Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ নভেম্বর ২০২১

তথ্যবিবরণী ৮ নভেম্বর ২০২১

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৫৩২১

ডিজেল চালিত বাস-মিনিবাসের ভাড়া পুন:নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি

ঢাকা, ২৩ কার্তিক (৮ নভেম্বর) :

          সরকার ডিজেলের মূল্য বৃদ্ধিজনিত কারণে ডিজেল চালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুন:নির্ধারণ করেছে। সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ গতকাল এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

          প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলা ও দুরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাস এর ক্ষেত্রে  প্রতি কিলোমিটার সর্বোচ্চ ভাড়া ১.৪২ টাকার স্থলে ১.৮০ টাকা পুন:নির্ধারণ করা হয়েছে।

          ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাস এর ক্ষেত্রে এ ভাড়ায় যথাক্রমে ১.৭০ টাকার স্থলে ২.১৫ টাকা ও ১.৬০ টাকার স্থলে ২.০৫ টাকা পুন:নির্ধারণ করা হয়। বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া হবে যথাক্রমে ৭ টাকার স্থলে ১০ টাকা ও ৫ টাকার স্থলে ৮ টাকা।

          ঢাকা টান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি এর আওতাধীন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাস উভয় ক্ষেত্রে এ ভাড়া  প্রতি কিলোমিটার ১. ৬০ টাকার স্থলে ২.৫০ টাকা পুন:নির্ধারণ করা হয়।

          পুন:নির্ধারণকৃত এ ভাড়া আজ (৮ নভেম্বর ২০২১) হতে কার্যকর হবে।

          এ ভাড়া বৃদ্ধি গ্যাস, অকটেন ও পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

#

জসিম/অনসূয়া/জসীম/মাসুম/২০২১/১০৩২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৫৩২০

প্রবাসী বাংলাদেশিগণ বিদেশে বাংলাদেশের দূত

                                        -- ভূমিমন্ত্রী

ঢাকা, ২৩ কার্তিক (৮ নভেম্বর)

ভূমিমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের দেশের দূত হিসেবে উল্লেখ করে তাঁদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান করেন। বিদেশি সহকর্মী ও অংশীজনদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহ দেওয়ার জন্যে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান করেন।

আজ যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরের ম্যানচেস্টার সেন্ট্রাল কনভেনশন কমপ্লেক্সে বিদেশি ও অনাবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের উদ্দেশে ‘দ্য রাইজ অভ্ বেঙ্গল টাইগার: ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট পটেনশিয়ালস ইন বাংলাদেশ’ (বাংলার বাঘের উদয় - বাংলাদেশে বাণিজ্য ও বিনয়োগের সম্ভাবনা') শীর্ষক রোডশো-এ বাংলাদেশের পুঁজিবাজারের ওপর যুক্তরাজ্যে অনুষ্ঠিত দ্বিতীয় বিনিয়োগ শীর্ষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এসব কথা বলেন। বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে প্রবাসী বাংলাদেশি ও বিদেশি, বিশেষত যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ সম্ভাবনা উপস্থাপনার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই রোড শো আয়োজন করে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

সাইফুজ্জামান চৌধুরী পুঁজিবাজারকে অর্থনীতির ভিত্তি এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগকে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যে গুরুত্বপূর্ণ উল্লেখ বলেন, বাংলাদেশ সরকার এই কারণে বিদেশি বিনিয়োগকারীদের অনেক ভালো প্রণোদনা দিচ্ছে।

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্তর্ভুক্তিমূলক উল্লেখ করে বিনিয়োগ উপদেষ্টা বলেন, প্রতিটি নাগরিক যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল পায় সেদিকে প্রধানমন্ত্রী সবসময় লক্ষ্য রাখেন।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত রোডশো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান এবং বেসরকারি খাতের নেতৃবৃন্দ শীর্ষক সম্মেলনে অংশ নেন।

#

আবদুল্লাহ/পাশা/নাইচ/রফিকুল/রেজাউল/২০২১/২২২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর :  ৫৩১৯

 

বাংলা ভাষার উল্লেখযোগ্য বইসমূহ কোরিয়ান ভাষায় অনুবাদ করা হবে

                                                 -- সংস্কৃতি প্রতিমন্ত্রী

 

ঢাকা, ২৩ কার্তিক (৮ নভেম্বর)

 

          সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অনেক সাদৃশ্য রয়েছে। দক্ষিণ কোরিয়ার জনগণকেও সংগ্রাম করে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করতে হয়েছে। দেশটির সাহিত্যও যথেষ্ট সমৃদ্ধ। সাহিত্য- সংস্কৃতি বিনিময় হতে পারে পারস্পরিক সহযোগিতা ও বন্ধন দৃঢ় করার অন্যতম মাধ্যম। সেজন্য বাংলা ভাষার উল্লেখযোগ্য বইসমূহ কোরিয়ান ভাষায় অনুবাদের উদ্যোগ নেয়া হচ্ছে। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত বাংলা ভাষা ও সংস্কৃতির উন্নয়নে নিবেদিত প্রতিষ্ঠান বাংলা একাডেমির অনুবাদ বিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

 

          আজ রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে 'লিটারেচার ট্রান্সলেশন ইনস্টিটিউট, কোরিয়া'র সহযোগিতায় প্রকাশনা প্রতিষ্ঠান 'উজান' প্রকাশিত দু'টি অনুবাদ গ্রন্থ 'কোরিয়ার কবিতা' ও 'কোরিয়ার গল্প' নিয়ে আয়োজিত "উজান বই আলোচনা প্রতিযোগিতা ২০২১" এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

 

          প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের পরীক্ষিত ও অকৃত্রিম বন্ধু। স্বাধীনতা পরবর্তীকালে দেশ পুনর্গঠনে দক্ষিণ কোরিয়া সহযোগিতার হাত প্রসারিত করেছিল। আগামী ২০২৩ সালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হবে। প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের তৃতীয় বৃহত্তম উন্নয়ন সহযোগী। চট্টগ্রামের কেইপিজেডে প্রায় ৭৫ হাজার বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। দক্ষিণ কোরিয়ায় প্রায় ২০ হাজার বাংলাদেশি কর্মরত। তাছাড়া দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় দেড় হাজার বাংলাদেশি ছাত্র, শিক্ষক, গবেষক উচ্চশিক্ষা লাভে অধ্যয়নরত। সবমিলিয়ে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের উন্নয়নের অন্যতম অংশীদার।

 

          বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত Lee Jang-Keun. অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন 'কোরিয়ার কবিতা' গ্রন্থের অনুবাদক ছন্দা মাহবুব, 'কোরিয়ার গল্প' গ্রন্থের অনুবাদক ষড়ৈশ্বর্য মুহম্মদ, প্রতিযোগিতার বিচারক কবি সোহেল হাসান গালিব ও অনুবাদক শিউলি ফাতেহা।

 

          অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী বই আলোচনা প্রতিযোগিতার বিজয়ী তিনজন এবং নির্বাচিত দশজনের হাতে পুরস্কার তুলে দেন।

 

#

 

ফয়সল/পাশা/সাহেলা/মোশারফ/রেজাউল/২০২১/১৯৩২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ৫৩১৮

যাত্রীবাহী লঞ্চের ভাড়া পুনঃনির্ধারণ

ঢাকা, ২৩ কার্তিক (৮ নভেম্বর) :

          যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনঃনির্ধারণ করে নৌপরিবহন মন্ত্রণালয় আজ এক প্রজ্ঞাপন জারি করেছে।

          প্রজ্ঞাপনে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে  জনপ্রতি ভাড়া ০.৬০ টাকা বৃদ্ধি করে ২.৩০ টাকা, প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ০.৬০ টাকা বৃদ্ধি করে ২.০০ টাকা এবং জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে।

          পুনঃনির্ধারিত এ ভাড়া আজ ৮ নভেম্বর ২০২১ থেকে কার্যকর হবে।

          এর আগে ২০১৩ সালে যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনঃনির্ধারণ করা হয়। ২০১৩ সালে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ছিল ১.৭০ টাকা, প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ছিল ১.৪০ টাকা এবং জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ছিল ১৮ টাকা।

#

জাহাঙ্গীর/পাশা/সাহেলা/রাহাত/মোশারফ/শামীম/২০২১/১৮৩৯ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর : ৫৩১৭

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ২৩ কার্তিক (৮ নভেম্বর) :

            স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ৮১২ জনের নমুনা পরীক্ষা করে ২১৫ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭১ হাজার ২২৮ জন। 

          গত ২৪ ঘণ্টায় ৬ জন-সহ এ পর্যন্ত ২৭ হাজার ৯০১ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।

          করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৩৪ জন।

#

নাসিমা/পাশা/সাহেলা/রাহাত/মোশারফ/শামীম/২০২১/১৮০৩ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ৫৩১৬

নিম্নমানের কাজ করলে পরিণতি ভোগ করতে হবে

                                    -স্থানীয় সরকার মন্ত্রী

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২৩ কার্তিক (৮ নভেম্বর) :

          রাস্তা-ব্রিজ-কালভার্টসহ সকল ধরনের অবকাঠামো নির্মাণে কাজের গুণগত মান ঠিক না রাখলে জড়িতদের কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

          আজ গোপালগঞ্জ জেলা সফরে এসে টুঙ্গীপাড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তাগণের সাথে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা জানান।

          মন্ত্রী জানান, কাজের গুণগতমান ঠিক না রাখলে এর সাথে যারাই যুক্ত থাকুক না কেন তাদের পরিণতি ভালো হবে না। নিম্নমানের কাজের সঙ্গে প্রকৌশলী, ঠিকাদার বা অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

          উন্নত-সমৃদ্ধ দেশ গঠনে টেকসই উন্নয়নের কোনো বিকল্প নেই জানিয়ে মোঃ তাজুল ইসলাম বলেন, স্থানীয় প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গণপূর্তসহ অন্যান্য মন্ত্রণালয়ের সকল চলমান কার্যক্রম অবশ্যই টেকসই এবং গুণগত মানসম্পন্ন হতে হবে।

          এ প্রসঙ্গে তিনি আরো বলেন, কাজের মান ঠিক আছে কিনা, সময়মত শেষ হচ্ছে কিনা তা পরিদর্শন ও মনিটরিং করার দায়িত্ব প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সকলের। ঠিকাদার কাজে গাফিলতি করলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যাবে না এই কথা ঠিক না। যারা ঠিকমতো কাজ করবে না, কাজের গুণগত মান ঠিক রাখবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করবে না তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

          রাস্তা ও ব্রিজসহ কোনো ধরনের অপ্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, যেখানে যা প্রয়োজন সেখানে সেটা করতে হবে। রাস্তা পাকাকরণের পর পাঁচ বছরে যেন সংস্কার করতে না হয় তা নিশ্চিত করতে হবে। কম টাকা দিয়ে রাস্তা-ব্রিজ বা অন্যান্য অবকাঠামো নির্মাণ করার চেয়ে গুণগত ও টেকসই করার জন্য খরচ বেশি করে করা ভালো বলেও মন্তব্য করেন তিনি।

          গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার। এছাড়া, জেলা আওয়ামী লীগ ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

          পরে, টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন এবং নাগরিক সেবা নিশ্চিতকরণে সকল সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন মন্ত্রী।

#

হায়দার/পাশা/সাহেলা/রাহাত/মোশারফ/শামীম/২০২১/১৮০২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৫৩১৫

ভারতে চিকিৎসার লক্ষ্যে অসুস্থ মুক্তিযোদ্ধাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান

ঢাকা, ২৩ কার্তিক (৮ নভেম্বর) :

          ভারতে চিকিৎসার লক্ষ্যে অসুস্থ মুক্তিযোদ্ধাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

           'বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবাদান' স্কিমের আওতায় ভারত সরকারের আর্থিক সহায়তায় ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে।

          আগামী ৩০ নভেম্বর ২০২১ পর্যন্ত সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন জমা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও ফরম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) পাওয়া যাবে।

          উল্লেখ্য, প্রাপ্ত দরখাস্ত থেকে বাছাই করে ১০০ জন বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসার  জন্য ভারতে পাঠানো হবে।

#

মারুফ/অনসূয়া/পাশা/মেহেদী/শাম্মী/রেজ্জাকুল/শামীম/২০২১/১৫৪৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর: ৫৩১৪

নির্ভরশীলতা কমাতে কৃষি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

                                              - খাদ্যমন্ত্রী

পোরশা (নওগাঁ), ২৩ কার্তিক (৮ নভেম্বর):   

          নিজেদের প্রয়োজনীয় উৎপাদন বৃদ্ধির মাধ্যমে নির্ভরশীলতা কমাতে সরকারি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এসময় তিনি প্রণোদনা নিয়ে চাষাবাদ বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানান।

          আজ নওগাঁ জেলার পোরশা উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে রবি ২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৫২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, খেসারি চীনাবাদাম, মুগ, পেঁয়াজ বীজ এবং রাসায়নিক সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

          মন্ত্রী বলেন, বাজারে প্রায়শই যে সকল পণ্যের দাম বাড়ে সেগুলো আমাদের দেশে কম উৎপাদন হয়। নির্ভরশীলতার কারণে সেসকল পণ্য আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশেও দাম বাড়ে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মাটি অনেক উর্বর, এখানে যা ফলাতে চান তাই ফলবে। আমাদের দেশে তেলের দাম কম হওয়ায় পাচার হয়ে যেত। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় রেখে দেশে ডিজেলের দাম নির্ধারণ হয়েছে। এতে কৃষক কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও কৃষকবান্ধব সরকার কৃষককে প্রণোদণার মাধ্যমে সে ক্ষতি পুষিয়ে নিতে সাহায্য করবে। তিনি আরো বলেন, গ্রামীণ অর্থনীতির বাংলাদেশ তিন স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। এগুলো হলো কৃষি খাত, গার্মেন্টস খাত এবং প্রবাসীদের রেমিটেন্স। এ সেক্টরগুলো শক্তিশালী হওয়ার কারণে করোনাকালে বিশ্ব অর্থনৈতিক মন্দায় পতিত হলেও বাংলাদেশের অর্থনীতি ছিল শক্তিশালী।

          উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আহমেদ রেজা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার।

#

কামাল/অনসূয়া/মেহেদী/শাম্মী/রেজ্জাকুল/কুতুব/২০২১/১২৫৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর: ৫৩১৩

ব্রহ্মপুত্র সেতু উত্তরাঞ্চলের যোগাযোগে নব দিগন্তের সূচনা করবে

                       -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

রৌমারী (কুড়িগ্রাম), ২৩ কার্তিক (৮ নভেম্বর):   

          প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলছেন, কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজিবপুর উপজেলার সাথে জেলা সদরের সংযোগ সেতু নির্মিত হলে দেশের উত্তরাঞ্চলের ৭ জেলার সাথে রাজধানী ঢাকার যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবে।

          প্রতিমন্ত্রী গতকাল দিনব্যাপী ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

         প্রতিমন্ত্রী বলেন, অবহেলিত এ বিস্তীর্ণ জনপদের উন্নয়নে এ সেতু মাইলস্টোন হিসেবে ভূমিকা রাখবে, যার মধ্য দিয়ে অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টি হবে এবং কৃষিভিত্তিক এ অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। এছাড়াও ভারতের আসাম ও মেঘালয়ের সাথে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণেও এ ব্রিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

          জাকির হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ডিও লেটার প্রেরণ করেছি। এরই পরিপ্রেক্ষিতে সেতু বিভাগের কর্মকর্তারা সরেজমিনে ব্রিজের সম্ভাব্য স্থান পরিদর্শনে এসেছেন।

          এসময় রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্যাহ, সেতু কর্তৃপক্ষের পরিচালক ড. মনিরুজ্জামান ও প্রজেক্ট ডিরেক্টর লিয়াকত হোসেন উপস্থিত ছিলেন।  

#

মাহাবুব/অনসূয়া/শাম্মী/রেজ্জাকুল/কুতুব/২০২১/১০৩০ ঘণ্টা

2021-11-09-05-52-4404f2af9174988328ae6cc837a8cab9.doc 2021-11-09-05-52-4404f2af9174988328ae6cc837a8cab9.doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon