Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ ডিসেম্বর ২০১৯

তথ্যবিবরণী -17/12/2019

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৪৮০৪

জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রুখতে সংস্কৃতি চর্চার বিকল্প নেই

                                                  --- গণপূর্ত মন্ত্রী

ঢাকা, ২ পৌষ (১৭ ডিসেম্বর) :

          গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রুখতে হলে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই। এক্ষেত্রে সকলকে বাঙালি সংস্কৃতির চর্চা করতে হবে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এসেছে, কিন্তু নৈতিকতা ও মূল্যবোধের কাক্সিক্ষত অর্জন হয়নি। যে মানুষ সংগীতকে লালন, ধারণ ও চর্চা করতে পারেন, তিনি জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিষবাষ্প থেকে নিজেকে দূরে রাখতে পারেন।’

          আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘২৫ বছর পূর্তি ও বার্ষিক সংগীত উৎসব ২০১৯’ উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

          অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারপার্সন টুম্পা সমদ্দার-সহ বিভাগের অন্যান্য শিক্ষক এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

          গণপূর্ত মন্ত্রী আরো বলেন, ‘মানবতার জন্য, মনুষ্যত্ব ও সুকুমার বৃত্তির বিকাশের জন্য সংগীতের প্রয়োজন। তবে অপসংস্কৃতি যেনো গ্রাস করতে না পারে, সে জন্য বাঙালির নিজস্ব জারি, সারি, ভাটিয়ালি, কবি গান, পট গান-এ সব গানকে জাগ্রত করতে হবে।’

          অনুষ্ঠানে সংগীত বিভাগের শিক্ষার্থী খন্দকার আনিকা ইসলামের হাতে নীলুফার ইয়াসমিন স্মারক বৃত্তি তুলে দেয়া হয় এবং একই বিভাগের প্রয়াত শিক্ষক শিল্পী নীলুফার ইয়াসমিনকে গুণিজন সংবর্ধনা প্রদান করা হয়। এই দিন সকালে দুই দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান।

#

ইফতেখার/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/২১৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৪৮০৩

‘রাজাকারের তালিকা কেন’ প্রশ্ন করে বিএনপি আবারো রাজাকারের পক্ষ নিলো

                                                                       --- ড. হাছান মাহ্‌মুদ

ঢাকা, ২ পৌষ (১৭ ডিসেম্বর) :

          তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, ‘রাজাকারের তালিকা কেন- এ প্রশ্ন করে বিএনপি আবারো রাজাকারের পক্ষ নিয়েছে এবং নিজেদের মুখোশই উন্মোচন করেছে।’

          আজ রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার উপ-কমিটির সভার পূর্বে ‘স্বাধীনতার ৪৮ বছর পর রাজাকারের তালিকা কেন’- বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের এ মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী একথা বলেন।

          ড. হাছান বলেন, ‘মীর্জা ফখরুল সাহেব তার এ বক্তব্যের মধ্য দিয়ে রাজাকারদেরই পক্ষ নিয়েছেন। আমরা এতদিন ধরে বলে আসছি, বিএনপি স্বাধীনতাবিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক এবং তাদের দলের চেয়ারপারসন পাকিস্তানিদের দোসর ছিলেন এবং তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানের গুপ্তচর হিসেবে কাজ করেছেন। আজ রাজাকারের তালিকা প্রকাশের পর মীর্জা ফখরুল সাহেব কেন তালিকা প্রকাশ হলো- এ প্রশ্ন রেখে রাজাকারদের পক্ষ অবলম্বন করে নিজেদের মুখোশই উন্মোচন করেছেন।’

          ‘কারণ রাজাকারের তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে, রাজাকারদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তারা বিএনপি ও তাদের সহযোগী এবং সেজন্যই এ তালিকা প্রকাশে তাদের এত গাত্রদাহ’ , বলেন আওয়ামী লীগ প্রচার সম্পাদক।

          এ সময় ‘তালিকায় কিছু ভুল রয়েছে’ বলে সাংবাদিকরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘কিছু ভুল রয়েছে, যা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী নিজেও বলেছেন এবং ভুলগুলো অবশ্যই শুধরে নেবার সুযোগ আছে। তবে এ ভুলগুলো কেন হলো, কীভাবে হলো, প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা কেউ করেছে কি না, তা অনুসন্ধান করে বের করা হবে।’

          আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে এ দিনের প্রচার উপ-কমিটির সভা সম্পর্কে দলের প্রচার সম্পাদক ড. হাছান মাহ্মুদ বলেন ‘জাতীয় সম্মেলনের তথ্যাদি ওয়েবসাইটে সন্নিবেশিত রয়েছে। এ সম্মেলন সামনে রেখে প্রচার উপ-কমিটির প্রত্যেক সদস্য আন্তরিক কাজের মাধ্যমে যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে, তা সম্পন্ন হয়ে এসেছে। প্রত্যেক ডেলিগেটের জন্য যে পাটের ব্যাগ দেওয়া হবে, সেখানে প্রয়োজনীয় তথ্যাদি-বক্তৃতার কপি-সহ ফোল্ডার, লাল-সবুজ ক্যাপ, পানির বোতল এবং ডায়াবেটিক রোগীদের দিকে লক্ষ্য রেখে দু’টি চকলেটও থাকবে।

          এছাড়া, ২০১৩-১৪-১৫ সালে বিএনপি জনগণের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষকে পুড়িয়ে হত্যা-সহ যে নজিরবিহীন সন্ত্রাস পরিচালনা করেছে এবং নানা গুজব ছড়িয়ে মানুষের মাঝে ভীতি সঞ্চারের ষড়যন্ত্র করেছে, সেগুলোর ওপর একটি তথ্যচিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়ন নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করছে আওয়ামী লীগ প্রচার উপ-কমিটি, জানান মন্ত্রী। আওয়ামী লীগকে মাতৃ¯েœহ-মমতায় নেতৃত্ব দিয়ে চারবার দেশ পরিচালনায় নিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্মের ওপর একটি এলবাম, দলের সম্মেলন উপলক্ষে ২০ ডিসেম্বর জাতীয় দৈনিকগুলোতে ক্রোড়পত্র এবং গত সাড়ে দশ বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়ার পথে অদম্য গতির উন্নয়নের একটি তুলনামূলক বিবরণী সংবলিত পকেট-কার্ড প্রকাশ করা হবে জানান ড. হাছান।

          প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং প্রচার ও প্রকাশনা উপকমিটির সভাপতি এইচ টি ইমামের সভাপতিত্বে ও আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সঞ্চালনায় সভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য প্রতিমন্ত্রী মোঃ মুরাদ হাসান, ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক আকতার হোসেন, জ্যেষ্ঠ নেতা বলরাম পোদ্দার, সানজীদা খানম-সহ উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

#

আকরাম/মাহমুদ/নাইচ/সঞ্জীব/জয়নুল/২০১৯/২১৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৪৮০২

 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১শ’ জন উদ্যোক্তা তৈরি করা হবে

                                                       --- আইসিটি প্রতিমন্ত্রী

ঢাকা, ২ পৌষ (১৭ ডিসেম্বর) :

          তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট হতে সহায়তা প্রদানের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের মধ্যে ১শ’ জন উদ্যোক্তা তৈরি করা হবে। এছাড়া আইডিয়া প্রকল্পের মাধ্যমে ২০২১ সালের মধ্যে ১ হাজার স্টার্টআপ তৈরি করা হবে। স্টার্টআপরা একদিকে কর্মসংস্থান সৃষ্টি করবে, অন্যদিকে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে।

          প্রতিমন্ত্রী আজ রাজধানীর ওয়েস্টিন হোটেলে ইউএনডিপি ও সিটি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘ন্যাশনাল ডায়ালগ দ্য স্টার্টআপ ইকোসিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিটি ফাউন্ডেশনের বাংলাদেশস্থ আবাসিক প্রতিনিধি রাজা শেখেরণ ও তথ্যপ্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পের ইনভেস্টমেন্ট এডভাইজার টিনা জেবিন।

          প্রতিমন্ত্রী বলেন, আইসিটি বিভাগের অধীন বিভিন্ন জেলায় ২৮টি হাইটেক পার্ক স্থাপন করা হচ্ছে। উদ্যোক্তাদেরকে পার্কসমূহে ওয়ার্কিং স্পেস, মেন্টরিং, কোচিং ও গবেষণা-সহ নিজেদের উদ্ভাবনকে সঠিকভাবে কাজে লাগাতে সার্বিক সহায়তা করা হবে। উদ্যোক্তারা সফল হলে দেশীয় পণ্যের বিকাশ ঘটবে এবং বিদেশি পণ্যের আগ্রাসন থেকে দেশ রক্ষা পাবে বলে তিনি উল্লেখ করেন।

          প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার আইডিয়া প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তাদের নন রিফান্ডেবল সিডমানি হিসেবে ১০ লাখ টাকা পর্যন্ত সহায়তা প্রদান করছে এবং গ্রোথ স্টেজে এক কোটি থেকে দশ কোটি টাকা পর্যন্ত প্রদান করছে। এই সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে তরুণ উদ্যোক্তাদের প্রতি তিনি আহ্বান জানান। পরে তিনি বিজয় উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

#

শহিদুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/২১২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৪৮০১

 

প্রধানমন্ত্রীর সামরিক সচিবের মৃত্যুতে মন্ত্রী প্রতিমন্ত্রীদের শোক

 

ঢাকা, ২ পৌষ (১৭ ডিসেম্বর) : 

 

          প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী  ড. হাছান মাহ্‌মুদ; অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল; পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন; বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন; নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ; চৌধুরী; সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ।

         

          আজ পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

#

 

আকরাম/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৯/২০৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৪৮০০

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে

                                                  --- স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকা, ২ পৌষ (১৭ ডিসেম্বর) :

          স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে উৎসব ও আমেজের পাশাপাশি জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, মুজিববর্ষ পালনের লক্ষ্যে পরিচ্ছন্ন গ্রাম

ও পরিচ্ছন্ন শহর কর্মসূচি নেয়া হয়েছে। ধুলামুক্ত পরিবেশ তৈরিতে সকলকে কাজ করতে হবে।

          আজ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় কমিটির কর্মপরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

          এ সময় জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল আহসান-সহ বিভিন্ন দপ্তর/সংস্থা প্রধান ও প্রধান নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

          সভায় জানানো হয়, মুজিববর্ষ পালন উপলক্ষে লোগো ও পোস্টার তৈরির কাজ চলছে। স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রদানকৃত সেবাসমূহের মধ্যে অতি গুরুত্বপূর্ণ ১২টি সেবা চিহ্নিত করে প্রতি মাসে ১টি করে সুনির্দিষ্ট সেবা প্রদানের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দেশের আর্সেনিক প্রবণ এলাকায় বিনামূল্যে ৮০ লাখ নলকূপের পানির আর্সেনিক পরীক্ষাকরণ ও চিহ্নিত করণের কাজ করবে। জেলা পরিষদের উদ্যোগে প্রতি উপজেলায় কমপক্ষে ১টি লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হবে। বিভিন্ন দপ্তর/সংস্থা আয়োজন করবে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও কর্মজীবনের চিত্র ও বক্তব্য প্রদর্শনী এবং রচনা প্রতিযোগিতা। আয়োজন করা হবে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা-সহ বিভিন্ন কর্মসূচি।

          মন্ত্রী বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২টি বিভাগের আওতাধীন প্রায় ৩০টি দপ্তর/সংস্থা রয়েছে। দপ্তর/সংস্থাগুলো কী কী কর্মসূচি পালন করবে তা নিয়ে ১টি বুকলেট তৈরি করা হবে।

          প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে মহান নেতাদের জন্মশতবার্ষিকী যেমন আড়ম্বরপূর্ণভাবে পালন করা হয় বাংলাদেশেও তেমনিভাবে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করা হবে।

          ২০২০ সালের ১৭ মার্চ থেকে বছরব্যাপী মুজিব বর্ষের কর্মসূচি শুরু হবে। তার আগে ১০ জানুয়ারি ২০২০ তারিখ থেকে ক্ষণ গণনা শুরু করা হবে।

#

হাসান/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/২০৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৪৭৯৯

আগৈলঝাড়ায় নারীদের ভাগ্য উন্নয়নে ৬০ লাখ টাকার চেক বিতরণ

আগৈলঝাড়া (বরিশাল), ২ পৌষ (১৭ ডিসেম্বর) :

          পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসনাত আবদুল্লাহ্ বলেছেন ‘বর্তমান সরকার নারীবান্ধব। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে শেখ হাসিনার নেতৃত্বে নারীদের ক্ষমতায়ন শুরু হয়। এর আগে আর কোনো সরকার নারীদের ক্ষমতায়নে এগিয়ে আসেনি। গ্রামীণ নারীদের উন্নয়ন ও স্বাবলম্বী হবার কারণে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।’

          তিনি আজ আগৈলঝাড়া উপজেলার সমবায় অধিদপ্তরের উদ্যোগে শহিদ সুকান্ত আবদুল্লাহ মিলনায়তনে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সমবায় সমিতি লিমিটেডের সুবিধাভোগী নারী সদস্যদের মাঝে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          আবুল হাসানাত আবদুল্লাহ পরে রাজিহার ও বাকাল ইউনিয়নের সমবায় সমিতির আওতাভুক্ত ৫০জন নারীকে গাভী পালন ও খাদ্য ক্রয়ের জন্য ১ লাখ ২০ হাজার টাকা করে ঋণের চেক বিতরণ করেন।

          আগৈলঝাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

#

এনায়েত/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/২০৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৪৭৯৮

 

আত্মনির্ভরশীল বাংলাদেশই হবে শহিদদের প্রতি শ্রেষ্ঠ সম্মান

                                             --- পরিকল্পনা মন্ত্রী

ঢাকা, ২ পৌষ (১৭ ডিসেম্বর) :

          পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, শহিদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত দেশকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

          মন্ত্রী আজ ঢাকায় এনইসি সম্মেলন কক্ষে বিজয় দিবস উপলক্ষে পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

          বঙ্গবন্ধু-সহ লাখো শহিদের আত্মার শান্তি কামনা করে মন্ত্রী এ সময় বলেন, অর্থনৈতিকভাবে শক্তিশালী ও আত্মনির্ভরশীল বাংলাদেশই হবে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রেষ্ঠ সম্মান।

          পরিকল্পনা বিভাগের সচিব মোঃ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর সচিব আবুল মনসুর মোঃ ফয়েজউল্লাহ, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) শামীমা নার্গিস, শিল্প ও শক্তি বিভাগের সদস্য (সচিব) সাহিন আহমেদ চৌধুরী-সহ পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

#

শাহেদ/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/২০০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৪৭৯৭

নেতৃত্ব দান ও দ্রুত সিদ্ধান্ত নিতে খেলাধুলা ভূমিকা রাখে

                                      --- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সিদ্ধিরগঞ্জ, ২ পৌষ (১৭ ডিসেম্বর) :

          বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নেতৃত্ব দান ও দ্রুত সিদ্ধান্ত নিতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি দেহ ও মন সুস্থ রাখে। উন্নত বাংলাদেশ গড়তে সুস্থ স্বাভাবিক নেতৃত্ব প্রদানকারী কর্মকর্তা-কর্মচারী প্রয়োজন যারা রূপকল্প-২০৪১ ও ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর অবদান রাখবে।

          প্রতিমন্ত্রী আজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র মাঠে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত ৩৪তম আন্তঃঅফিস অ্যাথলেটিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

          প্রতিমন্ত্রী বলেন, নিয়মিত খেলাধুলা আয়োজন করা উচিত। এতে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে উৎফুল্লতা বৃদ্ধি পাবে এবং উৎপাদন, বিতরণ ও সঞ্চালন কাজে গতি আসবে। গ্রাহক সেবাও বৃদ্ধি পাবে।

          প্রতিযোগিতায় পিডিবি’র বিভিন্ন দপ্তর ও কোম্পানির সমন্বয়ে গঠিত ২৮টি আন্তঃঅফিস দল এবং পিডিবি পরিচালিত স্কুলসমূহ থেকে ১১টি দল অংশ নেয়। পুরুষ, মহিলা ও বালক-বালিকা-সহ প্রতিযোগীদের সংখ্যা ছিল ৫৪০ জন।

          বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি মোঃ জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস ও পিডিবি’র চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ উপস্থিত ছিলেন।

#

আসলাম/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৯৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৪৭৯৬

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে কর্মসূচি

ঢাকা, ২ পৌষ (১৭ ডিসেম্বর) :

          প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আগামীকাল ১৮ ডিসেম্বর বাংলাদেশে উদ্যাপিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। এই উদ্যাপনে বাংলাদেশে এবারের প্রতিপাদ্য  ‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ ও সম্মান দুই-ই মেলে’।  বাংলাদেশের প্রবাসী আয়ের  ক্রমবর্ধমান ধারাকে অব্যাহত রাখা এবং সুষ্ঠু, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার জন্য সরকার দক্ষতা উন্নয়নের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপের প্রেক্ষিতে দক্ষতাকে এ বছরের প্রতিপাদ্য নির্বাচন করা হয়েছে।

          এই আন্তর্জাতিক  দিবস উদ্যাপনের জন্য আগামী  ১৯ ডিসেম্বর দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় অনুষ্ঠেয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠেয় প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বাংলাদেশ এসোসিয়েশন অভ্ ইন্টারন্যাশনাল রিক্রটিং এজেন্সিস (বায়রা) সভাপতি বেনজীর আহমেদ এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের বাংলাদেশ মিশন প্রধান গর্গিও গিগাউরি। সভায় স্বাগত বক্তব্য প্রদান করবেন মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা।

          এর আগে ১৮ ডিসেম্বর সকাল ৮টায় মানিক মিয়া এভিন্যুয়ে বের হবে আন্তর্জাতিক অভিবাসী দিবসের বর্ণাঢ্য র‌্যালি।

          এবারের উদ্যাপনের উল্লেখযোগ্য কার্যক্রম হচ্ছে  অনিবাসী বাংলাদেশিদের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি  সিআইপি (এনআরবি) সম্মাননা প্রদান, বিদেশগামী  কর্মীদের জন্য প্রবর্তিত জীবন বিমা কর্মসূচির উদ্বোধন, প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান, অভিবাসন মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

          ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৯’ এর সামগ্রিক আয়োজন বাংলাদেশে অভিবাসন বিষয়ে ব্যাপক গণসচেতনা সৃষ্টি-সহ সুষ্ঠু, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার যাবতীয় কার্যক্রমকে আরো বেগবান করবে বলে আশা করা যায়।

#

বনানী বিশ্বাস/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৮৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৪৭৯৫

 

আইইবি’র ডিজিটাল পথযাত্রা

দেশকে ডিজিটালে রূপান্তরে প্রকৌশলীদের মুখ্য ভূমিকা পালন করতে হবে

                                                          --- মোস্তাফা জব্বার

ঢাকা, ২ পৌষ (১৭ ডিসেম্বর) :

           ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, বাংলাদেশকে ডিজিটালে রূপান্তরে প্রকৌশলীদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। নতুন প্রযুক্তিকে জনগণের উপযোগী করতে প্রকৌশলীদের বিকল্প নেই।

          মন্ত্রী আজ রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অভ্ বাংলাদেশ (আইইবি)-তে ‘ডিজিটাল আইইবি’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          মন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রকৌশলীদের সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে হবে। সামনের দিনে নতুন পরিস্থিতিতে ডিজিটাল কানেকটিভিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য ডিজিটাল প্রযুক্তিকে কার্যকরভাবে প্রয়োগ করতে হবে।

          ডিজিটাল বিপ্লবে বাংলাদেশ অন্যদের পথ দেখাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ফাইভ জি চালু করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ২০ সালের দ্বিতীয় প্রান্তিকে ফাইভ জি’র জন্য চমৎকার গাইড লাইন তৈরি করা হবে। ডিজিটাল মহাসড়কে অবস্থানের জন্য আগামীতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে মন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেন।

          একাত্তর বছর বয়সী সফল প্রতিষ্ঠান হিসেবে আইইবি দেশের উন্নয়নে তার সদস্যদের দিকনিদের্শনা প্রদানের জন্য মন্ত্রী প্রতিষ্ঠানটির প্রশংসা করেন। তিনি বলেন, আইইবি’র নতুন পথযাত্রায় প্রকৌশলীদের দায়িত্ব বেড়ে গেছে। ডিজিটাল আইইবি প্রকৌশলীদের জন্য প্ল্যাটিফর্ম হিসেবে ব্যবüত হবে। প্রকৌশলীগণ আইইবি ওয়েবসাইট এবং এ্যাপে কনটেন্ট, ছবি, ভিডিও শেয়ার করতে পারবেন।

          আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ আবদুস সবুরের সভাপতিত্বে ডিজিটাল আইইবি উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন আইইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ। অন্যান্যের মধ্যে আইইবি কম্পিউটার কৌশল বিভাগের চেয়ারম্যান এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অভ্ বাংলাদেশ এর উপচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মুহাম্মদ মাহফুজুল ইসলাম বক্তৃতা করেন। নতুন ওয়েবসাইট এবং অ্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন প্রকৌশলী আবু হাসান মাসুদ।

           মন্ত্রী পরে ওয়েবসাইট ও অ্যাপ এর উদ্বোধন করেন।

#

আকতারুল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৮১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৪৭৯৪

সকল স্বাধীনতা বিরোধীর তালিকা প্রকাশ করা হবে

                             --- নৌপরিবহন প্রতিমন্ত্রী

বোচাগঞ্জ (দিনাজপুর), ২ পৌষ (১৭ ডিসেম্বর) :

          নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহ্‌মুদ চৌধুরী বলেছেন, বিজয়ের মাসে সরকার রাজাকার, আল-বদর, আল-শামসদের তালিকা প্রকাশ করেছে। ধারাবাহিকভাবে সকল স্বাধীনতা বিরোধীর তালিকা প্রকাশ করা হবে।

          প্রতিমন্ত্রী আজ দিনাজপুরের বোচাগঞ্জে সেতাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

          খালিদ  মাহ্‌মুদ চৌধুরী বলেন, ‘বাংলার মাটিতে স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের ঠাঁই হবে না। আমাদের পূর্বসূরীরা জীবন দিয়ে আমাদের জন্য রাষ্ট্র তৈরি করে গেছেন। আমরা তাদের কাছে দৃঢ়প্রতিজ্ঞ, জীবন দিয়ে হলেও আমরা সেই ঋণ পরিশোধ করব।

          বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকউজ্জামান চৌধুরী মাইকেল, মির্জা আশফাক ও বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী।

          দ্বিতীয় অধিবেশনে আবু সৈয়দ হোসেনকে সভাপতি ও আফসার আলীকে সাধারণ সম্পাদক করে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

#

জাহাঙ্গীর/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৮০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : 4793

 

রাজাকার ও স্বাধীনতাবিরোধী তালিকা বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ব্যাখ্যা

ঢাকা, ২ পৌষ (১৭ ডিসেম্বর) :

          রাজাকার ও স্বাধীনতাবিরোধী  তালিকা বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এক ব্যাখ্যায় জানিয়েছেন, গত ১৫ ডিসেম্বর ২০১৯ তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে রাজাকার, আল-বদর, আল-শামস, শান্তিকমিটি ও স্বাধীনতাবিরোধী ১০ হাজার ৭৮৯ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকৃতপক্ষে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে নতুন কোন তালিকা প্রণয়ন করা হয়নি । স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তালিকা যেভাবে পাওয়া গেছে, সেভাবেই তা প্রকাশ করা হয়েছে বলে জানান মন্ত্রী।

 

          ব্যাখ্যায় তিনি বলেন, অভিযোগ পাওয়া গেছে, এ তালিকায় বেশ কিছু নাম এসেছে, যারা রাজাকার, আল-বদর, আল-শামস, শান্তিকমিটি বা স্বাধীনতাবিরোধী নন, বরং মুক্তিযুদ্ধের স্বপক্ষের বা মুক্তিযোদ্ধা। এ ধরনের কোন ব্যক্তির নাম তালিকায় কিভাবে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে । প্রকাশিত তালিকায় ভুলভাবে যদি কারও নাম এসে থাকে, আবেদনের প্রেক্ষিতে যাচাই অন্তে তাঁর বা তাঁদের নাম এ তালিকা থেকে বাদ দেয়া হবে। GB cÖKvwkZ ZvwjKvq অনিচ্ছাকৃত ভুলের জন্য মন্ত্রী আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেন।

#

মারুফ/অনসূয়া/পরীক্ষিৎ/আসমা/২০১৯/১৬৪০ ঘণ্টা    

তথ্যবিবরণী                          &nbs

2019-12-17-21-55-a2698be9d49675e9d900912e3232deff.docx 2019-12-17-21-55-a2698be9d49675e9d900912e3232deff.docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon