Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ মে ২০১৭

তথ্যবিবরণী ১৩ মে ২০১৭

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১২৯৭

মো. ফজলুর রহমানের নামাজে জানাজায় প্রাথমিক ও গণশিড়্গা মন্ত্রী
 

ঢাকা, ৩০ বৈশাখ (১৩ মে):

    জাতীয় প্রাথমিক শিড়্গা একাডেমি (নেপ) এর মহাপরিচালক মো. ফজলুর রহমানের প্রথম নামাজে জানাজা ঢাকার মালিবাগের বাগানবাড়ী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও গণশিড়্গা মন্ত্রী  
মো. মোসত্মাফিজুর রহমান এতে অংশগ্রহণ করেন। এছাড়া, নামাজে জানাজায় অংশগ্রহণ করেন প্রাথমিক ও গণশিড়্গা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
    
    উলেস্নখ্য, মহাপরিচালক মো. ফজলুর রহমান আজ সকাল ৭টায় অফিসের কাজে মাইক্রোবাস যোগে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে মর্মানিত্মক সড়ক দুর্ঘটনায় গুরম্নতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন (ইন্নালিলস্নাহে ---রাজিউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও একপুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

#

রবী/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২২০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ১২৯৬

জীবিত সকল মুক্তিযোদ্ধার বক্তব্য  রেকর্ড করে রাখা হবে
                                      -- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

পাবনা, ৩০ বৈশাখ (১৩ মে) :

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জীবিত সকল মুক্তিযোদ্ধার বক্তব্য রেকর্ড করে রাখা হবে এবং তা একত্রিত করে ইতিহাস হিসেবে সংরড়্গণ করা হবে।

তিনি আজ পাবনা জেলার ফরিদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপেস্নক্স উদ্বোধন শেষে এক মুক্তিযোদ্ধা সমাবেশে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য সরকার আনত্মরিকভাবে কাজ করছে। সম্মানী ভাতা দশ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। বিনামুল্যে চিকিৎসাসেবা প্রদান করার ব্যবস'া নেয়া হচ্ছে। উপজেলা ও জেলা সদরে অসহায় ভূমিহীন মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বাড়ি নির্মাণ করার প্রকল্প নেয়া হয়েছে।

মন্ত্রী আরো বলেন, মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনের করা হবে যেন দেখলেই বুঝা যায় সেটি মুক্তিযোদ্ধার কবর। যেসব জায়গায় পাক সেনাদের বিরম্নদ্ধে যুদ্ধ হয়েছিল সেসব জায়গায় মুক্তিযুদ্ধ স্মৃতিসত্মম্ভ নির্মাণ করা হবে।  তিনি বলেন, খাতির করে নয় সঠিক যাছাই বাছাই করেই মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করা হবে। আমি দায়িত্বে থাকাকালীন জেনেশুনে অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করা হবে না। মুক্তিযোদ্ধাদের জন্য আধুনিক পদ্ধতিতে চূড়ানত্ম সনদ ও পরিচয়পত্র তৈরি করা হয়েছে। এই সনদ ও পরিচয়পত্র আধুনিক প্রযুক্তির নিরাপত্তা সংবলিত যা নকল বা  জালিয়াতি করা যাবে না। চলমান যাচাই বাছাই শেষ হলেই এ সার্টিফিকেট বিতরণ করা হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মকবুল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরম্নপ চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ এর ব্যবস'াপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি অঞ্জন চৌধুরী  পিন্টু, পাবনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব, ফরিদপুর উপজেলা চেয়ারম্যান মো. খলিলুর রহমান, পৌরসভার মেয়র খ ম কামরম্নজ্জামান মাজেদ প্রমুখ।

উলেস্নখ্য, সকল উপজেলায় মুক্তিযোদ্ধা কমপেস্নক্স নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় দুই কোটি বিয়ালিস্নশ লাখ টাকা ব্যয়ে এ কমপেস্নক্স নির্মাণ করা হয়। পরে মন্ত্রী একই জেলার ভাঙ্গুরা উপজেলা কমপেস্নক্সও উদ্বোধন করেন।

#

মারম্নফ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১২৯৫

নেপ মহাপরিচালকের মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর শোক
 

ঢাকা, ৩০ বৈশাখ (১৩ মে):

    জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এর মহাপরিচালক মোঃ ফজলুর রহমান আজ সকাল ৭টায় অফিসের কাজে মাইক্রোবাস যোগে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহে ---রাজিউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও একপুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    এ অকাল মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী  মোঃ মোস্তাফিজুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামানও শোক প্রকাশ করেছেন।

 

#
রবী/সেলিম/সঞ্জীব/আবব্াস/২০১৭/১৮৩৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১২৯৪

সংবাদপত্রের মাধ্যমে জাতি ও সরকার নিজেদের মধ্যে কথা বলে
                                                                  ---স্পিকার

ঢাকা, ৩০ বৈশাখ (১৩ মে):

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্যু জনগণের  কল্যাণে নিবেদিত থেকে জনগণের জন্য নিজেকে উৎসর্গ করে গেছেন। দীর্ঘ ২৪ বছরের জেল জুলুম হুলিয়াকে উপেক্ষা করে বাঙালি জাতিকে উপহার দিয়েছিলেন স্বাধীনতার রক্তিম পতাকা। বিশ্বের মানচিত্রে সূচিত হয়েছিল সার্বভৌম বাংলাদেশ। রাজনৈতিক স্বাধীনতা অর্জনের পর তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে নিরলস নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, যার লক্ষ্য ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত  উন্নত বাংলাদেশ নির্মাণ।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম ঢাকা (সিডিজেফডি) আয়োজিত বার্ষিক সাধারণ সভা-২০১৭ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

স্পিকার বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন মিডিয়ার মাধ্যমে গণমাধ্যম সমাজের চিত্র প্রস্ফুটিত করে। লেখনির মাধ্যমে সাংবাদিক সমাজ যে দায়িত্ব পালন করেন তা অত্যন্ত গর্বের ও গৌরবের। মেধা ও দক্ষতা বিকশিত করে জনগণের কল্যাণে কাজ করে গেলে নানা  বাধাবিপত্তি আসতে পারে সকল প্রতিকূলতার ঊর্ধ্বে উঠে সুপ্ত প্রতিভার বিকাশে এগিয়ে যেতে তিনি সাংবাদিক সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানান।

‘সংবাদপত্রের মাধ্যমে জাতি ও সরকার নিজেরা নিজেদের মধ্যে কথা বলে’ÑÑউক্তিটি উল্লেখ করে তিনি বলেন, ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামসহ জনগণের বিভিন্ন সমস্যা তুলে ধরতে সাংবাদিক সমাজ ঝুঁকি নিয়ে কঠিন দায়িত্ববোধ ও দায়বদ্ধতা থেকে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। গণতন্ত্রকে সুসংহত করতে সাংবাদিক সমাজ নির্ভীকভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক সমাজের অধিকারের বিষয়ে অত্যন্ত সচেতন। সরকার সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট গঠন করে দুস্থ ও অস্বচ্ছল সাংবাদিকদের সেবা প্রদান করে যাচ্ছে, যেখানে প্রতিবছর দুই থেকে তিন কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। এছাড়াও সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠন ও বাস্তবায়নের প্রতিও রয়েছে তাঁর সজাগ দৃষ্টি।

তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে পরিণত করেছেন উন্নয়নের রোল মডেলে। সে কারণে দায়িত্ববোধের জায়গা থেকে স্পিকার সকলকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

#
তারিক/সেলিম/সঞ্জীব/আবব্াস/২০১৭/১৮২১ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১২৯৩

 সেবার মান বাড়াতে চিকিৎসকদের এগিয়ে আসতে হবে
                    ---ভূমিমন্ত্রী

পাবনা, ৩০ বৈশাখ (১৩ মে):


    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, পল্লী চিকিৎসকদেরকে সেবা গ্রহীতাদের ঘরে ঘরে যেতে হবে। স্বাস্থ্য সেবার মান বাড়াতে মহিলা পল্লী চিকিৎসকদেরও এগিয়ে আসতে হবে।

    আজ পাবনায় দোয়েল চত্বরে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি পাবনা জেলা শাখার বার্ষিক সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।

    ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সারাদেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। বিএনপি-জামাত ক্ষমতায় এসে উন্নয়নের ধারা বন্ধ করে দেয়। তারা কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। গ্রামের সাধারণ মানুষ এ কমিউনিটি ক্লিনিক থেকে বিনা পয়সায় ৩০ ধরনের ওষুধ পায়। এ সরকার ২০০৮ সালে ক্ষমতায় এসে পুনরায় কমিউনিটি ক্লিনিক চালু করে। নারী-পুরুষ, শিশুরা অনায়াসেই সেখান থেকে স্বাস্থ্য সেবা পাচ্ছেন। মন্ত্রী বলেন, সনদধারী পল্লী চিকিৎসকদের চিকিৎসা চালিয়ে যেতে সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। তিনি বলেন, প্রাথমিক চিকিৎসা প্রদানসহ বড় বড় জটিল রোগের চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন তারা।

    মন্ত্রী আরো বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রযুক্তি জ্ঞানসম্পন্ন আধুনিক জাতি গঠন এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের কাতারে দাঁড় করাতে সরকার দেশব্যাপী উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে।

#
রেজুয়ান/সেলিম/সঞ্জীব/আবব্াস/২০১৭/১৭৩৩ ঘণ্টা


 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১২৯২

সুইডেনের জ্বালানি মন্ত্রীর সাথে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

স্টকহোম (সুইডেন), ১৩ মে:

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল সুইডেনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সুইডেনের নীতি সমন্বয়ক ও জ্বালানি মন্ত্রী (গরহরংঃবৎ ভড়ৎ চড়ষরপু ঈড়ড়ৎফরহধঃরড়হ ধহফ ঊহবৎমু) ইব্রাহিম বেল্যানের (ওনৎধযরস ইধুষধহ ) সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেন। এ সময় তারা পারষ্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
    প্রতিমন্ত্রী সুইডেনে আমন্ত্রণ জানানোর জন্য  ইব্রাহিম বেল্যানকে ধন্যবাদ দিয়ে বলেন, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত বিনিয়োগের জন্য বিপুল সম্ভাবনাময় একটি খাত। নরডিক অঞ্চলের দেশসমূহের বিনিয়োগ বাড়াতে সহযোগিতা কামনা করে বলেন, নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সোলারে সুইডেনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। জনপ্রতি বেশি বিদ্যুৎ ব্যবহার করলেও কম কার্বন নিঃসরণ, বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প প্রতিষ্ঠানসমূহের সহাবস্থানের প্রশংসা করে প্রতিমন্ত্রী সুইডেনের এ মডেলও অনুসরণ করার আগ্রহ ব্যক্ত করেন। এ সময় সঞ্চালন ব্যবস্থা, বিতরণ ব্যবস্থা, বিদ্যুতের চাহিদা ও যোগান, নাবায়ণযোগ্য জ্বালানি, বর্জ্য থেকে বিদ্যুৎ, সাশ্রয়ী জ্বালানি, লোড ব্যবস্থা, স্মার্ট গ্রিড ও মিটার, বিদ্যুৎ কেন্দ্রসমূহের রক্ষণাবেক্ষণ, সার্বিক ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী মানবসম্পদ উন্নয়নে সুইডেনের সহযোগিতা কামনা করেন।
    সুইডেনের নীতি সমন্বয়ক ও জ্বালানি মন্ত্রী ইব্রাহিম বেল্যান এ সময় নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনায় একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বাংলাদেশিদের প্রশিক্ষণ দেয়ার বিষয়ে আশ্বাস দিয়ে বলেন, সম্ভাবনাময় ক্ষেত্রগুলো পারষ্পরিক আলোচনার মাধ্যমে বের করতে হবে।
    এ সময় অন্যান্যের মাঝে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভী, পাওয়ারসেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, ¯্রডোর সদস্য সিদ্দিক যোবায়ের, পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল বেরুণি, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিঃ জেঃ শহীদ সারওয়ার (অবঃ) ও বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত যোহান ফ্রিসেল (ঔঙঐঅঘ ঋজওঝঊখখ ) উপস্থিত ছিলেন।

#
আসলাম/সেলিম/সঞ্জীব/আবব্াস/২০১৭/১৭২৮ ঘণ্টা

 

Todays handout (3).docx Todays handout (3).docx