Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ফেব্রুয়ারি ২০১৮

তথ্যবিবরণী ০৯.০২.২০১৮

তথ্যবিবরণী                                                                            নম্বর :  ৪৪৩
 
জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দুবাই যাত্রা
 
ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) : 
 
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২য় গ্লোবাল ডায়ালগ ফর হ্যাপিনেস ও ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ৬ষ্ঠ বিশ্বসভায় অংশগ্রহণের জন্য দুবাইয়ের উদ্দেশে আজ যাত্রা করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। 
 
সংযুক্ত আরব আমিরাত সরকারের আয়োজনে ১০ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ২য় গ্লোবাল ডায়ালগ ফর হ্যাপিনেস ও ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ৬ষ্ঠ বিশ্বসভা অনুষ্ঠিত হবে। প্রতিমন্ত্রীর একান্ত সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মাহবুব হোসেন ইসমাত আরা সাদেকের সফরসঙ্গী হয়েছেন। ১৪ ফেব্রুয়ারি তাঁরা ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে। 
 
#
 
মাসুম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/২০৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                            নম্বর :  ৪৪২
 
বান্দরবানের রাজবিলায় বৌদ্ধবিহার উদ্বোধন
 
বান্দরবান, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) : 
 
বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ১৫ লাখ টাকা ব্যয়ে বুড়িপাড়া বৌদ্ধবিহার উদ্বোধন ও বিহার উৎসর্গ অনুষ্ঠানে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
 
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ের উন্নয়নে বর্তমান সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্যবাসীকে অনেক বেশি ভালোবাসেন বলেই এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য এবং সড়কসহ সর্বক্ষেত্রে  উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত আছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। 
 
  রাজবিলা মৌজার হেডম্যান রুই প্রু অং চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু,  ¤্রাসা খেয়াং এবং তিং তিং ম্যা মার্মাসহ  শতাধিক বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং বিভিন্ন মৌজার হেডম্যান ও  কারবারিবৃন্দ। 
 
#
 
জুলফিকার/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/২০২০ ঘণ্টা
 
New Microsoft Office Word Document.docx New Microsoft Office Word Document.docx