Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী ১৪ নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৪৯৮

সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা অপরিহার্য
                                                                       -- এলজিআরডি প্রতিমন্ত্রী

ঢাকা, ৩০ কার্তিক (১৪ নভেম্বর) :
    এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, সমাজে সত্য, সুন্দর, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা অপরিহার্য। একটা জাতির নিজস্ব সংস্কৃতি চর্চার অর্জনসমূহ প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে দিতে পারলে প্রজন্মের পর প্রজন্ম নিজস্ব কৃষ্টি, সভ্যতা ও স্বকীয়তাকে চির জাগরুক রাখা সম্ভব।
    তিনি আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ এবং স্বাধীনতা সংসদ আয়োজিত এক আলোচনা সভা ও  সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম খানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য কবি কাজী রোজী, কণ্ঠশিল্পী মো. আব্দুল জব্বার, সমাজসেবী ডা. সৈয়দ মামুনুর রহমান, বিশিষ্ট সাংবাদিক আলী আশরাফ আখন্দ ও সাহেদ আহাম্মদ।

প্রতিমন্ত্রী বলেন, দেশ ও জাতিকে আলোকিত সাদামনের মানুষ উপহার দিতে হলে নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞানচর্চায় দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে হবে। তিনি আয়োজন সংগঠক দু’টিকে মুক্তচিন্তা ও স্বাধীনতার স্বপক্ষের মননশীল ও সৃষ্টিধর্মী সাংস্কৃতিক সংগঠন হিসেবে উল্লেখ করে তাদের কর্মযজ্ঞকে তৃণমূল মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। তিনি সংগঠনটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পরে প্রতিমন্ত্রী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণিজনদের মাঝে সম্মাননা পদক বিতরণ করেন।

#

আহসান/মাহমুদ/মোশারফ/রেজাউল/২০১৬/১৯৪২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৪৯৭

অতিরিক্ত ফি আদায়ে শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কীকরণ

ঢাকা, ৩০ কার্তিক (১৪ নভেম্বর) :
    সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ২০১৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের ক্ষেত্রে শিক্ষাবোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ফি- এর অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদের নিকট হতে আদায় করছেন, যা সরকারি বিধি বিধানের পরিপন্থী।
    অতিরিক্ত আদায়কৃত অর্থ অবিলম্বে শিক্ষার্থীদের ফেরত দিতে হবে। অন্যথায় ম্যানেজিং কমিটি বাতিলসহ প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

#

আফরাজ/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৯০৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৪৯৬
কেব্ল নেটওয়ার্ক ও ডিটিএইচ পদ্ধতির সমন্বয় আবশ্যক
                                                 --তথ্যমন্ত্রী

ঢাকা, ৩০ কার্তিক (১৪ নভেম্বর):

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কেব্ল নেটওয়ার্ক ও ডিটিএইচ পদ্ধতির সমন্বয়ের মাধ্যমে দেশের টেলিভিশন চ্যানেলগুলো এমনভাবে সকলের কাছে পৌঁছানো প্রয়োজন, যাতে করে প্রত্যন্ত অঞ্চলের কেউ ক্ষতিগ্রস্ত না হন।
    আজ তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ কেব্ল নেটওয়ার্ক ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী বলেন, ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় নতুন নতুন পদ্ধতির প্রবর্তন হবে। প্রচলিত কেব্ল নেটওয়ার্কের সাথে তা সমন্বয় করতে হবে, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হন। এ বিষয়ে সরকারের পাশাপাশি কেব্ল নেটওয়ার্ক ব্যবসায়ীদেরও সুচিন্তিত মতামত দেওয়ার আহ্বান জানান তিনি।
    কেব্ল নেটওয়ার্ক ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে হাসানুল হক ইনু এসময় কেবল নেটওয়ার্ক পরিচালনার ‘ফি’ মহানগর, বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্তর অনুযায়ী বিন্যাসের জন্য অর্থ মন্ত্রণালয়ে সুপারিশ করবেন বলেও জানান।
    তথ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় তথ্য সচিব মরতুজা আহমদ বৈধ কেব্ল ব্যবসায় কোন সন্ত্রাসী কর্মকান্ড পরিলক্ষিত হলে তা অবিলম্বে সরকারের নজরে আনার জন্য সকলকে আহ্বান জানান।
    কেব্ল নেটওয়ার্ক ব্যবসায়ীদের প্রতিনিধিদের মধ্যে মীর হোসাইন আখতার, সৈয়দ হাবিব আলী, সৈয়দ মোশারফ আলী এবং মো. মাসুম ভূইয়া এসময় কেব্ল নেটওয়ার্ককে স্থানীয় ভিত্তিতে টেলিভিশন পরিচালনার অনুমতি দেয়া, অপটিক্যাল ফাইবারের ওপর শুল্ক কমানো এবং কেব্ল ব্যবসাকে সন্ত্রাসের হাত থেকে রক্ষা করার দাবি উত্থাপন করেন।
    বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) শাহজাদী আঞ্জুমান আরা এবং যুগ্মসচিব মো. নাসির উদ্দিন আহমেদ সভায় অংশ নেন।
    বাংলাদেশ কেব্ল নেটওয়ার্ক ওনার্স এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে হারুন-উর-রশিদ, সামসুজ্জোহা রিপন, তালাত ইকবাল, মো. ফিরোজুল ইসলাম, সোহেল মাহামুদ, মেহেদী হাসান হালিম, মাসুদ রানা পলাশ, আলমগীর কুমকুম, আশিফুল আলম, রশীদ বক্স, সুমন সাদিক, সাহাবুদ্দিন সভায় উপস্থিত ছিলেন।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯১৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৪৯৫
দৌলতদিয়া ও ইলিশা ফেরিঘাট সচল রাখতে নৌপরিবহণ মন্ত্রীর নির্দেশ

ঢাকা, ৩০ কার্তিক (১৪ নভেম্বর):
    নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান রাজবাড়ীর দৌলতদিয়া ও ভোলার ইলিশা ফেরিঘাট সচল রাখতে আগামী বর্ষা মৌসুমের আগেই প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য বিআইডব্লিউটিএ-কে নির্দেশ দিয়েছেন। তিনি ভাঙনপ্রবণ এলাকায় বাঁধ ও বেসিন নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে দ্রুততর সময়ে ডিপিপি প্রণয়ন করে কাজ করার নির্দেশ দিয়েছেন।
    মন্ত্রী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে দৌলতদিয়া ও ইলিশা ফেরিঘাটের সার্বিক পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভায় এসব নির্দেশনা দেন।    
    বৈঠকে অন্যান্যের মধ্যে রাজবাড়ীর সংসদ সদস্য কাজী কেরামত আলী, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান, বিআইডব্লিটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক উপস্থিত ছিলেন।
#
জাহাঙ্গীর/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৯১০ঘণ্টা

 

 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৪৯৪
শিক্ষামন্ত্রীর সাথে এনআইআইটি প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ৩০ কার্তিক (১৪ নভেম্বর):
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে আজ ঢাকায় তাঁর কার্যালয়ে ভারতের এনআইআইটি (ঘওওঞ)- এর একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। সাক্ষাতে বাংলাদেশের শিক্ষাখাতে  প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
    এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে সরকার কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মেয়েদের ভর্তির হার ছেলেদের চেয়ে বেশি। উচ্চ শিক্ষার ক্ষেত্রেও জেন্ডার সমতা অর্জিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মন্ত্রী বলেন, শিক্ষার মান নিশ্চিত করা এখন মূল চ্যালেঞ্জ। এজন্য মানসম্মত শিক্ষক প্রয়োজন। এ লক্ষ্যে সীমিত সম্পদ সত্ত্বেও সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
    এনআইআইটি প্রতিনিধিদলের সদস্যরা বলেন, বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে তারা সব ধরনের সহযোগিতা, বিশেষ করে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে আগ্রহী।
    প্রতিনিধিদলে এনআইআইটি – এর ভাইস প্রেসিডেন্ট ঝযববনধ ঞযড়সধং, বিজনেস ডেভেলপমেন্ট প্রধান  জধলবংয জধহড়ষরধ ও এমার্জিং মার্কেট প্রধান  ঝধহলধু ঞরপশঁ  উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে গেটকো গ্রুপের প্রধান উপদেষ্টা খন্দকার রাশিদুল হক উপস্থিত ছিলেন।
#
আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮১০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৪৯৩

‘ভিস্কস’ বাংলাদেশের অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে

ঢাকা, ৩০ কার্তিক (১৪ নভেম্বর) :
    দেশি পাট থেকে সুতার প্রধান কাঁচামাল ভিস্কস তৈরি করতে চায় সরকার। এজন্য সরকারি পাটকলগুলোর মানোন্নয়ন করা হবে। এতে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে চীন। এ বিষয়ে গতকাল রাজধানীর একটি হোটেলে মিনিটস অব ডিসকাশন ‘এমওডি’ স্বাক্ষর হয় চীনের চায়না টেক্সটাইল ইন্ড্রাসট্রিয়াল করপোরেশন ফর ফরেন ইকনোমিক এন্ড টেকনিক্যাল কো-অপারেশন (সিটিইএক্সআইসি) ও  বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) এর মধ্যে। এমওডি অনুযায়ী বিজেএমসির মিলগুলোতে শুধু কারিগরি সহায়তাই নয় প্রয়োজনে আর্থিক বিনিয়োগও করবে চীন।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। এ এমওডি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চীনের ভাইস মিনিস্টার ও চায়না ন্যাশনাল টেক্সটাইল এন্ড এপারেল কাউন্সিলের প্রাক্তন প্রেসিডেন্ট ওয়াং টিনকাই, চায়না ন্যাশনাল টেক্সটাইল এন্ড এপারেল কাউন্সিলের প্রেসিডেন্ট সান রুইজিট, ঢাকায় চায়না এম্বাসির ইকনোমিক ও কমার্শিয়াল কাউন্সিলর লি জুনানজু, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভলপমেন্ট অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার, গোপাল কৃষ্ণ ভট্টাচার্য্য (অতি. সচিব), ড. মো. নজরুল আনোয়ার (অতি: সচিব), পাট অধিদপ্তরের মহাপরিচালক মোছলেহ উদ্দিন, বিজেএমসির চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. বায়জিদ সারোয়ার সহ চীনের ব্যবসায়ী প্রতিনিধির সদস্যবর্গ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।
    বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম তাঁর বক্তব্যে বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ আন্তরিকভাবে বিশ্বাস করে চীন বাংলাদেশের একটি বন্ধুপ্রতিম দেশ। দু’দেশের নিয়মিত বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে এ সম্পর্ক আরো জোরদার হচ্ছে। সেজন্য বস্ত্র ও পাটখাতে চীনের সাথে ব্যবসায় বাণিজ্য সম্প্রসারণ ঘটাতে চায়। বস্ত্র ও পাট খাতের রপ্তানি বৃদ্ধি, আধুনিকায়ন এবং পাট পণ্যের বহুমুখী দ্রব্য উৎপাদন ও বাজার সম্প্রসারণ বিষয়ে কারিগরি ও  প্রযুক্তিগত সহায়তা  বিনিময় প্রত্যাশা করেন প্রতিমন্ত্রী।
    ভিস্কস হল দেখতে সুতার মত কিন্তু তার থেকেও সূক্ষ। এ ভিস্কস এর ব্যবহার হয় তুলার বিকল্প হিসেবে সুতা তৈরির কাজে। তবে শুধু গবেষণাগারে নয়, ভিস্কস এর ব্যবহার এখন বিশ্বজুড়ে সুতা তৈরির কারখানাগুলোতে। তুলার উৎপাদন কমে আসায় গত বছর বাংলাদেশ প্রায় ৬৫০ কোটি টাকার ৩৩,৭৩৭ টন ভিস্কস পৃথিবীর বিভিন্ন দেশ যেমন চীন ও ভারত থেকে আমদানি করেছে। যদি বাংলাদেশে এ ভিস্কস উৎপাদিত হয় তবে বিদেশ থেকে তা আর আমদানি করতে হবে না। যদি পাট থেকে ভিস্কস উৎপাদনের পদক্ষেপ গ্রহণ করা যায় তবে উৎপাদিত ভিস্কস এর পুরোটাই বিকেএমইএ এর সদস্য মিলগুলো ক্রয় করে নিবে। এছাড়া পাট থেকে ভিস্কস উৎপাদিত হলে এবং এর দ্বারা উৎপাদিত সুতার মাধ্যমে প্রস্তুতকৃত কাপড়ের সাহায্যে গার্মেন্টস সামগ্রী তৈরি করা হলে শতভাগ মূল্য সংযোজন করা সম্ভব।

#

সৈকত/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭৫৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৪৯২

জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন আহ্বান

ঢাকা, ৩০ কার্তিক (১৪ নভেম্বর) :
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ৪ ডিসেম্বর রবিবার বিকাল ৪টায় দশম জাতীয় সংসদের ত্রয়োদশ (২০১৬ সালের ৫ম) অধিবেশন আহ্বান করেছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে তিনি এ অধিবেশন আহ্বান করেছেন।

#

মোতাহের/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৪৯১

ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত করতে পুকুর খনন প্রকল্প গ্রহণ করা হয়েছে
                                                             -- এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ৩০ কার্তিক (১৪ নভেম্বর) :
স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ভূ-গর্ভস্থ পানির যথেচ্ছ ব্যবহারের কারণে আমাদের পানির স্তর প্রতিনিয়ত নিচে নেমে যাচ্ছে। ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পুকুর খনন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী আজ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সভাকক্ষে পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া-এর পরিচালনা পর্ষদের ৪৩তম বোর্ড সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।
সভায় পরিচালনা বোর্ডের সহ-সভাপতি এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা, বোর্ডের সদস্যগণ ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী ভূ-গর্ভস্থ পানির স্তর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে প্রায়োগিক গবেষণা চালানোর জন্য বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি পল্লির জনগণের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও প্রায়োগিক গবেষণা পরিচালনা ও দক্ষ মানব সম্পদ তৈরি করে দেশকে সকল ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।
মসিউর রহমান রাঙ্গা বলেন, উন্নয়নের পূর্বশর্ত দক্ষ মানব সম্পদ সৃষ্টি। এজন্য আরডিএ’র মতো বিভাগীয় পর্যায়ে আরো একাডেমি করার চিন্তা-ভাবনা চলছে।
সভায় একাডেমির প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণার কার্যক্রম ও প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

#

শহিদুল/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭২৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                  নম্বর : ৩৪৯০
 
সায়মা ওয়াজেদকে বিএনসিইউ’র চেয়ারম্যানের অভিনন্দন

ঢাকা, ৩০ কার্তিক (১৪ নভেম্বর) :

    অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ পুতুল আগামী দু’বছরের জন্য ইউনেস্কো আমির জাবের আল আহমদ আল সাবাহ পুরস্কার সংক্রান্ত আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ)-এর চেয়ারম্যান ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অভিনন্দন জানিয়েছেন। 
    বিবৃতিতে নাহিদ উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ইতোমধ্যে অটিজম বিষয়ক পরিস্থিতি উন্নয়নে অবদান রেখে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। আন্তর্জাতিক পর্যায়ের এ ধরনের সম্মানজনক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ার মাধ্যমে সায়মা ওয়াজেদ পুতুল দেশের জন্যেও বিরাট সম্মান বয়ে এনেছেন।
    পৃথক বিবৃতিতে বিএনসিইউ’র মহাসচিব ও শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন এবং বিএনসিইউ’র সচিব মো. মনজুর হোসেন অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ পুতুলকে অভিনন্দন জানিয়েছেন।
#
আফরাজুর/অনসূয়া/গিয়াস/রফিকুল/আসমা/২০১৬/১৪৪৫ ঘণ্টা  

Todays handout (7).docx Todays handout (7).docx