Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ জানুয়ারি ২০২৫

তথ্যবিবরণী ২৭ জানুয়ারি ২০২৫

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ২৫০৩

 

নারায়ণগঞ্জে তিতাসের অভিযান, ৮শ’ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, দুই লাখ টাকা জরিমানা আদায়

 

ঢাকা, ১৩ মাঘ ( ২৭ জানুয়রি):  

     আজ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নেতৃত্বে ও তিতাস গ্যাসের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে মোবাইল কোর্টের মাধ্যমে মিজমিজি এলাকায় দিনব্যাপী একটি অভিযান পরিচালনা করা হয়েছে।

     অভিযানে ৪টি কয়েল তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধভাবে গ্যাস সংযোগের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে কারখানা মালিকদের তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয়।

     এ সময় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া মতিন সড়কের মুদি কয়েল ফ্যাক্টরিতে অভিযান পরিচালনকালে তিনটি অবৈধ সোর্স পয়েন্ট কেটে কিলিং করা হয় এবং মালিকপক্ষকে এক লাখ টাকা জরিমানা আরোপ করা হয়।

     একইভাবে ধনু হাজি রোড মসজিদ গলিতে নাজ কিং ও আসমানি সুপার গোল্ড নামক কয়েল কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ কারখানায়ও অবৈধ গ্যাস সংযোগ পাওয়ায় মালিককে এক লাখ টাকা জরিমানা  আরোপ করা হয়। একই রোডে অবস্থিত ব্ল্যাক কিলার কোয়েল ফ্যাক্টরি নামক প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ১/২ ইঞ্চি ব্যাসের ৫০ ফিট, ৩/৪ ইঞ্চি ব্যাসের ১শ’ ফিট লম্বা হোস পাইপ জব্দ করা হয়েছে।  

     জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সোনারগাঁওয়ের মিরেরটেক ও হাতুড়িপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অপর একটি অভিযান পরিচালনা করে। অভিযানে মিরেরটেক এলাকায় ২টি এবং হাতুড়াপাড়ায় ২টি স্পটে ২ ইঞ্চি ডায়াবিশিষ্ট ২টি এবং ১ ইঞ্চি ডায়াবিশিষ্ট ২টি অবৈধ সংযোগ উচ্ছেদ করা হয়।

     চারটি স্পটে প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের বিতরণ লাইন ও ৩শ’টি বাড়ির ৮শ’টি অবৈধ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ২ ইঞ্চি ডায়াবিশিষ্ট ৩০ ফুট, ১ ইঞ্চি ডায়াবিশিষ্ট ৭০ ফুট এমএস পাইপের সম্পূর্ণ অংশ এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ করে জব্দ করা হয় এবং প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং ও ক্যাপিং করা হয়।

 

                                                    #

শফিউল্লাহ/রানা/রফিকুল/আব্বাস/২০২৫/২২৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ২৫০২

 

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি পালনের ঘোষণায় রেলপথ মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তি জারি

ঢাকা, ১৩ মাঘ ( ২৭ জানুয়রি):   

      গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফগণ (চলমান ট্রেনে দায়িত্ব পালনকারী) আগামী ২৮ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে। ফলে সারাদেশে রেল চলাচলে অচলাবস্থা ও চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয় তাদের দাবি-দাওয়া/চাহিদা পূরণে যথেষ্ট আন্তরিক ও সর্বোচ্চ সচেষ্ট। ইতোমধ্যে রেলপথ মন্ত্রণালয় থেকে রানিং স্টাফগণের দাবি-দাওয়াসমূহ অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পত্র যোগাযোগের পাশাপাশি দ্বিপাক্ষিক আলোচনাও অব্যাহত আছে। রেলপথ মন্ত্রণালয়ের আন্তরিক প্রচেষ্টার ফলে ইতোমধ্যে তাদের রানিং এলাউন্স ৭৫ শতাংশ থেকে ১০০ শতাংশে উন্নীত করা হয়েছে। এছাড়া মাইলেজ এলাউন্স পাওয়ার জন্য সর্বনিম্ন ৮ ঘণ্টা ও ১০০ মাইল দূরত্বের শর্তও শিথিল করা হয়েছে। রানিং স্টাফগণের অন্যান্য দাবি আদায়ে রেলপথ মন্ত্রণালয় যথেষ্ট আন্তরিক ও সচেষ্ট রয়েছে। এমতাবস্থায় পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচি প্রত্যাহারপূর্বক রেলের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য বাংলাদেশ রেলওয়ের সকল কর্মকর্তা/কর্মচারীর প্রতি উদাত্ত আহ্বান জানানো যাচ্ছে।

       এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ে একটি সেবামূলক প্রতিষ্ঠান। যাত্রীদের সর্বোচ্চ সেবা প্রদান অব্যাহত রেখে ট্রেন পরিচালনা করাই রেলওয়ের মূল কাজ। সে লক্ষ্যে আলাপ আলোচনার মাধ্যমে শ্রমিক কর্মচারীদের যে কোনো সমস্যা ও দাবি-দাওয়ার বিষয় সমাধানে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। রানিং স্টাফদের দাবি-দাওয়া আদায়েও রেলপথ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের সাথে কার্যকর যোগাযোগ রক্ষা করে চলেছে। এমতাবস্থায়, যাত্রী সাধারণের ভোগান্তি বিবেচনা করে পূর্বঘোষিত আন্দোলন কর্মসূচি প্রত্যাহার এবং আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে রানিং স্টাফগণ উদ্যোগ গ্রহণ করবেন বলে মন্ত্রণালয় বিশ্বাস করে।

     

                                                #

রেজাউল/মেহেদী/পবন/রানা/ফেরদৌস/মোশারফ/আব্বাস/২০২৫/২০৪৬ ঘণ্টা

Handout                                                                                                           Number: 2501

Nationwide Mobile Court Operations Achieve

Major Success in Tackling Polythene, Air and Noise Pollution


 

Dhaka, 27 January:

            Today the Department of Environment conducted 11 mobile court operations in Bhola, Lakshmipur, Rangpur, Khulna, Sirajganj, Chattogram, Narsingdi, Netrokona, Cox’s Bazar, Feni, and Dhaka’s Gulshan and Bhatara areas against the production, sale, distribution, and marketing of banned polythene.

            These operations resulted in 16 cases, with fines amounting to BDT 53 thousand 500 collected, and approximately 1 thousand 300 kilograms of banned polythene seized. Additionally, shop owners in areas such as Gulshan kitchen market and Baridhara new market were issued warning messages to stop dealing with prohibited polythene.

            A mobile court was conducted in Manikganj district against illegal brick kilns causing air pollution. Two cases were filed, and fines of BDT 1 lakh were collected.

            In Dhaka’s Mohammadpur and Basila areas, two mobile courts were carried out under the Air Pollution Control Rules 2022 against air pollution caused by construction materials. These operations resulted in four cases, with fines of BDT 26 thousands collected, and several establishments were cautioned.

            In Lakshmipur district, a mobile court was conducted against noise pollution. One vehicle driver was fined BDT 200, and two hydraulic horns were seized. Additionally, several drivers were issued warning messages.

            The Department of Environment will continue such operations across the country to protect the environment.

#

Dipankar/Mehedi/paban/Rana/ Ferdows/Mosharaf/Joynul/2025/2020Hrs.

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ২৫০০

সারা দেশে পরিবেশ সংরক্ষণে মোবাইল কোর্ট অভিযান

পলিথিন, বায়ুদূষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য

ঢাকা, ১৩ মাঘ (২৭ জানুয়ারি):

          আজ নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের বিরুদ্ধে ভোলা, লহ্মীপুর, রংপুর, খুলনা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, নরসিংদী, নেত্রকোনা, কক্সবাজার, ফেনী এবং ঢাকার গুলশান ও ভাটারা এলাকায় পরিবেশ অধিদপ্তর ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করে।

          এ সকল অভিযানে ১৬টি মামলার মাধ্যমে ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং আনুমানিক ১ হাজার ৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি গুলশান কাঁচাবাজার ও বারিধারা নতুন বাজার-সহ বিভিন্ন দোকান মালিককে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

          বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মানিকগঞ্জ জেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ২টি মামলার মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ঢাকা মহানগরের মোহাম্মদপুর ও বসিলা এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের বিরুদ্ধে ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ৪টি মামলার মাধ্যমে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

          লহ্মীপুর জেলায় শব্দ দূষণবিরোধী অভিযানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ১টি যানবাহনের চালককে ২০০ টাকা জরিমানা করা হয় এবং ২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া কয়েকটি যানবাহনের চালকদের সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

          পরিবেশ অধিদপ্তর সারা দেশে পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

#

দীপংকর/মেহেদী/পবন/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৫/২০২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ২৪৯৯

বুড়িগঙ্গা ও তুরাগ নদী নিয়ে গবেষণার আহ্বান পানি সম্পদ উপদেষ্টার

ঢাকা, ১৩ মাঘ (২৭ জানুয়ারি):

          পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বুড়িগঙ্গা ও তুরাগ নদী এবং নদী থেকে বালু উত্তোলনের কারণে নদীর কি ক্ষতি হয় সেটি নিয়ে গবেষণা করার জন্য নদী গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

          আজ ফরিদপুরে নদী গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় উপদেষ্টা এ আহ্বান জানান। এ সময় তিনি নদী গবেষণা ইনস্টিটিউটে বাংলাদেশের নদ-নদীর ডিসপ্লে বোর্ড, টাইডাল মডেল শেড, কংক্রিট ল্যাব, স্টোন গ্রেডেশন টেস্ট রুম ও মুহুরী- কহুয়া ফিজিক্যাল মডেলিং রিহ্যাবিলিটেশন সাইট ঘুরে দেখেন।

          মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, নদী ও তৎসম্পর্কিত পরীক্ষা নিরীক্ষা, অনুসন্ধান ও গবেষণা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নদী গবেষণা ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। নদী গবেষণা ইনস্টিটিউটের শূন্য পদে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু করার জন্য  পানি সম্পদ উপদেষ্টা সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়া নদী গবেষণা ইনস্টিটিউটের জরাজীর্ণ ল্যাবরেটরি ভবনের স্থানে নতুন ভবন নির্মাণের পদক্ষেপ নিতে তিনি সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

          এ সময় পানি সম্পদ সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ,কে,এম তাহমিদুল ইসলাম, নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আবু হোরায়রা, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্ল্যা, পুলিশ সুপার আবদুল জলিল-সহ নদী গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

          এর আগে আজ সকালে উপদেষ্টা নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের ৫৫তম সভায় অংশগ্রহণ করেন।

#

মামুন/মেহেদী/পবন/রানা/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৫/২১০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২৪৯৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প

লালমাই পাহাড় ধ্বংসের বিষয়ে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের নির্দেশনা

ঢাকা, ১৩ মাঘ (২৭ জানুয়ারি):

          কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘অধিকতর উন্নয়ন’ শীর্ষক প্রকল্পে লালমাই পাহাড় কেটে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এতে পরিবেশ ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়েছে।  অনন্য প্রত্নতাত্তিক সম্পদসমৃদ্ধ লালমাই পাহাড় ধ্বংস করায় পরিকল্পনা কমিশন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনপূর্বক এর দায়-দায়িত্ব নিরূপণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

          পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব দিল আফরোজ বেগম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিবকে অনুরোধ করা হয়েছে।

          ২০১৮ সালের একনেক সভায় এই প্রকল্প অনুমোদনের সময় শর্ত দেওয়া হয়েছিল, অবকাঠামো নির্মাণে পাহাড় না কেটে ডিজাইন তৈরি করতে হবে। পরিবেশ অধিদপ্তরের শর্তেও বলা হয়েছিল, প্রকল্পে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না।

          তবে এসব শর্ত ভঙ্গ করে কোনো পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পাহাড় কেটে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিনিধি সরেজমিন পরিদর্শনে এ তথ্য নিশ্চিত করেছেন।

          উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এ ধরনের কর্মকাণ্ড নেতিবাচক উদাহরণ তৈরি করেছে। এর ফলে সমাজে পাহাড় কেটে উন্নয়ন কাজ করার ভুল বার্তা পৌঁছাচ্ছে।

#

দীপংকর/মেহেদী/পবন/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৫/১৯১৫ঘণ্টা

Handout                                                                                                           Number: 2497

Investigation Ordered into the Destruction of

Lalmai Hills for the Development Project of Cumilla University
                                                                   --- Environment Advisor

Dhaka, 27 January:

            Infrastructure development under the ‘Further Development’ project of Cumilla University has caused significant environmental and biodiversity damage by cutting through the historically and archaeologically significant Lalmai Hills.

            To address this, a letter signed by Dil Afroze Begum, Deputy Secretary of the Ministry of Environment, requested the Senior Secretary of the Secondary and Higher Education Division to form an inter-ministerial investigation committee, including the Planning Commission, the Ministry of Environment, Forest and Climate Change, and other relevant ministries, to identify responsibilities and take necessary actions.

            The project, approved in a 2018 ECNEC meeting, explicitly required that infrastructure designs avoid hill cutting. The Department of Environment also stipulated that no activity under the project should harm the environment or biodiversity.

            However, these conditions were violated as hills were cut for infrastructure development without obtaining any environmental clearance. A field visit by the Ministry of Environment confirmed this violation.

            Such actions by a higher education institution like Cumilla University set a harmful precedent and send a negative message about development at the cost of environmental degradation.

#

Dipankar/Mehedi/Ferdows/paban/Rana/Mosharaf/Joynul/2025/1910Hrs.

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ২৪৯৬

ভোলাগঞ্জে পাথর চুরির ঘটনায়

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চার সদস্য সাময়িক বরখাস্ত

ঢাকা, ১৩ মাঘ (২৭ জানুয়ারি):

          সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জ রেলওয়ে বাংকার এলাকায় দুষ্কৃতকারী কর্তৃক পাথর উত্তোলনের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সাথে পাথর চুরির ঘটনায় জড়িতদের শনাক্তকরণ ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

          আজ আরএনবি কমান্ডার (সদর) রোকনুজ্জামান খান স্বাক্ষরিত আদেশে অভিযুক্ত আরএনবি সদস্যদের বরখাস্ত করা হয়। বরখাস্তকৃতরা হলেন এসআই মোঃ মঞ্জুরুল ইসলাম, ইএস/৩৯২, আরএনবি চৌকি, সিজিপিওয়াই; এএসআই শাহাদাত হোসেন, ইএস/৪৩৫, আরএনবি, চাঁদপুর; হাবিলদার মোঃ কাজী শাহাদাত হোসাইন; এইচ/৪৬১-ই, আরএনবি চৌকি, চট্টগ্রাম এবং সিপাহী মোঃ আব্দুল হাই, সি/১৪৪৫-ই, আরএনবি, অস্ত্র শাখা, চট্টগ্রাম। বরখাস্তকৃতরা সকলেই ভোলাগঞ্জ পাথর কোয়ারী বাংকার এলাকায় কর্মরত ছিলেন।

          সাময়িক বরখাস্তকালীন তারা প্রচলিত বিধি মোতাবেক খোরাকি ভাতাসহ সকল সুযোগ সুবিধা ভোগ করবেন এবং প্রতিদিন অফিস চলাকালীন কমান্ড্যান্ট, ঢাকা এর দপ্তরে হাজির থাকবেন। ঘটনাটি সরেজমিন তদন্তের নিমিত্তে সহকারী কমান্ড্যান্ট, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী, ঢাকা বিভাগকে আহ্বায়ক করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন, সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ে, সিলেট। কমিটিকে আগামী ৫ কর্ম দিবসের মধ্যে মহাব্যবস্থাপক (পূর্ব) এর নিকট প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

          প্রসঙ্গত গত ২৬ জানুয়ারি সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জ বাংকার এলাকায় পাথর চুরির একটি ভিডিও ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তারা দায়িত্বরত আরএনবি সদস্যদের দায়িত্বে অবহেলা লক্ষ্য করেন এবং আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেন।

#

 রেজাউল/মেহেদী/পবন/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৫/১৮৫০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২৪৯৫

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সাথে কোরিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ১৩ মাঘ (২৭ জানুয়ারি):

          আজ বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সাথে তাঁর অফিস কক্ষে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়াং-সিক (Park Young-sik)।

          সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নসহ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও সম্ভাবনার বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের পার্বত্যঞ্চলের পানি সমস্যা ও পরিবেশগত অন্যান্য সমস্যা নিরসনে কোরিয়ান পলিসি অনুসরণ করার কথা জানান উপদেষ্টা।

          সুপ্রদীপ চাকমা  বলেন, পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থায় আধুনিকায়ন পদ্ধতি প্রচলন করা হবে। কোয়ালিটি এডুকেশন পার্বত্য অঞ্চলের মানুষকে পৃথিবীর আধুনিক মানুষের চিন্তা চেতনার সাথে এগিয়ে নিয়ে যাবে। পার্বত্য অঞ্চলের প্রকৃতি ও পরিবেশ ‘যেখানে যেমন, সেখানে তেমন’ উপায়ে সাজানো হবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাহাড়ের পরিবেশকে সুন্দরভাবে কাজে লাগানো হবে। পাহাড়ের বন-জঙ্গল, ঝিরি, ঝরণা, পর্যটকদের আকৃষ্ট করে। সরকার এখানে পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। প্রাকৃতিক পরিবশকে রক্ষা করতে আমরা বাঁশ ঝাড়ের চাষ বাড়াতে যাচ্ছি। উপদেষ্টা বলেন, পরিবেশ রক্ষায় বাঁশ খুবই কার্যকর। তিনি বলেন, কাপ্তাই লেক, নদী-নালা-ঝিরির পানি সঠিক পদ্ধতিতে ধরে রেখে পানির সমস্যার সমাধান করতে চাই। পরিবেশ সুরক্ষায় আমোদেরকে খুব বেশি সচেতন হতে হবে।

           বৈঠকে উপদেষ্টা আরো জানান, পার্বত্য অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে বাংলাদেশ সরকার তুলা চাষ, ইক্ষু চাষ, বাঁশ চাষ, আম, কলা, আনারস চাষ, কফি ও কাজু বাদাম ফলনের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে। পার্বত্য চট্টগ্রামের উৎপাদিত কাজু বাদাম ও কফি বাইরে রপ্তানি করার প্রক্রিয়া  চলছে। 

          এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রাশিদা ফেরদৌস, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, যুগ্মসচিব কংকন চাকমা ও উপদেষ্টার একান্ত সচিব খন্দকার মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

#

 রেজুয়ান/মেহেদী/পবন/রানা/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৫/১৯০০ঘণ্টা

2025-01-27-16-52-268a53b3403c9e53f965f24940894679.docx