তথ্যবিবরণী নম্বর: ২৫৬১
শিল্পের মর্যাদা আসবে শিল্পীর মর্যাদার মাধ্যমে
---মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
ঢাকা, ১৮ মাঘ (১ ফেব্রুয়ারি):
শিল্পকে প্রকৃতির অংশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শিল্পকে রক্ষা করতে হলে শিল্পীকে মর্যাদা দিতে হবে। শিল্পের মর্যাদা আসবে শিল্পীর মর্যাদার মাধ্যমে। গ্রামে-গঞ্জে অনেক শিল্পী রয়েছেন তারা যেন অবহেলিত না থাকেন; শিল্পীদের প্রতি যেন বৈষম্য না থাকে তা নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
উপদেষ্টা আজ ধানমণ্ডির সফিউদ্দিন গ্যালারিতে স্বশিক্ষিত শিল্পী নাজমা কবিরের দ্বিতীয় একক চিত্রপ্রদর্শনীতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
শিল্পীদের হাওরের কান্না চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, হাওর-বাঁওড়েরের দিকে তাকালে সুন্দর দৃশ্য দেখা যায় কিন্তু হাওর-বাঁওড়ের যে কান্না তা আমরা দেখি না। তিনি বলেন, ইটনা-মিঠামইন সড়কের সৌন্দর্য শিল্পীরা চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন কিন্তু এই সড়ক পানির প্রবাহকে বাধাগ্রস্ত করে মাছের ধ্বংসের কারণ হয়েছে শিল্পীরা তা ফুটিয়ে তুলছেন না। তবে উন্নয়নের পাশাপাশি মানুষ প্রকৃতিকে মনের মধ্যে ধারণ করতে পারে; চিত্রের মাধ্যমে শিল্পী তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।
উপদেষ্টা আরো বলেন, শিল্পীরা শুধু পানিকে চিত্রের মাধ্যমে ফুটিয়ে না তুলে মাছ, পাখি ও অন্যান্য প্রাণীকে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারেন। আসলে প্রকৃতির মাঝে এগুলো যে একটি অংশ তা আমরা ভুলে যাই।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোকাস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ইন্টারন্যাশনাল ওয়াটারকালার সোসাইটির প্রেসিডেন্ট মোঃ কাওসার হোসাইন, চিত্র শিল্পী রেজা নবী প্রমুখ।
উল্লেখ্য, পাঁচ দিনের প্রদর্শনীতে নাজমা কবিরের প্রায় ৬০টি জলরঙ এবং অ্যাক্রিলিক পেইন্টিং দেখতে পারবেন চিত্রপ্রেমীরা। চিত্রগুলোতে ফুটে উঠেছে প্রাকৃতিক দৃশ্য, সি-স্কেপের প্রতি শিল্পীর গভীর ভালোবাসা।
#
মামুন/পবন/ফেরদৌস/সঞ্জীব/আব্বাস/২০২৫/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৫৬০
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান
আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি
ঢাকা, ১৮ মাঘ ১ ফেব্রুয়ারি:
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত রয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এক্ষেত্রে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।
বিবৃতিতে আরো জানানো হয়েছে, ইতিমধ্যে এ কমিটি তিতুমীর কলেজসহ সাতটি কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা শুরু করেছে। এ কলেজগুলোর শিক্ষার সুযোগ-সুবিধা ও মানোন্নয়নই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। এক্ষেত্রে করণীয় সকল বিকল্পই সরকারের বিবেচনায় রয়েছে। এ অবস্থায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই। সেজন্য আন্দোলনে সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হয়েছে। জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয় বা কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যহত হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আন্দোলনকারীদের প্রতি বিবৃতিতে আহবান জানানো হয়েছে।
এছাড়া, সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি-দাওয়ার বিষয়ে সরকার সবসময় সচেতন ও সহানুভূতিশীল রয়েছে।
#
সিরাজ/রবি/আলী/মাসুম/২০২৫/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণ নম্বর: ২৫৫৯
বিশ্ব মেছো বিড়াল দিবস উদ্যাপিত
মেছো বিড়াল সংরক্ষণ শুধু প্রাণী অধিকার নয়, পরিবেশ রক্ষার জন্যও জরুরি
-পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ১৮ মাঘ ১ ফেব্রুয়ারি:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মেছো বিড়াল সংরক্ষণ শুধু প্রাণী অধিকার নয়, এটি পরিবেশ রক্ষার জন্যও জরুরি। প্রকৃতির প্রতিটি প্রাণীর ভূমিকা আছে। তাই তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব।
উপদেষ্টা আজ ঢাকার আগারগাঁওয়ে বন অধিদপ্তরে ‘বিশ্ব মেছো বিড়াল দিবস-২০২৫’ উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘জেলাপ্রশাসকরা মেছো বিড়াল রক্ষায় সচেতনতা কার্যক্রম চালাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীকেও কাজে লাগানো হবে। তবে প্রকৃতপ্রেমীদের সম্পৃক্ত করাই বেশি কার্যকর হবে। তিনি আরো বলেন, গণমাধ্যম শুধু দুঃখপ্রকাশ নয়, মেছো বিড়ালের পরিবেশগত গুরুত্বও তুলে ধরতে হবে।
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘শুধু মেছো বিড়াল নয়, সব বিপন্ন প্রাণী রক্ষায় নিষ্ঠুরতা বন্ধ করতে হবে। অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে। ‘আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। প্রকৃতির প্রতি দায়িত্ববোধ বাড়াতে হবে।
অনুষ্ঠানে প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খান এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মোঃ ফজলে রাব্বী বক্তৃতা করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. মনিরুল এইচ. খান।
অনুষ্ঠানে পোস্টার ডিজাইন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেছো বিড়াল সংরক্ষণে সচেতনতা তৈরির জন্য প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
#
দীপংকর/রবি/আলী/মাসুম/২০২৫/১৪৫৩ ঘণ্টা
Handout Number: 2558
World Fishing Cat Day-2025 observed
Protecting fishing cats is essential for environmental conservation.
- Environment Advisor
Dhaka, 1 February:
Environment, Forest and Climate Change Advisor Syeda Rizwana Hasan emphasized that the conservation of fishing cats is not merely an issue of animal rights but a crucial step toward environmental protection. Every species plays a role in nature and it is our responsibility to ensure their survival, she stated.
Advisor made these remarks as the chief guest at a discussion meeting and award ceremony organized by the Forest Department on the occasion of ‘World Fishing Cat Day-2025’ today.
Syeda Rizwana Hasan, further remarked, Killing fishing cats simply because they prey on poultry is unjust. If this continues, the species will face extinction. Raising public awareness is essential. She also noted that Deputy Commissioners across the country are actively conducting awareness campaigns for fishing cat conservation. She stressed the need to engage law enforcement agencies while also involving genuine wildlife conservationists for more effective results.
Advisor urged the media not only to express concern but also to highlight the ecological importance of fishing cats. Additionally, she called on Deputy Commissioners to promote wildlife conservation awareness in educational institutions. Beyond fishing cats, all endangered species must be protected from cruelty. Offenders must be held accountable and brought to justice, she stated. She further emphasized that, alongside legal measures, social awareness is key to fostering a culture of responsibility toward nature. If we implement effective afforestation plans, we can overcome this crisis, she concluded.
The event was graced by Dr. Farhina Ahmed, Secretary of the Ministry of Environment, Forest, and Climate Change, as a special guest. The session was presided over by Md. Amir Hosain Chowdhury, Chief Conservator of Forests.
Speakers included Dr. Mohammad Ali Reza Khan, wildlife expert and former Principal Wildlife Specialist at Dubai Safari Park and Mukit Majumder Babu, Chairman of the Nature & Life Foundation. The keynote paper was presented by Dr. M. Monirul H. Khan, Professor of Zoology at Jahangirnagar University. Other speakers included Md. Fazle Rabbi, Lecturer of Zoology at Dhaka University, among others.
The event also featured an award ceremony for the winners of a poster design competition and a documentary screening to raise awareness about fishing cat conservation.
#
Dipankar/Robi/Ali/Masum/2025/1448 hour