Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd মে ২০১৭

তথ্যবিবরণী ২৩ মে ২০১৭

Handout                                                                                                           Number : 1421

 

'Creative Bangladesh' project to create skilled entrepreneurs

 

Dhaka, May  23 :

 

            Skilled and trained entrepreneur is needed to decrease unemployment rate and create employment opportunities by increasing investment in the country. In this regard, the DU Innovation & Entrepreneurship Lab (DU ie-Lab), University of Dhaka (DU) is going to implement a project titled 'Creation of Entrepreneurs and Intrapreneurs through Accelerating Innovation and Entrepreneurial Ecosystem in Bangladesh (CREATIVE BANGLADESH)' in order to materialize Vision-2021 and to build a developed Bangladesh by 2041 by making skilled and trained entrepreneurs in the country. The overall objective of the project is to develop and accelerate innovation and entrepreneurial ecosystem in Bangladesh.

 

            Korea International Cooperation Agency (KOICA) has given primary consent to provide financial and technical assistance for the project. Bangladesh Investment Development Authority (BIDA) will provide policy and advocacy related support to the project. A meeting in this regard was held today afternoon at BIDA board room with its executive chairman Kazi M Aminul Islam in the chair.

                                                                                                                                 

            BIDA Executive Chairman said, 'One of the main focuses of our organization is innovation. Good quality skilled and trained entrepreneur development is imperative to escalate GDP growth from 7 to two digits by increasing investment and employment in the country. It is essential to implement the project as a very important fast track national project'.

 

            A powerpoint presentation on the project was delivered by Rashedur Rahman, Assistant Professor, Department of Organization Strategy and Leadership, University of Dhaka.

 

            Metropolitan Chamber of Commerce and Industries (MCCI), Dhaka Chamber of Commerce and Industries (DCCI) and Bangladesh Employers Federation (BEF) has agreed to work together with the project as industry partner, and National Skills Development Council (NSDC), Small and Medium Enterprise Foundation (SMEF) and Bangladesh University of Engineering and Technology (BUET) as knowledge partner.

 

            Representatives of Dhaka University Innovation & Entrepreneurship lab and KOICA were present at the meeting.

 

            According to the meeting sources, a Memorandum of Understanding (MoU) regarding this will be signed between BIDA and Dhaka University in the next meeting.

 

#

 

Faisal/Mahmud/Sanjib/Selim/2017/2100 Hrs

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১৪২০

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 

ঢাকা, ৯ জ্যৈষ্ঠ (২৩ মে) :
দশম জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩১তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। 
কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মোঃ আতিউর রহমান আতিক, মোঃ আবু জাহির, এম আবদুল লতিফ এবং নাসিমা ফেরদৌসী বৈঠকে অংশগ্রহণ করেন। 
বৈঠকে বিদ্যুতের সাময়িক সমস্যা আগামী ২-৩ দিনের মধ্যে সমাধানের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করার সুপারিশ করা হয়। এ সাময়িক সমস্যা নিরসনে জনপ্রতিনিধি এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী সম্মিলিতভাবে সঠিকভাবে দায়িত্ব পালনেরও সুপারিশ করা হয়। 
কমিটি বিদ্যুৎ বিভাগের প্রকল্পকাজ নির্ধারিত সময়ের মধ্যে উৎপাদনে যেতে ব্যর্থ হয়েছে তাদের প্রকল্প বাতিলের সুপারিশ করে। এছাড়া সোলার প্লান্ট স্থাপনের ওপর গুরুত্বারোপ করে নতুন প্রকল্প গ্রহণেরও সুপারিশ করে।
বৈঠকে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আহ্বানের সুপারিশ করা হয়। আসন্ন মাহে রমজানে নিরবছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখারও সুপারিশ করা হয়।
কমিটি পাওয়ার প্ল্যান্ট প্রকল্পেও কাজ নকশা অনুযায়ী সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নের সুপারিশ করে। এছাড়া গ্যাসের ওপর সকল ধরনের ট্যাক্স ও ভ্যাটমুক্ত করার সুপারিশ করে।
২০১৮ সালের মধ্যে দেশের সর্বত্র বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সাব-কন্ট্রাক্ট না দিয়ে ঠিকাদারদের নিজস্ব লোক দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে পল্লী বিদ্যুৎ সংযোগ দেয়ার সুপারিশ করে। এ ছাড়া কোনক্রমেই বিদ্যুৎ সংযোগ দেয়ার কার্যাদেশ বর্ধিত না করার সুপারিশ করে।
বৈঠকে হবিগঞ্জ জেলায় পিডিবি’র পরিত্যক্ত স্থানে বিদ্যুৎ গ্রিডের সাব-স্টেশন স্থাপন করার সুপারিশ করে।
কমিটি পরিবেশ দূষণ রোধে সিএফএল বাতি ব্যবহার নিরুৎসাহী করে এলইডি বাতি ব্যবহার বৃদ্ধির সুপারিশ করে।
বৈঠকে বিদ্যুৎ বিভাগের সচিব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

হালিম/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০৩০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১৪১৯
দক্ষ উদ্যোক্তা তৈরি করবে ক্রিয়েটিভ বাংলাদেশ প্রকল্প
ঢাকা, ৯ জ্যৈষ্ঠ (২৩ মে) :
    দেশে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বেকারত্ব হ্রাস ও কর্মসংস'ান সৃষ্টির জন্য সর্বাগ্রে প্রয়োজন দক্ষ ও প্রশিক্ষিত উদ্যোক্তা। এ লক্ষ্যে দেশে দক্ষ ও প্রশিক্ষিত উদ্যোক্তা তৈরির মাধ্যমে রূপকল্প ২০২১ বাসত্মবায়ন ও ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনোভেশন এন্ড এন্টিপ্রেনিউরশিপ ল্যাব (উট রব-খধন) ‘ঈৎবধঃরড়হ ড়ভ ঊহঃৎবঢ়ৎবহবঁৎং ধহফ ওহঃৎধঢ়ৎবহবঁৎং ঃযৎড়ঁময অপপবষবৎধঃরহম ওহহড়াধঃরড়হ ধহফ ঊহঃৎবঢ়ৎবহবঁৎরধষ ঊপড়ংুংঃবস রহ ইধহমষধফবংয (ঈজঊঅঞওঠঊ ইঅঘএখঅউঊঝঐ)’ নামে ৩ বছর মেয়াদী একটি প্রকল্প বাসত্মবায়ন করতে যাচ্ছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে ইনোভেশন ও উদ্যোক্তা ইকোসিস্টেম উন্নয়ন তথা ত্বরান্বিত করা।
    কড়ৎবধ ওহঃবৎহধঃরড়হধষ ঈড়ড়ঢ়বৎধঃরড়হ অমবহপু (কঙওঈঅ) প্রকল্পটি বাসত্মবায়নে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করতে প্রাথমিকভাবে সম্মতি প্রদান করেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ প্রকল্পটির পলিসি ও অ্যাডভোকেসি সংক্রানত্ম সহায়তা প্রদান করবে। এ সংক্রানত্ম এক সভা আজ বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলামের সভাপতিত্বে বিডা’র বোর্ডরম্নমে অনুষ্ঠিত হয়।
    বিডা’র নির্বাহী চেয়ারম্যান বলেন, আমাদের প্রতিষ্ঠানের অন্যতম প্রধান ফোকাস হচ্ছে ইনোভেশন। দেশে বিনিয়োগ ও কর্মসংস'ান বৃদ্ধির মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধি ৭ থেকে দুই ডিজিটে উন্নীত করতে গুণগত মানসম্পন্ন দক্ষ ও প্রশিক্ষিত উদ্যোক্তা উন্নয়ন অত্যাবশ্যক। তিনি বলেন, প্রকল্পটি একটি অতি গুরম্নত্বপূর্ণ জাতীয় পর্যায়ের প্রকল্প হিসেবে বাসত্মবায়ন জরম্নরি। কেননা, প্রকল্পটি বাসত্মবায়িত হলে দেশের তৃণমূল পর্যায়ে দক্ষ বিনিয়োগকারী ও উদ্যোক্তা গড়ে উঠবে এবং জেলা-উপজেলা পর্যায়ে বিনিয়োগ উন্নয়ন ও সহায়তা ইউনিট ফলপ্রসূভাবে কাজ করতে পারবে।
    প্রকল্প সংক্রানত্ম বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান কৌশল ও নেতৃত্ব (ঙৎমধহরুধঃরড়হ ঝঃৎধঃবমু ্‌ খবধফবৎংযরঢ়) বিভাগের সহকারী অধ্যাপক মো. রাশেদুর রহমান।
    উলেস্নখ্য, প্রকল্পটিতে শিল্প অংশীদার হিসেবে গবঃৎড়ঢ়ড়ষরঃধহ ঈযধসনবৎ ড়ভ ঈড়সসবৎপব ধহফ ওহফঁংঃৎরবং (গঈঈও), উযধশধ ঈযধসনবৎ ড়ভ ঈড়সসবৎপব ধহফ ওহফঁংঃৎরবং (উঈঈও) ও ইধহমষধফবংয ঊসঢ়ষড়ুবৎং ঋবফবৎধঃরড়হ (ইঊঋ) এবং নলেজ (জ্ঞান) অংশীদার হিসেবে ঘধঃরড়হধষ ঝশরষষং ফবাবষড়ঢ়সবহঃ ঈড়ঁহপরষ (ঘঝউঈ), ঝসধষষ ধহফ গবফরঁস ঊহঃবৎঢ়ৎরংব ঋড়ঁহফধঃরড়হ (ঝগঊঋ) এবং ইধহমষধফবংয টহরাবৎংরঃু ড়ভ ঊহমরহববৎরহম ধহফ ঞবপযহড়ষড়মু (ইটঊঞ) কাজ করতে একমত হয়েছে।
    সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ইনোভেশন এন্ড এন্ট্রাপ্রেনারশিপ ল্যাব এবং কঙওঈঅ এর প্রতিনিধিবৃন্দ উপসি'ত ছিলেন।
    বৈঠক সূত্র জানায়, পরবর্তী বৈঠকে বিডা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ সংক্রানত্ম একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
#
ফয়সল/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৭/১৯০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৪১৮

সাহিত্য-সংস্কৃতি ধারকদের জীবন ও কর্ম নিয়ে গ্রন' প্রকাশ করবে তথ্য মন্ত্রণালয়
 
ঢাকা, ৯ জ্যৈষ্ঠ (২৩ মে) :
    
    তথ্য মন্ত্রণালয় সাহিত্য-সংস্কৃতিধারকদের জীবনচিত্র ও কর্ম সংরক্ষণ, গবেষণা ও গ্রন'াকারে প্রকাশ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

    আজ রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘সওগাত ও বেগম পত্রিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ১৮ মে আনত্মর্জাতিক জাদুঘর দিবস উদ্‌যাপন উপলক্ষে জাতীয় জাদুঘর তাদের কর্মসূচির অংশ হিসেবে  এর আয়োজন করে।

    তথ্যমন্ত্রী বলেন, বৈষম্যমুক্ত, অসামপ্রদায়িক ও সুশাসনের সমাজ গড়তে ‘সওগাত’ সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন, ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগম, দাদাভাই হিসেবে খ্যাত রোকনুজ্জামান খানের মতো সাহিত্য-সংস্কৃতিসেবীদের চেতনা আমাদের পাথেয়। তাদের জীবন ও কর্ম নিয়ে গবেষণা ও তা প্রকাশের জন্য তথ্য মন্ত্রণালয় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটকে নির্দেশ দিয়েছে।

    ব্র্রিটিশ ও পাকিসত্মানি শাসনামলে বাংলা সাহিত্য ও সাংবাদিকতার চর্চার পথিকৃৎ এই গুণিজনরা যে বাঙালি জাতীয়তাবাদের চেতনা ধারণ করেছেন, সেই ভিত্তির ওপর আমরা আমাদের ভবিষ্যৎ নির্মাণ করছি, বলেন হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘তাদের সময়েও প্রতিকূলতা ছিল, এখনও রয়েছে এবং আমরা সংগ্রামে রয়েছি।’

    ভাষাসংগ্রামী ও রবীন্দ্র গবেষক আহমদ রফিকের সভাপতিত্বে সাহিত্যিকদের মধ্যে আলী ইমাম, বেগম মমতাজ হোসেন, সেলিনা খালেক ও ফ্লোরা নাসরীন খান সভায় আলোচনা অংশ নেন।

#

আকরাম/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৭/১৯২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৪১৭

গণমাধ্যম উস্কানিযন্ত্র নয় 
              -- তথ্যমন্ত্রী

ঢাকা, ৯ জ্যৈষ্ঠ (২৩ মে) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘গণমাধ্যম উস্কানিযন্ত্র নয়, সংবাদপত্র মিথ্যা প্রচারপত্র নয়, আর গণতন্ত্র জঙ্গি-রাজাকার-আগুনসন্ত্রাসীদের হালাল করার আশ্রয় নয়।’ 
আজ রাজধানীতে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের প্রথম নারী সাধারণ সম্পাদক হিসেবে ফরিদা ইয়াসমিনের যুক্তরাষ্ট্রের স্পেশাল কংগ্রেশনাল অ্যাওয়ার্ড প্রাপ্তি উপলক্ষে সংবর্ধনা কমিটি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় গণতন্ত্র ও গণমাধ্যমের পবিত্রতা ও স্বচ্ছতা বর্ণনাকালে তিনি একথা বলেন। 
এ বিশেষ সম্মাননা অর্জনের জন্য পেশাগত জীবনে গত দুই দশক ধরে দৈনিক ইত্তেফাকে কর্মরত সাংবাদিক ফরিদা ইয়াসমিনকে অভিনন্দন জানিয়ে তথ্যমন্ত্রী এ সময় বলেন, জাতির ইতিহাসের মোড়গুলোতে গণমাধ্যমকর্মীরা যে অবদান রেখেছেন তা স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। বায়ান্ন’র ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যূত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন এবং সাম্প্রতিককালে জঙ্গি ও আগুনসন্ত্রাসীদের মোকাবিলায় গণমাধ্যমের সাহসী ভূমিকা চিরস্মরণীয়।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, সংসদ সদস্য সানজীদা খানম, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 
সাংবাদিকতায় অবদানের জন্য ইতঃপূর্বে বাংলাদেশ মহিলা পরিষদ পদক, ‘উইমেন লিড দ্য নেশন’, জাতীয় প্রেসক্লাব লেখক সম্মাননাসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত ফরিদা ইয়াসমিন যুক্তরাষ্ট্রের স্পেশাল কংগ্রেশনাল অ্যাওয়ার্ড প্রাপ্তি উপলক্ষে এ সংবর্ধনা আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান।
#

আকরাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/১৯৩০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৪১৬

সরকার নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করেছে
                                       -- প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
 
ঢাকা, ৯ জ্যৈষ্ঠ (২৩ মে) :

সরকার মানুষের জীবন ও স্বাস'্য সুরড়্গায় নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করেছে। এ জন্য দড়্গ ও কার্যকর কর্তৃপড়্গ প্রতিষ্ঠা করার জন্য নিরাপদ খাদ্য আইন প্রণয়ন করা হয়েছে। এ আইনের অধীন ৬৪টি জেলা ও ৬টি মেট্রোপলিটন এলাকার জন্য বিশুদ্ধ খাদ্য আদালত গঠন করা হয়েছে।

পলস্নী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ আজ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাসত্মবায়ন সোসাইটির বর্ষপূতি উপলড়্গে ভেজালমুক্ত ও পরিবেশসম্মত দেশ গঠন বিষয়ক এক আলোচনা সভা ও হিউম্যান রাইটস এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতকালে এসব কথা বলেন।

 সোসাইটির চেয়ারম্যান এম ইব্রাহীম পাটোয়ারীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য হাবিবুর রহমান মোলস্না ও সানজিদা খানম, সংগঠনের নেতা হাজী মোজাফফর হোসেন ও আবুল কালাম আজাদ।  

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ ও জীববৈচিত্র্য সংরড়্গণ ও উন্নয়নে সরকারের পাশাপাশি বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাসত্মবায়ন সোসাইটির ন্যায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে পরিকল্পিত কর্মসূচি নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি সোসাইটির কর্মযজ্ঞকে তৃণমূল মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। তিনি সংগঠনটিকে সার্বিক সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।

পরে প্রতিমন্ত্রী সোসাইটির পড়্গ থেকে সমাজের বিভিন্ন ড়্গেত্রে অবদান রাখা গুণিজন ও পরিবেশ বিষয়ে সফল শিল্প প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা পদক বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

#

আহসান/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৭/১৮৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৪১৫

মূল্যবৃদ্ধি বা সংকট সৃষ্টির সুযোগ নেই
                       -- বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ৯ জ্যৈষ্ঠ (২৩ মে) : 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত চাহিদার চেয়ে অনেক বেশি রয়েছে। সরবরাহও স্বাভাবিক রয়েছে। কোন পণ্যের সংকট বা মূল্যবৃদ্ধির সম্ভাবনা নেই। কোন পণ্যের মূল্যবৃদ্ধি বা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক করা হয়েছে। ভোক্তারা যাতে কষ্ট না পায়, সে জন্য ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূািমকা রাখতে হবে। 
তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে ঢাকায় ব্রুনাই দারুসালামের রাষ্ট্রদূত ঐধলধয গধংঁৎধর ইরহঃর ঐধলর গধংৎর–এর  সাথে মতবিনিময় করে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ব্রুনাই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। কিন্তু ব্রুনাইয়ের সাথে বাংলাদেশের বাণিজ্য খুব বেশি নয়। গত অর্থবছরে সেখানে রপ্তানি হয়েছে ১ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার, একই সময়ে আমদানি হয়েছে ৩ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার। ব্রুনাইয়ের সাথে বাণিজ্য বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে। ব্রুনাইকে বাংলাদেশে স্পেশাল ইকনোমিক জোনে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধাগুলো ব্রুনাইকে জানানো হয়েছে। সুবিধাজনক সময়ে দু’দেশের ব্যবসায়ীরা উভয় দেশ সফর করবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুন্সী শফিউল হক এবং ডব্লিউটিও সেলের মহাপরিচালক মুনির চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
#

লতিফ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/১৮২০ঘণ্টা 


তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১৪১৪  

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি কর্মসূচি
ঢাকা, ৯ জ্যৈষ্ঠ (২৩ মে) : 
আগামী ১১ জ্যৈষ্ঠ ১৪২৪ (২৫ মে ২০১৭) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী। জাতীয় পর্যায়ে কবি নজরুলের  জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। 
এ বছর জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান হবে ঢাকায়। ২৫ মে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকাল সাড়ে তিনটায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সভাপতি ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেবেন জাতীয় কবির পৌত্রী খিলখিল কাজী। স্বাগত বক্তব্য দেবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ ইব্রাহীম হোসেন খান।
এ বছর জাতীয় কবির ১১৮তম জন্মবার্ষিকী উদ্যাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সা¤্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিরোধী সৈনিক নজরুল’। উদ্বোধন অনুষ্ঠানে এ বিষয়ে স্মারক বক্তব্য দেবেন অধ্যাপক সৌমিত্র শেখর।
উদ্বোধন অনুষ্ঠানে আলোচনার পর বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও নজরুল ইনস্টিটিউটের আয়োজনে ৩০ মিনিটের একটি সাংস্কৃতিক পর্ব থাকবে।
জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে ২৫ মে সকাল সাড়ে ছয়টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও এর অঙ্গপ্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। নজরুল ইনস্টিটিউট ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।
জাতীয় কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশাল, কুমিল্লার দৌলতপুর ও চট্টগ্রামে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় তাঁর ১১৮তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হবে।
নজরুল ইনস্টিটিউট জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণিকা ও পোস্টার মুদ্রণ করবে এবং কাজী নজরুল ইসলামকে বর্তমান প্রজন্মের সাথে পরিচিত করার লক্ষ্যে কবির ছবি, পোস্টার ও বই প্রদর্শনীর আয়োজন করবে। গণগ্রন্থাগার অধিদপ্তর বই প্রদর্শনী, পাঠ প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করবে।
ঢাকাসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় কবির জন্মবার্ষিকী যথাযোগ্যভাবে উদ্যাপন করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহ এ উপলক্ষে কর্মসূচি গ্রহণ করবে।
জাতীয় কবিকে নিয়ে বিভিন্ন টেলিভিশনে প্রচারিত ভিডিওচিত্রসমূহ সংগ্রহ করে বিশেষত জাতির পিতার পরিবারের সাথে কবির বিভিন্ন ভিডিওচিত্রসমূহ সংগ্রহ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি একটি ডকুমেন্টরি তৈরি করবে। জাতীয় পর্যায়ের অনুষ্ঠান ও অন্য অনুষ্ঠানমালা বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ গণমাধ্যমসমূহ প্রচার করবে। 
জাতীয় কবির ১১৮তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠানসহ অন্যান্য অনুষ্ঠানসমূহে ব্যাপক নিরাপত্তা প্রদান করবে। 
#
কুতুবুদ-দ্বীন/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/১৮১৫ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৪১৩

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রীর সাথে ইউএই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ৯ জ্যৈষ্ঠ (২৩ মে) :  
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্টদূত উৎ. ঔধফবফ ইরহ ঐধলধৎ ধষ ঝযবযর আজ  সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাশেদ খান মেননের সাথে সাক্ষাৎ করেন। এ সময় ঢাকা, দুবাই, আবুধাবি এবং শারজাহর মধ্যে বিমান যোগাযোগ বৃদ্ধি ও পর্যটনের বিকাশে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে বিস্তারিত আলোচনা হয়। তারা আশাবাদ ব্যক্ত করেন বিনিয়োগ-বাণিজ্য, জনশক্তিসহ ভ্রাতৃপ্রতীম দুই মুসলিম রাষ্ট্রের সম্পর্ক আগামী দিনগুলোতে আরো জোরদার হবে। 
সাক্ষাৎকালে মুসলিম দেশসমূহে বিরাজমান অনৈক্য, গোষ্ঠীগত সংঘাত, সন্ত্রাসবাদ এবং ইসলামী সম্মেলন সংস্থার ভূমিকা ও আগামী ১০-১২ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ওআইসি’র পর্যটন মন্ত্রীদের সম্মেলন প্রসঙ্গে আলোচনা হয়। 
ধর্মীয়  মিল  ছাড়াও  উভয়  দেশের  রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি, কৃষ্টি ঐতিহ্য ও ইতিহাস, যা দুই দেশের  মধ্যে নতুন নতুন যোগাযোগের  ক্ষেত্র উন্মোচন করতে পারে। মুসলিম  দেশগুলোতে হালাল ট্যুরিজমের যে ব্যাপক বাজার সৃষ্টি হয়েছে তা থেকে উভয় দেশ লাভবান হতে পারে। উভয় দেশের পর্যটকদের আকর্ষণ করতে প্যাকেজ ট্যুর এবং অন-অ্যারাইভাল ভিসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে বৈঠকে অভিমত ব্যক্ত করা হয়। 
#
মাহবুবুর/অনসূয়া/গিয়াস/রফিকুল/আসমা/২০১৭/১৩০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৪১২

জাতীয় সংসদের পিটিশন কমিটির বৈঠক
ঢাকা, ৯ জ্যৈষ্ঠ (২৩ মে) :   
জাতীয় সংসদের পিটিশন কমিটির ২য় বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
পিটিশন কমিটির সদস্য ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, মো. আব্দুস শহীদ, শেখ মো. নূরুল হক এবং ড. মহীউদ্দীন খান আলমগীর বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে পিটিশন কমিটিকে জাতীয় সংসদের একটি অতীব গুরুত্বপূর্ণ কমিটি হিসেবে উল্লেখ করে কমিটির সভাপতি বলেন, যে কোনো জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয় দেশের নাগরিকগণ পিটিশনের মাধ্যমে জাতীয় সংসদকে গোচরীভূত করতে পারেন। কোনো ব্যক্তি কোনো বিষয়ে প্রতিকার না পেলে সংক্ষুব্ধ ব্যক্তির সংসদে পিটিশনের মাধ্যমে বিষয়টি সংসদকে অবহিত করার সুযোগ রয়েছে। সংসদ সদস্যের প্রতিস্বাক্ষরে প্রাপ্ত পিটিশনসমূহ বিবেচনা করে জাতীয় সংসদের স্পিকার সংসদে উত্থাপন করবেন।
সাধারণ জনগণকে বিষয়টি ব্যাপকভাবে অবহিত করতে সংবাদপত্র, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়া এবং জাতীয় সংসদের ওয়েবসাইটের মাধ্যমে অবহিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। জনগুরুত্বপূর্ণ বিষয়ে বা অন্য কোনো বিষয়ে কোনো ব্যক্তি প্রতিকার না পেলে পিটিশন কমিটির মাধ্যমে প্রতিকার পাওয়ার তার সর্বোচ্চ নাগরিক অধিকার রয়েছে বলে সভায় মতামত ব্যক্ত করা হয়।
বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, জাতীয় সংসদের ওয়েবসাইটে প্রচারের পাশাপাশি প্রিন্ট-ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার মাধ্যমে প্রতি মাসে একবার করে পরপর তিন মাস গণবিজ্ঞপ্তি প্রচার এবং সংসদ বাংলাদেশ টেলিভিশন,বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য বেসরকারি চ্যানেলে এ বিষয়ে পিটিশন  কমিটির সদস্যদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠানের  সিদ্ধান্ত গৃহীত হয়।
তৃণমূল পর্যায়ে নাগরিকদের অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণের জন্য সংসদ সদস্যগণকে আরো কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে পিটিশন কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
১০ম জাতীয় সংসদে এ পর্যন্ত যে সকল পিটিশন পাওয়া গেছে কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার সেগুলো বিবেচনাপূর্বক কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদে উপস্থাপন করবেন।  
#
লাবণ্য/অনসূয়া/গিয়াস/রফিকুল/আসমা/২০১৭/১৫০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৪১১ 

শুদ্ধাচারকে জাতীয় অভ্যাসে পরিণত করতে হবে
                             - রাশেদ খান মেনন
ঢাকা, ৯ জ্যৈষ্ঠ (২৩ মে) :  
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, শুদ্ধাচার মানে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ। এর মধ্য দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা যেমন নিশ্চিত হয় তেমনি সহজে ও স্বাচ্ছন্দ্যে জনসেবা নিশ্চিত হয়। তাই শুদ্ধাচারকে জাতীয় অভ্যাসে পরিণত করতে হবে। 
মন্ত্রী আজ রাজধানীর মহাখালীর হোটেল অবকাশে মন্ত্রণালয় আয়েজিত ‘জাতীয় শুদ্ধাচার কৌশল: অংশীজন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তিনি বলেন, শুদ্ধাচারের অন্যতম বিষয় হলো, সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা অর্জন; ‘সদয় সিদ্ধান্তের জন্য প্রেরণ করা হলো’ নোট দিয়ে অনেক কর্মকর্তা ফাইল ফরোয়ার্ড করে দেন। এতে করে এক পর্যায়ে সব সিদ্ধান্ত দেয়ার দায়িত্ব এসে পড়ে প্রধানমন্ত্রীর ওপর। যার ফলে প্রধানমন্ত্রীর ওপর অত্যধিক চাপ সৃষ্টি হয় এবং কাজে স্থবিরতা ও দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয় যা মন্ত্রণালয়ের পারফরমেন্সে প্রভাব ফেলে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে পিছিয়ে পড়তে হয়। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। 
পর্যটন সচিব এস এম গোলাম ফারুকের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মন্ত্রণায়ের অতিরিক্ত সচিব মো. ইমরান, বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাসির উদ্দিন, বিপিসির চেয়ারম্যান আখতারুজজামান খান কবির এবং মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সোলতান আহমেদ। 
#
মাহবুবুর/অনসূয়া/গিয়াস/রফিকুল/আসমা/২০১৭/১৪২০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৪১০

কোস্টাল শিপিং সামিটে যোগ দিতে নৌপরিবহণ মন্ত্রীর ঢাকা ত্যাগ

ঢাকা, ৯ জ্যৈষ্ঠ (২৩ মে) : 
কলকাতায় অনুষ্ঠিতব্য ‘ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট এন্ড কোস্টাল শিপিং সামিট’-এ যোগ দিতে গতকাল  নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান ঢাকা ত্যাগ করেন। 
তিনি ছয় সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের সদস্যরা হলেন  বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, নৌপরিবহণ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও জাহাজ জরিপকারক এ কে এম ফখরুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র পরিচালক (ট্রাফিক) মো. আবু জাফর হাওলাদার, বিআইডব্লিউটিএ’র যুগ্মপরিচালক (ট্রাফিক) মো. সাইফুল ইসলাম, নৌপরিবহণ মন্ত্রীর সহকারী একান্ত সচিব রণজিত কুমার কংশ বণিক এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের প্রটোকল অফিসার সৈয়দ সহিদ হাসান। 
ইন্ডিয়ান চেম্বার অভ্ কমার্স এবং ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অভ্ ইন্ডিয়া যৌথভাবে উক্ত সম্মেলনের আয়োজন করছে। আজ এ সম্মেলন অনুষ্ঠিত হবে। 
সম্মেলনে যোগদান শেষে মন্ত্রী ২৪ ও ২৫ মে মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করবেন। তিনি ২৬ মে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। 
#
জাহাঙ্গীর/অনসূয়া/গিয়াস/রফিকুল/আসমা/২০১৭/১০৩৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৪০৮ 
জাতীয় শিক্ষা সপ্তাহে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ৯ জ্যৈষ্ঠ (২৩ মে) : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ মে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : 
“জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ উপলক্ষে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। 
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই একটি যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকার সব সময়ই দেশের শিক্ষাখাতের প্রসার ও মানোন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে।
বর্তমান সরকার রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিক্ষাখাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা যুগোপযোগী জাতীয় শিক্ষানীতি ২০১০ প্রণয়ন করে বাস্তবায়ন করছি। আমরা ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছি। এ সকল বিদ্যালয়ের ১ লাখ ২০ হাজার শিক্ষকের চাকুরি সরকারি করা হয়েছে। শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও উপবৃত্তিসহ বিভিন্ন ধরণের বৃক্তি প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন, শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান, স্কুল ও কলেজের ভৌত অবকাঠামো উন্নয়ন, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনসহ দেশে নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেছি।
আমরা ২০১০ সাল থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করে যাচ্ছি। ২০১৭ সালের ১লা জানুয়ারি শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি বই বিতরণ করা হয়েছে। ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের জন্য তাদের মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রস্তুত ও বিতরণ করা হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ব্রেইল বই বিতরণ করা হয়েছে। কারিগরি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার প্রসারে ব্যাপক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। ১২৫টি উপজেলায় আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার স্থাপন করা হয়েছে। এ সকল পদক্ষেপে দেশে শিক্ষার সুযোগ ও হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।  
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের আমি অভিনন্দন জানাই। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীসহ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
আমি আশা করি,

Todays handout (7).docx Todays handout (7).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon