Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ অক্টোবর ২০১৫

তথ্যবিবরণী 9/10/2015

তথ্যবিবরণী                                                                                    নম্বর : ২৯২৮

 

তথ্যপ্রযুক্তির উন্নয়নে সৌদি আরব ও বাংলাদেশ একসাথে কাজ করবে

 

ঢাকা, ২৪ আশ্বিন (৯ অক্টোবর) :

 

          সৌদি সরকারের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ড. মোহাম্মদ বিন ইব্রাহিম আল-সুয়াইয়েল (Dr. Mohammed bin Ibrahim Al-Suwaiyel) এর আমন্ত্রণে গত ৬ অক্টোবর থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে অবস্থান করছেন। ৭ অক্টোবর ড. আল-সুয়াইয়েল এর সাথে রিয়াদে তাঁর অফিসে  দু’মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। 

 

          বৈঠকে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের এগিয়ে চলা এবং বর্তমান সরকারের নানাবিধ কর্মকা- তুলে ধরে জুনাইদ আহ্মেদ পলক বলেন, শেখ হাসিনার সরকার ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে দ্রুতগতিতে এগিয়ে চলছে। সরকার হাই-টেক পার্কসহ প্রযুক্তিসংশ্লিষ্ট অবকাঠামো সৃষ্টিতে গুরুত্বারোপ করার পাশাপাশি প্রযুক্তি জ্ঞানসম্পন্ন মানবসম্পদ উন্নয়নে এবং দেশের তথ্যপ্রযুক্তি শিল্পকে এগিয়ে নিতে নিরলস কাজ করছে।

 

          সৌদিমন্ত্রী এসময় তথ্যপ্রযুক্তি খাতে সৌদি আরবের সমসাময়িক অগ্রগতি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জনাব পলককে অবহিত করেন।

 

          বৈঠকে উভয় মন্ত্রী দু’দেশের মধ্যে আইসিটি খাতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে একসাথে কাজ করা, সৌদি বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি করা ও দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

 

          তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী রিয়াদে অবস্থিত সৌদি আরবের কমিউনিকেশন এন্ড ইনফরমেশন টেকনোলজি (সিআইটি) কমিশন ও সৌদি টেলিকম কমিশন (এসটিসি) এর সাথেও দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন। এছাড়াও তিনি কয়েকটি খ্যাতনামা আইটি প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি এবং রিয়াদের ব্রিটিশ-বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের সাথে মতবিনিময়সভায় অংশ  নেন।

 

          এ সকল কর্মসূচিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হারুনুর রশিদ এবং ন্যাশনাল ডেটা সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক তারেক বরকতুল্লাহ।

#

 

নাসের/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা     Handout                                                                                                         Number : 2927

 

Teachers play vital role in making skilled human resource

                                                        -- Education Minister

 

Dhaka, October 9:

 

            Education Minister Nurul Islam Nahid has said, countries like Bangladesh badly need skilled manpower  for development and the teachers play the vital role in grooming up such human resource.

 

            The Minister said this while inaugurating 2-day long 4th National Teachers Conference at Ahsanullah University of Science and Technology (AUST) at Tejgaon in the city today.

 

            The Minister in his address said, the government is implementing massive pro-education programmes that include huge infrastructural development , free textbooks distribution, stipend for poor students, inclusion of ICT in teaching method and training up of hundreds of thousands of teachers. All these programmes would go in vain if the teachers, the key driving force, do  not play their due role, he added.

 

            Mr. Nahid urged the teachers to rely on the cabinet committee formed at the time of approving the new pay-scale in the cabinet meeting and expressed  the hope that the  committee would consider their demands. The government would do everything possible to uphold the interest and dignity of the teachers, he assured.

 

            The minister thanked the teachers of the University of Dhaka for holding 1st year admission test relying on the government measures on the issue.

 

            The inaugural ceremony of the National Teachers  Conference with Dhaka Ahsania Mission President Kazi Rafiqul Alam in the chair was also addressed by Campaign  for Popular Education Executive Director Rasheda K Chowdhury, AUST Vice Chancellor Professor A M M Shafiullah and BRAC University Professor Emeritus Dr. Manzur Ahmed.

 

            Bangladesh Literacy Association arranged the event participated by 288 teachers from all over the country.    

 

#

Saifullah/Mizan/Sanjib/Salim/2015/1800 hrsতথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৯২৬
বিশ্ব মানসিক স¦াস্থ্য দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ২৪ আশ্বিন (৯ অক্টোবর) :

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ‘বিশ্ব মানসিক স¦াস্থ্য দিবস ২০১৫’ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :  

    ‘‘বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব মানসিক স¦াস্থ্য দিবস ২০১৫’ যথাযোগ্য গুরুত্বের সাথে পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।

    সুস¦াস্থ্যের জন্য দরকার সুস্থ দেহে সুস্থ মন। তাই স¦াস্থ্য একটি সমন্বিত বিষয় এবং মানসিক স¦াস্থ্য ব্যতীত স¦াস্থ্য অসম্পূর্ণ। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে মানসিক রোগের প্রকোপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিরও সমাজে অন্যান্য ব্যক্তির মতো সম্মান ও আত্মমর্যাদাবোধ নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। এ পরিপ্রেক্ষিতে এবছর বিশ্ব মানসিক স¦াস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘মানসিক স¦াস্থ্যে মর্যাদাবোধ (উরমহরঃু রহ গবহঃধষ ঐবধষঃয)’ যথার্থ হয়েছে বলে আমি মনে করি।

    মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিরাও সমাজেরই অংশ। তাই তাদেরকে অবহেলা ও অবজ্ঞা না করে সেবা ও ভালোবাসার মনোভাব নিয়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। জনগণের দোরগোড়ায় স¦াস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিক স্থাপনসহ বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। সময়মতো বিজ্ঞানসম্মত চিকিৎসা গ্রহণের মাধ্যমে মানসিক রোগ অনেকাংশে নিরাময় সম্ভব। তাই তৃণমূল পর্যায়ে জনগণের মানসিক স¦াস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে অধিকতর দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।

    ‘বিশ্ব মানসিক স¦াস্থ্য দিবস ২০১৫’ এর সকল কর্মসূচি সফল হোক এ কামনা করি।


    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।’’

#
হাসান/মিজান/মোশারফ/আব্বাস/২০১৫/১৭০০ ঘণ্টা

Todays handout (2).doc Todays handout (2).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon