Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ মে ২০২৪

তথ্যবিবরণী ২০ মে ২০২৪

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর : ৪৭৭৫

যুব ও ক্রীড়া মন্ত্রীর সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ৬ জ্যৈষ্ঠ (২০ মে):

            আজ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসানের সাথে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করেন।

            সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। মহান মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করেছে। ভারতের জনগণ বাঙালিদের কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। দুই দেশের সম্পর্ক রক্তের আখরে লেখা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে ভারতের সাথে  বাংলাদেশের সম্পর্ক আজ শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে। এ সম্পর্ক সমঅংশীদারিত্বের ও নায্যতার। দুই দেশের যুব সমাজের উন্নয়ন পাশাপাশি ক্রীড়ার উন্নয়নে উভয় দেশ তাদের  অভিজ্ঞতা ও অর্জন ভাগাভাগি করতে পারে।

            এ সময় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের সাথে যুব ও ক্রীড়ার উন্নয়নে ভারত সরকারের আগ্রহের কথা জানিয়ে বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বহুমাত্রিক। শিক্ষা, স্বাস্থ্য বাণিজ্য কৃষি শিল্প ও অবকাঠামোসহ অন্যান্য সকল সেক্টরের ন্যায় ভারত সরকার দুই দেশের যুব ও ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় ১০০ জনের যুব প্রতিনিধিদল ভারত সরকারের আমন্ত্রণে ভারত সফর করে থাকে। তারা ভারতের গৌরবময় ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। ভারত যুব প্রতিনিধিদলের সংখ্যা বৃদ্ধির বিষয়ে চিন্তাভাবনা করছে।

            হাইকমিশনের বলেন, বাংলাদেশের তরুণ সরকারি কর্মকর্তারা ভারতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করছেন। এছাড়া ভারত সরকারের বৃত্তি নিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা ভারতে অধ্যয়নের সুযোগ পাচ্ছে। আমরা দুই দেশের মধ্যে বৃহৎ পরিসরে যুব বিনিময় কর্মসূচি গ্রহণ করতে চাই। এছাড়া খেলাধুলায়ও প্রতিবেশী রাষ্ট্র দুটি আরো নিবিড়ভাবে কাজ করতে পারে। স্পোর্টস মেডিসিন ও স্পোর্টস গুডস ম্যানুফ্যাকচারিং এ উভয় দেশ একসাথে কাজ করতে পারে। 

            এ সময় ভারতের হাইকমিশনার যুব ও ক্রীড়া মন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ভারত হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

আরিফ/পাশা/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২১২০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ৪৭৭৪

মন্ত্রিসভায় এপোস্টল কনভেনশন স্বাক্ষরের অনুমোদন : বছরে সাশ্রয় হবে প্রায় ৫০০ কোটি টাকা

ঢাকা, ৬ জ্যৈষ্ঠ (২০ মে):

            মন্ত্রিসভায় এপোস্টল কনভেনশন (Apostille Convention) স্বাক্ষরের অনুমোদন দেয়া হয়েছে। আন্তর্জাতিক এই কনভেনশনে স্বাক্ষর সম্পাদন হলে বিদেশগামী  শিক্ষার্থী ও মানুষের বিভিন্ন সনদ, দলিল, হলফনামায় নিজ দেশের যথাযথ সত্যায়ন থাকলে অন্য দেশে গিয়ে পুনরায় সত্যায়নের প্রয়োজন হবে না এবং এর ফলে দেশের মানুষের বছরে সাশ্রয় হবে প্রায় ৫০০ কোটি টাকা।

            আজ রাজধানীর সেগুনবাগিচায় নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান।

            মন্ত্রী বলেন, এই প্রস্তাবটি সোমবার মন্ত্রিসভায় পাশ হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত আজ মন্ত্রিসভা দিয়েছে। এটি কার্যকর হলে শিক্ষার্থী, অভিবাসী, কর্মী, পারিবারিক পুনর্মিলন প্রত্যাশীসহ বিদেশগামী সকলের যে নানা ডকুমেন্ট এ দেশে এবং বিদেশের দূতাবাসসহ নানা দপ্তরে সত্যায়নের প্রয়োজন হয়, সেটি শুধু এ দেশে সত্যায়ন করলেই হবে।

            ড. হাছান ব্যাখ্যা করে বলেন, বাংলাদেশে সব দেশের দূতাবাস নেই। ৯০টি দেশের দূতাবাস রয়েছে দিল্লিতে। সেখান থেকে সত্যায়ন করে আনতে আবার ভারতের ভিসা লাগে। এ সবের জন্য যে অর্থ, সময় ও পরিশ্রম ব্যয় হয়, এই কনভেনশনে যুক্ত হলে তা বেঁচে যাবে, বছরে ৪০০ থেকে ৫০০ কোটি টাকা সাশ্রয় হবে।

            এটি কার্যকর হতে প্রায় ৬ মাস লাগবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এপোস্টল কনভেনশনে যুক্ত হতে এর ১২৬টি সদস্য রাষ্ট্রকে অবহিত করতে হয়, কিছু আনুষ্ঠানিকতা রয়েছে।

            সাংবাদিকরা এ সময় হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রেইসি (Ebrahim Raisi) ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ানের (Hossein Amirabdollahian) মৃত্যুর কথা উল্লেখ করলে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহ্মুদ এ মৃত্যুকে মর্মান্তিক ও অত্যন্ত দুঃখজনক বলে বর্ণনা করেন ও নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

            তিনি বলেন, প্রথমে ধারণা করা হয়েছিল, হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেছে, কিন্তু পরে দেখা যায় সেটি ক্র্যাশ করেছে। আমরা রাষ্ট্রীয়ভাবে শোক জানাচ্ছি।

‘বিশকেকে ভালো আছেন বাংলাদেশি শিক্ষার্থীরা’

            কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সম্প্রতি বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান জানান, এখনও পর্যন্ত সেখানে বাংলাদেশি ছাত্রদের কোনো গুরুতর আহত বা হতাহতের খবর নেই। পাশের দেশ উজবেকিস্তানের তাসখন্দে অবস্থানরত আমাদের রাষ্ট্রদূতকে সেখানে যেতে বলা হয়েছে। তিনি স্থানীয় সময় বিকেলে বিশকেকে পৌঁছে বাংলাদেশি শিক্ষার্থীদের খোঁজখবর নিতে ক্যাম্পাস ভিজিট করবেন এবং কিরগিজ পররাষ্ট্র ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যথাযথ পদক্ষেপ নেবেন। একজন শিক্ষার্থীর দেশে ফেরার জন্য খোলা চিঠি দেওয়া প্রশ্নে মন্ত্রী বলেন, সাধারণ শিক্ষার্থীরা এ ধরনের কোনো আবেদন করেননি।

আলেমদের সকল কল্যাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই হয়েছে

            এ দিন দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওলামা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় যোগ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহ্‌মুদ ।

            সেখানে তিনি বলেন, দেশে আলেম ওলামাদের জন্য এ পর্যন্ত যা কিছু কল্যাণের সবই আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই হয়েছে। বিএনপির এবং তাদের দোসরেরা আলেম-ওলামাদের ব্যবহার করে মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতি করে কিন্তু আলেমদের জন্য কিছুই করেনি।

            এমন কি আওয়ামী লীগের সকল সংগঠন ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানালেও বিএনপি ও তাদের দোসরেরা কোনো প্রতিবাদ জানায়নি। অর্থাৎ বিএনপি ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে।

#

আকরাম/পাশা/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২০৪৫ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ৪৭৭৩

বাংলাদেশের কেউ আজ না খেয়ে মরে না

                  --- এলজিআরডি প্রতিমন্ত্রী

ঢাকা, ৬ জ্যৈষ্ঠ (২০ মে):

          পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ বলেছেন, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ। এদেশে কেউ আজ না খেয়ে মরে না। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না পড়ে থাকে, প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে আমাদের সবাইকে সারা দেশে সমবায়ভিত্তিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর এতে নেতৃত্ব দেবে এদেশের যুবারা। ডেমোগ্রাফিক ডিভিডেন্ট আমাদের দেশের মূল চালিকাশক্তি।

          আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশ যুব ছায়া সংসদ’ কর্তৃক আয়োজিত চতুর্দশ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য ছিল ‘খাদ্য ব্যবস্থাপনায় যুববান্ধব কর্মপরিকল্পনা ও সহায়ক বাজেট’।

          প্রতিমন্ত্রী বলেন, জাতির জনকের কন্যা ভিশনারি লিডার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবছর প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট দিয়েছেন। তিনি বলেন, তরুণ-যুবা সবাইকে দেশের কল্যাণে সমবেতভাবে কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে হবে। তোমরাই আগামীর নায়ক। স্মার্ট বাংলাদেশ গঠনে তোমাদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে। উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দেশের মধ্যেই বঙ্গবন্ধুর সোনার বাংলার সোনার মাটিতে খাদ্যের ফলন বাড়াতে হবে। এভাবেই পুষ্টিমান নিশ্চিত হবে আগামীর প্রজন্মের।

          অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাধারণ সম্পাদক শিশির শীল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ; সংসদ সদস্য অনিমা মুক্তি গোমেজ; প্রাক্তন সচিব জাকির হোসেন; মোঃ শহীদুল আলম এনডিসি, ডিজি, এফপিএমইউ, খাদ্য মন্ত্রণালয়; এটিএম তাহমিদুজ্জামান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি ব্যাংক পিএলসি এবং ড. রুদাবা খন্দকার, কাট্রি ডিরেক্টর, গেইন।

#

মারুফ/পাশা/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২১৩০ঘণ্টা 

Handout                                                                                                                  Number : 4772

Research on tree conservation and extension will be enhanced
                                                               --- Environment Minister

Dhaka, May 20:

            Environment, Forest and Climate Change Minister Saber Hossain Chowdhury said that as part of strengthening the tree planting campaign, research activities on conservation and expansion of endangered trees will be strengthened. The minister said that co-management and collaborative forest management is being done by involving local people, resulting in more sustainable forests and forest lands. Forest cover is being increased by extensive afforestation of existing forests.  Encroached forest lands are being identified and afforested to prevent deforestation.

            The Environment Minister said these in the his speech at the finalization of the list of awardees in the meeting of the national committee regarding the 'Prime Minister's National Award for Plantation-2022 and 2023' award held at the meeting room of the ministry on Today.

            Forest Minister said that patrol activities have been strengthened to protect forests and forest lands.  Initiatives have been taken for digital boundary mapping of forest and forest land, as a result of which it will be easy to identify encroachment of forest land. Greening programs should be strengthened across the country to counter the harmful effects of climate change. Especially in the city, how to plant trees in other places including the roof of the house, should be seen seriously.

            In the meeting, the names of individuals and institutions were finalized for the Prime Minister's National Award in the categories of educational institutions, local government institutions, private level, privately owned nurseries, gardens created by the forest department, creation of rooftop gardens, tree research, conservation and innovation etc.  Before this, the draft list was prepared after scrutiny by the upazila, district and department level committees.

            Certificates will be awarded to awardees in each category of the award, which has been in place since 1993.  And as the value of the prize one lakh taka will be given for the first prize, 75 thousand taka for the second prize and 50 thousand taka for the third prize.

            Environment, Forest and Climate Change Minister Saber Hossain Chowdhury chaired the meeting. Former Deputy Minister Habibun Nahar, National Committee member Aroma Dutta MP, Secretary of the Ministry Dr. Farhina Ahmed, Vice-Chancellor of Bangladesh Agricultural University Professor Dr. Emdadul Haque Chowdhury, Vice-Chancellor of Chittagong University Professor Dr. Abu Taher; Dhaka University Vice-Chancellor (Education) Dr. Sitesh Chandra Bachar, Dhaka University Emeritus Professor and former Bangladesh Bank Governor Atiur Rahman, Additional Secretary (Development) Md. Mosharraf Hossain, Additional Secretary (Environment) Dr. Fahmida Khanom and other committee members were also  present in the occasion.

#

Dipankar/Pasha/Rana/Mosharaf/Joynul/2024/2040hour

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৪৭৭১

নারীর নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং জীবনমান উন্নয়নে

সর্বদা পাশে থাকার অঙ্গীকার জাতিসংঘের আবাসিক প্রতিনিধির

                                   ---মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

ঢাকা, ৬ জ্যৈষ্ঠ (২০ মে) : 

 

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস নারীর নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জীবনমান উন্নয়নে বাংলাদেশ সরকারের পাশে থাকার এবং উচ্ছ্বসিত কণ্ঠে নতুন করে কাজ শুরু করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় তিনি নারী ও শিশুর জীবনমানের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে উল্লেখ করে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভূয়সী প্রশংসা করেছেন।  

 

আজ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)-এর সাথে সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিসকক্ষে সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস।

 

সাক্ষাৎকারে সামাজিক নিরাপত্তা, বাল্যবিবাহ, ডোমেস্টিক ভায়োলেন্স, নারী নির্যাতন, জেন্ডার বাজেট, মাতৃ-স্বাস্থ্য, কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন ও নারীর জীবন ঝুঁকিসহ নানান সামাজিক ইস্যুতে কথা হয়। নারী ও শিশুর জীবনমান উন্নয়নে জাতিসংঘের ১৭টি সংস্থার মধ্যে সংযোগ স্থাপন, গোলটেবিল বৈঠক, জনপ্রতিনিধিদের উদ্যোগ এবং আন্ত-মন্ত্রণালয়ের মধ্যে যোগসূত্রের ওপর আলোকপাত করা হয়।

 

এসময় প্রতিমন্ত্রী জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে ইউএন-এর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে কাজ করার আশা ব্যক্ত করেন।

 

এসময়ে গুয়েন লুইস জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, গীতাঞ্জলি সিং ইউএন উইমেন কান্ট্রি রিপ্রেজেন্ন্টেটিভ এবং মহিলা ও শিশু বিষয়ক সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন

 

                                                     #

নূর আলম/পাশা/রানা/মোশারফ/আব্বাস/২০২৪/২০৫২ ঘন্টা   

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৪৭৭০

বৃক্ষ সংরক্ষণ ও সম্প্রসারণ বিষয়ক গবেষণা বৃদ্ধি করা হবে

                                                     --- পরিবেশ ও বনমন্ত্রী

ঢাকা, ৬ জ্যৈষ্ঠ (২০ মে):

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বৃক্ষরোপণ অভিযান জোরদারের অংশ হিসেবে বিলুপ্তপ্রায় বৃক্ষ সংরক্ষণ ও সম্প্রসারণে গবেষণা কার্যক্রম জোরদার করা হবে। মন্ত্রী বলেন, সহব্যবস্থাপনা ও সহযোগিতামূলক বন ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বন ব্যবস্থাপনা করা হচ্ছে, ফলে বন ও বনভূমি অনেক বেশি টেকসই হচ্ছে। বিদ্যমান বনভূমিতে ব্যাপকভাবে বনায়ন করে বনের আচ্ছাদন বৃদ্ধি করা হচ্ছে। বনভূমি উজাড় রোধে জবরদখলকৃত বনভূমি চিহ্নিতপূর্বক উদ্ধার করে বনায়ন করা হচ্ছে।

          আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২২ ও ২০২৩’ পদক সংক্রান্ত জাতীয় কমিটির সভায় পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্তকরণ সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

          মন্ত্রী বলেন, বন ও বনভূমি রক্ষায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বন ও বনভূমির ডিজিটাল বাউন্ডারি ম্যাপিংয়ের উদ্যোগ নেয়া হয়েছে; ফলে বনভূমি জবরদখল চিহ্নিত করা সহজ হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সারা দেশে সবুজায়ন কার্যক্রম জোরদার করতে হবে। বিশেষ করে শহরে বাড়ির ছাদসহ অন্যান্য স্থানে কিভাবে গাছ লাগানো যায়, সেটা গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

          সভায় বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, ব্যক্তিগত পর্যায়, ব্যক্তি মালিকানাধীন নার্সারি, বন বিভাগ কর্তৃক সৃজিত বাগান, বাড়ির ছাদে বাগান সৃজন, বৃক্ষ গবেষণা, সংরক্ষণ ও উদ্ভাবন প্রভৃতি ক্যাটেগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করা হয়েছে। এর আগে উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ের কমিটিতে যাচাই-বাছাই শেষে খসড়া তালিকা প্রণয়ন করা হয়।

          ১৯৯৩ সাল থেকে চালু হওয়া এই পুরস্কারের প্রতিটি ক্যাটেগরিতে পুরস্কারপ্রাপ্তদের সনদপত্র দেওয়া হবে। আর পুরস্কারের মূল্যমান হিসেবে প্রথম পুরস্কারের জন্য এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কারের জন্য ৭৫ হাজার এবং তৃতীয় পুরস্কারের জন্য ৫০ হাজার টাকা দেওয়া হবে।

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহার, জাতীয় কমিটির সদস্য আরমা দত্ত এমপি, মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের; ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. সীতেশ চন্দ্র বাছার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোশাররফ হোসেন, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানমসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

#

দীপংকর/পাশা/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/২০১০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৪৭৬৯

বাংলাদেশের রাষ্ট্রদূত ও উজবেকিস্তান এয়ারওয়েজের চেয়ারম্যানের মধ্যকার বৈঠক

তাসখন্দ, উজবেকিস্তান, ৬ জ্যৈষ্ঠ (২০ মে):

          আজ উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এবং উজবেকিস্তান এয়ারওয়েজের চেয়ারম্যান সুখরাট সাভকাতোভিচ এর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উজবেকিস্তান এয়ারওয়েজের ডেপুটি চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

          রাষ্ট্রদূত ড. মনিরুল ইসলাম বাংলাদেশ-উজবেকিস্তানের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা ও অগ্রগতির চিত্র তুলে ধরে দু’দেশের মধ্যকার ব্যবসায়িক, বিনিয়োগ সম্পর্ককে আরো গতিশীল ও ফলপ্রসূ করতে ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার ওপর জোর গুরুত্ব আরোপ করেন। উজবেকিস্তানের ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিদর্শনে বাংলাদেশের জনগণের আগ্রহের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন যে, সরাসরি ফ্লাইট পরিচালনা দু’দেশের পর্যটন ও সংস্কৃতিক সহযোগিতাকে বিকশিত করার পাশাপাশি তা দু’দেশের জনগণের মধ্যকার বিরাজমান বন্ধুত্বকে আরো গভীর ও শক্তিশালী করবে।

           চেয়ারম্যান সুখরাট সাভকাতোভিচ ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার তাৎপর্য ও যৌক্তিকতার  বিষয়ে রাষ্ট্রদূতের মতামতকে সমর্থন পূর্বক এ বিষয়ে উজবেক এয়ারওয়েজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তাকে অবহিত করেন। ঢাকা-তাসখন্দ রুটে উজবেক এয়ারলাইন্স চালুর বিষয়ে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ নিরসনে তিনি রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। বাংলাদেশ-উজবেকিস্থানের মধ্যকার সম্পর্কে নতুন মাত্রা যোগ করার প্রয়াসে সরাসরি ফ্লাইট পরিচালনার ব্যাপারে উভয়ই তাদের চলমান প্রচেষ্টা ও যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

#

মনিরুল/পাশা/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/১৮১০ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ৪৭৬৮

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ৬ জ্যৈষ্ঠ (২০ মে):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২২ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমকি ৩০ শতাংশ। এ সময় ৫১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৫ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ৭৩৫ জন।

#

দাউদ/পাশা/মোশারফ/জয়নুল/২০২৪/১৭২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৪৭৬৭

বিএসটিআই'কে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করছে

                                                                                                                            -শিল্পমন্ত্রী

ঢাকা, ৬ জ্যৈষ্ঠ (২০ মে):

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এণ্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-কে একটি আন্তর্জাতিক মানের শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিএসটিআই'র সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে দক্ষ জনবল নিয়োগ, যন্ত্রপাতির আধুনিকায়ন, বিশ্বমানের ল্যাবরেটরি স্থাপন, ওয়ানস্টপ সেবা চালু ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব কর্মসূচি পরিপূর্ণভাবে বাস্তবায়িত হলে বিএসটিআই একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে।

মন্ত্রী আজ রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই সভাকক্ষে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বিএসটিআই আয়োজিত 'টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ঐকান্তিক প্রচেষ্টায় আইএসও এর সদস্যপদ প্রাপ্ত প্রতিষ্ঠান বিএসটিআই প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের ভোক্তা সাধারণের জন্য মানসম্পন্ন ভোগ্যপণ্য প্রাপ্তির নিশ্চয়তা বিধানে অত্যন্ত সুনাম এবং সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান বিশ্ব এবং আঞ্চলিক ব্যবস্থার প্রেক্ষাপটে বিএসটিআই'র আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, বিএসটিআই'র জন্য ল্যাবরেটরি সমৃদ্ধ ১০টি আঞ্চলিক কার্যালয় স্থাপন, আমদানি ও রপ্তানি-বাণিজ্যে সহায়তা প্রদানের জন্য চট্টগ্রাম এবং খুলনা বিএসটিআই কার্যালয়কে আধুনিক ল্যাবরেটরি সমৃদ্ধ কার্যালয়ে রূপান্তর, বিএসটিআই’র পদার্থ ও রসায়ন পরীক্ষণ ল্যাবরেটরি সম্প্রসারণের জন্য আরও ৬৮টি নতুন ল্যাব স্থাপন ও বিদ্যমান ল্যাব আধুনিকায়ন, দেশীয় পণ্যের রপ্তানি বৃদ্ধির জন্য বিএসটিআই হালাল সার্টিফিকেট প্রদান, ওজন ও পরিমাপের আধুনিক সেবা নিশ্চিতকরণে ২১টি নতুন ল্যাব স্থাপন ও বিদ্যমান ল্যাব আধুনিকায়ন এবং প্রয়োজনীয় জনবল সৃজন, ইত্যাদি পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া, বিএসটিআই'র কার্যক্রম বিভাগ থেকে জেলা পর্যায়ে সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে।

মন্ত্রী আরো বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জাতিসংঘ যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সঠিক পরিমাপ। সে বিবেচনায় এ বছরের প্রতিপাদ্য বিষয়টি গুরুত্ব বহন করে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও বায়ু দূষণের মতো পরিবেশের জটিল চ্যালেঞ্জগুলো সম্পর্কে ধারণা লাভ এবং মোকাবিলা করার জন্য সঠিক পরিমাপ গুরূত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক পরিমাপ গণনা ও মনিটরিংয়ের মাধ্যমে পরিবেশের কার্বনের পরিমাপ জানা যাবে যা প্রকারান্তরে কার্বন দূষণ রোধে সহায়ক ভূমিকা পালন করবে।

আলোচনা সভায় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা ও এফবিসিসিআই'র প্রেসিডেন্ট মাহবুবুল আলম, বিএসটিআই'র মহাপরিচালক এস এম ফেরদৌস আলম ও বিএসটিআই'র পরিচালক (মেট্রোলজি) প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম বক্তৃতা করেন।

উল্লেখ্য, প্রতিবছর ২০ মে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও 'বিশ্ব মেট্রোলজি দিবস' উদযাপন করা হয়।

#

ফয়সল/ফাতেমা/সিরাজ/রবি/সাজ্জাদ/শামীম/২০২৪/১৬০১ ঘণ্টা

 

 Handout                                                                                                                   Number : 4766

Prime Minister Sheikh Hasina’s skill-based education agenda praised at the Commonwealth

London, 20 May :

Prime Minister Sheikh Hasina’s leadership in Bangladesh’s extraordinary education sector success was praised at the 22nd Conference of Commonwealth Education Ministers held in London on May 16-17. Bangladesh was particularly commended for its recent achievements and transformations in the education sector, in particular for a stronger emphasis on Technical and Vocational Education and Training (TVET) over the past decade, leading to higher employment of young people in the private industry, greater access to IT education and lifelong learning on digital platforms as well as ensuring gender parity in primary, secondary and tertiary education.

Education Minister Mohibul Hassan Chowdhoury led the Bangladesh delegation at the 22nd CCEM and presented the country's statement. He recommended that it is time for the global south to make greater financial investments in both hard and soft infrastructure in the education sector. The Minister also emphasized the need to build robust innovative partnerships with the private sector, international financial institutions, and global funds.

In his country statement, the Education Minister also briefed the Conference on the significant progress of Bangladesh in improving access to education, with efforts focused on enhancing quality and inclusivity across all levels of education. He said, SDG 4 on ensuring inclusive and equitable quality education for our 60 million girls and boys and skill-based higher education for another 30 million, has been at the heart of our Head of Government Sheikh Hasina’s aspirations for an educated, healthy, inclusive and resilient Smart Bangladesh by 2041.

Nobel Peace Laureate Kailash Satyarthi addressed the event as the keynote speaker while the Education Minister provided an update of the SDG 4 progress on behalf of the Asian Commonwealth. He also co-chaired the ministerial roundtable on "Rethinking Education for Skills, Youth Employability, and Decent Work” with Gambia’s Higher Education, Research, Science and Technology Minister Professor Pierre Gomez.

He also met the Commonwealth Secretary-General the Rt Hon Patricia Scotland KC during the conference at the Commonwealth Secretariat. Bangladesh High Commissioner to the UK Saida Muna Tasneem accompanied Education Minister at the Conference.

#

Ashequn/Fatema/Siraj/Robi/Sajjad/Shamim/2024/1523 hours

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৪৭৬৫

রাষ্ট্রপতির সাথে রিহ্যাব প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ৬ জ্যৈষ্ঠ (২০ মে) : 

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, আবাসন মানুষের অন্যতম মৌলিক চাহিদা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে কেউ যেন গৃহহীন না থাকে সে লক্ষ্যে আশ্রয়নসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন। তিনি আরো বলেন, আবাসনখাতের উন্নয়ন ও বিকাশে রিহ্যাবের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ক্রেতারা যাতে প্লট বা ফ্ল্যাট ক্রয় করতে গিয়ে কোনো ধরণের হয়রানির শিকার না হয় সে বিষয়ে রিহ্যাব কর্তৃপক্ষকে সচেষ্ট থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি।

গতকাল বঙ্গভবনে রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। 

সাক্ষাৎকালে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে রিহ্যাবের কার্যক্রম ও তাদের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। এসময় তারা বাংলাদেশের আবাসনখাতে রিহ্যাবের অবদানের কথা তুলে ধরেন। এছাড়া, প্রতিনিধিদল এ খাতে বিরাজমান বিভিন্ন সমস্যা উত্তরণে সরকারের সহযোগিতা কামনা করেন। তারা ডিসেম্বরে অনুষ্ঠিতব্য রিহ্যাব ফেয়ার ২০২৪-এ রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য আমন্ত্রণ জানান। 

 

#

রাহাত/ফাতেমা/সিরাজ/রবি/সুবর্ণা/সাজ্জাদ/মাসুম/২০২৪/১৫১২ ঘন্টা   

 

2024-05-20-15-43-159225b20d479f02e786c7c31d40036a.docx 2024-05-20-15-43-159225b20d479f02e786c7c31d40036a.docx