Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd ফেব্রুয়ারি ২০১৫

তথ্যবিবরণী 22/02/2015

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৫৩৫


মানবতাবিরোধী কর্মকা- থেকে বিরত থাকার আহ্বান ডেপুটি স্পিকারের


ঢাকা, ১০ ফাল্গুন (২২ ফেব্রুয়ারি) :
    ডেপুটি স্পিকার এডভোকেট মোঃ ফজলে রাব্বী মিয়া বলেছেন, আসুন আমরা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি। ২০২১ সালের মধ্যে এদেশকে সুখী সমৃদ্ধ দেশ হিসেবে মধ্যআয়ের দেশে পরিণত করি। তিনি পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করার রাজনীতি যারা করছেন দেশ ও জাতিরস্বার্থে তাদের এসব মানবতাবিরোধী কর্মকা- থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, কোমলমতি শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার পথ রুদ্ধ করে দিয়ে কোনো স্বার্থান্বেষী মহল জাতির কাছ থেকে ঘৃণা ছাড়া আর কোনো উপহার পাবে না।
    ডেপুটি স্পিকার আজ গাইবান্ধার ভরতখালী নতুনকুড়ি বিদ্যাপীঠ প্রাঙ্গণে সাঘাটা এবং ফুলছড়ি  উপজেলার নদী ভাঙ্গণ ও বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণকালে একথা বলেন।
    এসময় পিকেএসএফ এর উপপরিচালক ডা. জসিম উদ্দীন, উপজেলা চেয়ারম্যান গোলাম শহীদ রঞ্জু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল বক্তৃতা করেন।
    অনুষ্ঠানে ডেপুটি স্পিকার গাইবান্ধা এসকেএস ফাউন্ডেশন ও পিকেএসএফ এর সহায়তায় নদী ভাঙ্গণ ও বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত ৪’শ পরিবারের মধ্যে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২৭ লাখ টাকা বিতরণ করেন।


#

স¦পন/ফায়জুল/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/২০৩৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৫৩৪

লঞ্চডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

ঢাকা, ১০ ফাল্গুন (২২ ফেব্রুয়ারি) :
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আজ কার্গো জাহাজের ধাক্কায় ‘এম ভি মোস্তফা’ লঞ্চ ডুবির ঘটনা তদন্তে সমুদ্রপরিবহণ অধিদফতর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সমুদ্রপরিবহণ অধিদফতরের মহাপরিচালক বরাবর রিপোর্ট পেশ করবে।
কমিটির আহ্বায়ক হলেন ঃ সমুদ্রপরিবহণ অধিদফতরের নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মোঃ শাজাহান। সদস্য দু’জন হলেন- সমুদ্রপরিবহণ অধিদফতরের স্পেশাল অফিসার মেরিন সেফটি গোলাম মাঈনউদ্দিন হাসান ও সমুদ্রপরিবহণ অধিদফতরের মুখ্য পরিদর্শক মোঃ শফিকুর রহমান।
এছাড়া নৌযান দুর্ঘটনা তদন্তের লক্ষ্যে নৌপরিবহণ মন্ত্রণালয় কর্তৃক ইতঃপূর্বে গঠিত তদন্ত কমিটিও আজকের দুর্ঘটনার তদন্ত করবে।


#

জাহাঙ্গীর/ফায়জুল/নবী/জসীম/জয়নুল/২০১৫/১৯৫০ঘণ্টা  


তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৫৩৩

লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় নৌপরিবহণমন্ত্রীর শোক

ঢাকা, ১০ ফাল্গুন (২২ ফেব্রুয়ারি) :
নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান আজ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে কার্গোজাহাজের ধাক্কায় ‘এম ভি মোস্তফা’ লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মন্ত্রী আজ এক শোকবাণীতে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
সচিবের শোকপ্রকাশ

নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় পৃথক এক শোকবার্তায় অনুরূপ শোকপ্রকাশ করেছেন।

ঘটনাস্থল পরিদর্শন এবং উদ্ধারকাজ তদারকিতে নৌপরিবহণ মন্ত্রী

লঞ্চডুবির ঘটনা শোনার পরপরই নৌপরিবহণমন্ত্রী বাংলাদেশ সচিবালয় থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন এবং  সেখানে উদ্ধারকাজ তদারকি করেন। তিনি উদ্ধারকাজ দ্রুতসম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এসময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. মোঃ শামছুদ্দোহা খন্দকার উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, আজ দুপুর নাগাদ মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ঘাট থেকে ‘এম ভি মোস্তফা’ নামক  যাত্রীবাহী নৌযান দৌলতদিয়া যাওয়ার পথে নগরবাড়ি থেকে ছেড়ে আসা ‘এম ভি নার্গিস-১’ নামক মালবাহী নৌযানের ধাক্কায় পদ্মা নদীতে ডুবে যায়।

#

জাহাঙ্গীর/ফায়জুল/নবী/জসীম/জয়নুল/২০১৫/১৯৪৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৫৩০

মালিক-শ্রমিকদের সুসম্পর্ক স্থাপনে শ্রম পরিদর্শকদের বলিষ্ঠ ভুমিকা রাখতে হবে
                                                                       --শ্রম প্রতিমন্ত্রী

ঢাকা, ১০ ফাল্গুন (২২ ফেব্রুয়ারি) :
    শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, মালিক শ্রমিক সুসম্পর্ক স্থাপন করে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে শ্রম পরিদর্শকদের নিরলসভাবে কাজ করতে হবে।
    প্রতিমন্ত্রী আজ বিয়াম অডিটোরিয়ামে শ্রম পরিদর্শকদের অবহিতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
    প্রতিমন্ত্রী বলেন, শ্রমআইন বাস্তবায়নে পরিদর্শকদের আন্তরিকভাবে কাজ করতে হবে। মালিক শ্রমিকদের সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধান করতে হবে। বাংলাদেশ শ্রমআইন সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে এবং এরই আলোকে সকল সমস্যার সমাধান করে উৎপাদন বৃদ্ধি করতে হবে।
    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শ্রমসচিব মিকাইল শিপার বলেন, শ্রম পরিদর্শকদের দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। শিল্পকারখানার নিরাপত্তায় কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না। মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিদর্শকদের সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস দেন তিনি।
    জার্মান সংস্থা এওত এর প্রোগ্রামকোঅর্ডিনেটর মাগনুস স্মিড বলেন, তাজরিন ও রানা প্লাজার দুর্ঘটনার পর নতুন ২ শতাধিক পরিদর্শক নিয়োগ করা হয়েছে, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, যাতে তাঁরা কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিন্ত করতে পারে। এ উদ্যোগটি সারাবিশ্বে স্বীকৃতি পেয়েছে।
    অনুষ্ঠানে জি আই জেড পরিদর্শকদের ৩২টি ল্যাপটপ প্রদান করে, যাতে করে তাঁরা যথাযথ প্রতিবেদন পদ্ধতি নিশ্চিত করতে পারেন এবং ভবিষ্যতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রতিবেদনগুলি প্রকাশ করতে পারেন।
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আহম্মেদ, শ্রম পরিচালক এস এম আশরাফুজ্জামান, বিকেএমইএ এর সহসভাপতি মোহাম্মদ হাতেম, ওখঙ এর ডেপুটি কান্ট্রিডিরেক্টর গগন রাজ ভা-ারি এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

#

আরিফুজ্জামান/ফায়জুল/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৩০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৫২৯

স্পিকারের সাথে বাংলাদেশের অবৈতনিক কনসাল জেনারেলগণের সাক্ষাৎ

ঢাকা, ১০ ফাল্গুন (২২ ফেব্রুয়ারি) :
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া ও থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের অবৈতনিক কনসাল জেনারেলগণ আজ জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সংসদভবনে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে স্পিকার কনসাল জেনারেলগণকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় বিশ্বের বিভিন্ন দেশে তুলে ধরার পরামর্শ দেন। এসময় তারা বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের সম্ভাব্য বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। স্পিকার  বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
স্পিকার এসময় তাঁদেরকে বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
সাক্ষাৎকালে কনসাল জেনারেলগণ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন এবং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে সংসদ সদস্য ইমরান আহমদ উপস্থিত ছিলেন।


#

শিবলী/ফায়জুল/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/১৮২০ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৫২৮

সেতু বিভাগে জাতীয় শুদ্ধাচার কৌশলের ওপর কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা, ১০ ফাল্গুন (২২ ফেব্রুয়ারি) :
    আজ ঢাকার বনানীস্থ সেতুভবনে জাতীয় শুদ্ধাচার কৌশল (ঘধঃরড়হধষ ওহঃবমৎরঃু ঝঃৎধঃবমু) এর ওপর দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
    কর্মশালায় মন্ত্রিপরিষদ সচিব রাষ্ট্রীয় তথা সমাজের সকল স্তরে সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় শুদ্ধাচার কৌশলের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। কর্মশালায় সেতু বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা অংশগ্রহণ করেন। জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে  সেতু বিভাগে একটি খসড়া কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।


#

ওয়ালিদ/ফায়জুল/নবী/জসীম/জয়নুল/২০১৫/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৫২৭

বাংলাদেশ স্বল্পোন্নত দেশসমূহের সমন্বয়কারী মনোনীত

ঢাকা, ১০ ফাল্গুন (২২ ফেব্রুয়ারি) :
    বিশ্ববাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) স্বল্পোন্নত দেশসমূহ (এলডিসি) বাংলাদেশকে ২০১৫ সালের জন্য সমন্বয়কারী মনোনীত করেছে। ১৯৯৫ সালে এলডিসি প্রতিষ্ঠার পর বাংলাদেশ কয়েকবার এ সমন্বয়কারীর দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছে।
    উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রথমবারের মতো সমন্বয়কারীর দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশ। তৎকালীন শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ-এর নেতৃত্বে সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রথম ডব্লিউটিও মিনিস্টিরিয়াল কনফারেন্সে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধাসহ বিভিন্ন ইস্যুতে দাবি জোড়ালোভাবে উত্থাপন করে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন। এজন্য তোফায়েল আহমেদ এলডিসিভুক্ত দেশগুলোর কাছে অনেক প্রশংসা অর্জন করেছেন। মূলত তখন থেকেই বাংলাদেশ এলডিসি গ্রুপে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসছে।
    এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের জন্য বাংলাদেশকে এলডিসিভুক্ত দেশগুলোর সমন্বয়কারী মনোনীত করা হয়েছে।


#

বকসী/ফায়জুল/রফিকুল/জয়নুল/২০১৫/১৮০৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                নম্বর :৫২৬

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর
সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ১০ ফাল্গুন (২২ ফেব্রুয়ারি) :
    বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পেইরি মায়াউডন (চরবৎৎব গধুধঁফড়হ) আজ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাথে তার ইস্কাটনস্থ প্রবাসীকল্যাণ ভবনে সাক্ষাৎ করেন।
    এ সময় তারা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশেষকরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে অবৈধ হয়ে পড়া বাংলাদেশি অভিবাসী কর্মীদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।   
    বৈঠকে রাষ্ট্রদূত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বাংলাদেশকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, বিদেশ গমনেচ্ছু কর্মীদের প্রশিক্ষণ প্রদানের জন্য ৭টি মেরিন টেকনোলজিসহ মোট ৭১টি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। এ সকল ইনস্টিটিউট হতে ৪৭টি ট্রেডে প্রতিবছর প্রায় ১ লাখ কর্মী প্রশিক্ষণ গ্রহণ করছে। বিশ্বের যে কোন দেশের চাহিদা অনুযায়ী আধাদক্ষ ও অদক্ষকর্মী সরবরাহ করতে বাংলাদেশ সক্ষম।  এছাড়া, বিশ্বমানের দক্ষকর্মী তৈরি করতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার টেকনিক্যাল এন্ড ফার্দার এডুকেশন (ঞঅঋঊ) এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে। অচিরেই এ কার্যক্রম শুরু হবে বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী আরো জানান, কর্মস্থল হতে অন্য দেশে পালিয়ে যাওয়ার প্রবণতা বন্ধ করতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
    ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বাংলাদেশ সরকার কর্তৃক প্রবাসীদের কল্যাণে গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রসংসা করেন এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে সম্ভাব্যতা যাচাই করে বাংলাদেশ হতে দক্ষকর্মী নিয়োগের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।
    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মোঃ ইফতেখার হায়দার, বিএমইটি’র মহাপরিচালক বেগম শামছুন নাহারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


#

শহিদুল/ফায়জুল/জসীম/জয়নুল/২০১৫/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৫২৫

শীঘ্রই বিশ্বমানের ব্যবস্থাপনা বিষয়ক মাস্টার্স কোর্স চালু করবে বিআইএম
                                                                   -- শিল্পমন্ত্রী


ঢাকা, ১০ ফাল্গুন (২২ ফেব্রুয়ারি) :
দেশে যোগ্য ও দক্ষ শিল্প ব্যবস্থাপক তৈরি করতে বাংলাদেশ ইনস্টিটিউট অভ্ ম্যানেজমেন্ট (বিআইএম) খুব শীঘ্রই বিশ্বমানের ব্যবস্থাপনা বিষয়ক মাস্টার্স কোর্স চালু করবে। বাজার চাহিদা বিবেচনা করে এ কোর্সের কারিকুলাম নির্ধারণ করা হবে। এটি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চালুকৃত মাস্টার্স কোর্সের চেয়েও অধিক গ্রহণযোগ্য ও গুণগতমানের হবে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আজ বাংলাদেশ ইনস্টিটিউট অভ্ ম্যানেজমেন্ট (বিআইএম) এর ¯œাতকোত্তর ডিপ্লোমা কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। রাজধানীর সোবহানবাগে অবস্থিত বিআইএম ক্যাম্পাসে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিল্পসচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, বিআইএম’র মহাপরিচালক মোহাম্মদ আতোয়ার রহমান, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সের সদস্য সচিব মাহবুবুল আলম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী যুগের চাহিদা অনুযায়ী নতুন নতুন বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স চালুর উদ্যোগ নিতে বিআইএম কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। তিনি বলেন, প্রশিক্ষিত ও যোগ্য ব্যবস্থাপক সৃষ্টির ক্ষেত্রে বিআইএম’কে আরো সৃজনশীল ও উদ্ভাবনী হতে হবে। দেশে বিদেশে যে ধরনের জ্ঞানসম্পন্ন ব্যবস্থাপকের চাহিদা রয়েছে, সেগুলো বিবেচনা করে প্রতিষ্ঠানের কোর্স কারিকুলাম প্রণয়নের তাগিদ দেন তিনি।
আমির হোসেন আমু বলেন, টেকসই ও পরিবেশবান্ধব শিল্পখাত গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। সরকারের উদ্যোক্তা সহায়কশিল্প ও বিনিয়োগ নীতির ফলে দেশের শিল্পখাতে গুণগত পরিবর্তন এসেছে। ২০১৩-১৪ অর্থবছরে জিডিপি’তে শিল্পখাতের অবদান প্রায় ৩২ শতাংশ এবং শ্রমশক্তির পরিমাণ ২০ শতাংশে উন্নীত হয়েছে। শিল্পায়নের চলমান ধারা অব্যাহত রাখতে নতুন আঙ্গিকে জাতীয় শিল্পনীতি-২০১৫ প্রণয়ন করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, এবছর বিআইএম মানবসম্পদ ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, শিল্প ব্যবস্থাপনা, বিপণন ব্যবস্থাপনা ও কম্পিউটার সায়েন্স বিষয়ে ¯œাতকোত্তর ডিপ্লোমা কোর্সের আয়োজন করেছে। একবছর মেয়াদি এসব কোর্সে ৬ শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়েছে। ভর্তির আবেদন, বাছাই ও চূড়ান্ত নির্বাচন সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে। এসব ¯œাতকোত্তর ডিপ্লোমা কোর্স সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী পর্যায়ের কর্মকর্তাদের পেশাগত উৎকর্ষতা সাধনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।


#


জলিল/ফায়জুল/রফিকুল/জয়নুল/২০১৫/১৭৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৫২৪

 

ধোঁয়াবিহীন উন্নত চুল্লীর ব্যবহার বাড়াতে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা আবশ্যক
              --বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ১০ ফাল্গুন (২২ ফেব্রুয়ারি) :
    
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, “ধোঁয়াবিহীন উন্নত চুল্লীর ব্যবহার বাড়াতে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে কার্যক্রম পরিচালনা আবশ্যক। ঁেধায়ার ক্ষতিকর দিক সম্পর্কে জনগণকে অবহিত করার উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
 
    প্রতিমন্ত্রী আজ পরিবেশ বান্ধব ধোঁয়াবিহীন রান্না ব্যবস্থার ওপর সমঝোতা চুক্তি (গবসড়ৎধহফঁস ড়ভ টহফবৎংঃধহফরহম ড়হ ঈষবধহ ঈড়ড়শরহম ঝড়ষঁঃরড়হং) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    চুক্তিতে শ্রেডার (ঝজঊউঅ-ঝঁংঃধরহধনষব ধহফ জবহবধিনষব ঊহবৎমু উবাবষড়ঢ়সবহঃ অঁঃযড়ৎরঃু) সচিব শেখ ফয়জুল আমিন ও গ্লোবাল অ্যালায়েন্সের (এষড়নধষ অষষরধহপব ভড়ৎ ঈষবধহ ঈড়ড়শ ঝঃড়াবং) পক্ষে অরিজিৎ বসু স্বাক্ষর করেন। এ চুক্তির অন্যতম লক্ষ্য- বিদ্যমান চুলা ও জ্বালানির কার্যক্ষমতা বৃদ্ধি, কার্যক্রমের এলাকা চিহ্নিতকরণ,কার্যক্ষমতা বৃদ্ধি ও গৃহস্থলে ধোঁয়া  নিঃসরণ হ্রাস করে গৃহস্থ জ্বালানির প্লাটফর্ম  স্থাপন করা। এ চুক্তি অনুসারে অগ্রাধিকার দেয়া হবে উন্নত চুল্লীর সরবরাহ নিশ্চিত করা, চাহিদা বৃদ্ধি এবং এ জন্য উপযুক্ত পরিবেশ সৃজন করা।

    প্রতিমন্ত্রী বলেন, কোনো গ্রামকে উদাহরণ হিসেবে নিয়ে দ্রুত এ প্রকল্পের কাজ শুরু করা প্রয়োজন। ২০৩০ সালের মধ্যে ধোঁয়াবিহীন  রান্নাঘর করার সরকারের যে পরিকল্পনা আছে তা আরো  দ্রুততার সাথে বাস্তবায়ন করা প্রয়োজন। চুল্লীসমূহের মূল্য ও প্রযুক্তি মানুষের সামর্থের মধ্যে রাখতে হবে।

    শ্রেডার চেয়ারম্যান তাপস কুমার রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে নেদারল্যান্ডস্  ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কর্মসূচি প্রধান আসিফ উদ্দিন আহমেদ এবং গ্লোবাল অ্যালাইন্সের দক্ষিণ এশিয়ার পরিচালক অরিজিৎ বসু বক্তব্য রাখেন।

 

#

আসলাম/ফায়জুল/রফিকুল/আব্বাস/২০১৫/১৭২৭ ঘন্টা

 

 

Todays handout (4).doc Todays handout (4).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon