Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জুলাই ২০১৮

তথ্যবিবরণী ২৩ জুলাই ২০১৮

তথ্যবিবরণী                       নম্বর : ২০৪৪
                              
বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সাথে রুশনারা আলীর সাক্ষাৎ
 
ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই) :
আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলামের সাথে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে সফরত ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর ব্রিটেনের সাথে বাংলাদেশের বিনিয়োগ ও বাণিজ্য সুবিধা বিষয়ে আলোচনা করেন।
বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ব্রিটেনের ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র। রপ্তানিতে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বাজার ব্রিটেন। বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশ ব্রিটেনকে খুবই গুরুত্ব দিয়ে থাকে। ইউরোপীয় ইউনিয়নের দেয়া সুবিধা এর আওতায় বাংলাদেশ বিটেনের কাজ থেকে ডিউটি-ফ্রি ও কোটা-ফ্রি বাণিজ্য সুবিধা পেয়ে আসছে। ব্রিটেনে পর্যায়ক্রমে বাংলাদেশে রপ্তানি বাড়ছে। তিনি আশা প্রকাশ করেন, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবার পর বাংলাদেশের সাথে বাণিজ্য আরো বাড়বে। এছাড়া তিনি বর্তমান অনুকূল পরিবেশে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করার বিষয়ে তার দৃষ্টি আর্কষণ করেন।
বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বাংলাদেশ গত এক দশকে যে অভুতপূর্ব সাফল্য অর্জন করেছে সে সম্পর্কে বিশ্ববাসী অবহিত নয়। তিনি বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের বিষয়ে বিশ্ববাসীকে জানানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।
আলোচনায় ব্রিটিশ এমপি বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়নে ব্রিটেন সন্তুষ্ট। ব্রিটেন বাংলাদেশের উন্নয়নের অংশীদার। ব্রিটিশ ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বাংলাদেশে আরো বিনিয়োগে আগ্রহী। এছাড়াও তিনি উল্লেখ করেন, বাংলাদেশে তৈরি অনেক পণ্যের ব্রিটেনে প্রচুর চাহিদা রয়েছে।
উভয় পক্ষ প্রয়োজনীয় বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা বাড়ানোর উদ্যোগ নেয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
#
বিবেকানন্দ/মাহমুদ/রফিকুল/রেজাউল/২০১৮/১৯১০ ঘণ্টা
তথ্যবিবরণী      নম্বর : ২০৪৩
        
জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আলোচনা সভা
 
ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই):
আজ ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনের ব্রিফিং সেন্টারে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০১৮ উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. নমিতা হালদার। 
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রণালয়ের সচিব বলেন, আমাদেরকে জনগণের সেবক হতে হবে। আর জনগণের সেবক হয়ে জনগণকে সেবা দিতে হবে। সচিব উপস্থিত মন্ত্রণালয় ও দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে, সেই উদ্দেশ্য অর্জনে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। 
পরে সচিব গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিনকে জনপ্রশাসন পদক-২০১৮ পাওয়ায় অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ড. আহমেদ মুনিরুছ সালেহীন। কর্ম অভিজ্ঞতা বিষয়ে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ সুজায়েত উল্যা ও উপসচিব মোহাম্মদ শাহিন। আলোচনা সভায় পাবলিক সার্ভিস দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন মন্ত্রণালয়ের উপসচিব ড. কাজী কামরুন নাহার ও ড. মাছুমা পারভীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম, বোয়েসেলের নির্বাহী পরিচালক ড. ইয়ামিন আকবরী ও প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবিন। 
#
 
জাহাঙ্গীর/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৮/১৮৫৬ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০৪২
 
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আলোচনা সভা
 
ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই) : 
  আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ দুইযুগের সশস্ত্র সংঘাত নিরসন তথা শান্তি, সম্প্রীতি আর উন্নয়ন নিশ্চিতকরণে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য শান্তি চুক্তি অগ্রণী ভূমিকা পালন করেছে। যার ফলে পার্বত্য অঞ্চলের ভৌত অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পার্বত্যবাসীর জীবনমানের উন্নতি হচ্ছে। তিনি বলেন, অবহেলিত ও দীর্ঘ দিনের বঞ্চিত পার্বত্যবাসীর যথাযথ সেবা নিশ্চিত করতে মন্ত্রণালয় ও এর বিভিন্ন সহযোগী সংস্থার কর্মচারীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
বীর বাহাদুর উশৈসিং আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে পার্বত্যবাসী যাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে তার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ নূরুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওএন সিদ্দিকা খানম এবং মানিক লাল বনিক বক্তব্য রাখেন।
 
#
জুলফিকার/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৮৪৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০৪১
 
দেশের প্রথম পেশাগত হাসপাতাল নির্মাণে চুক্তি স্বাক্ষর
 
ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই) :  
পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)-এর মাধ্যমে দেশের প্রথম পেশাগত অসুখের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের জন্য সরকারের সাথে এএফসি হেলথ লিমিটেড ও ভারতের ফর্টিস হেলথ কেয়ার লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গতকাল সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আশরাফ শামীমের উপস্থিতিতে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক শিবনাথ রায় এবং এএফসি হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম সাইফুর রহমান নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
নারায়ণগঞ্জের চাষাড়ায় শ্রম অধিদপ্তরের এক একর এক শতাংশ জমির ওপর প্রায় তিনশ’ তিন কোটি টাকা ব্যয়ে তিনশ’ শয্যার পেশাগত অসুখের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। এ হাসপাতালে পেশাগত শ্রমিকদের জন্য একশ’ শয্যা সংরক্ষিত থাকবে। ‘ডেভেলপমেন্ট অভ্ অকুপেশনাল ডিজিজ হসপিটাল, লেবার ওয়েলফেয়ার সেন্টার এন্ড কমার্শিয়াল কমপ্লেক্স এট চাষাড়া অন পিপিপি ব্যাসিস’ প্রকল্পের মাধ্যমে ৪ বছরে এ হাসপাতালের নির্মাণ কাজ শেষ হবে। আগামী মাসে এ হাসপাতালের নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পিপিপি’র প্রধান নির্বাহী এস আফসর এইচ উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহা-পরিচালক ড. আনিসুল আওয়াল, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (উন্নয়ন) ড. মোঃ রেজাউল হক, উপ-প্রধান মোঃ জাকির হোসেন, শ্রম অধিদপ্তরের পরিচালক মোঃ আবু আশরিফ মাহমুদ এবং এএফসি হেলথ লিমিটেডের পরিচালক জুয়েল খান উপস্থিত ছিলেন।
#
আকতারুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৮৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০৪০
 
বাংলাদেশ সঠিক পথে রয়েছে
                 --- স¦াস্থ্যমন্ত্রী
 
ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই) :  
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত বিশে^ উন্নীত হওয়ার পথে বাংলাদেশ সঠিক পথেই রয়েছে। ইতোমধ্যে এদেশ নি¤œ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। ৭ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত রাখতে পারলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবেই।
আজ রাজধানীর আগারগাঁওয়ে পার্টনার্স ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (পিপিডি) এর স্থায়ী সচিবালয় উদ্বোধনকালে মন্ত্রী একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সকল দেশের সাথে পারস্পরিক সম্পর্ক বজায় রেখে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। বর্তমান সরকারের সময় দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহায়তা সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণ-দক্ষিণ সহায়তাকে আরো দৃঢ় করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও নির্দেশনায় সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আর্থসামাজিক অগ্রগতির পাশাপাশি স্বাস্থ্যখাতের উন্নয়নে গত নয় বছরে বাংলাদেশের সাফল্য বিশ^ নেতৃবৃন্দের কাছে উদাহরণ হিসেবে স্বীকৃত হয়েছে। 
এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের ২৬টি উন্নয়নশীল দেশ নিয়ে পিপিডি গঠিত যার আওতায় বিশে^র প্রায় ৬০ শতাংশ জনগোষ্ঠীর বসবাস। 
পিপিডি’র নির্বাহী পরিচালক ড. হু হংটাও এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের উপমন্ত্রী ড. ওয়াং পেইএন (ডধহম চবর’বহ), বেনিন এর স্বাস্থ্য উপমন্ত্রী ড. লুসিয়েন টোকো (খঁপরবহ ঞড়শড়), তিউনিশিয়ার ন্যাশনাল বোর্ড ফর ফ্যামিলি এন্ড পপুলেশনের মহাপরিচালক ড. রাফলা টেজ ডেললাগী (জধভষধ ঞবল উবষষধমর), ভারতের পরিবার পরিকল্পনা কমিশনের উপ কমিশনার ড. এস কে শিকদারসহ এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ এবং সহযোগী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
#
পরীক্ষিৎ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৮১৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০৩৯
  
শিক্ষামন্ত্রীর সাথে এডুকেশন রিপোর্টার্স প্রতিনিধিদলের সাক্ষাৎ
 
ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই) :  
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে আজ ঢাকায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে নবগঠিত এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (ইআরএবি)-এর একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান খান এবং সাধারণ সম্পাদক সাব্বির নেওয়াজ।
সাক্ষাৎকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন।
শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠনের আত্মপ্রকাশকে স্বাগত জানিয়ে শিক্ষামন্ত্রী নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শিক্ষামন্ত্রী বলেন, সকলের সহযোগিতায় শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ অগ্রগতি অর্জন করেছে। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা সরকার পেয়ে এসেছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, সাংবাদিকরা সমস্যা ও ভুল-ত্রুটি যেমন ধরিয়ে দেবেন, তেমনি ইতিবাচক দিকগুলোও তুলে ধরবেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। কারণ এক্ষেত্রে শিক্ষার উন্নয়নের জন্য সকলেরই জাতিগত দায়িত্ব রয়েছে। 
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের বিভিন্ন সমস্যা দূর করতে মন্ত্রণালয় কাজ করছে। তাদের গুণগত মান বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও-ভুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিয়ম-নীতি অনুসরণ করে যোগ্য প্রতিষ্ঠানগুলো যাতে এমপিও পায়, সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে সুবিচার নিশ্চিত করা হবে, যাতে সঠিক প্রতিষ্ঠানটি এমপিও পায় এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকে।
সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষা বিষয়ক সাংবাদিকদের প্রশিক্ষণ ও পেশাগত উৎকর্ষ অর্জনে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
#
আফরাজুর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০৩৮
  
জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদ্যাপন করেছে শিল্প মন্ত্রণালয়
 
ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই) :  
যথাযথ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০১৮’ উদ্যাপন করেছে শিল্প মন্ত্রণালয়। 
এ উপলক্ষে রাজধানীর মতিঝিলে অবস্থিত শিল্প মন্ত্রণালয় প্রাঙ্গণে সেবা প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নিজেদের সেবা ও উন্নয়ন কর্মকা- তুলে ধরে। 
প্রতিষ্ঠানগুলো তাদের সেবা সম্পর্কে নানা রঙের ব্যানার, ফেস্টুন, পোস্টার, স্টিকার এবং ভিডিও চিত্র প্রদর্শন করে। এ উপলক্ষে সেবা সম্পর্কিত বুকলেট আগত দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের মাঝে বিতরণ করা হয়।  
দুপুরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সেবা প্রদর্শনী ঘুরে দেখেন।
#
জলিল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৭৫৫ঘণ্টা
 
তথ্যবিবরণী      নম্বর : ২০৩৭
        
রাজশাহী, বরিশাল এবং সিলেটে নির্বাচনি এলাকায় ৩০ জুলাই সাধারণ ছুটি ঘোষণা
 
ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই) :
  রাজশাহী, বরিশাল এবং সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আগামী ৩০ জুলাই সোমবার সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 
উল্লিখিত এলাকায় সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস/ প্রতিষ্ঠান/ সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে এ ছুটি ঘোষণা করা হয়েছে। 
তবে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় যদি উক্ত তারিখে কোনো পাবলিক পরীক্ষা নির্ধারিত থাকে, তাহলে পরীক্ষা কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক/কর্মচারীগণ সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে। 
 
#
 
 
হেলালুজ্জামান/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৮/১৭৫২ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০৩৬
  
 জাপানীদের বাংলাদেশ সফরের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা প্রয়োজন
                                                                   --- বাণিজ্যমন্ত্রী
 
ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই) :  
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জাপানীদের বাংলাদেশ সফরের ওপর থেকে জাপান সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা প্রয়োজন। নিষেধাজ্ঞা থাকার সংগত কোনো কারণ নেই, এ বিষয়ে জাপান সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করলে বাংলাদেশ খুশি হবে। জাপান বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র। উভয় দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরো জোরদার হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের জন্য খুবই উপযোগী ও লাভজনক স্থান। বিনিয়োগকারীরা বাংলাদেশে নিরাপদ বিনিয়োগ করতে পারেন। বাণিজ্যমন্ত্রী জাপানী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করতে জাপানী ভাইস মিনিস্টারকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী জাপান ও বাংলাদেশের মধ্যে নিয়মিত পাবলিক-প্রাইভেট ইকোনমিক ডায়ালগের চতুর্থ বৈঠক ঢাকায় অনুষ্ঠানের প্রস্তাব দেন। 
বাণিজ্যমন্ত্রী আজ জাপানের রাজধানী টোকিওতে কিওই নাদামান হোটেলে জাপানের পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি ভাইস মিনিস্টার ইয়াও হোরির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় এসব কথা বলেন। 
জাপানী ভাইস মিনিস্টার বলেন, বাংলাদেশ জাপানের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশে চলমান উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে জাপান খুশি। বাংলাদেশের অবকাঠামোর উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে। আগামী দিনগুলোতে বাংলাদেশে জাপানের বাণিজ্য ও বিনিয়োগ আরো বৃদ্ধি করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় প্রদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাপান সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিয়ানমার সরকারের সাথে আলোচনা করার প্রতিশ্রুতি দেন। 
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট, বিজিএমইয়ের প্রেসিডেন্ট, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ডিটিওসহ ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন। 
#
বকসী/মাহমুদ/রিফাত/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০৩৫
                                                                                                                      
বগুড়া জেলা পরিষদের নব নির্বাচিত সদস্যের শপথ গ্রহণ 
 
ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই) :
বগুড়া জেলা পরিষদের ৬ নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মোঃ আনোয়ার হোসেন রানার শপথ গ্রহণ আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর অফিসকক্ষে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন শপথবাক্য পাঠ করান।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের পরিচালনায় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  
#
জাকির/রিফাত/রেজ্জাকুল/আসমা/২০১৮/  ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২০৩৩                                                                                                             
অখিল বন্ধু নাগ এর মৃত্যুতে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের শোক
ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই) :
বিসিএিস (তথ্য-সাধারণ) ক্যাডারের সদস্য ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক অখিল বন্ধু নাগের মৃত্যুতে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি কামরুন নাহার ও মহাসচিব ফায়জুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
এক শোকবার্তায় বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি ও মহাসচিব বলেন, তিনি    একজন সৎ, দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। তাঁর মৃত্যুতে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশন মর্মাহত। সভাপতি ও মহাসচিব তাঁর বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অখিল বন্ধু নাগ আজ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
#
দীপংকর/রিফাত/জসীম/রেজ্জাকুল/আসমা/২০১৮/১১৩০ ঘণ্টা 
Todays handout (11).docx Todays handout (11).docx