Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ এপ্রিল ২০১৬

তথ্যবিবরণী ১৯ এপ্রিল ২০১৬

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৩১৫

কূটতর্কই ধর্মের পবিত্রতা নষ্ট করে
                            -- তথ্যমন্ত্রী

ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল):
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মুক্তচিন্তা নয়, ধর্ম নিয়ে কূটতর্কই ধর্মের পবিত্রতা নষ্ট করে।
    আজ ঢাকায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান হলে কবি ও সাহিত্যিক ভূঁইয়া শফিকুল ইসলামের ‘প্রবাসে প্রদোষে’ গদ্যগ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
    প্রফেসর এমেরিটাস ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রন্থপ্রণেতা ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম, বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও বইটির প্রকাশক অন্যপ্রকাশের প্রধান মাযহারুল ইসলাম।
    মন্ত্রী বলেন, লেখকের কলম কখনো অন্যায়ের সাথে আপোশ করতে পারে না।
    তিনি বলেন, ধর্ম অন্তরকে আলোকিত করে, তা পাল্লায় তুলে ভোটের বাজারে বিক্রি করা যেমন ঠিক নয়, তেমনি তার দোহাই দিয়ে হত্যা-সন্ত্রাসও আসলে ধর্মবিরুদ্ধ।
    ‘প্রবাসে প্রদোষে’ বইটিতে বিভিন্ন ধর্মের চিন্তাবোধ নিয়ে লেখকের গদ্য সংকলিত হয়েছে।

#

আকরাম/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৬/২০৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ১৩১৪
অটিস্টিকদের জীবনমান উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান স¦াস্থ্যমন্ত্রীর
ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল) :
    অটিস্টিকদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, অটিস্টিক শিশুরা দেশের সম্পদ। করুণা নয়, তাদের অধিকার প্রতিষ্ঠা করার মনোভাব নিয়ে কাজ করতে হবে। মানবিক দৃষ্টিভঙ্গিতে তাদের লালন পালন নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে ইতোমধ্যে কয়েকটি মন্ত্রণালয় সমন্বিতভাবে  অটিস্টিকদের জীবনমান উন্নয়নে বহুমুখী কর্মকা- বাস্তবায়ন করছে।
    বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন উপলক্ষে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অভ্ পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা) আয়োজিত ‘অটিজম : বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ আহ্বান জানান। বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিলে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম। আলোচক হিসেবে অংশ নেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইপনা’র প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. শাহীন আখতার।
    অটিস্টিকদের জীবনমান উন্নয়নে সরকারি ভূমিকার খন্ডচিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভিন্ন মানববৈচিত্র্যের এ জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে গত ৭ বছর ধরে  সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সায়মা হোসেন ২০১২ সালে জাতিসংঘে অটিস্টিক শিশু ও তার পরিবারের সহায়তায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অটিজম আক্রান্ত শিশু ও তার পরিবারের জন্য আর্থসামাজিক সহায়তা শীর্ষক প্রস্তাব উত্থাপন করেন যা সাধারণ পরিষদে গৃহীত হয়। দেশে প্রতিবন্ধীদের শিক্ষা উপবৃত্তি প্রদান, বুদ্ধি প্রতিবন্ধী স্কুল স্থাপন, ঢাকার মিরপুরে জাতীয় বিশেষ শিক্ষাকেন্দ্র স্থাপন, সরকারি চাকুরিতে কোটা সংরক্ষণ, ৬৪ জেলায় ৬৮টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং অটিজম রিসোর্স সেন্টার স্থাপন করা হয়েছে। দেশব্যাপী প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপের কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতিসহ সকলক্ষেত্রে প্রতিবন্ধীর সমঅধিকার নিশ্চিত করতে  প্রতিশ্রুতি দিয়েছে সরকার। তিনি বলেন, অটিস্টিক শিশুদেরকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে উন্নয়নের মূলধারার সাথে সম্পৃক্ত করতে পারলে তারাও জাতীয় উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে।
    পরে বারডেম জেনারেল হাসপাতালে মানস ও বারডেম আয়োজিত ধূমপান ও তামাক পাতা ব্যবহার ত্যাগ করার কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ধূমপান বন্ধ করতে হলে পরিবার থেকে সচেতনতা সৃষ্টির আন্দোলন শুরু করতে হবে। তিনি বলেন, ধূমপান বদঅভ্যাস। তরুণ সমাজের এই বদঅভ্যাস দূর করতে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, চিকিৎসক ও শিক্ষক সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আগামী শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ধূমপানমুক্ত সনদ দাখিল বাধ্যতামূলক থাকবে উল্লেখ করে তিনি বলেন, ধূমপায়ীরা এমবিবিএস এ ভর্তি হতে পারবে না। বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্যসচিব মরতুজা আহমদ।
#
পরীক্ষিৎ/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/মাহফুজ/জয়নুল/২০১৬/২১০০ ঘণ্টা  

 

 তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৩১৩

সংসদীয় কমিটির সাথে আইএলও প্রতিনিধিদলের বৈঠক

ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল):
    দশম জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মন্নুজান সুফিয়ান এবং আনোয়ারুল আবেদীন খান, মো. রুহুল আমিন এবং রোকসানা ইয়াসমিন ছুটি বৈঠকে অশংগ্রহণ করেন। 

    বৈঠকে প্রতিনিধিদল বাংলাদেশে যে শ্রম আইন প্রচলিত রয়েছে তাতে সন্তোষ প্রকাশ করেন। ইপিজেডসহ অন্যান্য সকল কারখানায় শ্রম আইন সঠিকভাবে প্রয়োগের বিষয়ে সংসদীয় কমিটির নিবিড় পর্যাবেক্ষণ রাখার পরার্মশ দেন।

    শ্রমিকদের কল্যাণে ন্যূনতম বেতন, মাতৃত্ব ছুটি, স্বাস্থ্য ও নিরাপত্তা সুবিধা নিশ্চিত করা হয়েছে বলে বৈঠকে সংসদীয় কমিটি উল্লেখ করে। এছাড়াও বৈঠকে উল্লেখ করা হয় বাংলাদেশে একটি সুস্পষ্ট শ্রমনীতি রয়েছে যেখানে শ্রমিকদের অধিকার সুপ্রতিষ্ঠিত করা হয়েছে। 

    বৈঠকে আইএলও এর প্রতিনিধি ঊষরুধনবঃয ঙহঁশড়, ঝড়হরধ জবমবহনড়মবহ, গধৎপ খববসধহং, কধৎবহ ঈঁৎঃরং, ঠবৎড়হরশধ ঠধলফড়াধ, ঝৎরহরাধং জবফফু এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

সাব্বির/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৯৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩১২
 
ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষর

চট্টগ্রাম, ৬ বৈশাখ (১৯ এপ্রিল) :
    আজ চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের ব্যবস্থাপনা পরামর্শক হিসেবে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
    স¦াক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, জ¦ালানি খাতের সাথে সাথে অন্যান্য খাতেও উপ-আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করতে পারলে দ্রুত ইতিবাচক পরিবর্তন ঘটবে। ভারতের সাথে বিদ্যুৎ, জ¦ালানি, সড়ক, নৌবন্দর ইত্যাদি বিষয়ে আমরা যতই সংযোগ (ঈড়হহবপঃরারঃু) বাড়াতে পারবো ততই উভয় দেশ দ্রুত উন্নতি করতে পারবে। তিনি বলেন, ইতিবাচক মনোভাব নিয়ে একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে পারলে আমাদের দ্রুত উন্নয়ন হবে। আমাদের এ উন্নয়ন প্রক্রিয়ায় নেপাল ও ভূটানকে সংযুক্ত করা যেতে পারে।
    সমঝোতা স্বাক্ষরকালে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক সম্পদ প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, আমরা উভয় দেশ একে অপরের সহযোগিতার জন্য আন্তরিকভাবে কাজ করব।
    সমঝোতা স্মারকে বিপিসির পক্ষে পরিচালক (অপারেশন) মোসলেহ উদ্দিন এবং ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের পক্ষে নির্বাহী পরিচালক (বিপনন) উপেন্দ্র মহেশ^রী স্বাক্ষর করেন।    অন্যান্যের মাঝে সংসদ সদস্য এমএ লতিফ, বিপিসির চেয়ারম্যান মো. মাহমুদ রেজা খান ও ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধণ শ্রীংলা এসময় উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) এবছরে ১৫ লাখ টন অপরিশোধিত তেল শোধন করা হয়। ইআরএল এর দ্বিতীয় ইউনিট স্থাপন হলে এখানে ৩০ লাখ টন তেল শোধন করা সম্ভব হবে। ফলে বাৎসরিক প্রায় ৩০০ মিলিয়ন ডলার সাশ্রয় হবে।

#

আসলাম/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৫৫ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১৩১১ 
একনেকে সাড়ে আঠার হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল):
    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক ) চলতি অর্থবছরের ২৭তম সভায় ১৮ হাজার  ৩৪ কোটি ৪৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়সংবলিত দোহাজারি-রামু এবং রামু-গুমদুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পসহ মোট ১৮ হাজার ৬শত ৫৭ কোটি ২৭ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়সংবলিত ৮টি নতুন ও সংশোধিত  প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। 
    আজ ঢাকায় এনইসি সম্মেলনকেন্দ্রে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়। সভায় একনেক সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
    পরিকল্পনামন্ত্রী  আ হ ম মুস্তফা কামাল সভা শেষে প্রেস ব্রিফিংয়ে একনেক সভার বিস্তারিত উল্লেখ করে বলেন, বাণিজ্যিক ও পর্যটন সুবিধা বৃদ্ধির জন্য কক্সবাজার পর্যন্ত রেলওয়ে লাইন স্থাপন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত আগামী তিন বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এ প্রকল্পের আওতায় দোহাজারি হতে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত প্রায় একশত এক কিলোমিটার এবং মায়ানমারের নিকট গুমদুম পর্যন্ত প্রায় ২৯ কিলোমিটার দীর্ঘ নতুন সিংগেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ করা হবে। পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী পর্যটনখাতসহ দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এ প্রকল্পটিকে ‘ফাস্ট ট্র্যাক’ হিসেবে বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি জানান, সাবরাং ও মহেশখালীসহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হতে যাচ্ছে। দেশের বিশেষ এ অর্থনৈতিক অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজতর করার জন্য এ উদ্যোগ একটি মাইলফলক। তিনি বলেন, ১৮৯০ সালে রেললাইন স্থাপনের জন্য এলাকাটি সার্ভে করা হলেও শতবছরেরও বেশি সময়ে বাস্তবায়ন হয়নি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে আগামী তিন বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হতে যাচ্ছে। 
    পরিকল্পনামন্ত্রী জানান, একনেক সভায় একশত চুয়ান্ন কোটি ঊনআশি লাখ টাকা প্রাক্কলিত ব্যয়সংবলিত ঢাকা সিটি করপোরেশনের আওতাধীন যাত্রাবাড়ী মোড় হতে ত্রিমুখী রাস্তা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প, একশত তেইশ কোটি সাতান্ন লাখ টাকা প্রাক্কলিত ব্যয়সংবলিত সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অধীন বড়তাকিয়া (আবুতোরাব) থেকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক প্রকল্প, নব্বই কোটি ঊনিশ লাখ টাকা ব্যয়ে সাদুল্লাপুর নবাবগঞ্জ জেলা মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্প, ৬৭ কোটি ৯০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়সংবলিত ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্প, ৮৪ কোটি ১৬ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়সংবলিত মনু নদী সেচ প্রকল্পের আওতাধীন কাশিমপুর পাম্প হাউজ পুনর্বাসন প্রকল্প, ৫৯ কোটি ৩০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়সংবলিত বাংলাদেশ রেলওয়ের জন্য একশ’টি মিটার গেজ যাত্রীবাহী পুনর্বাসন প্রকল্প এবং ৪২ কোটি ৭৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়সংবলিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মাল্টি চ্যানেল স্লিপওয়ে নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়া হয়।
    পরকিল্পনা বভিাগরে সচবি  তারিক উল ইসলাম, আইএমইডি সচিব ফরিদ উদ্দিন আহমদ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা এবং পরকিল্পনা কমশিনে সদস্যগণ প্রেস ব্রিফিংয়ে  উপস্থতি ছলিনে।
#
শেফায়েত/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৯৩২ ঘণ্টা

থ্যবিবরণী                                                                                         নম্বর : ১৩০৯

তিন মেয়রসহ এলজিআরডি মন্ত্রীর জাপান যাত্রা

ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল):
জাপানের ওহপরহবৎধঃরড়হ চষধহঃ ধহফ ঝড়ষরফ ডধংঃব গধহধমবসবহঃ পরিদর্শনের উদ্দেশ্যে স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আজ ঢাকা ত্যাগ করেছেন। 

তিনি ৭ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, মন্ত্রীর একান্ত সচিব মুহম্মদ ইব্রাহিম এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. আহসান হাবিব।

প্রতিনিধিদল ২০-২২ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবেন। এ সময় তাঁরা জ্বালানি চুল্লির মাধ্যমে ভস্মীভূত সরঞ্জামাদি দিয়ে পণ্য উৎপাদন প্রক্রিয়া এবং বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। এছাড়া এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবেন। রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জাপানের অভিজ্ঞতাকে কাজে লাগানোই এ সফরের উদ্দেশ্য।

প্রতিনিধিদল আগামী ২৩-২৪ এপ্রিল একই উদ্দেশ্যে সিঙ্গাপুরও সফর করবেন। 

তাঁরা আগামী ২৫ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
#

শহিদুল/আফরাজ/মাহমুদ/মাহ্ফুজ/রেজাউল/২০১৬/১৮৩২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৩০৮
ছয় মাসের মধ্যে ৫শ’র বেশি স্থানে ওয়াই-ফাই হটস্পট
ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল):
ওয়াই-ফাই হটস্পটের মাধ্যমে দেশজুড়ে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড একটি বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের আওতায় তারা আগামী ছয় মাসে ৫০০টি শীর্ষস্থানীয় রেস্তোরা, ক্যাফে ও রিটেইল আউটলেট, ১০০টি শিক্ষা প্রতিষ্ঠান, ১০টি পাবলিক প্লেস  (বিমানবন্দর ও রেল স্টেশন) এবং ৩৫০টি বাস, ট্যাক্সি ও ট্রেনে উচ্চগতির ওয়াইফাই সেবা প্রদান করবে। 
আজ ঢাকার স্থানীয় একটি হোটেলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে রবির সিইও সুপুন বীরসিংহে, চিফ করপোরেট অফিসার মতিউল ইসলাম নওশাদসহ রবির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
রবির যে সকল গ্রাহকরা কমপক্ষে ১ জিবি’র মোবাইল ইন্টারনেট প্যাক কিনেছেন তারা এই ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন। বাস, ট্যাক্সি ও ট্রেনে ওয়াই-ফাই ব্যবহার উপযোগী মোবাইল ফোন থাকলেই যে কেউ বিনামূল্যে এ ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। 
এ উপলক্ষে আয়োজিত এক বক্তৃতায় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ডিজিটাল বাংলাদেশের শতভাগ বাস্তবায়ন সম্ভব হবে ইন্টারনেট বিস্তারের মাধ্যমে। ইন্টারনেট বিস্তারে সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সরকার এ সেবা পৌঁছে দিতে চায়। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে ইন্টারনেট সেবাকে সাশ্রয়ী ও সহজলভ্য করা এবং জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া। 
প্রতিমন্ত্রী বলেন, ওয়াই-ফাই প্রযুক্তির মাধ্যমে জনগণের কাছে মানসম্মত ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার জন্য রবি যে উদ্যোগ গ্রহণ করেছে তা যথেষ্ট প্রসংশনীয়। জনগণ যেহেতু ক্রমশ ডিজিটাল জীবনধারায় অভ্যস্ত হয়ে উঠছে, তাই উচ্চগতির ইন্টারনেটের চাহিদা মেটাতে এ পদক্ষেপ সহায়ক ভূমিকা পালন করবে।  
#

এনায়েত/আফরাজ/মাহমুদ/মাহ্ফুজ/রেজাউল/২০১৬/১৮৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩০৭
 
শিশুশ্রম বন্ধে সরকারি-বেসরকারি সমন¦য় প্রয়োজন
                                     -- শ্রম প্রতিমন্ত্রী

ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল) :
    শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের সরিয়ে আনতে সরকার ২০১০ সালে জাতীয় শিশুশ্রম নিরসন নীতিমালা প্রণয়ন করেছে, আইএলও কনভেনশন ১৮২ সমর্থন করেছে, ৩৮টি কাজকে ঝুঁকিপূর্ণ কাজ হিসেবে ঘোষণা করেছে। তিনি বলেন, শুধু আইন বা শাস্তির ভয় দেখিয়ে শিশুশ্রম সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব নয়। শিশুশ্রম নিরসনে পরিবারিক সচেতনতার পাশাপাশি সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বয় করে পরিকল্পনামাফিক কাজ করলে এ খাত থেকে সতের লাখ শিশু শ্রমিকের মধ্যে বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত তাদের সরিয়ে আনা সম্ভব।
    আজ রাজধানীর ব্রাক সেন্টার মিলনায়তনে কয়েকটি বেসরকারি সংস্থা আয়োজিত ‘ঝুকিপূর্ণ শিশুশ্রম নিরসন: এসডিজি ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী একথা বলেন।
    প্রতিমন্ত্রী বলেন, গৃহকর্মে নিয়েজিত কর্মীদের ক্ষেত্রে কাজের শর্ত ও নিরাপত্তা, শোভন পরিবেশ, মজুরী ও কল্যাণ নিশ্চিত করা, নিয়োগকারী ও কর্মীদের মধ্যে সুসম্পর্ক সমুন্নত রাখা গুরুত্বপূর্ণ।
    আলোচনাসভায় স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক ড. তোফায়েল আহমেদ বলেন, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে ইতিবাচক অগ্রগতি দৃশ্যমান। সরকার ৩৮টি কাজকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে শিশুশ্রম নিরসনের কাজটি সহজ করেছে। প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক কর্মে নিয়োজিত শিশুদের আনন্দঘন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা গেলে শিশুশ্রমিকের হার কমিয়ে আনা সম্ভব হবে এবং ২০২৫ সালের মধ্যেই এ খাতে এসডিজি অর্জন সম্ভব হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
    আলোচনাসভায় শিশু অধিকার ফোরাম -বিএসএএফ এর চেয়ারপারসন মো. এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে নেদারল্যান্ডভিত্তিক সংস্থা ঞবৎৎব ফবং ঐড়সসবং -এর কান্ট্রি ডিরেক্টর মাহমুদুল কবির এবং বিএসএএফ’র পরিচালক আব্দুস শহিদ মাহামুদ বক্তৃতা করেন। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুজ্জামান ভূইয়া।
#

আকতারুল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩০৬
 
সংস্কৃতিকর্মীরা গণতন্ত্র ও প্রগতির ধারক
                               -- তথ্যমন্ত্রী

ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল) :
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সংস্কৃতির সবচেয়ে বড় শত্রু জঙ্গি-স্বৈরাচার-রাজাকারদের মোকাবিলা করতে সংস্কৃতিকর্মীদের সাথে রাজনৈতিককর্মীদের হাত ধরাধরি করে এগুতে হবে।
    নবগঠিত বাঙালি সাংস্কৃতিক জোটের আহ্বায়ক সাইফুল আজম বাশারের নেতৃত্বে প্রখ্যাত কণ্ঠশিল্পী আব্দুল জব্বার, চিত্রনায়ক ফারুক (আকবর হোসেন পাঠান), অভিনেত্রী দিলারা ইয়াসমিন, আব্দুল মতিন ভূঁইয়া, মিজানুর রহমান সজল, জাদুশিল্পী এ এইচ রানা, এস এম মহসীন, শিরিন আক্তার মঞ্জু, আইরিন পারভীনসহ ৪০ সদস্যের একটি দল আজ বাংলাদেশ সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে তিনি একথা বলেন।
    তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুকুমার রঞ্জন ঘোষ এসময় উপস্থিত ছিলেন।
    হাসানুল হক ইনু বলেন, সংস্কৃতিকর্মীরা বাঙালিত্ব, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও প্রগতির আদর্শের ধারক। কোন রক্তচক্ষুর সাথে তারা আপোশ করেন না। আর জঙ্গি, স্বৈরাচার ও রাজাকারেরা সংস্কৃতির সবচেয়ে বড় শত্রু। এদের মোকাবিলা করতে সংস্কৃতিকর্মীদের সাথে রাজনৈতিককর্মীদের হাত ধরাধরি করে এগুতে হবে।
    মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারের পৃষ্ঠপোষকতা সংস্কৃতিকর্মীদের মধ্যে নবউদ্দীপনা সৃষ্টি করেছে। উদ্ভাবনী শক্তিতে বলীয়ান সংস্কৃতিকর্মীরা দেশের আদর্শকে বুকে ধরে স্বপ্নের জাল বুনে চলেন। বাঙালি সাংস্কৃতিক জোট সকল শিল্পীদের মাথার ওপর একটি ছাতা হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
#

আকরাম/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৬০০ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৩০৫ 

প্রবাসী কর্মীদের সুরক্ষায় শ্রম উইংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ 
                                     -- প্রবাসী কল্যাণ মন্ত্রী

ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল):

     প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীর চাহিদা সৃষ্টি এবং প্রবাসী কর্মীদের সুরক্ষা ও অধিকার সংরক্ষণে শ্রম উইংসমূহে কর্মরত শ্রম কর্মকর্তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। 

মন্ত্রী আজ ঢাকায় ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে কাজের অভিজ্ঞতাসম্পন্ন সাবেক শ্রম কর্মকর্তাদের পরামর্শমূলক কর্মশালায় একথা বলেন। 

    মন্ত্রী বলেন, শ্রম উইংয়ের সাবেক কর্মকর্তাদের কাজের স্বীকৃতি এবং তাদের অভিজ্ঞতা আহরণের মাধ্যমে বর্তমানে কর্মরত শ্রম উইংয়ের কর্মকর্তাদের জন্য দিকনির্দেশনা প্রণয়ন করাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আজকের কর্মশালার মূল উদ্দেশ্য। 

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাসের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার এবং যুগ্ম সচিব (মিশন ও কল্যাণ) মোহাম্মদ আজাহারুল হক বক্তব্য রাখেন।

মন্ত্রণালয়ের অধীন বিদ্যমান শ্রম উইংয়ের পরিচিতি বিষয়ক উপস্থাপনা করেন উপপ্রধান (মিশন) বেগম রাহনুমা সালাম খান। ১৫ জন শ্রম উইংয়ের সাবেক কর্মকর্তা এ পরামর্শমূলক সভায় অংশগ্রহণ করেন এবং তাদের অভিজ্ঞতালব্ধ পরামর্শ প্রদান করেন। তারা বলেন, মালিক ও কর্মীদের মধ্যে চুক্তির বিষয়টি নিশ্চিত করতে হবে। ট্রেডভিত্তিক ডাটাবেজ তৈরি করতে হবে। তারা লেবার উইংয়ে পদায়নের ক্ষেত্রে কমিউনিকেশন স্কিল,  নলেজ এবং ব্যক্তিত্বসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ দেয়ার সুপারিশ করেন। যে দেশে পোস্টিং দেওয়া হবে সে দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং শ্রম বাজারের চাহিদা সম্পর্কে ধারণা নিতে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নিয়মিত লেবার উইং পরিদর্শন করারও পরামর্শ দেন তারা। 
#

জাহাঙ্গীর/আফরাজ/মাহ্ফুজ/রেজাউল/২০১৬/১৭৫৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৩০৪

হত্যা-সন্ত্রাসের বিচার ভিন্নমত দমন নয়, গণতন্ত্রের কলঙ্কমুক্তি
                                                      -- তথ্যমন্ত্রী

ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল) :
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, একাত্তরের গণহত্যা, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যা, একুশে আগস্টের গ্রেনেড হামলা ও আগুনসন্ত্রাসের বিচার কোনো প্রতিপক্ষকে ঘায়েল বা ভিন্নমত দমন নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে কলঙ্কমুক্ত করারই প্রক্রিয়া। মাঠের খুনির সাথে নির্দেশদাতা ও ষড়যন্ত্রকারীও অপরাধী এবং এরা কেউ বিচারের হাত থেকে রেহাই পাবে না।
    আজ রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি সংস্থা আয়োজিত ‘আন্তর্জাতিক অপরাধদমন আদালতে বসনীয় সার্ব যুদ্ধাপরাধী রাদোভান কারাদিচের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের শাস্তি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধদমন ট্রাইব্যুনালের জন্য তাৎপর্যবহ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
    মন্ত্রী বলেন, পঁচাত্তর পরবর্তীকালে জিয়াউর রহমান রাজনীতিতে অপরাধীদের জায়গা করে দেন। একাত্তরের যুদ্ধাপরাধীদের, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকারীদের দায়মুক্তি ও মহিমান্বিত করার মধ্য দিয়ে রাজনীতিতে দুর্বৃত্তায়ন করেন। বিএনপি নেত্রীও অপরাধীদের রক্ষার অপসংস্কৃতি অব্যাহত রাখেন এবং আগুনসন্ত্রাসে নেতৃত্ব দেন।
    কিন্তু গণতন্ত্রে অপরাধীদের জায়গা নেই উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, শেখ হাসিনার সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে কলঙ্কমুক্ত করার যে প্রক্রিয়া হাতে নিয়েছেন তা রাজনীতিতে দুর্বৃত্তায়নের অপসংস্কৃতি থেকে দেশকে মুক্তি দেবে। কারণ যতদিন অপরাধীদের দায়মুক্তির অপচর্চা থাকবে, ততদিন  অবিচার-সন্ত্রাস চলতে থাকবে।
    প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ও আয়োজক সংস্থার চেয়ারম্যান ওয়ালি-উর-রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের  সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (বাংলাদেশ) এর প্রধান তদন্ত সমন্বয়ক আব্দুর হান্নান খান, প্রসিকিউটর জেয়াদ আল মালুম, রানা দাশগুপ্ত, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী সিকদার ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী।
    আলোচকবৃন্দ আন্তর্জাতিক অপরাধদমন আদালতে বসনীয় সার্ব যুদ্ধাপরাধী রাদোভান কারাদিচের গণহত্যার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও ৪০ বছরের কারাদন্ডকে যুদ্ধাপরাধের বিচারের সাম্প্রতিক উদাহরণ হিসেবে বর্ণনা করে বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের সাথে এর সাযুজ্য তুলে ধরেন।

#

আকরাম/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৩০৩ 

বর্ণিল আয়োজনে দক্ষিণ কোরিয়ায় বাংলা নববর্ষ উদ্যাপন

সিউল, দক্ষিণ কোরিয়া, ১৯ এপ্রিল :   

    বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এবং স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সক্রিয় অংশগ্রহণে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে বর্ণাঢ্যভাবে বাংলা নববর্ষ ১৪২৩ উদ্যাপিত হয়েছে। ১৭ এপ্রিল রোববার বর্ণিল আয়োজনের মাধ্যমে দিবসটি উদ্যাপন করা হয় এবং এতে ছাত্র-ছাত্রী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ কমিউনিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।
    এই আয়োজনের প্রধান আকর্ষণ ছিল বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি বা শোভাযাত্রা। নানা রং-এর বৈশাখি পোশাক, ব্যানার, ফেস্টুনে সুসজ্জিত ও দেশীয় বাদ্যযন্ত্র সহকারে আয়োজিত র‌্যালিটি দূতাবাস থেকে যাত্রা শুরু করে সিউলের ব্যস্ততম স্থান ইতেউনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। স্থানীয় কোরিয়ানদের পাশাপাশি রাস্তায় ভ্রমণরত অন্যান্য বিদেশি নাগরিকরাও র‌্যালিটি উপভোগ করেন, নববর্ষের শুভেচ্ছা জানান এবং আনন্দ প্রকাশ করেন। র‌্যালিতে কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশের নাগরিকরা তাদের পরিবার-পরিজন নিয়ে রং-বেরং এর পোশাকে সজ্জিত হয়ে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। কোরিয়ায় প্রথম এ ধরনের উদ্যোগে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ সফলভাবে র‌্যালি আয়োজনে সর্বাত্মক সহায়তা প্রদান করেছে। বাংলাদেশকে এমন বর্ণিলভাবে কোরিয়ায় উপস্থাপনের এ প্রয়াসকে কোরিয়রা স্বাগত জানিয়েছে।
    র‌্যালি শেষে দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে হাজার বছরের বাঙালি জাতিসত্তার অন্যতম স্তম্ভ বাংলা নববর্ষ উদ্যাপনের তাৎপর্য তুলে ধরেন। 
    দূতাবাসের হলরুম ভর্তি দুই শতাধিক অতিথিদের উদ্দেশ্যে দূতাবাস পরিবার এবং স্থানীয় অন্যান্য শিল্পীরা বাংলা কবিতা, লোক নৃত্য এবং বিশেষ করে বাংলা গানের অফুরন্ত ভা-ার থেকে বিভিন্ন গান পরিবেশন করেন।  
#

সাইফুল্লাহ/মোবাস্বেরা/খাদীজা/আলী/আসমা/২০১৬/১৬১৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৩০১
শিক্ষাক্ষেত্রে অবদানের স্বী

Todays handout (14).doc Todays handout (14).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon