Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ নভেম্বর ২০১৮

তথ্যবিবরণী 30/11/2018

Handout                                                                                                          Number : 3203

 

Bangladesh High Commission in London, UK

Saida Muna Tasneem joins as new High Commissioner

 

London (UK), November 30 :

 

            Saida Muna Tasneem today joined the Bangladesh High Commission in London as the new High Commissioner of Bangladesh to the United Kingdom. She succeeds Md. Nazmul Quaunine as the first woman diplomat to assume responsibility of this important post in the UK.

 

            Ms Tasneem arrived in London on Monday to take on her new assignment. Upon arrival, she was greeted at the Heathrow Airport by a senior representative of the Foreign and Commonwealth Office of the Government of the United Kingdom; and by Acting High Commissioner Muhammad Zulqar Nain, the officers and senior staff members of  Bangladesh High Commission in London and the Assistant High Commissions in Manchester and Birmingham.

 

            Prior to this appointment, she was the Ambassador of Bangladesh to the Kingdom of Thailand.

 

            A career diplomat, Ms Tasneem belongs to the 11th batch of the Bangladesh Civil Service (BCS) and joined the Ministry of Foreign Affairs in 1993. Throughout her distinguished career, she served in the Bangladesh Permanent Mission to the United Nations in New York and the Bangladesh High Commission in London in various capacities.

 

            She was also the Director General for the UN and the External Publicity wings of the Ministry of Foreign Affairs.

 

            Ms Tasneem obtained her Bachelor of Science (Engineering) degree from the Bangladesh University of Engineering and Technology (BUET), Dhaka in 1988 and achieved a Post Graduation Degree in Public Policy and Management from the School of Oriental and African Studies, University of London.

 

#

 

Ashequn/Mahmud/Parvez/Salim/2018/2030 Hrs

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩২০২

জাতীয় বিশ্ববিদ্যালয়
২য় বর্ষ অনার্স পরীক্ষা আগামীকাল শুরু

ঢাকা, ১৬ অগ্রহায়ণ (৩০ নভেম্বর) :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের ২য় বর্ষ অনার্র্র্স নিয়মিত ও অনিয়মিত পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। সারাদেশে ৭৬৪টি কলেজের ২৭৫টি কেন্দ্রে সর্বমোট ৪ লাখ ৩১ হাজার ৬১৭ জন পরীক্ষার্থী ৩১টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষা প্রতিদিন দুপুর ১টা থেকে শুরু হবে।  

পরীক্ষা অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করেছে। 

#

ফয়জুল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/১৭৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩২০১ 
বিশ্ব এইডস দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী 
ঢাকা, ১৬ অগ্রহায়ণ (৩০ নভেম্বর) :   
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস - ২০১৮ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন : 
“বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব এইডস দিবস - ২০১৮’ উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘এইচআইভি পরীক্ষা করুন; নিজেকে জানুন (কহড়ি ণড়ঁৎ ঝঃধঃঁং)’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি। এ দিবস উদ্যাপন উপলক্ষে আমি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
বাংলাদেশ সহ¯্রাব্দ লক্ষ্যমাত্রার (এমডিজি) অনেকগুলো সূচক অর্জন করতে সক্ষম হয়েছে যার মধ্যে অন্যতম এইচআইভি সংশ্লিষ্ট লক্ষ্য-৬। বাংলাদেশ সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) এইচআইভি/এইডস বিষয়ক লক্ষ্য অর্থাৎ ২০৩০ সালের মধ্যে দেশে এইডস রোগ নির্মূল করার জন্য জাতিসংঘের নিকট প্রতিশ্রুতিবদ্ধ। দ্য গ্লোবাল ফান্ডের ৫ম রিপ্লেনিশমেন্ট কনফারেন্স - ২০১৫ তে আমরা এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। সর্বোপরি আমরা বাংলাদেশের আপামার জনসাধারণের সর্বজনীন স্বাস্থ্য নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। এই প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সহযোগীসহ সকলকে একযোগে কাজ করতে হবে। 
এইচআইভি প্রতিরোধের সকল কার্যক্রম সফল করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি, নিয়ন্ত্রিত জীবনব্যবস্থা, মাদক বর্জন, নৈতিকতার উন্নয়ন, ধর্মীয় অনুশাসন এবং আক্রান্তদের প্রতি বৈষম্যহীনতা সুনিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি আমাদের চলমান কার্যক্রমসমূহ গুণগত মানোন্নয়নের মাধ্যমে অব্যাহত রাখতে হবে। 
সকলের সম্মিলিত প্রচেষ্টায়, স্বাস্থ্যখাতে রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে আমি ‘বিশ্ব এইডস দিবস - ২০১৮’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি। 
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরুল/রিফাত/পারভেজ/মোশারফ/আব্বাস/২০১৮/১২২৮ ঘণ্টা  
 
 
 
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৩২০০ 
 
বিশ্ব এইডস দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
 
ঢাকা, ১৬ অগ্রহায়ণ (৩০ নভেম্বর) :
 
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস - ২০১৮ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন:
 
“বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব এইডস দিবস - ২০১৮’ উদযাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।
 
এইডস একটি মরণব্যাধি। বাংলাদেশে অদ্যাবধি সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণ হার তুলনামূলক কম হলেও ভৌগোলিক অবস্থান, অসচেতনতা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অনিয়ন্ত্রিত আচরণ ও ভ্রান্ত ধারণার জন্য এইডসের ঝুঁকি এখনো বিদ্যমান। তাই প্রতিকারের পাশাপাশি এইডস প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, কুসংস্কার দূরীকরণ ও মানুষের আচরণ পরিবর্তনে কার্যকর পদক্ষেপ গ্রহণ আবশ্যক। এইডস নিয়ে মানুষের মাঝে এক ধরনের ভীতি ও লোকলজ্জা কাজ করে, যে কারণে এখনও বহুমানুষ তাদের নিজেদের অবস্থা তথা এইচআইভি সংক্রমণের তথ্য জানায় না। বাংলাদেশেও সম্ভাব্য এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যককে এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। এ বছর বিশ্ব এইডস দিবসের প্রতিপাদ্য ‘এইচআইভি পরীক্ষা করুন; নিজেকে জানুন (কহড়ি ণড়ঁৎ ঝঃধঃঁং)’ এ প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও প্রাসঙ্গিক হয়েছে বলে আমি মনে করি।
 
বর্তমানে এইডসের উন্নত চিকিৎসার ব্যবস্থা থাকলেও মরণঘাতি এ রোগের কোনো প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি। এইডসের প্রচলিত চিকিৎসা পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল এবং আমৃত্যু এ চিকিৎসা চালিয়ে যেতে হয়। তাই এইডস রোগে আক্রান্ত ব্যক্তির সহজলভ্য এবং মানসম্পন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া প্রয়োজন। সরকার স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে ২০১২ সাল থেকে এইডস আক্রান্তদের বিনামূল্যে ঔষধ ও সামাজিক স্বাস্থ্যসেবা প্রদান করছে। বর্তমান এই কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী ২৩টি জেলায় এইচআইভি পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। আমি এইডস প্রতিরোধ ও নির্মূলে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংস্থা ও উন্নয়ন সহযোগী সংস্থাসমূহকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। 
 
আমি ‘বিশ্ব এইডস দিবস - ২০১৮’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করছি।
 
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
 
#
হাসান/রিফাত/পারভেজ/মোশারফ/আব্বাস/২০১৮/১২২৮ ঘণ্টা 
 
 
 
Todays handout (6).docx Todays handout (6).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon