Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী 03/11/2016

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩৯৯

২০২১ সালে চামড়াখাতে রপ্তাানি হবে ৫ বিলিয়ন মার্কিন ডলার 
                                                     -- বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ১৯ কার্তিক (৩ নভেম্বর):

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০২১ সালে চামড়া ও চামড়াজাত শিল্প থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লড়্গ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লড়্গ্যমাত্রা অর্জনে সরকার প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলড়্গে ২০২১ সালে ৬০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লড়্গ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুধু তৈরিপোশাক শিল্পখাত থেকে ৫০ বিলিয়ন মার্কিন রপ্তানি আয় হবে, বাকিটা আসবে অন্যান্য পণ্য রপ্তানি থেকে। 

    বাণিজ্যমন্ত্রী গতকাল ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) তিনদিন ব্যাপী ‘লেদারটেক বাংলাদেশ ২০১৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    তোফায়েল আহমেদ বলেন, চামড়া আমাদের গুরম্নত্বপূর্ণ রপ্তানি পণ্য। সরকারের গৃহীত পদড়্গেপের কারণে আগামীতে চামড়া রপ্তানি অনেক বৃদ্ধি পাবে। সরকার তথ্যপ্রযুক্তি, ঔষধ, ফার্নিচার, জাহাজ নির্মাণ, কৃষিজাত পণ্য রপ্তানির ওপর বিশেষ গুরম্নত্ব দিচ্ছে। দেশের রপ্তানি আয় বৃদ্ধির জন্য সরকার বাসত্মবসম্মত সবধরনের সহযোগিতা প্রদান করবে। চামড়া শিল্পকে গুরম্নত্ব দিয়ে পরিকল্পিতভাবে আনত্মর্জাতিক মানের চামড়াজাত রপ্তানি পণ্য উৎপাদনের জন্য সাভারে চামড়া শিল্পনগরী গড়ে তোলা হয়েছে এবং সেখানে ব্যবসায়ীদের বিশেষ সুবিধা প্রদান করা হচ্ছে।

    অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুলস্নাহ আল মামুন বলেন, চামড়া শিল্প উদীয়মান একটি খাত। এটি ভবিষ্যতে আরো বিকশিত হবে। কারণ আমাদের সে ধরনের সড়্গমতা আছে। চামড়া শিল্পে নির্ধারিত কর কাঠামোয় কোনো ধরনের অসামঞ্জস্য থাকলে তা বাসত্মবভিত্তিক করা হবে। 

#

বকসী/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৩৯৮
এলজিআরডি মন্ত্রীর সাথে স্পেনের রাষ্ট্রদূতের বৈঠক
ঢাকা, ১৯ কার্তিক (৩ নভেম্বর) :

বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত ঊফঁধৎফড় ফব খধরমষবংরধ জড়ংধষ আজ স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাথে তাঁর মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে ঢাকা ওয়াসা কর্তৃক স্পেন ও বাংলাদেশ জয়েন্ট ভ্যান্সারে পানি শোধনাগার প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ, স্যানিটেশন ব্যবস্থা, পানীয় জল সরবরাহ, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা এবং পল্লি উন্নয়নে গৃহীত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত স্যানিটেশনে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি এবং যোগাযোগসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও স্পেনের মধ্যে পারস্পরিক সাহায্য-সহযোগিতা ভবিষ্যতে আরো জোরদারকরণে ঐকমত্য পোষণ করা হয়।

#
শহিদুল/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৬/১৮২৩ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৩৩৯৭

 

সমন্বিত কর্মসূচি গ্রহণের জন্য এশিয়ার দেশগুলোর প্রতি বাংলাদেশের আহ্বান

 

নয়াদিলিস্ন (ভারত), ৩ নভেম্বর :

 

          ভারত সফররত দুর্যোগ ব্যবস'াপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম দুর্যোগ ঝুঁকি ও জলবায়ু পরিবর্তন সহনশীল সমন্বিত কর্মসূচি গ্রহণের জন্য এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

 

          মন্ত্রী আজ ভারতের নয়াদিলিস্নতে দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে এশিয়ার দেশসমূহের মন্ত্রী পর্যায়ের তিন দিনব্যাপী কনফারেন্সে বাংলাদেশের কান্ট্রি পেপার উপস'াপনকালে এ আহ্বান জানান। এশিয়া মহাদেশের দেশসমূহের দুর্যোগ ব্যবস'াপনা সংক্রানত্ম মন্ত্রণালয়ের মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা, এনজিও, আইএনজিও’র প্রতিনিধিরা কনফারেন্সে অংশগ্রহণ করেন।

 

          ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কনফারেন্সের উদ্বোধন করেন। ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজু কনফারেন্সে সভাপতিত্ব করেন। ১৬টি দেশের প্রতিনিধিরা এ কনফারেন্সে অংশগ্রহণ করেন। 

 

          দুর্যোগ ব্যবস'াপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, দুর্যোগ ঝুঁকি ব্যবস'াপনা এবং দুর্যোগ সহনশীলতাকে সুসংহত করতে প্রত্যেক দেশকে এখাতে বিনিয়োগ বাড়াতে হবে। বিশেষত সকল উন্নয়ন অংশীদার, আঞ্চলিক ও আনত্মর্জাতিক সংস'াগুলোকে তাদের প্রতিশ্রম্নতি ও সহায়তা আরো জোরদার করতে হবে।

 

          এশিয়ার দেশসমূহকে অধিকতর দুর্যোগপ্রবণ উলেস্নখ করে তিনি বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস'াপনায় তথ্য আদান-প্রদান প্রক্রিয়া এবং প্রযুক্তিগত সহায়তা জোরদার করতে হবে।

 

          বাংলাদেশের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ বিভিন্ন খাতভিত্তিক উন্নয়ন পরিকল্পনা ও কর্মসূচিতে অগ্রাধিকার ভিত্তিতে দুর্যোগ ঝুঁকি ব্যবস'াপনাকে অনত্মর্ভুক্ত করছে। বিশেষত গ্রামীণ পর্যায়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস, দারিদ্র্য নিরসন ও সামাজিক নিরাপত্তাকে বিশেষ গুরম্নত্ব দিচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন সহায়তা তহবিল গঠন করে জলবায়ু সহনশীল প্রকল্প বাসত্মবায়ন করছে। উত্তরাঞ্চলের নিত্য বছরের বন্যাকে সহনশীল করতে ঘরবাড়ি উঁচু করার পদড়্গেপ নিয়েছে।

 

          প্রতিবন্ধকতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস'াপনা বিষয়ে ঢাকা ডিক্লারেশনে গৃহীত ৮টি কর্মপরিকল্পনাকে অনুসরণীয় দলিল হিসেবে গ্রহণ ও বাসত্মবায়নের জন্য তিনি এশিয়ার দেশসমূহের প্রতি আহ্বান জানান।

#

 

দেওয়ান/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৭২০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৩৩৯৬

 

বান্দরবানে খাদ্য নিরাপত্তা ও পুষ্টিমান উন্নয়নে স্যাপলিং প্রকল্পের উদ্বোধন

 

বান্দরবান, ১৯ কার্তিক (৩ নভেম্বর):

 

          যুক্তরাষ্ট্রের আনত্মর্জাতিক উন্নয়ন সহযোগী সংস'া (ইউএসএআইডি) এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অংশীদারিত্বের ভিত্তিতে বান্দরবানের দুর্গম ৫টি উপজেলার প্রত্যনত্ম অঞ্চলে বসবাসরত মানুষের খাদ্য নিরাপত্তা ও পুষ্টিমান উন্নয়নে ঝঁংঃধরহধনষব অমৎরপঁষঃঁৎব ধহফ চৎড়ফঁপঃরড়হ ষরহশবফ ঃড় রসঢ়ৎড়াব ঘঁঃৎরঃরড়হ ঝঃধঃঁং, ৎবংরষবহপব ধহফ এবহফবৎ ঊয়ঁরঃু (ঝঅচখওঘএ) নামে নতুন একটি প্রকল্পের উদ্বোধন করা হয়।

 

          আজ বান্দরবান ড়্গুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট হলরম্নমে ৫ বছর মেয়াদি এই প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং।

 

          হেলেন কিলার ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর মেরিডিথ জ্যাকশনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর  ত্রিপুরা, ইউএসএআইডি’র মিশন ডিরেক্টর ইয়ানিনা জারম্নজেলেস্কি, জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা এবং ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হারম্নন অর রশিদ বক্তব্য রাখেন।

 

          অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার পার্বত্যবাসীর সার্বিক কল্যাণে স্বল্প, মধ্য এবং দীর্ঘ মেয়াদি বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাসত্মবায়ন করছে। সরকারের পাশাপাশি জাতীয় ও আনত্মর্জাতিক বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস'াও বিভিন্ন প্রকার উন্নয়ন প্রকল্প বাসত্মবায়ন করছে। প্রতিমন্ত্রী পার্বত্যবাসীর পুষ্টিমান উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা বিষয়ক গৃহীত এ প্রকল্পের সঠিক বাসত্মবায়নের ওপর গুরম্নত্বারোপ করেন।

 

          উলেস্নখ্য, পাহাড়ি জাতিসত্তার পাশাপাশি বসবাসরত বাঙালি সম্প্রদায়ও সমতার ভিত্তিতে এই প্রকল্পের সুবিধাভোগী হবেন। ৫ বছরের জন্য পাইলট প্রকল্প হিসেবে বান্দরবানের রম্নমা, থানছি, রোয়াংছড়ি, লামা এবং সদর উপজেলায় বসবাসরত জনগোষ্ঠীর প্রায় ৮০ ভাগ মানুষের কাছে সরাসরি বিভিন্ন সেবাসহ স্যাপলিং প্রকল্পটি খাদ্য নিরাপত্তা, পুষ্টিমান উন্নয়ন, স্বাস'্যসেবা ও মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।

 

#

 

জুলফিকার/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৭০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৩৯৫
বাণিজ্য চুক্তিতে শ্রমিক স্বার্থও রক্ষা করতে হবে
                       ---শ্রম প্রতিমন্ত্রী
ঢাকা, ১৯ কার্তিক (৩ নভেম্বর) :

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডাব্লুটিও) এর উদ্যোগে করা বাণিজ্য চুক্তিগুলোতে শ্রম ইস্যুগুলো এমনভাবে আসা উচিত যাতে ব্যবসায়িক স্বার্থে ব্যবহৃত না হয়। শ্রমিকের স্বার্থও যেন রক্ষা হয়।
তিনি গত ২ নভেম্বর জেনেভায় চলমান আন্তর্জাতিক সংস্থা (আইএলও) এর গভর্নিং বডির ৩২৮ তম সেশনে বক্তৃতায় এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ১৯৯৮ সালের ঘোষণার বিধিমালাগুলোকে মাথায় রেখে শ্রমিকের স্বার্থের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে বাণিজ্য চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। নতুবা এটি ভিন্ন স্বার্থে ব্যবহৃত হবে। তিনি বলেন, বিভিন্ন দেশের জন্য তুলনামূলক যেসব সুযোগ-সুবিধা রয়েছে সেগুলোতে কোন প্রশ্নের সুযোগ রাখা যাবে না।
শ্রম প্রতিমন্ত্রী আইএলও-এর গভর্নিং বডির শ্রম সম্পর্কিত চলমান সভায় ৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলটি গত ১ নভেম্বর জেনেভায় পৌঁছেন। আগামী ৮ নভেম্বর তারা দেশে ফিরবেন।
#
আকতার/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৬/১৭২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ৩৩৯৪ 

বাংলাদেশ গ্রিন ইকোনোমি গড়ে তুলতে থ্রিআর কৌশল প্রণয়ন করেছে 
 -- শিল্পমন্ত্রী
ঢাকা, ১৯ কার্তিক (৩ নভেম্বর) :  
    সবুজ অর্থনীতি বা গ্রিন ইকোনোমি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ইতোমধ্যে জাতীয় থ্রিআর কৌশল প্রণয়ন করেছে বলে উল্লেখ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, বাংলাদেশ গৃহীত থ্রিআর কৌশলে উৎপাদনমুখী কর্মকা-ে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের দক্ষতা বৃদ্ধি (জবংড়ঁৎপব বভভরপরবহপু) ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার (ডধংঃব সধহধমবসবহঃ) ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে পরিবেশ সংরক্ষণের অন্যতম মৌলিক ধারণা থ্রিআর (৩জ) কৌশল বাস্তবায়নের মাধ্যমে সবুজ পণ্য উৎপাদন (এৎববহ চৎড়ফঁপঃ) ও সবুজ ব্যবসার (এৎববহ ইঁংরহবংং) ধারা জোরদার  করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।
    অস্ট্রেলিয়া সফররত শিল্পমন্ত্রী আজ ‘সম্পদের দক্ষতা অর্জনের লক্ষ্যে পরিবেশবান্ধব বা সবুজ ক্ষুদ্র ও মাঝারি শিল্পায়ন (এৎববহরহম ঝগঊং ঃড়ধিৎফং জবংড়ঁৎপব ঊভভরপরবহপু)’ শীর্ষক প্লেনারি সেশনে সভাপতিত্বকালে একথা বলেন। সপ্তম এশিয়া ও প্রশান্ত মগহাসাগরীয় আঞ্চলিক থ্রিআর ফোরাম (৭ঃয জবমরড়হধষ ৩জ ঋড়ৎঁস রহ অংরধ ধহফ ঃযব চধপরভরপ) উপলক্ষে দক্ষিণ অস্ট্রেলিয়ার এডেলেইড কনভেনশন সেন্টারে এ অধিবেশনের আয়োজন করা হয়। 
    শিল্পমন্ত্রী বলেন, কল-কারখানা থেকে বের হওয়া বর্জ্যকে কোনোভাবেই অপ্রয়োজনীয় ও মূল্যহীন বলে ফেলে দেয়া সমীচীন নয়। উন্নত প্রযুক্তির অভাবে এতদিন এসব শিল্পবর্জ্য পরিবেশ দূষণ করলেও উন্নত দেশগুলোতে থ্রিআর কৌশল ব্যবহার করে এগুলোকে সম্পদে পরিণত করা হচ্ছে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতেও বর্জ্যকে সম্পদে পরিণত করতে কাঁচামালের অপচয় হ্রাস বর্জ্য পুনর্ব্যবহার এবং পুনর্ব্যবহারের জন্য প্রক্রিয়াকরণের কৌশল কাজে লাগাতে হবে। শিল্প কারখানায় পরিবেশ ব্যবস্থাপনা পদ্ধতি চালুর মাধ্যমে বাংলাদেশ ইতোমধ্যে অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিকভাবে সুফল পেয়েছে বলে তিনি তুলে ধরেন।
    ইউরোপিয়ান ইউনিয়নের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, এসএমই খাতে সম্পদের সুষ্ঠু ব্যবহার ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ইউরোপের শিল্প কারখানায় বছরে ৬৩০ বিলিয়ন ইউরো সাশ্রয় হচ্ছে। এসব শিল্প কারখানায় প্রক্রিয়াজাত কাঁচামাল পুনর্ব্যবহারের ফলে রিসাইকেবল কাঁচামালের চাহিদা বাড়ছে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও একই ধরনের প্রযুক্তি প্রয়োগ করে ব্যবহৃত কাঁচামালের পুনর্ব্যবহার করা যেতে পারে। এর মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি শিল্পখাতে উৎপাদন খরচ কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
    অধিবেশনে পৃথকভাবে দু‘টি মূল প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে কমনওয়েল্থ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্স অর্গানাইজেশন (ঈঝওজঙ) এর পরিচালক ঝধৎধয শরহম এবং ভারতের ন্যাশনাল প্রোডাকটিভিটি কাউন্সিলের পরিচালক ক উ ইযধৎফধিল। এতে ভিয়েতনাম, কোরিয়া, পাকিস্তান, ফিলিপাইন এবং জাপানের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।
#
জলিল/অনসূয়া/দীপংকর/সাহেলা/গিয়াস/শামীম/২০১৬/১৬১৫ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩৯৩

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার সময়সূচি
ঢাকা, ১৯ কার্তিক (৩ নভেম্বর):

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৬ এর সময়সূচি প্রকাশ করেছে। 
    সময়সূচি অনুযায়ী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০ নভেম্বর রোববার ইংরেজি, ২১ নভেম্বর সোমবার বাংলা ও ২২ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও বিজ্ঞান এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা ২০ নভেম্বর রোববার ইংরেজি, ২১ নভেম্বর সোমবার বাংলা ও ২২ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
      এছাড়া, ২৩ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৪ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৭ নভেম্বরে গণিত বিষয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। 
    অপরপক্ষে, ২৩ নভেম্বর আরবি, ২৪ নভেম্বর কোরান মাজিদ ও তাজবীদ এবং আকাইদ ও ফিকহ্ এবং ২৭ নভেম্বর রোববার গণিত বিষয়ে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। 
    উল্লেখ্য, বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় অতিরিক্ত ২০(বিশ) মিনিট বরাদ্দ থাকবে। 
#

শামস্/অনসূয়া/নুসরাত/রেজ্জাকুল/তানিয়া/২০১৬/১৬১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৩৯২ 

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 

ঢাকা, ১৯ কার্তিক (৩ নভেম্বর) :
জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২১তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।  
কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আনিসুল হক, মুহাম্মদ ফারুক খান, মো. মাহ্বুবুর রহমান, ডা: দীপু মনি, মো. ইলিয়াস উদ্দিন, মাহমুদ উস সামাদ চৌধুরী এবং হোসনে আরা বেগম অংশগ্রহণ করেন। 
বৈঠকে স্থায়ী কমিটিতে প্রেরিত ‘বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল, ২০১৬’ এবং ‘ক্যাডেট কলেজ বিল, ২০১৬’-এ দুটো বিল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটি ‘বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল, ২০১৬’ পুঙ্খানুপুংখোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে এবং প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনসহ সংসদে উপস্থাপনের জন্য রিপোর্ট চূড়ান্ত করে।    
বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল, সেনা, বিমান, নৌবাহিনী ও বিএনসিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
#
হালিম/অনসূয়া/সাহেলা/গিয়াস/আসমা/২০১৬/১৫০০ ঘণ্টা 

Todays handout (4).docx Todays handout (4).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon