Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জুন ২০১৫

তথ্যবিবরণী 24/06/2015

তথ্যবিবরণী                                                                                                                          নম্বর : ১৮২০

মাহমুদ আলীর সাথে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
বিভিন্নখাতে বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ
প্যারিস, ২৪ জুন :
    ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন ফাবিউস বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন এবং এক্ষেত্রে বাংলাদেশের প্রতি ফ্রান্সের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ব্যক্ত করেন। ফ্রান্স সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের সময় তিনি এ আশ্বাস ব্যক্ত করেন।
    অত্যন্ত আন্তরিক ও সৌহান্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সকল গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা আলোচনা করেন। ফরাসী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে দারিদ্র্যদূরীকরণ, নারীশিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার হ্রাসকরণসহ বিভিন্নক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অর্জিত সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। আলোচনার সময় দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ ও অধিকতর সাংস্কৃতিক বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
    বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইইওঘ ইঈওগ ও ইওগঝঞঊঈসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে প্রতিবেশী দেশসমূহের মধ্যেযোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বাংলাদেশের সক্রিয় ভূমিকার বিষয়েফরাসী পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। ফরাসী পররাষ্ট্রমন্ত্রী লরেন ফাবিউস আঞ্চলিকশান্তি ও সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন।
    বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আগামী ডিসেম্বরে প্যারিসে অনুষ্ঠিতব্য বিশ্বজলবায়ু সম্মেলন আয়োজনের জন্য ফরাসী সরকারকে অভিনন্দন জানিয়ে সম্মেলনের সাফল্য কামনা করেন এবং এক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রান্সকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ফরাসী পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু পরিবর্তনসংক্রান্ত চলমান আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ দেশ এবং একারণে ফ্রান্স অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনে বাংলাদেশের মতামতকে গুরুত্বসহকারে বিবেচনা করবে।
    সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করার বিষয়ে উভয়দেশ একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। এ প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের ঈযধৎষরব ঐবনফড় পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার অব্যবহিত পর এই হামলার কঠোর নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের সাথে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরিত বার্তার বিষয়টি জোরালোভাবে পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বিএনপি -জামাত পরিচালিত সন্ত্রাসী কর্মকা-ের বিষয়ে ইউরোপিয়ান পার্লামেন্টে গৃহীত দুইটি প্রস্তাবের কথা উল্লেখ করে বলেন, এ ধরনের হিংসাত্মক কর্মকা- গণতান্ত্রিক শাসনব্যবস্থার সম্পূর্ণ পরিপন্থী।
    বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে লরেন ফাবিউস আগামী সেপ্টেম্বর বাংলাদেশ সফরকালে ফরাসী শিল্প ও বাণিজ্য বিষয়ক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গঊউঊঋ এর একটি প্রতিনিধিদল সঙ্গে নিয়ে যাওয়ার আশ্বাস প্রদান করেন। ফরাসী পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, প্রস্তাবিত বাংলাদেশ সফরকালে তিনি এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় নির্মাণাধীন ফরাসী-জার্মান যৌথ দূতাবাস ভবন উদ্বোধন করবেন।
    মাহমুদ আলী প্যারিসে অবস্থিত প্রাচ্যভাষা ও সংস্কৃতি শিক্ষা ও গবেষণার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ওঘঅখঈঙ’র বাংলা বিভাগ পরিদর্শন করেন। ওঘঅখঈঙ এবং বাংলা ভাষার অধ্যাপকবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন।
    পররাষ্ট্রমন্ত্রীর সফর উপলক্ষে প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাস ও ফরাসী ন্যাশনাল এসেম্বলি প্রখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদকে ফরাসী সরকার কর্তৃক প্রদত্ত সম্মানজনক পদক (কহরমযঃ রহ ঃযব ড়ৎফবৎ ড়ভ ধৎঃং ধহফ ষরঃবৎধঃঁৎব) প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে ফ্রান্স -বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সভাপতি ও বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিশনের উপপ্রধান অদিলে সগ, পররাষ্ট্রমন্ত্রীসহ ও বিপুলসংখ্যক আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে বরেণ্যশিল্পী সাহাবুদ্দিনকে এই সম্মানজনক পদকে ভূষিত করা হয়।
    গতকাল মঙ্গলবার ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক সংবর্ধনায় পররাষ্ট্রমন্ত্রী যোগ দেন। তিনি প্রবাসজীবনের নানাবিধ বিষয়সম্পর্কে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কল্যাণ নিশ্চিত করতে দূতাবাসকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
#
নিপেন্দ্র/সাইফুল্লাহ/রফিকুল/জয়নুল/২০১৫/২২০০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮১৮

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র জারি
শিক্ষা প্রতিষ্ঠানসমূহে টয়লেট ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত করতে হবে

ঢাকা, ১০ আষাঢ় (২৪ জুন) :

    শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স¦াস্থ্য সমস্যা দূর এবং উপস্থিতির হার বাড়াতে টয়লেট ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত করতে শিক্ষা মন্ত্রণালয় পরিপত্র জারি করেছে। 

    গতকাল শিক্ষা সচিব  মোঃ নজরুল ইসলাম খান স¦াক্ষরিত পরিপত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে টয়লেট ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত করতে বেশকিছু ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

    পরিপত্রে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে টয়লেট পরিচ্ছন্ন রাখার বিষয়টি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নজরদারিতে আনতে হবে। ম্যানেজিং কমিটি এখাতে একটি পৃথক সংরক্ষিত তহবিলের ব্যবস্থা করবে। 

    পরিপত্রে আরো বলা হয়েছে- ম্যানেজিং কমিটি টয়লেটসমূহ নিয়মিত পরিচ্ছন্ন রাখার জন্য প্রয়োজনীয়  লোকবল নিয়োগ করবে; টয়লেট পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষকদের  নেতৃত্ব দিতে হবে;  জেন্ডারবান্ধব স্যানিটেশন নিশ্চিত করতে হবে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের ব্যবহারের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা রাখতে হবে, টয়লেটসমূহে ঢাকনাযুক্ত প্লাস্টিকের পাত্র রাখতে হবে;  শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন রাখার ব্যাপারে ম্যানেজিং কমিটিকে উদ্যোগ নিতে হবে; শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেটসমূহে পর্যাপ্ত বাতাস চলাচল এবং আলোর ব্যবস্থা রাখতে হবে এবং টয়লেটে পর্যাপ্ত পানি এবং সাবানের বাবস্থা রাখতে হবে।
    
#

সাইফুল্লাহ/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/২১৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৮১৭

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১০ আষাঢ় (২৪ জুন) :
         জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠক আজ কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সুকুমার রঞ্জন ঘোষ, মুস্তফা লুৎফুল্লাহ, আমিনা আহমেদ এবং খোরশেদ আরা হক বৈঠকে অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বৈঠকে যোগদান করেন।
     বৈঠকে সরকারী কর্মচারী আইন ২০১৫ এর খসড়া সংশোধিত আকারে আইন প্রণয়নের নিমিত্ত উপস্থাপন সম্পর্কে এবং বিদ্যমান চবৎভড়ৎসধহপব অঢ়ঢ়ৎধরংধষ পদ্ধতি এর কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটিকে জানানো হয় সরকারী কর্মচারী আইন ২০১৫ এর খসড়া মন্ত্রিপরিষদের নীতিগত অনুমোদনের জন্য মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করার নিমিত্ত পত্র প্রেরণ করা হয়েছে।
          বৈঠকে আরো জানানো হয়, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম গণমুখী, দক্ষ ও জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে বর্তমানে চালু বার্ষিক অঈজ এর পরিবর্তে চবৎভড়ৎসধহপব ইধংবফ ঊাঁধষঁধঃরড়হ ঝুংঃবস এর আওতায় অহহঁধষ চবৎভড়সধহপব জবঢ়ড়ৎঃ পরীক্ষামূলকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রবর্তনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
    যে সকল কর্মকর্তা পদোন্নতি পাননি তাদের বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
          দশম জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম রিপোর্ট আগামী বৈঠকে পরীক্ষানীরিক্ষা করে সংসদে উপস্থাপনের সুপারিশ করা হয়।
 জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

এমাদুল/সাইফুল্লাহ/রফিকুল/জয়নুল/২০১৫/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮১৬

পর্যালোচনা সভায় এলজিআরডি প্রতিমন্ত্রী
এসএফডিএফ দেশের কৃষি অর্থনীতিতে নবদিগন্ত উন্মোচন করেছে

ঢাকা, ১০ আষাঢ় (২৪ জুন) :

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশন (এসএফডিএফ) গ্রামাঞ্চলের কৃষির উন্নয়ন ও ক্ষুদ্র কৃষকদের জীবনমান উন্নয়নে বাংলাদেশে প্রথম জামানতবিহীন ঋণদান কর্মসূচি চালু করে কৃষি অর্থনীতিতে এক নবদিগন্ত উম্মোচন করেছে।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় খামারবাড়ী বার্ক মিলনায়তনে এসএফডিএফ আয়োজিত বার্ষিক পর্যালোচনা ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।  

ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম আব্দুল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার, এসএফডিএফ’র মহাব্যবস্থাপক গোলাম সাখাওয়াত, প্রকল্প পরিচালক গোলাম ছারোয়ার ও উপপ্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ বক্তৃতা করেন।

    প্রতিমন্ত্রী বর্তমান সরকার সূচিত যথাক্রমে ২০২১ ও ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয় ও উন্নতরাষ্ট্রে রূপান্তরের ভিশনের কথা উল্লেখ করে তা বাস্তবায়নে ফাউন্ডেশনের কর্মকর্তা, কর্মচারী ও উপকারভোগীদের সহায়ক ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি ঋণদান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে এসএফডিএফ’র কর্মসূচি দেশব্যাপী সম্প্রসারণের ঘোষণা দেন।  

    উল্লেখ্য, ফাউন্ডেশনের কার্যক্রম সম্প্রসারণে ২০১৩-১৬ সাল মেয়াদে ৫৪ কোটি টাকা ব্যয়ে ৫৪টি উপজেলায় নতুন কার্যক্রম গৃহীত হয়েছে।
    
#

আহসান/সাইফুল্লাহ/মিজান/আলম/জসীম/সেলিম/২০১৫/১৮৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮১৫

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা, ১০ আষাঢ় (২৪ জুন) :

    অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এতে সভাপতিত্ব করেন।

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মন্ত্রিপরিষদ সচিব  মোহাম্মদ  মোশাররাফ হোসেন ভূইঞাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

    সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রস্তাবের  প্রেক্ষিতে  স্পেশাল সিকিউরিটি  ফোর্স (এসএসএফ) এর ব্যবহারের জন্য সরাসরি ক্রয়পদ্ধতিতে আনুষঙ্গিক যন্ত্রপাতিসহ একটি  টেজার সিস্টেম  কেনার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়।

    সভায় সেতু বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের জন্য জি টু জি ভিত্তিতে সরাসরি ক্রয়পদ্ধতিতে চায়না কমিউনিকেশন কনস্ট্র্রাকশন কোম্পানি লিমিটেড এর সাথে বাণিজ্যিকচুক্তি স¦াক্ষরের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়।
        
#

জলিল/সাইফুল্লাহ/আলম/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৮১৪

 


মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১০ আষাঢ় (২৪ জুন) :
জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, সংসদ সদস্য মোঃ মোজাম্মেল হোসেন, মোছাঃ মাহাবুব আরা বেগম গিনি, মনোয়ারা বেগম, ফজিলাতুন নেসা ও রিফাত আমিন বৈঠকে অংশগ্রহণ করেন।
এতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত শিশুদের জন্য বিভিন্ন কার্যক্রম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ব্যতীত অপরাপর মন্ত্রণালয় ও অধীনস্থ কার্যালয়ের আওতায় পরিচালিত শিশুদের জন্য বিভিন্ন কার্যক্রম এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক এনজিও’র আওতায় পরিচালিত নারী ও শিশুদের জন্য বিভিন্ন কার্যক্রম ও প্রকল্প, কর্মসূচি সম্পর্কে তথ্যাদি উপস্থাপন ও সমন্বয়ের লক্ষ্যে আলোচনা হয়।
কমিটি শিশুদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও গঠনমূলক শিক্ষাকার্যক্রম চালু রাখা এবং শিশুরা যাতে পারিবারিক নির্যাতনের শিকার না হয় সেজন্য যথাযথ ব্যবস্থা নেয়ার সুপারিশ করে।  
    বৈঠকে বাল্যবিবাহ প্রতিরোধে জেলা-উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সজাগ দৃষ্টি রাখার পরামর্শ প্রদান করা হয়। জেলাপর্যায়ে শিশু একাডেমির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মনিটরিং করার সুপারিশ করা হয়।
বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

মৌমিতা/মিজান/আলম/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮১৩

এবারের ফিতরা জনপ্রতি সর্বনি¤œ ৬০ টাকা


ঢাকা, ১০ আষাঢ় (২৪ জুন) :
১৪৩৬ হিজরি সনের সাদাকাতুল ফিতর-এর হার নির্ধারণের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এবারের ফিতরা জনপ্রতি সর্বনি¤œ ৬০ টাকা নির্ধারণ করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ও জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সদস্য সচিব মাওলানা এ এম এম সিরাজুল ইসলাম।
সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে, ইসলামি শরীয়াহ মতে আটা, খেজুর, কিসমিস, পনির ও যব ইত্যাদি পণ্যগুলোর যে কোন একটি দ্বারা ফিতরা প্রদান করা যায়। আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা’ বা ১ কেজি ৬শ’ ৫০ গ্রাম বা এর বাজার মূল্য ৬০ (ষাট) টাকা আদায় করতে হবে। খেজুর দ্বারা আদায় করলে এক সা’ বা তিন কেজি ৩ শ’ গ্রাম বা এর বাজার মূল্য ১ হাজার ৬ শত ৫০  টাকা, কিসমিস দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩শ’ গ্রাম বা এর বাজার মূল্য ১ হাজার ২ শত টাকা, পনির দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩ শ’ গ্রাম বা এর বাজার মূল্য ১ হাজার ৬ শত টাকা এবং যব দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩ শ’ গ্রাম বা এর বাজার মূল্য ২ শত টাকা ফিতরা আদায় করতে হবে। মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী  উপরোক্ত পণ্যগুলোর যে কোন একটি পণ্য বা তার বাজার মূল্য দ্বারা সাদাকাতুল ফিতরা আদায় করতে পারবেন।
উল্লেখ্য, উপরোক্ত পণ্যসমূহের স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। তদানুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।
#


শায়লা/অনসূয়া/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৫০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                               নম্বর : ১৮১২  

পরিমাপক যন্ত্র যাচাইয়ে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের ক্ষমতা পেল বিএবি

ঢাকা, ৪ আষাঢ় (২৪ জুন) :

বিশ্ব বাণিজ্যের প্রতিযোগিতায় টিকে থাকতে রপ্তানি পণ্য বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, কোনো একক পণ্যের ওপর নির্ভর করে শিল্পায়নের লক্ষ্য অর্জন সম্ভব নয়। বাংলাদেশের রপ্তানি পণ্যের তালিকায় ইতোমধ্যে বেশ কিছু নতুন পণ্য সংযোজিত হয়েছে উল্লেখ করে তিনি রপ্তানির প্রবৃদ্ধির চলমান ধারা অব্যাহত রাখতে পণ্যের গুণগত মানোন্নয়নের পাশাপাশি ওজন ও পরিমাপের সঠিকতা (ক্যালিব্রেশন) নিশ্চিত করার তাগিদ দেন।
শিল্পমন্ত্রী আজ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ক্যালিব্রেশন (ওজন ও পরিমাপক যন্ত্রের যথার্থতা যাচাই) অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের সক্ষমতা অর্জনের ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তাগিদ দেন। শিল্প মন্ত্রণালয় ভবনে অবস্থিত বিএবি’র কার্যালয়ে আজ এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিএবি’র মহাপরিচালক মো. আবু আবদুল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ১৭ জুন ২০১৫ শ্রীলংকার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশন (অচখঅঈ) এর পারস্পরিক স্বীকৃতি বিষয়ক সভায় (গঁঃঁধষ জবপড়মহরঃরড়হ অৎৎধহমবসবহঃ ঈড়ঁহপরষ/গজঅ ঈড়ঁহপরষ) বিএবি ক্যালিব্রেশন অ্যাক্রেডিটেশন সনদের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে। এর ফলে দেশে ওজন ও পরিমাপে ব্যবহৃত যন্ত্রপাতির যথার্থতা নিরূপনের ক্ষেত্রে (ক্যালিব্রেশন) বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড থেকে দেয়া সনদ এখন থেকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে। এতে শিল্প উদ্যোক্তাদের সনদ নেয়ার ক্ষেত্রে সময় ও অর্থ সাশ্রয় হবে।  
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, ক্যালিব্রেশনের ক্ষেত্রে অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের সক্ষমতা অর্জন করায় দেশে বাটখারাসহ বিভিন্ন পরিমাপক যন্ত্রের সঠিকতা নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে ওজন ও পরিমাপে কারচুপিরোধ করা সহজ হবে। একই সাথে বিএবি’র অ্যাক্রেডিটেড ক্যালিব্রেশন ল্যাবরেটরিগুলোর সনদ বিদেশে গ্রহণযোগ্যতা পাবে। এটি আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করবে বলে তিনি মন্তব্য করেন।
আমির হোসেন আমু বলেন, ২০০৫-০৬ অর্থবছরে বাংলাদেশ থেকে চিংড়ি রপ্তানিকালে লোহা মিশিয়ে ওজন বাড়ানোর অপচেষ্টার ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশ ইমেজ সংকটে পড়েছিল। এ প্রেক্ষিতে রপ্তানির ক্ষেত্রে গুণগতমান বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড গঠন করা হয়। সরকারের পৃষ্ঠপোষকতা এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টায় বিএবি ইতোমধ্যে ল্যাবরেটরি এবং ক্যালিব্রেশনের জন্য আন্তর্জাতিকমানের অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের সক্ষমতা অর্জন করেছে। তিনি অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও মান বজায় রাখার পরামর্শ দেন।
শিল্পমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বীরা নিজেদের পণ্যের গুণগতমান উন্নত করার পাশাপাশি জাতীয় পর্যায়ে উন্নত মান অবকাঠামো গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। একই সাথে তারা বাংলাদেশি পণ্যের বিরুদ্ধে অপপ্রচারেও লিপ্ত রয়েছে। তিনি প্রতিদ্বন্দ্বীদের অপপ্রচার মোকাবিলায় গুণগতমানের পণ্যের উৎপাদন নিশ্চিত করতে দেশে পরীক্ষণ ও ক্যালিব্রেশন ল্যাবরেটরির সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
#

জলিল/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৩০০ ঘন্টা


 
তথ্যবিবরণী                                                              নম্বর : ১৮১১   

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি :
বিভিন্ন অপরাধে ৫৪ টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩৯ হাজার  টাকা জরিমানা

ঢাকা, ১০ আষাঢ় (২৪ জুন) :

           বাণিজ্য মন্ত্রণালয়াধিন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ১৩ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা, বগুড়া, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, নীলফামারী, রংপুর, ভোলা ও চাঁদপুরে ২৩ জুন বাজার তদারকি করা হয়।
           প্রধান কার্যালয়ের উপ পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানের নেতৃত্বে ঢাকা মহানগরীর মহাখালী এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য (ইফতারি) উৎপাদনের অপরাধে যথাক্রমে কস্তুরী ফুড এন্ড রেস্টুরেন্ট ও মামা হোটেলকে ১৫ হাজার ও ২০ হাজার টাকা, সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন এর নেতৃত্বে ঢাকা মহানগরীর উত্তরা গরীবে নেওয়াজ রোড এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার কারণে মেডিট্রাস্ট ফার্মা লিঃ কে ১০ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে সুগন্ধা ফার্মেসিকে ৩০ হাজার টাকা এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আতিয়া সুলতানার নেতৃত্বে ঢাকা মহানগরীর উত্তরা সেক্টর-১৩ ও ৭ এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য (ইফতারি) উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে কাবাব ফ্যাক্টরিকে  ২৫ হাজার টাকা ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে র‌্যপ্ট ফার্মেসিকে ৫ হাজার টাকাসহ মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
অপরদিকে বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে বগুড়া সদরে ৬টি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে গোপালগঞ্জ কাশিয়ানি উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর রহমানের নেতৃত্বে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বনি আমিন এর নেতৃত্বে মেহেরপুর সদরে ৩টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫০০ শত টাকা, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কৃষ্ণ পদ ঢালীর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৩টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম-উদ-দৌলার নেতৃত্বে সিলেট সদরের কোতয়ালী থানা এলাকায় ৫টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে নীলফামারী সৈয়দপুর উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার ৭ শত টাকা, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে রংপুর সদরে ৬টি প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫ শত টাকা, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসানের  নেতৃত্বে ভোলা  সদরে ৫টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ২ শত টাকা এবং চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাষীষ রায়ের নেতৃত্বে চাঁদপুরের বিপণীবাগ বাজার এলাকায় ৭টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫ শত টাকাসহ মোট ২ লাখ ৩৪ হাজার ৪ শত টাকা পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, খাদ্য পণ্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদন প্রভৃতি অপরাধে জরিমানা আরোপ করা হয়।
    ঐদিন ১৩টি বাজার তদারকিতে ৫৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ লাখ ৩৯ হাজার ৪ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্যাম্পলেট বিতরণ করা হয়। সংশ্লিষ্ট মহানগর ও জেলা পুলিশ, ক্যাব, বাজার কর্মকর্তা, মৎস্য অধিদপ্তর, চেম্বার অব কমার্স, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করে।
#
হাবিবুর/অনসূয়া/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/ ঘন্টা

 

Todays handout (6).doc Todays handout (6).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon