Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জুন ২০১৬

তথ্যবিবরণী 17.06.2016

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৯৯৬                                 

ভারতের রাষ্ট্রপতির পুত্রের মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন

ঢাকা, ৩ আষাঢ় (১৭ জুন):

          ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পুত্র ও লোকসভার  সদস্য  অভিজিৎ  মুখার্জি আজ বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের বিভিন্ন গ্যালারি পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার ঠাকুরদার অংশগ্রহণের বিষয়ে তিনি স্মৃতিচারণ করেন। এছাড়া তিনি মুক্তিযুদ্ধে বাঙালিদের ওপর যে অত্যাচার করা হয়েছে সে সম্পর্কেও অনেক বই পড়েছেন বলে জানান। ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো মনত্মব্য করে ভবিষ্যতে এ সম্পর্ক আরো উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বর্তমান সরকার বাংলাদেশের প্রতিটি ড়্গেত্রে অনেক উন্নয়ন করছে বলে তিনি অভিমত প্রকাশ করেন। পরিদর্শনকালে মুক্তিযুদ্ধ জাদুঘরের সদস্য সচিব জিয়া উদ্দিন তারিক আলী উপসি'ত ছিলেন।

    অভিজিৎ  মুখার্জি এর পর বিকেলে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে তিনি বাংলাদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং মনত্মব্য বইতে স্বাড়্গর করেন। এ সময় সংসদ সদস্য মাহজাবিন খালেদ, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরম্নল ইসলাম খান এবং সিও মাশকুরা হোসেন উপসি'ত ছিলেন। 
          
         উলেস্নখ্য, তিনি আজ ৩ দিনের সফরে সকাল ৮টায় ভারত থেকে হযরত শাহজালাল আনত্মর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সংসদ সদস্য মুহাম্মদ ফারম্নক খান এবং মাহজাবিন খালেদ বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
                                                                                
#

এমাদুল/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৯২০ ঘণ্টা    

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৯৫

তিন বছরে ঢাকার ৪০ ভাগ কর্মচারীর আবাসন সুবিধা গড়ে তোলা হবে
                                            ---- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ঢাকা, ৩ আষাঢ় (১৭ জুন) :
    ঢাকায় কর্মরত শতকরা ৪০ ভাগ কর্মকর্তা-কর্মচারীর জন্য সরকারি আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। আগামী তিন বছরের মধ্যে এ সুবিধা গড়ে তোলা হবে। বর্তমানে মাত্র আটভাগ সরকারি কর্মকর্তা-কর্মচারী সরকারি আবাসনের সুবিধা পান।
    আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনকালে এ কথা বলেন। গণপূর্ত অধিদপ্তর এসব ভবন নির্মাণ করছে। মন্ত্রী আগারগাঁও, আজিমপুর ও মতিঝিলে নির্মাণাধীন ভবনসমূহ পরিদর্শন করেন।
    তিনি বলেন, বিভিন্ন কোয়ার্টার্সের বর্তমান পুরাতন ভবনগুলো ভেঙে সুউচ্চ বহুতল ভবন নির্মাণ করা হবে। এর ফলে কম জমিতে অধিক সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর আবাসিক সুবিধা গড়ে তোলা যাবে। দেশের জমির পরিমাণ কম। তাই সুউচ্চ আবাসকি ভবন নির্মাণ করে জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে।
    পরিদর্শনকালে মন্ত্রী কাজের অগ্রগতি এবং গুণগতমান দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময়ে তিনি নির্মাণাধীন প্রতিটি ভবনে পৃথক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন এবং সীমানা প্রাচীরের অভ্যন্তর ঘেঁষে পায়ে হাঁটার পথ নির্মাণের নির্দেশ দেন। একইসাথে কোয়ার্টার্সের অভ্যন্তরের খালি জায়গার সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বাসযোগ্য পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করারও নির্দেশ দেন।
    এ সময়ে গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান মুন্সী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আরিফ উর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, আগারগাঁও এলাকায় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৫ তলার আটটি ভবন নির্মাণ করা হচ্ছে। এখানে মোট ৪৪৮ জন কর্মকর্তা-কর্মচারী বসবাস করতে পারবে। এজন্য ব্যয় ধরা হয়েছে ২১৮ কোটি টাকা। এ বছরের ডিসেম্বর মাসের মধ্যে এসব ভবনে কর্মকর্তা-কর্মচারীরা বসবাস করতে পারবে। আজিমপুরে ২৪৮ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ছয়টি ২০তলা ভবন নির্মাণ করা হচ্ছে। এসব ভবনে মোট ৪৫৬ জন কর্মকর্তা-কর্মচারীর আবাসনের ব্যবস্থা হবে। মতিঝিলে চারটি ২০ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। এসব ভবনে ৫৩২ জন কর্মকর্তা-কর্মচারী বসবাস করতে পারবে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪১২ কোটি টাকা। ২০১৮ সালের মধ্যে এসব ভবনের নির্মাণ কাজ শেষ হবে।
#
কিবরিয়া/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৬/১৯৩৩ ঘণ্টা    

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৯৪

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মেনে নেয়া হবে না
                             ---ভূমিমন্ত্রী

পাবনা, ৩ আষাঢ় (১৭ জুন) :
    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, একটি মহল দেশের বর্তমান উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে নাশকতা সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে। সন্ত্রাস ও অরাজক অবস্থা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে তারা। এ অবস্থা কোনভাবেই মেনে নেয়া হবে না। তিনি দেশের উন্নয়নে সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

    তিনি আজ পাবনা সার্কিট হাউসে পাবনা জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।    

    মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ৪০ বছর পর হলেও যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের বিচারের আওতায় এনে তা কার্যকর করেছে। একইভাবে সরকার এসব ষড়যন্ত্রকারীদের চক্রান্ত নস্যাৎ করে দেবে। সরকার সন্ত্রাস ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এজন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। যে কোন মূল্যে দুর্বৃত্তদের অপতৎপরতা বন্ধ করতে হবে।

    মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে পাবনা জেলা প্রশাসক রেখা রাণী বালো, পাবনা পুলিশ সুপার আলমগীর কবীর, র‌্যাব কোম্পানি কমান্ডার মনিরুজ্জামান খান ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#
রেজুয়ান/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৬/১৬১৬ ঘণ্টা    

 

Todays handout (2).doc Todays handout (2).doc