Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ অক্টোবর ২০১৭

তথ্যবিবরণী 20 October 2017

তথ্যবিবরণী                                                                                              নম্বর :  ২৭৭২

মিয়ানমার নাগরিকদের স্বাস্থ্যসেবা প্রদান অব্যাহত

উখিয়া (কক্সবাজার), ৫ কার্তিক (২০ অক্টোবর) :

    কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক গতকাল (১৯ অক্টোবর) রাত পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক সংখ্যা ৫ লাখ ৮২ হাজার। তবে অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা দিন দিন বাড়ছে।

    সরকার মানবিক স্বার্থে অনুপ্রবেশকারী এসব মিয়ানমার নাগরিকদের স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছে। স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রমের মধ্যে রয়েছে হাম রুবেলার টিকা দান, ওপিভি টিকা দান, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো, কলেরা ভ্যাকসিন দান, ওরস্যালাইনসহ বিভিন্ন ঔষধসামগ্রী দান। সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন দেশি বিদেশি সংস্থা যেমন রিফিউজি হেল্থ ইউনিট, ইউএনএইচসিআর, ইউএনএফপিএ, এমএসএফ, আইওএম, গণস্বাস্থ্য কেন্দ্র, বিজিবি, ইউনিসেফ, বিশ^স্বাস্থ্য সংস্থা প্রভৃতি সংস্থা স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছে। সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থা মিয়ানমার নাগরিকদের জন্য টিউবওয়েল, স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ, তাঁবু নির্মাণসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করছে।

    সরকারের সমাজসেবা অধিদপ্তর এতিম মিয়ানমার শিশুদের শনাক্তকরণ কার্যক্রম পরিচালনা করছে। গতকাল রাত পর্যন্ত  মোট ১৭ হাজার ৬ শত ২৪ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। এলজিইডি রাস্তা নির্মাণ কাজ এবং আরইবি নতুন বিদ্যুৎ লাইন বসানোর কাজ বাস্তবায়ন করছে।

#

সাইফুল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২১২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর :  ২৭৭১

মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত

উখিয়া (কক্সবাজার), ৫ কার্তিক (২০ অক্টোবর) :

    কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে।

         উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ৪১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৫৯ ট্রাকের মাধ্যমে ১৯৩ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ২৪ হাজার ১৫ প্যাকেট শুকনো খাবার, ৯ হাজার ১০ প্যাকেট শিশুখাদ্য, ২ হাজার ৭ শত ৫০ প্যাকেট রান্না করা খাবার, ৩ হাজার ৫ শত ২০ পিস গৃহস্থালিসামগ্রী। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  

জেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত কক্সবাজারের ৪টি খাদ্য গুদামে প্রাপ্তি ও প্রদানের পর ৯৩২ মেট্রিক টন চাল, ৮৩ মেট্রিক টন ডাল, ৯৯ হাজার ২৯ লিটার তেল, ৬৭ মেট্রিক টন লবণ, ৮৮ মেট্রিক টন চিনি, ৯ হাজার ৪ শত ৮ কিলোগ্রাম আটা, ৮১ হাজার ৮ শত ৭০ কিলোগ্রাম গুঁড়ো দুধ, ২৫ কিলোগ্রাম মুড়ি, ১৪ হাজার ৯ শত পিস ও ৪৮৯ বা-েল কম্বল, ৫১১টি তাঁবু ও ত্রিপল মজুত রয়েছে।   

#

সাইফুল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২১১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর :  ২৭৭০

মিয়ানমার নাগরিকদের জন্য স্যানিটেশন
ও সুপেয় পানির উৎস স্থাপন কাজ চলছে

উখিয়া (কক্সবাজার), ৫ কার্তিক (২০ অক্টোবর) :

    কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে সরকারি উদ্যোগে নেয়া স্যানিটেশন ব্যবস্থা ও সুপেয় পানির উৎস স্থাপন কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আশ্রয়কেন্দ্রগুলোতে নলকূপ বসানো ও স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন করা হচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নলকূপ ও স্যানিটারি ল্যাট্রিন স্থাপনের কাজ বাস্তবায়ন করছে।

এ পর্যন্ত আশ্রয়কেন্দ্রগুলোতে ২ হাজার ১ শত ৯০টি নলকূপ এবং ৪ হাজার ১ শত ৫১টি স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, এসব কেন্দ্রে ৩ হাজার নলকূপ ও ৫ হাজার স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ করা হবে।

চৌদ্দটি মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। তিন হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন ৭টি ভ্রাম্যমাণ ওয়াটার ক্যারিয়ারের মাধ্যমে উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন ক্যাম্পে নিরাপদ খাবার পানি সরবরাহ করা হচ্ছে। পানি বিতরণ ব্যবস্থা সুবিধাজনক করার লক্ষ্যে রাস্তার পাশে ১ হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন ১১টি ওয়াটার রিজার্ভার স্থাপন করা হয়েছে। ওয়াটার ক্যারিয়ারের মাধ্যমে রিজার্ভারসূহে সার্বক্ষণিক পানি সরবরাহ করা হচ্ছে। এসব রিজার্ভার থেকে মিয়ানমার নাগরিকরা টেপের মাধ্যমে খাবার পানি সংগ্রহ করছে।

পরিস্থিতি মোকাবিলায় কক্সবাজারে ১০ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে এবং কেন্দ্রীয় ভা-ারে আরো ১২ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুত রয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশ রোধে ইতোমধ্যে ৫১ ড্রাম ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়েছে। ব্লিচিং পাউডার ছিটানো অব্যাহত আছে। এগারটি আশ্রয়কেন্দ্রে মহিলাদের জন্য ৪ ইউনিট বিশিষ্ট প্রতি কেন্দ্রে ১০টি করে ১১০টি বা ৪৪০ ইউনিট গোসলখানা নির্মাণ কাজ চলছে। ইতোমধ্যে ১৭৫ ইউনিট গোসলখানা নির্মাণ করা হয়েছে।

#

সাইফুল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২১০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৭৬৯

২২ অক্টোবর থেকে পবিত্র সফর মাস গণনা শুরু

ঢাকা, ৫ কার্তিক (২০ অক্টোবর) :

বাংলাদেশের আকাশে আজ পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ২১ অক্টোবর মুহররম মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২২ অক্টোবর রোববার থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে।

 আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিছুর রহমান।

সভায় ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ হাফিজুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মিজান-উল- আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বী, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোঃ শাফায়াত মাহবুব চৌধুরী, ওয়াক্ফ প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মজিবর রহমান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মোঃ শাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী মসজিদের খতিব মাওলানা আবু রায়হান ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

#

শায়লা/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৭৬৮

সমবায় সমিতির নামে যে কোনো অনিয়ম কঠোরহস্তে দমন করা হবে
                                                        -- সমবায় সচিব

ঢাকা, ৫ কার্তিক (২০ অক্টোবর) :

    সমবায় সমিতির নামে যে কোনো অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারের সাথে জড়িতদের কঠোরহস্তে দমন করা হবে। বর্তমান সরকার গ্রামাঞ্চলে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের পৃষ্ঠপোষকতায় দারিদ্র্যবিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রকৃত দুঃস্থ ও অসহায় পরিবারকে সমিতিবদ্ধ করছে। এসব সমিতিতে আগামী চার বছরে সারাদেশে ৩৬ লাখের অধিক দরিদ্র পরিবারকে সম্পৃক্ত করা হবে।

    আজ ঢাকায় রমনা আইইবি মিলনায়তনে জাতীয় সমবায় প্রতিষ্ঠানে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর ৩০তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় পল্ল¬ী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মাফরুহা সুলতানা এসব কথা বলেন।

#

আহসান/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯০০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৭৬৭

কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ লিঃ পুনঃগ্রহণ করল বস্ত্র ও পাট মন্ত্রণালয়

ঢাকা, ৫ কার্তিক (২০ অক্টোবর) :

    শর্ত ভঙ্গ করায় কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ লিঃ হস্তান্তরের পুনঃগ্রহণ  (টেক ব্যাক) করল বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এর কারণ হিসেবে বলা হয়, মিলটি ক্রেতার নিকট হস্তান্তরের পর দীর্ঘসময় অতিক্রান্ত হলেও ক্রেতা মিলটি চালু করেননি। ফলে সরকারের মিল বিক্রয়ের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। মিলটির নিকট সরকারের অর্থ পাওনা রয়েছে এবং দীর্ঘসময় অতিবাহিত হলেও মিলের ক্রেতা পাওনা অর্থ পরিশাধে ব্যর্থ হয়েছেন। মিলের নিকট সরকারের পাওনা অর্থ পরিশোধের জন্য গত ১৪/০৩/২০০০ এবং সর্বশেষ ২২/০৫/২০১৭ তারিখে অগ্রিম নোটিশ প্রদান করা সত্ত্বেও মিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সরকারি পাওনা পরিশোধ করেননি। মিলের ক্রেতা সরকারি পাওনা অর্থ পরিশোধ করেননি, মিলের চূড়ান্ত বিক্রয় দলিল রেজিস্ট্রি না হওয়ার পূর্বে সরকারের অনুমোদন ব্যতিরেকে সোনালী ব্যাংক লিঃ এ মিল বন্ধক রেখে ঋণ গ্রহণ করেছেন, দীর্ঘদিন যাবত মিল পরিচালনা না করে বন্ধ অবস্থায় ফেলে রেখেছেন, হাজার-হাজার শ্রমিক-কর্মচারীকে তাদের কর্মসংস্থান হতে বঞ্চিত করে রেখেছেন, এতে মিল হস্তান্তরের উদ্দেশ্য ব্যাহত হয়েছে এবং বিক্রয়চুক্তির শর্ত লঙ্ঘিত হয়েছে।

        উল্লেখ্য হস্তান্তরের চুক্তির শর্ত ভঙ্গ করায় এবং মিলের উৎপাদন বন্ধ রাখায় এখন পর্যন্ত  ৮টি মিল  পুনঃগ্রহণ  (টেক ব্যাক) করল বস্ত্র ও পাট মন্ত্রণালয় । মিলগুলোর মধ্যে ৪টি পাটকল এবং ৪টি বস্ত্রকল।

#

সৈকত/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯১০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৭৬৬
 
দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারীরা
                          ---মেহের আফরোজ চুমকি
 
 
কক্সবাজার, ৫ কার্তিক (২০ অক্টোবর) :  
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশের নারীরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, জাতীয় সংসদের স্পিকারসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নারীরা অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে। তাছাড়া সেনাবাহিনী, বিমান বাহিনী, প্রশাসনসহ গুরুত্বপূর্ণ টেকনিক্যাল এবং ব্যবসা ক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারের সকল উন্নয়ন কর্মকা-ের কেন্দ্রবিন্দুতে রয়েছে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা। নারী উন্নয়নের যে অগ্রযাত্রা বাংলাদেশে সূচিত হয়েছে তা কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। 
 
প্রতিমন্ত্রী আজ কক্সবাজারের জেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশসাধন প্রকল্প এবং নগরভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কক্সবাজারের জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান কানিজ ফাতেমা’র সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশসাধন প্রকল্পের প্রকল্প পরিচালক আনোয়ারা বেগম, নগরভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক নূরুন নাহার হেনা প্রমুখ।
 
#
খায়ের/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৮৫৮ ঘণ্টা
 
 
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৭৬৫
 
মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে
               ---মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
 
দিনাজপুর, ৫ কার্তিক (২০ অক্টোবর) : 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে। মুক্তিযোদ্ধাদের কষ্ট করে উপজেলা সদরের ব্যাংকে গিয়ে টাকা তুলতে হবে না। এ লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে। 
 
মন্ত্রী আজ দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান। তিনি বলেন, দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ নতুন প্রজন্ম প্রয়োজন। তাই মুক্তিযোদ্ধাদের সন্তান তথা পরিবারকেও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে।
 
মন্ত্রী আরো বলেন, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য সব জেলা-উপজেলায় বহুতল আবাসিক ভবন নির্মাণ করা হবে এবং সারাদেশের সব বধ্যভূমিতে একই রকম স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে করা হবে। যাতে মানুষ দেখে সহজে চিনতে ও বুঝতে পারে। এছাড়া পাঠ্যপুস্তকে মুক্তিযোদ্ধাদের গর্বিত সাফল্যের কথার পাশাপাশি চিহ্নিত রাজাকারদের কুকীর্তির কথাও থাকবে বলে জানান তিনি। এর ফলে শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ও রাজাকারদের সম্পর্কে সঠিক তথ্য ও ধারণা পাবে বলে উল্লেখ করেন মন্ত্রী।
 
সভায় দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল হাকিম ও স্থানীয় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
 
উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি বিরানব্বই লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়।
 
পরে মন্ত্রী একই জেলার হাকিমপুর ও বীরগঞ্জ উপজেলা  মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনও উদ্বোধন করেন।
#
মারুফ/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৮৩৪ ঘণ্টা
Todays handout (3).docx Todays handout (3).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon