Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জুলাই ২০১৫

তথ্যবিবরণী 03/07/2015

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৯২

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে
                            ---স্পিকার
ঢাকা, ১৯ আষাঢ় (৩ জুলাই) :

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মানুষের জীবনমানের উন্নয়ন ঘটিয়ে শোষণ বৈষম্যহীন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে সমবায়ীসহ দেশের সকলকে একযোগে কাজ করতে হবে।

স্পিকার আজ ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দ্য খ্রিষ্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ আয়োজিত ঢাকা ক্রেডিটের হীরক জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

স্পিকার বলেন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গঠনে সকলকে কাজ করতে হবে। বিশেষভাবে তরুণদের জন্যে অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলে অর্থনীতির চাকা সচল থাকবে। তিনি বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে সমাজের প্রতিটি স্তরের মানুষের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সমাজ থেকে বৈষম্য হ্রাস এবং ধনী-গরিবের ব্যবধান কমিয়ে আনতে হবে।  
 
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ বিশ্বে উন্নয়নের একটি রোলমডেল। উন্নয়নের এ ধারাবাহিকতা রক্ষার জন্য সকলকে কাজ করতে হবে।  বাংলাদেশ ইতোমধ্যে নি¤œ মধ্যমআয়ের দেশে পরিণত হয়েছে। ২০২১ সালের মধ্যে দেশকে উচ্চ মধ্যমআয়ের দেশে পরিণত করতে হলে সকলকে একযোগে কাজ করতে হবে। তরুণদের জন্য অধিক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়ে দেশকে উচ্চ মধ্যমআয়ের দেশে পরিণত করতে হবে।

দ্য খ্রিষ্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর প্রেসিডেন্ট বাবু মার্কুজের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মোঃ মফিজুল ইসলাম, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ এবং দ্য সেন্ট্রাল এসোসিয়েশন অভ্ খ্রিষ্টান কোঅপারেটিভস (কাককো) লিমিটেড এর চেয়ারম্যান নির্মল রোজারিও বক্তব্য রাখেন। 

#

মঞ্জুর/মিজান/নবী/রফিকুল/সেলিম/২০১৫/১৮৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                                                                নম্বর : ১৮৯১

সরকার জনগণের অর্থনৈতিক স্বচ্ছলতা ও 
সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে
                                                              ---পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

রাজশাহী, ১৯ আষাঢ় (৩ জুলাই) :

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম বলেছেন, সরকার জনগণের অর্থনৈতিক স্বচ্ছলতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সরকার নিয়েছে তারও পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে। 

    প্রতিমন্ত্রী আজ চারঘাট উপজেলায়  ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের শ্রেষ্ঠ ম্যানেজার, সভাপতি, সমন্বয়কারী সংগঠক ও উপকারভোগীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। 

    প্রতিমন্ত্রী বলেন, ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাধ্যমে দারিদ্র্যবিমোচনের লক্ষ্যে সরকার তৃণমূলপর্যায়ে কাজ করে যাচ্ছে। সরকার ইতোমধ্যে প্রায় সকল খাতে প্রভূত সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে যা  করা দরকার তিনি তা করবেন। কোনো মহলই দেশের উন্নয়নে বাধা সৃষ্টি  করতে পারবে না বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।  

    চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সারদা ইউপি চেয়ারম্যান রুকনোজ্জামান মধু, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী মোসাঃ শাহনাজ খাতুনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

    পরে প্রতিমন্ত্রী চারঘাট উপজেলা চত্বরে সম্প্রতি ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন। প্রতিমন্ত্রী  ১২০ জনের প্রত্যেককে এক বান্ডেল ঢেউটিন ও তিন হাজার টাকার চেক তুলে দেন। 

    #

হালিম/মিজান/নবী/রফিকুল/আব্বাস/২০১৫/২০০৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৯০

 

রাজনীতিতে জ্বালাও  পোড়াও নীতির গ্রহণযোগ্যতা নেই

                                         -- পরিকল্পনামন্ত্রী

 

নাঙ্গলকোট (কুমিল্লা), ১৯ আষাঢ় (৩ জুলাই) :

 

          দেশে যাতে হানাহানি ও সহিংস রাজনীতির পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সুস্থ ধারার রাজনীতি করার আহ্বান জানিয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, রাজনীতিতে জ্বালাও পোড়াও নীতির কোনো গ্রহণযোগ্যতা নেই।

 

          মন্ত্রী আজ কুমিল্লার নাঙ্গলকোটে জোড্ডা ইউনিয়নে বিদ্যুৎসংযোগের উদ্বোধনকালে একথা বলেন। নাঙ্গলকোটের আদ্রা,  জোড্ডা, বক্সগঞ্জ, মোকরা, দৌলখাঁড় ও পেরিয়া ইউনিয়নের ২০ গ্রামে ৩ হাজার ১৮৩ জন গ্রাহকের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।

 

          মন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে নি¤œ মধ্যমআয়ের দেশে পরিণত হয়েছে। এর  সুফল পেতে হলে রাজনীতিতে ইতিবাচক মানসিকতা দরকার। হানাহানি ও মারামারি থেকে সবাইকে দূরে থাকতে হবে। সবাইকে পরিকল্পিত রাজনীতি করতে হবে। দেশে যাতে আর হানাহানির রাজনীতি ফিরে না আসে সেজন্য সকলকে সচেষ্ট থাকতে হবে।

 

          তিনি বলেন, দেশের কৃষক, শ্রমিক, শিক্ষকসহ সকল পেশাজীবী মানুষের কল্যাণে বাংলাদেশ নি¤œ মধ্যমআয়ের দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই  এই মহান অর্জন।

 

          নাঙ্গলকোটের মোকরায় বিদ্যুৎসংযোগ দেয়ার সময় পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎসংযোগ দেয়া হবে। এলাকার প্রতিটি ঘরে দ্রুত বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। বিদ্যুৎসংযোগ নিয়ে কারোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। কাউকে এক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।

 

#

 

তাপস/মিজান/নবী/রফিকুল/সেলিম/২০১৫/১৮৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৮৯

বাংলাদেশকে মধ্যমআয়ের দেশে উন্নীত করতে 
গণমাধ্যমকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে
                                    --ডেপুটি স্পিকার

ঢাকা, ১৯ আষাঢ় (৩ জুলাই) :

    ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যমআয়ের দেশে উন্নীত করতে সরকারের পাশাপাশি গণমাধ্যমকেও আন্তরিকতার সাথে জনস্বার্থে কাজ করতে হবে। জাতীয় সংসদে জনগণের আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটে। জনগণের আশা আকাক্সক্ষার বার্তা সাংবাদিকদের দায়িত্বশীল লেখনীর মাধ্যমে জাতির নিকট তুলে ধরতে পারলে সংসদ আরো বেশি কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    ডেপুটি স্পিকার আজ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংসদ বিটের সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
    
    ডেপুটি স্পিকার বলেন, সাংবাদিকদের লেখনী ছাড়া সংসদীয় কার্যক্রম জনগণের কাছে পৌঁছানো কঠিন। তাই সংসদের সঙ্গে গণমাধ্যমের সুসম্পর্ক জরুরি। জনগণের স্বার্থে এ বিষয়ে সংসদকে উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে সাংবাদিকদেরও আরো বেশি দায়িত্বশীল হতে হবে। সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধন ও নিরাপত্তা বিধানে বর্তমান সংসদ উদ্যোগ নিবে বলেও তিনি জানান।

    ডিআরইউ’র প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক কাজী সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও কালার স্টাইল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান মুকুল উপস্থিত ছিলেন। পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্মসম্পাদক নিখিল ভদ্রের পরিচালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ডেপুটি স্পিকার ছাড়াও সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নাজমুল হক ও ডেইলি স্টারের বিশেষ প্রতিনিধি সাখাওয়াত লিটন উপস্থিত ছিলেন।
#

স¦পন/মিজান/রফিকুল/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৮৮

 

সেতুমন্ত্রীর সাথে সাক্ষাতে

যমুনার তলদেশ দিয়ে টানেল নির্মাণে চীনা নির্মাণ প্রতিষ্ঠানের আগ্রহ প্রকাশ

 

হংকং, জুলাই ৩ :

 

          যমুনা নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে চাইনিজ নির্মাণ প্রতিষ্ঠান জিজিয়াং কনস্ট্রাকশন ইনভেস্টমেন্ট গ্রুপ কোম্পানি লিমিটেড।

 

          হংকং সফররত সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে আজ নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধিদল সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।          চীনের সরকারি মালিকাধীন প্রতিষ্ঠানটি জি-টু-জি ভিত্তিতে এ টানেল নির্মাণ করতে চায়।

 

          সেতুমন্ত্রী এ সময় আগ্রহী প্রতিষ্ঠানকে দেশের বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রস্তাব প্রেরণের পরামর্শ দেন।

 

          পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক রুহুল আমিন সিদ্দিক, হংকংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল এম সারওয়ার মাহমুদসহ সফররত প্রতিনিধিদলের সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন। নির্মাণ প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক Shen De Fa ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

 

#

 

ওয়ালিদ/মিজান/রফিকুল/সেলিম/২০১৫/১৬৩০ ঘণ্টা

Todays handout (3).doc Todays handout (3).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon