Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ August ২০১৮

তথ্যবিবরণী 17/8/2018

তথ্যবিবরণী                                                                     নম্বর : ২৩২৬
 
সমাজকল্যাণ মন্ত্রীর সাথে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
 
ঢাকা, ২ ভাদ্র (১৭ আগস্ট) :
 
উত্তর কোরিয়া এখন বিশ্বের শান্তির পক্ষে কাজ করে যাচ্ছে। উত্তর ও দক্ষিণ কোরিয়ায় শান্তি গোটা বিশ্বের শান্তির ক্ষেত্রে বড় ভুমিকা রাখবে। উত্তর কোরিয়া পারমানবিক শক্তি হ্রাস করছে। বিশ্ববাসীর এই শান্তি প্রক্রিয়াকে স্বাগত জানানো উচিৎ।
 
আজ বিকেলে ঢাকায় সমাজকল্যাণ মন্ত্রীর সরকারি বাসভবনে বাংলাদেশে উত্তর কোরিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত প্যাক সং চো সমাজকল্যাণ মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সাথে সাক্ষাৎ করতে এলে মন্ত্রী কথাগুলো বলেন।
 
এ সময় মিঃ প্যাক বলেন, উত্তর কোরিয়া পারমানবিক শক্তি নিরস্ত্রীকরণের জন্য কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে উত্তর কোরিয়ার সাথে শান্তি উদ্যোগ সকলের জন্যই মঙ্গলকর হবে।
 
#
 
মাইদুল/সেলিম/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/২১২০ ঘণ্টা

Handout                                                                                   Number : 2325

 

Foreign Minister pays tribute to Atal Bihari Vajpayee

 

New Delhi, 17 August:

 

          Foreign Minister A.H. Mahmood Ali attended the funeral of the former Prime Minister of India Atal Bihari Vajpayee this afternoon in New Delhi. He offered flower wreath on behalf of the Government and people of Bangladesh at the funeral to show respect to one of the towering leaders of India. The High Commissioner of Bangladesh Syed Muazzem Ali accompanied him at the last rites of the veteran leader.  

 

          In the evening, Foreign Minister met the Indian External Affairs Minister Sushma Swaraj and personally conveyed the condolence on behalf of the Prime Minister of Bangladesh.

#

Mahmud/Mosharaf/Abbas/2018/2044 Hours

তথ্যবিবরণী                                                                     নম্বর : ২৩২৪
 
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের আলোচনায় শিক্ষামন্ত্রী
বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নিতে হবে
 
ঢাকা, ২ ভাদ্র (১৭ আগস্ট) :
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা ও অনুপ্রেরণা নিয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। বাংলার মানুষের মুক্তিই ছিল জাতির পিতার জীবনের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি জাতিকে ঐক্যবদ্ধ ও জাগ্রত করতে নেতৃত্ব দিয়েছিলেন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে পারলেই বঙ্গবন্ধুর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে।  
 
শিক্ষামন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ‘স্মরণে শপথে ১৫ আগস্ট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন এ আলোচনা সভার আয়োজন করে।  
 
শিক্ষামন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বঙ্গবন্ধু এক ও অভিন্ন। তিনি বাঙালি জাতির অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধু চিরকাল বাঙালি জাতির মাঝে বেঁচে থাকবেন। বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে তাঁর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে নতুন প্রজন্মকে বিশ্বমানের জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতাসম্পন্ন করে গড়ে তুলতে হবে।
 
মন্ত্রী আরো বলেন, ৭১’র পরাজয়ের প্রতিশোধ নিতে পরাজিত শক্তি তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে। এটা ছিল ইতিহাসের নিষ্ঠুর কলঙ্কজনক অধ্যায়। এ হত্যাকা- জাতিকে অন্ধকারের দিকে নিয়ে গেছে। ঘাতকরা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে চেয়েছিল, যাতে যে উদ্দেশ্য ও চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, তা বাস্তবায়ন না হয়। বঙ্গবন্ধুকে মুছে ফেলার সব ধরনের চেষ্টা হয়েছে। কিন্তু তারা সফল হয়নি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালে দক্ষিণ এশিয়ায় উন্নত সুখীসমৃদ্ধ রাষ্ট্রে উন্নীত হবে। তিনি বলেন, দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে সরকার কারিগরি শিক্ষার উপর জোর দিচ্ছে। নতুন প্রজন্মকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে। 
 
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. এ এস এম মাকসুদ কামাল, অ্যালামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি মোল্লা মোঃ আবু কায়সার এবং সদস্য সুভাষ সিংহ রায়। এসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকার সভা পরিচালনা করেন। 
#
 
আফরাজ/সেলিম/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৯৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                     নম্বর : ২৩২৩
 
বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু
                                      -- আইনমন্ত্রী
 
ঢাকা, ২ ভাদ্র (১৭ আগস্ট) :
 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ এবং বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন থেকে বুঝতে শিখেছেন, সেদিন থেকেই তিনি জনগণের জন্য কাজ করেছেন, জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। এজন্য তাঁকে ব্রিটিশ ও পাকিস্তান সরকারের শত্রু হতে হয়েছে। তাদের দ্বারা নির্যাতিত হতে ও কারা ভোগ করতে হয়েছে।
 
আজ ঢাকার তেজগাঁও সরকারি শিশু পরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের কর্মসূচির অংশ হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নগদ টাকা, বিছানাপত্র ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এসব কথা বলেন।
 
তিনি বলেন, যে বঙ্গবন্ধু তাঁর দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে বাঙালি জাতিকে একটি স্বাধীন দেশ এনে দিলেন, সেই বঙ্গবন্ধুকে কুচক্রী মহল নির্মমভাবে হত্যা করলো। এমনকি তাঁর দশ বছরের পুত্র রাসেলকে পর্যন্ত হত্যা করা হলো। এটি ভাবতেই অবাক লাগে। শিশু রাসেল বলেছিল, আমি মার কাছে যাবো কিন্তু তাকে মার কাছে নিয়ে যাওয়ার কথা বলে গুলি করে হত্যা করা হয়। আমাদের ভাগ্য ভালো যে, বঙ্গবন্ধুর দুই কন্যা সেদিন বিদেশে ছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করার পর ’৭৫ এর ২৭ সেপ্টেম্বর খোন্দকার মোস্তাক ও জিয়া ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে রেখেছিল। এরশাদ ও খালেদা জিয়ার সরকারও এই নির্মম হত্যাকা-ের বিচার করেনি বরং খুনিদের চাকরি দিয়ে বিদেশে পাঠিয়েছে।
 
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত ৫/৬ জন খুনি বিদেশে অবস্থান করছেন। তাদের ফিরিয়ে এনে সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করার জোর প্রচেষ্টা চলছে। 
 
আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ্ শেখ মোঃ জহিরুল হকের সভাপতিত্বে সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
#
 
রেজাউল/মাহমুদ/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৮২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর : ২৩২২

 

বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা যাবে না

          -- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

কালিয়াকৈর (গাজীপুর), ২ ভাদ্র (১৭ আগস্ট) :

 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করা সম্ভব হলেও তাঁর আদর্শকে হত্যা করা যায়নি। বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা যাবে না। মৃত বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর চেয়েও শক্তিশালী।

 

মন্ত্রী আজ গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক বাস স্ট্যান্ডে জাতীয় শোক দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এছাড়া তিনি আজ কালিয়াকৈরের বিভিন্ন ইউনিয়নের ১০টি স্থানে জাতীয় শোক দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

 

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাঁর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকারী স্বাধীনতা বিরোধীরা এখনও  দেশে-বিদেশে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক, বাংলাদেশের অগ্রযাত্রাকে কিছুতেই ব্যাহত করতে পারবে না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব হলেই তাঁর রক্তের ঋণ কিছুটা শোধ হবে বলে তিনি উল্লেখ করেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের খুনিদের দেশে নিয়ে সাজা কার্যকর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাছাড়া বঙ্গবন্ধুর হত্যাকা-ের মূল পরিকল্পনাকারীদেরও বিচার হবে। স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে জাতীয় জাগরণ সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাঙালি একাত্তরে একতাবদ্ধ ছিল, আজও আছে। বঙ্গবন্ধুর বাংলায় স্বাধীনতা বিরোধীদের স্থান হবে না ।

 

সভায় গাজীপুর জেলা ও কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

#

 

মারুফ/মাহমুদ/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর : ২৩২১

 

সরকার রেল যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছে

                                           -- মুজিবুল হক

 

ঢাকা, ২ ভাদ্র (১৭ আগস্ট) :

 

সীমিত সম্পদ দিয়ে সরকার  রেল যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার  চেষ্টা করছে বলেছেন রেলপথ মন্ত্রী মোঃ  মুজিবুল হক। আজ কমলাপুর  রেলস্টেশনে ঈদ যাত্রার  পরিস্থিতি নিয়ে তিনি এ কথা বলেন।

 

         রেলপথ মন্ত্রী বলেন, বছরের অন্য সময়ের তুলনায় ঈদে যাত্রীর চাপ অনেক বেড়ে যায়। তারপরও আমাদের সীমিত সম্পদ দিয়ে আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। রেলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।

 

          মুজিবুল হক বলেন, বিকাল ৩টা পর্যন্ত ৩২টি ট্রেন কমলাপুর ছেড়ে গেছে।  আগামী দিনেও  সময়মত   ট্রেন  ছাড়বে  বলে তিনি আশা প্রকাশ করেন।

 

           এ সময় উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্জল হোসেন, রেলওয়ের মহাপরিচালক  মোঃ আমজাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা।

 

#

 

শরিফুল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/১৮২০ ঘণ্টা

Todays handout (5).docx Todays handout (5).docx