Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd মার্চ ২০২২

তথ্যবিবরণী ২৩ মার্চ ২০২২

তথ্যবিবরণী                                                                                                        নম্বর :  ১২২৮

 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেদেশের মাটিতেই প্রথমবারের মতো 

সিরিজ জয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন অর্থমন্ত্রী এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী

 

ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :

 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেদেশের মাটিতেই প্রথমবারের মতো ঐতিহাসিক সিরিজ জয়ী বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন  জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

 

পৃথক অভিনন্দন বার্তায় আজ তাঁরা বাংলাদেশ  ক্রিকেট দলের  ঐতিহাসিক এ সিরিজ  জয়ে বাংলাদেশ  ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার মাটিতেই  বাংলাদেশ দল ইতিহাস গড়ে সিরিজ জয় করায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতা, আন্তরিক পৃষ্ঠপোষকতা ও সুনিপুণ দিকনির্দেশনা  বাংলাদেশ ক্রমশ বিশ্ব ক্রিকেটে পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। আমরা প্রধানমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

 

#

 

ফয়সল/তৌহিদুল/নাইচ/সঞ্জীব/সেলিম/২০২২/২২৪০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর :  ১২২৭

 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেদেশের মাটিতেই প্রথমবারের মতো 

সিরিজ জয়ী বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

 

ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :

 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেদেশের মাটিতেই প্রথমবারের মতো  ঐতিহাসিক সিরিজ জয়ী বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন  জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

 

বাংলাদেশ  ক্রিকেট দলের  ঐতিহাসিক এ সিরিজ  জয়ে বাংলাদেশ  ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার মাটিতেই  বাংলাদেশ দল ইতিহাস গড়ে সিরিজ জয় করায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা, আন্তরিক পৃষ্ঠপোষকতা ও সুনিপুণ দিকনির্দেশনা  বাংলাদেশ ক্রমশ বিশ্ব ক্রিকেটে পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। আমি প্রধানমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

 

প্রতিমন্ত্রী তাসকিন আহমেদ এবং তামিম ইকবাল ভূয়সী প্রশংসা করে বলেন, অসাধারণ বোলিং নৈপুণ্যে প্রদর্শনের মাধ্যমে ৫ উইকেট শিকার করে দক্ষিণ আফ্রিকার ব্যাটি লাইনআপে ধস নামিয়ে দিয়েছে। এছাড়াও অধিনায়ক তামিম ইকবালের সফল নেতৃত্ব ও দৃঢ়চেতা ব্যাটিং ঐতিহাসিক এ বিজয় অর্জন করতে অনবদ্য ভূমিকা রেখেছে।  আমি তাদেরকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি।

 

#

 

আরিফ/নাইচ/সঞ্জীব/সেলিম/২০২২/২২৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর :  ১২২৬

 

আবৃত্তি সংগঠন ‘কাব্যকলা’ পরিশীলিত মানুষ গঠনে কাজ করে যাচ্ছে

                                                            -- সংস্কৃতি প্রতিমন্ত্রী

 

ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :

 

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, আবৃত্তি সংগঠন 'কাব্যকলা' সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে শুদ্ধ ও পরিশীলিত মানুষ গঠনে কাজ করে যাচ্ছে। তরুণ প্রজন্মের কবি মুনা চৌধুরী প্রতিষ্ঠিত এ সংগঠনের রয়েছে এক ঝাঁক আবৃত্তি শিল্পী। দেশজ সংস্কৃতির বিকাশ ও তা বিশ্বদরবারে ছড়িয়ে দেয়া এ সংগঠনের মূল লক্ষ্য।

 

প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে কবি মুনা চৌধুরীর ষষ্ঠ কাব্যগ্রন্থ 'প্রেম তুই' বইয়ের মোড়ক উন্মোচন এবং 'কাব্যকলা' আবৃত্তি সংগঠনের পরিবেশনায় 'কাব্যকলা উৎসব ২০২২' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

প্রধান অতিথি বলেন, মুনা চৌধুরী একাধারে কবি, আবৃত্তিশিল্পী, সংগঠক ও সমাজকর্মী। তিনি শিল্প-সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন মাধ্যমে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, মুনা চৌধুরীর কবিতা পাঠ করলেই বোঝা যায়- তিনি কবিতাকে কখনোই জটিলতার বন্ধনে আবদ্ধ করতে চাননি। তার কবিতার আরেকটি বিষয় হলো নিসর্গ। এই নিসর্গের মধ্যে থেকে তিনি নিজেই কবিতাকে ভাঙচুরের চেষ্টা করেছেন। নিসর্গ ও প্রেম নিয়ে কবি বেঁচে থাকুক যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। প্রতিমন্ত্রী এসময় কবি মুনা চৌধুরীর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

 

কবি মারুফুল ইসলামের সভাপতিত্বে উৎসব উদ্বোধন করেন দেশবরেণ্য আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন মঞ্চসারথি আতাউর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা ও বিশিষ্ট আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়।

 

সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আশরাফুল আলম, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম, আবৃত্তিশিল্পী শিমুল মুস্তফা প্রমুখ।

 

#

 

ফয়সল/নাইচ/সঞ্জীব/সেলিম/২০২২/২১৪০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর :  ১২২৫

 

শতভাগ বিদ্যুতায়নের মাইলফলক অর্জনের জন্য বিদ্যুৎ বিভাগকে

‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ প্রদানের সিদ্ধান্ত সরকারের

 

ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :

 

সরকার শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান এবং মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন সফলভাবে সম্পন্ন করায় বিদ্যুৎ বিভাগকে স্বাধীনতা পুরস্কার ২০২২ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

 

এ প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আধুনিক বাংলার রূপকার, আলোকিত বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় শতভাগ বিদ্যুতায়নের এই সাফল্য অর্জিত হয়েছে। তাঁর জন্যই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নত সমৃদ্ধ দেশের পথে। জাতির পিতার জন্মশতবর্ষ এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেই দুর্গম পাহাড় থেকে বিচ্ছিন্ন চরাঞ্চল সব জায়গাতে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। শতভাগ বিদ্যুতায়নের এ অনন্য মাইলফলক অর্জনের জন্য বিদ্যুৎ বিভাগ ২০২২ সালের স্বাধীনতা পুরস্কার অর্জন করলো। এজন্য কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।  ধন্যবাদ জানাই বিদ্যুৎ বিভাগ ও এর আওতাধীন দপ্তর-সংস্থার প্রত্যেকটা সহকর্মীকে যারা এই অসাধ্যকে বাস্তবে রূপ দিয়েছেন।

 

#

 

আসলাম/নাইচ/সঞ্জীব/সেলিম/২০২২/২২০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর :   ১১২৪

 

বিদেশি বিনিয়োগে দক্ষিণ এশিয়ায় উৎকৃষ্ট স্থান বাংলাদেশ

                                        -- স্থানীয় সরকার মন্ত্রী

            

দুবাই, ২৩ মার্চ :

 

বিনিয়োগের জন্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সর্বোত্তম জায়গা এবং অফুরন্ত সম্ভাবনা থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। স্বাধীনতার মাত্র পঞ্চাশ বছরে বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের সময়কালে দেশে যে অভূতপূর্ব উন্নয়ন অর্জিত হয়েছে তা বিশ্বের বিস্ময় বলেও জানান মন্ত্রী।

 

আজ সংযুক্ত আরব আমিরাতে ‘দুবাই এক্সপো-২০২০ এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন এবং স্থানীয় সরকার বিভাগ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। গ্রাম-গঞ্জে তথ্য-প্রযুক্তি ও ইন্টারনেট, পানিসহ জরুরি সেবা পৌঁছে দেওয়া হয়েছে। একশো’টি অর্থনৈতিক জোন গড়ে তোলা হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা এসব অঞ্চলে বিনিয়োগের মাধ্যমে খুব সহজেই লাভবান হতে পারেন। বিদেশিদের জন্য ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তিনি।

 

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পানি ও স্যানিটেশন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন হয়েছে। সারাবিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত পেয়েছে। যদিও একটি গ্রুপ বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচার-প্রচারণা চালাচ্ছে। কিন্তু তাদের ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবেলা করার হবে। তিনি বলেন, বাংলাদেশ সরকার শহরের সকল নাগরিক সেবা এবং আধুনিক সব সুযোগ-সুবিধা গ্রামে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন 'আমার গ্রাম আমার শহর' বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ, পানি ও স্যানিটেশন সেবা পৌঁছে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল সুবিধা গ্রামের মানুষের হাতের নাগালে পৌঁছে দেয়া হবে।

 

উল্লেখ্য, সেমিনারে Vision 2041: Making Bangladesh a Developed Nation, My Village My Town Program, Rural Roads Transformation, Climate Resilient Water Supply এবং Smart Urban Water Management এর ওপর সংশ্লিষ্ট দপ্তর ও অধিদপ্তর প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

 

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। এছাড়া, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মুহসিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সাইফুর রহমান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানসহ স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশী-বিদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

 ​#

 

হায়দার/নাইচ/সঞ্জীব/সেলিম/২০২২/২১৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর :  ১২২৩

 

বিদ্যুৎ বিভাগকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার
 

ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :

 

          সরকার শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান এবং মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন সফলভাবে সম্পন্ন করায় বিদ্যুৎ বিভাগকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

          আজ মন্ত্রিপরিষদ বিভাগের এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

#

 

আসাদুজ্জামান/নাইচ/সঞ্জীব/সেলিম/২০২২/২১২০ ঘণ্টা

Handout                                                                                                          Number : 1222

 

Bangladesh denounces Houthi militias’ launch of  terrorist attacks

targeting civilian facilities in different cities of the Kingdom of Saudi Arabia

 

Dhaka, March 23:

 

Bangladesh strongly condemns the Houthi militias’ latest launch of attacks targeting civilian facilities in different cities including Jazan and Khamis Mushayt in the Kingdom of Saudi Arabia on 19 and 20 March 2022.  These attacks are an escalation of hostility and aggression on the part of the Houthi militias adding to further tension in the region. 

 

Bangladesh feels that the recent regular drone and ballistic missile attacks targeting innocent civilians and civilian establishments in the Kingdom constitute an unlawful and cowardly act of terrorism. Bangladesh denounces that such deliberate and insensible acts are a flagrant violation of international law and norms of civilized behavior. 

 

Bangladesh notes with dismay that the Houthis attacks come ahead of GCC sponsored peace talks in Riyadh on 29 March 2022. Bangladesh also calls upon the Houthis to cooperate with the UN and GCC initiatives and refrain from escalation of conflict in the region.   

 

Bangladesh reiterates its firm solidarity with the Kingdom of Saudi Arabia and its brotherly people against any threat to its safety and security. Bangladesh also remains steadfastly committed towards all efforts for maintenance of peace and stability in the region.

 

#

 

Mohsin/Pasha/Nice/Rahat/Sanjib/Salim/2022/2000 Hrs

 

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১২২১ 

 

২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপী জয় বাংলার জয়োৎসব

            

ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :

 

          স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের অংশ হিসেবে ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপী ‘জয় বাংলার জয়োৎসব’ কর্মসূচি ঘোষণা করেছে সরকার। এই সময়ের মধ্যে জাতীয় গণহত্যা দিবস পালন এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করা হবে। প্রথম চারদিন কর্মসূচি উদ্‌যাপন হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। আর সমাপনী দিন হবে হাতিরঝিলে।

 

আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন কমিটির আহ্বায়ক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

 

মন্ত্রী জানান, সম্প্রতি ‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান ঘোষণা করায় এ উদ্‌যাপনের নামকরণ করা হয়েছে ‘জয় বাংলার জয়োৎসব’।

 

কর্মসূচির মধ্যে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসে সারা দেশে ৯টা থেকে ৯.০১ মিনিট পর্যন্ত ব্ল্যাকআউট পালন করা হবে।

 

২৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্যানুষ্ঠান, যাত্রাপালা অনুষ্ঠিত হবে। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। ২৬ মার্চ রাতে অনুষ্ঠিত হবে কনসার্ট।

 

৩১ মার্চ হাতিরঝিলে রাত ৮টা থেকে ড্রোন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাইট অ্যান্ড লেজার শো ও আতশবাজি অনুষ্ঠিত হবে।

 

​#

 

মারুফ/পাশা/রফিকুল/সেলিম/২০২২/১৯৪০ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১২২০

 

স্বল্প জমির অধিক ব্যবহার নিশ্চিতকল্পে গৃহায়ন কর্তৃপক্ষের কার্যক্রমের প্রসার জরুরি

                                                                         -- গণপূর্ত প্রতিমন্ত্রী                

 

ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :

 

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, স্বল্প জমির অধিক ব্যবহার নিশ্চিতকল্পে ও সারা দেশে পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কার্যক্রমের প্রসার ঘটানো একান্ত জরুরি।

 

আজ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে চলমান প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ প্রকল্পের কর্মপরিকল্পনার বিষয়ে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল এবং কৃষি প্রধান দেশ। কৃষি বাংলাদেশের আপামর জনসাধারণের প্রধান পেশা ও মেরুদণ্ডস্বরূপ। ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে বাংলাদেশের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি কৃষি উৎপাদন ও কৃষি খাতের প্রবৃদ্ধির সাথে  ওতপ্রোতভাবে জড়িত। অপরদিকে মানব সৃষ্ট বিভিন্ন অপরিকল্পিত কর্মকাণ্ড নগরায়ন ও বসতি নির্মাণের ফলে কৃষি কার্যক্রম ব্যাহত হচ্ছে।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় শতকরা ১ ভাগ হারে কৃষিজমি হ্রাস পাচ্ছে। অথচ খাদ্য নিরাপত্তা অর্জনে কৃষি জমি বৃদ্ধি ও সুরক্ষার প্রয়োজন অপরিসীম। তাই কৃষিজমি রক্ষার পাশাপাশি শহরাঞ্চলের জনগণের আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সারা দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এই কাজ দেশের বৃহত্তর স্বার্থে আরো বিস্তৃত ও প্রসারিত করা একান্ত অপরিহার্য।

 

ভূমিহীন ছিন্নমূল মানূষের প্রতি সরকারের সহানুভূতি উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে ১৯৯৭ সালে শুরু হওয়া আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে সারাদেশে ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল, অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন করা হয়েছে। মিরপুরস্থ বাউনিয়া মৌজায় ঢাকায় বসবাসরত বস্তিবাসীদের ব্যাপক আকারে আধুনিক আবাসন সুবিধা প্রদানের লক্ষ্যে জাতির পিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ২১ অক্টোবর ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্তিবাসীদের ফ্লাট নির্মাণের অনুমোদন দেন। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এর মাধ্যমে মিরপুর ১১ নং সেকশনে ২.০০ একর জমির উপর উন্নত পরিবেশে বসবাসের জন্য ৫টি ১৪তলা ভবনে ভাড়াভিত্তিক ৫৩৩টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ৩০০টি পরিবারের হাতে বরাদ্দপত্র তুলে দেওয়া হয়েছে। যথাশীঘ্র এ ধরনের আরো একাধিক প্রকল্প গ্রহণের জন্য তিনি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

 

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ দেলওয়ার হায়দারের সভাপতিত্বে আয়োজিত এ পর্যালোচনা সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

 

​#

 

রেজাউল/পাশা/নাইচ/রাহাত/রফিকুল/সেলিম/২০২২/১৯৫০ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর :  ১২১৯

 

বিচারহীনতার সংস্কৃতি দূর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

                                   -- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

                 

ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :

 

বিচারহীনতার সংস্কৃতি দূর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

 

গতকাল যুক্তরাজ্যের লন্ডনের একটি হোটেলে প্রবাসী বাংলাদেশি আইনজীবীদের আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।

 

মন্ত্রী বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যার পর অপরাধীদের বিচারের পথ রুদ্ধ করতে আইন করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেয়া হয়েছিল। ইনডেমনিটি অধ্যাদেশ আইনে পরিণত করে আত্মস্বীকৃত খুনিদের প্রতিষ্ঠার সুযোগ করে দেওয়া হয়েছিল। তারা দাম্ভিকতার সাথে বলতো কেউ তাদের কিছু করতে পারবে না। বঙ্গবন্ধু হত্যা, জেলহত্যা, বুদ্ধিজীবী হত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত চিহ্নিত ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন ও পৃষ্ঠপোষকতা দিয়ে মূলত বাংলাদেশে আইনের শাসনের পরিপন্থী ব্যবস্থা ও বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত করা হয়েছিল। বিচার ব্যবস্থাকে আজ্ঞাবহ করে তোলা হয়েছিল।

 

শ ম রেজাউল করিম বলেন, “ইনডেমনিটি আইন বাতিল করে বঙ্গবন্ধু হত্যা, জেলহত্যা, যুদ্ধাপরাধীদের বিচারসহ সব অপরাধীর বিচার নিশ্চিত করে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। শেখ হাসিনার নেতৃত্বে অবসান হয়েছে বিচারহীনতার সংস্কৃতির। অন্ধকার থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ।

 

এ সময় মন্ত্রী আরো বলেন, “দেশে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও তার সহযোগীরা দেশের বাইরে থেকে দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত। তাদের বিরুদ্ধে প্রবাসীদের সোচ্চার হতে হবে। বিদেশে অবস্থানরত দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত এবং যুদ্ধাপরাধের দায়ে কারাদণ্ডপ্রাপ্ত আসামি ও তার সহযোগীদের মিথ্যাচারপূর্ণ অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রবাসী বাংলাদেশি আইনজীবীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে”।

 

ব্যারিস্টার অনুকূল তালুকদার ডাল্টনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার মহিউদ্দিন আহমেদ, ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান, ব্যারিস্টার মনজুরুল ইসলাম, ব্যারিস্টার ইনামুল হক, ব্যারিস্টার কাজী শামসুল আহসান শুভ, ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু, ব্যারিস্টার সঞ্জয় কুমার রায়, ব্যারিস্টার আলমগীর হোসেন, অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌসি রূপা, যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন।

 

​#

ইফতেখার/পাশা/রফিকুল/সেলিম/২০২২/১৮৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                          নম্বর : ১২১৮

রাষ্ট্রপতির কাছে ৯টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণের পরিচয়পত্র পেশ

ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :

          বাংলাদেশে নবনিযুক্ত ৯ টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ আজ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে তাঁদের পরিচয়পত্র পেশ করেন।

          বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট একটি চৌকস দল তাঁদের গার্ড অভ্ অনার প্রদান করে। নতুন দূতগণ হলেন : এস্তোনিয়ার Katrin করার, আয়ারল্যান্ডের Brendan Ward, রুয়ান্ডার Mukangira Jacqueline, রোমানিয়ার Daniela Mariana Sezonov-Tane, মৌরিতানিয়ার MD Ahmed Salem MD. Rara, আর্জেন্টিনার Hugo Javier Gobbi, কাজাকিস্তানের Nurlan Zhalgasbayev, নাইজেরিয়ার Ahmed Sule এবং ডমিনিকান রিপাবলিকের David Emmanuel Puig Buchel.

          নতুন দূতদেরকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আশা করেন দায়িত্ব পালনকালে তাঁরা বাংলাদেশের সাথে নিজ নিজ দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করবেন। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল মন্ত্র ‘সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়’ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের সকল দেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে গুরুত্ব দেয় বাংলাদেশ।

          সাক্ষাৎকালে নতুন হাইকমিশনার ও রাষ্ট্রদূতগণ দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

           রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

#

ইমরানুল/পাশা/রাহাত/রফিকুল/মাহমুদ/জয়নুল/২০২২/২০০০ঘণ্টা

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                            নম্বর :  ১২১৭

 

শিল্পমন্ত্রীর সাথে ফরেন ইনভেস্টরস চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রতিনিধিদের সাক্ষাৎ
 

ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এর সাথে ফরেন ইনভেস্টরস চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) প্রতিনিধিবৃন্দ আজ মন্ত্রীর অফিস কক্ষে সাক্ষাৎ করেছেন। এফআইসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট ও ইউনাইটেড ঢাকা টোবাকো কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নীল কাপল্যান্ড এর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন নির্বাহী পরিচালক টিআইএম নূরুল কাদির, নির্বাহী কমিটির সদস্য ও ইউনিলিভার বাংলাদেশের সিইও এন্ড এমডি জাভেদ আখতার, নির্বাহী কমিটির সদস্য ও মার্ক্স এন্ড স্পেনসারের হেড অভ্ কান্ট্রি স্বপ্না ভৌমিক, নির্বাহী কমিটির সদস্য ও নোভারটিসের এমডি এন্ড কান্ট্রি প্রেসিডেন্ট ড. রিয়াদ মামুন প্রধানী। এ সময় শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ আবদুল ওয়াহেদ উপস্থিত ছিলেন।

 

প্রতিনিধিবৃন্দ শিল্পমন্ত্রীকে জানান, বাংলাদেশে বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর সংগঠন এফআইসিসিআই শিল্পায়নের জন্য শিল্প মন্ত্রণালয়ের সাথে সহযোগিতা করছে। কিছু কিছু ক্ষেত্রে তারা সরকারি সহযোগিতা কামনা করেন। বিশেষ করে নকল ও ভেজাল পণ্য সরবরাহকারীদের নিকট থেকে সুরক্ষা পেতে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। তারা প্যাক কমোডিটিজ রুলস্‌ বিষেয়ে আলোকপাত করে পণ্যের মোড়কে প্রকৃত পরিমাণ উল্লেখের জন্য বিএসটিআই এর দৃষ্টি আকর্ষণের জন্য অনুরোধ করেন। এছাড়া, বর্তমান ও ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য করনীতি এবং আর্থিক নীতিমালা সহজীকরণে শিল্পমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। তারা আরো বলেন, সরকারের সাথে যুগপৎভাবে কান্ট্রি ব্র্যান্ডিংয়ে কাজ করবে ফরেন ইনভেস্টরস চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

 

শিল্পমন্ত্রী প্রতিনিধিদলকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন এবং বাংলাদেশে আরো বেশি করে বৈদেশিক বিনিয়োগ আনতে তাদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমরা ইপিজেড করেছি, শিল্পপার্ক করেছি। বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। প্রধানমন্ত্রীর উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে বৈদেশিক বিনিয়োগকারীদের প্রতি শিল্পমন্ত্রী উদাত্ত আহ্বান জানান।   

#

মাহমুদুল/পাশা/রফিকুর/মাহমুদ/রেজাউল/২০২২/১৯২৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                      নম্বর : ১২১৬

 

উন্নত জাতি গড়তে ভূমিকা রাখবে চলচ্চিত্র

                      -- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

 

ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :

          তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, মানুষের আত্মিক উন্নয়নের মাধ্যমে উন্নত জাতি গঠনে চলচ্চিত্র শিল্প বড় ভূমিকা রাখতে পারে।

          আজ রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অভ্ ফেম-এ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’ প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

          ড. হাছান বলেন, আজকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন যেমন হয়েছে, তেমনি মানুষের আত্মিক উন্নয়নের মাধ্যমে একটি উন্নত জাতি গঠন করার লক্ষ্যেও তিনি কাজ করে যাচ্ছেন। এজন্য যে সাংস্কৃতিক আন্দোলন ও শিল্প-সংস্কৃতির বিকাশ প্রয়োজন, চলচ্চিত্র শিল্প সেক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখতে পারে।

           দেশে চলচ্চিত্র শিল্পের সূচনা নিয়ে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু অনুধাবন করেছিলেন পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থায় বাঙালির মুক্তি নিহিত নেই বরং তারা আমাদের কৃষ্টি, ভাষা, সংস্কৃতির ওপর আঘাত হানছে। তাই প্রাদেশিক শিল্পমন্ত্রী থাকাকালে এই জনপদের কৃষ্টি-সংস্কৃতি রক্ষা ও চলচ্চিত্র শিল্পের বিকাশের লক্ষ্যে তিনি ১৯৫৭ সালে প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিল উত্থাপন করেন। সেই থেকে এদেশে চলচ্চিত্র শিল্পের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু।

          এরপর বহু কালজয়ী চলচ্চিত্র নির্মিত হয়েছে এবং অনেক চলচ্চিত্র আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলনে, স্বাধীনতা সংগ্রামে ও স্বাধীনতা পরবর্তী দেশ গঠনে ভূমিকা রেখেছে, উল্লেখ করেন হাছান মাহ্মুদ।

          জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে যে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু হয়েছে, জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই চলচ্চিত্র শিল্প শুধু স্বর্ণালি দিনই ফিরে পাবে না, বিশ্ব দরবারে স্থানও করে নেবে, প্রত্যাশা ব্যক্ত করেন তথ্যমন্ত্রী।

          অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন এবং তার পক্ষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বিজয়ীদের হাতে চলচ্চিত্র পুরস্কার ২০২০ তুলে দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু

2022-03-23-16-52-34804cb390fa9f47eeb7e21404f60461.doc 2022-03-23-16-52-34804cb390fa9f47eeb7e21404f60461.doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon