Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ এপ্রিল ২০১৮

তথ্যবিবরণী 15/04/2018

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১২১০
 
কৃষকদের অনুদানের অর্থ ও প্রণোদনা নিয়ে দুর্নীতি বরদাশত করা হবে না 
                                                                             --- ভূমিমন্ত্রী
 
আটঘরিয়া (পাবনা), ২ বৈশাখ (১৫ এপ্রিল) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত অনুদানের অর্থ ও প্রণোদনা নিয়ে যারা দুর্নীতিতে জড়াবে তাদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না। দুর্নীতিকে উৎখাত করতে সরকারের জিরো টলারেন্সকে মাথায় রেখে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে। সরকারি সাহায্য থেকে কোনো কৃষক যেনো বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। 
আজ পাবনা জেলার আটঘরিয়া উপজেলা অডিটোরিয়ামে কৃষকদের মাঝে প্রণোদনা ও অনুদানের অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। ৪৫০ জন কৃষকের মাঝে ২ হাজার ২৫০ কেজি পটাশ ও ইউরিয়া বিতরণ করা হয়। 
এর আগে মন্ত্রী ঈশ^রদী ও আটঘরিয়ার ১৭২টি প্রাথমিক বিদ্যালয়ে ১৯৮টি ল্যাপটপ বিতরণ করেন। ঈশ^রদীতে ১০০টি বিদ্যালয়ে ১২১টি এবং আটঘরিয়ার ৭২টি বিদ্যালয়ে ৭৭টি ল্যাপটপ বিতরণ করা হয়। ভূমিমন্ত্রী ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বলেন, আধুনিক বিশে^র সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশন করা হচ্ছে।
#
 
রেজুয়ান/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৮৪৫ঘণ্টা

                                         

সংশোধনী 
পরিকল্পনা সচিব মোঃ তারিকুল ইসলাম এর স্থলে হবে মোঃ জিয়াউল ইসলাম
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২০৯

টেকসই উন্নয়নে পর্যটনশিল্প বিকাশের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে
                                                     --- পরিকল্পনামন্ত্রী

ঢাকা, ২ বৈশাখ (১৫ এপ্রিল) :
মানুষের হাতে টাকা হলেই এক দেশ থেকে আরেক দেশে বেরিয়ে পড়ে, এটা মানুষের সহজাত প্রবৃত্তি। শুধু এই পর্যটনশিল্পকে কাজে লাগিয়েই নেপাল অনেক বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করছে। তাহলে বাংলাদেশ পারবে না কেন। তাই দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে পর্যটন শিল্প বিকাশের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে হবে। আজ পরিকল্পনা বিভাগের আওতায় সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের দু’টি গবেষণা ফলাফল সংক্রান্ত কর্মশালায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন। 
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব মোঃ তারিকুল ইসলাম, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইমইডি) সচিব মোঃ মফিজুল ইসলামসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা। 
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের অর্থনীতির জন্য সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে প্রধান তিনটি হচ্ছে পর্যটন, তথ্য ও প্রযুক্তি এবং স্বাস্থ্য সেবা। এসব খাতে উন্নতি করার মাধ্যমে অর্থনীতি টেকসই করা সম্ভব। 
#

তৌহিদুল/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৮/২০৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ১২০৮
বিদেশি সাংবাদিকদের তথ্যমন্ত্রী
জঙ্গিদের ক্ষমতার বাইরে রাখলে গণতন্ত্রের কমতি হয় না
 
ঢাকা, ২ বৈশাখ (১৫ এপ্রিল) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘মৌলবাদী, জঙ্গি-সন্ত্রাসীদের ক্ষমতার বাইরে রাখলে গণতন্ত্রের কমতি হয় না, বরং প্রাপ্তি ঘটে।’ আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্বের ১০টি দেশ থেকে বাংলাদেশ সফররত ২৭ জন সাংবাদিকের সাথে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, ‘চমৎকার উন্নয়নের মধ্যেও সাম্প্রদায়িক-সন্ত্রাসীদের দমনকে যারা গণতন্ত্রের কমতি বলে মনে করে, তারা বিভ্রান্তিতে রয়েছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোড়বদলকারী অর্থনৈতিক নীতি অনুসরণ ও সংবিধানের চার নীতির ওপর শক্ত অবস্থানই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করছে উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘বিস্ময়কর উন্নয়নের এ পথে সবচেয়ে বড় বাধা ছিল সাম্প্রদায়িক অপশক্তি, খালেদা জিয়া ও বিএনপি চক্র। জঙ্গিবাদের বিরূদ্ধে সরকারের দৃঢ় অবস্থান সেই বাধা অতিক্রম করতে সাহায্য করেছে।’ 
‘একথা সত্য যে, অনভিপ্রেত এসব বাধা-বিপত্তি না থাকলে দেশের আরো দ্রুত উন্নয়ন সম্ভব’, বলেন তিনি। 
মুক্তিযোদ্ধা ইনু এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জন, পঁচাত্তর সালে বিপথগামী সামরিক চক্রের হাতে বঙ্গবন্ধুর নিহত হওয়া এবং পরবর্তী সামরিক-স্বৈরশাসনকালে অপরাধীদের বিচার থেকে অব্যাহতি দেবার কুপ্রথা থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিচারের সংস্কৃতি ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংক্ষিপ্ত বিবরণ সফররত সাংবাদিকদের কাছে তুলে ধরেন। 
সেইসাথে টেকসই উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, অর্থনীতিতে সামাজিক নিরাপত্তাজাল প্রবর্তনসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সফল প্রয়োগের মাধ্যমে দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের যাত্রারও বর্ণনা দেন হাসানুল হক ইনু।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ভিজিট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় ১৪ থেকে ১৯ এপ্রিল বাংলাদেশ সফররত সাংবাদিকদের মধ্যে রয়েছে কানাডার কলিন রবার্টসন, কোরিয়ার মিনহিউং লি এবং সেহওয়ান পার্ক, জার্মানির কেভিন পিটার হোফম্যান, বার্ন্ট হেলজি বার্গার এবং ক্লডিয়া এ্যাসট্রিড সোলকেন, ফ্রান্সের লিডিয়া বেন  ইজহাম, ইথিওপিয়ার ব্রু ইহুনবিলে মেনজিসটু, আবেত গ্রুম, আটো ক্রিসটিয়ান এবং  মুলুকেন ইয়েওন্ডোসেন কিফলে, ব্রাজিলের মার্সিয়া হেলেনা গনকালভেস রোলেমবার্গ, ফাবিয়ানা কুইরোজ মেনডেস সেবান এবং জুলিয়ানো দ্য সিলভা কর্টিনবাস।
এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের দিবাদীপ পুরোহিত, দেবদূত ঘোষঠাকুর, অমল সরকার, প্রিয়াংকা দাসগুপ্ত, ভিনীতা পান্ডে, গৌতম লাহিড়ী, ফিলিপাইনের বাডি ও’ কুনানান, তুরস্কের  সেইমা নাজলি গুর্বুজ, ইউসুফ সেমান ইনাঙ্ক, ড. নাজমি আগিল,  ফারুক টোকাট ও আহমেদ কসকুনেইডিন ও থাইল্যান্ডের এরিক পারপার্ট এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুলতান মাহমুদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক এম দেলোয়ার হোসেনসহ তথ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ সভায় যোগ দেন। 
#
 
আকরাম/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৮১০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২০৭
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবের ১৩ জেলার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্স
৩০ এপ্রিলের মধ্যে টিআর, কাবিখা ও ইজিপিপির প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ
 
ঢাকা, ২ বৈশাখ (১৫ এপ্রিল) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ্ কামাল আজ দেশের ১৩ জেলার জেলা প্রশাসক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্স করেন। কনফারেন্সের মাধ্যমে তিনি আসন্ন দুর্যোগ মৌসুমে জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের পূর্বপ্রস্তুতি, ত্রাণসামগ্রী রিজার্ভের অবস্থা, সাইক্লোন সেল্টারের অবস্থা ইত্যাদি নিয়ে মতবিনিময় করেন। এছাড়াও তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া উপজেলা পর্যায়ে বাস্তবায়িত টিআর, কাবিখা, সোলার প্যানেল, ইজিপিপি, ব্রিজ-কালভাট, এইচবিবিসহ বিভিন্ন প্রকল্পের উন্নয়ন কর্মকা-ের বাস্তবায়ন অগ্রগতির খোঁজখবর নেন।
টিআর, কাবিখা, সোলার প্যানেল, ইজিপিপির প্রকল্প নির্ধারিত ৩০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন সচিব। যেসব উপজেলার প্রকল্পের তালিকা এখনো পাওয়া যায়নি জেলা প্রশাসকের উদ্যোগে দ্রুত প্রকল্প তালিকা প্রস্তুতপূর্বক কাজ শুরু করার অনুরোধ করেন শাহ্ কামাল। জেলা প্রশাসকদের ঢেউটিনের চাহিদার পরিপ্রেক্ষিতে জেলা পর্যায়ে বরাদ্দকৃত ঢেউটিন সাধারণভাবে বরাদ্দ না দিয়ে শুধু দুর্যোগে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্মাণের জন্য বরাদ্দ দিতে অনুরোধ করেন তিনি। এবছর কালবৈশাখী, বজ্রপাত ও টর্নেডোর আশঙ্কার কথা উল্লেখ করে তিনি জেলা প্রশাসকদের পূর্বপ্রস্তুতি ও জনসচেতনতার উদ্যোগ নিতে বলেন। গতবছরে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ইজিপিপি প্রকল্পের আওতায় অগ্রাধিকার ভিত্তিতে মেরামতের পরামর্শ দেন সচিব। এইচবিবি প্রকল্পের রাস্তা ১ মাসের মধ্যে কাজ শেষ করতে হবে বলে তিনি মন্তব্য করেন। দুর্যোগ মৌসুমকে সামনে রেখে দ্রুত জেলা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে সার্বিক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব। 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে আজ অনুষ্ঠিত ভিডিও কনফারেন্স তিনি গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, ঝালকাঠি, ভোলা, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, নড়াইল, নওগা, সিরাজগঞ্জ ও কুমিল্লা জেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহমদ, বিভিন্ন প্রকল্পের পরিচালকগণ এসময় উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে সকল জেলার সাথে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে।
#
 
ফারুক/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৭৫০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২০৬
 
নৌপরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সাময়িক বরখাস্ত
 
ঢাকা, ২ বৈশাখ (১৫ এপ্রিল) :
নৌপরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার (চলতি দায়িত্ব) এস এম নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 
নৌপরিবহন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে। 
গত ১২ এপ্রিল দুর্নীতি দমন কমিশন গ্রেফতার করায় গ্রেফতারের তারিখ থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
#
 
জাহাঙ্গীর/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৭৪০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১২০৫   


১ মার্চ জাতীয় ভোটার দিবস

ঢাকা, ২ বৈশাখ (১৫ এপ্রিল) : 

সরকার ১ মার্চ তারিখকে ‘জাতীয় ভোটার দিবস’ ঘোষণা করেছে এবং উক্ত তারিখকে ‘জাতীয় ভোটার দিবস হিসেবে উদ্যাপনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রের খ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে এ সিদ্ধান্তের তথ্য জানানো  হয়।

#
হাসান/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৫৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২০৪
 
ট্রেন দুর্ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি 
 
টঙ্গী, ২ বৈশাখ (১৫ এপ্রিল) :
       আজ দুপুরে ঢাকা-জামালপুরের মধ্যে চলাচলকারী জামালপুর কমিউটার ট্রেন টঙ্গী রেলওয়ে স্টেশনের পূর্বে জামালপুর থেকে ঢাকায় ফেরার পথে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ৩ জন যাত্রী নিহত ও অনেকে আহত হয়।
দুর্ঘটনার খবর জানতে পেরে রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের জানান ঘটনা তদন্তে বাংলাদেশ রেলওয়ের ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। প্রধান প্রকৌশলী পূর্ব মোঃ আরিফুজ্জামানকে আহ্বায়ক করা হয়েছে। অন্য সদস্যরা হলেন প্রধান যান্ত্রিক প্রকৌশলী পূর্ব মিজানুর রহমান এবং প্রধান সিগনাল ও টেলিকম ইঞ্জিনিয়ার পূর্ব চন্দন কুমার দাস। কমিটি আগামী ৩ দিনের মধ্যে রিপোর্ট পেশ করবে। 
রেলপথমন্ত্রী বলেন, নিহতদের আর্থিক সহায়তা দেয়া হবে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। 
#
শরিফুল/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৭৩০ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২০৩
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কারিগরি শিক্ষার ওপর শিক্ষামন্ত্রীর গুরুত্বারোপ
ঢাকা, ২ বৈশাখ (১৫ এপ্রিল) :  
কারিগরি শিক্ষাকে আরো জনপ্রিয় করার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, কারিগরি শিক্ষার উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়।
শিক্ষামন্ত্রী আজ ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি)  মিলনায়তনে  শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আয়োজিত এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে কারিগরি ও ভোকেশনাল শিক্ষা ও প্রশিক্ষণ কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন ‘স্কিলস এন্ড ট্রেনিংএনহ্যান্সমেন্ট প্রজেক্ট প্রকল্পের সহায়তায় এই কর্মশালা আয়োজন করে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা অগ্রাধিকার কিন্তু কারিগরি শিক্ষা হলো অগ্রাধিকারের অগ্রাধিকার। সরকার কারিগরি শিক্ষার পাশাপাশি পুরো শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও ডিজিটাইজেশনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। যুগোপযোগী জাতীয় শিক্ষানীতি প্রণয়ন এবং শিক্ষা প্রশাসনের আধুনিকায়ন করা হয়েছে।  ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিল পুনর্গঠন করে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হবে।
নাহিদ বলেন, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে ভিশন ২০২১ অর্জন করার লক্ষ্যে বর্তমান সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার যে লক্ষ্য ঠিক করা হয়েছে, তা অর্জনের জন্য কারিগরি শিক্ষা বিস্তারের কোন বিকল্প নেই। 
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ১লা বৈশাখ উদযাপন
আজ সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রাঙ্গণে ১লা বৈশাখ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান বক্তব্য রাখেন।
এসময় শিক্ষামন্ত্রী বলেন, বাঙালী সংস্কৃতি হাজার বছরের পুরনো। বিভিন্ন সময়ে এ সংস্কৃতি বাধাগ্রস্ত হলেও এখন তা পরিপূর্ণভাবে বিকশিত হচ্ছে। তিনি বলেন, ঔপনিবেশিক শাসকরা বিভিন্ন দেশের ভাষা ও সংস্কৃতি মুছে দিয়েছে। কিন্তু বাংলা ভাষা ও সংস্কৃতিকে কেউ মুছে ফেলতে পারেনি। 
#
আফরাজ/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৬২০ ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২০২
শিল্পমন্ত্রীর সাথে মারুবেনির আঞ্চলিক প্রধান নির্বাহী কর্মকর্তার বৈঠক
এনপিকে মিশ্র সার উৎপাদনের কারখানা স্থাপনের প্রস্তাব দিয়েছে মারুবেনি কর্পোরেশন
ঢাকা, ২ বৈশাখ (১৫ এপ্রিল) :  
বাংলাদেশে একটি এনপিকে (নাইট্রোজেন, ফসফরাস এন্ড পটাশিয়াম) মিশ্র সার উৎপাদনের কারখানা স্থাপনের প্রস্তাব দিয়েছে জাপানের উদ্যোক্তা প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন। এছাড়া রাষ্ট্রায়ত্ত চিনিকলের আধুনিকায়ন ও পণ্য বৈচিত্রকরণেও এ প্রতিষ্ঠান সহায়তা করতে আগ্রহী।
বাংলাদেশ সফররত মারুবেনি কর্পোরেশনের দক্ষিণ-পশ্চিম এশিয়ার আঞ্চলিক প্রধান নির্বাহী কর্মকর্তা নোয়াকি ইজুমি আজ শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠককালে এ কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 
বৈঠকে বাংলাদেশের শিল্পখাতের উন্নয়নে মারুবেনি কর্পোরেশনের কারিগরি সহায়তার বিষয়ে আলোচনা হয়। এ সময় সার উৎপাদন শিল্পে আধুনিক প্রযুক্তির প্রয়োগ ও উচ্চ ক্ষমতাসম্পন্ন কোটেড ইউরিয়া সার উৎপাদন, কৃষিপণ্য বৈচিত্রকরণ, চিনিশিল্পের আধুনিকায়নসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় স্থান পায়।  
মারুবেনির আঞ্চলিক প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে মারুবেনি বাংলাদেশকে  সম্ভব সব ধরনের সহায়তা দিতে আগ্রহী। বাংলাদেশে এনপিকে মিশ্র সার উৎপাদনের বিষয়ে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে সমীক্ষা চালিয়েছে। এ সার উৎপাদনে জ্বালানিসাশ্রয়ী সারকারখানা স্থাপনে মারুবেনির অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।  
শিল্পমন্ত্রী মারুবেনি কর্পোরেশনের এ প্রস্তাবকে স্বাগত জানান। তিনি বলেন, সমীক্ষা প্রতিবেদনের ওপর ভিত্তি করে মারুবেনি কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দিলে, শিল্প মন্ত্রণালয় তা যথাযথ গুরুত্বের সাথে যাচাই বাছাই করে দেখবে। এ প্রস্তাব বাংলাদেশের জাতীয় স্বার্থের অনুকূলে হলে তা দ্রুত বাস্তবায়ন করা হবে। বাংলাদেশের চিনিশিল্পের আধুনিকায়ন এবং পণ্য বৈচিত্র্যকরণে বাস্তবধর্মী প্রকল্প নিয়ে এগিয়ে আসতে মারুবেনির আঞ্চলিক প্রধান নির্বাহীকে তিনি পরামর্শ দেন। 
শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্, অতিরিক্ত সচিব বেগম পরাগ, মারুবেনি কর্পোরেশনের ঢাকা অফিসের মহাব্যবস্থাপক আকিহিসা তোমিওকা, প্লান্ট প্রজেক্ট বিভাগের মহাব্যবস্থাপক নাগাহিতু মায়োশি উপমহাব্যবস্থাপক হিকারি কাওয়াই এবং ব্যবস্থাপক মোটোয়াকি ইউশিদা বৈঠকে উপস্থিত ছিলেন। 
#
জলিল/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৫৪৫ ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১২০১   
ব্রুনাইসহ বেশ কয়েকটি দেশে বাংলা নববর্ষ ১৪২৫ উদ্যাপন
ব্রুনাই, ১৫ এপ্রিল : 
ব্রুনাইস্থ বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে বিপুল উৎসাহ উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪২৫ উদ্যাপন করা হয়। ব্রুনাই দারুসসালামে নিযুক্ত রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমূদ হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করেন। 
বর্ণিল পোশাকে সজ্জিত শিশু-কিশোরদের উচ্ছ্বাসপূর্ণ উপস্থিতিতে সমগ্র এলাকা উৎসবের আমেজে ভরে ওঠে। ঢোল, একতারা, বাঁশি, মুখোশ, কুলা আর আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যের নানাসামগ্রী সকলের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করে। এক বাংলাদেশি এক ব্রুনাইয়ান স্লোগানকে ধারণ করে বাংলাদেশিদের পাশাপাশি বিদেশিরাও এই প্রাণের মেলায় স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। মেলায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ১৬টি স্টল ছিল।
এছাড়াও ভারতের নয়াদিল্লী, দক্ষিণ কোরিয়ার সিউল এবং ইতালির মিলানে বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪২৫ উদ্যাপন হয়। 
#
অনসূয়া/জসীম/আসমা/২০১৮/১৫৩০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১২০০
শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে  
                                                                  নৌপরিবহন মন্ত্রী
ঢাকা, ২ বৈশাখ (১৫ এপ্রিল) : 
আদর্শহীন মেধা ও রাজনীতি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রপরিচালনায় দক্ষ। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে বলে দেশের উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। 
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান  আজ জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা প্রজন্ম, শ্রমিক, কর্মচারী পেশাজীবীদের এক সমাবেশে এসব কথা বলেন। 
শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ এবং মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ ছাত্র আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্যের বাসভবনে হামলা এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল 
অনুষ্ঠিত হয়। 
মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদের আহবায়ক আশিবুর রহমান খানের সভাপতিত্বে  বিশিষ্ট কলামিস্ট আবেদ খান, বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, নাট্যব্যক্তিত্ব রোকেয়া প্রাচী, শ্রমিকনেতা মোখলেসুর রহমান, প্রজন্ম লীগের নেতা এডভোকেট আসাদুজ্জামান দুর্জয় এবং সিবিএ নেতা আবুল হোসেন ও মহসিন ভূঁইয়া সমাবেশে বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, ছাত্র আন্দোলনের নামে স্বার্থান্বেষী মহল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছিল। প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপের ফলে তাদের সে অপচেষ্টা ব্যর্থতায় পরিণত হয়েছে। 
মন্ত্রী সমাবেশ থেকে সমন্বয় পরিষদের ৬-দফা দাবি ও কর্মসূচি ঘোষণা করেন। 
#
জাহাঙ্গীর/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৫২৫ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১১৯৯   
বিগত ২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি খাদ্যশস্য মজুদ আছে
                                                      - খাদ্যমন্ত্রী
ঢাকা, ২ বৈশাখ (১৫ এপ্রিল) : 
খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বর্তমানে সরকারি গুদামগুলোতে মজুদ আছে প্রায় 
১২ লক্ষ মে. টনের উপরে। যা বিগত ২০ বছরের মধ্যে সর্বাধিক। আজ খাদ্য অধিদপ্তরে আয়োজিত আরসি ফুড, ডিসি ফুড এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এবার ১ লাখ মে.টন ধান এবং ৯ লাখ মে.টন চাল সংগ্রহ করা হবে। ধান প্রতি কেজি 
২৬ টাকা দরে এবং চাল প্রতি কেজি ৩৮ টাকা দরে সংগ্রহ করা হবে। তিনি বলেন, আশা করছি এবার প্রকৃতি বিরূপ হবে না।
কালো তালিকাভুক্ত মিলের বিষয়ে মন্ত্রী বলেন, গত আমন মৌসুমে কালো তালিকাভুক্ত মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হয়নি। এবার কাউকে হতাশ করতে চাইনা। তাদের কাছ থেকে এবার বোরো চাল সংগ্রহ করা হবে বলে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। 
উপস্থিত সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি এবং আমন সংগ্রহ অভিযান সফলভাবে শেষ হয়েছে। সংগৃহীত চালের মানও খুব ভালো। এজন্য সকলকে ধন্যবাদ জানাই। তবে চলমান বোরো সংগ্রহে কোন কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি, অনিয়ম করলে প্রশাসনিক ব্যবস্থাসহ কঠিন শাস্তি প্রদান করা হবে। 
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসানের সভাপতিত্বে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওমর ফারুক, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আরিফুর রহমান অপুসহ খাদ্য অধিদপ্তরের এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
#
সুমন/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৫৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১১৯৮   
আধুনিক বিশে^র সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশন করা হচ্ছে 
                                                                         - ভূমিমন্ত্রী 
ঈশ^রদী, ২ বৈশাখ (১৫ এপ্রিল) : 
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, আধুনিক বিশে^র সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশন করা হচ্ছে। একসময় বাঁশের মাচায় বসে শিক্ষাজীবন কাটাতে হয়েছে। স্কুলের বেড়া ঘর কিছুই ছিল না। অথচ প্রত্যন্ত অঞ্চলে এখন অত্যাধুনিক দালানকোঠায় স্কুল ঘর তৈরি করে দিচ্ছে এ সরকার। 
আজ ঈশ^রদী উপজেলা কার্যালয় মিলনায়তনে ঈশ^রদী সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে ভূমিমন্ত্রী এ কথা বলেন। 
ভূমিমন্ত্রী আরো বলেন, নিরক্ষরমুক্ত সোনার বাংলা গড়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু। মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তিসম্পন্ন ল্যাপটপ ব্যবহারের মাধ্যমে কোমলমতি শিশু শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি নির্ভর বিজ্ঞানমনস্ক মানসিকতায় গড়ে তোলা হচ্ছে। দেশের জনসাধারণ তথা ছাত্রসমাজকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এনেছেন। ক্রমবর্ধমান মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার ওপর অধিকতর গুরুত্ব দিচ্ছে সরকার। পরে মন্ত্রী ঈশ^রদীর ১০০টি প্রাথমিক বিদ্যালয়ে ১২১টি ল্যাপটপ বিতরণ করেন।
মাল্টিমিডিয়ার মাধ্যমে ঈশ^রদীর শিক্ষা ব্যবস্থাপনার চিত্র উপস্থাপন করা হয়। ঈশ^রদী উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
#
রেজুয়ান/অনসূয়া/সুবর্ণা/রেজ্জাকুল/আসমা/২০১৮/১১৪৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১১৯৭
এক হাজার কোটি টাকা ব্যয়ে হস্ত ও কারুশিল্পের উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণ করছে বিসিক
                                                                                     - শিল্পমন্ত্রী
ঢাকা, ২ বৈশাখ (১৫ এপ্রিল) :                    
শিল্পমন্ত্রী আমুর হোসেন আমু বলেছেন, এক হাজার কোটি টাকা ব্যয়ে হস্ত ও কারুশিল্পের উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণ করেছে বিসিক। বিসিকে কর্মরত দক্ষ জনবলকে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে। হাজার বছর ধরে বাঙালি জাতি গ্রামগঞ্জে বাংলা নববর্ষ আয়োজন করে আসছে। তবে শহরে এধরণের আয়োজন সাম্প্রতিক কালের। বিসিক এ আয়োজনের পথিকৃৎ।  ১৪ এপ্রিল বাংলা একাডেমি প্রাঙ্গণে বিসিক ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে বৈশাখী মেলার উদ্বোধনকালে তিনি এসবকথা বলেন। 
মন্ত্রী বলেন, এ উৎসব সার্বজনীনভাবে উদ্যাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ইতিমধ্যে সরকারি চাকুরিজীবিদের জন্য মূল বেতনের ২০% বৈশাখী ভাতা দেয়া হচ্ছে। ফলে বৈশাখী উৎসব নতুন মাত্রা পেয়েছে। মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে শিল্পপণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে। যে কারণে শিল্পপণ্যের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। যা জিপিডিতে শিল্পখাতের অবদান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধারা অব্যাহত থাকলে অচিরেই জিডিপিতে শিল্পখাতের অবদান ৪০ শতাংশে পৌঁছবে। 
মন্ত্রী আরো বলেন, দেশের হস্ত ও কারুশিল্পের উন্নয়নে বিসিককে আগামী এক মাসের মধ্যে ১  হাজার কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প প্রণয়ন করে শিল্প মন্ত্রনালয়ে প্রেরণের নির্দেশ দেন। এতে দেশের হস্ত ও কারুশিল্পের প্রসার এবং দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা কারুশিল্পীরা অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহঃ ইফতিখার এর সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল হক ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নাসির উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। 
#
অনসূয়া/সুবর্ণা/রেজ্জাকুল/আসমা/ ২০১৮/১৫১০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১১৯৬
সাবেক সংসদসদস্য খন্দকার মো. খুররম এর জানাজা অনুষ্ঠিত
ঢাকা, ২ বৈশাখ (১৫ এপ্রিল) :
জাতীয় সংসদের শেরপুর-৩ (শ্রীবর্দী-ঝিনাইগাতী) আসনের নির্বাচিত সাবেক সংসদসদস্য খন্দকার মো. খুররম এর নামাযে জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। তিনি গতকাল শনিবার বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি----রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে  ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  স্পিকারের পক্ষে সার্জেন্ট অ্যাট আর্মস, ডেপুটি স
Todays handout (5).docx Todays handout (5).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon