Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ মার্চ ২০১৫

তথ্যবিবরণী 09/03/2015

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৬৯৬
বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়
বাংলাদেশ ক্রিকেট দলকে স্পিকারের অভিনন্দন
                   
ঢাকা, ২৫ ফাল্গুন (৯ মার্চ) :

বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে  জয়ী হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন।

আজ এক অভিনন্দনবার্তায় স্পিকার বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের এ বিজয় সমগ্র বাংলাদেশের বিজয়। এ বিজয় বাংলাদেশের ক্রিকেট তথা সমগ্র বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশ কোয়ার্টার ফাইনালেও নৈপূণ্যপূর্ণ খেলা প্রদর্শনের মাধ্যমে দর্শকদের আনন্দিত করবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদাকে আরো সুপ্রতিষ্ঠিত করবে বলে স্পিকার আশা প্রকাশ করেন।

ডেপুটি স্পিকারের অভিনন্দন

বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে জয়ী হয়ে কোয়ার্টারে ফাইনালে কোয়ালিফাই করায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া বাংলাদেশ জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বাংলাদেশ জয়ী  হয়ে সমগ্র জাতিকে গৌরবান্বিত করেছে। এ অর্জন ক্রিকেট জগতে বাংলাদেশের অবস্থানকে আরো সুদৃঢ় করবে। তিনি ভবিষ্যতেও বাংলাদেশ দলের ধারাবাহিক সাফল্য কামনা করেন।

চিফ হুইপের অভিনন্দন

বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে  জয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ
 আ স ম ফিরোজ বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন।

এক অভিনন্দনবার্তায় তিনি বলেন, বাংলাদেশ জয়ী হয়ে আমাদের জন্য যে আনন্দ ও সম্মান বয়ে এনেছে তা সত্যিই অনন্য। বাংলাদেশের এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

#

শিবলী/সাইফুল্লাহ/রফিকুল/আবব্াস/২০১৫/২১০৫ ঘণ্টা   
 
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৬৯৫
বিশ্বকাপে সাফল্য
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন


ঢাকা, ২৫ ফাল্গুন (৯ মার্চ) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এক অভিনন্দনবার্তায় বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলার অসামান্য গৌরব অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।     এছাড়া বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো বাংলাদেশ দলের কোনো খেলোয়াড়ের সেঞ্চুরি লাভ করায় মাহমুদুল্লাহ রিয়াদকেও প্রধানমন্ত্রী বিশেষভাবে অভিনন্দন জানান।
অভিনন্দনবার্তায় ক্রিকেট ভক্ত প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। দেশ এবং দেশের বাইরে থাকা বাংলাদেশ ক্রিকেটের অগণিত ভক্তকে শুভেচ্ছা জানান।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দল সামনের ম্যাচগুলোতেও বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। রয়েল বেঙ্গল টাইগারের অমিত তেজ ও অদম্য মনোবল নিয়ে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের লাল-সবুজের পতাকা সমুন্নত রাখবে।
    অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অনুষ্ঠিত আজকের এ খেলায় বাংলাদেশ দল ১৫ রানের ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে এ অভূতপূর্ব বিজয় অর্জন করে।
#

সাইফুল্লাহ/রফিকুল/জয়নুল/২০১৫/২১০০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৬৯৪
বিশ্ব নারী দিবসের অনুষ্ঠানে এলজিআরডি প্রতিমন্ত্রী
উন্নয়ন কর্মসূচিতে নারীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান

ঢাকা, ২৫ ফাল্গুন (৯ মার্চ) :
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা নারী সমাজের জীবনমান উন্নয়ন ও সুপ্ত  প্রতিভার বিকাশের মাধ্যমে সুখী, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল জাতি বিনির্মাণের কাজ এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন।
প্রতিমন্ত্রী আজ শাহাবাগে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শেরেবাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত “আন্তর্জাতীক নারী দিবসের তাৎপর্য” শীর্ষক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সংসদ সদস্য হোসনে আরা লুৎফা, সমাজসেবী ডাঃ খন্দকার মোঃ এমদাদুল হক, মোঃ আতাউর রহমান এবং সংগঠনের সাধারণ সম্পাদক মিলন মল্লিক।
    প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীদের সরকারি চাকুরী এবং রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করেছে। তিনি নারী সমাজকে সরকার গৃহীত উন্নয়ন কর্মসূচিতে আরো বেশি বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
    অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতী নারী ও পুরুষদের ক্রেস্ট প্রদান করেন।

#

আহসান/সাইফুল্লাহ/রফিকুল/জয়নুল/২০১৫/২০৪০ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৬৯৩

স্পিকারের সাথে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস

লন্ডন, ৯ মার্চ :
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ লন্ডনে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী হুগো সয়্যার (ঐঁমড় ঝরিৎব) সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্ক আরো বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ যুক্তরাজ্যের পুরোনো বন্ধু এবং এ বন্ধুত্বের সম্পর্ককে আরো সম্প্রসারণের সুযোগ রয়েছে বলেও তাঁরা উল্লেখ করেন।
স্পিকার এসময় দু’দেশের গণতান্ত্রিক উন্নয়নে সিপিএ ও কমনওয়েলথ এর সমন্বিত ভূমিকা জোরদার করার কথা বলেন।
ব্রিটিশ মন্ত্রী বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
#

মঞ্জু/সাইফুল্লাহ/রফিকুল/জয়নুল/২০১৫/২০০০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৬৯২
ওয়ার্ল্ড কাপ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ঢাকা, ২৫ ফাল্গুন (৯ মার্চ) :
    আজ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড কাপ-২০১৫ ইংল্যান্ড-এর বিরুদ্ধে জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। সেই সাথে সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ রিয়াদকেও ক্রীড়া প্রতিমন্ত্রী বিশেষভাবে অভিনন্দন জানান।
    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে পাঠানো এক অভিনন্দনবার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলোয়াড়দের প্রচ- আত্মবিশ্বাস ও টিমস্পিরিট বজায় রাখার ফলেই প্রতীক্ষিত এ বিজয় অর্জিত হলো। তিনি বিজয়ের এই ধারা অব্যাহত রেখে পরবর্তী ম্যাচগুলোতে ভালো ফলাফল উপহার দেয়ার জন্য খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান।
২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা
    ইংল্যান্ড দলের বিরুদ্ধে জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
ক্রীড়া উপমন্ত্রীর অভিনন্দন
    আইসিসি ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড দলের বিরুদ্ধে জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
#

শফিকুল/সাইফুল্লাহ/রফিকুল/জয়নুল/২০১৫/১৯৪৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৬৯১
উদ্যোক্তা তৈরিতে বিসিক-ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় চুক্তি স্বাক্ষর
বিশ্বমানের পণ্য উৎপাদনের ওপর জোর দিলেন শিল্পমন্ত্রী

ঢাকা, ২৫ ফাল্গুন (৯ মার্চ) :
দেশের বিভিন্ন এলাকায় বিসিক স্থাপিত নৈপুণ্য বিকাশ কেন্দ্রগুলোতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ অন্যান্য ট্রেডে প্রশিক্ষণ প্রদান করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এর পাশাপাশি বিসিকে প্রশিক্ষিত যুব সম্প্রদায়কে সৃজনশীল শিল্প উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনোভেশন পার্ক স্থাপন করবে। মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৫ একর জমির ওপর এটি স্থাপন করা হবে। এ পার্ক থেকে যুব সম্প্রদায়কে শিল্প প্রযুুক্তি, প্রশিক্ষণ, কারিগরি ও ঋণ সহায়তা, পণ্যের গুণগত মানোন্নয়ন, বিপণন সহায়তাসহ উদ্যোক্তা সৃষ্টিধর্মী সংযোগ সেবা দেয়া হবে।
এ লক্ষ্যে আজ বিসিক এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বিসিকের চেয়ারম্যান আহমদ হোসেন খান এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম লুৎফর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি ছিলেন।
বিসিক চেয়ারম্যান আহমদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিকের পরিচালক মোঃ আবু তাহের খান। এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফরহাদ উদ্দিন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সবুর খান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. আবুল হাসেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, ড্যাফোডিল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম লুৎফর রহমান এবং প্রোভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম রহমান বক্তব্য রাখেন।  
প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং মুক্তবাজার অর্থনীতির ফলে এক দেশে উৎপাদিত পণ্য দ্রুত অন্য দেশে প্রবেশ করছে। এতে করে নিজেদের উৎপাদিত পণ্যের বাজার ধরে রাখা কঠিন হচ্ছে। এ বাস্তবতায় শিল্পায়নের লক্ষ্য অর্জন করতে হলে বিশ্বমানের পণ্য উৎপাদনের উদ্যোগ নিতে হবে। এর পাশাপাশি উৎপাদিত পণ্যে মূল্য সংযোজন ও অল্প মূল্যে গুণগতমানের পণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।
আমির হোসেন আমু বলেন, একটি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনোভেশন পার্ক স্থাপিত হলে দেশব্যাপী সৃজনশীল তরুণ উদ্যোক্তা সৃষ্টির প্রয়াস জোরদার হবে। এর মাধ্যমে প্রতিবছর দেশের শ্রম বাজারে নতুন করে যে ২০ লাখ মানুষ যুক্ত হচ্ছে, তাদের বড় অংশের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এ উদ্যোগ বাংলাদেশে বিপুল পরিমাণে প্রশিক্ষিত ও দক্ষ জনবল তৈরির পথ প্রশস্ত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
#


জলিল/সাইফুল্লাহ/মোশারফ/জয়নুল/২০১৫/১৯৪০ ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৬৯০

সড়ক পরিবহণমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ২৫ ফাল্গুন (৯ মার্চ) :
    সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির সাথে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার ইবহড়রঃ-চবরৎৎব খধৎধসবব সাক্ষাৎ করেন।
    সাক্ষাৎকালে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈদেশিক অর্থায়নে বাস্তবায়নাধীন এবং গৃহীত প্রকল্পসমূহ নিয়ে আলোচনা হয়।
    এসময় মন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে সড়ক অবকাঠামো উন্নয়নে প্রস্তাবিত এক বা একাধিক প্রকল্পে কানাডা সরকারের অর্থায়নের প্রস্তাব করেন। রাষ্ট্রদূত এসময় জানান, কানাডা সরকার পিপিপিভিত্তিক বিনিয়োগে উৎসাহী। বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে কানাডা সরকারের আগ্রহের কথাও তিনি এসময় ব্যক্ত করেন।
    মন্ত্রী দু’দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
    অর্থনীতির সম্ভাবনাময় খাতসমূহের উন্নয়নে দু’দেশের অব্যাহত অংশীদারিত্ব ভবিষ্যতে আরো বেগবান হবে বলে এসময় প্রত্যাশা ব্যক্ত করা হয়।
#

নাছের/সাইফুল্লাহ/মোশারফ/জয়নুল/২০১৫/১৮৪০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৬৮৯


মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) ভর্তির রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ ১১ মার্চ

ঢাকা, ২৫ ফাল্গুন (৯ মার্চ) :

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) ভর্তির রিলিজ স্লিপ এর তালিকা ১১ মার্চ ২০১৫ তারিখে প্রকাশ করা হবে। এছাড়া ২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স/স্পেশাল এডুকেশন/ডিপ্লোমা (প্রফেশনাল) ডিগ্রির ভর্তির রিলিজ স্লিপ এর তালিকাও একই দিন প্রকাশ করা হবে।
    উভয় ফল ঝগঝ এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যেকোন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে-মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) এর জন্য ঘট<ংঢ়ধপব>অঞগচ<ংঢ়ধপব>জড়ষষ ঘড়. এবং মাস্টার্স/স্পেশাল এডুকেশন /ডিপ্লোমা (প্রফেশনাল) এর জন্য ঘট<ংঢ়ধপব>অঞচগ<ংঢ়ধপব>জড়ষষ ঘড়. লিখে ১৬২২২ নম্বরে মেসেজ পাঠালে ফল জানা যাবে এবং রাত ৯টায় ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং থেকে ফল পাওয়া যাবে।   
    এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং) থেকে জানা যাবে।

ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ

    জাতীয় বিশ^বিদ্যালয়ের ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা ২৮ মার্চ ২০১৫ তারিখ থেকে শুরু হয়ে ৩০/০৫/১৫ তারিখে শেষ হবে।
    এ পরীক্ষার সময়সূচী ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ এবং িি.িহঁ.বফঁ.নফ/ফবমৎবব -এ পাওয়া যাবে।
#

ফয়জুল/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৬০০ ঘণ্টা  

 
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৬৮৭

প্রবাসী বাংলাদেশিরা প্রত্যেকে বাংলাদেশের দূত  
                         - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিউইয়র্ক, ৯ মার্চ :
    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য প্রবাসে তুলে ধরে বিদেশে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টিতে প্রবাসী বাংলাদেশিরা ভূমিকা রেখে যাচ্ছে। তারা প্রত্যেকে বাংলাদেশের দূত হিসেবে কাজ করছে।
    আজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আগমন উপলক্ষে গাজীপুর জেলা সমিতি, নিউইয়র্ক অয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
    মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ বিশ্বে এক রোল মডেল এবং বাংলাদেশি পণ্য একটি ব্রান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি প্রবাসী বাংলাদেশিদের নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও ভাষাচর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
    আলোচনায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও গাজীপুর জেলা সমিতি, নিউইয়র্ক-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#

মারুফ/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫৩০ ঘণ্টা  

 

Todays handout (8).doc Todays handout (8).doc