)’র প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

          প্রতিমন্ত্রী আজ ঢাকায় জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের ৫০ বছর পূর্তী এবং বেসিস সফট এক্সপো ২০২৩ উপলক্ষ্যে আয়োজিত নেটওয়ার্কিং সেশনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          প্রতিমন্ত্রী বাংলাদেশের নবীন উদ্যোক্তাদের ম্যাচিং ফান্ড হিসেবে জেট্রো যে ১০ লাখ ডলার বিনিয়োগ পরিকল্পনা করছে  তা আরো ১০ লাখ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। 

          প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলেন, সরকার ব্যবসা করবে না ব্যবসার পরিবেশ তৈরি করবে। তিনি বলেন, বিজেআইটি সেই সুযোগ নিয়ে সাম্প্রতিক সময়ে তাদের ব্যবসায় সম্প্রসারণ করেছে। সেই লক্ষ্যে হাইটেক পার্ক ও সফটওয়্যার পার্কগুলো ঘুরে দেখার আহ্বান জানান। তিনি বিনিয়োগ সুবিধার জন্য জাপানি বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী, সেখানে এক্সক্লুসিভ জাপানি বিজনেস জোন গড়ে তোলা হবে বলে জানান।

           বেসিস এর মাধ্যমে এরই মধ্যে জাপান এবং বাংলাদেশে সম্ভাবনাময় কয়েকটি স্টার্টআপ প্রতিষ্ঠানের একটি শর্টলিস্ট করা হয়েছে বলে তিনি জানান। প্রতিমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি, আমাদের পারস্পরিক সহযোগিতা এবং একসঙ্গে পথচলার মাধ্যমেই বন্ধুত্বের এই বন্ধন আরো দৃঢ় হবে। বাংলাদেশ ও জাপান দুই দেশই এতে লাভবান হবে। 

          অনুষ্ঠানে পিচ শেসনে ইন্টিলিজেন্ট মেশিন, চালডাল লিমিটেড, আই ফার্মার লিমিটেড, আরোগ্য, টেনমিনিট স্কুল, সেবা প্লাটফর্ম, এ্যডু হাইভ, পাল্কি মটোরস, হিসাব টেকনলোজিস, বাড়ি কৈ এবং আমার ল্যাব প্রতিষ্ঠাতার তাদের ব্যবসায় সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

           জেট্রো বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দোর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে একটি উপস্থাপনা পেশ করেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ।

          অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেসিস পরিচালক আহমেদুল হক বাবু।

#

শহিদুল/এনায়েত/সঞ্জীব/মাহমুদ/জয়নুল/২০২৩/২১২০ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ৭৮৭

রাষ্ট্রপতির কাছে সরকারি কর্মকমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২২ পেশ

ঢাকা, ১৩ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :

          রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের নিকট আজ বঙ্গভবনে সরকারি কর্ম কমিশন (পিএসসি)’র চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২২ পেশ করেছেন।

          সাক্ষাৎকালে পিএসসি চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

          রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য স্বল্প সময়ে চূড়ান্ত সুপারিশ করতে পিএসসিকে আরো তৎপর হওয়ার নির্দেশ দেন।

          রাষ্ট্রপতি বলেন, কলা, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যাতে সমান সুযোগ পায় সেজন্য সিলেবাস ও প্রশ্নপত্র প্রণয়নে আরো সচেতন হতে হবে।

          সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

#

ইমরানুল/সিরাজ/এনায়েত/সঞ্জীব/মাহমুদ/জয়নুল/২০২৩/২০৪৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                            নম্বর : ৭৮৬

প্রাণিসম্পদ প্রদর্শনী সারা দেশে উদ্যোক্তা ছড়িয়ে দিচ্ছে

                                  -মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

ঢাকা, ১৩ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :   

প্রাণিসম্পদ প্রদর্শনী সারা দেশে উদ্যোক্তা ছড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বর্তমান সরকার সরকারি-বেসরকারি সম্মিলিত উদ্যোগে প্রাণিসম্পদ খাতকে আরো বেশি বিকশিত করতে সহায়তা করবে। বাংলাদেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী আয়োজন করা হয়েছে। এবারের প্রাণিসম্পদ প্রদর্শনীতে অনেক বেসরকারি উদ্যোক্তারা সম্পৃক্ত হয়েছেন। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে দৃষ্টিনন্দন, কার্যকর ও ফলপ্রসূ প্রাণিমেলা আয়োজন সম্ভব হয়েছে। এ প্রদর্শনীর মাধ্যমে সারা দেশে উদ্যোক্তা ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে। তাদের অনুপ্রাণিত করা সম্ভব হচ্ছে।

মন্ত্রী আরো বলেন, দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। শিক্ষিতরা এখন খামারি হচ্ছেন, বিদেশ থেকে উচ্চশিক্ষা নিয়ে এসে খামার স্থাপন করছেন। বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে চাকরির পেছনে সময় নষ্ট না করে বিভিন্ন রকম প্রাণী উৎপাদন ও বিপণন করে নিজে যেমন উদ্যোক্তা হচ্ছেন তেমনি অপরের মাঝে ছড়িয়ে দিচ্ছেন।

শ ম রেজাউল করিম আরো বলেন, করোনাকালে প্রাণিসম্পদ খাতের উৎপাদকরা বিপন্ন অবস্থায় ছিল। সরকার বিশেষভাবে পরিবহন ও বিপণনের ব্যবস্থা করেছে। ভোক্তাদের দোরগোড়ায় মাছ, মাংস, দুধ ডিম পৌঁছে দেওয়া হয়েছে। মাছ, মাংস, দুধ, ডিম উৎপাদন ও বিপণন কোনভাবে যাতে বিঘ্নিত না হয়, সে ব্যবস্থা করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট দিকনির্দেশনার আলোকে। করোনার সময় ও গত রমজানে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র করে মানুষের দ্বারে দ্বারে তার ক্রয়ক্ষমতার মধ্যে মাছ, মাংস, দুধ ও ডিম পৌঁছে দেওয়া হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামাল।

সমাপনী অনুষ্ঠান শেষে প্রাণিসম্পদ প্রদর্শনীতে অংশ নেয়া নির্বাচিত সেরা উদ্যোক্তা ও খামারিদের বিভিন্ন ক্যাটেগরিতে পুরস্কার প্রদান করা হয়।

#

ইফতেখার/সিরাজ/এনায়েত/সঞ্জীব/মাহ্‌মুদ/শামীম/২০২৩/১৯২০ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                            নম্বর : ৭৮৫

বাংলাদেশকে জলবায়ু ঝুঁকি হতে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে সরকার

                                                                             --- পরিবেশমন্ত্রী

ঢাকা, ১৩ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তনের নির্দোষ শিকার বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে আন্তরিকভাবে কাজ করছে সরকার।  তিনি বলেন, বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান ভূমিকা পালন করার লক্ষ্যে বিশ্ব সম্প্রদায়ের সাথে সফলতার সাথে নিজেকে সম্পৃক্ত করেছে।

           বেলজিয়ামের এক সদস্যের প্রতিনিধিদল এবং ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেইঞ্জের সাবেক ভাইস-চেয়ার প্রফেসর জিন-পাসকেল ভ্যান ইয়পারসেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে তার অফিস কক্ষে সাক্ষাৎকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

          এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আবদুল্লাহ হারুন এবং অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোঃ মনিরুজ্জামান।

          মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বাংলাদেশকে দশকব্যাপী সহায়তার জন্য বাংলাদেশ বেলজিয়ামের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানাচ্ছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব ঠেকাতে এবং জলবায়ু সহনশীল সবুজ বিশ্ব গড়ে তোলার প্রচেষ্টায় আমরা বেলজিয়ামের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে ইচ্ছুক।

#

দীপংকর/সিরাজ/এনায়েত/সঞ্জীব/মাহমুদ/জয়নুল/২০২৩/১৮৩০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৭৮৪

নির্বাচনে সকল দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ: পর্যবেক্ষকদেরকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঢাকা, ১৩ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ নির্বাচন পর্যবেক্ষকদের বলেছেন, ‘আমরা চাই বিএনপিসহ সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিক এবং জনগণ উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে আগামীর সরকার নির্বাচিত করুক। সরকারের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতার প্রয়োজন থাকে সেটি অবশ্যই আমরা করবো।’ 

আজ ঢাকায় মিন্টো রোডে সরকারি বাসভবনে আগত দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের সমন্বয়ে গঠিত ‘ইলেকশন মনিটরিং ফোরাম এর প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা জানান। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী, জার্মানির সমাজকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক Volkar U Friedrich, ভুটানের গ্লোবাল ভিলেজ কানেকশনের চেয়ারম্যান Jackson Dukpa ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ফোরামের পরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, বুয়েটের উপউপাচার্য ও ফোরামের পরিচালক অধ্যাপক ড. আব্দুল জব্বার খান ও কৃষিবিদ ড. আজাদুল হক বৈঠকে অংশ নেন।

ড. হাছান মাহ্‌মুদ বলেন, ‘ইলেকশন মনিটরিং ফোরাম প্রতিনিধিরা আমার সাথে বৈঠকের জন্য এসেছিলেন। আপনারা জানেন যে, নির্বাচন পর্যবেক্ষণের জন্য ১০৮টি সংগঠন নির্বাচন কমিশনে নিবন্ধিত। তার মধ্যে ৫১টি সংগঠনের মোর্চা হচ্ছে ইলেকশন মনিটরিং ফোরাম। তারা আমার সাথে বিস্তারিত আলোচনা করেছেন। তারাও বলেছেন, তারা চান আগামী নির্বাচনে বিএনপিসহ সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ যেখানে জনগণ উৎসাহ নিয়ে আগামী দিনের সরকার নির্বাচিত করবে। এই ফোরাম গত নির্বাচনও মনিটর করেছে আগামী নির্বাচনেও তারা ইলেকশন মনিটরিং দল পাঠাবে, নির্বাচন পর্যবেক্ষণ করবে।’

সম্প্রচার মন্ত্রী বলেন, ‘আমরা তাদেরকে জানিয়েছি, সমস্ত সংসদীয় গণতন্ত্রের দেশে যেভাবে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয় আমাদের দেশেও ঠিক সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং ভারত, অস্ট্রেলিয়া, জাপান, যুক্তরাজ্য, জার্মানি এবং কন্টিনেন্টাল ইউরোপের অন্যান্য দেশে যেভাবে চলতি সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করে আমাদের দেশেও বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের অধীনে।’ 

নির্বাচনে বিএনপির অংশ নেওয়া প্রসঙ্গে হাছান মাহ্‌মুদ বলেন, ‘বিএনপিকে নির্বাচনি ভীতি পেয়ে বসেছে। এটি স্বাভাবিক, কারণ ২০০৮ সালের নির্বাচনে পূর্ণশক্তি দিয়ে নির্বাচনে অংশ নিয়ে বিএনপি মাত্র ২৯টি আসন পেয়েছিল। ২০১৪ সালের নির্বাচন তারা বর্জন করে আসলে গণতন্ত্রটাকেই প্রতিহত করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল। ২০১৮ সালের নির্বাচনে ‘ডান-বাম, অতিডান-তালেবান’ সবাইকে নিয়ে বিরাট মোর্চা ঐক্য করে বিএনপি পেয়েছিল ৬টি আসন। এখন যাদেরকে নিয়ে ঐক্য করেছে তারা যখন প্রেসক্লাবের সামনে সমাবেশ করে, সেখানে যত না লোক থাকে তার চেয়ে বেশি সাংবাদিক থাকে। সে জন্য নির্বাচন ভীতি তাদেরকে পেয়ে বসেছে। তারপরও আমি আশা করবো তারা নির্বাচনে অংশগ্রহণ করুক। তবে বিএনপি এখন হাঁটা শুরু করেছে, দেখা যাক তারা ক’বছর হাঁটে।’ 

এ প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, ‘নির্বাচন আয়োজন করে নির্বাচন কমিশন। সমস্ত দল যাতে অংশগ্রহণ করে সে জন্য নির্বাচন কমিশন উদ্যোগ গ্রহণ করবে। খেলায় আয়োজকরা নিশ্চিত করে কারা কারা খেলতে আসবে। অন্যরা কে খেলবে বা খেলবে না সেটা যারা খেলতে যাবে তাদের দেখার দায়িত্ব না। তেমনি নির্বাচনের খেলার মাঠে আমরা একটা দল, বিএনপিও একটা দল। আমরাও চাই তারা অংশগ্রহণ করুক। আমরা ওয়াকওভার চাই না, আমরা খেলতে চাই, খেলে গোল দিয়ে জিততে চাই এবং দল হিসেবে আমরা আহ্বান জানাই, বিএনপিসহ সব রাজনৈতিক দল যেন আগামী নির্বাচনে অংশ নেয়।’ 

ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী সাংবাদিকদের বলেন, ‘আগামী নির্বাচন পর্যবেক্ষণে জার্মান, নেপাল, ভুটানসহ কয়েকটি দেশের প্রতিনিধিরা এখানে এসেছেন। গতকাল আমরা জাতীয় পার্টি, জাসদ এবং ইসলামী ফ্রন্টের সাথে আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদের সাথে আমরা আগামী নির্বাচন বিষয়ে আলোচনা করেছি। আমরা চাই, আগামী জাতীয় নির্বাচন আন্তর্জাতিক মানের হবে, গ্রহণযোগ্য হবে এবং পর্যাপ্ত বিদেশি পর্যবেক্ষক দল যাতে পর্যবেক্ষণ করতে পারে সেই পরামর্শ চেয়েছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের ভিসা, যাতায়াতের বিষয়ে যাতে বেগ পেতে না হয় সে জন্য আমরা সরকারের সহায়তা চেয়েছি।’

নির্বাচনি এলাকার মানুষের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ধারাবাহিক ভার্চুয়াল বৈঠক

চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ তার নির্বাচনি এলাকার মানুষের সাথে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে ঢাকার মিন্টো রোডের বাসভবন থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের জনগণের সাথে ভার্চুয়াল বৈঠকে মিলিত হন। রাজনৈতিক ও মন্ত্রণালয়ের কাজের মাঝে এ দিন বিকেলে আবার রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের মানুষের সাথে ভার্চুয়াল বৈঠক করেন তিনি।

সরকারের বিভিন্ন সহায়তার উপকারভোগী সাধারণ মানুষের এ মিলন মেলায় দেশের উন্নয়ন-অগ্রগতি ও শান্তি-সমৃদ্ধি অব্যাহত রাখতে সকলকে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান
ড. হাছান মাহ্‌মুদ। 

#

আকরাম/সিরাজ/সঞ্জীব/মাহমুদ/রেজাউল/২০২৩/১৮২৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৭৮৩

 

শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গোপসাগরে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে

                                          -- নৌপরিবহন প্রতিমন্ত্রী

 

চট্টগ্রাম, ১৩ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :

 

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বে বঙ্গোপসাগরে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের পাশাপাশি বেসরকারি খাত দেশকে দৃঢ়তার সাথে এগিয়ে নিয়ে চলেছে যা দৃশ্যমান। মেঘনা গ্রুপ অভ্‌ ইন্ডাস্ট্রিজ দেশের সমুদ্রগামী জাহাজের জন্য আজ এক মাইলফলক স্থাপন করেছে।

 

প্রতিমন্ত্রী আজ চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে মেঘনা গ্রুপের চারটি সমুদ্রগামী জাহাজের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জিয়া, এরশাদ, খালেদা জিয়াদের আমলে ব‍্যবসায়ীদের সম্পর্কে মানুষের যে নেগেটিভ ধারণা ছিল; তা এখন নেই। ব‍্যবসায়ীরা দেশের সম্পদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব‍্যবসায়ীদের সুবিধার্থে সবকিছু উন্মুক্ত করে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ‍্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ‍্যে কাজ করে যাচ্ছেন। আশা করি ২০৪১ সালের আগেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ‍্যমাত্রায় পৌঁছে যাব।

প্রতিমন্ত্রী আরো বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলতে  বঙ্গবন্ধু  একটি শক্ত ভিত রচনা করেছিলেন। মেরিটাইম সেক্টরের কথা বলতে গেলে প্রথমেই বঙ্গবন্ধুর অবদানের কথা বলতে হয়। তিনি  টেরিটোরিয়াল জোন ও মেরিটাইম বাউন্ডারি এ‍ক্ট  প্রণয়ন করন। বঙ্গবন্ধুর সেই উন্নয়নের ধারায় থাকলে শুধু মেরিটাইম সেক্টর থেকেই ২০০ বিলিয়ন ডলার রিজার্ভ পেতাম।

মেঘনা গ্রুপ অভ্‌ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, এইচএসবিসি ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার মো. মাহবুব-উর-রহমান, চট্টগ্রাম চেম্বার অভ্‌ কমার্সের সভাপতি মাহবুবুল আলম।

প্রতিমন্ত্রী পরে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল প্রাঙ্গণে বার্থ অপারেটর, শিপ হ্যান্ডলিং অপারেটর ও টার্মিনাল অপারেটরের অধীনে নিয়োজিত শ্রমিকদের মাঝে বোনাসের চেক বিতরণ করেন।

#

জাহাঙ্গীর/সিরাজ/সঞ্জীব/মাহমুদ/রেজাউল/২০২৩/১৭৫৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ৭৮২

শিক্ষার্থীদের দেশপ্রেমে উজ্জ্বীবিত হওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

নিয়ামতপুর (নওগাঁ), ১৩ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :

          শিক্ষার্থীদের দেশপ্রেমে উজ্জ্বীবিত হয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের চিন্তা চেতনায় স্মার্ট হতে হবে।

          আজ নিয়ামতপুর উপজেলায় নিয়ামতপুর সরকারি কলেজ প্রাঙ্গণে ‘৪ তলাবিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।

          মন্ত্রী বলেন, স্মার্ট দেশের সব কিছু হবে স্মার্ট। শিক্ষাব্যবস্থা হবে স্মার্ট, প্রশাসন হবে স্মার্ট, কৃষক হবে স্মার্ট এবং সেই সাথে নাগরিকদেরও স্মার্ট হতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের কাছে বছরের শুরুতেই বিনামূল্যে নতুন বই ও শিক্ষার্থীদের অভিভাবকের কাছে মোবাইলে উপবৃত্তির টাকা পাঠানোর ব্যবস্থা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। আমাদের শিক্ষা ব্যবস্থা এখন অনেক আধুনিক।

          মন্ত্রী আরো বলেন, স্যোশাল সেফটি নেটের আওতায় এখন অনেকেই সরকারি নানা সহায়তা পাচ্ছে। অসহায় মানুষের জন্য সরকারি সহায়তা দিন দিন বেড়েই চলেছে বলে উল্লেখ করেন তিনি। শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির ভালো দিকগুলো গ্রহণ করে আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মোবাইল ব্যবহারের ভালো ও মন্দ দিক আছে। শিক্ষার্থীদের ভালো দিক গ্রহণ করতে হবে।

          নিয়ামতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মমতাজ হোসেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে নিয়ামতপুর উপেজলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, আওয়ামী লীগ নেতা আবেদ হোসেন মিলন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু সাইদ বক্তৃতা  করেন।

          এর আগে খাদ্যমন্ত্রী ২ কোটি ২৮ হাজার টাকা ব্যয়ে ৪ তলাবিশিষ্ট নিয়ামতপুর সরকারি কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করেন।

#

কামাল/সিরাজ/এনায়েত/সঞ্জীব/মাহমুদ/জয়নুল/২০২৩/১৮৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ৭৮১

প্রকাশিত হলো সংস্কৃতি প্রতিমন্ত্রীর ‘নির্বাচিত বক্তৃতামঞ্জরি’ গ্রন্থ

ঢাকা, ১৩ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :

          সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে প্রদত্ত বক্তৃতাসমূহ থেকে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে ‘নির্বাচিত বক্তৃতামঞ্জরি’ শীর্ষক গ্রন্থ প্রকাশিত হয়েছে।

          গ্রন্থটি সম্পাদনা করেছেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আলতাফ হোসেন ও জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান। বইটি প্রকাশ করেছে পলল প্রকাশনী।

          উল্লেখ্য, বইটি ‘অমর একুশে বইমেলা’য় পলল প্রকাশনীর ৩৩১-৩৩২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

#

ফয়সল/সিরাজ/এনায়েত/সঞ্জীব/মাহমুদ/জয়নুল/২০২৩/১৭৩৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর : ৭৮০

সুশৃঙ্খল ও নিরাপদ শ্রম অভিবাসন নিশ্চিত করা হয়েছে

                                       --- আবুল হাসানাত আবদুল্লাহ্

বরিশাল, ১৩ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :

          পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের রূপকল্প ২০২১ ও নির্বাচনি ইশতেহারসহ আন্তর্জাতিক দলিলে শ্রম অভিবাসনকে উন্নয়নের হাতিয়ার হিসেবে গণ্য এবং সুশৃঙ্খল, নিরাপদ, নিয়মিত ও দায়িত্বশীল শ্রম অভিবাসন নিশ্চিত করা হয়েছে।

          আবুল হাসানাত আবদুল্লাহ্ আজ বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরালে প্রবাসী কর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

          আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সরকার শ্রমজীবী মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, সরকার গৃহীত পদক্ষেপসমূহ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। এতে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে।

          আবুল হাসানাত আবদুল্লাহ্ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সুষম উন্নয়ন নীতিতে বিশ্বাসী। বর্তমান সরকার বরিশালসহ দেশব্যাপী শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বনায়ন, বিদ্যুৎ, যোগাযোগ ও অবকাঠামোগত খাতে সমন্বিত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছে। তিনি প্রবাসীদেরকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে বহির্বিশ্বে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। তিনি প্রবাসীদের সার্বিক কল্যাণে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন।

#

আহসান/সিরাজ/এনায়েত/সঞ্জীব/মাহমুদ/জয়নুল/২০২৩/১৭৩০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৭৭৯   

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটরের সাক্ষাৎ

 

ঢাকা, ১৩ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :

 

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর গোয়েন লুইস সাক্ষাৎ করেন। 

 

এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ হাসানুজ্জামান কল্লোল, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব মোঃ মুহিবুজ্জামান, মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, ইউএন উইমেন ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ দিয়া নন্দাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা নারী উন্নয়ন ও ক্ষমতায়নে সরকারের গৃহীত কার্যক্রম তুলে ধরেন এবং বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর গোয়েন লুইস নারী উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন।

#

আলমগীর/সিরাজ/সঞ্জীব/মাহমুদ/রেজাউল/২০২৩/১৭৩১ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৭৭৮   

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ১৩ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১২ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫১ শতাংশ। এ সময় ২ হাজার ৩৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।        

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৪৫ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১ হাজার ৮৩৭ জন।

#

সুলতানা/সিরাজ/মাহমুদ/রেজাউল/২০২৩/১৬২২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৭৭৭ 

বিশ্ববিদ্যালয়গুলোতে স্মার্ট ক্যাম্পাস চ্যালেঞ্জ প্রোগ্রাম চালু করা হবে

                                                        - আইসিটি প্রতিমন্ত্রী

ঢাকা, ১৩ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি):

          তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গ্রিন, ক্লিন, সেইফ এবং স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে স্মার্ট ক্যাম্পাস চ্যালেঞ্জ প্রোগ্রাম চালু করা হবে। প্রযুক্তি নির্ভর সমাধান দিয়ে স্মার্ট ক্যাম্পাস গড়ে তুলতে এখন থেকেই প্রস্তুতি গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের প্রতি আহবান জানান তিনি। 

          প্রতিমন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল নথি সিস্টেম (ডি-নথি)- এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

          পলক বলেন, শ্রমনির্ভর অর্থনীতি থেকে প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে দেশ এগিয়ে গেছে। এখন আমরা জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে যেতে চাই। ডিজিটাল ডিভাইস ব্যবহার করে যেকোন সময় ও স্থান থেকে ইলেকট্রনিকেলি অফিসের কার্যক্রম সম্পন্ন করার উদ্দেশ্যেই ২০১৬ সালে ই-নথি চালু করা হয়। গত সাত বছরে  ১১ হাজার দপ্তরে লক্ষাধিক কর্মকর্তা ই-নথি ব্যবহার করেছে, যার সংখ্যা ২ কোটির অধিক। তিনি জানান, ই-নথি ব্যবহারের মাধ্যমে অর্থ ও সময় সাশ্রয় এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততা নিশ্চিত কর

2023-02-26-15-36-47bd93607fcf73f627f7d41b00eb7201.docx 2023-02-26-15-36-47bd93607fcf73f627f7d41b00eb7201.docx