Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ সেপ্টেম্বর ২০১৬

তথ্যবিবরণী 19 Sept 2016

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৯৪১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষ অনার্স (বিশেষ) পরীক্ষার সময়সূচি


ঢাকা, ৪ঠা আশ্বিন (১৯শে সেপ্টেম্বর):
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের দ্বিতীয় বর্ষ অনার্স (বিশেষ) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষা (তত্ত্বীয়) আগামী ২২ অক্টোবর থেকে শুরু হয়ে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে।
     পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ, িি.িহঁনফ.রহভড়  অথবা  িি.িহঁ.বফঁ.নফ/২০২-তে পাওয়া যাবে।
#

ফয়জুল/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৯৪০

ডজিটিাল ওর্য়াল্ড ২০১৬-এর উপদষ্টো কমটিরি সভা

ঢাকা, ৪ঠা আশ্বিন (১৯শে সেপ্টেম্বর):
    টানা তৃতীয় বারের মতো তথ্যপ্রযুক্তি খাতে দেশের সবচেয়ে বড় আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৯-২১ অক্টোবর। বরাবরের মতো আইসিটি ডিভিশনের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে আয়োজক সহযোগী হিসেবে থাকছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ এসোসিয়েশন অভ্ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও একসেস টু ইনফরমেশন (এটুআই)।
    এ উপলক্ষে আজ অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬’র উপদেষ্টা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কমিটির সদস্যগণকে সম্মেলন আয়োজনের সার্বিক বিষয় সম্পর্কে অবহিত করা হয়।
    সভায় কমিটির সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, রেলমন্ত্রী মুজিবুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বেসিস সভাপতি মোস্তফা জব্বারসহ ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬- সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং বেসিসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
    বৈঠকে জানানো হয়, এ সম্মেলনের মাধ্যমে দেশের জনগণ, বিনিয়োগকারী এবং উন্নয়ন সহযোগীদেরকে আইসিটি ক্ষেত্রে সাড়ে ৭ বছর আগে বাংলাদেশ কোথায় ছিল, বর্তমানে কোথায় আছে এবং আগামী দিনে কোথায় যেতে চায় সে বিষয়গুলো সম্পর্কে অবহিত করা এবং সরকারের সেবাগুলো সম্পর্কে জনসাধারণকে অবগত করা হবে। সম্মেলনে ১২টি সেমিনারের পাশাপাশি ৫টি প্রদর্শনীও থাকবে। সরকারের ৪০টি মন্ত্রণালয় ও বিভাগ এবং দপ্তরের পাশাপাশি শীর্ষস্থানীয় বেসরকারি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসমূহ এই আয়োজনে  অংশ নেবে। এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে গেমিং, স্টার্ট আপ ইকোসিস্টেম, আউটসোর্সিং, ই-কমার্স এবং তথ্যপ্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ নিয়ে থাকছে নানা আয়োজন। স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আইটি ক্যারিয়ার বিষয়ক সম্মেলনের পাশাপাশি প্রথমবারের  মতো উন্নয়ন সহযোগীদের নিয়ে থাকবে ডেভেলপার সম্মেলনও। এবারের আয়োজনে ৩ লাখ দর্শনার্থী সমাগমের প্রত্যাশা করা হচ্ছে।
    উল্লেখ্য, রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এর পাঁচটি মিলনায়তনে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে বাংলাদেশের সবচেয়ে বড় এ তথ্যপ্রযুক্তি সম্মেলন। এতে তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট ৫০ জন বিদেশিসহ শতাধিক বক্তা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
#
নাছের/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৭৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                নম্বর : ২৯৩৯


ইভটিজিংয়ের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন
                                                      - শিক্ষামন্ত্রী

ঢাকা, ৪ঠা আশ্বিন (১৯শে সেপ্টেম্বর):

    দেশের নারী শিক্ষা নির্বিঘœ করতে ইভটিজিং প্রতিরোধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের প্রতি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতসহ ছাত্রীদের চলাফেরায় নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। শিক্ষামন্ত্রী আজ ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠকে এ আহ্বান জানান।
    শিক্ষামন্ত্রী বলেন, নারী শিক্ষা বিস্তারে সরকারের বিভিন্ন কর্মসূচি ফলপ্রসূ করতে সমাজ থেকে ছাত্রী লাঞ্ছনা  পুরোপুরি নির্মূল করতে হবে। তিনি বলেন, কেবল আইনের মাধ্যমে এ ধরনের সামাজিক ব্যাধির প্রতিকার সম্ভব নয়। এজন্য প্রয়োজন ইভটিজিং বিরোধী ব্যাপক সামাজিক সচেতনতা ও প্রতিরোধ। শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্যসহ সচেতন জনসাধারণ এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে মন্ত্রী তার বক্তৃতায় উল্লেখ করেন।
    শিক্ষাপ্রতিষ্ঠানে ইভটিজিং প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে আয়োজিত এ বৈঠকে শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, মন্ত্রণালয়ের অতরিক্ত সচিব এ এস মাহমুদ, ড. অরুণা বিশ্বাস, চৌধুরী মুফাদ আহমদ,
ড. মোল্লা জালাল উদ্দিন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্বপালনরত প্রফেসর শামছুল হুদাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
    শিক্ষামন্ত্রী মাদারীপুরের নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নিতু মন্ডলের হত্যাকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি আজ মাদারীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে টেলিফোনে কথা বলেন এবং নিতু মন্ডলের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার নির্দেশ দেন। এ সময় শিক্ষামন্ত্রী নিতু মন্ডলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
#
সাইফুল্লাহ/মোবাস্বেরা/সাহেলা/আলী/আসমা/২০১৬/১৬০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৯৩৮

আমিনুল ইসলামের মৃত্যুতে জনপ্রশাসন মন্ত্রী ও সেতুমন্ত্রীর শোক

ঢাকা, ৪ঠা আশ্বিন (১৯শে সেপ্টেম্বর):
ময়মনসিংহ শহর আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্র নেতা ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম (তারা) আজ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না......রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন। মন্ত্রিদ্বয় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
#
মমিনুল/মোবাস্বেরা/সাহেলা/রফিকুল/কামাল/২০১৬/১৬১৫ ঘণ্টা  

Handout                                                                                                               Number : 2937

State Minister for Foreign Affairs in 17th NAM Summit 

Zero tolerance against terrorism and violent extremism

Venezuela, 19 September :

            The State Minister for Foreign Affairs Md. Shahriar Alam stated ‘zero tolerance’ stance of Prime Minister Sheikh Hasina against terrorism and violent extremism and there solute actions taken by the Government of Bangladesh to degrade homegrown terrorists and to deny sanctuary to any regional or international terrorist operatives. He told this at the 17th Summit of the Non-Aligned Movement (NAM) held at the Margarita Island of the Bolivarian Republic of Venezuela on 17-18 September 2016.

            During his statement, the State Minister recalled the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman who led independent Bangladesh for the first time to join the Non-Aligned Movement in the Algiers Summit in 1973.

            He also informed the Member States about Bangladesh’s continuous efforts in strengthening democracy and justice by empowering people, especially women and ensuring sustained growth and human development under the able leadership of Prime Minister Sheikh Hasina. He apprised the Summit of Bangladesh’s contribution to the global peace and security as one of the top peacekeeper contributing countries.

            During the 17th Summit, under the theme ‘Peace, Sovereignty and Solidarity for Development’, NAM Leaders adopted a Declaration with an aim to make joint efforts to achieve 21-points objectives which includes strengthening international peace and security, promotion and protection of human rights, combating terrorism, full implementation of 2030 Agenda for sustainable development, promotion of education, science and technology, especially, transfer of technology from the developed countries, safeguarding the rights of the migrants and strengthening south-south cooperation. During their Statements, the NAM Member States also emphasized on these issues. The President of Venezuela and the current NAM Chair stressed on, among others, strengthening economic ties and called for establishing ‘South-South Bank’.

            The Summit was attended by over one hundred Member States of the NAM, Observers of NAM and the International Organizations, while a number of Member States were represented at the Heads of State and Government level. Nicolás Maduro Moros, President of Venezuela assumed the Chairmanship of the 17th NAM Summit from Iran, the immediate past Chair of NAM. 

#

Khaleda/Mobassera/Sahela/Rafiqul/Asma/2016/1545 hours 


তথ্যবিবরণী                                                                                নম্বর : ২৯৩৬

তৌফিক সিদ্দিকীর জানাজায় শিক্ষামন্ত্রী

ঢাকা, ৪ঠা আশ্বিন (১৯শে সেপ্টেম্বর):

    বান্দরবানের রুমায় ঝর্ণার পানিতে ডুবে নিহত বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যাপক তৌফিক সিদ্দিকীর নামাজে জানাজা আজ সকালে ঢাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চত্বরে অনুষ্ঠিত হয়।
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইনসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ জানাজায় শরিক হন।
    জানাজা শেষে শিক্ষামন্ত্রী মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
#

সাইফুল্লাহ/মোবাস্বেরা/সাহেলা/আলী/রফিকুল/আসমা/২০১৬/১৫৫০ ঘণ্টা

Todays handout (3).doc Todays handout (3).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon